আমি বাঁচতে চেয়েছিলাম প্রবলভাবে
এই প্রচণ্ড আকুতিই আমায় নিয়ে গিয়েছিল বনের গহনে-
অন্য অনেকের মত কাঁড়ি কাঁড়ি টাকা নয়,
নতুন মডেলের গাড়ী নয়,
বাড়ী, এমনকি সুন্দরী বান্ধবীও নয়-
আমি শুধু বাঁচতে চেয়েছি প্রবলভাবে
মুখে রোদ, বৃষ্টি, বাতাস, তুষারের বুনো স্পর্শ নিয়ে।
আমি বাঁচতে চেয়েছি-
উৎকণ্ঠা ও উত্তেজনার মাঝে,
সংগ্রাম ও প্রতিরোধের মধ্যে।
তোমাদের এই নোংরা ধূসর কড়িকাঠের শহর ছেড়ে
অভিমানে নয়, আকুতিতে আমি চলে গিয়েছিলাম-
জীবনকে ভালবেসে
পাইন, কনিফার, ওকের অরণ্যে।
যেখানে জটিলতার কোন স্থান নেই,
ব্যাংক ব্যালান্স নিয়ে মাথা ঘামায় না কেউ-ই,
একটা ক্ষুদে গুবরে পোকা কানে পাশ দিতে সাৎ করে বেরিয়ে গেলেও
তার রঙধনু বর্ণালিতে মুগ্ধ হয়ে অপলকে তাকিয়ে থাকতে হয়।
সবুজ পাতায় পিছলে যাওয়া রোদের সরলতা স্পর্শ করে হৃদয়কে,
বুনোপথে আলোছায়ার লুকোচুরি আন্দোলিত করে সমগ্র সত্ত্বাকে।
আমি সেই সরলতার পুঁতিমালা,
রোদ-বৃষ্টি-বাতাসের উম্মুক্ত স্বাদ নেবার জন্যই
প্রকৃতির গহনে ঠাঁয় নিয়েছিলাম।।
(উৎসর্গ- ওয়াল্ডেনের লেখক হেনরি ডেভিড থূরো। রচনা ২০০৫। )
মন্তব্য
অণুকাব্য!
কাব্য কুতি গো মামুর বুটা!
facebook
কবিতা বুঝি কিনা জানিনা, তবে একবাক্যে অকপটে বলছি, - অসাধারণ। ছুঁয়ে গেছে প্রতিটি লাইন।
ডাকঘর | ছবিঘর
অনেক অনেক শুভেচ্ছা তাপস দা। তখন সময়টা অন্যরকম ছিল হয়ত, রোদ, ঝড়, বৃষ্টি আলাদাভাবে পড়ত--
facebook
চেয়েছিলাম এর পর "গেছিল" শব্দটা কোনভাবেই যায় না, অনেক অড লাগে পড়তে তারেক ভাই, গিয়েছিল করে দিলে ভালো হবে। বাকিটা আপনার ইচ্ছে।
__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;
অনেক ধন্যবাদ ভাই, বিশাল ল ল ল টাইপো! আরে শুধু অণু বললেই হবে।
facebook
ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি
হৈ মিয়া। ভালা হৈত না যে কন, কিতা করবেন হে, করবেনডা কিতা? পারলে অণুর ইউরো কাপের টিকিট ক্যান্সেল করেন ত দেহি।
ডাকঘর | ছবিঘর
দাদা গো, গাছে ডাব আর কোমরে রশি দিও না, টিকিত পাচ্ছি না এখনো
facebook
সে কি ! কেন ?
facebook
এমনি। হা হা হা
ডাকঘর | ছবিঘর
facebook
খালি আরেকটা কবিতা লিখে দেখেন আমি কি করি ... just one more
ডান!
আপনি লেখা দিয়ে আমাকে নীড়পাতা থেকে বিদায় করেন, ব্যস লেখা রেডি!
facebook
ভালো হচ্ছে ভাইয়া।
_________
বুনোফুল
অনেক আগের চেষ্টা, ধন্যবাদ।
facebook
দারুন লাগলো অনু ভাই
facebook
প্রচন্ড জোরে মাথা ঝাকানোর ইমো
অণু-কাব্য???!!!
ভাত সব দিকেরই না মারলেই কি নয় ভাইডি??
