পাখির পৃথিবী-৪, কোন পাখি দীর্ঘতম আঙ্গুলের (বৃহত্তম পায়ের পাতার) অধিকারী?

তারেক অণু এর ছবি
লিখেছেন তারেক অণু (তারিখ: সোম, ০২/০৪/২০১২ - ৮:২৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

Irediparra gallinacea

জলপিপি বা জ্যাকানা পরিবারের পাখিরা বিবর্তনের সুদীর্ঘ পথ ধরে নিজস্ব পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার এক অনন্য সফল উদাহরণ। তাদের বিশাল, মাকড়সার জালের মত ছড়ানো পায়ের পাতার আঙ্গুলগুলো ছাড়া আকৃতিগত ভাবে আর দশটি জলচর পাখির মতই এই গোত্রটি। কিন্তু দেহের আকার অনুযায়ী আর কোন পাখির পায়ের পাতা এতটা জায়গা দখল করে থাকে না! এবং আর কোন পাখিই সারা জীবন ভাসমান লতা-গুল্ম-খড়-কুটোর উপরে এভাবে অতিবাহিত করে না।

Comb-crested_Jacana

তবে এই রহস্যের কারণ অতি সরল- পাখির দেহের ওজন পুরো জায়গাটিতে ভাগ হয়ে যায় এবং এর পরিপ্রেক্ষিতে অতি হালকা প্রায় ডুবো ডুবো জলজ উদ্ভিদের উপরে খাদ্য অন্বেষণের সময়ও তার ডুবে যাবার ভয় থাকে না !!

Comb-crested_Jacana_0

পাখিরাজ্যে সবচেয়ে দীর্ঘ আঙ্গুলের অধিকারী অস্ট্রেলিয়া মহাদেশের জলপিপি Comb-crested Jacana (Irediparra gallinacea) , এদের আঙ্গুল ২০ সেন্টিমিটার ( ৮ ইঞ্চি) পর্যন্ত হতে পারে এবং প্রতিটি পায়ের পাতা ৩০০ বর্গ সেন্টিমিটার ( ৫০ বর্গ ইঞ্চি) জায়গা দখল করতে পারে !

Comb-crested_Jacana_000

আমাদের দেশে বেশ কিছু জায়গায় বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একই পরিবারের অপূর্ব সুন্দর পাখি দলপিপি ( Bronze-winged Jacana) স্থায়ী ভাবে বসবাস করে, উৎসাহীরা পরের বার এর পায়ের পাতার দিকে খেয়াল করেন!

(তথ্যসূত্র- Extreme Birds
আলোকচিত্রগুলো নেট থেকে সংগৃহীত। )

পাখির পৃথিবী - ১

পাখির পৃথিবী - ২

পাখির পৃথিবী- ৩

পালকাবৃত বন্ধুদের নিয়ে লেখা এই সিরিজটি সেইসব মানুষদের জন্য, এই গ্রহের প্রতিটি বুনো পাখির পালকে আমি যাদের প্রতিচ্ছবি দেখতে পাই--

ডেভিড অ্যাটেনবোরো
জেরাল্ড ডারেল
কনরাড লোরেঞ্জ
ইনাম আল হক
সালিম আলী
জেমস অডুবন
রজার টোরে পিটারসন


মন্তব্য

আবুল এর ছবি

যাদের এরাকনোফোবিয়া আছে সাবধান! খাইছে

তারেক অণু এর ছবি
এবিএম এর ছবি

হুমম, পড়লাম।

তারেক অণু এর ছবি
মুস্তাফিজ এর ছবি

জাবি ছাড়াও আমাদের হাওড় অঞ্চলে এ ধরণের পাখির দেখা মেলে, তবে মাথায় ঐরকম ঝুঁটি আছে কীনা এখন মনে পড়ছেনা। এসব কী একই গোত্রের?

