ফিনল্যান্ড নামের অর্থ বেশ একটু রহস্যেঘেরা, সুইডিশ ভাষার এর মানে সুন্দর দেশ, আবার ফরাসী ভাষায় দূরের দেশ। হাজার হ্রদের, হাজার দ্বীপের দেশটি তো দুটি বৈশিষ্ট্যেরই অধিকারী, সুন্দর এবং দূরের! বসন্তের শুভেচ্ছা সবাইকে---
প্রচ্ছদ
মা
গোলাঘর
আমরা সবাই রাজা
স্ত্রী নীলশির
হাতে আঁকা পট
ভুতুম
গুপ্তধন লুকানো
ক্ষুদে দোকানী
রাজহাঁস ও মাকড়শা
এখন শরৎ
বিষাক্ত সুন্দর
প্রিয় ক্যাফে
জলাবদ্ধ আকাশ
নিঃসঙ্গ পাইন
গাঙচিল
ছাতার মৌসুম
বন্দী
রূপকথা
মায়ার হরিণ
দৃষ্টিভ্রম
রূপা চাঁদ
হিমে কাতর
তরঙ্গের সৃষ্টি
জল দুর্গ
অবাক জলপান
গ্রীষ্মাবাস
প্রস্ফুটিত পুষ্প
ভীরু খরগোশ ব্যবহৃত ঘাসে
বিষাদ সন্ধ্যা
মন্তব্য
দারুণ সব ছবি।
১। খুদে দোকানী কী বিক্রী করে?
২। বন্দী কিসের মধ্যে?
৩। ফিনিস লোকজনের নাম এমন কেন? নামের বানানে কেমন দু-একটা করে ফোঁটা থাকে।
ধন্যবাদ, এখন যে কম্পুতে বসি আছি তাতে লেখা বুঝতে পারছি না, পরে দেখে জানাব।
facebook
১।দোকানী বিশেষ মেলাতে ঘরে বানানো জেলি বিক্রি করছিল।
২। বন্দী আসলে বাল্টিক সাগরেই! সমস্যা নেই, গ্রীষ্মকালে সে স্বাধীন!
৩। Ö , Å অনেক আগে থেকেই আছে এই ভাষাতে, কিন্তু সবার নামে না, উচ্চারণের স্বার্থেই হবে। মহা মুশকিল, জিভ জড়িয়ে যায় !
facebook
গ্রীষ্মাবাসটা আমার চাই
হ চাই
দিতে হবে
এক দফা এক দাবী
______________________________________
পথই আমার পথের আড়াল
চইল্যা আহেন। কয়দিনের জন্য ভাড়া নিব নি! সেই সাথে বিশেষ দোকানে যাওয়ার জন্য বিশেষ নৌকা!
কি ব্যাপার ঘুমান নি নাকি !
facebook
গরীব মাইনষের পোলা, বিদেশে যাওনের ট্যাকা পামু কই?
ঘুমাইছি, কম ঘুমাতে ঘুমাতে অভ্যাস এতো খারাপ হইছে যে এখন আর ঘুম আসে না
______________________________________
পথই আমার পথের আড়াল
আপনে তো আর গরীব না , কোন অর্থেই!
আহেন, দুই ভাই মিলে Finlandia র হ্রদে না হইলেও চৌবাচ্চায় সাঁতার কাটুম!
facebook
আমার চাই ক্যাফে !
নিয়ে নিন।
facebook
ছবিগুলো যেমন সুন্দর , ছবির নামগুলো হইছে তারথেকে সুন্দর।।। অতি চমৎকার ।
ধন্যবাদ !
নামে কি করে,
গোলাপে যে নামে ডাক
গন্ধ বিতরে!
facebook
ওরেব্বাস, কি চমৎকার!
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
ধন্যবাদ রোমেল ভাই, এদিকে আসবেন কবে?
facebook
ওখানে চাঁদও কি বেশি সুন্দর?