তবে যে যাই বলুক, লেখা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। আগেই বলেছিলুম, অণূটা দিনকে দিন চড়া সাহিত্যিক হয়ে উঠছে--
চড়া! মানে কি, দাম বাড়ছে!
facebook
এই অবেলায় বাঁচতে চাই প্রবলভাবে, আপনার কবিতার মতো করে।
অবেলা বলে কিছু নেই, আপনি সুখ নিয়েই প্রবলভাবে থাকবেন আমাদের মাঝে।
facebook
কবিতা ভাল্লাগসে
শুনে ভাল লাগল। ধন্যবাদ।
facebook
দারুণ হয়েছে
অস্বাভাবিক শুভেচ্ছা!
facebook
মাঝে মাঝে আমারও ইচ্ছে করে সব ছেঁড়ে ছুঁড়ে দিয়ে চলে যাই
ব্যাপক হইসে অণু ভাই!
-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে
হ, ইচ্ছেরা ঘুরপাক করে ক্রমাগত।
facebook
_____________________
Give Her Freedom!
আপনের লেখা পাচ্ছি না অনেক অনেক মাস !
facebook
কোন একদিন লিখে ফেলবো ঠিকি, তা মডারেশন পেরোতে পারলে আপনারাও দেখে ফেলবেন আশা করি...........
_____________________
Give Her Freedom!
দ্যাটস দ্য স্পিরিট!
facebook
"মান্ধাতারই আমল থেকে চলে আসছে এমনি রকম-
তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম!
মনেরে আজ কহ যে,
ভালো মন্দ যাহাই আসুক-
সত্যেরে লও সহজে।"
সামারে কি হচ্ছে?
facebook
দেশে যাওয়া হচ্ছে সব ঠিকঠাক থাকলে আর কী!!! আপনি কই।।। ইয়ে মানে কই কই যাচ্ছেন?
"মান্ধাতারই আমল থেকে চলে আসছে এমনি রকম-
তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম!
মনেরে আজ কহ যে,
ভালো মন্দ যাহাই আসুক-
সত্যেরে লও সহজে।"
এখানে না বলি
facebook
অভিমানে নয়, আকুতিতে আমি চলে গিয়েছিলাম-
সুন্দর । টান পাইলাম কোথায় জানি-
কড়িকাঠুরে
facebook
আপনি তো অনেক ভাল লিখেন! আপনার সাথে দোস্তি করব! দুইটা পান, দুইটা চা, আর একটা বাংলা ফাইভ একসাথে মিলে খাইলেই হয়ে যাবে!
নতুন পাঠক
হেতে বিড়ি খায়না গো।
আপনি জানলেন কেমনে!
facebook
হে হে, পান-বিড়ি আপনের। চা খেয়েই দোস্তি হবে !
facebook
খাসা হয়েছে অণু ভাই
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
আপনের লেখা কই!
facebook
অনুদা বেশ ভালো হয়েছে কিন্তু এটা। ঘর ছেড়ে ঘুরঘুর করা মানুষের জন্য আদর্শ থিম সং।
----------------------------------------------------------------------------------------------
"একদিন ভোর হবেই"
তাহলে কি গান গাব গলা ছেড়ে!
facebook
গান বেধে ফেলো| ভালোই হবে|
----------------------------------------------------------------------------------------------
"একদিন ভোর হবেই"
facebook
ভালো লেগেছে।
বললেন যে, আগের লেখা। তা এখন লিখছেন না কেন কবিতা? নাকি লিখছেন?
কবিতা কি লেখা যায়! কবিতা আসতে হয় , ভিতরের ভিতর হতে। আসুক, আবার জানাব--
facebook
খাসা হইছে গো খাসা,,,,,
হইছে নাকি !
facebook
সৌরভ কবীর
facebook
আপনার লেখার ভক্ত হয়ে যাচ্ছি ।করি কি উপায়।।
কি কথা
facebook
আপনার কবিতার সরলতায় যে আকুতি ধরা পড়ল তা মনকে ছুঁয়ে গেল।
আরও পাঠান।
অনেক অনেক শুভেচ্ছা, আসিতেছে, যদিও উদাস দা চরম হুমকি দিয়ে রাখছে!
facebook
ডরাইলেই ডর _ _ _ _
facebook
এই অণুকাব্যের চেয়ে ভালভাবে আপনার সংজ্ঞা দেয়া না-সম্ভব!
[পলাতক]
তাই নাকি! সবই মায়া !
facebook
অনেক বিলম্বে হলেও কবিতাটি পড়লাম, ভাল লিখেছেন, আমার নিসর্গের ছায়া ভাল লাগে।।।
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
নতুন মন্তব্য করুন