পথের আঁধারে দেখেছিনু তারে,
ঠিক যেমন হাজার বছর আগে, কালীদহের গাঙে
জোনাক পোকার ভিড়ে
নিভু নিভু আলোর মাঝে যখন সন্ধ্যা তারা জ্বলে পশ্চিম আকাশে
পৃথিবীর সমস্ত সুন্দর যেন ঠাই নিয়েছিল একই মুখে!
বর্ণনা?
কবির কি সাধ্য আকাশ, সাগর, প্রকৃতির বর্ণনা দেওয়া!
না।
আর এতো তার চেয়েও মহত্তর- এক মানবী!
প্রেমিকের কাছে এক প্রেমিকা,
ভালোবাসার বহ্নিশিখা যাকে পোড়ায় অষ্টপ্রহর
তাকে কি ভাবে প্রকাশ করি, বল?
এতদিন পর-
আজ যখন মাথার উপর থেকে অর্জুন,অশথ, অশোকের ছায়া সরে গেছে
সেখানে বার্চ, পপলার, লাইম, পাইনের ভিড়
পায়ের নিচে কালীদহের প্যাচপ্যাচে কাদার বদলে
কুড়মুড় শব্দে ভেঙ্গে যায় টাটকা জমা তুষার ধবল বরফ,
সূর্যাস্তে গোধূলির সাতরঙা মেঘের রঙ বিস্মৃত হয়ে গেছে
মাথার উপরের অপরূপ মেরুজ্যোতির পান্না সবুজ ঝলকানিতে,
কেন সে আবার?
( হাতে অনেক অনেক লেখা জমা আছে- প্রিয় মুখ সিরিজ পরের পর্ব, পাখিদের নিয়ে ২ টি লেখা, ব্ল্যাক হোল নিয়ে শিশির ভট্টাচার্যের সাক্ষাৎকার, এক গাদা ভ্রমণকাহিনী, বই রিভিউ, দারুণ এক তথ্যচিত্রের পর্যালোচনা, জাপানী চিত্রকলার প্রদর্শনী নিয়ে লেখা, আরো কিছু, হঠাৎ মনে হল উত্তুরে আবেগে আক্রান্ত হয়ে একদা অনেক বছর আগে, অনেক অনেক বছর আগে কিছু আনন্দ- বেদনা- যন্ত্রণা- সুখ কবিতার আকারে নিঃসৃত হয়েছিল কলম দিয়ে, সেগুলো কিছু ছাপা হয়েছে, কিছু ব্যক্তিগত সম্পদ হয়েই আছে, সচলে দেয়া হয় নি কখনোই। আজ সেইখান থেকে দিলাম প্রিয় একজনকে, পরের পর্ব আসবে কিনা তার উত্তর আছে আপনাদের কাছেই !)
মন্তব্য
তনু ভাই@ নিভু নিভু হবে শব্দটা।
পুরো লেখা পড়ে মনে হলো "দেখেছিনু" কেন ব্যবহার করলেন? "দেখেছি" শব্দটাই বেশী এপ্রোপ্রিয়েট।
নিজস্ব একটা মতামত দেই, "তুষার ধবল বরফ" - ধবল শব্দটা না দিলেও কোন ক্ষতি হতো না লেখায়। লেখা যতো ছিপছিপে, মেদহীন করা যায়, ততো সুন্দর লাগে। (ব্যক্তিগত মতামত)। যেমন প্রথম প্যারায় শেষে "?" চিহ্ন দিয়েছেন, সো "বলো" শব্দটা না থাকলেও প্রশ্নটার আবেদন কমে না।
ভালো থাকবেন।
__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;
দেখেছিনু-র পিছনে বিশাল ইতিহাস আছে, অন্যদিন বলব
মতামতের জন্য ধন্যবাদ। আমার নাম অণু- রে ভাই !
facebook
তারেক অণু রে মিলাইয়া কইলাম তো!
