ছবি ব্লগ-- হাজার হ্রদের দেশ থেকে, হাজার দ্বীপের দেশ থেকে- ২

তারেক অণু এর ছবি
লিখেছেন তারেক অণু (তারিখ: রবি, ০১/০৪/২০১২ - ১:৩৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

423389_10151415646090497_608590496_23604624_2060069850_n

ফিনল্যান্ড নামের অর্থ বেশ একটু রহস্যেঘেরা, সুইডিশ ভাষার এর মানে সুন্দর দেশ, আবার ফরাসী ভাষায় দূরের দেশ। হাজার হ্রদের, হাজার দ্বীপের দেশটি তো দুটি বৈশিষ্ট্যেরই অধিকারী, সুন্দর এবং দূরের! বসন্তের শুভেচ্ছা সবাইকে---

প্রচ্ছদ
IMG_3644

মা
417146_10151396582335497_608590496_23533577_741816216_n

গোলাঘর
IMG_3564

আমরা সবাই রাজা
IMG_3496

স্ত্রী নীলশির
527209_10151432186155497_608590496_23677228_2122928187_n

হাতে আঁকা পট
IMG_3419

ভুতুম
IMG_3345

গুপ্তধন লুকানো
399047_10151466312615497_608590496_23812467_807178069_n

ক্ষুদে দোকানী
IMG_3342

রাজহাঁস ও মাকড়শা
317555_10150885176060497_1656082190_n

এখন শরৎ
349_97983730496_608590496_4491914_2994_n

বিষাক্ত সুন্দর
349_97983715496_608590496_4491911_2295_n

প্রিয় ক্যাফে
426327_10151407110830497_608590496_23576937_1286123329_n

জলাবদ্ধ আকাশ
349_97983685496_608590496_4491905_881_n

নিঃসঙ্গ পাইন
349_97983995496_608590496_4491961_4338_n

গাঙচিল
547859_10151437700210497_608590496_23696531_297044324_n

ছাতার মৌসুম
349_97983650496_608590496_4491898_9269_n

বন্দী
206503_10150558741210497_608590496_18399929_1018421_n

রূপকথা
228357_10150582061165497_608590496_18675839_4715349_n

মায়ার হরিণ
251560_10150637544145497_608590496_19188462_7759886_n

দৃষ্টিভ্রম
260573_10150647466975497_608590496_19307394_5989246_n

রূপা চাঁদ
268109_10150726308260497_608590496_19962882_56252_n

হিমে কাতর
189217_10150734225960497_608590496_20068995_2563638_n

তরঙ্গের সৃষ্টি
425195_10151394851295497_608590496_23525273_349057021_n

জল দুর্গ
531843_10151464483480497_608590496_23804618_1045087721_n

অবাক জলপান
525548_10151431729310497_608590496_23675822_1939359596_n

গ্রীষ্মাবাস
536695_10151452063890497_608590496_23759435_634361137_n

প্রস্ফুটিত পুষ্প
479705_10151421860395497_608590496_23635716_1128523475_n

ভীরু খরগোশ ব্যবহৃত ঘাসে
424888_10151398314950497_608590496_23542925_2057417113_n

বিষাদ সন্ধ্যা
425620_10151404019345497_608590496_23567320_1040776108_n


মন্তব্য

বাউলিয়ানা এর ছবি

দারুণ সব ছবি।

১। খুদে দোকানী কী বিক্রী করে?

২। বন্দী কিসের মধ্যে?

৩। ফিনিস লোকজনের নাম এমন কেন? নামের বানানে কেমন দু-একটা করে ফোঁটা থাকে।

তারেক অণু এর ছবি

ধন্যবাদ, এখন যে কম্পুতে বসি আছি তাতে লেখা বুঝতে পারছি না, পরে দেখে জানাব।

তারেক অণু এর ছবি

১।দোকানী বিশেষ মেলাতে ঘরে বানানো জেলি বিক্রি করছিল।

২। বন্দী আসলে বাল্টিক সাগরেই! সমস্যা নেই, গ্রীষ্মকালে সে স্বাধীন!

৩। Ö , Å অনেক আগে থেকেই আছে এই ভাষাতে, কিন্তু সবার নামে না, উচ্চারণের স্বার্থেই হবে। মহা মুশকিল, জিভ জড়িয়ে যায় !

