ফ্লোরেন্স আমার সবচেয়ে প্রিয় ইতালিয়ান শহর। রোমের ইতিহাস, মিলানের জাঁকজমক, ভ্যাটিকানের ভবন, ভেনিসের সৌন্দর্য, পিসার বিস্ময়ের চেয়ে বেশী আকৃষ্ট করে ফ্লোরেন্সের শিল্প-ইতিহাসময় অলিগলি, রঙিন স্থাপত্য, আরনো নদী, গ্যালারী, উদ্যান- সবকিছুই।
মাইকেল এঞ্জেলোর মত মনে হয়- ইতালি ইউরোপের সুন্দরতম উদ্যান, তুসকানি ইতালির সুন্দরতম উদ্যান আর ফ্লোরেন্স ইতালির সুন্দরতম পুস্প।
এই ছবিগুলো গত ডিসেম্বরে ফ্লোরেন্স ভ্রমণের সময় ফ্রেমবন্দী করা, এর মধ্যে কিছু কেবলমাত্র বর্ণনামূলক। যাবেন আমার সাথে, শিল্পের শহরে!
ও হ্যাঁ, ফ্লোরেন্স দর্শনের এক ফাঁকে তুসকানি ঘোরাও হয়ে গিয়েছিল, অপরূপ সেই স্থানের একটি ছবি দিলাম, আরো দিব কিনা, সেটা আপনাদের সিদ্ধান্ত---
মন্তব্য
সুন্দর একটা শহর, আর সুন্দর সব ছবি, আমি নিজেও একবার গিয়েছিলাম, কিন্তু এত সুন্দর করে দেখা হয় নাই, অনেক ধন্যবাদ।
খুব প্রিয় শহর আমার।
facebook
facebook
চমৎকার লাগল, বিশেষ করে "উঁকি"
ধন্যবাদ
facebook
দিবেন দিবেন, অবশ্যই দিবেন ।
আর হ্যাঁ, উঁকি ছবিটা সত্যিই দারুন ।
শুভেচ্ছা, আপনাদের পরের কবিতা- ছবি কবে আসবে !
facebook
আসছে শীঘ্রই ।
তবে আপনি যে জানতে চাইলেন এতে খুব ভাল লাগল ।
আমার মত নতুনদের কাছে এটাই বড় সম্মান ।
facebook
উফফফফফফ! ইতালী আর ফ্রান্স- দুইটা শব্দ মাথায় আসলেই একটা ঘোর তৈরী হয়, তার উপর এই সব ছবি!
আর তুসকানি না দিলে আপনার খপর আছে!
সুন্দর বলেছেন, আসলেই ঘোর তৈরি হয়!
facebook
[পুরাই তারেক অণু!]
[আমার চারপাশ]-[ফেবু]-[টিনটিন]
ও ভাই, এই ইমো পাইলেন কই!
facebook
রাজামশাই লোক খাসা । আমারেও দিছে ।
আরেকটা নতুন দেখলাম এইডা ঢুকাইতে গিয়া । এইডা তো আপনারেই লিগা -
এইটা আজকা বানাইলাম।
[আমার চারপাশ]-[ফেবু]-[টিনটিন]
পৃথিবীর পথে হাঁটিতেছে কেবলই তারেকানূ।
আরে, এইডা দেহি জটিল! খাসা, পুরাই THE LITTLE PRINCE
facebook
'আপ' বইলা একটা ইংরাজী অ্যানিমেশন সিনেমা দেখছিলাম । তার পিচ্চিটার কথা মনে পড়তাছে ।
দেখছেন নাকি অণুদা ?
রাজামশাই কিন্তু ব্যাপক কাম কইর্যা ফেলছে ।
হ, ভাল লাগছিল, ঐ জায়গাটা যেতে চাই, আহা, অ্যাঞ্জেলস ফলস !
facebook
তুসকানির ছবি দেখার জন্য নিয়ে বসলাম।
_____________________________________________________________________
বরং দ্বিমত হও, আস্থা রাখো দ্বিতীয় বিদ্যায়।
আমিও
facebook
প্রত্যেকটা ছবিই অমানুষিক সুন্দর! ধন্যবাদ আপনাকে এত সুন্দর কিছু ছবি দেয়ার জন্য।
facebook
আহা, আহা, তারকাণু, তুমি অমানুষ।
আরে না, আমি অণু
facebook
একই কথা বারবার বলতে ভাল লাগে না, ধুর মিয়া!
