ছবি ব্লগ- বৃষ্টিস্নাত মাচু পিঁচু

তারেক অণু এর ছবি
লিখেছেন তারেক অণু (তারিখ: সোম, ০৯/০১/২০১২ - ১১:১৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

405245_10151150292895497_608590496_22718651_436395668_n

আজ ভোর পাঁচটায় অ্যালার্মে ঘুম ভাঙ্গার কথা, কিন্তু তার অনেক আগেই বৃষ্টিপাতের প্রবল শব্দে নিদ্রাদেবী আন্দেজ পর্বতে মিলিয়ে গেলেন! তারপর আর ঘুম আসে না কারোই নিদারুণ এক উৎকণ্ঠায়। আছি পেরুর পার্বত্যঅঞ্চলে আল কালিয়ান্তের এক হোটেলে, বিশ্বের বিস্ময় ইনকা সভ্যতার প্রাচীন শহর মাচু পিঁচু যাবার আগে সবাই এখানেই আস্তানা গাড়ে।

সেখানে যাবার অনুমতিপত্র মেলা বেশ ঝক্কির কাজ, দিনে মাত্র চার হাজার পর্যটক এই সুযোগ পান চড়া মুল্যের বিনিময়ে ( ট্রেনটিকিটসহ জনপ্রতি প্রায় ২০০ ডলার) তার মধ্য থেকে মাত্র ২০০ জন সুযোগ পান মাচু পিঁচুর পাশেই উচ্চতর এক পর্বতচূড়া হুয়ানাপিচ্চুতে আরোহণের, কারণ সেখান থেকেই মাচু পিঁচুর দর্শনটা জমে বেশী। কিন্তু বিধি বাম, অনেক ঝামেলার পর ইনকা শহরে ঢোকার অনুমতি মিললেও পর্বতারোহণের অনুমতি মিলল না, তার উপর এই আকাশ ভাঙ্গা জলধারা! এত কাছে এসে এমন দুর্বিষহ অপেক্ষা!

মৌসুমি বৃষ্টির দেশে জন্ম আমার, আন্দেজের এই আপ্যায়নকে ভয় করি না মোটেও, কিন্তু ভয়তো ক্যামেরা নিয়ে ! শেষ পর্যন্ত ঘণ্টা পাঁচেক দেরীতে শুরু হল আমাদের মাচু পিঁচু দর্শন, সারাক্ষণই বৃষ্টি, কুয়াশা, মেঘের দল আমাদের সঙ্গী ছিল, প্লাস্টিকের পনচো আমাদের শরীর আর ক্যামেরার লেন্স কোনটাই রক্ষা করতে পারে নি, তারপরও এই ছবিগুলোই আজকের স্মৃতি হিসেবে রয়ে যাবে।

শুধু প্রথম আর শেষ ছবিটি সঙ্গত কারণেই বন্ধু ইসাইয়া সেরণার তোলা। পরবর্তীতে ছবিগুলোর বর্ণনা নিয়ে লিখতে পারব আশা করি, সেই সাথে থাকবে ইনকাদের বর্তমান বংশধরদের আলোকচিত্র।

ইনকাদের প্রাচীন রাজধানী কুজকো শহরে বসে লিখছি, খানিক আগেই পৌঁছালাম অপূর্ব সুন্দর এই দেশটার বেশ খানিকটা অংশ পাড়ি দিয়ে, কাল ভোরেই আবার বাসে চেপে টিটিকাকা হ্রদ, সেখান থেকে বলিভিয়া। নেট আবার কখন মিলবে বলতে পারি না, তাই ঘুম ঘুম চোখে পোস্টটা করেই ফেললাম। সবাইকে শুভেচ্ছা, ভাল থাকুন সবসময়।।
( ও হ্যাঁ, খবর পেলাম ব্লগার ওডিন মানে আমাদের তন্ময়দার বয়স আজ এক বছর কমে গেল, এই পোস্টটি তার জন্যই। তন্ময় দা, দেখা হবে ২০১৬ সালে লাদাখে !! )