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

গ্রীষ্মাবাসটা আমার চাই
হ চাই
দিতে হবে
এক দফা এক দাবী

______________________________________
পথই আমার পথের আড়াল

তারেক অণু এর ছবি

চইল্যা আহেন। কয়দিনের জন্য ভাড়া নিব নি! সেই সাথে বিশেষ দোকানে যাওয়ার জন্য বিশেষ নৌকা! দেঁতো হাসি
কি ব্যাপার ঘুমান নি নাকি !

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

গরীব মাইনষের পোলা, বিদেশে যাওনের ট্যাকা পামু কই?
ঘুমাইছি, কম ঘুমাতে ঘুমাতে অভ্যাস এতো খারাপ হইছে যে এখন আর ঘুম আসে না মন খারাপ

______________________________________
পথই আমার পথের আড়াল

তারেক অণু এর ছবি

আপনে তো আর গরীব না , কোন অর্থেই!
আহেন, দুই ভাই মিলে Finlandia র হ্রদে না হইলেও চৌবাচ্চায় সাঁতার কাটুম! চোখ টিপি

স্যাম এর ছবি

আমার চাই ক্যাফে !

তারেক অণু এর ছবি

নিয়ে নিন।

স্বপ্নখুঁজি এর ছবি

ছবিগুলো যেমন সুন্দর , ছবির নামগুলো হইছে তারথেকে সুন্দর।।। অতি চমৎকার ।

তারেক অণু এর ছবি

ধন্যবাদ !

নামে কি করে,
গোলাপে যে নামে ডাক
গন্ধ বিতরে!

রোমেল চৌধুরী এর ছবি

ওরেব্বাস, কি চমৎকার!

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

তারেক অণু এর ছবি

ধন্যবাদ রোমেল ভাই, এদিকে আসবেন কবে?

প্রদীপ্তময় সাহা এর ছবি

ওখানে চাঁদও কি বেশি সুন্দর?
এটা মনে হয় আপনার গুনের সুবাদেই।

মনের ভেতর একটা শান্তি এসে গেল ছবিগুলো দেখে।

তারেক অণু এর ছবি

দাদার মন্তব্য দেখি পুরোই কাব্যগন্ধী! ভালো লাগল, শুভেচ্ছা

প্রদীপ্তময় সাহা এর ছবি

লইজ্জা লাগে

তারেক অণু এর ছবি
আমি আমার এর ছবি

অনু ভাই, বাকরুদ্ধ!!!! অসম্ভব রকম সুন্দর ছবিগুলো। ধন্যবাদ শেয়ার করার জন্য।

তারেক অণু এর ছবি

শুভেচ্ছা, এই গ্রীষ্মে কিছু ছবি পাব আশা করছি-

achena এর ছবি

সাদাকালো জীবনে একরাশ রঙিন আলোর পরশ। আসলে অনুদা তোমার তুলনা একমাত্র তুমিই।

তারেক অণু এর ছবি

লইজ্জা লাগে একটাই রক্ষে!

চিন্ময়  এর ছবি

শুধু ছবি দিলেই কি হবে? দেশ টা কে নিয়ে কিছু লিখুন। ওদের বিখ্যাত সোশাল ও‌য়েলফেয়ার নিয়ে, তীব্র শীত এগুলো নিয়েও কিছু লিখুন.

তারেক অণু এর ছবি

লিখব, খুব বড় আকারের একটা লেখায় হাত দিয়েছি, দেখি কবে শেষ হয়।

ইমা  এর ছবি

ফিনল্যান্ড যাবার ইচ্ছাটা আরও প্রবল করে দিলেন। ফেসবুক এ শেয়ার না করে পারলাম না। হাসি
ধন্যবাদ চমৎকার ছবিগুলোর জন্য।

তারেক অণু এর ছবি

এসে কিন্তু শীতের আঁধার দেখে আমাকে দোষারোপ করা যাবে না !

ইমা  এর ছবি

আপনি তো আছেনই। আপনি থাকতে কি আর শীতের আঁধার দেখতে হয়! দেঁতো হাসি

তারেক অণু এর ছবি

দেঁতো হাসি এতই সহজ শীতকে হারানো।

ইমা  এর ছবি

চিন্তিত চিন্তার বিষয়!!!! কিন্তু আশা করি শীতকে হারানো না গেলেও শীতের আঁধার যাতে না দেখতে হয় সে ব্যবস্থা করার অপশন থাকবে। চোখ টিপি

তারেক অণু এর ছবি

ঠাণ্ডা সহ্য করা যায়, কিন্তু অন্ধকার না! চেষ্টায় আছি প্রতি শীতে রোদেলা দেশে যাবার, এইটাই উপায়!