তারপরও বলতে হলো-- "অণুর্তুলোনাণুই" (এইটার একটা ইমো দরকার )
অনার্য সঙ্গীত দায়িত্বে আছে--
facebook
সব মিছা কথা। এইসবের কোন অস্তিত্ব নাই।
হ , সবই মায়া, সবই লীলা !
facebook
facebook
'অপেক্ষা' আর 'অষ্টাদশী' ভাস্কর্য দুইটা অনেক পরে বানানো বোধহয়! মাস্টারদের সময়ে তো নারীমূর্তি আরো খোলামেলা হতো!
সময়ের স্রোতে আপনাকে দেখা যাচ্ছে না কেন? স্রোতের ছবি তুললেই তো শেষ না! সাঁতার কাটার ছবিও দেন
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
ভাইডি দেখি দারুণ শিল্পবোদ্ধা।
facebook
সুন্দর। দেবদূত নাকি ইকারুস?
হূমম, ধার্মিক ব্যাটারা ইকারুসকে পছন্দ করে না ! দেবতাকে ছুঁতে গিয়েছিল যে !
facebook
পছন্দ ওপছন্দ না। ক্যাথলিক স্থাপনায় ইকারুসকে রাখা হয় বিনয়/বিনম্রতার দাওয়াত দিতে।
অনু তোমার লাইগা একখান ইমো খুইজা বাইর করলাম, দেখ পছন্দ হয় কি-না:
[আমার চারপাশ]-[ফেবু]-[টিনটিন]
জটিল ! কিন্তু দাদা, আমার নামটা স্রেফ অণু লিখলেই হবে!
দেখেন মডুরা কি বলে।
facebook
বেপর্দা মূর্তিগুলানরে কেউ কাপড় চোপড় পড়ানোর ব্যাবস্থা কর'রে ভাই। কিছু না হইলে নেহাত বস্তা দিয়া…………..
ডাকঘর | ছবিঘর
হে হে
জানেন তো স্বয়ং মাইকেল এঞ্জেলোর লাস্ট জাজমেন্ট -এ একসময় কাপড় দেয়া হয়েছিল পোপের নির্দেশে।
facebook
সুন্দর ছবি।সুন্দর শহর। ধন্যবাদ ভাইয়া।
facebook
নাপোলিতে যাননি ভিসুভিয়াস কে আলিঙ্গন করতে?
ওরা ইতালিতে বলে See Naples and Die !
মানে ন্যাপোলী দেখলে নাকি আর কিছু দেখবার দরকার নাই, তাই সারা বিশ্ব ঘুরেই ঐখানে যাব।
facebook
আবার নাপলিকে ইতালির কান্সারও বলে......
facebook
ভাষ্কর্যগুলো দেখতে যে কি ভাল্লাগে!
দান্তের বাড়ি তো পুরাই একখান দূর্গ দেখি!
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
মধ্যযুগীয় বাড়ী তো, তখন তো আসলে পুরো শহরই ছিল দুর্গ, আর ইতালি ছিল যুদ্ধের আখড়া।
facebook
“Peace comes from within. Do not seek it without.” - Gautama Buddha
ও উদাস দা, ইডা কি, ইট না পাটকেল !
facebook
facebook
অনু, পন্তে ভেক্কিও সম্পর্কে একটু বলবেন। জিনিসটা একটু অন্যরকম কিন্তু সুন্দর।
দীপাবলি।
ঠিক ধরেছেন। সেটা একটি বিশেষ সেতু, যার দুই ধারে বিভিন্ন পণ্যের দোকান। আগে মাছ, সবজি ইত্যাদি বিক্রি হত, এখন অলংকার, ট্যুরিস্ট আইটেম ইত্যাদি বিক্রি হয় ।
facebook
বাহ্! হাতটাতো খুব সুন্দর। ঐ হাত দিয়া মনে হয় পাথ্থর মারতারবেন না।
facebook
একখানা তারেক অনু ইমো চাই।
ভাল থাকুন।
শুভেচ্ছা
facebook
কমেন্টগুলা পড়ছি আর
হেসে লন হেসে লন, পাসতে পারসে না তো!
facebook
“Peace comes from within. Do not seek it without.” - Gautama Buddha
facebook
ফ্লোরেন্স শহরের একজন নতুন ভক্ত বাড়লো বলে
-------------------------------------------------
ক্লাশভর্তি উজ্জ্বল সন্তান, ওরা জুড়ে দেবে ফুলস্কেফ সমস্ত কাগজ !
