The Times They Are a-Changin'

তারেক এর ছবি
লিখেছেন তারেক (তারিখ: সোম, ৩০/০৩/২০০৯ - ৩:৫১অপরাহ্ন)
ক্যাটেগরি:

বব ডিলানের এই অসাধারণ কবিতা ও গান নিয়ে কিছু বলার বোধহয় প্রয়োজন নেই। এই গান বোধহয় কখনো পুরনো হবে না। ইউটিউবের সৌজন্যে ডিলানের এবং Blackmore's Night এর রিমেইড ভার্সনটার মিউজিক ভিডিও দিলাম এখানে। সাথে Ritchie Blackmore -এর গিটার তো থাকছেই; দেখুন, শুনুন Candice Night -কে ও

Come gather 'round people
Wherever you roam
And admit that the waters
Around you have grown
And accept it that soon
You'll be drenched to the bone.
If your time to you
Is worth savin'
Then you better start swimmin'
Or you'll sink like a stone
For the times they are a-changin'.

Come writers and critics
Who prophesize with your pen
And keep your eyes wide
The chance won't come again
And don't speak too soon
For the wheel's still in spin
And there's no tellin' who
That it's namin'.
For the loser now
Will be later to win
For the times they are a-changin'.

Come senators, congressmen
Please heed the call
Don't stand in the doorway
Don't block up the hall
For he that gets hurt
Will be he who has stalled
There's a battle outside
And it is ragin'.
It'll soon shake your windows
And rattle your walls
For the times they are a-changin'.

Come mothers and fathers
Throughout the land
And don't criticize
What you can't understand
Your sons and your daughters
Are beyond your command
Your old road is
Rapidly agin'.
Please get out of the new one
If you can't lend your hand
For the times they are a-changin'.

The line it is drawn
The curse it is cast
The slow one now
Will later be fast
As the present now
Will later be past
The order is
Rapidly fadin'.
And the first one now
Will later be last
For the times they are a-changin'.

গাইছেন বব ডিলানঃ



ব্ল্যাকমোর'স নাইট এর ভার্সনঃ


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

আমার অসম্ভব প্রিয় একটা গান। আমি অবশ্য Blackmore এর টাই শুনেছি।
Blackmore's Night অসাধারন, আর বব ডিলান সম্পর্কে কিছু বলতে হলে বলব...... তিনি অমর।

#ওসিরিস

জিজ্ঞাসু এর ছবি

'tis a great piece of work.

___________________
সহজ কথা যায়না বলা সহজে

তারেক এর ছবি

ওসিরিস, Blackmore's Night সত্যি অসাধারণ! বাড়াবাড়ি রকমের ভালো। ধন্যবাদ। ধন্যবাদ জিজ্ঞাসুকে ও।

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

পরিবর্তনশীল এর ছবি

দুইটায় বস। ডিলান সাহেব একটু বেশি আর কি!
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

অতন্দ্র প্রহরী এর ছবি

আমার কাছে "ব্ল্যাকমোর'স নাইট" চরম লাগে।

মন-ভাল-করা-কবিতা এখনো কিন্তু পোস্টান নাই হে কবি। হাসি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।