আজ ভোর পাঁচটায় অ্যালার্মে ঘুম ভাঙ্গার কথা, কিন্তু তার অনেক আগেই বৃষ্টিপাতের প্রবল শব্দে নিদ্রাদেবী আন্দেজ পর্বতে মিলিয়ে গেলেন! তারপর আর ঘুম আসে না কারোই নিদারুণ এক উৎকণ্ঠায়। আছি পেরুর পার্বত্যঅঞ্চলে আল কালিয়ান্তের এক হোটেলে, বিশ্বের বিস্ময় ইনকা সভ্যতার প্রাচীন শহর মাচু পিঁচু যাবার আগে সবাই এখানেই আস্তানা গাড়ে।
সেখানে যাবার অনুমতিপত্র মেলা বেশ ঝক্কির কাজ, দিনে মাত্র চার হাজার পর্যটক এই সুযোগ পান চড়া মুল্যের বিনিময়ে ( ট্রেনটিকিটসহ জনপ্রতি প্রায় ২০০ ডলার) তার মধ্য থেকে মাত্র ২০০ জন সুযোগ পান মাচু পিঁচুর পাশেই উচ্চতর এক পর্বতচূড়া হুয়ানাপিচ্চুতে আরোহণের, কারণ সেখান থেকেই মাচু পিঁচুর দর্শনটা জমে বেশী। কিন্তু বিধি বাম, অনেক ঝামেলার পর ইনকা শহরে ঢোকার অনুমতি মিললেও পর্বতারোহণের অনুমতি মিলল না, তার উপর এই আকাশ ভাঙ্গা জলধারা! এত কাছে এসে এমন দুর্বিষহ অপেক্ষা!
মৌসুমি বৃষ্টির দেশে জন্ম আমার, আন্দেজের এই আপ্যায়নকে ভয় করি না মোটেও, কিন্তু ভয়তো ক্যামেরা নিয়ে ! শেষ পর্যন্ত ঘণ্টা পাঁচেক দেরীতে শুরু হল আমাদের মাচু পিঁচু দর্শন, সারাক্ষণই বৃষ্টি, কুয়াশা, মেঘের দল আমাদের সঙ্গী ছিল, প্লাস্টিকের পনচো আমাদের শরীর আর ক্যামেরার লেন্স কোনটাই রক্ষা করতে পারে নি, তারপরও এই ছবিগুলোই আজকের স্মৃতি হিসেবে রয়ে যাবে।
শুধু প্রথম আর শেষ ছবিটি সঙ্গত কারণেই বন্ধু ইসাইয়া সেরণার তোলা। পরবর্তীতে ছবিগুলোর বর্ণনা নিয়ে লিখতে পারব আশা করি, সেই সাথে থাকবে ইনকাদের বর্তমান বংশধরদের আলোকচিত্র।
ইনকাদের প্রাচীন রাজধানী কুজকো শহরে বসে লিখছি, খানিক আগেই পৌঁছালাম অপূর্ব সুন্দর এই দেশটার বেশ খানিকটা অংশ পাড়ি দিয়ে, কাল ভোরেই আবার বাসে চেপে টিটিকাকা হ্রদ, সেখান থেকে বলিভিয়া। নেট আবার কখন মিলবে বলতে পারি না, তাই ঘুম ঘুম চোখে পোস্টটা করেই ফেললাম। সবাইকে শুভেচ্ছা, ভাল থাকুন সবসময়।।
( ও হ্যাঁ, খবর পেলাম ব্লগার ওডিন মানে আমাদের তন্ময়দার বয়স আজ এক বছর কমে গেল, এই পোস্টটি তার জন্যই। তন্ময় দা, দেখা হবে ২০১৬ সালে লাদাখে !! )
মন্তব্য
বাংলা ব্যাকরণে নতুন সমাসবদ্ধ শব্দ:
হিংসার উর্ধ্বে যিনি=হিংসার্ধো
love the life you live. live the life you love.