ইমা  এর ছবি

কিন্তু শীতের সময় অন্ধকারের ব্যাপারটা ঠিক বুঝলাম না! আপনি রোদেলা দেশে যাওয়া মানে আমদের নতুন কোন দেশেকে জানা ও তার ছবি দেখা। ব্যাপারটা মোটেও খারাপ হবে না দেঁতো হাসি

তারেক অণু এর ছবি

ফিনল্যান্ড যেহেতু বিষুবরেখা থেকে অনেক দূরে তাই এখানে শীতের সময় ২২ ঘণ্টা অন্ধকারময় রাত আর গ্রীষ্মের সময় ২২ ঘণ্টা আলোকময় দিন ! অবশ্য সব উত্তরের দেশেই তাই, দক্ষিণেরও, কিন্তু অত দক্ষিণে মানুষ থাকে না খুব একটা !

দ্রোহী এর ছবি

শালার লাইফ!!!!! কুয়ার মধ্যেই জীবনটা কাটায়ে দিলাম। মন খারাপ

তারেক অণু এর ছবি

কি কথা ! আম্রিকার এত নামী ডিগ্রী নিয়ে মিয়া ভাই অস্ট্রেলিয়ায় আছেন, আপনার মুখে এই কথা শুনলে আমার মা ক্ষেপেই যাবে!

তাপস শর্মা এর ছবি

ছুঁয়ে গেছে, ভীষণ। এই দুপুরে মনটা ফুরফুরে হয়ে গ্যালো।

--- তাই আজ নতুন শপথ আমি আর উদাস ভাই দু জনেই বড় হয়ে অণু হমু। এইডা ফাইন্যাল। দেঁতো হাসি

তারেক অণু এর ছবি

দুপুর নাকি! গরম চলে এসেছে ত্রিপুরাতে?

ব্যাঙের ছাতা এর ছবি

দোকানী মনে হয় আচাঁর বিকিকিনি করছেন খাইছে

আমার ছাতা লাগবে ওঁয়া ওঁয়া

তারেক অণু এর ছবি

লালটা নিয়েন না কিন্তু! আঁচার অথবা জেলি

শাব্দিক এর ছবি

বিষাক্ত সুন্দর আর মা এই দুটা বেশী জোস!
বাকিগুলাও অদ্ভুত। নামকরণও যথার্থ।

তারেক অণু এর ছবি

ধন্যবাদ।

ত্রিমাত্রিক কবি এর ছবি

শ্রদ্ধা

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

তারেক অণু এর ছবি
দময়ন্তী এর ছবি

কি সুন্দর! কি সুন্দর!

আমার এক বন্ধুর বউ ফিনল্যান্ডে প্রফেসরি করে, বন্ধু আমেরিকায়| ও বলছিল যে এত সুন্দর জায়গা, মনে হয় ওখানেই চলে যাই| কিন্তু বেচারা ওখানে চাকরি পাচ্ছে না|

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

তারেক অণু এর ছবি

হুম, কিন্তু বেশী নিরিবিলি দেশ, নির্জনতা যারা পছন্দ করে তাদের জন্য সোনায় সোহাগা।

জালিস এর ছবি

প্রকৃতি বড়ই সৌন্দর্য হাসি হাসি হাসি

তারেক অণু এর ছবি

হাসি ঠিক।

বুনান এর ছবি

দারুন হয়েছে ছবি গুলো। খুব ভাল লাগলো।

তারেক অণু এর ছবি

ধন্যবাদ, দাঁড়ান, হিমালয়ের ছবি আবার তোলার বন্দোবস্ত করছি!

সত্যপীর এর ছবি

ক্যাফে পসন্দ হইসে। কফি খাইতে খাইতে পানির ভিউ দেখতে মঞ্চায়।

কটেজ যাইতেসি এই উইকেন্ড, ইয়ারদোস্ত নিয়া। আমিও আপ্নের মতন ব্যাপক ভিউ দেখুম হুঁ। ভাবসেন আপ্নে একলাই?

তবে আমার ক্যামরা নাই ইয়ে, মানে...

..................................................................
#Banshibir.

তারেক অণু এর ছবি

আহেন, সেই ক্যাফেতে পয়লা কাপের দাম ২ ইউর,এর পরে যত কাপই পান করেন ফ্রি, আর প্রতি কাপে ৫ সেন্ট ফেরৎ !

সত্যপীর এর ছবি

প্রতি কাপে ৫ সেন্ট ফিরত মানে? আমি চল্লিশ কাপ কফি খাইলে ২ ইউরোই ফিরায় দিব?

