ছবি ব্লগ- ভালবাসি আশ্চর্য মেঘদল

তারেক অণু এর ছবি
লিখেছেন তারেক অণু (তারিখ: সোম, ১১/০৬/২০১২ - ৫:০২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

530957_10151509962520497_1964727131_n

মেঘেরা ভিড় করে থাকে সকাল- সন্ধ্যা, শৈশব, তারুণ্য, কৈশোর। বিভিন্ন ধরনের মেঘেরা- মিহি তুলোর মত, বুনো মোষের দলের মত, শিল্পীর তুলির রঙের মত, মার্কেজের পরাবাস্তবতার মত, নারকেলের ছোবড়ার মত- ছাড়া ছাড়া, দলবদ্ধ, একাকী, আদিগন্ত বিস্তৃত। কিন্তু তারা থাকে সর্বদাই, ভালোবাসি তাদের সর্বক্ষণই।

526290_10151445691380497_1012525409_n

200639_10150443878190497_3899885_n

আলোকচিত্রে দেখা যাওয়া ভবনটির নাম পাখির সঙ্গীত, এটি ফিনল্যান্ডের লেখকদের বিশ্রাম এবং সাহিত্য রচনার জায়গা, মানে যে কোন কবি- সাহিত্যিক এইখানে কক্ষ ভাড়া নিয়ে মনের সুখে লেখালেখি চালাতে পারবেন। পয়সা কিছুটা দিতেই হবে কিন্তু এমন নিসর্গ আর প্রায় ছুতে পাওয়া মেঘদল আর পাবেন কোথায়?

wr

টেবিল মাউন্টেন থেকে কেপ টাউন এবং মেঘ দর্শন
526663_10151634585780497_2009781254_n

মেঘের অবগুণ্ঠন খুলে দেখা দিল অবশেষে মাচু পিচু-
528575_10151490937565497_779594241_n

দেবতার আবাস ( গ্রীক পর্বত)
215736_10150551601865497_2319780_n

উত্তর মেরুর মেঘেরা, একেবারে মেরুবিন্দুতে দাড়িয়ে তোলা---
p8

মেঘ-পাহাড়ের ফাঁকে উঁকি দিচ্ছে ইতালির সুন্দরতম অঞ্চল- তুসকানি
IMG_9474

চিরতীর্থ
DSC00618

ফ্লাইং সসার মেঘ!
IMG_8551

নীলাম্বরী মেঘদল
IMG_1598

মেঘাবৃত যীশু
IMG_8229

ছড়ানো গোধূলি
IMG_7268

দক্ষিণের সূর্যাস্ত ( ভোলায় তোলা )
195838_10150456573220497_2746809_n

এই মেঘ, রৌদ্র, ছায়া, বরফ
197423_10150445437710497_1390145_n

নিরিবিলি বিকেলে
IMG_7589

ধর্মের অন্যায়ে মেঘেরা নীরব দর্শক, অ্যাজটেকদের দেশে এল খ্রিস্ট
431763_10151373099515497_1617634740_n

সদ্যপ্রয়াত ( হয়ত হত্যাকাণ্ডের শিকার) বন্ধু আসাদুজ্জামান লেলিনের জন্য আকাশ কাঁদছে, মেঘেরা ছিন্ন ভিন্ন, আমার মতই
487042_10151826554170497_1875493561_n

