শুভেচ্ছা সবাইকে... শুভ জন্মদিন সচলায়তন

তারেক এর ছবি
লিখেছেন তারেক (তারিখ: সোম, ০২/০৭/২০০৭ - ৯:৪০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। সচলায়তনকে জন্মদিনের আদর।
গতকাল থেকেই গোগ্রাসে গিলছি সচল সব লেখা। এ দু'দিনের অধিকাংশ পোস্ট পড়া হয়ে গেছে প্রায়। কিন্তু লগড-ইন না থাকায় খারাপ লাগছিল ভাল লেগেছে জানাতে পারছিলাম না বলে। কি যে কষ্টের বলে বোঝানো যাবে না। আমার খুব প্রিয় মানুষেরা এখানে, তাই অভিমানও হচ্ছিল খুব।

বোকামীটা আমারই। আমার একাউন্ট আরো আগেই একটিভ হয়েছে, আমি ইউজার নেম বাংলায় লিখছিলাম বলে হয়ত লগ-ইন করতে পারছিলাম না। এখন তো সব ঠিক হয়ে গেল। সবার কমেন্টস সহ পোস্টগুলো পড়ব আবার।
আবারও শুভেচ্ছা সবাইকে।


মন্তব্য

সুজন চৌধুরী এর ছবি

স্বাগতম ,
অহন পোস্টান।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

তারেক এর ছবি

না, অহন প্রস্থান। এই বাটনটা খুঁজে পাচ্ছিলাম না বলেই এত দেরি!

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

অরূপ এর ছবি

স্বাগতম
চমৎকার সব ওয়েব লগ লিখুন

-------------------------------------
রামছাগলের সামনে, খচ্চরের পেছনে আর নিবোর্ধের ধারেকাছে না থাকাই শ্রেয়!

ফারুক হাসান এর ছবি

স্বাগতম। বেশি বেশি লিখুন

-----------------------
এই বেশ ভাল আছি

দ্রোহী এর ছবি

আমাদের ভুবনে স্বাগতম!!
__________
কি মাঝি? ডরাইলা?

সুমন চৌধুরী এর ছবি

এখনো ইউরোপে?চোখ টিপি
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

ঝরাপাতা এর ছবি

হুম আগে ক্লাশ। কোন ফাঁকি নাই। একটু দাদাগিরি করলাম। স্বাগতম আপনাকে।
_______________________________________
রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

অচেনা এর ছবি

স্বাগতম!
---------------------------------

যত বড়ো হোক ইন্দ্রধনু সে সুদূর আকাশে আঁকা,
আমি ভালোবাসি মোর ধরণীর প্রজাপতিটির পাখা॥

তারেক এর ছবি

অনেক অনেক ধন্যবাদ সবাইকে। ভাল থাকুন।

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

হিমু এর ছবি

স্বাগতম তারেক।

অভিমান করা সহজ। অভিমান ভোলানো কঠিন। পাঠকের অভিমান ভোলান, লিখুন ভাবনা জাগানো লেখা।


হাঁটুপানির জলদস্যু

তারেক এর ছবি

ধন্যবাদ হিমুদা। অভিমান কেমনে ভুলাই? আমার যে পড়তেই বেশি ভাল লাগে! লিখতে ইচ্ছা করে না তেমন আর সেটা হয়ও না, সব আমার মতই অগোছাল।

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।