এটা মনে হয় আপনার গুনের সুবাদেই।
মনের ভেতর একটা শান্তি এসে গেল ছবিগুলো দেখে।
দাদার মন্তব্য দেখি পুরোই কাব্যগন্ধী! ভালো লাগল, শুভেচ্ছা
facebook
facebook
অনু ভাই, বাকরুদ্ধ!!!! অসম্ভব রকম সুন্দর ছবিগুলো। ধন্যবাদ শেয়ার করার জন্য।
শুভেচ্ছা, এই গ্রীষ্মে কিছু ছবি পাব আশা করছি-
facebook
সাদাকালো জীবনে একরাশ রঙিন আলোর পরশ। আসলে অনুদা তোমার তুলনা একমাত্র তুমিই।
একটাই রক্ষে!
facebook
শুধু ছবি দিলেই কি হবে? দেশ টা কে নিয়ে কিছু লিখুন। ওদের বিখ্যাত সোশাল ওয়েলফেয়ার নিয়ে, তীব্র শীত এগুলো নিয়েও কিছু লিখুন.
লিখব, খুব বড় আকারের একটা লেখায় হাত দিয়েছি, দেখি কবে শেষ হয়।
facebook
ফিনল্যান্ড যাবার ইচ্ছাটা আরও প্রবল করে দিলেন। ফেসবুক এ শেয়ার না করে পারলাম না।
ধন্যবাদ চমৎকার ছবিগুলোর জন্য।
এসে কিন্তু শীতের আঁধার দেখে আমাকে দোষারোপ করা যাবে না !
facebook
আপনি তো আছেনই। আপনি থাকতে কি আর শীতের আঁধার দেখতে হয়!
এতই সহজ শীতকে হারানো।
facebook
চিন্তার বিষয়!!!! কিন্তু আশা করি শীতকে হারানো না গেলেও শীতের আঁধার যাতে না দেখতে হয় সে ব্যবস্থা করার অপশন থাকবে।
ঠাণ্ডা সহ্য করা যায়, কিন্তু অন্ধকার না! চেষ্টায় আছি প্রতি শীতে রোদেলা দেশে যাবার, এইটাই উপায়!
facebook
কিন্তু শীতের সময় অন্ধকারের ব্যাপারটা ঠিক বুঝলাম না! আপনি রোদেলা দেশে যাওয়া মানে আমদের নতুন কোন দেশেকে জানা ও তার ছবি দেখা। ব্যাপারটা মোটেও খারাপ হবে না
ফিনল্যান্ড যেহেতু বিষুবরেখা থেকে অনেক দূরে তাই এখানে শীতের সময় ২২ ঘণ্টা অন্ধকারময় রাত আর গ্রীষ্মের সময় ২২ ঘণ্টা আলোকময় দিন ! অবশ্য সব উত্তরের দেশেই তাই, দক্ষিণেরও, কিন্তু অত দক্ষিণে মানুষ থাকে না খুব একটা !
facebook
শালার লাইফ!!!!! কুয়ার মধ্যেই জীবনটা কাটায়ে দিলাম।
কি কথা ! আম্রিকার এত নামী ডিগ্রী নিয়ে মিয়া ভাই অস্ট্রেলিয়ায় আছেন, আপনার মুখে এই কথা শুনলে আমার মা ক্ষেপেই যাবে!
facebook
ছুঁয়ে গেছে, ভীষণ। এই দুপুরে মনটা ফুরফুরে হয়ে গ্যালো।
--- তাই আজ নতুন শপথ আমি আর উদাস ভাই দু জনেই বড় হয়ে অণু হমু। এইডা ফাইন্যাল।
ডাকঘর | ছবিঘর
দুপুর নাকি! গরম চলে এসেছে ত্রিপুরাতে?
facebook
দোকানী মনে হয় আচাঁর বিকিকিনি করছেন
আমার ছাতা লাগবে
লালটা নিয়েন না কিন্তু! আঁচার অথবা জেলি
facebook
বিষাক্ত সুন্দর আর মা এই দুটা বেশী জোস!
বাকিগুলাও অদ্ভুত। নামকরণও যথার্থ।
ধন্যবাদ।
facebook
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
facebook
কি সুন্দর! কি সুন্দর!