বৃষ্টি নামে টিটিকাকার বুকে--
IMG_6616

নীলা মেঘের দেশে
189162_10150448091925497_7946028_n

রিওর মেঘ, মেঘের রিও
IMG_8148

মেরুগোধূলি
i 30

রহস্যময় হিমালয়
300870_10150903973335497_1447007141_n

মেক্সিকোর সূর্যাস্ত
IMG_3190

বার্চবনে
IMG_9388

পেরুর পরাবাস্তবতা
IMG_5964

ভিনিয়ালেসের সন্ধ্যায় মেঘ নেই, আছে তার আভা
420633_10151370084565497_635209384_n

কালপুরুষ নীহারিকা!
IMG_1941

হিম
IMG_8968

কলোসিয়াম
IMG_5039

উপত্যকা
P1170085

বাটারফ্লাই ইফেক্ট!!
IMG_1980

প্যারিসের সন্ধ্যা
601675_10151808741310497_750681800_n

আফ্রিকা
IMG_4530

মেঘের রাজ্যে যাবার সিঁড়ি- রঙধনু
418875_10151301271375497_4933649_n

তিব্বত
IMG_0534

আগুন
576115_10151530443340497_450392275_n

ধূসর বিষণ্ণতা
389192_10151647924885497_1526537836_n

গাঢ় মেঘের কিউবা
299200_10150819678090497_922158003_n

ত্রিনিদাদের মেঘেরা
310754_10150827564850497_1229373311_n

মেঘের গায়ে পাহাড় ঘুমোয়
387768_10151006854470497_449700596_n

আলতো স্পর্শ
298949_10150914767410497_732339762_n

পার্বত্য মেঘেরা
IMG_4582

ফিয়র্ডের বুকে মেঘ ও মেঘের ছায়া
562897_10151592059645497_520765589_n

মায়াদের মানমন্দির নিশ্চয়ই হাজার বছর আগেও এমন মেঘের দলের নিচেই সিক্ত হত
556188_10151758015470497_1260342616_n

সিংহ ( দক্ষিণ আফ্রিকার এই পাহাড়টির নাম লায়ন্স হেড, দূর থেকে দেখে মনে হয় পশুরাজ বসে আছে)
IMG_4532

মেঘের ছাঁকনি সূর্যের শেষ স্পর্শকে ছড়িয়ে দিচ্ছে অতলান্তিক এবং ভারত মহাসাগরের বুকে
546156_10151576561960497_684475547_n

মেঘ ফুঁড়ে বেরিয়েছে মাউন্ট এভারেস্ট
DSC00681

অপছন্দনীয় ডিম পোঁচ!
IMG_9436

আসল সূর্যাস্ত ( কোন রকম এডিটিং ছাড়া, অবশ্য এমন ছবিই এখানে বেশী, কিন্ত এইটা বেশী অবিশ্বাস্য)
303134_10150828274255497_367694901_n

মেঘ সৈনিক
285259_10150730414240497_4665540_n

টইটুম্বুর
282098_10150718313485497_4158910_n

আফ্রিকার ভোর
281621_10150723321270497_7504187_n

সেই মেঘ, এই কুয়াশা
267859_10150674447885497_3094911_n

ক্যানভাস
252084_10150746102210497_474255_n

তিরলের দৃশ্যাবলী ( জার্মানি এবং অস্ট্রিয়ার সীমান্ত অতিক্রমের সময় তিরলে চলন্ত গাড়ী থেকে তোলা)
250188_10150628064810497_7577294_n

এথেন্সের দিনের শেষে
222171_10150585567900497_4257362_n

জমাটবাঁধা মেঘপ্রান্তর
IMG_9403

পদ্মা
IMG_1651

মেঘের ছায়া
IMG_1826

কেপটাউন
IMG_4528

ঝড়
217593_10150735828880497_7529783_n

মেঘাবৃত নিষিদ্ধ পর্বত ( পবিত্র পর্বত মৎস্যপুচ্ছ, নেপালের পোখারায়)
216993_10150749989135497_6744137_n

মেঘ দেখে ভাল্লুক বলে হয়, নাকি তুমি দেখনি!
IMG_9390

মিহি বুননের পাহাড়ি মেঘেরা
IMG_0050

আঃ
IMG_5387

তুলির পরশ
Picture 693

পাতাঝরার সঙ্গী
IMG_4739

দীঘির বুকে মেঘের ছায়া
IMG_3230

মেঘমুক্ত আকাশে জ্যা মুক্ত তীরেরা
IMG_2362

এস্তোনিয়ার পরিযায়ী ভোর
IMG_0556

মেঘের আলয়
P1160864

বসফরাসের মেঘদল
IMG_7655

ছবি আঁকো!
IMG_5381

হিমের আলয়ে মেঘেরা
IMG_0485

মেঘদূতম
IMG_2137

সোনালী প্রহর
IMG_5281

ক্রান্তীয় ঝড়
IMG_7690

নিশীথ সূর্য ( রাত ২টায় তোলা ছবি)
IMG_1361

সঙ্গী
DSC00715

হাসি
DSC00690

ফিনল্যান্ড
IMG_1278

উঁকি
P1120033

কোন আলো লাগলো চোখে?
paulis sunset

বঙ্গোপসাগরে
DSC04745

ছায়াপথ
IMG_5285

( এই পোস্টটি প্রিয় তাসনীম ভাই এবং তার ফুটফুটে কন্যা দুইটির জন্য। দূরে থেকেও মায়াময় লেখার জন্য মানুষটি বড় কাছের হয়ে উঠেছে, তার শিশুপালন পড়ে যেমন হাসি ধরে রাখতে পারি না, তেমন নস্টালজিক লেখাগুলোর জন্য মুখ ভার হতেও দেরী হয় না।)