388243_10151150291740497_608590496_22718649_884191442_n

400803_10151151095815497_608590496_22722204_51414982_n

402746_10151151095160497_608590496_22722200_1693484414_n

400293_10151151094645497_608590496_22722198_382053093_n

401607_10151151093545497_608590496_22722193_531590769_n

388651_10151150969190497_608590496_22721784_1984958397_n

হিরাম বিংহ্যাম সড়ক
394772_10151150968370497_608590496_22721783_1793478652_n

389379_10151150967690497_608590496_22721781_1539808824_n

394542_10151150966880497_608590496_22721778_2004840235_n

394370_10151150966320497_608590496_22721776_1223727669_n

395561_10151150965720497_608590496_22721775_155598391_n

জানালা
390791_10151150964335497_608590496_22721771_862381096_n

391061_10151150963665497_608590496_22721769_22828801_n

আন্দেজের গাছ
404284_10151150963050497_608590496_22721768_210344464_n

393484_10151150962505497_608590496_22721764_1029604526_n

400967_10151150961515497_608590496_22721760_103204843_n

388280_10151150958180497_608590496_22721748_703833675_n

শস্যক্ষেত্র
408775_10151150957375497_608590496_22721744_1561378734_n

396566_10151150956575497_608590496_22721737_1759230234_n

405931_10151150954570497_608590496_22721726_2059807232_n

396050_10151150953835497_608590496_22721723_827965581_n

উরুবামবা নদীর তীরে
401202_10151150951550497_608590496_22721712_189179284_n

লামা
391991_10151150948640497_608590496_22721702_1463682455_n

শস্যাগার
398567_10151150946335497_608590496_22721695_874774542_n

400864_10151150944550497_608590496_22721677_417997598_n

398548_10151150943135497_608590496_22721659_1936096835_n

লামা
397384_10151150316285497_608590496_22718701_723449441_n

399718_10151150293855497_608590496_22718655_1670101191_n

378380_10151151094135497_608590496_22722197_1174527445_n

380818_10151150964895497_608590496_22721772_63649004_n

384781_10151150961035497_608590496_22721757_2098820526_n

দরজা
380816_10151150959575497_608590496_22721753_904707704_n

চারণক্ষেত্র
387366_10151150958990497_608590496_22721750_642945896_n

উরুবামবা
380135_10151150953185497_608590496_22721719_147184935_n

387629_10151150949615497_608590496_22721707_1291851765_n

লামা দর্শন
381090_10151150947870497_608590496_22721700_1816188263_n

ইনকাদের পথ
377072_10151150947275497_608590496_22721698_1698742849_n

374835_10151150945690497_608590496_22721689_911270971_n

385936_10151150943770497_608590496_22721667_533905408_n

380900_10151150942315497_608590496_22721654_662040738_n

মাচু পিঁচুর হামিংবার্ড
381621_10151150965185497_608590496_22721773_21342584_n

383149_10151150720265497_608590496_22720812_287422900_n

381673_10151150721595497_608590496_22720820_1849356948_n

383307_10151150315470497_608590496_22718699_820471899_n

382680_10151150314630497_608590496_22718698_857151942_n

399421_10151151092610497_608590496_22722188_1595267434_n

388949_10151150955845497_608590496_22721733_1828342443_n


মন্তব্য

তারাপ কোয়াস এর ছবি

বাংলা ব্যাকরণে নতুন সমাসবদ্ধ শব্দ:
হিংসার উর্ধ্বে যিনি=হিংসার্ধো
গুল্লি


love the life you live. live the life you love.

তারেক অণু এর ছবি

শব্দ নতুন, না সমাস নতুন! ওরে বাবা, বাংলা ব্যাকরণ, জ্বর চলে আসে!

শেহাব- এর ছবি

নতুন সমাস। দৌড়পুরুষ সমাস।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

চলুক

কিংবা দৌড়ানু সমাস।

তারেক অণু এর ছবি
টিউলিপ এর ছবি

আহ! চোখ জুড়িয়ে গেল। এই পোস্টের জন্যই অপেক্ষা করে ছিলাম। তাই ঘুমাতে যাওয়ার জন্য ল্যাপটপ বন্ধ করতে গিয়েও ঢুকে পড়লাম।

বিস্তারিত লেখাসহ আরেকটা পোস্ট চাই।

___________________

রাতের বাসা হয় নি বাঁধা দিনের কাজে ত্রুটি
বিনা কাজের সেবার মাঝে পাই নে আমি ছুটি

তারেক অণু এর ছবি

লিখব। প্রতিদিন খুব দৌড়ের উপরে আছি, তার উপর নেটের সমস্যা। সুযোগ পেলেই লিখব।

লাবণ্যপ্রভা এর ছবি

ভাল লাগল... চলুক

তারেক অণু এর ছবি
HBK এর ছবি

অসাধারন । মন্তব্য না করে পারলাম না । হিরাম সড়ক টা সিরাম লাগছে । প্রতিটা ছবিই ১০০ তে ১০০ ।

তারেক অণু এর ছবি

আরে না রে ভাই! কোনমতে কিছু ছবি তুলতে পারছি তাতেই খুশি, কি যে আবহাওয়া ছিল।
হিরাম সড়কের পুরো ছবি তুলতে হলে হেলিকপ্টার ছাড়া গতি নাই!

