ছবি ব্লগ- স্বপ্নবাড়ী

তারেক অণু এর ছবি
লিখেছেন তারেক অণু (তারিখ: রবি, ১৫/০৪/২০১২ - ৫:৪৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

406466_10151198656475497_608590496_22884317_544216482_n

থিতু হয়ে বসার চিন্তা আমার যাযাবর মনের ত্রিসীমানায় আসতে পারে নি এখনো, কবির মত আমিও মনে করি-

দেয়াল তুললেই ঘর
ভেঙে ফেললেই পৃথিবী।

কিন্তু বিপুলা এই বিশ্বের কোণে কোণে প্রায়শই এমন চিত্রবিচিত্র মনুষ্য নির্মিত আবাসস্থান চোখে পড়ে, মনে হয় - এমন বাড়ীতে থাকলে পারলে মন্দ হত না! নানা অঞ্চলে তোলা এমন কিছু মনে শান্তি আনা বাসগৃহের ছবি ভাগাভাগি করে নিলাম আপনাদের সাথে নববর্ষ উদযাপনের প্রাক্কালে। আলোকচিত্রের বিচারে হয়ত অনেকগুলো ছবিই মান উৎরাতে সক্ষম হবে না, কিন্তু স্মৃতির বিচারে তাদের স্থান মনের মণিকোঠায়। ছবিগুলোর সাথে অল্প কথায় বর্ণনাও রইল।

সবাইকে নববর্ষের শুভেচ্ছা।

দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গের কাছে এক ন্যাশনাল পার্কে মূলত পর্যটকদের জন্য তৈরি এই কুঁড়ে দেখে মাথায় যে শব্দগুলো এসেছিল – আফ্রিকা, কাফ্রি, টারজান, অ্যালান কোয়াটারমেইন!
'

অস্ট্রিয়ার তিরলে-
73204_10150294462330497_608590496_15516288_4299741_n

আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সের ল্য বোকার বর্ণিল মহল্লায়
3

ইতালির তুসকানি অঞ্চলের জলপাই খামার, মনে হয় পটে আঁকা!
388479_10151031649190497_608590496_22213474_1203370131_n

পার্বত্য চট্টগ্রামে—
IMG_2176

ফিনল্যান্ডের বৃহত্তম হ্রদ সায়মার পাড়ে ( হ্রদটির নিজস্ব সীলমাছ আছে, এতই বড়, সারা বিশ্বে এমন ধরনের সীল আছে মাত্র ৩টি প্রজাতির) এক বন্ধুর বাড়ী –
IMG_1304

সোনারগাঁয়ের কাছে অবস্থিত একটি অপূর্ব ভবন, নান্দনিকতার সুষমতায় ভরা প্রাক্তন জমিদারবাড়ীটি মনে হয় আর নেই---
IMG_1760

শহর খুব একটা ভাল লাগে না, কিন্তু বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের শহর কেন্দ্রে এই বাড়ীটি দেখে মনে হল- শহরে এমন বাড়ী থাকলে বসবাস করা খুব একটা মন্দ না!
P1040194

রহস্যময় তিব্বতের একটি বাড়ী-
IMG_0237

পৃথিবীর উত্তরতম জনপদ, স্পিটসবের্গেন দ্বীপে, এমন স্থান সারা বিশ্বে আর দুটি নেই। ---
H-1

নেপালের অন্নপূর্ণা সার্কিটে ট্রেকিংয়ের সময় এই অপূর্ব কুঁড়েটি চোখে পড়েছিল, মনে হয় তাতোপানি আর কালাপানির মাঝে। থেকে যেতে ইচ্ছে করছিল খুব, এর পরের বার অন্নপূর্ণায় গেলে থেকে যেতেও পারি।
P1110048

ভেনিসের যে কোন বাড়ী, যে কোন! কেবল পাশ দিয়ে খাল বয়ে যেতে হবে!
273_71655535496_608590496_3606297_7212_n