আমি বাজে ছেলে, আমি লাষ্ট বেঞ্চি, আমি পারবো না !
আমার হবে না, আমি বুঝে গেছি, আমি সত্যি মূর্খ, আকাঠ !
facebook
কানভাঙ্গা মূর্তি দেইখা টিনটিনরে মনে পড়ল। আপ্নে আগুন ছাড়াই বেজায় জ্বালাতে পারেন দেখতাছি।
টিনটিন থেকেই তো নামটা নিলাম ! বেশী জইলেন না, তয়লে কিন্তু টিনটিনের জাদুঘর নিয়ে পোষ্ট ছাড়ব !
facebook
জ্বলতে বড়ই ভালা পাই। তাড়াতাড়ি ছাড়েন দেখি পোস্টটা।
facebook
ছবিগুলো অসাধারন !
অনেকগুলোই কিন্তু অনুমতি ছাড়া তোলা।
facebook
****************************************
মিশরের পরের পর্ব কবে পড়ব !
facebook
একই দেশ নিয়ে এতগুলি পর্ব লিখতে খুব বোর্ড লাগছে, যদিও শুরু করেছিলাম পুরোটা কাভার করার আশা নিয়ে। তবে এ ব্যাপারে আপনার সাজেশান ওয়েলকাম।
আচ্ছা, আপনার কাছে একটা বেশ "সিরিকাস ও ভাবগম্ভীড়" প্রশ্ন ছিল! (তাই আগেই বলে রাখলাম হাইসেন না)
আপনি এত ঘুরেন কেন? মানুষ ভ্রমণ করতে চায় কেন? মানে জানতে চাইছিলাম, "ভ্রমণ" করে আপনি আপনার মনের গভীরতম প্রদেশে ঠিক কি পান? ভ্রমণ করার পিছনে আপনার গূঢ়তম মনস্তাত্ত্বিক কারন বা তাড়নাটা কি? তেমন কিছু কি আছে, তাৎক্ষণিক কারন বা তাড়না ছাড়া? কখনও সিরিয়াসলি ভেবে, এবং নিজের কাছে নিজেই আর্টিকুলেট করে, দেখেছেন? স্রেফ দেশ দেখা? নতুন কিছু দেখা? একঘেয়েমি থেকে মুক্তি? এর চেয়েও গভীর কোন প্রেরণা বা প্রাপ্তি আছে ভ্রমণ থেকে? আমরা ভ্রমণে যেখানে যাই, কেবল সেটাই দেখি - নাকি তার বাইরেও কিছু দেখি, পাই, বা অনুভব করি?
****************************************
বড়ই চমৎকার প্রশ্ন হে ভ্রাত, এই নিয়ে সবিস্তারে পড়ে আলাপ হবে, কিন্তু অন্য অনেক কিছুই অবশ্যই আছে। জ্ঞান পিপাসাও একটা মুখ্য ব্যাপার।
মিশর নিয়ে সারাজীবন লেখা যায়, লিখুন হাত খুলে।
facebook
কানভাঙ্গা মূর্তিটা তো একদম টিনটিনের মতন। আরামবায়াদের দেশে যাবেন কবে?
~!~ আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল ~!~
'বিপ্লবীদের দঙ্গলে' বইটায় এক জায়গায় আরামবায়া'র বদলে লেখা আছে আরামবারা
যাব, একেবারেই যাব, আর ফিরব না সেই ডাক্তারের মতই।
facebook
হ, গতবার হয় নাই তো কি, এইবার ইটালি যামু শিগগিরই
facebook
ছবি গুলো দেখে ভাল লাগল। ধন্যবাদ
facebook
এক নজরে 'ফ্লোরেন্স,বোবোলি উদ্যান,অপেক্ষা,সফেদ,পার্সিয়ূস ও মেডুসা,আদুরে' আলাদা করে ভাল লাগলো।
love the life you live. live the life you love.
লেখা আর ছবি দেখা শেষ করে যেই না কিছু লিখতে যাবো চরম উদাস'দার মন্তব্যের বাহার দেখে দাঁত আর বের না করে থাকতে পারিনি।
ধন্যবাদ
facebook
facebook
নতুন মন্তব্য করুন