ত্রিমাত্রিক কবি এর ছবি

ছবিগুলো ফেসবুকে আগেই দেখা, তাই বিস্তারিত বর্ণনার অপেক্ষায় রইলাম।

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

তারেক অণু এর ছবি

একটু আগেই তো দিলাম ফেসবুকে!

অতিথিঃ অতীত এর ছবি

আমি কিছু দেহি না, আমি কিছু দেহি নাই, আমি কিছু দেহুম না মন খারাপ মন খারাপ মন খারাপ মন খারাপ মন খারাপ

অতীত

তারেক অণু এর ছবি

ক্যান !

লাবণ্যপ্রভা এর ছবি

আচ্ছা, এখানে মানুষ মারা গেলে শেষকৃত্ত হিসেবে কি করে? পুরুটাই মনেহল পাথুর জমি। আর ছোট ছোট ঘর গুলি...সবকিছুই ছবির মত সুন্দর... মাচু পিচ্চু নিয়ে আরও বিস্তারিত পোষ্ট চাই।
ছবি উত্তম জাঝা!

তারেক অণু এর ছবি

আলাদা কবরস্থান জাতীয় ব্যাপার আছে, আর গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মমি করা হত। লিখব।

শিশিরকণা এর ছবি

ইঙ্কাদের মমি বুকের কাছে হটু মুড়ে বসা ভঙ্গিতে করা হয় না?

~!~ আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল ~!~

চরম উদাস এর ছবি

ম্যাঁও

তারেক অণু এর ছবি

এত করে ম্যাঁও ! পুরাই উদাসী কাজ-কারবার !

চরম উদাস এর ছবি

কি যে কমু সেটাই মাথা চুলকে ভাবতেছি। আপনি আসলে আপনার একার না, বরং সারা দেশের সম্পদ। এজন্যে আপনাকে কেটেকুটে সকল গরীব দুখীদের মধ্যে বিলায়ে দেয়ার দাবী জানাই।

তারেক অণু এর ছবি

ভেটো !!!

শামীম এর ছবি

কস্কি মমিন!
আদরে বাঁদর মার্কা সন্ত্রাসী কথাবার্তা

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

তারেক অণু এর ছবি

দেহেন দিকি !

আহমদ কবির এর ছবি

জবের ল্যাগলো অনু। আগে বাড়ো...

তারেক অণু এর ছবি

জবের ! কুতি আপনি! অস্ট্রেলিয়া নাকি !

achena এর ছবি

অনুদা, ছবিগুলা ফাটাফাটি। কিন্তু প্রতেক ছবিগুলার ডিটেইল্স থাক্লে আরও জানা যেত।

তারেক অণু এর ছবি

জানাব। আপাতত ছবিগুলোই থাকল।

achena এর ছবি

অনুদা, ছবিগুলা ফাটাফাটি। কিন্তু প্রতেক ছবিগুলার ডিটেইল্স থাক্লে আরও জানা যেত।

তারেক অণু এর ছবি
শাব্দিক এর ছবি

আজকের বৃষ্টিস্নাত ঢাকায় বসে আপনার বৃষ্টি স্নাত ব্লগ পড়তে দারুণ ভাল লাগল।

তারেক অণু এর ছবি

আয় বৃষ্টি ঝেপে!

সাফি এর ছবি

উফফ কি অসম্ভব সুন্দর জায়গাটা। এ জীবনে যেতে চাই, এমন পাঁচটা জায়গার নাম লিখতে বললে মাচুপিচু তার মাঝে রাখতাম। এর রহস্যময়তা, আর মায়ানদের ইতিহাস মনের মাঝে অদ্ভূত এক জায়গা করে নিয়েছে। ধন্যবাদ আরেকবার অণু ভাই।

তারেক অণু এর ছবি

দারুন এই জায়গা, কি যে রহস্যময়ী।
মায়ানদের আসল তিন নগরেই গেছিলাম, পথে থাকার কারনে লিখতে পারছি না। জানাব।

শামীম এর ছবি

সবগুলোর সাথে হামিং বার্ডের ছবিটাও অসাধারণ লাগলো।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

তারেক অণু এর ছবি

হামিংবার্ডের আরো ছবি আসিতেছে।

আশালতা এর ছবি

আবার মুগ্ধ হলাম। ধন্যবাদ ভাইডি। আর হ্যাঁ, মনে করে এক বস্তা হাভেনরো মরিচ এনো তো। যারা যারা আমায় রাগাবে তাদের জন্য রাখব। হাসি

----------------
স্বপ্ন হোক শক্তি

তারেক অণু এর ছবি

ওরে দাদারে, আমাকে তাহলে বিমানেই উঠতে দিবে না ! অন্যকিছু নিয়ে আসি !

