১৯৮৯ সালের গ্রীষ্মে জ্যাক ড্যামবাখার নামের এক জীবতত্ত্ববীদ পাপুয়া নিউ গিনিতে বার্ড অফ প্যারাডাইস নিয়ে কাজ করছিলেন, গবেষণার মূল লক্ষ্য ছিল কিছু নির্দিষ্ট প্রজাতির পাখি ধরে পায়ে রিং লাগানো এবং সেই সাথে জালে আটকা পড়া অন্যান্য প্রজাতির পাখিদের পুনরায় বলে ছেড়ে দেওয়া, যাদের মধ্যে প্রায়ই থাকত সেই বনের স্থানীয় বাসিন্দা গায়ক পাখি হুডেড পিটোহুই ( Hooded Pitohui, Pitohui dichrous)
এমন ভাবেই গবেষণার এক পর্যায়ে একটি পিটোহুই জ্যাককে আঁচড়ে দেয়, রক্তাক্ত আঙ্গুল মুখে পূরে চোষার সময়ই তিনি অদ্ভুত অসাড় অনুভূতির উপস্থিতি টের পান, অভিজ্ঞ গবেষক বুঝতে পারেন তিনি কোন বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন। কিন্তু তখন তার ধারণা ছিল এই বিষের উৎস কোন স্থানীয় গাছ-গাছড়া।
পরবর্তীতে পিটোহুই পাখিটির পালক পুঙ্খানুপুঙ্খ ভাবে পরীক্ষা করে জীববিজ্ঞানের ইতিহাসে প্রথমবারের মত পাখির দেহে বিষের অস্তিত্ব প্রমাণ করেন! অথচ পিটোহুই প্রায় একশ বছর ধরে বিজ্ঞানীদের কাছে পরিচিত এবং বিশ্বের নানা দেশের জাদুঘরে এর মৃতদেহ সংরক্ষিত ছিল, কিন্তু এই অনন্য বৈশিষ্ট্যটি ছিল অজানা।
পিটোহুই-এর পালকে নিহিত বিষাক্ত রাসায়নিক পদার্থই আবার ল্যাতিন আমেরিকার বিষাক্ত ক্ষুদে ব্যাঙদের চামড়ায় বর্তমান। যদিও এদের প্রতিটি পালকে বিদ্যমান বিষ দিয়ে গবেষণাগারের ইঁদুর মারা সম্ভব কিন্তু তার ক্ষমতা ব্যাঙের বিষের চেয়ে অনেক কম। আবার এই পাখিটির আক্রমণকারীও যে বিষের প্রভাবে মারা যাবে এমন সম্ভাবনাও নেই। এখন পর্যন্ত মনে করা হচ্ছে সম্ভবত এই বিষাক্ত রাসায়নিক উপাদানগুলোর উপস্থিতি তাদের দেহ ও পালক পরজীবী মুক্ত রাখতে সাহায্য করে। ধারণা করা হয় একটি বিশেষ ধরনের Choresine পোকাকে খাদ্য হিসেবে গ্রহণের মাধ্যমেই এই বিষ তাদের শরীরে আসে।
উল্লেখ্য এখন পর্যন্ত মাত্র ৩ ধরনের পাখির সন্ধান পাওয়া গেছে যাদের দেহে বিষাক্ত উপাদান বিদ্যমান, তাদের মধ্যে পিটোহুইদের বলা হয়ে সবচেয়ে বিষাক্ত !
(তথ্যসূত্র- Extreme Birds
আলোকচিত্রগুলো নেট থেকে সংগৃহীত। )
পালকাবৃত বন্ধুদের নিয়ে লেখা এই সিরিজটি সেইসব মানুষদের জন্য, এই গ্রহের প্রতিটি বুনো পাখির পালকে আমি যাদের প্রতিচ্ছবি দেখতে পায়--
ডেভিড অ্যাটেনবোরো
জেরাল্ড ডারেল
কনরাড লোরেঞ্জ
ইনাম আল হক
সালিম আলী
জেমস অডুবন
রজার টোরে পিটারসন
মন্তব্য
facebook
facebook
লোরেঞ্জের "The Waning of Humaneness" আমার অন্যতম প্রিয় বই। তার পশুপাখি সংক্রান্ত বইগুলি পড়িনি অবশ্য।
****************************************
King Solomons Ring, On aggression দারুণ
facebook
চুল খাড়া দেখে মনে হয় রেগে আছে।
...........................
Every Picture Tells a Story
facebook
facebook
ভাই সত্যি বলতে কি আপনার জ্ঞানের গভীরতা দেখলে আমার হিংসে হয়।আপনি এত সুন্দর সুন্দর তথ্যবহুল লেখা কিভাবে যে লিখেন।
আমার শুধু জ্ঞানপিপাসা আছে আর কিছুই নাই !
facebook
অণু ভাই,
বরাবরের মতই ভাল লাগল। আর সমৃদ্ধ হলাম।
আপনি বলছিলেন, বিষ পিটোহুইদের দেহ ও পালক পরজীবীমুক্ত রাখতে সাহায্য করে; যদি তাই হয়, তাহলেতো এই বিষ ন্যাচারালি তৈরি হওয়ার কথা, Choresine পোকাকে খাদ্য হিসাবে গ্রহণের মাধ্যমে আসার কথা না। প্রশ্ন হচ্ছে, যদি কোন পিটোহুই Choresine পোকা না পায় খাওয়ার জন্য, তাহলে তার পালকে এই বিষ থাকবে না?
হতে পারে, গবেষণা চলছে।
লাল আইবিস পাখিরা যেমন বিশেষ ধরনের খাদ্যাভাসের মাধ্যমে পালক রক্তবর্ণ করে ফেলে, আবার তার অভাবে ফিকে বর্ণ, এমনটাও হতে পারে।
facebook
কত কিছু জানার আছে দুনিয়ায়। কিছুই 'দেখলাম না এই নজরে'
হ , জীবন এত ছোট ক্যানে !
facebook
দেখে মনে হচ্ছিল কমলা রঙা কোকিল। বিষাক্ত জিনিসগুলোই দুনিয়াতে এত সুন্দর হয় কেনু ?
----------------
স্বপ্ন হোক শক্তি
হা হা, এটা মনে হচ্ছে, আসলে সবকিছুই সুন্দর!
facebook
অদ্ভুত তো। এবার থেকে চিকেন খাবার আগে দেখে শুনে খেতে হবে। কোনদিন জানবো ওতেও বিষ
বার্ড ফ্লুর সময় তো সবাই বেশ সাবধানেই ছিল !
facebook
রাগী রাগী চেহারার পাখিটাকে আমার খুব পছন্দ হয়েছে বিষাক্ত হোক তবুও।
facebook
সবচেয়ে বিষাক্ত।
অথচ কি সুন্দর দেখতে!
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
এটাই রহস্য !
facebook
তাহলে আমরা এরকম একটা আপাত সিদ্ধান্তে কি আসতে পারি-
সুন্দর চেহারার অধিকারীরা আপত্তিজনকভাবে বিষাক্ত ? হা হা হা !!
যাক্, নিশ্চিন্ত হলাম যে আমার চেহারাটা মোটেও সুন্দর নয় !! অণু'রটাতো একেবারেই না !!
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
আমিও আমার নির্বিষতার কারণ বুঝতে পারছি।
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
তাসনীম ভাই
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
facebook
অ। আচ্ছা।
উনি রেগে আছেন কেনু? কেনু? কেনু?
ডাকঘর | ছবিঘর
বিষ ঝাড়বে তাই !
facebook
নতুন মন্তব্য করুন