শব্দ নতুন, না সমাস নতুন! ওরে বাবা, বাংলা ব্যাকরণ, জ্বর চলে আসে!
facebook
নতুন সমাস। দৌড়পুরুষ সমাস।
কিংবা দৌড়ানু সমাস।
facebook
আহ! চোখ জুড়িয়ে গেল। এই পোস্টের জন্যই অপেক্ষা করে ছিলাম। তাই ঘুমাতে যাওয়ার জন্য ল্যাপটপ বন্ধ করতে গিয়েও ঢুকে পড়লাম।
বিস্তারিত লেখাসহ আরেকটা পোস্ট চাই।
___________________
রাতের বাসা হয় নি বাঁধা দিনের কাজে ত্রুটি
বিনা কাজের সেবার মাঝে পাই নে আমি ছুটি
লিখব। প্রতিদিন খুব দৌড়ের উপরে আছি, তার উপর নেটের সমস্যা। সুযোগ পেলেই লিখব।
facebook
ভাল লাগল...
facebook
অসাধারন । মন্তব্য না করে পারলাম না । হিরাম সড়ক টা সিরাম লাগছে । প্রতিটা ছবিই ১০০ তে ১০০ ।
আরে না রে ভাই! কোনমতে কিছু ছবি তুলতে পারছি তাতেই খুশি, কি যে আবহাওয়া ছিল।
হিরাম সড়কের পুরো ছবি তুলতে হলে হেলিকপ্টার ছাড়া গতি নাই!
facebook
ছবিগুলো ফেসবুকে আগেই দেখা, তাই বিস্তারিত বর্ণনার অপেক্ষায় রইলাম।
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
একটু আগেই তো দিলাম ফেসবুকে!
facebook
আমি কিছু দেহি না, আমি কিছু দেহি নাই, আমি কিছু দেহুম না
অতীত
ক্যান !
facebook
আচ্ছা, এখানে মানুষ মারা গেলে শেষকৃত্ত হিসেবে কি করে? পুরুটাই মনেহল পাথুর জমি। আর ছোট ছোট ঘর গুলি...সবকিছুই ছবির মত সুন্দর... মাচু পিচ্চু নিয়ে আরও বিস্তারিত পোষ্ট চাই।
ছবি
আলাদা কবরস্থান জাতীয় ব্যাপার আছে, আর গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মমি করা হত। লিখব।
facebook
ইঙ্কাদের মমি বুকের কাছে হটু মুড়ে বসা ভঙ্গিতে করা হয় না?
~!~ আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল ~!~
এত করে ! পুরাই উদাসী কাজ-কারবার !
facebook
কি যে কমু সেটাই মাথা চুলকে ভাবতেছি। আপনি আসলে আপনার একার না, বরং সারা দেশের সম্পদ। এজন্যে আপনাকে কেটেকুটে সকল গরীব দুখীদের মধ্যে বিলায়ে দেয়ার দাবী জানাই।
ভেটো !!!
facebook
আদরে বাঁদর মার্কা সন্ত্রাসী কথাবার্তা
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
দেহেন দিকি !
facebook
জবের ল্যাগলো অনু। আগে বাড়ো...
জবের ! কুতি আপনি! অস্ট্রেলিয়া নাকি !
facebook
অনুদা, ছবিগুলা ফাটাফাটি। কিন্তু প্রতেক ছবিগুলার ডিটেইল্স থাক্লে আরও জানা যেত।
জানাব। আপাতত ছবিগুলোই থাকল।
facebook
অনুদা, ছবিগুলা ফাটাফাটি। কিন্তু প্রতেক ছবিগুলার ডিটেইল্স থাক্লে আরও জানা যেত।
facebook
আজকের বৃষ্টিস্নাত ঢাকায় বসে আপনার বৃষ্টি স্নাত ব্লগ পড়তে দারুণ ভাল লাগল।
আয় বৃষ্টি ঝেপে!
facebook
উফফ কি অসম্ভব সুন্দর জায়গাটা। এ জীবনে যেতে চাই, এমন পাঁচটা জায়গার নাম লিখতে বললে মাচুপিচু তার মাঝে রাখতাম। এর রহস্যময়তা, আর মায়ানদের ইতিহাস মনের মাঝে অদ্ভূত এক জায়গা করে নিয়েছে। ধন্যবাদ আরেকবার অণু ভাই।
দারুন এই জায়গা, কি যে রহস্যময়ী।
মায়ানদের আসল তিন নগরেই গেছিলাম, পথে থাকার কারনে লিখতে পারছি না। জানাব।
facebook
সবগুলোর সাথে হামিং বার্ডের ছবিটাও অসাধারণ লাগলো।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
হামিংবার্ডের আরো ছবি আসিতেছে।
facebook
আবার মুগ্ধ হলাম। ধন্যবাদ ভাইডি। আর হ্যাঁ, মনে করে এক বস্তা হাভেনরো মরিচ এনো তো। যারা যারা আমায় রাগাবে তাদের জন্য রাখব।
----------------
স্বপ্ন হোক শক্তি
ওরে দাদারে, আমাকে তাহলে বিমানেই উঠতে দিবে না ! অন্যকিছু নিয়ে আসি !
