রাজনৈতিক সিনেকাহিনী

তারেক এর ছবি
লিখেছেন তারেক (তারিখ: মঙ্গল, ২৫/০৯/২০০৭ - ৮:৪২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

জনসভায়,
ভালমানুষেরা
ভাল ভাল কথা বলে
নেমে গেলে,
আচমকা দূরে কোথাও
দেখি,
বিচ্ছিন্ন গ্রন্থি
আর গ্রন্থ;
বাদবাকি প্রহসন
তদন্ত কমিটি
তদন্ত তদন্ত তদন্ত।

অতঃপর...
ফের কোন জনসভায়
নটরাজ
যাত্রাদলের নায়ক সেজে
ঠা ঠা হাসে।

টুঁটি চেপে হাঁসফাস
টাইয়ের নট
কপালে ঘাম
চিরকুটে পরাজিত ঈশ্বর
নাকি কাম?

এরপর চলে
হেলেদুলে,
সার্কাসের সং
ব্যবহৃত তুলি
মাখে পুরনো রঙ
প্রেমিকার ঠোঁটে।

সস্তা সিনেমার দর্শক
সবশেষে বাড়ি ফিরে যায়।


মন্তব্য

মুহম্মদ জুবায়ের এর ছবি

সস্তা সিনেমার দর্শক
সবশেষে বাড়ি ফিরে যায়।

ভালো লাগলো।

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

জিফরান খালেদ এর ছবি

আঙ্গিক সেরকম!!

কারুবাসনা এর ছবি

হিক্কা।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।

তারেক এর ছবি

দাদা, জল কি কম পড়ল?
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

অছ্যুৎ বলাই এর ছবি

সস্তা সিনেমা দেখতে বাধ্য হই যে প্রতিনিয়ত! মন খারাপ

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।