মন্তব্য

ক্রেসিডা এর ছবি

চলুক

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

তারেক অণু এর ছবি
Atahar এর ছবি

হাততালি

তারেক অণু এর ছবি

তালি কিসের চিন্তিত

Atahar এর ছবি

সুন্দর photography এর

তারেক অণু এর ছবি

অনেক অনেক ধন্যবাদ। আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

ফাহিম হাসান এর ছবি

সবগুলো ছবিই চমৎকার। তবে আফ্রিকান ভোর, ফ্লাইং সসার মেঘ - এই ছবিগুলো একেবারে সাংঘাতিক রকমের ন্যাট জিও মার্কা। হাজার ঝামেলা, খারাপ খবরের মাঝে আপনার ছবিব্লগ যে কী রকম শান্তি দেয় (হিংসাও হয়) সেটা আর বলার মত না। ভ্রমণ বলতে পর্যটন স্পটগুলোর ছবি/বর্ণনা প্রায়ই পড়ি - কিন্তু এমন আণবিক পোস্ট বুকের ভিতর পুরাই হিরোশিমা -নাগাসাকি বানায় ফেলে।

চলুক চলুক

তারেক অণু এর ছবি

ন্যাট জিও! মিয়াঁ গরিব বলে এমন মস্করা করবেন? করেন করেন, দেইখেন একদিন আমিও খাইছে
কি খবর আপনার, রকির পোস্ট জলদি না ছাড়লে কিন্তু আমিই ঘুরে এসে লিখে ফেলব!

তারানা_শব্দ এর ছবি

রেগে টং ১০০ জায়গায় ঘুরেও বেড়ান আবার ছবিও তোলেন সুন্দর! এঈডা কিছু হইলো? রেগে টং
আপনি গরিব হয়ে কেমন করে এতো ঘুরেন, আমাকে একটু টিপস দেন। ইয়ে মানে গরীব হওয়ার টিপস লাগবে না, ঐটা আমি টিপস ছাড়াই হয়ে আছি। কিন্তু গরীব হয়ে এতো ঘুরতে পারার টিপস চাই! চোখ টিপি [ ইচ্ছা থাকিলে সব হয়- এই জাতীয় উপদেশ বানী দেওয়া যাইবে না! চোখ টিপি ]

বিঃদ্রঃ আপনার ছবিব্লগের সবচাইতে যেই জিনিসটা আমার ভালো লাগে তা হচ্ছে পৃথিবীর নানা দেশের নানা ছবির মাঝে বাংলাদেশেরও কয়েকটা ছবি থাকে। হাসি

"মান্ধাতারই আমল থেকে চলে আসছে এমনি রকম-
তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম!
মনেরে আজ কহ যে,
ভালো মন্দ যাহাই আসুক-
সত্যেরে লও সহজে।"

তারেক অণু এর ছবি

আপনি বড়ই ত্যক্ত বাজ! এর আগে পরমাণুর সাথে তার শত্রু পজিট্রনের মিল করাই দিলেন!

আরে কুন রহস্য নাই, ঘুরি বলেই তো গরীব, মানে না ঘুরলে অর্থনৈতিক দিক দিয়ে হয়ত অনেক সুবিধের থাকতাম, কিন্তু তার কি দরকার!

আচ্ছা, হল্যান্ড আসি, তারপর সবিস্তারে আলাপ হবে ( টিউলিপ সব কেটে ফেলেছে ওঁয়া ওঁয়া এখন আর আসছি না চট করে)

তারানা_শব্দ এর ছবি

ওঁয়া ওঁয়া আর কবে আসবেন? আমি চলে যাওয়ার পরে? ওঁয়া ওঁয়া আর এইসব টিউলিপ মিউলিপ দেখার কী আছে? ফুল একটা দেখার জিনিস হইলো? আর একান্তই ফুল দেখতে হইলে ফুলের মতন নিষ্পাপ ত্রাণা কে দেখুন! লইজ্জা লাগে

আর আমাকে ত্যক্তবাজ বললেন ক্যান? রেগে টং আমি বড় ভালু মানুষ। লইজ্জা লাগে

"মান্ধাতারই আমল থেকে চলে আসছে এমনি রকম-
তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম!
মনেরে আজ কহ যে,
ভালো মন্দ যাহাই আসুক-
সত্যেরে লও সহজে।"

তারেক অণু এর ছবি

বললাম আর কি! ত্রানা, বিশেষ করে ত্যাড়ানাকে দেখার মহা ইচ্ছে, আর কয়দিন আছেন?

