( জায়নামাজে বসে অঝোরে কাঁদা বৃদ্ধ মায়ের প্রতি,
মা, তাঁর অপমানিত কন্যা ও শহীদ সন্তানের প্রতি)
পঙ্গপালে ছেয়ে গেছে দশদিক
তবু তার মাঝ দিয়ে এখনো আকাশ দেখা যায়
অপমানে, ঘৃণায় চোখ বুজে আসছে
তবু, মাঝে মাঝে দুহাত উপরে উঠে আসে-
মুঠি পাকানো দূর্বল দুহাত;
শক্ত বুটের লাথি নেমে আসে তার'পর।
আঙুল ভেঙে গুঁড়িয়ে যায়।
রক্তাক্ত শরীর, পা, বুক চিরে বেয়নেট
নিচের মাটিতে গাঁথে।
আরেকটু, আরেকটু বাতাসের জন্য ফুসফুস ফুলে ওঠে
শেষবারের মতন।
পুরোপুরি নিভে যাবার আগে চোখে আগুন জ্বলে উঠে
ছড়িয়ে পড়ে মহল্লায়-বাঁকে-গলিতে
বলে, আমৃত্যু ঘৃণার অহঙ্কারে তুই বেঁচে থাক।
উপরের এই লেখাটা পুরনো। সামহোয়ারইন ব্লগে জুন'২০০৭ এ একটা খুব বাজে সময়ে একজন নোংরা নর্দমার কীটের কিছু বক্তব্যের প্রতিবাদে লেখা...
আমাদের প্রজন্মের জন্ম একটা অন্ধকার সময়ে।তখন দীর্ঘ সামরিক শাসনামলে রাজনৈতিক শূন্যতার সুযোগে বেড়ে উঠছে মৌলবাদ, জনতার রায় এড়িয়ে পুনর্বাসিত হচ্ছে চিহ্নিত যুদ্ধাপরাধীরা। দূর্নীতি, দমন, সংখ্যালঘু নির্যাতন, ধর্মভিত্তিক রাজনীতির প্রবল প্রতাপে সরকারের অংশীদারিত্ব গ্রহণ করছে নিজামী, মুজাহিদ।
তবে আজ আমি ভীষণ খুশী। মনে হচ্ছে যুদ্ধাপরাধীদের বিচার চাই -এই দাবী নিয়ে ঐক্যবদ্ধ হবার শপথ নেওয়ার সময় এসেছে। আমাদের ধমনীতে ৩০লক্ষ শহীদের রক্ত, আমরা একটা মুক্তিযুদ্ধের উত্তরপ্রজন্ম। আমাদের দায়িত্ব অনেক।
মন্তব্য
সুন্দর কবিতা, আর সত্যি কিছু কথা আর চিরকালীন একটা স্বপ্ন ......
এবার, এই ২০০৯ এ অন্তত সত্যি হোক ......
আপনার সাথে গলা মিলিয়ে বলি, সত্যি হোক।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
কবিতাটা বড্ড মন ছুঁয়ে গেল, ভাই তারেক।
আমিও আজ ভীষণ খুশি, আপনারই মতো। আমাদের উপর বহু আগে অর্পিত, অসমাপ্ত এই দায়িত্ব তো আমাদেরই পালন করতে হবে। আমি আশাবাদী এবার আমরা তা পারব। আমাদের পারতেই হবে!
হারিয়ে গিয়েছি, এই তো জরুরি খবর...
দুবছর আগেই আমাদের তারেক এমন কবিতা লিখেছিল!
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
খুবি ভাল লাগল আপনার কবিতা ।
*********************************************************
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
সংবাদপত্রগুলো এখন থেকেই
যুদ্ধাপরাধীর বিচারের দাবীতে সচল হয়ে উঠুক
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
এবং টিভি-চ্যানেলগুলোও। টিভির প্রভাব পত্রিকার চেয়ে অযুতগুণ বেশি।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
অসাধারন একটা লেখা!
------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
নাহ!
তারেকের কবিতা এবার প্রিন্ট করে মানুষকে উপহার দিতে হবে।
দিয়া দ্যাখেন খালি। আপনার খবর আছে।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
মারাত্মক...
=============================
হ্যাঁ,
আমৃত্যু ঘৃণার অহঙ্কারে তুই বেঁচে থাক।
দায়িত্ব অনেক।
-----------------------------------
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
সাম্প্রতিককালে আমি খুব হতাশ ছিলাম আমাদের গৌরবময় ইতিহাসের প্রতি নতুন প্রজন্মের উদাসীনতা নিয়ে। আমার সেই হতাশা দূর হয়েছে।
তারপরেও শঙ্কা থেকে যায়, এক লক্ষ মানুষ একেকটা রাজাকারকে ভোট দিয়েছে। যদি সুষম বন্টনে তিরিশ শতাংশ নতুন ভোটার ধরি, এদের মাঝেও তিরিশ হাজার নতুন সমর্থক আছে। এদেরকে ফেরানোর দায়িত্ব এখনো আমাদের কাঁধে রয়ে গেছে।
আবার লিখবো হয়তো কোন দিন
হুম। এই হিসেবের বাইরেও আছে অনেক।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
আসলেই আমাদের দায়িত্ব অনেক। আমরা সবাই যেন সেই দায়িত্ব পালন করতে পারি।
আগে পড়িনি বলে খারাপ লাগছে।
দেরীতে হলেও পড়া হলো।
খুব ভাল লাগল তারেক। খুব।
-অর্জুন মান্না
নতুন মন্তব্য করুন