__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;
জটিল, কিন্তু মিলায়েন না। নামের ব্যাপারে আমার একটু অ্যালার্জি আছে, অনেক কষ্টে ডাক নাম কে চালু করছি ইউরোপেও।
facebook
আমি কিন্তু তারকাণু (তারকা+অণু) ডাকি।
অ্যালার্জি থাকলে চুলকান।
facebook
তালি কিসের শুনি !
facebook
দেখেছিনু মানে তো- দেখেছিলাম(যতদূর মনে পড়ছে)
'দেখেছি' আর 'দেখেছিলাম' এক তো নয়---
আর অতশত বেশি বুঝিনা ।
কড়িকাঠুরে
হুম, আমিও কম বুঝি।
facebook
এটা যে 'বিনয় সেন' সেটা কম বোঝা পাবলিকও বুঝবে ।
কড়িকাঠুরে
সত্য কথা বললেও পাবলিক চ্যাতে !
facebook
তাই বলে সত্যের তো কোন ক্ষতি হয় না ।
কড়িকাঠুরে
facebook
কেন আসবে না? আসতেই হবে ।
তাঁর চেয়েও মহত্তর- এক মানবী!
এ মানবী এখানে আসবে না যাবে কোথায়?
কড়িকাঠুরে
আসবেই নাকি ? হায়, কে বলতে পারে!
facebook
কেউ না বলুক---
না বলে আসা ভাল---আচানক আচানক ব্যাপার
কড়িকাঠুরে
জটিল, সারপ্রাইজ।
facebook
তারেকাণু ভাইয়া, আপনি কবিতাও লিখেন!!!
অছাম হইছে। আপনার ভ্রমণপিয়াসু মনের সন্ধান পাওয়া যায় কবিতার পরতে পরতে।
আর এত লেখা!!! সচলে অন্তত আপনার জন্যে হলেও প্রথম পাতায় দুইটা লেখা রাখার সুযোগ দেয়া দরকার দেখতেছি।।।।।
আপনি কি মডুদের একজন নাকি রে ভাই! দেখেন তো ২ টা লেখার ব্যবস্থা করা যায় নাকি, একবার লেখা ঝাড়ি খাইছি লাল মডুর হাতে
facebook
বাহ! বাহ!
আপনি দেখি কবিতাও লিখেন!!
...............
রংতুলি
চেষ্টা করতাম আরকি ঝড় উঠলে !
facebook
"চেষ্টা করতাম ঝড় উঠলে"- ঘটনা কি বশশ!! ঝড় উঠা থেমে যাইনিতো?
খানিক পরে তো যেত বটেই!
facebook
হায়রে , এক মানুষকে এত গুন দিয়ে দুনিয়ায় কেন পাঠায় খোদা।
কবিতাও লিখেন আপনি। কি করতে পারেন না সেটা ভাবছি।
পরের পর্ব অবশই আসবে, আসতে হবে।
অনেক ধন্যবাদ, কিন্তু খোদা? সে কে !
facebook
যদি এ বিশ্বব্রহ্মাণ্ডের কোথাও কেউ সত্যই আমাদের নজরে রেখে থাকে, তাহলে তার আমাদের থেকে দূরত্ব বজায় রাখার মত বুদ্ধিও রয়েছে। হি ইজ ওয়াইজ এনাফ টু স্টে এওয়ে ফ্রম আস। (গিল গ্রিসম, সিএসআই লাস ভেগাস)
এই হল খোদা অণু ভাই। কেউ অথবা কিছু একটা আছে নিশ্চয় কিন্তু আমাদের সিগনাল দেবার মতন বোকামি তার করার কথা নয়
..................................................................
#Banshibir.
কথা শুরুই করলেন যদি দিয়ে !
facebook
সম্ভাবনা শুণ্য হবার সম্ভাবনা শুণ্য তাই যদি দিয়েই শুরু করতে হয় এইসব স্টেটমেন্ট বুঝলেন অণু ভাই?
..................................................................
#Banshibir.