facebook
অন্যকিছু ? অ্যা অ্যা... আচ্ছা, ঠিকাছে, তাইলে এক ঘড়া মোহরই দিও।
----------------
স্বপ্ন হোক শক্তি
সেটা কি ! বুঝায়ে বলবেন তো ! একটু আগে দমুদিও তাই বলল। আচ্ছা, একটা স্যাম্পল পাঠান।
facebook
কি কন হাবানেরো? এইটার কোন ঝাল আছে নাকি। ভূত জলোকিয়া ওরফে নাগা মরিচ হইল ঝালের রাজা।
~!~ আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল ~!~
হা হা !
facebook
আপ্নি যন্ত্র না যন্ত্রণা
facebook
উফ! আপনি যে কি সৌভাগ্যবান!!
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'
কাকভেজা হয়ে চপ্পল পড়ে পাহাড় ডিঙ্গালাম, আর আপনি দমুদি বলছেন সৌভাগ্যবান ! বটে।।
facebook
আচ্ছা চুপিচুপি বলেন তো, আপনার কোন বস/বসিনি নাই, ছুটি চাইলে যার ভুরু ৩ ইঞ্চি বেঁকে যায় না, তাই না? আর --- আর ---- ঘড়া ভর্তি ভর্তি সোনার মোহর আছে, তাই না?
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'
বলব না ! বলব না !
আরে, ঐ সমস্যাগুলো আছে বলেই তো ইচ্ছেমত ঘুরতে পারি না। কিন্তু পারব আশা করি শীঘ্রই।
facebook
আইচ্ছা ! আপ্নে তাড়াতাড়ি ন্যাট জিও নাইলে ডিস্কভারি চ্যানেলে ট্রাভেল শো এর হোস্ট পদে এপ্লাই করেন। আর কোন পেশা আপ্নারে মানায় না।
~!~ আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল ~!~
সিস্টেম জানি না যে !
facebook
মেগান আপামনি নাইলে ইয়ান ভাইজানকে জিগান কেম্নে কী? মেগান আপারে বড় ভালু পাই।
~!~ আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল ~!~
হিংসে নয়। খুব খুব খুব ভালো লাগছে। জিও অণু জিও
ডাকঘর | ছবিঘর
অবশ্যই তাপস দা, নতুন বছরের প্রতিশ্রুতি, ভুলো না আবার !
facebook
নারে ভাই ভুলব না । তুমিও তোমার প্রতিশ্রুতি ভুলো না। একসাথে ঘুরতে যাবার ব্যাপারটা...
ডাকঘর | ছবিঘর
হবে হবে। কিন্তু জিগাইয়েন না কবে !
facebook
অনুদা,
আপনার পোস্টগুলো পড়তে পড়তে আসলে অনুভুতি হারিয়ে ফেলি........... আসলে কল্পনা করতে পারিনা জায়গাগুলো সামনে থেকে কতটা সুন্দর..................
জিও পাগলা............
facebook
মায়ানদের নিয়ে মেল গিবসনের একটা ছবি আছেনা, আপাকালিপ্টো। ওটা দেখা হয়েছে ভাইডি।
ডাকঘর | ছবিঘর
ঐটা আমার প্রিয় ছবি
“Peace comes from within. Do not seek it without.” - Gautama Buddha
দেখেছি, হলে যেয়েও একবার!
facebook
অণুদা, অঅঅঅঅঅঅনেক ভাল একটা লেখা। বিস্তারীত লেখার অপেক্ষায় রইলাম। মাচু পিচুঁতে যা্বার পথের বর্ণনা দিতে ভুলবেননা কিন্তু।
দিব দিব !
facebook
যদিও জানি লামা অনেক শান্ত প্রাণী , তারপরও ছবিটা দেখে ক্যাপ্টেন হ্যাডকের মতন মুখে পানি নিয়ে থুতু দিতে ইচ্ছা করছিলো ......!!
কি ছেলে মানুষী চিন্তা......
যায় হোক অনু ভাই, আপনার একটা মন্ত্রপূত পুতুল নিয়ে আসবেন.........