...........................
Every Picture Tells a Story

তারেক অণু এর ছবি

এই পরিবারের ২ ধরনের পাখি আছে বাংলাদেশে, হাওর অঞ্চলে মূলত থাকে নেউপিপি, Pheasant-tailed Jacana, অনেকে যাদের লম্বা লেজের কারণে জলময়ূর বলে ডাকে।

মুস্তাফিজ এর ছবি

হু এটাই

...........................
Every Picture Tells a Story

তারেক অণু এর ছবি

এটি জলাজায়গায় দেখা যায়।

আশালতা এর ছবি

বাহ সুন্দর। আমি বেশিরভাগ পাখিরই নাম জানিনা, জানতে ইচ্ছে করে। দেশি পাখি নাম ধাম পরিচয় দিয়ে পোস্ট দেয়া যায় কি ?

----------------
স্বপ্ন হোক শক্তি

তারেক অণু এর ছবি

আসিতেছে, কিন্তু সময় লাগবে।
বাংলায় বাংলাদেশের সব পাখি নাম জানতে চাইলে এশিয়াটিক সোসাইটির এনসাইক্লোপিডিয়ার পাখি খণ্ডটা খুব দরকার, সেখানে ছবি, ম্যাপসহ আছে।

তাপস শর্মা এর ছবি

সুইট আছে। দেঁতো হাসি

তারেক অণু এর ছবি

খোঁচা খেলে বুঝবা !

সৌরভ কবীর  এর ছবি

ভালো লেগেছে।

তারেক অণু এর ছবি
সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

জাবিতে নাকি এবছর কোনো অতিথি পাখি আসে নাই
কর্তৃপক্ষ সিজনের আগেই জলাশয়ের মাছ সব বিক্রি করে দিছে
খাদ্যাভাবে অতিথিপাখিরা ফেরত মন খারাপ
আগামীতেও আর আসবে বলে মনে হয় না

______________________________________
পথই আমার পথের আড়াল

তারেক অণু এর ছবি

বলেন কি!

সবসময় তো দুইটা পুকুর পাখিদের জন্য রাখা হত !

আসলে জাবি ক্যাম্পাসে যে হাঁসেরা আসে মানে ক্ষুদে সরালির দল তারা কিন্তু মূলত সেখানে ঘুমাবার জন্য আসে, খাবার জন্য নয়। তাদের দরকার সেইরকম জলাশয় যেখানে নিরিবিলিতে সারাদিন বিশ্রাম নেওয়া যাবে, মাছ চাষ হলে আর সেটা সম্ভব না।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

জানি না কী কারণ, জলাশয়গুলো ইজারা দিয়েছে, শুনলাম এবার পাখি আসেনি। নিজে যাওয়া হয়নি

______________________________________
পথই আমার পথের আড়াল

তারেক অণু এর ছবি

সব ইজারা দিলেই সর্বনাশ, কতৃপক্ষের কই এতই টানাটানি !

ইফতেখার  এর ছবি

বিশ্ববিদ্যালয়ের মত যায়গাতেই এই অবস্থা হলে প্রত্যন্ত এলাকায় যারা পাখি মেরে পেট চালায় তাদের আর কতটা দোষ দেয়া যায়? খুবই হতাশ লাগল খবরটা শুনে।

তারেক অণু এর ছবি
সুমাদ্রী এর ছবি

সুন্দর ছবি। ডাহুক গোত্রের কি পাখিটা? অনু ভাই, শেষের লাইনে একটা বানান চেক করে নেবেন। " পায় "। শুভকামনা।

অন্ধকার এসে বিশ্বচরাচর ঢেকে দেওয়ার পরেই
আমি দেখতে পাই একটি দুটি তিনটি তারা জ্বলছে আকাশে।।

প্রদীপ্তময় সাহা এর ছবি

চলুক

তারেক অণু এর ছবি

হুম, পিপি গোত্রের। ধন্যবাদ

আনোয়ার এর ছবি

চলুক

তারেক অণু এর ছবি
প্রদীপ্তময় সাহা এর ছবি

এ যে দেখি পদার্থবিদ্যার উপাংশের তত্ত্ব !! অ্যাঁ

সত্যি কতরকমের পাখি আছে, কতরকমের জীব আছে।

সিরিজটা ভাল লাগছে।

তারেক অণু এর ছবি

ধন্যবাদ। সবটাই তো বিজ্ঞান, সবকিছুই তো সুন্দর !

