রাজকীয় অ্যালবাট্রসদের (Southern Royal Albatross, Diomedea epomophora) ছানা লালন-পালনরত অবস্থায় দেখলে পাখিদের প্রজন্মের ব্যাপারটি স্পষ্ট বোঝা যায়, অর্থাৎ ছানা-তরুণ-বুড়ো পাখিটির বয়সের পার্থক্য খুব সহজেই চোখে পড়ে। সাধারণত ক্ষুদে পাখিদের ক্ষেত্রে ছানারা মা-বাবার চেয়ে ১-২ বছরের ছোট হতে পারে কিন্তু অ্যালবাট্রসদের মত দীর্ঘজীবী পাখিদের ক্ষেত্রে প্রজন্মের ব্যাপারটি স্পষ্ট।
সদ্য ডিম ফুটে বের হওয়া রাজকীয় অ্যালবাট্রস ছানার এই কঠিন পৃথিবীতে প্রথম বছর অতিবাহিত করার সম্ভাবনা মাত্র ৩০ % কিন্তু সেই বন্ধুর সময়টুকু পার করতে পারলেই আমাদের গ্রহের যে কোন বুনো পাখির চেয়ে তার জীবনের মেয়াদ অনেক বেশী। ৩ মিটার ছড়ানো ডানার বিস্তার নিয়ে এটি পৃথিবীর ২য় বৃহত্তম অ্যালবাট্রস প্রজাতি হবার গৌরবের দাবীদার।
সাধারণত সমগ্র অ্যালবাট্রস পরিবারের নানা প্রজাতির সদস্যদের গড় আয়ু ৪০ বছর কিন্তু এখন পর্যন্ত দীর্ঘ জীবনের রেকর্ডধারী অ্যালবাট্রস পায়ে রিং বেঁধে ১৯৩৭ সালে নিউজিল্যান্ডের দক্ষিণে ছেড়ে দেওয়া হয় এবং ১৯৮৯ সালেও সদ্য ডিমফোঁটাছানাসহ দেখা গেছে! ধারণা করা হয় তখন তার জীবন ৬০ পেরিয়েছে! আদর করে পাখিটির নাম দেওয়া হয়েছিল গ্রানমা।
অনেক উপাত্ত থেকে ধারণা করা যায় কিছু কিছু অ্যালবাট্রস ৮০ বছর পর্যন্ত বাঁচতে পারে। মানবজাতির মতই জীবনের নির্দিষ্ট পর্যায় অতিক্রমের পরে বার্ধক্যে পৌঁছে তাদের ভিতরে মৃত্যুহার অনেক বেড়ে যায়, সাধারণত ৩০ বছরের পরপরই এমনটি দেখা যায়। কাজেই ৭০ বা ৮০ বছর পর্যন্ত বাঁচা পাখিরা নিঃসন্দেহে ব্যতিক্রমী দৃষ্টান্ত। আর ছোট্ট বেলা থেকে শুনে আসা ২০০ বছরের দীর্ঘজীবী শকুনের কথা যে নেহাতই মনগড়া সেকথা আর না লিখলেও চলে !
(তথ্যসূত্র- Extreme Birds, এবং ছবিটি উইকি থেকে দেওয়া হল)
পালকাবৃত বন্ধুদের নিয়ে লেখা এই সিরিজটি সেইসব মানুষদের জন্য, এই গ্রহের প্রতিটি বুনো পাখির পালকে আমি যাদের প্রতিচ্ছবি দেখতে পাই--
ডেভিড অ্যাটেনবোরো
জেরাল্ড ডারেল
কনরাড লোরেঞ্জ
ইনাম আল হক
সালিম আলী
জেমস অডুবন
রজার টোরে পিটারসন
মন্তব্য
'ফ্রোজেন প্ল্যানেট' এর একটা এপিসোডে অ্যালব্যাট্রস নিয়ে একটা সেই মাপের অংশ আছে।
দেখেছেন, এইটা তো জানা কথা, তাও বললাম আর কি!
দাঁড়ান নিজে যেয়ে ছবি তুলে আনব, উইকি থেকে নিতে ভাল লাগে না ।
facebook
অ্যালব্রাটসের কথা শুনেই দি রাইম অফ দি এন্সিয়েন্ট ম্যারিনার এর কথা মনে পড়ে গেল।
ঠিক।
facebook
অ্যালব্রাটস > অ্যালবাট্রস
facebook
তনু ভাই@ আপনার লেখা পড়া হয় সবসময়। শুধু আলসেমি এর কারনে প্রতিটা লেখায় মন্তব্য করা হয় না। বা্ই দ্য ওয়ে, আপনার এই সিরিজের লেখাগুলোয় পারলে একের অধিক ছবি সংযোজন করে দিবেন। অ্যালবাট্রস এর বিভিন্ন রকম ছবি দেখলাম নাহয় পড়ার সাথে সাথে।
ভালো থাকুন।
ক্রেসিডা
ধন্যবাদ। ভবিষ্যতে চেষ্টা করব।
facebook
টেনে হেঁচড়ে আরেকটু বড় করে বাংলা উইকিতে দিতে পারেন কিন্তু।
ভাল বলেছেন তো পিপিদা।
facebook
facebook
এনসেন্ট মেরিনারের সেই এলবাট্রস এত সুন্দর।
অবশ্যই এবং বিশাল।
facebook
facebook
facebook
facebook
উপরের আকাশ এমনিতেই সুদূর নীলিমা.....ডানা মেলা চিল যে তীব্র ঈর্ষা.....জানা অজানার সব পথ পেরিয়ে মন তবু উড়ে চলে অসীম দিগন্তে......