আমার এক বন্ধুর বউ ফিনল্যান্ডে প্রফেসরি করে, বন্ধু আমেরিকায়| ও বলছিল যে এত সুন্দর জায়গা, মনে হয় ওখানেই চলে যাই| কিন্তু বেচারা ওখানে চাকরি পাচ্ছে না|
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'
হুম, কিন্তু বেশী নিরিবিলি দেশ, নির্জনতা যারা পছন্দ করে তাদের জন্য সোনায় সোহাগা।
facebook
প্রকৃতি বড়ই সৌন্দর্য
ঠিক।
facebook
দারুন হয়েছে ছবি গুলো। খুব ভাল লাগলো।
ধন্যবাদ, দাঁড়ান, হিমালয়ের ছবি আবার তোলার বন্দোবস্ত করছি!
facebook
ক্যাফে পসন্দ হইসে। কফি খাইতে খাইতে পানির ভিউ দেখতে মঞ্চায়।
কটেজ যাইতেসি এই উইকেন্ড, ইয়ারদোস্ত নিয়া। আমিও আপ্নের মতন ব্যাপক ভিউ দেখুম হুঁ। ভাবসেন আপ্নে একলাই?
তবে আমার ক্যামরা নাই
..................................................................
#Banshibir.
আহেন, সেই ক্যাফেতে পয়লা কাপের দাম ২ ইউর,এর পরে যত কাপই পান করেন ফ্রি, আর প্রতি কাপে ৫ সেন্ট ফেরৎ !
facebook
প্রতি কাপে ৫ সেন্ট ফিরত মানে? আমি চল্লিশ কাপ কফি খাইলে ২ ইউরোই ফিরায় দিব?
..................................................................
#Banshibir.
ঠিক কিন্তু২ ইউরো ফেরৎ নিতে কি আপনি আসলেই ৪০ কাপ কফিপান করবেন
সবচেয়ে দারুণ ব্যাপার হচ্ছে, দোকানটি আকাশে যতক্ষণ সূর্যের আলো আছে ততক্ষণ খোলা, মানে গ্রীষ্মকালে প্রায় ২৪ ঘণ্টা!
facebook
এক চুমুক খায়া ফালায় দিমু পাশে নদীনালা আসে কি করতে?
চমৎকার সিস্টেম, ফিনল্যান্ডেই মুভ করতে হইব। আর কি কি সিস্টেম আসে? স্যান্ডুইচ কেক প্যাস্ট্রিও যত খাব তত দাম কমে আসবে? এ তো অল ইউ ক্যান ইটের থেকেও ভালো ব্যাপার, মোর ইউ ইট লেস ইউ পে
..................................................................
#Banshibir.
এত্ত সহজ না ! মূল কারণ যাতে আপনি ফ্রি কফি পেয়ে বেশী বেশী করে স্যান্ডুইচ কেক প্যাস্ট্রি খেতে থাকেন!
হৈ মিয়া, নদী নালায় কফি ফেলবেন মানে
facebook
..................................................................
#Banshibir.
কানাডায় এই কাজ কইরেন না ! তয়লে আমি তো ক্ষেপব, সাথে পুলিশ টিকেট দিয়ে দিবে।
facebook
পাঁচ সেন্ট ফিরত দিলে কর্তেও পারি কিসুই বলা যায়না
নদীতে কফি ফেললে আপ্নে ক্যানাডা আসবেন পিটাইতে? দাঁড়ান কফি গরম দেই
..................................................................
#Banshibir.
ভাইজান দেখি আমার রসের হাড়ি!
আসলে সেই ফেরৎ পাওয়া ৫ সেন্ট ওদেরই সবসময় বখশিশ দিয়ে ফেলি। আসেন, নিয়ে যাব, বিল আমার !
facebook
"রূপকথা" ছবিটে দেখে লরা ইঙ্গলস ওয়াইল্ডারের কথা মনে হল। তাদের সেই লগ হাউজ! "দ্য ডিপ জাঙ্গল"
ঠিক বলেছেন, এমন বাড়ীতে মানুষ বসবাস করত এইখানেও!
facebook
মা - যে কি ভীষণ ভীষণ কিউট!
ভুতুম - একটা পাথর পেলে আমিও দিব্যি বানিয়ে ফেলতে পারি।
গাঙচিলটা বেশ মায়ামায়া, আর বন্দীটা বিষন্ন।
বিষাক্ত সুন্দর, প্রিয় ক্যাফে আর রূপকথা - আহ!
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
অনেক অনেক শুভেচ্ছা, আরো আসিতেছে!
facebook
এই ছেলেটা যে কি সুন্দর ছবি তোলে। আহা!
----------------
স্বপ্ন হোক শক্তি
তুলি নাকি!
