ভীষণ ঠান্ডা পড়েছে আজ। বাইরে কুয়াশার হিম... বিষণ্ণ, বিবর্ণ সকাল বোধহয় স্মৃতি উসকে দেয়। স্মৃতিমেদুর এই লেখাটা জিফরান ভাইয়ের ভাষায় "তীব্র সুনীলীয়"। আমার ও তাই ধারণা। কিভাবে, কখন যে কার ছায়া এসে ভর করে... মাঝে মাঝে এইসব প্রেতাক্রান্ততা (!!) উপভোগ করা যাক সদলবলে
এসো উনিশশো বিরানব্বুই
আট আনা দামের সাদা ভোকাট্টা ঘুড়ি
এসো একলা দুপুরের অভিমান,
ভাঙা নাটাই, ছেঁড়া সুতো, ভেঙে যাওয়া সাতচারা।
পুরনো বাড়ি। পুরনো শত্রুরা।
অজিতের সাইকেল।
তোমাদের কথা খুব মনে পড়ছে...
এসো বারো নম্বর
তোমার কাঠবাদামের গাছে
বাড়িটা বানানোই হল না কখনো
ক্ষমা কোরো সুইস ফ্যামিলি রবিনসন, তুমিও।
রতনদা,
তোমার দোকানে সিগারেটের খালি প্যাকেট
আর চাইবো না।
জানো তো, আমরা আর বানানো টাকায়
জুয়া খেলি না।
ফিরে এসো জাফরী ভাই।
মনে আছে ছোটবেলায়
মা তোমার কাটা-হাতের ভয় দেখিয়ে
আমায় ঘুম পাড়াতো।
শাপলাকুঁড়ি,
প্রিয় বারান্দায় ফের দাঁড়াতে চাই।
মাঠের রোদ্দুরে ফের ছুটে যাওয়া
উদ্দাম হাওয়ায়।
কেমন আছ ঘাসফুল?
তোমার বুকের প্রজাপতি ধরতে পারিনি কখনো
তাই বুঝি প্রতিটি অধরা স্বপ্ন
এক একটি প্রজাপতি হয়ে এখনও আমাকে
সেই কথা মনে করিয়ে দেয়।
ফিরে এসো ক্লাশ টু
ডিকটেশন, স্পেলিং, রাশি রাশি হোমওয়ার্ক
খাতায় গুনে গুনে বুঝে নেওয়া গুড, ভেরি গুড...
তোমাদের সবার কথা আজ খুব মনে পড়ছে...
মন্তব্য
- নস্টালজিয়া বস!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
মনে আছে আমি ছোট ওয়ান, বড়ো ওয়ানে কয়েকদিন ঘোরাঘুরি করে একেবারেই ক্লাস টু-তে ভর্তি হয়েছিলাম।
ভোকাট্টা ঘুড়ির কথা বলে স্মৃতিকাতর করে দিলেন।
কবিতাটা অসাধারণ হয়েছে।
আমাকেও নস্টালজিক করে দিলেন।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
আহা! অল্পকথায় অনেক কিছু মনে করায় দিলেন ভাই।
সাতচারার কথা আজকে অনেকদিন পর মনে পড়লো...
---------------------------------
বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?
---------------------------------
বাঁইচ্যা আছি
গুনে গুনে দশ টা ভেরি গূড
-----------------------------------------
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
ধূগোদা ও কীর্তিনাশা ভাই, হ বস্। নস্টালজিক।
পান্থদা, সেইজন্যেই আপনারে পিচ্চি পিচ্চি লাগে। স্কুল ডিঙানোর আগেই ভার্সিটি চইলা গেসিলেন নাকি?
স্বপ্নাহত, অনেকদিন খেলি না, আর হবেও না কখনো।
এনকিদু, বুঝে নিলাম
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
স্মৃতিকাতরতা দেখলে মেজাজ খারাপ হয়!
কী ব্লগার? ডরাইলা?
ছবি দেইখা ডরাইলাম, দ্রোহীদা।
আমারো মেজাজ খারাপ হয়... আর এইটা তো একটা ধানাই পানাই লেখা।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
জ্ঞাতি ভাই কেলাস ঠু তে আপনি কোন ইস্কুলে আছিলেন?
----------------------------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।
দৃশা
চিনবেন না মনে হয়। শাপলাকুঁড়ি নার্সারি ইস্কুলে।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
আসলেই স্মৃতিকাতর করে দিলেন রে ভাই। "তীব্র সুনীলীয়"- একটুও অতিরঞ্জিত মনে হল না কথাটা।
আপনার সেই প্রতিশ্রুত "উচ্ছ্বাসে ভরপুর" কবিতা কই?
A question that sometimes drives me hazy: am I or are the others crazy?
সুনীল বা আর কারও লেখার মতন মনে হওয়াটা কিন্তু ভালো ব্যাপার না। স্বাতন্ত্র্য বা নিজের ভঙ্গি খোঁজাটাই বেশি জরুরী। সেই হিসেবে এইটা একটা ব্যর্থ লেখা। তবুও নিজের ব্লগে জমায়া রাখা আরকি
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
কখনো খুব ভাল কোনো কবিতা পড়লে হয়ত আমি সেটাকে "দোলো রাত্রি"-র সাথে তুলনা করে বলব কবিতাটা তারেকীয় হইসে।
আর আপনি কি জানেন যে আপনি এর মধ্যেই নিজস্ব ধারা তৈরি করে ফেলসেন?