তারানা_শব্দ এর ছবি

১ মাস, বেঁচে থাকলে!

"মান্ধাতারই আমল থেকে চলে আসছে এমনি রকম-
তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম!
মনেরে আজ কহ যে,
ভালো মন্দ যাহাই আসুক-
সত্যেরে লও সহজে।"

কৌস্তুভ এর ছবি

অ্যাই, এইখানে কী হচ্ছে??

তারেক অণু এর ছবি

ক্যান !

আব্দুর রহমান এর ছবি

পোস্ট ভালো হয় নাই, এতগুলো অসাধারণ ছবি এক সাথে দেখা খুব যন্ত্রণার কাজ।

------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল

তারেক অণু এর ছবি

দিতে আমারও খবর হয়ে গেছে! তাই শেষমেশ সবগুলো দিতে পারি নাই ইয়ে, মানে...

অনার্য সঙ্গীত এর ছবি

আপনে নিশ্চয়ই এলিয়েন! চিন্তিত

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

তারেক অণু এর ছবি

আমরা সবাই-ই তো এলিয়েন ভাইডি!

কিন্তু সেরাম এলিয়েনে খোঁজে তো কিছু বাদ দিচ্ছি না, দেখা তাও মিলছে না ওঁয়া ওঁয়া
জীবনে একটিবারের জন্যও দেখা হলে কি দারুণ হত, মানে সারা বিশ্বের জন্য !

রামগরুড় এর ছবি

ভাইরে, আপনার হাতে আর আপনার ক্যাম্রারে সালাম।

তারেক অণু এর ছবি
মৌনকুহর এর ছবি

বৃদ্ধাঙ্গুলি!

-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
ফেসবুক -.-.-.-.-.- ব্যক্তিগত ব্লগ

তারেক অণু এর ছবি

চলুক নাকি !

মৌনকুহর এর ছবি

হাসি

-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
ফেসবুক -.-.-.-.-.- ব্যক্তিগত ব্লগ

তারেক অণু এর ছবি
বন্দনা এর ছবি

কিছু সুন্দর জিনিস কষ্ট দেয় ভীষণ, আমার ভালো লাগা মেঘ, আমার কষ্ট লাগা ও এই মেঘের সাথেই। ছবিগুলা খুব খুব খুব সুন্দর হয়েছে।

তারেক অণু এর ছবি

কিছু সুন্দর জিনিস কষ্ট দেয় ভীষণ, আমার ভালো লাগা মেঘ, আমার কষ্ট লাগা ও এই মেঘের সাথেই (গুড়)

অতিথি লেখক এর ছবি

চলুক
ছবিগুলো দারুন।

দেব মুখার্জি
[db.dev.m@gmail.com]
--------------------------------------------------------------
দেব এর উঠোনফেইসবুকগুগলপ্লাস

তারেক অণু এর ছবি

অনেক ধন্যবাদ।

অতিথি লেখক এর ছবি

ছায়াপথ ছবিটা কি ইডিট করা? সব ছবিই এত বেশি দারুণ যে তাদের অসাধারন বললেও কম বলা হয়। আপনি কি সত্যি মানুষ?

-লাবণ্যপ্রভা

তারেক অণু এর ছবি

না না, মনে হয় খালি কিছু অংশ ক্রপ করে বাদ দেওয়া, কিন্তু এখন ঠিক মনে পড়ছে না। এমন মেঘ দেখা যায় তো মাঝে মাঝে।

নৈষাদ এর ছবি

মারাত্মক।

তারেক অণু এর ছবি

মেঘ দরকার নাকি ?

