পেরু আমার ভালবাসার নাম, ভাল লাগার নাম। সাত সমুদ্র তের নদীর পাড়ের এক অপেক্ষারত প্রিয়ার নাম। যার সাথে সারাজীবন অপেক্ষার পরে অল্প কদিনের জন্য দেখা হয়েছিল গেল জানুয়ারিতে।
বিশাল দেশ পেরু, বাংলাদেশের প্রায় ১০ গুণ বড় আয়তনে। দেশটির নাম শুনলেই মানুষ মনে করে আন্দেজের আকাশ ছোঁয়া শুভ্র শৃঙ্গ ঘেরা পুরোটা ভূখণ্ড, কিন্তু পেরুর হাজার হাজার কিলোমিটার ব্যাপী আছে প্রশান্ত মহাসাগরের বেলাভূমি, বিশাল অংশ জুড়ে আছে বিশ্বের বৃহত্তম বৃষ্টি-অরণ্য আমাজন, অন্য প্রান্তে শুষ্ক মরুভূমি, মাঝে মাঝেই খরস্রোতা নদী, বিশ্বের উচ্চতম হ্রদ।
অন্তত কয়েক মাস সময় নিয়ে যাওয়া উচিত পেরু দর্শনে, সেখানে আমাদের হাতে সময় ছিল মাত্র কয়েক দিন, এই পোস্টটির বেশ কিছু ছবিই চলন্ত বাস থেকে তোলা, মানে বাসের জানালার পিছন থেকে, এছাড়া আর উপায় ছিল না, দর্শনীয় জায়গা গোটা দেশটি জুড়ে এত বেশী যে মাঝে মাঝে থামতে বললেও চালক কোন ভ্রূক্ষেপই করেন নি।
পেরু মানেই কেবল মাচু পিচু নয়, পেরু মানেই কেবল লিমা, কুজকো, নাজকা নয়, বিশাল এই ভূখণ্ডের মত বৈচিত্রময় অঞ্চল সমগ্র গ্রহে দুর্লভ।
এই ছবি ব্লগটি তিব্বতি বন্ধু জ্যোতির্ময় রিনপোছের জন্য, যার সারা জীবনের স্বপ্নের সাথে আমার স্বপ্নও মিলে গেছে কাকতালীয় ভাবে, তা হচ্ছে আমরা জীবনের কোন এক চাঁদনী রাতে তিব্বতের মানস সরোবরের পাশে বসে হেঁড়ে গলায় গান গেয়ে যাব সেই অপার্থিব নির্জনতা ভেঙ্গে। যদিও তার ব্যপক সন্দেহ পেরুর ছবিগুলো কম্পিউটারের ফসল! জ্যোতির্ময় রিনপোছেকে চিনলেন না বুঝি! এটি আসলে তার আগামী জন্মের নাম, এই জনমে তার নাম জ্যোতির্ময় বণিক, সচলের ব্লগার সবজান্তা !!!
মন্তব্য
জটিল সব ছবি
পরের বার সরল তরলগুলো দিব।
facebook
মন আকুলি বিকুলি করছে পেরুতে যাবার জন্য। অসম্ভব সুন্দরের দেশ পেরু।নেটে কিছু ছবি আগেই দেখেছি, আপনার চোখে আবার ও নতুন করে দেখলাম, একবার না গেলেই যে না ।
অবশ্যই বারবার যাবার মত ! পরের বার আমাজন আর নাজকা ছাড়ছি না ।
facebook
আপনার ব্লগে মন্তব্য করা হয় কমই। কী লিখব ভেবে পাইনা! মুগ্ধতা কতবার জানানো যায়!
এইবার ছবির নামগুলোর জন্য মন্তব্য করতে পারলাম। এতো অসম্ভব দারুণ হয়েছে, কিছু বলার নেই!
আপনি সবসময় ভালো থাকেন। আপনার সব স্বপ্ন পূর্ণ হোক।
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
দাঁড়ান, আমিও অণুজীব নিয়ে লেখা শুরু করব।
হৈ ভাইডি, আমার ইমো কই
facebook
খুব খুব খুব খুব খুব খুব খু......উ.......ব ভালো লাগলো
facebook
নতুন করে ঈর্ষা জিনিসটার সংজ্ঞা নির্ধারণ করার সময় এসেছে ,
তারেক অণুর পোস্ট দেখে মানব মনে যে অনুভূতির সৃষ্টি হয় , তাকে ঈর্ষা বলে ।
কি কথা !
facebook
বিশ্বজুড়ে ঘুরে বেড়াবার স্বপ্ন বুকে লালন করে আর কী হবে, বিনা টাকায় তারেক অণুর ব্লগ পড়লেই যদি হয়ে যায় মুশকিল আসান!
জটিল আইডিয়া তো!, আমিও শুরু করব নাকি !
facebook
ওরে !!!
...........................
Every Picture Tells a Story
কি হল ভাই!
facebook
কিছু হয় নাই।
যাইতে ইচ্ছা করে।
...........................
Every Picture Tells a Story
সত্য! আমারও, পরের বার মানু যেতেই হবে।
facebook
দারুণ সব ছবি। ভালো লাগলো।
ধন্যবাদ দাদা। আফসোস, সবসময় দৌড়ের উপর ছিলাম, মানে চাকার উপরে।
facebook
লামার গোস্তো খেতে কেমন?
আলপাকা তো বেশ লাগল। লামার চাচাত ভাই যেহেতু, সুস্বাদুই হবে।
facebook
তারক অনুর ভালবাসার দেখি অগুনতি। এর মধ্যে কোনটা আসল আর কোনগুলি পরকীয়া কে জানে!
