পাখির পৃথিবী-৬, বিশ্বের সবচেয়ে দীর্ঘজীবি পাখি কোনটি ?

তারেক অণু এর ছবি
লিখেছেন তারেক অণু (তারিখ: মঙ্গল, ১৫/০৫/২০১২ - ২:৪৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

রাজকীয় অ্যালবাট্রসদের (Southern Royal Albatross, Diomedea epomophora) ছানা লালন-পালনরত অবস্থায় দেখলে পাখিদের প্রজন্মের ব্যাপারটি স্পষ্ট বোঝা যায়, অর্থাৎ ছানা-তরুণ-বুড়ো পাখিটির বয়সের পার্থক্য খুব সহজেই চোখে পড়ে। সাধারণত ক্ষুদে পাখিদের ক্ষেত্রে ছানারা মা-বাবার চেয়ে ১-২ বছরের ছোট হতে পারে কিন্তু অ্যালবাট্রসদের মত দীর্ঘজীবী পাখিদের ক্ষেত্রে প্রজন্মের ব্যাপারটি স্পষ্ট।

800px-Diomedea_epomophora_in_flight_1_-_SE_Tasmania

সদ্য ডিম ফুটে বের হওয়া রাজকীয় অ্যালবাট্রস ছানার এই কঠিন পৃথিবীতে প্রথম বছর অতিবাহিত করার সম্ভাবনা মাত্র ৩০ % কিন্তু সেই বন্ধুর সময়টুকু পার করতে পারলেই আমাদের গ্রহের যে কোন বুনো পাখির চেয়ে তার জীবনের মেয়াদ অনেক বেশী। ৩ মিটার ছড়ানো ডানার বিস্তার নিয়ে এটি পৃথিবীর ২য় বৃহত্তম অ্যালবাট্রস প্রজাতি হবার গৌরবের দাবীদার।

সাধারণত সমগ্র অ্যালবাট্রস পরিবারের নানা প্রজাতির সদস্যদের গড় আয়ু ৪০ বছর কিন্তু এখন পর্যন্ত দীর্ঘ জীবনের রেকর্ডধারী অ্যালবাট্রস পায়ে রিং বেঁধে ১৯৩৭ সালে নিউজিল্যান্ডের দক্ষিণে ছেড়ে দেওয়া হয় এবং ১৯৮৯ সালেও সদ্য ডিমফোঁটাছানাসহ দেখা গেছে! ধারণা করা হয় তখন তার জীবন ৬০ পেরিয়েছে! আদর করে পাখিটির নাম দেওয়া হয়েছিল গ্রানমা।

অনেক উপাত্ত থেকে ধারণা করা যায় কিছু কিছু অ্যালবাট্রস ৮০ বছর পর্যন্ত বাঁচতে পারে। মানবজাতির মতই জীবনের নির্দিষ্ট পর্যায় অতিক্রমের পরে বার্ধক্যে পৌঁছে তাদের ভিতরে মৃত্যুহার অনেক বেড়ে যায়, সাধারণত ৩০ বছরের পরপরই এমনটি দেখা যায়। কাজেই ৭০ বা ৮০ বছর পর্যন্ত বাঁচা পাখিরা নিঃসন্দেহে ব্যতিক্রমী দৃষ্টান্ত। আর ছোট্ট বেলা থেকে শুনে আসা ২০০ বছরের দীর্ঘজীবী শকুনের কথা যে নেহাতই মনগড়া সেকথা আর না লিখলেও চলে !

(তথ্যসূত্র- Extreme Birds, এবং ছবিটি উইকি থেকে দেওয়া হল)

পাখির পৃথিবী- ১

পাখির পৃথিবী- ২

পাখির পৃথিবী- ৩

পাখির পৃথিবী- ৪

পাখির পৃথিবী- ৫

পালকাবৃত বন্ধুদের নিয়ে লেখা এই সিরিজটি সেইসব মানুষদের জন্য, এই গ্রহের প্রতিটি বুনো পাখির পালকে আমি যাদের প্রতিচ্ছবি দেখতে পাই--

ডেভিড অ্যাটেনবোরো
জেরাল্ড ডারেল
কনরাড লোরেঞ্জ
ইনাম আল হক
সালিম আলী
জেমস অডুবন
রজার টোরে পিটারসন


মন্তব্য

কিংশুক এর ছবি

'ফ্রোজেন প্ল্যানেট' এর একটা এপিসোডে অ্যালব্যাট্রস নিয়ে একটা সেই মাপের অংশ আছে।
দেখেছেন, এইটা তো জানা কথা, তাও বললাম আর কি!