S এর ছবি

রাশিয়া, নর্থ আমেরিকা আর সাউথ-ইস্ট এশিয়া+অস্ট্রেলিয়া থাকলে পুরা পৃথিবীর সব মহাদেশ হয়ে গিয়েছিলো

তারেক অণু এর ছবি

নর্থ আমেরিকার পক্ষ থেকে মেক্সিকো আছে তো! কানাডার আর রাশিয়ার মেঘের ছবি পরে কোন এপিসোডে দিয়ে দেব।
অস্ট্রেলিয়া যেতে হবে ওঁয়া ওঁয়া

ধ্রুব বর্ণন এর ছবি

ভুল লোকেরে চেতাইতেছেন। আপনের মাথামুথা ঠিক আছে? খাইছে

S এর ছবি

@অণু ভাইয়া: ঠিক, মেক্সিকো তো নর্থ আমেরিকায়। আমি সাউথ ভাবছিলাম। যাইহোক, অপেক্ষায় থাকলাম রাশিয়ার আকাশ দেখার জন্যে। আমার খুব শখ ট্রান্স-সাইবেরিয়ান রেলওয়েতে পুরো পথ ঘুরে দেখা। সত্যি হবার সম্ভাবনা নাই, তারপরেও নিজের স্বপ্নটা খুব ভালবাসি হাসি

@ধ্রুব বর্ণন: হা হা হাসি কি যে বলেন। নিজের তো যাওয়া হবেনা, তাই কি কি দেখা মিস করলাম সেটাই লিখলাম।

তারেক অণু এর ছবি

ব্যাপার না, আসলে সাউথ আমেরিকা আর ল্যাতিন আমেরিকা অনেক সময় নিজেরই খেয়াল থাকে না।

রাশিয়ার ছবি বাদ পড়ল কেমনে অ্যাঁ

তারেক অণু এর ছবি

কার অ্যাঁ ্‌ ঠিকই করছে, অজিদের ছাড়ুম না শয়তানী হাসি

কানিজ ফাতেমা এর ছবি

চমৎকার সব ছবি।মন ভাল করে দেওয়ার মত।সব থেকে বেশী ভাল লেগেছে ফিনল্যান্ডের ছবিটা।অপূর্ব।।

তারেক অণু এর ছবি

অনেক ধন্যবাদ। ফিনল্যান্ডের শীতের আকাশে কিন্তু মেঘের দেখা পাওয়া দুষ্কর, ঝকঝকে নীলাকাশ তখন, তার মানেই প্রবল ঠাণ্ডা।

লুৎফর রহমান রিটন এর ছবি

দুনিয়ার সব মেঘ দেখি তোমার পরিচিত! চিন্তিত

হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!

তারেক অণু এর ছবি

না না রিটন ভাই, এই কিছুমিছু আর কি। লইজ্জা লাগে

শান্ত এর ছবি

আপনার পোস্টে মন্তব্য করে লাভ নাই। ভালো, সুন্দর, অসাধারণ, ফাটাফাটি, চমৎকার ই্ত্যাদি ইত্যাদি বলতে বলতে বিরক্ত হয়ে গেছি। ধুর। ফাউল পোস্ট।
দেশে কবে আসবেন। আপনার সঙ্গে দেখা করতে হবেই হবে।

__________
সুপ্রিয় দেব শান্ত

তারেক অণু এর ছবি

আসতে পারি এই বছরই, দেখা হবে।

মরুদ্যান এর ছবি

কিসু কমু??!! নাহ থাউক!

হাততালি হাততালি (এতগুলি সুন্দর ছবি এক লগে দিয়েন না, মাথা ঘুরে মন খারাপ )

-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে

তারেক অণু এর ছবি

ঘুরে নাকি ! আগে তো জানতাম মাথা এমনিই ঘুরে, কারণ পৃথিবী ঘুরে!।

ইয়াসির এর ছবি

ওরে খাইছেরে!
আগে সন্দেহ ছিলো আপনি স্পাই, এবার তাসনীম ভাইয়ের সাথে একমত হয়ে বলতে চাই, আপনি নিশ্চয়ই ভিনগ্রহের চিড়িয়া!!

পোস্টে ডবল মাইনাস (দুইবার ঈর্ষা, একবার ভ্রমণে, একবার ছবি তোলার হাতে)

তারেক অণু এর ছবি

তাসনীম ভাই তো ঘুমে এখনো! ঐটা আমাদের আর্য মডু!