(গুড়)
facebook
এতো ছোট লেখা। মন ভরলোনা অনু দা। আপনার কাছ থেকে অনেক বড় বড় লেখা আশা করি।
ভালো থাকবেন।
__________
সুপ্রিয় দেব শান্ত
৩০০০-৪০০০ শব্দের লেখা প্রায়ই পোস্ট করি কিন্তু !
আসলে এখানে একটা বিশেষ পাখির রেকর্ড করা কোন ক্ষমতার উপর ফোকাস করি, অল্প কিছু তথ্য দিয়ে, সেই কারণেই এই সিরিজটা ছোট।
facebook
facebook
facebook
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
ওয়াটার, ওয়াটার এভরিহোয়্যার !
কবিতাটি নিয়ে আমাদের ইন্টারের সময় একটি গল্প ছিল, প্রায় মুখস্থ করে ফেলেছিলাম।
facebook
আহা ! কত কথা হাত ধরাধরি করে চলে আসল আপনার এই লেখা, ছবি আর মন্তব্যগুলো পড়ে। ভালো থাকবেন
আসলেই, সবারই মনে আছে কবিতাটির কথা।
facebook
তোমার এই সিরিজের পর্বগুলা বড়ই দেরীতে আসে, আর সাইযে হয় মটরশুঁটির মত, এইটা ঠিক না
_______________
আমার নামের মধ্যে ১৩
আরে দাদা, এটাতো মাঝে মাঝে লেখা হয়, আপনের লেখা কোথায়!
মিয়া একটা লেখা ছোট হলে হৈ চৈ, আর বড় লেখা যে দিতেই আছি !
facebook
এহহহেরে এই যে এত্ত বড় একটা লেখা কয় দিন আগেই পোস্টাইলাম, সেইটা ভুল্লে চল্পে?
আর আম্মো তো তাই কই, বড় লেখাতেতো দিব্যি চুপচাপ থাকি, ছোট বলেই না হালকার উপর হইচই করি।
_______________
আমার নামের মধ্যে ১৩
আপনি বড়ই ফাজিল !
facebook
সাইযে হয় মটরশুঁটির মত, এইটা ঠিক না
সাবু দানা বলতে চাইছিলাম, পরে মনে হলো সেইটা মিথ্যাচার হয়। শেষমেশ মনে হল মটরশুঁটি ঠিক আছে, কি কন তানিম ভাই?
_______________
আমার নামের মধ্যে ১৩
দেখেন তো ! কি ভাবে ত্যক্ত করে !
facebook
অ্যালবাট্রস দেখতে তো বেশ!
দারুণ, আর কি যে বিশাল, হঠাৎ দেখে মনে হয় গাঙচিলের মত, কিন্তু আসলে অনেক অনেক গুণ বড়।
facebook
দেবদূত!
facebook
এত্তবড় একটা পাখির জন্য এইটুকু লেখা!
কেন, ছোট্ট পাখির জন্য বড় লিখেছি যে আগে !
facebook
দারুণ একটা সিরিজ !!
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
ধন্যবাদ।
facebook
আমি তো এদ্দিন শকুনের কথাই ভাবতাম দীর্ঘজীবি পাখি হিসেবে। কোত্থেকে বুড়ো অ্যালবেট্রেস এসে জুটলো। শকুনের পায়েও একটা রিং পরিয়ে দেয়া হোক। গোলাম আজমকে দেখেও কি বোঝা যায় না শকুনেরা কতো বছর বাঁচে?
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
শকুনের মত এত উপকারী একটা পাখির সাথে গোলাম আযমের তুলনা! চরম অন্যায় হল কিন্তু , রাজাকারের তুলনা একমাত্র রাজাকার।
facebook
ইনাম আল হক-কে নিয়ে বিস্তারিত একটা রচনা পড়তে আগ্রহী।
অসাধারণ এই মানুষটাকে তুমিই তুলে ধরতে পারো মমতার মোড়কে।
হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!
কি কাকতাল রিটন ভাই, ইনাম ভাইয়ের একটা লেখা নিয়েই কাজ করছি, আসিতেছে।
facebook
_______________
আমার নামের মধ্যে ১৩
facebook
দারুন!!! চলুক---
facebook
সত্যি, আপনার লেখা থেকে যে কতকিছুই জানা হয়ে যায়।
কোনও পাখি যে এতদিন বেঁচে থাকতে পারে ভাবতেও পারিনি।
নতুন মন্তব্য করুন