বিশ্বের সবচেয়ে বিখ্যাত গ্রাম- ভিঞ্চি।
380430_10151026656010497_608590496_22198248_1541750374_n

বলিভিয়া আর পেরুর সীমান্তে অবস্থিত টিটিকাকা হ্রদের ভাসমান দ্বীপে, মনে হয়েছিল থেকে গেলে কেমন হয়?
397158_10151277511200497_608590496_23137004_483891195_n

একটি বাড়ী চোখে পড়ে কি ! আন্দেজের কোলে পেরুতে-
401109_10151295627965497_608590496_23187583_772070685_n

ফিনল্যান্ডের এসপো শহরের এক প্রান্তে প্রকৃতির মাঝে অবস্থিত এই ভবনটি দেখলেই মনে হয় জেন অস্টেনের উপন্যাসের পাতা থেকে উঠে এসেছে।
73481_10150296993160497_608590496_15553106_1726675_n

দক্ষিণ সুইডেনে, বাল্টিক সাগরের তীরে—
73098_10150296992870497_608590496_15553092_4050918_n

সুইজারল্যান্ডের গিম্মেলওয়াল্ড উপত্যকায়—
P1050453

এটি আমার প্রিয় ভারকাউস শহরে, যদি ঠিক বাসস্থান নয়, সাওনা ঘর বলা যায় !
72535_10150297450665497_608590496_15561081_1839720_n

অস্ট্রিয়ার পার্বত্য অঞ্চল তিরলে দেখা হয়েছিল এই অপূর্ব কুঁড়েটি-
68876_10150296988970497_608590496_15552923_4368174_n

বিশ্বের সবচেয়ে নয়নাভিরাম জায়গা বলে খ্যাত নরওয়ের ফিয়র্ড অঞ্চলে—
IMG_1471

বার্সেলোনায় কিংবদন্তীর স্থপতি গাউডির সৃষ্টি ল্য কাসাদা--
IMG_5989

গাউডির আরেক অনবদ্য সৃষ্টি, রূপকথার রাজপ্রাসাদ।
IMG_6297

গ্যাবো মার্কেজের বই গল্প থেকে সরাসরি উঠে এসেছিল কিউবার গ্রামাঞ্চলের এই বাড়ীটি, চলন্ত ঘোড়ার পিঠ থেকে তোলা ছবি-
309011_10150855562500497_608590496_21268657_1033596556_n

বগুড়ার নবাববাড়ী
IMG_1479

হেলসিংকির কাছেই বাল্টিক সাগরের ক্ষুদে দ্বীপে অবস্থিত গ্রীষ্মাবাস-
536695_10151452063890497_608590496_23759435_634361137_n

নেপাল হিমালয়ে-
P1110027

মাচু পিচু থেকে ইনকাদের প্রাচীন রাজধানী কুজকো ফেরার পথে চলন্ত মাইক্রোবাসের ভাঙ্গা জানালা দিয়ে চোখে পড়েছিল এই জাদুজগৎ-
426357_10151408508330497_608590496_23582060_547121513_n

আফ্রিকার সুন্দরতম নগরী কেপ টাউনের এক প্রান্তে, দুটি মহাসাগরের
বেলাভুমি ছোঁয়া—
267891_10150715719025497_608590496_19836391_4294314_n

স্টকহোমের গামলা স্টান বা শহরের পুরনো অংশ, প্রতিটি বাড়ী অপূর্ব রঙে রাঙানো—
531392_10151451412025497_608590496_23757256_1036308659_n

এস্তোনিয়ার এক পরিত্যক্ত জনপদে—
226554_10150578518380497_608590496_18627675_5074101_n

বান্দরবানের এক সুমসাম বম পল্লীতে দেখেছিলাম শান্তির আঁকর এই বাসগৃহটি, গোটা বম পাড়ার সবাই তখন গিয়েছিল বাজারে, নিস্তব্ধতা বিরাজ করছিল পাহাড় জুড়ে
IMG_1869