A question that sometimes drives me hazy: am I or are the others crazy?
আপনে মিয়া কবিতা বেশি পড়েন না। পড়লে বুঝতেন এই উদার প্রশস্তি কতটা অস্বস্তিকর আমার জন্যে।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
অস্বস্তির কী আছে! সুন্দর সব কবিতা লিখে "ব্লগর ব্লগর" ট্যাগ দেওয়াই তো আপনার স্বকীয় বৈশিষ্ট্য! তাইলে চিনতে ভুল করলাম কৈ?
A question that sometimes drives me hazy: am I or are the others crazy?
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
অতিব সৌন্দর্য! আমি ক্লাস সিক্সের আগের সব কথা ক্যান জানি ভুলে গেছি। ব্যাকয়াপও নাই।
=============================
হাটুর ঘিলুগুলা চেক করে দেখ, পায়া যাবা মনে হয়
A question that sometimes drives me hazy: am I or are the others crazy?
আবীর মিয়া, বিডিআর ভাইয়ের বুদ্ধি খারাপ না। চেক কইরা দেইখো
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
তারেক মিয়া, :D আজকেও ওয়ানডে?
=============================
নাহ কালকেরটাই। আমি ডিসকানেক্ট না করলে এইটা বোধহয় সকাল পর্যন্ত চলবে হা হা
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
প্রতি কিলোবাইট দুই পয়সা হিসেবে চার্জ করতেছে। ব্যালেন্স শেষ হওয়ার আগ পর্যন্ত এইভাবেই চলবে।
=============================
লোড যা ছিল তাতে এতক্ষণ চলার কথা না। সেই টাকাটাও এখনো অক্ষত আছে।
আমি এখন পুরোপুরি রুবাবার কুদরতের উপর চলতেছি, হিসাবনিকাশ পরকালে হবে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
- আপনেগো রুবাবা ভাবীরে নিয়া 'অইসব' কবান না কলাম! দিলে দুক্কু লাগে।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
দুক্কু দুক্কু দুক্কু পাইসেন ?
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
---------------------------------------------
রাজাকার আলবদর নিপাত যাক!
জয় বাংলা আমার থাক!
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'
শুন্যস্থান পূরণ করোঃ
ক্লাস টু
খায় __।
কিতা? যিটা ভাবতিসি সিটা?
আমার আবার চিন্তাভাবনা বড়ই বাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
ভদ্রলোকদের নিয়ে এই এক সমস্যা । খালি পারভার্টিক লাইন ধরে । সোজা বাংলায় বললেই পারস গাছে যে সার দেয় সেইটা ।
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
তারেকিয় কবিতা
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
কী, কবি নীরব কেন?
কী ফোটুক ঝুলাইলেন ডন, বুঝি না কিছুই! আনারসের মত লাগে
যুদ্ধাপরাধীদের বিচার চাই
আমার দোষ নাই রে ভাই। ল্যাপটপের মনিটর, বোঝেনই তো। একটু সাইড থেকে দেখার কারণে কালার বা শেপ বুঝিনি ঠিকমত, তাই আনারসের মত লাগসিল। তবে লেজটা নিয়ে চিন্তায় ছিলাম তখন (আনারসের ছায়া তো এমন হওয়ার কথা না!) পরে যখন বললেন "ঘোড়া", তখন ভালভাবে তাকায়া দেখলাম। এবং আরেকটি বার নিজেকে ফ্রেন্ডস-এর জোয়ী বলে মনে হল
যুদ্ধাপরাধীদের বিচার চাই
মানে আনারসের লেজ হয় না?
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
হয় নাকি!
যুদ্ধাপরাধীদের বিচার চাই
ভাইগ্না, ঠিকাছে...
ঠিকাছে মামা।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
ক্লাশ টু হয়তো আসবে না এই ডাকে ফিরে। হয়তো কেন?! নিশ্চয়ই আসবে না।
তবে ভেরি গুড-এর দিন আছে এখনও।
এনকিদু'র চেয়ে আমি আরো দশটা বেশি 'ভেরি গুড' দিলাম তারেক। রেশারেশি ক'রে না, মুগ্ধ হয়ে। অনেক ভালো লিখেছেন। প্রত্যেকেরই ক্লাশ টু-থ্রি-রা আর ভোকাট্টাঘুড়ি-বানানোটাকা-রা একবার হ'লেও উঁকি দেবেই এই কবিতার চওড়া-গভীর-মায়াবী কাঁধে চ'ড়ে।
-----------------------------------
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
আমিও মাঝে মাঝে উঁকি দেব শৈশবের রোদ্দুরে, এই জানালায়। আপনার সুন্দর মন্তব্য পেয়ে অনেক ভালো লাগলো সাইফুল ভাই।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
সকল উঁকির জন্য শুভকামনা,
ঝুঁকি যেন আবার বেড়ে যায় না!
ভালো থাকবেন।
"ভরসা থাকুক চালে-ডালে, তেলে-নূনে, আর পেঁয়াজে..."
------------------------------------
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
হা হা হা
"ভরসা থাকুক ফড়িং হয়ে
উড়ুক, নাচুক বাঁচার তালে..."
আপনিও ভালো থাকবেন
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
পুরো গানটা আর না চালাই এখানে আমরা।
শেষ করি তারেক, এই থ্রেড-এ এখানেই। দেখা হবে অন্য কোথাও।
-----------------------------------
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
অদ্ভুত !
এইটা চোখে পড়ে নাই কেনো কে জানে !
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
নতুন মন্তব্য করুন