ইয়াসির এর ছবি

হ! "অনার্য সঙ্গীতের সাথে একমত" হবে
সাত সকালে ঘুম ঘুম চোখে পোস্ট দেখছিলাম, কিসের সাথে কি গুলিয়ে ফেলেছি নিজেই জানি না।

তারেক অণু এর ছবি
অতিথি লেখক এর ছবি

আমি ভালবাসি আশ্চর্য মেঘদল- আহা...!

মেঘ নিয়ে খেলা করার কথা মনে পড়ে গেল-... পুরাই- হাততালি - অনেক সুন্দর, সবগুলো...

কড়িকাঠুরে

তারেক অণু এর ছবি

আহা, কি সুন্দর ছিল সেই মেঘখেলার দিনগুলি।

অতিথি লেখক এর ছবি

রংধনু আর মেঘের গায়ে পাহাড় ঘুমোয়- কি একই জায়গা...
মৎসপুচ্ছ-তো একেবারেই নিষিদ্ধ- ওটাকে বেশি খাঁড়া লাগে- সবচেয়ে ভয়ংকর শৃঙ্গ কোনটা- মানে উঠার পথ...
আর কি বলি... পরে বলুম নি... হাততালি

কড়িকাঠুরে

তারেক অণু এর ছবি

না না, দুইটা পৃথিবীর দুই মাথায়, একটা হিমালয়, অন্যটা আন্দেজ।

Shakir Ahmed এর ছবি

ভালো, ভালো, খুবই ভালো.....
এর বেশী আর কি বলতে পারি???

তারেক অণু এর ছবি

হুম, আরো ভালো হতে পারত। খাইছে

রংধনুর কথা এর ছবি

এক জীবনে কত কি দেখার আছে, অথচ কিছুই দেখা হল না। ধন্যবাদ আপ্নাকে।।আপনার জন্য হলেও অনেক কিছু দেখা তো হল। হাততালি

তারেক অণু এর ছবি

কত কিছুই অজানা থেকে যাবে, অদেখা রয়ে যাবে, কিন্তু যা দেখি আমরা তাইই লাভ।

ত্রিমাত্রিক কবি এর ছবি

খালি স্ক্রল করতেছি, আর করতেছি, আর করতেছি, আপনারে ঈর্ষা না হিংসা করি।

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

তারেক অণু এর ছবি

হ, ছবি আসলে ভাগ করে দিতে হবে এরপর থেকে। ধন্যবাদ কবি ভাই।

তাপস শর্মা এর ছবি

সুন্দর বললে সুন্দরের অবমাননা করা হবে তাই না। হাসি
একটা বিশ্রাম, নীরব শান্তি এনে দিল এই ছবিগুলি ভাইডি।

তারেক অণু এর ছবি

নীরব শান্তি, যা বলেছ দাদা!

অতিথি লেখক এর ছবি

উত্তম জাঝা! গুরু গুরু
চরম উদাস হয়ে গেলাম!

সৌরভ কবীর

তারেক অণু এর ছবি

হায় হায়, কইচ্চেন কি ! এখন আসলে চরম উদাসের কি হবে অ্যাঁ

মরুদ্যান এর ছবি

২-৩ দিন যাবৎ এইখানে চ্রমুদাস ভাইরে দেখিনা।

-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে

তারেক অণু এর ছবি

ফিরিয়া আইছে দেখলাম তো !

রাজর্ষি এর ছবি

ভাই অনেক আনন্দ দিলেন। আপনার জন্য সিলেটের আকা[img=500x375]C:\Documents and Settings\Raju\Desktop\nw[/img]শ দিলাম।

তারেক অণু এর ছবি

সিলেট ব্যপক প্রিয় জায়গা, ধন্যবাদ।

তদানিন্তন পাঁঠা এর ছবি

চলুক (বাংলায় পড়ুন)।

তারেক অণু এর ছবি
ব্যাঙের ছাতা এর ছবি

সচলায়তনের উপর অভিমান করে অনেকদিন মন্তব্য করা থেকে বিরত থাকছিলাম কিন্তু এই ছবিগুলো দেখে মন্তব্য না করে পারলাম না।
ছবিগুলো দেখে মনে হলো
"মেঘেরা দল বেধেঁ যায় কোন দেশে ?
ও আকাশ বল আমারে
তারা কোন যমুনাতে উল্লাসে নাচে - - - "