অবশ্যই ভ্রাত। এই জন্যই তো বললাম- গোড়াতেই যদি!
facebook
দারুণ হয়েছে কবিতাখানা
তালির জন্য ধন্যবাদ!
facebook
এই বাকি ছিল !
চ'উদার 'সরেস' মন্তব্য আশা করছি !
সে কই!
facebook
কবিতার ছন্দ আর ঝড়ের শব্দে ---- মহলে কম্পন উঠল বলে!
নতুন পাঠক
অন্দর মহল না তো !
facebook
প্রায় কাছাকাছি গিয়েছেন ভ্রাতা; জেন্ডারের দিকে একটু খেয়ালদিলেই উত্তর পেয়ে যাবেন! নির্ভুল উত্তর দিতে পারলে আপনাকে রাজশাহীর ল্যাংড়া আম উপহার।
facebook
শুভেচ্ছা।
facebook
জটিল হৈছে!
কোবতে ভালু পাইলাম ভাইডি।
ডাকঘর | ছবিঘর
অনেক আগের লেখা গো দাদা, উৎসাহ দেবার জন্য ধন্যবাদ।
facebook
অণু ভাই, শেষমেষ আপনেও??
সাফি ভাই, সব দলছুট এর কল্যাণ।
বাতাস......বাতাস... বাতাস...
ডাকঘর | ছবিঘর
হেই দলছুটের কাহিনী কি জানান তো
facebook
অণু ভায়া তুমি এখনো সচলশ্রেষ্ঠ মহান ছাহিত্যিক মহামান্য দলছুটকে চেন না?? ওরে কে কোতাও আচিস আমারে ধর।
তাড়াতাড়ি উনার সৃষ্ট একটা এপিক পড়ে এসো। কুইক ভাইডি......
"ডরাইলেই ডর, হান্দায় দিলে কিয়ের ডর। "
পড়ে হাত উপ্রে তুলে বিপ্লবী স্টাইলে একটা চিক্কুর দিবাঃ হেইল দলছুট!
সতর্কীকরণঃ চা খাইতে খাইতে কিন্তু এই লেখা পড়বা না। ঠিকাছে।
ডাকঘর | ছবিঘর
হ, খাইয়া দাইয়া পড়তে বসলাম!
facebook
আই কি কচ্চি!
facebook
আমার অনেক ভালো লেগেছে। স্নিগ্ধ!
শুনে ভাল লাগল।
facebook
ধুর, সবাই বসে আছে আপনার সরস সরেস মন্তব্যের জন্য , আর আপনি দাঁতকপাটি খেলেন !
facebook
আমি ভাবলাম একটা কিছু ঘটলো নাকি! মন্তব্যে এসে দেখি প্রাচীন ইতিহাস!
কেন, কিছু কি ঘতটেই হবে
facebook
ঘটতেই হবে কেন? কিন্তু অঘটন কি ঘটেনা?
হা হা, ঘটনাও ঘটে।
facebook
ভালৈছে বন্ধু
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
হ, আধা দিছি কিন্তু !
facebook
জীবন-অণু-ন্দ!
আহা !
facebook
এইডা ভাল অইছে---
এইডা আমি পছন্দ করছিইইই---
কড়িকাঠুরে
facebook
কি হে ভ্রাত !
facebook
#কবির কৃতিত্ব সেখানেই যদি তিনি পাঠকদের বার বার তার লেখা পড়তে বাধ্য করেন-
পথের আঁধারে দেখেছিনু তারে,
ঠিক যেমন হাজার বছর আগে, কালীদহের গাঙে
জোনাক পোকার ভিড়ে
>আবেশী ভাব ছড়াচ্ছে পুরো কবিতাটি। ভাল থাকুন।
ধন্যবাদ।
facebook
অনুদা, তুমিও !!!! যাযাবরের মনে লেগেছে প্রেমের দোলা !!! একলা চলো রে তাহলে আর পোষাচ্ছেনা !!