লামার খালাত ভাই আলপাকা আজ আমার বন্ধুর চুল কামড়ানোর চেষ্টা করছিল !
facebook
একটা ব্যাপার পরিষ্কার যে খুব শীঘ্রই আপনার বই বেরুচ্ছে (যদি এখন পর্যন্ত বের না হয়ে থাকে) ।আমার জন্য একটা ফ্রী কপি রাখবেন( অটোগ্রাফ সহ) ।
লাদাখ যাচ্ছেন কবে ?
২০১৬
facebook
কি বলুম
facebook
এমনিতেই ইনকা সভ্যতার রহস্যময়তা নিয়ে কৈশোরের সেইসব স্মৃতি, তার উপর চমৎকার কিছু ছবি, মুগ্ধ হলাম।
ধন্যবাদ।
facebook
facebook
ওরে মাচু রে, ওরে পিচু রে ... আমারে ধর রে ... ... ...
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
হুম্ম
facebook
স্রেফ মুগ্ধ, এই মুগ্ধতার কোন সীমা পরিসীমা নাই ।
আপনার তালিকা আরো বেড়ে যাচ্ছে।
facebook
দারুন B-)
facebook
একবেলা তারেক অণু দিয়ে ভাত খাইতে চাই! আমার আর কোনো চাওয়া নাই!
আপ্নারে মঙ্গলগ্রহের টিকিট কেটে দেব ভাবতেছি! তারপর গাড়ির চাকা পাংচার করে দেব!!
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
এ ছাড়া আর ইমো পাচ্ছি না কমেন্টগুলো পড়ে
দিয়ে না নিয়ে।
facebook
একরাশ মুগ্ধতা!
facebook
অণুদা,অসাধারণ!
ধন্যবাদ।
facebook
মুগ্ধতা
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
শুভেচ্ছা।
facebook
আশৈশব স্বপ্ন ... আমি জানি একদিন এখানটায় যাব।
আপনার সাথে কোন না কোনভাবে সম্পর্কিত আছি এটা আমাকে গর্বিত করে। নিরন্তর শুভকামনা।
অবশ্যই যাবেন।
facebook
মাথা নষ্ট করা ছবি... উফঃ কি অসহ্য সুন্দর জায়গা!
জাদুময়।
facebook
টেক্সাসেও বৃষ্টি হচ্ছে...শুধু বৃষ্টিটাই দেখছি...মাচু পিঁচু আর দেখা হচ্ছে না
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
চইল্যা আহেন !
facebook
অসাধারণ
facebook
চে'র ইস্টাইলে একটা ফটুক তুলেন নাই?
হেভি লাগলো!
সব ছবি দেওয়া যাচ্ছে না এখন, জায়গা নাই!
facebook
আমি যেতে চাই...পাহাড়ঘেরা নিশ্চুপ রহস্যের দেশে...।
এহ, কাব্য করে ফেললেম?...।
অসাধারণ।
যাবেন, যাবেন
facebook
নীড়পাতায় ঢুকে প্রথম ছবিটা দেখেই মন অসম্ভব ভালো হয়ে গেলো। গায়ে একটুকরো বাংলাদেশ জড়িয়ে মাচুপিচুতে দাঁড়িয়ে আছে আমাদেরই একটা ছেলে!!!!
আমিও যামু! খুব দ্রুতই! নেটওয়ালা জায়গায় এসেই ডিটেইলস লেখা দিয়েন।
আর লাদাখ ২০১৬ তো ঠিকই আছে- হেমিস ফেস্টিভ্যাল দেখুম একলগে
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
নেট পাচ্ছি, সময় পাচ্ছি না ! টিটিকাকার তীর থেকে শুভেচ্ছা!
facebook
ঘুরতে থাকুন, দেখতে থাকুন
তুলতে থাকুন, লেখতে থাকুন
.......................................
থাকছি
facebook
কি আর বলবো!!! হিংসায় চোখ ছোট ছোট ও করা যাচ্ছে না, চক্ষু বিস্ফোরিত করে তাকিয়ে থাকতে হচ্ছে। আপনাকে এই মুহূর্তে পৃথিবীর অন্যতম লাকি মানুষ বলে মনে হচ্ছে।
খুবই জটিল!
facebook
ভিডিও চাই ভিডিও!
আসিতেছে!
facebook
তারেক অণুর ভিডিও বাইর হইছে ? ছেলেটাকে তো ভালৈ জানতাম !
ভাই কার লগে ভিডু?
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
মাচুপিচু দেখার রাজ-কপাল নিয়ে যার জন্ম হয়েছে, সে যেন সচলের সবাইকে লাড্ডু খাওয়ায় !