তারেক অণু এর ছবি

দাঁড়ান নিজে যেয়ে ছবি তুলে আনব, উইকি থেকে নিতে ভাল লাগে না ।

ধুসর জলছবি এর ছবি

অ্যালব্রাটসের কথা শুনেই দি রাইম অফ দি এন্সিয়েন্ট ম্যারিনার এর কথা মনে পড়ে গেল। হাসি
চলুক চলুক

তারেক অণু এর ছবি

ঠিক।

হিমু এর ছবি

অ্যালব্রাটস > অ্যালবাট্রস

তারেক অণু এর ছবি
ক্রেসিডা এর ছবি

তনু ভাই@ আপনার লেখা পড়া হয় সবসময়। শুধু আলসেমি এর কারনে প্রতিটা লেখায় মন্তব্য করা হয় না। বা্ই দ্য ওয়ে, আপনার এই সিরিজের লেখাগুলোয় পারলে একের অধিক ছবি সংযোজন করে দিবেন। অ্যালবাট্রস এর বিভিন্ন রকম ছবি দেখলাম নাহয় পড়ার সাথে সাথে।

ভালো থাকুন।

ক্রেসিডা

তারেক অণু এর ছবি

ধন্যবাদ। ভবিষ্যতে চেষ্টা করব।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

টেনে হেঁচড়ে আরেকটু বড় করে বাংলা উইকিতে দিতে পারেন কিন্তু।

তারেক অণু এর ছবি

ভাল বলেছেন তো পিপিদা।

অমি_বন্যা এর ছবি

চলুক

তারেক অণু এর ছবি
বন্দনা এর ছবি

এনসেন্ট মেরিনারের সেই এলবাট্রস এত সুন্দর।

তারেক অণু এর ছবি

অবশ্যই এবং বিশাল।

আনোয়ার এর ছবি

চলুক

তারেক অণু এর ছবি
রংধনুর কথা এর ছবি

হাততালি

তারেক অণু এর ছবি
সৌরভ কবীর  এর ছবি

চলুক

তারেক অণু এর ছবি
জুঁই মনি দাশ এর ছবি

উপরের আকাশ এমনিতেই সুদূর নীলিমা.....ডানা মেলা চিল যে তীব্র ঈর্ষা.....জানা অজানার সব পথ পেরিয়ে মন তবু উড়ে চলে অসীম দিগন্তে......

তারেক অণু এর ছবি

(গুড়)

শান্ত এর ছবি

এতো ছোট লেখা। মন ভরলোনা অনু দা। আপনার কাছ থেকে অনেক বড় বড় লেখা আশা করি।

ভালো থাকবেন।

__________
সুপ্রিয় দেব শান্ত

তারেক অণু এর ছবি

৩০০০-৪০০০ শব্দের লেখা প্রায়ই পোস্ট করি কিন্তু !
আসলে এখানে একটা বিশেষ পাখির রেকর্ড করা কোন ক্ষমতার উপর ফোকাস করি, অল্প কিছু তথ্য দিয়ে, সেই কারণেই এই সিরিজটা ছোট।

তারেক অণু এর ছবি
শাব্দিক এর ছবি

চলুক

তারেক অণু এর ছবি
রোমেল চৌধুরী এর ছবি

At length did cross an Albatross,
Thorough the fog it came;
As it had been a Christian soul,
We hailed it in God's name.

It ate the food it ne'er had eat,
And round and round it flew.
The ice did split with a thunder-fit;
The helmsman steered us through!

And a good south wind sprung up behind;
The Albatross did follow,
And every day, for food or play,
Came to the mariner's hollo!

In mist or cloud, on mast or shroud,
It perched for vespers nine;
Whiles all the night, through fog-smoke white,
Glimmered the white moonshine."

`God save thee, ancient Mariner,
From the fiends that plague thee thus! -
Why look'st thou so?' -"With my crossbow
I shot the Albatross."

