বাংলাদেশের মানুষ বহির্বিশ্বের যে কয়টি দেশের নাম সবচেয়ে বেশী জানে তার মধ্যে আর্জেন্টিনা শীর্ষস্থানীয়, প্রতি ৪ বছর পর পর তো মনে হয় বাংলাদেশের অর্ধেক আর্জেন্টিনার পতাকায় ছেয়ে যায় (বাকী অর্ধেক ব্রাজিলের পতাকায়), আর দিয়েগো ম্যারাডোনা নামের এক ফুটবল অতিমানবের প্রশংসায় মেতে ওঠে সবাই।
এই ছবিগুলো গত জানুয়ারিতে সেই দেশের রাজধানী বুয়েন্স আয়ার্সে অবস্থানের সময় ফ্রেমবন্দী করা, অল্প সময়ের ধারণ করার চেষ্টা চালিয়েছি সে দেশের জনপ্রিয় ট্যাঙ্গো নাচের সংস্কৃতি, রঙিন পথঘাট, ফুটবল পাগল জনতা, মাতে চা এবং এক বিশ্বমানব বাঙ্গালির স্মৃতি।
ছবির পিছনের গল্পগুলো? আসিতেছে----
কার নামে এই রাস্তা !
মন্তব্য
বর্ণনা কই? অন্তত লাস্ট ছবিটার ঘটনা খুইলে বলেন।
কারণ কি ! একটি বিশেষ ছবিতে কি উদাস হবার উপাদান আছে
facebook
শেষ ছবিটা দেখার জন্য চেয়ার থেকে নেমে মাটিতে বসে ল্যাপটপ মাথার উপর তুললাম। অনেক কষ্টও করতে হইছে
ধুর এতো কষ্টের কি আছে ?? একটা টেবিল ফ্যান লাগাই লন !!
----------------------------------------------------------------------------------------------
"একদিন ভোর হবেই"
আসলেই গড়াগড়ি দিয়ে হাসিতেছি, খাড়ান, আপ্নি থাকতেই আম্রিকা আমু।
facebook
ওরে!
চরম ফাজিল।
ঠিক!
facebook
কন কি ভাইডি?
আরও খুইলা কইতে হৈব?
হ, কিন্তু সব খুলে না আবার--
facebook
আহা !!!! মনোরম !!
----------------------------------------------------------------------------------------------
"একদিন ভোর হবেই"
facebook
অফিস বইসা সেক্সি সেক্সি সব ছবি দেইখা .... আন্নে লোক বালা না।
সেক্সি সেক্সি সব ছবি - কোথায় কোথায় !
facebook
দেখার চোখ থাকতে হয়, চাই এক্স রে ভিশন
facebook
ওয়াও!! ওয়াও!!
facebook
facebook
উত্তম কুস্তম--
টেগোর রোডটাকি ভিক্টোরিয়া ওকাম্পোর বাড়ির সাম্নে?
পাশের পাড়ায় ! পরে লিখব এই নিয়ে---
facebook
facebook
অনু ভাই, শেষের ছবির ঘটনা কি ? খুইলা বলেন
সব খুলে বলা যাবে না
facebook
আপনেরে খুলতে কয় নাই, ঐ মহিলা খুলবে কিনা জিগাইছে
facebook
মনোরম, কিন্তু আপনি লুক খুব খ্রাপ।
আবার কি করলাম
facebook
এইডা কিতা করলা ভাইডি। কিতা দেখাইলা। বালিকাদের ছবি কেউ এম্নে দ্যাখায়। আহারে.......
ডাকঘর | ছবিঘর
মাথা ঠাণ্ডা, মমিন দমন ---
facebook
আরে, ইয়ে মানে মমিনরাই দৌড়ের উপ্রে রাখছে। ক্যামনে কি? আমি তো এখন উদা মাস্টরের মতো ল্যাপিতে নয়, ইয়া সাইজের ড্যাপিতে আছি, ইডারে মাথায় তুলি ক্যামনে?? হায় হায়, এখন কি হপে
ডাকঘর | ছবিঘর
facebook
সবগুলোই দারুন। আপন দেশে স্বপ্নপুরুষ আর খুনসুটি বেশি দারুন।
ধন্যবাদ।
facebook
facebook
দুনিয়ার সেরা আর্জেন্টাইন বীফের রসে টইটুম্বুর ফালিগুলি দেখে জিহ্বাটা একদম টনটন করে উঠলো! আহ্ -- এমন কয়টা গরম গরম নরম নরম রসালো ফালি আর একটা মালবেক হাতে যদি আজকে দিনটা হারিয়ে যেতে পারতাম... ধইন্য হত জীবনটা!
****************************************
আহ, কই যে তৃপ্তি!