স্পিটসবের্গেন দ্বীপের একটি স্থাপনা, এককালে কয়লা খনির শ্রমিকদের বাসস্থান হিসেবে ব্যবহৃত
P1080412

ভাইকিংদের কোন গ্রাম হয়ত এমনই ছিল-
IMG_1931

চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগের এই বাড়ীটি দেখে মনে হয়েছিল দ্য ডান্সিং ক্যাসলের কথা !
IMG_7262

সুইডিশ ল্যাপল্যান্ডে অবারিত প্রকৃতির মাঝে অবস্থিত একটি ক্যাম্পিং—
IMG_2088

সব কথার শেষ কথা
190516_10150454613645497_608590496_18063654_4414806_n

পেঁচার খোঁজে একটি নাম না জানা গ্রামে সারা রাত জাগার পর-
270430_10150671724315497_608590496_19563666_750239_n

তিব্বতে প্রবেশের পথে মেঘের সাথে সাথে কিছু ঘরদোরও লাগানো ছিল আকাশের গায়ে!
387768_10151006854470497_608590496_22131378_449700596_n

ইউনেস্কো কতৃক বিশ্বের সবচেয়ে সুন্দর নিসর্গের আবাস মনে পরিচিত কিউবার ভিনিয়ালেস উপত্যকায় লাল মাটির পথের ধারে, বাগান বিলাস ঘেরা, দূরের চুনাপাথরের সবুজ পাহাড়ের দিকে তাকানো এই বাড়ী দেখে মনে হয়েছিল- এর বাসিন্দারা কতই না সুখী।
539904_10151454951160497_608590496_23770099_447221618_n

নরওয়ের ফিয়র্ডের পাশের বাড়ীটি দেখে মনে হয়েছিল ফাইন্ডিং নেভারল্যান্ড—
388295_10150967284250497_608590496_21983639_1969997692_n

একটি ফিনিশ সামার কটেজ
303179_10150912455380497_608590496_21663240_1580842757_n

এবং পেরু, আন্দেজের সুমহান নির্জনতায় পশুপালকদের আবাস-
557212_10151480320755497_608590496_23870125_1431046832_n


মন্তব্য

তদানিন্তন পাঁঠা এর ছবি

মাইরালাইছেরে! এক্কেরে মাইরালাইছে... :'((

তারেক অণু এর ছবি

কে মারল ! কাকে মারল! কে মরল!

সাঈদ এর ছবি

অসাধারণ প্রত্যেকটা বাড়ীই। যদি থাকতে পারতাম কোনো একটাই মন খারাপ

তারেক অণু এর ছবি
সুমিমা ইয়াসমিন এর ছবি

সবগুলোই সুন্দর! তবে আমি থাকতে চাই ফিনল্যান্ডের বৃহত্তম হ্রদ সায়মার পাড়ে...

তারেক অণু এর ছবি

আহা, সে কি দারুণ জায়গা!

Rabbi Khan এর ছবি

অসাম শালা।

তারেক অণু এর ছবি
অপরজন এর ছবি

ঘরে ছবি দেখে বার বার মনে হল কবে হবে ঘরে ফেরা? ছবি গুলো অসাধারণ, বিশেষ করে সরিষার খেতের মধ্যে বাড়িটার ছবি এত্তো ভালো লাগল যে বলার না।

তারেক অণু এর ছবি

হুম, চলন্ত গাড়ী থেকে তোলা, এমন জায়গায় থাকতে মুঞ্চায়।

পঞ্চক এর ছবি

প্রথম কমেন্ট আমার দেঁতো হাসি

তারেক অণু এর ছবি

পরের বার! এবার আপনি লাকি সেভেন! দেঁতো হাসি

আসমা খান, অটোয়া এর ছবি

কি যে সুন্দর!!! মনকে ছুঁয়ে যায় স্বপ্নের মত!!!