..................................................................
#Banshibir.

তারেক অণু এর ছবি

ঠিক দেঁতো হাসি কিন্তু২ ইউরো ফেরৎ নিতে কি আপনি আসলেই ৪০ কাপ কফিপান করবেন দেঁতো হাসি

সবচেয়ে দারুণ ব্যাপার হচ্ছে, দোকানটি আকাশে যতক্ষণ সূর্যের আলো আছে ততক্ষণ খোলা, মানে গ্রীষ্মকালে প্রায় ২৪ ঘণ্টা!

সত্যপীর এর ছবি

এক চুমুক খায়া ফালায় দিমু পাশে নদীনালা আসে কি করতে? শয়তানী হাসি

চমৎকার সিস্টেম, ফিনল্যান্ডেই মুভ করতে হইব। আর কি কি সিস্টেম আসে? স্যান্ডুইচ কেক প্যাস্ট্রিও যত খাব তত দাম কমে আসবে? এ তো অল ইউ ক্যান ইটের থেকেও ভালো ব্যাপার, মোর ইউ ইট লেস ইউ পে হাততালি

..................................................................
#Banshibir.

তারেক অণু এর ছবি

এত্ত সহজ না ! মূল কারণ যাতে আপনি ফ্রি কফি পেয়ে বেশী বেশী করে স্যান্ডুইচ কেক প্যাস্ট্রি খেতে থাকেন!
হৈ মিয়া, নদী নালায় কফি ফেলবেন মানে রেগে টং

সত্যপীর এর ছবি

খাইছে

..................................................................
#Banshibir.

তারেক অণু এর ছবি

কানাডায় এই কাজ কইরেন না ! তয়লে আমি তো ক্ষেপব, সাথে পুলিশ টিকেট দিয়ে দিবে।

সত্যপীর এর ছবি

পাঁচ সেন্ট ফিরত দিলে কর্তেও পারি কিসুই বলা যায়না চিন্তিত

নদীতে কফি ফেললে আপ্নে ক্যানাডা আসবেন পিটাইতে? দাঁড়ান কফি গরম দেই দেঁতো হাসি

..................................................................
#Banshibir.

তারেক অণু এর ছবি

ভাইজান দেখি আমার রসের হাড়ি!
আসলে সেই ফেরৎ পাওয়া ৫ সেন্ট ওদেরই সবসময় বখশিশ দিয়ে ফেলি। আসেন, নিয়ে যাব, বিল আমার ! দেঁতো হাসি

ব্যাঙের ছাতা এর ছবি

"রূপকথা" ছবিটে দেখে লরা ইঙ্গলস ওয়াইল্ডারের কথা মনে হল। তাদের সেই লগ হাউজ! "দ্য ডিপ জাঙ্গল"

তারেক অণু এর ছবি

হাসি ঠিক বলেছেন, এমন বাড়ীতে মানুষ বসবাস করত এইখানেও!

সুলতানা পারভীন শিমুল এর ছবি

মা - যে কি ভীষণ ভীষণ কিউট! হাসি
ভুতুম - একটা পাথর পেলে আমিও দিব্যি বানিয়ে ফেলতে পারি। চোখ টিপি
গাঙচিলটা বেশ মায়ামায়া, আর বন্দীটা বিষন্ন।
বিষাক্ত সুন্দর, প্রিয় ক্যাফে আর রূপকথা - আহ!

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

তারেক অণু এর ছবি

অনেক অনেক শুভেচ্ছা, আরো আসিতেছে!

আশালতা এর ছবি

এই ছেলেটা যে কি সুন্দর ছবি তোলে। আহা!

----------------
স্বপ্ন হোক শক্তি

তারেক অণু এর ছবি

তুলি নাকি!
তাহলে দিদিভাই দেখেন না কলমের খোঁচায় কোন ব্যবস্থা করা যায় না কি? আমি যে কোন দেশের ভালো ছবি তুলে দিব, তারা আমার ঘোরাঘুরির দিকটা দেখবে! না হলে, মুশকিলে আছি, মাঝে মাঝেই থেমে যেতে হচ্ছে !

