মনের মধ্যে এক অন্ত্যজ সংস্কার বেড়ে ওঠে
বেড়ে ওঠে রক্তের অনেক গভীরে
যেন সাপের বিষাক্ত শিহরণে
কেঁপে ওঠে জ্যোৎস্নাক্রান্ত রাত
আমার অভ্যাস, লোকচর্চা, নিভৃতি
আমার দিনানুদিন ছিন্নমূল বাসনার শেষবসন্তের হাওয়া
আমার নৈঃশব্দ্য নিজের অস্তিত্বের ভেতর চুপচাপ বেড়ে ওঠে
পলায়নপর রৌদ্রের ভিতর
এক টুকরো মেঘ যেমন জলের প্রাচীন ভার বয়ে বেড়ায়
আমি যেন একা নই, যেন নিজেই একটি গোষ্ঠী
যাযাবর রক্তের অভিশাপ বয়ে নিয়ে চলি
আলতামিরার শিকারীপুরুষ
এখন প্রাত্যহিক বাজারের ফর্দ, নিরামিষ
কাঁধে মরা বাইসন, পেশীতে ঘোর কালশিটে
যার তুমুল বর্শার বাসনায় কাঁপে শেষ বসন্তের হাওয়া।
মন্তব্য
ধরে রাখো কবিতা লেখার এই স্থিতিটুকু, সংহত করো আরো। পরিণত কবিতার পথে এখন তোমার কবিতা।
ভাবে ো বিন্যাসে কবিতাটি খুউব ভাল লাগার।
---------------------------------------------------------
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
---------------------------------------------------------
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.
খুবই ভাল লাগলো
------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
বেশি কিছু বুঝিনাই
(মাথা চুলকাই)
কিন্তু ভালো লাগসে
এইটা নাকি "ব্লগরব্লগর"!
কতোবার যে কইতে হবে একই কথা!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
যৌনদুর্বলতায় ভুগছি দীর্ঘকাল। দুর্বল হয়ে পড়ি রূপময়ী নারী দেখলেই...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
আমি চাই, আপনি সবসময় বলেন
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
এতো ভালো কবিতাকে ব্লগর ব্লগর বলেন ক্যান?
শেষের জাগতিক অনুভবটাতে আমি নিজেও কিছুটা সম্পৃক্ত হলাম। ভাল লাগছে।
'অন্ত্যজ' 'অচ্ছুত্' শব্দগুলো বেশ অন্যরকম একটা ফিল দিলো। ব্যাখ্যা করতে পারবো না। তবে, চেনাভাবেই পৃষ্ট (প্রশ্নবিদ্ধ) আর স্পৃষ্ট (টাচ্ড) হৈলাম বেশ।
ভালো হৈছে তারেক, যথারীতি।
০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
ভালো ছিল, তবে আরও ভালো করার অবকাশ ছিল
শুভেচ্ছা সবাইকে যারা মন্তব্যের ঘরে লিখলেন, পড়লেন । ধন্যবাদ
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
ছুয়ে যাওয়া কবিতা!
ভালো লাগলো ।
ভালো লাগলো।
কবিতাটা পড়ে বুঁদ হয়ে বসে রইলাম খানিকক্ষণ। ভালোলাগার তীব্র একটা অনুভূতি ছুঁয়ে যাচ্ছে গড়গড়িয়ে। মস্তিষ্কের কোথাও যেন তার অনুরণন বাজছে।
নাহার মনিকা, নীল, পান্থ দা
ভালো লাগলো আপনাদের ভালো লেগেছে জেনে।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
খুব ভালো লাগলো তারেক
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
থ্যাংকু, থ্যাংকু রানাপু ।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
এইটা জানি কীভাবে মিস করছিলাম !
নাহ ... কয়দিন পর তো আমার প্রিয়কবির ঘরে তারেকের নাম লেখা লাগবে মনে হইতেসে
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
এইটার মানে কী? ফুলান্তিস্?
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
ফুলান্তিস মনে হইলো ? তাইলে বরং বলি, এইটা ফুলান্তিসের পর খুঁচান্তিস...
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
অসাধারণ।
---------------------------------------------------------------------------
অভ্র আমার ওংকার
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
নতুন মন্তব্য করুন