শুভ নববর্ষ।

তারেক অণু এর ছবি

শুভ নববর্ষ।

নাশতারান এর ছবি

ব্রাসেলসের বাড়িটা দেখে ডেজাভু বোধ হলো। নির্ঘাত স্বপ্নে দেখছিলাম এই বাড়ি।

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

তারেক অণু এর ছবি

আমিও !

অরফিয়াস এর ছবি

ওঁয়া ওঁয়া আমারও এরকম একখানা ঘর চাইইই।

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

তারেক অণু এর ছবি

লাইনে আছি!

আউটসাইডার এর ছবি

হুম, বুঝলাম। এত বাড়ী দেখে থাকার কথাই ভুলে গেছি। সবগুলো বাড়ীতে একবছর করে কাটালেও জীবন ফুরিয়ে যাবে তো বাড়ী ফুরাবে না। আমার নির্জনতা ভয়াবহ রকমের পছন্দ। নির্জন সমুদ্রের তীরে একলা একটা বাড়ীতে থাকার স্বপ্ন বহুদিনের, জানিনা জীবনে কোনদিন হবে কিনা।

তবে আপনার বাড়ীর ঠিকানা দিয়েন, ইউরোপে ঘুরতে আসলে ওখানেই থাকবো। এতগুলো বাড়ী দেখানোর জন্য পোষ্টে প্লাস, আর নিজে একা এতগুলো বাড়ী দেখার জন্য মাইনাস।

আউটসাইডার

তারেক অণু এর ছবি

আসেন, এই রকম কয়েক খানা বাড়ী দেখাতে পারব!

 আউটসাইডার এর ছবি

কাহিনি কি আমি ইমো দিতে পারছি না কেন??

তারেক অণু এর ছবি

হাসি পারছি তো !

রসগোল্লা এর ছবি

প্রত্যেকটা বাড়ি ই সুন্দর. বিশেষ করে ফিনল্যান্ড এর গুলি। দেখলাম আর আফসোস হলো মন খারাপ

তারেক অণু এর ছবি

সুন্দর হলে আফসোস কিসের !

ধুসর জলছবি এর ছবি

আহ, কি সব বাড়ি ! মন খারাপ
এরকম মনে শান্তি আনা কোন এক বাসগৃহের মালিকিন যেন আপনার পায়ে শিকল লাগায় দেয় , সেই দোয়া রইল চাল্লু । আমিন। দেঁতো হাসি

তারেক অণু এর ছবি

চেষ্টা করেছে এবং করছে! আমিও পালানোর চেষ্টায় সফল এখন পর্যন্ত, দেখা যাক ভবিষ্যতে! দেঁতো হাসি

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

সোনারগাঁয়ের ঐ বাড়িটা আছে সম্ভবত এখনো, গতবছর গিয়ে ঐখানকারই ছবি তুলে এনেছিলাম মেলা। আমার ভাইয়ের ছোটবেলায় একসেট প্লাস্টিকের রঙিন ঘর ছিল, ছাত, দেয়াল সব টুকরো টুকরো জোড়া দিয়ে বানানো যেত, সম্ভবত এখনো কোথাও রাখা আছে সেই ঘরগুলো যত্ন করে তোলা। স্পিটসবের্গেনের রঙিন কুঁড়েগুলো দেখে সেই ঘরগুলোর কথা মনে পড়লো। হাসি

এই পোস্টটা দারুণ হয়েছে। ছবিগুলোর কম্পোজিশন, রঙ, পেছনের গল্পগুলো সবই ইন্টারেস্টিং। বাই দ্য ওয়ে, ফ্লিকারের ছবিগুলোতে টাইটেল/ক্যাপশন দিয়েন।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

তারেক অণু এর ছবি

আর ফ্লিকার! সে টা তো সচলে ছবি আপলোডের কারণে!

