বিশ্বের ক্ষুদ্রতম পাখি হামিংবার্ড পরিবারের এখন পর্যন্ত সাড়ে তিন শতাধিক সদস্যের সন্ধান পাওয়া গেছে। প্রত্যেকেই পাখির ভুবনে বর্ণিল সব রেকর্ডের অধিকারী। তারা যেমন সবচেয়ে দ্রুত ডানা সঞ্চালন করতে পারে, তেমনি ভাবে পৃথিবীর একমাত্র পাখি হিসেবে পেছন দিকেও উড়তে পারে!
তবে দ্রুত ডানা ঝাপটানোর ক্ষেত্রে পাখির রাজ্যে বিশ্ব-রেকর্ডের অধিকারী নীল লেজ হামিংবার্ড, Blue-tailed Hummingbird (Amazilia cyanura)। সাধারণত তারা প্রতি সেকেন্ডে ৮০ বার ডানা ঝাপটিয়ে থাকে যেখানে বড় হামিংবার্ড , Giant Hummingbird (Patagona gigas) , ডানা ঝাপটায় মাত্র ১০ থেকে ১৫ বার!
কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে যেমন সঙ্গমের সময় বা কাউকে তাড়া করবার মুহূর্তে এরা সেকেন্ডে ২০০ বারেরও অধিক ডানা সঞ্চালন করে!!! যা প্রায় একটি মৌমাছির ডানা ঝাঁপটানোর সমতুল্য!
মুহূর্তের মাঝে এত বিপুল গতিতে ডানা সঞ্চালনের মূল রহস্য লুকিয়ে আছে তাদের ডানার গঠন, কাঁধের জোড়া এবং অতি শক্তিশালী পেশীর মাঝে।
অতি ক্ষুদ্র পাখি বলে আবার কেউ যেন মনে করবেন না যে এরা দ্রুতগতিতে উড়তে পারে না, এই ভাবেই ডানা ঝাপটিয়ে তারা অল্পক্ষণের জন্য হলেও ঘণ্টায় একশ কিলোমিটারের অধিক গতিবেগে উড়তে সক্ষম !
আর হ্যাঁ, এর ওজন মাত্র ৪ গ্রাম!
(তথ্যসূত্র- Extreme Birds
আলোকচিত্রগুলো নেট থেকে সংগৃহীত। )
পালকাবৃত বন্ধুদের নিয়ে লেখা এই সিরিজটি সেইসব মানুষদের জন্য, এই গ্রহের প্রতিটি বুনো পাখির পালকে আমি যাদের প্রতিচ্ছবি দেখতে পায়--
ডেভিড অ্যাটেনবোরো
জেরাল্ড ডারেল
কনরাড লোরেঞ্জ
ইনাম আল হক
সালিম আলী
জেমস অডুবন
রজার টোরে পিটারসন
মন্তব্য
'সোনালি মাথুরা' পাখিটা নিয়ে কিছু লিখবেন ? নেটে খুঁজে পাচ্ছি না।
ল্যাতিন নাম টা জানান।
facebook
ইংরেজি নামটা মনে হয় 'গোল্ডেন মাথুরা', বা ঐ রকম কিছু। নিশ্চিত মনে পড়ছে না। অনেক দিন আগে মিরপুর চিড়িয়াখানায় দেখেছিলাম - দারুন সুন্দর আর রঙিন একটা পাখি।
****************************************
Golden pheasant
ফেজ্যান্ট পরিবারের প্রায় সবাই রঙচঙে হয়। লেখার চেষ্টা করব। আমাদের অঞ্চলে যে সদস্যটি টিকে আছে তার অবস্থাও নৈব নৈব চ!
facebook
১) এদিকে ফ্য়াজেন্ট বন্য়প্রানীই নয়। মারচ মাসে মিলিয়্ন মিলিয়ন বাচ্চা বনে বাঁদাড়এ ছাড়আ প্রাইভেট শিকার কোম্পানি বা জমিদারির লোকেরা। এগুলোই শরতকালে শিকার করা হয়। অক্টোবর নভেম্বরে খোলাবাজার এমনকি কিছু সুপারমারকেটে ফ্য়াজেন্ট সহজলব্য় হয়। বেকন মুড়ইয়ে ফ্য়াজেন্ট ঝলসালে একটি অতিব সুস্বআদু বস্তু হয়।
২) আমাদের এলাকার 'গালিফরম' বলতো দেশী মুরগীর মতই জিনিস (ধুসর বা লাল বন মোরগ), নাকি অন্য়কিছু ও আছে? চিটাগাং এর দিকের লম্বা পা ওয়ালা রাতা মোরগ আর বুনো মুরগী দেখতে শুনতে তফাত বোঝা বেশ মুশকিল।
পাখির ছবিটা দেখে মন ভালও হয়ে গেল।
আমারও এমন তুলতে ইচ্ছে করে!
facebook
শুরু করতে না করতেই শেষ...
[আমার চারপাশ]-[ফেবু]-[টিনটিন]
পাখি ছোট যে !
facebook
..................................................................
#Banshibir.
facebook
এত এনার্জী পায় কোঠে??
facebook
অসাধারণ হচ্ছে, অণু ভাই! হামিং বার্ড নিয়ে আমার কৌতূহল অনেকদিনের। সেকেন্ডে ৮০ বার? বিশেষ সময়ে ২০০ বারের অধিক? এতো দেখি এক জটিল রকমের অস্থির পাখি! পেছনের দিকে উড়ে কি করে? ডানা ঝাপটানোর হার সেক্ষেত্রেও সমান থাকে?