ছবিগুলি মন মাতিয়ে দিল।
জানার কি দরকার! নিজেই জানি না
facebook
মুস্তাফিজ ভাইরে ধার করে আমিও কই ………………. ওরে !!
অণু ভাইডি একখান গুল্লি চালাই
ডাকঘর | ছবিঘর
সামলে, বর্ম নাই যে !
facebook
উদাস ভাই আছে কেল্লাইগা। সামনে দাড় করিয়ে দাও। চিন্তা নাইক্যা
ডাকঘর | ছবিঘর
facebook
অসাধারন।ছবিগুলো থেকে চোখ ফেরানো যায় না।
তারেক ভাইকে অসংখ ধন্যবাদ ছবিগুলো আমাদের দেখার সুযোগ করে দেবার জন্য।
শুভেচ্ছা।
facebook
[আমার চারপাশ]-[ফেবু]-[টিনটিন]
facebook
খুব ভাল লেগেছে।
কি অপরূপ ভূখণ্ড।
facebook
নাহ, আপনাকে হিংসে করব না। আপনার শখ আর স্বপ্নের জাদুঘর দেখলে মনে হয়, জীবনটা রঙ্গিন! রূপকথার মত জীবন আপনার!
-----------------------------------------------------------------------------
বুকের ভেতর কিছু পাথর থাকা ভালো- ধ্বনি দিলে প্রতিধ্বনি পাওয়া যায়
হ, এখন বরফের নিচে চাপা পড়ে আছি, হায় রূপকথা !
facebook
আপনি তো সামনাসামনি দেখে পেরুকে ভালোবেসেছেন। আমি তো শুধু ছবি দেখে আর আপনার কথা শুনেই কাত! এখন আমার কী হবে?
চিৎ হয়ে পড়েন !
facebook
অসাধারন সব ছবি ।
আপনি কি সারা বছর এইরকম ঘোরাঘুরি করেন ???
চেষ্টা করি, করতে চাই, কিন্তু হয় না
facebook
মাই গড! মাই গড!
পাহাড় পর্বতের যে ছবিগুলো দিয়েছেন, ওগুলো সত্যি ভাবার চেয়ে স্বপ্ন ভাবা অনেক অনেক সহজ মনে হয়!
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
নিজেও ঘোরের মধ্যে ছিলাম।
কি যে অদ্ভুত ভুপ্রকৃতি।
facebook
হিংসায় আমার গায়ের লোম খাড়া হয়ে গেসে !!
ধুর, হিংসা কিসের! সেরাম হলে গায়ে আন্দেজের হিম জল ঢেলে দিব কিন্তু---
facebook
facebook
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'
facebook
সে এক ক্যামেরা আছে---
কেবলই সুন্দর ধরে---
----------------------
পথেই আমার পথ হারিয়ে
চালচুলোহীন ছন্নছাড়া ঘুরছি ভীষণ---
কোথায় সে ক্যামেরা
facebook
আপ্নে আমাগো নিয়া ফুটবল খেল্বেন মিয়া ভাই, আর আমরা চুপ চাপ পাব্লিক মাইর খায়া যাব; এইডা তো আর হইতো না। অই দেহেন, একজন হবায় মিশর নিয়া নামছে।। আরো আইব শিঘ্রই। হেইদিন আপনার পোস্টের জারিজুরি শ্যাষ।
facebook
আপনার এই লেখাটার প্রেমে পড়ে গেলাম। লেখা ছবি দুটোই। এই জায়গাগুলোতে যাবার জন্য বহুবছর ধরে সুযোগ খুজছি। ভীষণ ভালো লাগলো আমার পরিচিত একজন ঘুরে এসেছে ওখান থেকে।
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
অবশ্যই যাবেন। কিন্তু হাতে সময় নিয়ে যেয়েন।
facebook
এত সুন্দর ছবি দেখে মন খারাপ হয়ে গেল। এত সুন্দর জায়গা নিজের চোখে দেখা হবে না। আপনার চোখে দেখার চেষ্টা করছি। দারুন সব ছবি। ধন্যবাদ এত সুন্দর কিছু দেখানোর জন্য।
দেখা হবে না এটা কেউ বলতে পারে ! হতেই পারে---
facebook
হে হে... যেমনটা আগেই বলেছিলাম, আপনা ফটোশপের হাত খুব ভালো। পেরু বলে যে আসলে কোন জায়গা নাই, এইটা কী আমরা জানি না ভাবছেন ? আজকে বলতেছেন পেরু, কালকে বলবেন শাংগ্রিলা- সবই আছে।
পোস্ট উৎসর্গ করার জন্য অশেষ ধন্যবাদ। পোস্টটা পড়া হয়েছে প্রথম দিনই, কিন্তু বিশাল আলস্যে আর মন্তব্য করা হয় নাই। পেরু থাক বা না থাক, মানস সরোবর আছে- ভীষণভাবেই আছে। বাঁইচা থাকলে যে একদিন মানস সরোবর যাবো, এতে আমি কোন সন্দেহ রাখি না। আশা করি, আপনার সাথেই যাওয়া হবে
অলমিতি বিস্তারেণ
শুভ জন্মদিন হে পরমভ্রাত। মানস হবে, হতেই হবে। পারলে ডুংলুং ডো পর্যন্ত চলে যেতাম সবাই।
facebook
নতুন মন্তব্য করুন