সোনারগাঁয়ের ঐ বাড়িটা আছে জেনে ভাল লাগল।

ইমা  এর ছবি

এই সৌন্দর্য ভাষায় প্রকাশ করা সম্ভব না। শুধু আফসোস এরকম একাটা বাড়িতে যদি থাকা যেত মন খারাপ

তারেক অণু এর ছবি

আসলেই!

সাম্য এর ছবি

ফিয়র্ডের ছবিটা সবচেয়ে ভাল লাগল।

তারেক অণু এর ছবি

প্রতি গ্রীষ্মে আমার সবচেয়ে প্রিয় এলাকা- নরওয়ের ফিয়র্ড।

মিলু এর ছবি

অ্যাঁ অ্যাঁ অ্যাঁ আমার কিচ্ছু বলার নাই! হতবাক!!

তারেক অণু এর ছবি

আরে বলেন ! লইজ্জা লাগে

ওসিরিস এর ছবি

ব্রাসেলস যাবো না প্রাগ? এই নিয়া কনফিউজড, ধন্যবাদ দেয়ার টাইম নাই। ধনেপাতা কিনে খান।

তারেক অণু এর ছবি

দুইটাতেই! আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

দিগন্ত বাহার এর ছবি

গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু

তারেক অণু এর ছবি
আনোয়ার এর ছবি

উত্তম জাঝা!

তারেক অণু এর ছবি
খেকশিয়াল এর ছবি

ওঁয়া ওঁয়া

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

তারেক অণু এর ছবি
সুহান রিজওয়ান এর ছবি

আপনার ক্যামেরাটা মনে বড় ব্যাথা দেয়। মন খারাপ

তারেক অণু এর ছবি

আমারো! যখন কাজ করে না, আর যখন আমি ব্যবহার করতে পারি না মন খারাপ

প্রৌঢ় ভাবনা এর ছবি

ওহ্ কি সুন্দর সুন্দর বাড়ি, তার চেয়েও সুন্দর পরিবেশ। তবুও আমি আমার ঘরেই থাকতে চাইব। আমি যে গৃহী।

তারেক অণু এর ছবি

হাসি নিজ ঘর সেরা ঘর ! বাবুই পাখির মতই!

মৃত্যুময় ঈষৎ এর ছবি

কী অপূর্ব!!! আহারে কত অতৃপ্তি এই জীবনের রয়ে গেল.............

ও অণুদা, বাংলাদেশে কবে আসবেন? আপনারে দেখার বড় শখ যে..........


_____________________
Give Her Freedom!

তারেক অণু এর ছবি

জানাব।
অতৃপ্তির চেয়ে তৃপ্তি কিন্তু সবসময়ই বেশী।

তাপস শর্মা এর ছবি

অপূর্ব। পাশাপাশি মনটা উদাসও হল খানিকটা।

তারেক অণু এর ছবি

চরম না গরম !

তাপস শর্মা এর ছবি

চরম- আবার জিগায়। তা আমার সেই ভাইজান আচে কোতায় আজকাল। তেলানুসন্ধানে আবার হারকিউলিস হৈল না তো খাইছে

চরম উদাস এর ছবি

শয়তানী হাসি

তারেক অণু এর ছবি

অ্যাইস্যা পড়ছে, ভাগ ভাগ ! হো হো হো

কল্যাণ এর ছবি

এহহ পুলাপান বহুত খ্রাপ খাইছে

_______________
আমার নামের মধ্যে ১৩

তারেক অণু এর ছবি

হ, আর বুইড়ারাই ভাল ! শয়তানী হাসি

কল্যাণ এর ছবি

ডুপ্লি ঘ্যাচাং

_______________
আমার নামের মধ্যে ১৩

কল্যাণ এর ছবি

ডুপ্লি ঘ্যাচাং

_______________
আমার নামের মধ্যে ১৩

আশালতা এর ছবি

দারুণ!

----------------
স্বপ্ন হোক শক্তি

তারেক অণু এর ছবি
প্রকৃতিপ্রেমিক এর ছবি

অসাধারণ ভাই। আপনার একটা ছবির ওয়েব সাইট থাকা দরকার।

তারেক অণু এর ছবি

লইজ্জা লাগে কি বলেন পিপি দা !