তারেক অণু এর ছবি

অভিমান কেন! আপনি হাচল হননি এখনো নাকি/

ব্যাঙের ছাতা এর ছবি

হাচল হওয়ার আশা নাই ভাইয়া, হাচল হতে হলে কিছুতো লিখতে হবে। আমি অনেক ভালো পাঠক তাই এ জন্মে হাচল হবার আশা নাই।
সবার উপরেই অনর্থক অভিমান হয়েছিল, এখন মন ভালো হয়েছে হাসি

তারেক অণু এর ছবি

মন ভালো শুনে ভাল লাগল।

ইমা এর ছবি

আপনার ছবি ব্লগগুলোতে অসাধারণ, অসম্ভব সুন্দর এই ধরণের মন্তব্য দিতে দিতে ক্লান্ত আমি। এই পোস্টের ছবিগুলো একধরণের ঘোর তৈরি করেছে। অনেক খুশির সংবাদে মানুষ কেন কাঁদে সেটার যেমন ব্যাখা দেয়া যায় না, এই ছবি গুলো দেখে কেন চোখে পানি এল তারও কোনো কারণ খুঁজ়ে পাচ্ছি না। শুধু মনে হচ্ছে এ রকম সৌন্দর্য আপনি সহ্য করেছেন কিভাবে! আবার ধর্য্য নিয়ে সবটুকু সৌন্দর্য ফুটিয়েও তুলেছেন আপনার ছবিতে!!!! গুরু গুরু

তারেক অণু এর ছবি

আহা, কি মায়া মাখানো কথা, এটা কিন্তু সম্ভব হয়েছে আপনি নিজে সুন্দরের পূজারী বলেই। অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকুন সবসময়।

দিগন্ত বাহার এর ছবি

গুরু গুরু গুরু গুরু গুরু গুরু

তারেক অণু এর ছবি
সৃষ্টিছাড়া এর ছবি

সাধারণ এর আগে "অ" দিলাম! মুগ্ধ !

তারেক অণু এর ছবি

কি সৃষ্টিছাড়া মন্তব্যরে বাবা।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

এই সিরিজে আপনার নিজের একটা ছবি দিতে পারতেন। আপনেও তো মেঘের মতো... খালি এখান থেকে ওখানে উড়ে ভেসে বেড়ান হাসি

______________________________________
পথই আমার পথের আড়াল

তারানা_শব্দ এর ছবি

চলুক

"মান্ধাতারই আমল থেকে চলে আসছে এমনি রকম-
তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম!
মনেরে আজ কহ যে,
ভালো মন্দ যাহাই আসুক-
সত্যেরে লও সহজে।"

তারেক অণু এর ছবি

না, পেলেনের ভাড়া ঠিকই লাগে দাদা!

শাব্দিক এর ছবি

মানসিক যন্ত্রনা দেয়ার মত পোস্ট।
কোন মানে নাই এভাবে মানুষকে ঈর্ষান্বিত করার। মন খারাপ

তারেক অণু এর ছবি

সবাই আনন্দ পেল, আপনি কেন যন্ত্রণা চিন্তিত

নিয়াজ মোর্শেদ চৌধুরী এর ছবি

উত্তম জাঝা!
সকালে ঘুম ভাঙলে পরে ফোন থেকে ছবিগুলো দেখছিলাম। অদ্ভুত একটা অনুভূতি হচ্ছিল। পুরোই অপার্থিব একটা কালেকশন।

তারেক অণু এর ছবি

ধন্যবাদ নিয়াজ ভাই, ডাবলিনের মেঘ বাদ পড়ে গেছে, তবে শীঘ্রই পেয়ে যাবার আশা রাখি।

তাসনীম এর ছবি

বাচ্চাদের ছবিগুলো দেখাবো। মেঘ আমাদের সবার খুব প্রিয়। প্রিয় জিনিস উপহার দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ হাসি

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

তারেক অণু এর ছবি

বাচ্চারা কি বলে?

মাহমুদ.জেনেভা এর ছবি

অনু ভাই আপনার ক্যামেরা কি ল্যান্স কি?
সব গুলাই জোশ

তারেক অণু এর ছবি

কয়েক ধরনের লেন্সে তোলা, বেশীর ভাগই ধার করে। !

অরফিয়াস এর ছবি

অনুদা, ভালো হচ্ছেনা বলে দিচ্ছি, একদম ভালো হচ্ছেনা। খাইছে এরকম করলে হয়? কখনো তুমি যাযাবর হবে আবার কখনো মেঘদুত? এ কিন্তু মেনে নেয়া যায়না, ভীষণ অন্যায়|

আচ্ছা তোমার ক্যামেরাখানা কি তোমার মতোই স্পেশাল নাকি? এত ভালো ছবি কি করে তোলো?