খালি হাতে টেক্সাসের এইদিকে আসলে তো মাইরা গাঙ্গের পানিতে ভাসায়ে দিব
“Peace comes from within. Do not seek it without.” - Gautama Buddha
~!~ আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল ~!~
হাতই নাই, তো খালি !
facebook
এই রকম বদলুক আমি ২টা দেখি নাই!!!!! ১টার পর ১টা দিয়েই যাচ্ছে!!!!!!!!
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
ওরে বাবা, আমার কোন ক্যারিক্যাচারের দরকার নাই, সুজন দা!
facebook
আপনে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে কবে যাচ্ছেন ?
পোস্টে জাঝা
সুযোগ পেলেই।
facebook
"ইনকাদের প্রাচীন রাজধানী কুজকো শহরে বসে লিখছি, খানিক আগেই পৌঁছালাম অপূর্ব সুন্দর এই দেশটার বেশ খানিকটা অংশ পাড়ি দিয়ে, কাল ভোরেই আবার বাসে চেপে টিটিকাকা হ্রদ, সেখান থেকে বলিভিয়া। নেট আবার কখন মিলবে বলতে পারি না, তাই ঘুম ঘুম চোখে পোস্টটা করেই ফেললাম।"
এই অংশটা পড়ে মনে হল প্রফেসর শন্কুর একটা অ্যাডভেন্চার শুরু হতে যাচ্ছে
ধুর
এখন কিন্তু টিটিকাকার তীরেই, আমার জানালা দিয়ে দেখা যাচ্ছে পারদস্বচ্ছ জল।
facebook
আপনার পোস্টে কমেন্ট করা বাদ দিসিলাম। এইবার আর না কইরা থাকা গেল না।
অফটপিকঃ দক্ষিণ কোরিয়া আছি তিন মাসের জন্য। তীব্র শীত এখন। কোথায় যাওয়া যায় একটা পরামর্শ দেন। দালান কোঠা দেখতে ভাল্লাগে না।
তাহলে তো পোয়া বারো ! ওখানকার দ্বীপগুলোতে যান ! ফিলিপাইন, ইন্দোনেশিয়া কেমন হয় !
facebook
জেজু গিয়েছেন নাকি? না গেলে বেড়িয়ে আসুন। আর চীনের দক্ষিনে একটা সফর দিয়ে আসেন।
বাই দ্য ওয়ে...হিরাম বিংহ্যাম হচ্ছেন ক্যাথরিন মাসুদের নানা। ভদ্রলোক পরে কানেটিকাটের গভর্ণর হয়েছিলেন। প্রয়াত তারেক মাসুদের পুত্রের নামেও বিংহ্যাম অংশটা আছে।
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
জানতাম। আমি ব্যক্তিগত ভাবে হিরামের ভক্ত না, কেন সেটা পরে অন্য লেখায় জানাব।
এ যাত্রা ভিল্কাবাম্বা যাওয়া হল না।
facebook
কয়েক্তা ছবি খুব চমৎকার হইছে। ভাল লাগলো
facebook
লাদাখ যাওয়ার সময় আমারে নিয়েন
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
তন্ময় দা সব জানে !
facebook
ছবিগুলা দেখতে দেখতেই মাচুপিচু ঘুরে এলাম
মাচুপিচুর বিস্তারিত জানার জন্য অপেক্ষায় আছি।
আসিতেছে !
facebook
এই জায়গাটা আমি আপনার আগেই দেখসি।
কিন্তু স্বপ্নে
------------
'আমার হবে না, আমি বুঝে গেছি, আমি সত্যি মূর্খ, আকাঠ !
facebook
খুব ঈর্ষণীয় বেপার আপনি এত জায়গা ঘুরে ফেলছেন .....................খুব ভালো পোস্ট ..........কিছু বলার নাই
ধন্যবাদ।
facebook
সেই কবে " ছোটদের কাগজ " এ পড়েছিলাম মাচু পিচুঁ এর কথা।বহু ছবি দেখেছি,আগেও,কিন্তু এবার যেন একেবারে সশরীরে বেড়িয়ে এলাম।
হুমম, নামটা মনে পড়ছে না।
একটা উপন্যাসে কি?