প্রকৃতিপ্রেমিক এর ছবি

এই মাত্র চেক করলাম anupic.com খালি আছে হাসি

তারেক অণু এর ছবি

Onu লিখি যে !

আশালতা এর ছবি

চলুক

----------------
স্বপ্ন হোক শক্তি

তারেক অণু এর ছবি
অতিথি লেখক এর ছবি

মনে হল ঘর-বাড়ি নিয়ে একটি স্টিল মুভি দেখলাম অণু দা।
বরবরই আমি নির্ভেজাল আর শান্ত পরিবেশবাদী। সে ক্ষেত্রে এই বাড়িগুলো উপযুক্ত আমার কাছে। মনে হয় যে অসীম আকাশ আর বিস্তৃণ প্রকৃতির মাঝে স্নিগ্ধ শান্তি।

পাপলু বাঙ্গালী

তারেক অণু এর ছবি

হাততালি চমৎকার বলেছেন।

নিটোল এর ছবি

পুরাই অস্থির!

_________________
[খোমাখাতা]

তারেক অণু এর ছবি

নাকি মহাস্থবির !

ভ্যাগাবন্ড ১ এর ছবি

ধন্যবাদ। অসাধারন একটা সংগ্রহ।

তারেক অণু এর ছবি

শুভেচ্ছা, আরও আসিতেছে-

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

এগুলা সব ফটোশপে বানাইছেন তাই না? চোখ টিপি

______________________________________
পথই আমার পথের আড়াল

তারেক অণু এর ছবি

হায় ,হায় ধইরা ফেলছেন! আপনিও একই পথের দেঁতো হাসি

ত্রিমাত্রিক কবি এর ছবি

চলুক

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

তারেক অণু এর ছবি
ত্রিমাত্রিক কবি এর ছবি

অচাম

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

তারেক অণু এর ছবি

চমচম !

কর্ণজয় এর ছবি

১,৮৬,০০০

তারেক অণু এর ছবি
লাবণ্যপ্রভা এর ছবি

অনুদা, আপনার কাছে একটা ক্যাফের ছবি ছিলনা লেক মত কিছু একটার ধাঁরে, যেটাতে প্রথম কাপ কফি খেতে পে করতে হত আর তার পর যত কাপ তা ঐ প্রথমটা থেকে মাইনাস হত - ওই ছবিটা দেখে মনে হয়েছিল "এখানে শান্তির নীড়" হাসি
ছবিব্লগ ভাল লাগল

তারেক অণু এর ছবি

বাহ, আপনের মনে আছে ! ক্যাফে রেগাত্তা, পরে কোন সময় সেই জায়গা নিয়ে লিখব। এখন গ্রীষ্মকালে সেটা সূর্য না ডোবা পর্যন্ত খোলা, মানে প্রায় ২৪ ঘণ্টা !

shafquat এর ছবি

সবচেয়ে ভাল লেগেছে মাচুপিচু থেকে ফেরার পথে সবুজের মাঝে গড়ে তোলা অসাধারন বাড়িটি - পাহাড়ের নিরবতা, সবুজের ঘনঘটা একাকার হয়ে গেছে। তারপর নরওয়ের ফিয়র্ডের পাশের বাড়িটি - স্বর্গে গেলে এরকম বাড়ির আবদার করতে ভুল হবে না। আপনার ছবি ব্লগ বরাবরের মতোই সার্থক।

- শফকত ।।।

তারেক অণু এর ছবি

সেই জায়গাটিতে খানিকক্ষণ থামতে পারলে খুব ভাল লাগত, চালক রাজী হন নি বিধায় উপায় ছিল না।

পরী  এর ছবি

আমি কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি। আহ! যদি পারতাম সব ছেড়ে পাহাড় ঘেরা ঐ ছোট্ট কুঁড়ে ঘরটায় একেবারে থেকে যেতে। মন খারাপ

