১.
আমরা এ মৃত জনপদের মড়াখেকো শকুন
আমাদের ডানা নেই, দু’পায়ে হেঁটে নোংরা ঘাঁটি
কুৎসিত নখর ধারালো, অস্থির চোখ শুধুই মড়া খোঁজে।
২.
ক্রমাগত মৃত্যুর মিছিল শেষ হবে অঘ্রাণে
তারপর ফসলের মাঠ জুড়ে সোনালী ধান
এই মৃত হৃৎপিন্ডগুলি সচল করে
নষ্টযন্ত্রেরা উঠে দাঁড়াবে আবার।
আমরা শকুনেরা,
আরও একটি তীব্র মহামারীর খোঁজে
পাড়ি জমাবো দূরে।
৩.
মৃত্যু হোক মঙ্গায়, বাংলায়, আফ্রিকায়
মৃত্যু হোক পানির অভাবে, পাঁজরার অস্থি গুনে
শিশুর, বৃদ্ধার কিংবা স্ফীতা প্রসূতির।
আমি প্রচন্ড স্বার্থপর মানুষ। আমার আনন্দ, সুখের ভাগ কাউকে দিতে রাজি নই। কিন্তু কষ্টটুকু সবার জন্য। যখন কষ্ট পাই, চাই আমার চারপাশের সবাই কষ্ট পাক।
একটু ঢুঁ মেরে আসবেন কি? ওয়াটার ফর লাইফ
মন্তব্য
পরবর্তী পৃথিবীতে সবচেয়ে বড় যুদ্ধটা হবে সুপেয় পানির জন্য।
দারফুরে যেমন হচ্ছে।
আবার লিখবো হয়তো কোন দিন
কষ্ট পেলাম তারেক। এই কষ্টটার দরকার আছে
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
চাচ্ছিলাম যাদের সুযোগ আছে তারা যেন অনলাইনে ডোনেট করেন। আমি নিজে সাহায্য করার কোন উপায় খুঁজে পাচ্ছি না। বিশুদ্ধ খাবারজলের অভাবে এতগুলো মানুষ কষ্ট পাচ্ছে, তাই খারাপ লাগছে।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
হ্যাটস অফ তারেক ।
-----------------------------------
'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
মোরশেদ ভাই, আপনি মিয়া খালি লজ্জা দ্যান! খেলুম না!
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
নতুন মন্তব্য করুন