প্রদীপ্তময় সাহা এর ছবি

চলুক

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

দারুণ পোষ্ট। চলুক।
জাবি অনেক স্মৃতিজাগানিয়া,,,,বহুদিন একা একা এই লেকের পাড়ে বসে পাখিদের ওড়াউড়ি দেখতাম।
ছবি তুলতাম।

তারেক অণু এর ছবি

ছবিগুলো নিয়ে একটা পোস্ট দিয়ে ফেলেন না !

আমি শিপলু এর ছবি

কি আজিব এ দুনিয়া অ্যাঁ । আগে তো ভাবতাম কেবল অণুরই লম্বা লম্বা চিকনা বগা ঠ্যাং আছে এই দুনিয়ায় ভাদাইম্মা গীড়ি কারার জন্য।।। দেঁতো হাসি

তারেক অণু এর ছবি

না হে ব্রাদার দেঁতো হাসি

নীড় সন্ধানী এর ছবি

এইমাত্র খেয়াল করলাম যে পাখিদের পায়ের দিকে কখনো খেয়াল করা হয়না।
শেষের পাখিটা দুর্দান্ত (ছবিটা)!

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

তারেক অণু এর ছবি

আসলেই !

রোমেল চৌধুরী এর ছবি

কী তাম্ শা!!

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

তারেক অণু এর ছবি

সব ফকফকা !

প্রখর-রোদ্দুর এর ছবি

জাবি তে এইবার পাখি আসেনি মন খারাপ
নতুন ক্যমেরা কিনলে যা হয়। ইতিহাস হাতড়ে টিক দেয়া জায়গা গুলোতে ছুটাছুটি করেই অনেকটা দিন পার করা যায়। সেই টিক মতো গিয়েছিলাম এবং ধাক্কা খাওয়ার মতো কষ্ট নিয়ে ফিরে এসেছিলাম।
মনে মনে মনেহচ্ছিলো এ বুঝিবা আমার ক্যামেরা কিনারই দোষ।

গাইতে যে চাই পাখীর মত, উড়তে অনেক দূর
হায়রে যে নেই পাখীর ডানা, পাখীর মত সুর ।

নেই তো আমার পাখীর আঁখি, চাউনি পাখীর মত,
তাই পাখী-মন সারা জীবন হয় ক্ষত-বিক্ষত ।

পাখীর শান্তি নেই তো আমার, পাখীর ভালোবাসা,
তাই পাখী-মন ভগ্ন বুকেই বাঁধে যে তার বাসা ।

পাখীর আছে সন্ধ্যাবেলায় স্নিগ্ধ ফেরা নীড়ে,
আমার শুধু হারিয়ে যাওয়া…… অন্ধকারের ভীড়

তারেক অণু এর ছবি

খুব খারাপ সংবাদ।

দেবাশিস্‌ এর ছবি

দারুন লাগলো!!

তারেক অণু এর ছবি
প্রৌঢ় ভাবনা এর ছবি

পড়ছি, জানছি, শিখছি। আরও কিছু ? হ্যাঁ, ভালোতো লাগছেই।

তারেক অণু এর ছবি

শুভেচ্ছা।

সুলতানা পারভীন শিমুল এর ছবি

ইশ!
এইরকম করে পানির ওপর পাতার ওপর দিয়ে যদি ঘুরে বেড়াতে পারতাম!

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

তারেক অণু এর ছবি

ইশ !

ডাইনোসর এর ছবি

কিছুই কউনের নাই।

তারেক অণু এর ছবি

আরে কইয়া ফালান !

কুমার এর ছবি

আগেই পড়ে গেছি পোস্ট, আপ্নারে উত্তম জাঝা! দেয়া হয়নি।

তারেক অণু এর ছবি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।