তারেক অণু এর ছবি

আহা মন খারাপ

ইশতিয়াক রউফ এর ছবি

এমন অসামান্য পোস্ট খুব কম দেখেছি। আপনার ভ্রমণকাহিনি পড়ে নতুন অনেক স্থান সম্পর্কে জানি, কিন্তু একই পোস্টে এত কিছুর সমাহার বিরল। মুগ্ধতা যথারীতি বর্ণনাতীত।

অফটপিকঃ আপনি নতুন পাসপোর্ট করলে ভাই পুরানোটা আমাকে দিয়েন। দুই প্রজন্ম পর ঐটা মিউজিয়ামে বেচে নাতিপুতিরা ইশকুলে যেতে পারবে। খাইছে

তারেক অণু এর ছবি

ধন্যবাদ।
নিয়েন চোখ টিপি ! হে হে, কিন্তু উত্তর মেরুর ছাপ্পর মারাটা কিন্তু জায়গামত চলে যাবে।

জীবনতরী এর ছবি

তারেক অণুর বাকি জীবন খুবই একঘেয়েমিতে কাটবে দেঁতো হাসি

সুলতানা পারভীন শিমুল এর ছবি

আমেন! দেঁতো হাসি

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

তারেক অণু এর ছবি
তারেক অণু এর ছবি

এত বড় মিথ্যা কথা জেনে শুনে কেমনে বললেন !
দেঁতো হাসি

উচ্ছলা এর ছবি

এত সৌন্দর্য্য দেখার সৌভাগ্য যার হয়েছে, তার চোখ দুইটা সুঁই ফুটায়ে গলিয়ে দিতে পারলে জন্মের সুখ পাইতাম রে!

Kidding দেঁতো হাসি

তারেক অণু এর ছবি

এত সুখের দরকার নাই !

উচ্ছলা এর ছবি

তারেকানু ভয় খাইসে দেঁতো হাসি

তারেক অণু এর ছবি

খাইছে
এহন খুশী ! শয়তানী হাসি

চরম উদাস এর ছবি

তারেক অণু এর ছবি

দাড়ান, খপর আছে, আইসা ল‌্য় আমরিকা!

উচ্ছলা এর ছবি

মিয়া তুমি আমেরিকা আসলে একদিনও টিকতে পারবা না; আবার বড় বড় কথা কও!

আমি আর গুরু-উদাস নানচাক্‍কু, সুই, পেরেক, দড়ি দাড়া নিয়া রেডি আছি!

তারেক অণু এর ছবি
সুলতানা পারভীন শিমুল এর ছবি

আপনার বন্ধুর বাড়ি যাইতাম চাই।

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

তারেক অণু এর ছবি

এদিকে আসলে জানিয়েন, নিয়ে যাব।

মেঘা এর ছবি

মাচু পিচু থেকে যেই ছবিটা তোলা আর আপনার বন্ধুর বাড়ী। অনেক বড় সীল মাছ আছে যেখানে এই দুইটা ছবি চোখে লেগে গেছে! এবার যেতে পারলে কি চমৎকার হতো মন খারাপ জীবনে কিছুই দেখলাম না আর আপনি মন খারাপ :( মন খারাপ

হিংসা মন খারাপ

তারেক অণু এর ছবি

এমন কইরেন না, আমিও কিছুই দেখি নাই, ডেভিড অ্যাটেনবোরোর কসম।

কল্যাণ এর ছবি

খাইছে রে পপকর্ন লইয়া গ্যালারীতে বইলাম

_______________
আমার নামের মধ্যে ১৩

তারেক অণু এর ছবি

কুতি গো দাদা !