আশালতা এর ছবি

অন্যকিছু ? অ্যা অ্যা... আচ্ছা, ঠিকাছে, তাইলে এক ঘড়া মোহরই দিও। দেঁতো হাসি

----------------
স্বপ্ন হোক শক্তি

তারেক অণু এর ছবি

সেটা কি ! বুঝায়ে বলবেন তো ! একটু আগে দমুদিও তাই বলল। আচ্ছা, একটা স্যাম্পল পাঠান।

শিশিরকণা এর ছবি

কি কন হাবানেরো? এইটার কোন ঝাল আছে নাকি। ভূত জলোকিয়া ওরফে নাগা মরিচ হইল ঝালের রাজা।

~!~ আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল ~!~

তারেক অণু এর ছবি

হা হা !

ইস্কান্দর বরকন্দাজ এর ছবি

আপ্নি যন্ত্র না যন্ত্রণা

Snowboarding 2

তারেক অণু এর ছবি
দময়ন্তী এর ছবি

উফ! আপনি যে কি সৌভাগ্যবান!! চলুক

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

তারেক অণু এর ছবি

কাকভেজা হয়ে চপ্পল পড়ে পাহাড় ডিঙ্গালাম, আর আপনি দমুদি বলছেন সৌভাগ্যবান ! বটে।।

দময়ন্তী এর ছবি

আচ্ছা চুপিচুপি বলেন তো, আপনার কোন বস/বসিনি নাই, ছুটি চাইলে যার ভুরু ৩ ইঞ্চি বেঁকে যায় না, তাই না? আর --- আর ---- ঘড়া ভর্তি ভর্তি সোনার মোহর আছে, তাই না? খাইছে

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

তারেক অণু এর ছবি

বলব না ! বলব না !
আরে, ঐ সমস্যাগুলো আছে বলেই তো ইচ্ছেমত ঘুরতে পারি না। কিন্তু পারব আশা করি শীঘ্রই।

শিশিরকণা এর ছবি

আইচ্ছা ! আপ্নে তাড়াতাড়ি ন্যাট জিও নাইলে ডিস্কভারি চ্যানেলে ট্রাভেল শো এর হোস্ট পদে এপ্লাই করেন। আর কোন পেশা আপ্নারে মানায় না।

~!~ আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল ~!~

তারেক অণু এর ছবি

সিস্টেম জানি না যে !

শিশিরকণা এর ছবি

মেগান আপামনি নাইলে ইয়ান ভাইজানকে জিগান কেম্নে কী? মেগান আপারে বড় ভালু পাই।

~!~ আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল ~!~

তাপস শর্মা এর ছবি

হিংসে নয়। খুব খুব খুব ভালো লাগছে। জিও অণু জিও চলুক চলুক

তারেক অণু এর ছবি

অবশ্যই তাপস দা, নতুন বছরের প্রতিশ্রুতি, ভুলো না আবার !

তাপস শর্মা এর ছবি

নারে ভাই ভুলব না । তুমিও তোমার প্রতিশ্রুতি ভুলো না। একসাথে ঘুরতে যাবার ব্যাপারটা... হাসি

তারেক অণু এর ছবি

হবে হবে। কিন্তু জিগাইয়েন না কবে !

Shakir Ahmed এর ছবি

অনুদা,
আপনার পোস্টগুলো পড়তে পড়তে আসলে অনুভুতি হারিয়ে ফেলি........... আসলে কল্পনা করতে পারিনা জায়গাগুলো সামনে থেকে কতটা সুন্দর..................

জিও পাগলা............

তারেক অণু এর ছবি
তাপস শর্মা এর ছবি

মায়ানদের নিয়ে মেল গিবসনের একটা ছবি আছেনা, আপাকালিপ্টো। ওটা দেখা হয়েছে ভাইডি।

উচ্ছলা এর ছবি

ঐটা আমার প্রিয় ছবি হাসি

তারেক অণু এর ছবি

দেখেছি, হলে যেয়েও একবার!

আমি শিপলু এর ছবি

অণুদা, অঅঅঅঅঅঅনেক ভাল একটা লেখা। বিস্তারীত লেখার অপেক্ষায় রইলাম। মাচু পিচুঁতে যা্বার পথের বর্ণনা দিতে ভুলবেননা কিন্তু। পপকর্ন লইয়া গ্যালারীতে বইলাম গুরু গুরু

তারেক অণু এর ছবি

দিব দিব !