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
facebook
অসাধারণ সব ছবি সম্বলিত একটা পোস্ট । খুবই ভালো লেগেছে ।
তবে আপনার এর পরের পোস্টগুলোতে কোনো মন্তব্য করব না । কিভাবে করব বলেন , নতুন কোনো ভাষা খুঁজে পাচ্ছি না এসব অসাধারণ সব লেখার মন্তব্যরে জন্য ।
মন্তব্য অবশ্যই করবেন ! নাহলে, পড়েছেন যে বুঝব কি করে! ভাল লাগলে কেন লাগল জানাবেন, ভাল না লাগলে কোন ব্যাপারটা ভাল লাগল না জানাবেন!
facebook
অসাধারণ সব ছবি সম্বলিত একখানা পোস্ট ।
facebook
আচ্ছা অণু, আপনি জিওগ্রাফিতে কয়বার গিয়েছেন?
------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।
'জিওগ্রাফি' শব্দটাই এখন বদলে 'অণুগ্রাফি' করে দিতে হবে। 'অণুগ্রাফি' বললেই এখন থেকে 'জিওগ্রাফি' বোঝাবে। আর এরপর থেকে কাউকে ঠাট্টা করে, "আচ্ছা ..., আপনি জিওগ্রাফিতে কয়বার গিয়েছেন?" প্রশ্নটা করতে চাইলে - "আচ্ছা ..., আপনি অণুগ্রাফিতে কয়বার গিয়েছেন?" জিজ্ঞেস করা যেতে পারে।
****************************************
জিওগ্রাফিতেই থাকি।!
facebook
আমার তো ভবের হাটের ফিজা স্যরের মতন বলতে ইচ্ছা করতাসে, "ওরে না রে! "
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
বলেই ফেলেন!
facebook
এই রকম যায়গায় যারা সেই আমলে থাকত তাঁরা কত সুখীই না ছিল। আহা! আমার জন্মও যদি তখন হতো।
আসলেই !
facebook
এইবার গালাপাগোস আইল্যান্ডে যান। ওখানকার সমুদ্রেও ডাইভিং করে আসেন।
****************************************
যাবার খুব ইচ্ছে, পরের বার হবে আশা করি !
facebook
facebook
ভালো লাগলো.....................
ধন্যবাদ।
facebook
প্রথম ছবিটা (পেছনে বাংলাদেশ লেখা) দারুন অণুদা। পোষ্টে পাচঁতারা। এখন বলেন কত খরচ হবে ল্যাটিন আমেরিকা ঘুরতে !!
আউটসাইডার
খরচের কথা আপাতত ভুলে থাকতে চাচ্ছি!
facebook
এই মিয়া, বাকি লেখা কই...মন্তব্য না লিখা বাকি লেখা+ছবি ছাড়েন।
facebook
বরাবরের মতোই চমৎকার।
facebook
...ছোটবেলায় 'ইনকা রাজার গুপ্তধন' নামে একটা বই পরেছিলাম। আপনার পোষ্টটা দেখে সে কথা মনে পরলো। নাইস পোষ্ট
কার লেখা ছিল বলেন তো !
facebook
দেশে ছিলাম বলে এই পোস্টগুলো পড়া হয়নি। এখন পড়লাম আর অভিশাপ দিলাম, অণুভাই যেন শিগগির পাত্থর হয়ে যায়
অভিশাপ ফলে গেছে! এখন পুরাই পাথর!
facebook
আপ্নের আওয়াজ নাই কেন? পেটে অসুখ?
শকুনের দোয়ায় গরু কি মরে? মানুষ (ইনক্লুডিং মি) যেভাবে গালি দিছে...
নাহ, আশা রাখি অণু ভাই সহীহ সালামতে ফিরে এসে লেখার বন্যায় ভাসিয়ে দিবেন
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
ছোটবেলা একটা উপন্যাস পড়েছিলাম, ইনকা রাজার গুপ্তধন, ওটি মনে করিয়ে দিলেন।
কার লেখা ছিল?
facebook
অসাধারন ছবি, চমৎকার বর্ণনা।
ধন্যবাদ অণু হারানো নগরীকে পুনরাবিস্কারের জন্য।
___________________________________
অন্তর্জালিক ঠিকানা
বর্ণনা তো দিই নি! পরে আসবে। ছবিটা কোথায় পেলি_ খুব জোড়া তালি লাগানো মনে হচ্ছে। !
facebook
সত্যজিৎ রায়ের আগুন্তুকের মুখে মাচু পিচুর বর্ণনা শুনে বহু আগেই মনে মনে পণ করেছিলাম কোন এক সময় মাচু পিচু দেখতে যাবোই, আপনার এই লেখাটা পড়ে সেই আসা আরো গাঁড় হল।
নতুন মন্তব্য করুন