কল্যাণ এর ছবি

আর বুলো না, হেভি দৌড়ের উপর আছিখো ওঁয়া ওঁয়া

_______________
আমার নামের মধ্যে ১৩

তারেক অণু এর ছবি

ঘিরে লেন সব মামুর বুটাকে ! কাখে লাড়তে কাখে লেরেছে! শয়তানী হাসি

তানিম এহসান এর ছবি

জলমগ্ন গাছবাড়ী দেখলেই কেমন যেন লাগেরে ভাই। এইটার স্বপ্ন আমার এক্কেরে পিচ্চিকাল থেকে, হয়ে যাবে হাসি

তারেক অণু এর ছবি

অবশ্যই হাততালি
হয়ে যাক, সেখানে ঘুরতে যাব।

Shakir Ahmed এর ছবি

অসাধারন অসাধারন অবিশ্বাস্য............

তারেক অণু এর ছবি

বাস্তব কিন্তু !

ব্যাঙের ছাতা এর ছবি

অফিসের কাজ করতে করতে এমন অসহ্য লাগছিল, তাই আপনার লেখা খুললাম পড়ার জন্য। প্রায় দুই সপ্তাহ সচলায়তনে আসতে পারিনি, তাই এত সুন্দর গুড় খেলাম আজ, অনেক দেরিতে। ওঁয়া ওঁয়া

অসাধারন সুন্দর ছবিগুলো দেখে খুব ভাল লেগেছে। মন্তব্য করতে যেয়ে ২০০২ সালের এইচ এস সি পরীক্ষায় লেখা ভাব সম্প্রসারনটি আবার মনে হলঃ

"যত বড় হোক ইন্দ্রধনু সে সুদূর আকাশে আকাঁ
আমি ভালবাসি মোর ধরনীর প্রজাপতিটির পাখা"

অনুদা, আপনি আরো বেড়ান, আরো ছবি তুলুন, আমাদেরকে আরো নতুন দেশে নতুন জায়গায় নিয়ে চলুন। আপনার চোখের (বিনামূল্যে) বীমা করে দিচ্ছি। কোনো ভয় নাই হাসি

তারেক অণু এর ছবি

আহা, ইয়ে মানে ভ্রাব সম্প্রসারণটা আরেকবার করতেন যদি ! কি দারুণ ! আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

রংধনুর কথা এর ছবি

অসাধারন।।।।।।।

তারেক অণু এর ছবি
রংধনুর কথা এর ছবি

আপনি এত সুন্দর করে লিখেন কি ভাবে।।।।আমি পারি না কেন???????????????

তারেক অণু এর ছবি

আপনিও পারেন নিশ্চয়ই! ডরাইলেই ডর !!

কর্ণজয় এর ছবি

কয়েকদিন আগে আপনার এই লেখাটা আবার দেখলাম বিজয়পুরের গারো পাহাড়ে -

তারেক অণু এর ছবি

আহা, কোথায় সেই গারো পাহাড়ের ছবি- বর্ণনা।

এপোলোনিয়া এর ছবি

স্বপ্নের মত লাগল বাড়িগুলো, সবগুলোতেই তো থেকে যেতে ইচ্ছে করে

তারেক অণু এর ছবি
MASUD এর ছবি

আসাধারন ভাই, মানুষকে গৃহহীন করার জন্য যতেষ্ট

তারেক অণু এর ছবি
মাকশুম এর ছবি

অসাধারন সবগুলোই। নাগরিক কোলাহল এর মাঝে, ব্যস্ত শহুরে জীবনের সাথে দৌড়ে ক্লান্ত মনের পলায়নপর সাবকনশাস ভাবনায় এই রকম নিসর্গ উঁকি দেয়। দারুন পোস্ট। অনেক শুভকামনা আপনার জন্য।

তারেক অণু এর ছবি

আপনাকেও ধন্যবাদ

নিরীহ মানুষ    এর ছবি

মানুষকে ঘর ছাড়া করার চক্রান্ত ,আপনি চান আমরাও রাস্তায় রাস্তায় থাকি ,অসাধারন

তারেক অণু এর ছবি

কেন নয় !

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।