আসলেই বিশ্বের সেরা, মুখে দিতেই রসে টইটম্বুর! প্রতিবারেই!
facebook
একেই বলে শেষ হয়েও হইলো না শেষ
______________________________________
পথই আমার পথের আড়াল
facebook
ছি ছি...............
(বড়ই সৈন্দর্য!!!)
_____________________
Give Her Freedom!
ভাগেন মিয়া
facebook
facebook
নাহ মাথাটা গরম করে দেন খালি। আপনার ক্যাম্রার দৃষ্টি ভালু না।
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
facebook
এই জন্যেই সেই গুড়াকাল থেকেই আমি আর্জেন্টিনার সাপোর্টার।
------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল
বুঝছি ব্রাজিল লা লা লা দেখেন নাই; ভুল করেছেন
ব্রাজিল বেশি দুষ্টু, আর্জেন্টিনা বেশ দুষ্টু-মিষ্টি। ব্রাজিল বেশি খোলামেলা, আর্জেন্টিনা খুলতে খুলতেও খোলে না, জিততে জিততেও জেতে না। এইসব জিনিস ব্রাজিল এ নাই।
------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল
দাঁড়ান, ব্রাজিলের ছবি আসিতেছে !
facebook
শ্লার লাইফ! কোন্দেশে জন্মানোর কথা আর কৈ আইসা জন্মাইলাম।
রিলাক্স ব্রো !
facebook
ট্যাঙ্গো ভালা পাই, খালি সঙ্গী পাইলাম না।
~!~ আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল ~!~
পেয়ে যাবেন! আপাতত ট্যাঙ্গো করতে থাকেন---
facebook
দারুণ দারুণ সব ছবি!
কত অজানারে! কত দুষ্টুমি! এত নাচ-গান, কত ভাল্লাগে!
শুভেচ্ছা, কিন্তু দুষ্টুমি পাইলেন কই !
facebook
আপনার ছবি ব্লগের সুবাদে আমরাও ভ্রমণ করছি বিচিত্র সব দেশ কল্পনার সাথে আপনার ছবিগুলো মিশিয়ে। ট্যাঙ্গো নাচ একবার দেখার সুযোগ হয়েছিল সুইডেনে। চমৎকার লেগেছিলো।
বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।
শুভেচ্ছা। ট্যাঙ্গো যে কি ছন্দময় !
facebook
এবারের ছবিগুলোতে একটা পুরো অন্যরকম গন্ধ।
বরাবরের মত এবারেও আপনি টুকরো টুকরো ছবিতে একটা দেশ আঁকায় সফল।
চালিয়ে যান।
আরে না, আর্জেন্টিনা বিশাল দেশে, বিশেষ করে প্যাটাগোনিয়া আর পাম্পাস পুরাই অন্য জগত।
আশা রাখি পরের বার সেই জায়গাগুলোতে যেতে পারব।
facebook
facebook
ছবির শিরোনাম আর ছবি মিলিয়ে ছোট ছোট কবিতার মত পড়লাম।
ধন্যবাদ দাদা, অনেকদিন পর আপনার লেখা পেলাম, আছেন কেমন?
facebook
অচলিল অচলিল
facebook
ছবিগুলা আগেই দেখেছি, এই পোষ্টে ফাঁকি মারলেন।
আরে সবাই তো দেখে নি ~ রিলাক্স!
facebook
আপনার লেখার হাত আর ক্যামেরার হাত দুটাই অসাধারন। একটা বই বের করে ফেলুন না। দারুন হবে। এই অসাধারন ছবি আর লেখাগুলো কোনো এক অলস দিনে সোফায় আধ-সোয়া হয়ে বই এ দেকতে কি ভালই না লাগবে!
হৈ ভাই, মস্করা করলেন নাকি ! আমি রোদে পুড়ে, বৃষ্টিতে ভেসে যেয়ে ছবি তুল্ব, আর আপনি অলস দিনে সোফায় আধ-সোয়া হয়ে সেটা উপভোগ করবেন
দাঁড়ান আমিও সোফা পার্টি হব
facebook
ছেলেরা যে লুক খ্রাপ, সব ভাইয়াদের কমেন্ট পড়ে বুঝে ফেলছি
হ, তয় সবাই খারাপ না ! কি চমৎকার দৃশ্যগুলো তুললাম , কোন দাম নাই, কেবল শেষেরটার জন্য উদাস দা মেঝেতে বসে পড়েছে!
facebook
মাথাটা কিরাম যেন করে উঠলো রে- - - - -
কেন কেন কেন !
facebook
শুধুই ছবি ? লেখা আসুক।
আসিতেছে ! লেখার থিমে হাবুডুবু খাচ্ছি!
facebook
নতুন মন্তব্য করুন