রিয়েল এর ছবি

যদিও জানি লামা অনেক শান্ত প্রাণী , তারপরও ছবিটা দেখে ক্যাপ্টেন হ্যাডকের মতন মুখে পানি নিয়ে থুতু দিতে ইচ্ছা করছিলো ......!!
কি ছেলে মানুষী চিন্তা......
যায় হোক অনু ভাই, আপনার একটা মন্ত্রপূত পুতুল নিয়ে আসবেন......... কোপাও মামা...

তারেক অণু এর ছবি

লামার খালাত ভাই আলপাকা আজ আমার বন্ধুর চুল কামড়ানোর চেষ্টা করছিল !

a.I Noman এর ছবি

একটা ব্যাপার পরিষ্কার যে খুব শীঘ্রই আপনার বই বেরুচ্ছে (যদি এখন পর্যন্ত বের না হয়ে থাকে) ।আমার জন্য একটা ফ্রী কপি রাখবেন( অটোগ্রাফ সহ) । হাসি

লাদাখ যাচ্ছেন কবে ?

তারেক অণু এর ছবি

২০১৬

জালিস এর ছবি

কি বলুম চিন্তিত চিন্তিত চিন্তিত

গুল্লি গুল্লি গুল্লি গুল্লি

তারেক অণু এর ছবি
নৈষাদ এর ছবি

এমনিতেই ইনকা সভ্যতার রহস্যময়তা নিয়ে কৈশোরের সেইসব স্মৃতি, তার উপর চমৎকার কিছু ছবি, মুগ্ধ হলাম।

তারেক অণু এর ছবি

ধন্যবাদ।

স্যাম এর ছবি

চলুক

তারেক অণু এর ছবি
অনুপম ত্রিবেদি এর ছবি

ওরে মাচু রে, ওরে পিচু রে ... আমারে ধর রে ... ... ...

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

তারেক অণু এর ছবি

হুম্ম

বন্দনা এর ছবি

স্রেফ মুগ্ধ, এই মুগ্ধতার কোন সীমা পরিসীমা নাই ।

তারেক অণু এর ছবি

আপনার তালিকা আরো বেড়ে যাচ্ছে।

বিবৃতি এর ছবি

দারুন B-)

তারেক অণু এর ছবি
অনার্য সঙ্গীত এর ছবি

একবেলা তারেক অণু দিয়ে ভাত খাইতে চাই! আমার আর কোনো চাওয়া নাই!

আপ্নারে মঙ্গলগ্রহের টিকিট কেটে দেব ভাবতেছি! তারপর গাড়ির চাকা পাংচার করে দেব!!

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

মুহিত হাসান এর ছবি

চোখ টিপি
এ ছাড়া আর ইমো পাচ্ছি না কমেন্টগুলো পড়ে

তারেক অণু এর ছবি

দিয়ে না নিয়ে।

দ্রোহী এর ছবি

একরাশ মুগ্ধতা!

গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু

তারেক অণু এর ছবি
যুমার এর ছবি

অণুদা,অসাধারণ! চলুক

তারেক অণু এর ছবি

ধন্যবাদ।

নজমুল আলবাব এর ছবি

মুগ্ধতা

তারেক অণু এর ছবি

শুভেচ্ছা।

তানিম এহসান এর ছবি

আশৈশব স্বপ্ন ... আমি জানি একদিন এখানটায় যাব।

আপনার সাথে কোন না কোনভাবে সম্পর্কিত আছি এটা আমাকে গর্বিত করে। নিরন্তর শুভকামনা।

তারেক অণু এর ছবি

অবশ্যই যাবেন।

ন এর ছবি

মাথা নষ্ট করা ছবি... উফঃ কি অসহ্য সুন্দর জায়গা!

তারেক অণু এর ছবি

জাদুময়।

তাসনীম এর ছবি

টেক্সাসেও বৃষ্টি হচ্ছে...শুধু বৃষ্টিটাই দেখছি...মাচু পিঁচু আর দেখা হচ্ছে না মন খারাপ

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

তারেক অণু এর ছবি

চইল্যা আহেন !

সেলিম রেজা এর ছবি

অসাধারণ

তারেক অণু এর ছবি
molecule এর ছবি

চে'র ইস্টাইলে একটা ফটুক তুলেন নাই?

হেভি লাগলো!

তারেক অণু এর ছবি

সব ছবি দেওয়া যাচ্ছে না এখন, জায়গা নাই!