তাহলে দিদিভাই দেখেন না কলমের খোঁচায় কোন ব্যবস্থা করা যায় না কি? আমি যে কোন দেশের ভালো ছবি তুলে দিব, তারা আমার ঘোরাঘুরির দিকটা দেখবে! না হলে, মুশকিলে আছি, মাঝে মাঝেই থেমে যেতে হচ্ছে !
facebook
অ্যাঁ ? কারে কি কও ? আমার যে একরতি ক্ষমতা নেই ভাই। থাকলে তোকে প্লেন কিনে দিতাম। সত্যি।
----------------
স্বপ্ন হোক শক্তি
হ, এমন সকলেই কয়!
facebook
বিষাক্ত সুন্দর মানেটা বুঝলাম না।
একটু বুঝইয়া দেন।
এটি বিশ্বের সবচেয়ে সুন্দর মাশরুমদের একটি, সেই সাথে সবচেয়ে বিষাক্তদেরও একটি !
অনেক দেশেই একে মাদক হিসেবে ব্যবহার করা হয় হ্যালুসিনেশনের জন্য।
facebook
অমানুষ ! তারেক অণু একজন অমানুষ !
ছবি এত অসাধারণ হয় কি করে !
আরে না, সাধারন মানুষ রে ভাই, দোয়েলের ফড়িঙের জীবন দেখা হইল না !
facebook
কী দারণ সব ছবি! সবাই এ্যাতো এ্যাতো প্রসংশা করলো যে আমার আর বলার কিছু বাকি নাই। সবার সবটা মিলে আমার একারটা। গ্রহণ করুন।
অনেক অনেক ধন্যবাদ কবি ভাই।
facebook
লামন্তব্য।
প্রো পিক টা দারুণ তো আপনার !
facebook
এত্ত এত্ত সুন্দর সুন্দর ছবি!
ধন্যবাদ, আশা করি ভাল আছেন।
facebook
খুবই ভালো লেগেছে।
কেন যেন জলাবদ্ধ আকাশ আর ঐ বন্দী নৌকাটির পাশে যেয়ে দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করছে। বিষাদ সন্ধ্যার আকাশ চমৎকার। এ ছবিটি দেখে মনে হল আপনার মত মাধুর্য ভজমান কেউ যদি কোন এক শরতে সিলেটে এসে তখনকার আকাশের ছবি তুলে পোস্ট করতো সবাই এটার বিচিত্রতা টের পেতো। পোস্টটি পড়ে ফিনল্যান্ডের মানুষ নিয়ে আরো সুন্দর সুন্দর ছবি পরবর্তীতে আসবে বলে মনে হচ্ছে। অপেক্ষায় রইলাম পরবর্তী পোস্টের।
ধন্যবাদ। দেশে গেলে প্রতিবারই সিলেট যায় কিন্তু, শ্রীমঙ্গল আমার খুবই প্রিয় জায়গা।
facebook
দেশ্টা পছন্দ হইল! ওইখানের বায়োসায়েন্স ল্যাবগুলার ব্যপারে তথ্য দেন দেখি পছন্দ হয় কিনা!
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
পছন্দের দরকার নাই, অ্যালা অফ যান এত ঠাণ্ডায় ভাইরাসরাও মনে হয় কাবু হয়ে থাকে !
facebook
আপনি কি ইউকেতে আসেন না?
আমাদের এখানেও কম সুন্দর না। হু
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
কিথা মাত মাতো রে বা!
দাঁড়ান আপু, ইংরেজিটা একটু সড়গড় করে নিই , তারপর আসব, স্কটল্যান্ড, ইয়র্কশায়ার, জার্সি আইল্যান্ড সবকিছুর প্ল্যান হয়ে গেছে, আসিতেছি---
facebook
facebook
বাক্যহীন কাব্যিক ছোয়া
অনেক ধন্যবাদ, দারুণ উপমা !
facebook
আমার রুপকথা-টা দেখেই মনে পড়েছে বাবা ইয়াগার সেই মুরগীর ঠ্যাংয়ের উপরের বাড়ি। যদিও এগুলোর নিচে একাধিক ঠ্যাং আছে। কিছু ছবি আছে প্রেমে পড়ার মতো। আবারো কই, আপ্নে একটা বদলুক।
ভালো হবার চেষ্টায় আছি--
facebook
৩৬০
না না ৯০
facebook
নতুন মন্তব্য করুন