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

তারেক অণু এর ছবি

ওয়াটার, ওয়াটার এভরিহোয়্যার !
কবিতাটি নিয়ে আমাদের ইন্টারের সময় একটি গল্প ছিল, প্রায় মুখস্থ করে ফেলেছিলাম।

ব্যাঙের ছাতা এর ছবি

আহা ! কত কথা হাত ধরাধরি করে চলে আসল আপনার এই লেখা, ছবি আর মন্তব্যগুলো পড়ে। ভালো থাকবেন

রংধনুর কথা এর ছবি

পপকর্ন লইয়া গ্যালারীতে বইলাম চলুক

তারেক অণু এর ছবি

আসলেই, সবারই মনে আছে কবিতাটির কথা।

কল্যাণ এর ছবি

চলুক চলুক চলুক

তোমার এই সিরিজের পর্বগুলা বড়ই দেরীতে আসে, আর সাইযে হয় মটরশুঁটির মত, এইটা ঠিক না মন খারাপ

_______________
আমার নামের মধ্যে ১৩

তারেক অণু এর ছবি

আরে দাদা, এটাতো মাঝে মাঝে লেখা হয়, আপনের লেখা কোথায়!

মিয়া একটা লেখা ছোট হলে হৈ চৈ, আর বড় লেখা যে দিতেই আছি ! খাইছে

কল্যাণ এর ছবি

এহহহেরে এই যে এত্ত বড় চোখ টিপি একটা লেখা কয় দিন আগেই পোস্টাইলাম, সেইটা ভুল্লে চল্পে?

আর আম্মো তো তাই কই, বড় লেখাতেতো দিব্যি চুপচাপ থাকি, ছোট বলেই না হালকার উপর হইচই করি।

_______________
আমার নামের মধ্যে ১৩

তারেক অণু এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি আপনি বড়ই ফাজিল !

তানিম এহসান এর ছবি

সাইযে হয় মটরশুঁটির মত, এইটা ঠিক না
হাসি

কল্যাণ এর ছবি

সাবু দানা বলতে চাইছিলাম, পরে মনে হলো সেইটা মিথ্যাচার হয়। শেষমেশ মনে হল মটরশুঁটি ঠিক আছে, কি কন তানিম ভাই? চোখ টিপি

_______________
আমার নামের মধ্যে ১৩

তারেক অণু এর ছবি

দেখেন তো ! কি ভাবে ত্যক্ত করে !

সুমিমা ইয়াসমিন এর ছবি

অ্যালবাট্রস দেখতে তো বেশ! চলুক

তারেক অণু এর ছবি

দারুণ, আর কি যে বিশাল, হঠাৎ দেখে মনে হয় গাঙচিলের মত, কিন্তু আসলে অনেক অনেক গুণ বড়।

রংতুলি এর ছবি

দেবদূত! হাসি

তারেক অণু এর ছবি
প্রৌঢ় ভাবনা এর ছবি

এত্তবড় একটা পাখির জন্য এইটুকু লেখা! চলুক

তারেক অণু এর ছবি

কেন, ছোট্ট পাখির জন্য বড় লিখেছি যে আগে !

কীর্তিনাশা এর ছবি

দারুণ একটা সিরিজ !!

চলুক

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

তারেক অণু এর ছবি

ধন্যবাদ।

নীড় সন্ধানী এর ছবি

আমি তো এদ্দিন শকুনের কথাই ভাবতাম দীর্ঘজীবি পাখি হিসেবে। কোত্থেকে বুড়ো অ্যালবেট্রেস এসে জুটলো। শকুনের পায়েও একটা রিং পরিয়ে দেয়া হোক। গোলাম আজমকে দেখেও কি বোঝা যায় না শকুনেরা কতো বছর বাঁচে?

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

তারেক অণু এর ছবি

শকুনের মত এত উপকারী একটা পাখির সাথে গোলাম আযমের তুলনা! চরম অন্যায় হল কিন্তু , রাজাকারের তুলনা একমাত্র রাজাকার।

লুৎফর রহমান রিটন এর ছবি

ইনাম আল হক-কে নিয়ে বিস্তারিত একটা রচনা পড়তে আগ্রহী।
অসাধারণ এই মানুষটাকে তুমিই তুলে ধরতে পারো মমতার মোড়কে।

হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!

তারেক অণু এর ছবি

কি কাকতাল রিটন ভাই, ইনাম ভাইয়ের একটা লেখা নিয়েই কাজ করছি, আসিতেছে।

কল্যাণ এর ছবি

পপকর্ন লইয়া গ্যালারীতে বইলাম

_______________
আমার নামের মধ্যে ১৩

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

হাততালি

তারেক অণু এর ছবি
বন্দনা কবীর এর ছবি

দারুন!!! চলুক---

তারেক অণু এর ছবি
প্রদীপ্তময় সাহা এর ছবি

সত্যি, আপনার লেখা থেকে যে কতকিছুই জানা হয়ে যায়।

কোনও পাখি যে এতদিন বেঁচে থাকতে পারে ভাবতেও পারিনি।
আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।