বৃষ্টির রঙ এর ছবি

আমি যেতে চাই...পাহাড়ঘেরা নিশ্চুপ রহস্যের দেশে...।

এহ, কাব্য করে ফেললেম?...।
অসাধারণ।

তারেক অণু এর ছবি

যাবেন, যাবেন

ওডিন এর ছবি

নীড়পাতায় ঢুকে প্রথম ছবিটা দেখেই মন অসম্ভব ভালো হয়ে গেলো। গায়ে একটুকরো বাংলাদেশ জড়িয়ে মাচুপিচুতে দাঁড়িয়ে আছে আমাদেরই একটা ছেলে!!!! হাততালি

আমিও যামু! খুব দ্রুতই! নেটওয়ালা জায়গায় এসেই ডিটেইলস লেখা দিয়েন। হাসি

আর লাদাখ ২০১৬ তো ঠিকই আছে- হেমিস ফেস্টিভ্যাল দেখুম একলগে কোলাকুলি

তারেক অণু এর ছবি

নেট পাচ্ছি, সময় পাচ্ছি না ! টিটিকাকার তীর থেকে শুভেচ্ছা!

সাজ্জাদ সাজিদ এর ছবি

ঘুরতে থাকুন, দেখতে থাকুন
তুলতে থাকুন, লেখতে থাকুন
.......................................

তারেক অণু এর ছবি

থাকছি

ত্রিনিত্রি এর ছবি

কি আর বলবো!!! হিংসায় চোখ ছোট ছোট ও করা যাচ্ছে না, চক্ষু বিস্ফোরিত করে তাকিয়ে থাকতে হচ্ছে। আপনাকে এই মুহূর্তে পৃথিবীর অন্যতম লাকি মানুষ বলে মনে হচ্ছে।

খুবই জটিল!

তারেক অণু এর ছবি
হিমু এর ছবি

ভিডিও চাই ভিডিও!

তারেক অণু এর ছবি

আসিতেছে!

চরম উদাস এর ছবি

তারেক অণুর ভিডিও বাইর হইছে অ্যাঁ ? ছেলেটাকে তো ভালৈ জানতাম ইয়ে, মানে... !

ত্রিমাত্রিক কবি এর ছবি

ভাই কার লগে ভিডু?

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

উচ্ছলা এর ছবি

মাচুপিচু দেখার রাজ-কপাল নিয়ে যার জন্ম হয়েছে, সে যেন সচলের সবাইকে লাড্ডু খাওয়ায় !
খালি হাতে টেক্সাসের এইদিকে আসলে তো মাইরা গাঙ্গের পানিতে ভাসায়ে দিব রেগে টং

শিশিরকণা এর ছবি

দেঁতো হাসি

~!~ আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল ~!~

তারেক অণু এর ছবি

হাতই নাই, তো খালি !

সুজন চৌধুরী এর ছবি

এই রকম বদলুক আমি ২টা দেখি নাই!!!!! ১টার পর ১টা দিয়েই যাচ্ছে!!!!!!!!

তারেক অণু এর ছবি

ওরে বাবা, আমার কোন ক্যারিক্যাচারের দরকার নাই, সুজন দা!

অমিত এর ছবি

আপনে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে কবে যাচ্ছেন ?
পোস্টে জাঝা

তারেক অণু এর ছবি

সুযোগ পেলেই।

আউটসাইডার এর ছবি

চলুক

অমিত এর ছবি

"ইনকাদের প্রাচীন রাজধানী কুজকো শহরে বসে লিখছি, খানিক আগেই পৌঁছালাম অপূর্ব সুন্দর এই দেশটার বেশ খানিকটা অংশ পাড়ি দিয়ে, কাল ভোরেই আবার বাসে চেপে টিটিকাকা হ্রদ, সেখান থেকে বলিভিয়া। নেট আবার কখন মিলবে বলতে পারি না, তাই ঘুম ঘুম চোখে পোস্টটা করেই ফেললাম।"

এই অংশটা পড়ে মনে হল প্রফেসর শন্কুর একটা অ্যাডভেন্চার শুরু হতে যাচ্ছে হাসি

তারেক অণু এর ছবি

ধুর লইজ্জা লাগে
এখন কিন্তু টিটিকাকার তীরেই, আমার জানালা দিয়ে দেখা যাচ্ছে পারদস্বচ্ছ জল।

রিসালাত বারী এর ছবি

আপনার পোস্টে কমেন্ট করা বাদ দিসিলাম। এইবার আর না কইরা থাকা গেল না। গুরু গুরু

অফটপিকঃ দক্ষিণ কোরিয়া আছি তিন মাসের জন্য। তীব্র শীত এখন। কোথায় যাওয়া যায় একটা পরামর্শ দেন। দালান কোঠা দেখতে ভাল্লাগে না।

তারেক অণু এর ছবি

তাহলে তো পোয়া বারো ! ওখানকার দ্বীপগুলোতে যান ! ফিলিপাইন, ইন্দোনেশিয়া কেমন হয় !