আশালতা এর ছবি

অ্যাঁ ? কারে কি কও ? আমার যে একরতি ক্ষমতা নেই ভাই। থাকলে তোকে প্লেন কিনে দিতাম। সত্যি।

----------------
স্বপ্ন হোক শক্তি

তারেক অণু এর ছবি

হ, এমন সকলেই কয়! চিন্তিত

মিঠেল রোদ এর ছবি

বিষাক্ত সুন্দর মানেটা বুঝলাম না।
একটু বুঝইয়া দেন।

তারেক অণু এর ছবি

এটি বিশ্বের সবচেয়ে সুন্দর মাশরুমদের একটি, সেই সাথে সবচেয়ে বিষাক্তদেরও একটি !
অনেক দেশেই একে মাদক হিসেবে ব্যবহার করা হয় হ্যালুসিনেশনের জন্য।

এবিএম এর ছবি

অমানুষ ! তারেক অণু একজন অমানুষ !
ছবি এত অসাধারণ হয় কি করে !

তারেক অণু এর ছবি

আরে না, সাধারন মানুষ রে ভাই, দোয়েলের ফড়িঙের জীবন দেখা হইল না !

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

কী দারণ সব ছবি! সবাই এ্যাতো এ্যাতো প্রসংশা করলো যে আমার আর বলার কিছু বাকি নাই। সবার সবটা মিলে আমার একারটা। গ্রহণ করুন।

তারেক অণু এর ছবি

অনেক অনেক ধন্যবাদ কবি ভাই।

কুমার এর ছবি

লামন্তব্য।

তারেক অণু এর ছবি

প্রো পিক টা দারুণ তো আপনার !

প্রৌঢ় ভাবনা এর ছবি

এত্ত এত্ত সুন্দর সুন্দর ছবি!

তারেক অণু এর ছবি

ধন্যবাদ, আশা করি ভাল আছেন।

সৌরভ কবীর  এর ছবি

খুবই ভালো লেগেছে।
কেন যেন জলাবদ্ধ আকাশ আর ঐ বন্দী নৌকাটির পাশে যেয়ে দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করছে। বিষাদ সন্ধ্যার আকাশ চমৎকার। এ ছবিটি দেখে মনে হল আপনার মত মাধুর্য ভজমান কেউ যদি কোন এক শরতে সিলেটে এসে তখনকার আকাশের ছবি তুলে পোস্ট করতো সবাই এটার বিচিত্রতা টের পেতো। পোস্টটি পড়ে ফিনল্যান্ডের মানুষ নিয়ে আরো সুন্দর সুন্দর ছবি পরবর্তীতে আসবে বলে মনে হচ্ছে। অপেক্ষায় রইলাম পরবর্তী পোস্টের।

তারেক অণু এর ছবি

ধন্যবাদ। দেশে গেলে প্রতিবারই সিলেট যায় কিন্তু, শ্রীমঙ্গল আমার খুবই প্রিয় জায়গা।

অনার্য সঙ্গীত এর ছবি

দেশ্টা পছন্দ হইল! ওইখানের বায়োসায়েন্স ল্যাবগুলার ব্যপারে তথ্য দেন দেখি পছন্দ হয় কিনা! হাসি

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

তারেক অণু এর ছবি

পছন্দের দরকার নাই, অ্যালা অফ যান দেঁতো হাসি এত ঠাণ্ডায় ভাইরাসরাও মনে হয় কাবু হয়ে থাকে !

রানা মেহের এর ছবি

আপনি কি ইউকেতে আসেন না?
আমাদের এখানেও কম সুন্দর না। হু চোখ টিপি

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

তারেক অণু এর ছবি

কিথা মাত মাতো রে বা!
দাঁড়ান আপু, ইংরেজিটা একটু সড়গড় করে নিই খাইছে , তারপর আসব, স্কটল্যান্ড, ইয়র্কশায়ার, জার্সি আইল্যান্ড সবকিছুর প্ল্যান হয়ে গেছে, আসিতেছি---

আনোয়ার এর ছবি

উত্তম জাঝা!

তারেক অণু এর ছবি
প্রখর-রোদ্দুর এর ছবি

বাক্যহীন কাব্যিক ছোয়া আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

তারেক অণু এর ছবি

অনেক ধন্যবাদ, দারুণ উপমা !

তদানিন্তন পাঁঠা এর ছবি

আমার রুপকথা-টা দেখেই মনে পড়েছে বাবা ইয়াগার সেই মুরগীর ঠ্যাংয়ের উপরের বাড়ি। যদিও এগুলোর নিচে একাধিক ঠ্যাং আছে। কিছু ছবি আছে প্রেমে পড়ার মতো। আবারো কই, আপ্নে একটা বদলুক। ইয়ে, মানে...

তারেক অণু এর ছবি

ভালো হবার চেষ্টায় আছি--

কর্ণজয় এর ছবি

৩৬০

তারেক অণু এর ছবি

না না ৯০ লইজ্জা লাগে

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।