বলতে পারি না, কিন্তু পিছনের দিকে ওড়ার ভিডিও আছে, আমার নিজেরই করা।
facebook
হামিংবার্ডের এটা আগে শুনেছিলাম। মজার ব্যপারটা হচ্ছে পাখির উইংস্পেন ও ঝাপটানির করেলেশনটা। যত ছোট উইংস্পেন, তত বেশি ঝাপটায়।
ঠিক, দারুণ ব্যাপার।
facebook
পাখির প্রতি দুর্বলতা সেই শৈশব থেকে। বাংলাদেশের পাখি সম্পর্কে বিস্তারিত লেখার অনুরোধ রইলো।
বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।
খুব ইচ্ছে করে। অবশ্যই লিখব একদিন--
facebook
সাথে একটু এটাও লিখেন যে শিক্ষিত, পয়সাওয়ালা মানুষেরা অতিথী পাখির মাংস খেয়ে কিভাবে তৃপ্তির ঢেঁকুর তুলে। দোকান থেকে দেদারসে ময়না, টিয়া, ঘুঘু পাখি কিনে।
আমাদের নাতি নিজের চোখে কয়টা বুনো পালক দেখবে সন্দেহ আছে
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
অণু আর আমারে নাতি বানায়া লন। আপনার সাধ পূর্ণ হইয়া যাইব।
ডাকঘর | ছবিঘর
অবস্থা খারাপ।
facebook
facebook
শাফি।
facebook
কুশ্চেন অণু ভাই। অল্পক্ষণ মানে কতক্ষণ? একশ কিমি গতিবেগে সর্বোচ্চ কতক্ষণ উড়তে পারে এরা জানেন নাকি?
..................................................................
#Banshibir.
খোজ নিতে হবে। তবে নিশ্চয়ই খু অল্প সময়ের জন্য ! চিতার যে সর্বোচ্চ গতিবেগ বলা হয় তাও কিন্তু মাত্র ১/২ সেকেন্ডের জন্য।
facebook
আইজকা এত ছোট পোষ্ট ক্যান???
পাখি ছোট যে ! খুব ছোট!
facebook
আচ্ছা, হামিং বার্ড এর কি বাংলা নাম "মৌটুসি পাখি?" আমার ধারণা আমাদের দেশেও এর কিছু প্রজাতি আছে। যদিও উইকি তে বলা আছে "সান বার্ড" এর কথা, হয়তো দুইটা ভিন্ন প্রজাতি, আমি ঠিক শিওর না --
http://en.wikipedia.org/wiki/Purple_Sunbird
না না,
আসলে পুরনো পৃথিবী মানে এশিয়া, ইউরোপ, আফ্রিকায় আছে সানবার্ড আর নতুন পৃথিবী মানে দুই আমেরিকায় আছে হামিংবার্ড। আকৃতি আর স্বভাবে কিছুটা মিল আছে, এবং তাদের মূল কাজও এক= পরাগায়ন।
facebook
পক্ষি বিষয়ে আমার জ্ঞান কম। কিন্তু আমার পুত্রের ব্যপক আগ্রহ এসবে। আমি বসে আছি, কবে সে বাংলা পড়তে শিখবে আর অণুর এসব পোস্ট তাকে পড়াতে পারবো, সেই অপেক্ষায়।
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
সাবাস ব্যাটা!
facebook
পাখি খুব পছন্দ করি কারন হয়তো উরতেপারিনা বলে
পাখি খুব পছন্দ করি কারন হয়তো তার মতন পালক নায়
পাখি খুব পছন্দ করি কারন হয়তো তার মতন সুন্দর রঙ নায়
পাখি খুব পছন্দ করি কারন হয়তো তার মতন লম্বা ঠোঁট নাই
পাখি খুব পছন্দ করি কারন হয়তো তার মতন এমন অভিজ্ঞতা নাই
পাখি খুব পছন্দ করি কারন হয়তো তার মতন যেখানে ইচ্ছে যেতে পারিনা
পাখি খুব পছন্দ করি কারন হয়তো উরবার সাধ মিটেছে উদ্দয়ন যন্ত্র আবিষ্কারে
পাখি খুব পছন্দ করি কারন হয়তো তাকে দেখে নানান পোশাক বানিয়ে নিজেকে আব্রিত করে
বাহ---
facebook
স্যান হোসেতে থাকতে আমি দুইবার নিজের ক্যামেরা দিয়ে হামিং বার্ডের ছবি তুলেছিলাম! হুঁহ!!
দারুণ, সেই ছবি নিয়ে একটা পোস্ট দিয়ে ফেলেন !
facebook
বল, কোন পাখি ধরা দিতে চায়, অসীম আকাশ ছেড়ে সোনার খাঁচায়, তুমি তার নাম বলে দাও দাও দাও।
___________________________________
অন্তর্জালিক ঠিকানা
তোর কি অয়ছে!
facebook
পাখীর ছবিটা অসাধারন হয়েছে অণুদা।
তা তো হবেই! কিন্তু আমার তোলা না/
facebook
দারুন চলছে সিরিজটা অণুদা ।
চালিয়ে যান ।
ধন্যবাদ, নীড় পাতায় লেখা ইদানীং কম, নাহলে আরো কিছু দ্রুত দিতে পারতাম। আফসোস, ছবি গুলো নিজের না।
facebook
নতুন মন্তব্য করুন