আউটসাইডার এর ছবি

জেজু গিয়েছেন নাকি? না গেলে বেড়িয়ে আসুন। আর চীনের দক্ষিনে একটা সফর দিয়ে আসেন।

তাসনীম এর ছবি

বাই দ্য ওয়ে...হিরাম বিংহ্যাম হচ্ছেন ক্যাথরিন মাসুদের নানা। ভদ্রলোক পরে কানেটিকাটের গভর্ণর হয়েছিলেন। প্রয়াত তারেক মাসুদের পুত্রের নামেও বিংহ্যাম অংশটা আছে।

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

তারেক অণু এর ছবি

জানতাম। আমি ব্যক্তিগত ভাবে হিরামের ভক্ত না, কেন সেটা পরে অন্য লেখায় জানাব।
এ যাত্রা ভিল্কাবাম্বা যাওয়া হল না।

মাসুম এর ছবি

কয়েক্তা ছবি খুব চমৎকার হইছে। ভাল লাগলো

তারেক অণু এর ছবি
নাশতারান এর ছবি

লাদাখ যাওয়ার সময় আমারে নিয়েন

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

তারেক অণু এর ছবি

চলুক তন্ময় দা সব জানে !

পরী  এর ছবি

ছবিগুলা দেখতে দেখতেই মাচুপিচু ঘুরে এলাম দেঁতো হাসি
মাচুপিচুর বিস্তারিত জানার জন্য অপেক্ষায় আছি।

তারেক অণু এর ছবি

আসিতেছে !

মাহবুব ময়ূখ রিশাদ এর ছবি

এই জায়গাটা আমি আপনার আগেই দেখসি। দেঁতো হাসি

কিন্তু স্বপ্নে মন খারাপ

------------
'আমার হবে না, আমি বুঝে গেছি, আমি সত্যি মূর্খ, আকাঠ !

তারেক অণু এর ছবি
অতিথি লেখক  এর ছবি

খুব ঈর্ষণীয় বেপার আপনি এত জায়গা ঘুরে ফেলছেন .....................খুব ভালো পোস্ট ..........কিছু বলার নাই

তারেক অণু এর ছবি

ধন্যবাদ।

guest writer এর ছবি

সেই কবে " ছোটদের কাগজ " এ পড়েছিলাম মাচু পিচুঁ এর কথা।বহু ছবি দেখেছি,আগেও,কিন্তু এবার যেন একেবারে সশরীরে বেড়িয়ে এলাম।

তিথীডোর এর ছবি

হুমম, নামটা মনে পড়ছে না।
একটা উপন্যাসে কি?

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

তারেক অণু এর ছবি
শামীমা রিমা এর ছবি

অসাধারণ সব ছবি সম্বলিত একটা পোস্ট । খুবই ভালো লেগেছে ।
তবে আপনার এর পরের পোস্টগুলোতে কোনো মন্তব্য করব না । কিভাবে করব বলেন , নতুন কোনো ভাষা খুঁজে পাচ্ছি না এসব অসাধারণ সব লেখার মন্তব্যরে জন্য ।

তারেক অণু এর ছবি

মন্তব্য অবশ্যই করবেন ! নাহলে, পড়েছেন যে বুঝব কি করে! ভাল লাগলে কেন লাগল জানাবেন, ভাল না লাগলে কোন ব্যাপারটা ভাল লাগল না জানাবেন!

শামীমা রিমা এর ছবি

অসাধারণ সব ছবি সম্বলিত একখানা পোস্ট ।

তারেক অণু এর ছবি
রাতঃস্মরণীয় এর ছবি

আচ্ছা অণু, আপনি জিওগ্রাফিতে কয়বার গিয়েছেন?

চলুক

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

মন মাঝি এর ছবি

'জিওগ্রাফি' শব্দটাই এখন বদলে 'অণুগ্রাফি' করে দিতে হবে। 'অণুগ্রাফি' বললেই এখন থেকে 'জিওগ্রাফি' বোঝাবে। আর এরপর থেকে কাউকে ঠাট্টা করে, "আচ্ছা ..., আপনি জিওগ্রাফিতে কয়বার গিয়েছেন?" প্রশ্নটা করতে চাইলে - "আচ্ছা ..., আপনি অণুগ্রাফিতে কয়বার গিয়েছেন?" জিজ্ঞেস করা যেতে পারে।

****************************************

তারেক অণু এর ছবি

জিওগ্রাফিতেই থাকি।!