----------------------------------------------------------------------------------------------
"একদিন ভোর হবেই"
হায় হায়, দোলা কেন সাগরেই ডুবে আছি বলা চলে।
facebook
এযে রীতিমতো ডুবে ডুবে নোনাপানি খাওয়া হয়ে গেলো !!
----------------------------------------------------------------------------------------------
"একদিন ভোর হবেই"
সাগরের জল যে নোনা! যতবারই মুখ খুলি মনে করিয়ে ছাড়ে
facebook
আপনার এই প্রাচীন ইতিহাসের নতুন কোন ভার্সন আছে নাকি? কয়হাজার বছর আগের কাহিনী শোনাইলেন ভাই। অফটপিক আপনি কি এনিচান্স ভ্যাম্পায়ার নাকি ।
ইদানীং ভ্যাম্প সিনেমা বেশী দেখা হচ্ছে নাকি !
facebook
হুম আপনি ভ্যাম্পায়ার হলে আওয়াজ দিয়েন, আমার একদুখান ভ্যাম্পায়ার বন্ধুবান্ধব দরকার, যাতে বিনে পয়সায় ভ্যাম্পায়ারের কান্ধে চড়ে যা যা দেখার ইচ্ছে সব দেখে ফেলতে পারি, নো ভিসা, নো প্লেনফেয়ার। তাইতো বলি আপনাকে যখনি লোকে জিগায় আপনি কি করেন, আপনি উত্তর দেননা, তাইলে এই হোল অবস্থা, মানুষের পক্ষে এত ঘুরাঘুরি সম্ভব নারে ভাই।
অ্যাম্পায়ার হলেও কিন্তু ঘোরাঘুরি করা যায়!
কিন্তু আমি কোন দলেই পড়লাম না যে !
facebook
এই বাকি ছিলো ?
জীবনানন্দ আপনার প্রিয় কবি ?
সবই বাকী, সবই ফাঁকি।
বাংলায় প্রিয় কবি অবশ্যই জীবনানন্দ।
facebook
কাম সারছে!! আপনেও কবিতা লেখা শুরু করলেন!!
প্রবাসী কবি মৌ মধুবন্তীর রোমান্টিক ছবিটা দেখে কবিতা লেখার উৎসাহ পাইলেন নাকি?
শুরু করি নাই তো, অনেক আগের লেখা।
সেই রোমান্টিক ছবির লিঙ্ক দেন, দেখে যানামু নে!
facebook
আপনে কবিতাও লেখেন!
______________________________________
পথই আমার পথের আড়াল
ক্যান, আমার শখ হইতে পারে না !
facebook
ভালো লাগলো।
শেষের প্যারাটা কয়েকবার পড়লাম। ছুঁয়ে গেলো লাইনগুলো
শুনে ভাল লাগল, ধন্যবাদ।
facebook
আপনার আগের লেখায় মন্তব্যে লিখেছিলাম, আপনার বিভিন্নমুখি প্রতিভায় আমি মুগ্ধ। তারপরেও কবিতা!
ভাল থাকুন।
কবিতার চেয়ে ভাল আর কি আছে, বলেন?
facebook
-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে
তালিয়া হবে, তালিয়া!
facebook
বেশ পুরোনো, অথচ টাট্কা অনূভূতি। জীবনানন্দের প্রভাব বেশ লক্ষ্যনীয়।
আপনার প্রকৃতি প্রদত্ত গুনসমূহকে সম্মান জানাই
ধন্যবাদ।
জীবনানন্দের প্রভাব থেকে কি জীবনে বের হতে পারব!
facebook
জীবনানন্দের প্রভাব আছে তবে তার থেকে বেশি করে ফুটে উঠছে একটা আন্তরিক অনুভূতি।
খুব ভাল লাগল।
আরও আসুক।
অপেক্ষায় থাকলাম।
ধন্যবাদ, সেই প্রভাব থেকে বেরোনো মুশকিল হবে।
facebook
নতুন মন্তব্য করুন