তুলিরেখা এর ছবি

আমার তো ভবের হাটের ফিজা স্যরের মতন বলতে ইচ্ছা করতাসে, "ওরে না রে! " হাসি

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

তারেক অণু এর ছবি

বলেই ফেলেন!

তদানিন্তন পাঁঠা এর ছবি

এই রকম যায়গায় যারা সেই আমলে থাকত তাঁরা কত সুখীই না ছিল। আহা! আমার জন্মও যদি তখন হতো। মন খারাপ

তারেক অণু এর ছবি

আসলেই !

মন মাঝি এর ছবি

এইবার গালাপাগোস আইল্যান্ডে যান। ওখানকার সমুদ্রেও ডাইভিং করে আসেন।

****************************************

তারেক অণু এর ছবি

যাবার খুব ইচ্ছে, পরের বার হবে আশা করি !

কাশফুল এর ছবি

ওঁয়া ওঁয়া ওঁয়া ওঁয়া ওঁয়া ওঁয়া ওঁয়া ওঁয়া ওঁয়া ওঁয়া

তারেক অণু এর ছবি
Joy Imran এর ছবি

ভালো লাগলো.....................

তারেক অণু এর ছবি

ধন্যবাদ।

আউটসাইডার এর ছবি

প্রথম ছবিটা (পেছনে বাংলাদেশ লেখা) দারুন অণুদা। পোষ্টে পাচঁতারা। এখন বলেন কত খরচ হবে ল্যাটিন আমেরিকা ঘুরতে !!

আউটসাইডার

তারেক অণু এর ছবি

খরচের কথা আপাতত ভুলে থাকতে চাচ্ছি!

আমি শিপলু এর ছবি

এই মিয়া, বাকি লেখা কই...মন্তব্য না লিখা বাকি লেখা+ছবি ছাড়েন। রেগে টং

তারেক অণু এর ছবি
ডাইনোসর এর ছবি

বরাবরের মতোই চমৎকার।

তারেক অণু এর ছবি
মাহবুব এর ছবি

...ছোটবেলায় 'ইনকা রাজার গুপ্তধন' নামে একটা বই পরেছিলাম। আপনার পোষ্টটা দেখে সে কথা মনে পরলো। নাইস পোষ্ট হাসি

তারেক অণু এর ছবি

কার লেখা ছিল বলেন তো !

কৌস্তুভ এর ছবি

দেশে ছিলাম বলে এই পোস্টগুলো পড়া হয়নি। এখন পড়লাম আর অভিশাপ দিলাম, অণুভাই যেন শিগগির পাত্থর হয়ে যায় খাইছে

তারেক অণু এর ছবি

অভিশাপ ফলে গেছে! এখন পুরাই পাথর!

চরম উদাস এর ছবি

আপ্নের আওয়াজ নাই কেন? পেটে অসুখ?

ফাহিম হাসান এর ছবি

শকুনের দোয়ায় গরু কি মরে? খাইছে মানুষ (ইনক্লুডিং মি) যেভাবে গালি দিছে... দেঁতো হাসি

নাহ, আশা রাখি অণু ভাই সহীহ সালামতে ফিরে এসে লেখার বন্যায় ভাসিয়ে দিবেন

পঞ্চক এর ছবি

ছোটবেলা একটা উপন্যাস পড়েছিলাম, ইনকা রাজার গুপ্তধন, ওটি মনে করিয়ে দিলেন।

তারেক অণু এর ছবি

কার লেখা ছিল?

অবনীল এর ছবি

অসাধারন ছবি, চমৎকার বর্ণনা।

ধন্যবাদ অণু হারানো নগরীকে পুনরাবিস্কারের জন্য।

___________________________________
অন্তর্জালিক ঠিকানা

তারেক অণু এর ছবি

বর্ণনা তো দিই নি! পরে আসবে। ছবিটা কোথায় পেলি_ খুব জোড়া তালি লাগানো মনে হচ্ছে। !

তৌহিদ  এর ছবি

সত্যজিৎ রায়ের আগুন্তুকের মুখে মাচু পিচুর বর্ণনা শুনে বহু আগেই মনে মনে পণ করেছিলাম কোন এক সময় মাচু পিচু দেখতে যাবোই, আপনার এই লেখাটা পড়ে সেই আসা আরো গাঁড় হল।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।