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

তারেক অণু এর ছবি

আরে না, ক্যামেরা কি আর ছবি তোলে! ঠেলেঠুলে চালায় আর কি, পরের বার আফ্রিকা যাবার আগে বদলাতে হবে।

সচল জাহিদ এর ছবি

ছবিগুলান জোস।

একটা জিনিস বোঝলামনা। কাল রাতে ঘুমে একখান স্বপ্ন দেখলাম, অনুরে বাঘে খাইছে। ঈমানে কইলাম হাছা স্বপ্ন। চিন্তিত


এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
ব্যক্তিগত ওয়েবসাইট
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।

তারেক অণু এর ছবি

বাইচ্যা আছি তো !

বন্দনা কবীর এর ছবি

ছবির সাবজেক্ট হিসেবে মেঘ আমার সব চেয়ে প্রিয়। আমি খুবই সস্তাদরর ফটোগ্রাফার। তাও ফাঁক পেলেই এই মেঘের ছবি-ই বেশি তুলি।

এখন মেঘ হতে মঞ্চায়
তারেকাণূ হইতেও মঞ্চায়
ভাললাগেনা মন খারাপ

তারেক অণু এর ছবি

মেঘের ছবিগুলো দেখান আমাদের।

ধুসর গোধূলি এর ছবি

প্রথম কথা, আপনে এই দফার ছবিগুলোর নামকরণে আমার আকিকা দেয়া ফার্স্ট নেইম আর লাস্ট নেইম মিলায়ে মোট তিনবার আমার নাম ব্যবহার করছেন। বখরা দিছেন? জব্বার কাগুরে ডাকুম?

দ্বিতীয় কথা, ফিনল্যান্ড ইউরো খেলে না ক্যান! আইজকা আপনেগো প্রতিবেশীরে ইউক্রেন রকেট স্টাইলে দৌড়াইছে। আমি ইউক্রেনের পক্ষে। জিগান, ক্যান! কারণ হইলো,
সুইডিশ বালিকারা মোটেও নহে উহুলালা।
ইউক্রেনের বালিকারা ভোঁতা দাও দিয়া মারিহালা! হাসি

তৃতীয় কথা, এই ব্লগ দেখার পরে ঠিক করলাম, আপনেরে আর খাষ্টাঙ্গের পায়ার লগে বান্ধুম না। বান্ধুম আপনের ক্যামেরারে। আপনের আসল মাস্তান হইলো এই ক্যামেরা!

ফাহিম হাসান এর ছবি

সুইডিশ বালিকারা মোটেও নহে উহুলালা।
ইউক্রেনের বালিকারা ভোঁতা দাও দিয়া মারিহালা!

গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি

তারেক অণু এর ছবি

মুরব্বী কি ইউক্রনের বালিকাদের নিয়ে আমাকে জ্ঞান দেবার চেস্টা চালাচ্ছে অ্যাঁ মায়ের কাছে মাসী না একেবারে নানীর গল্প!

ফিনল্যান্ড খেলেনা বলেই তো গেলাম না, পরের বার।

প্রদীপ্তময় সাহা এর ছবি

মেঘ দেখে ভাল্লুক বলে হয়, নাকি তুমি দেখনি!

একজন প্রচণ্ড প্রিয় মানুষের লেখা-গাওয়া একটা অসাধারণ গান মনে করিয়ে দিলেন।
এই লাইনটা শুরু থেকেই মনে আসছিল।
পরে ক্যাপশনে দেখে মন ভাল হয়ে গেল।

ছবিগুলো খুবই সুন্দর।
ও হ্যাঁ, 'বেলি রোডের ধারে' গানটা শুনেছেন নিশ্চই।

তারেক অণু এর ছবি

অবশ্যই, ভাল লাগার গান।

স্বপ্নখুঁজি এর ছবি

আহা! কি দারুন দেখলাম।।।।।

তারেক অণু এর ছবি

চোখদুটো টানা টানা- নাকি !

কৌস্তুভ এর ছবি

মন খারাপ

তারেক অণু এর ছবি

বিলেতি মেঘ তো আপনার জন্য রাখছি শয়তানী হাসি

ধুসর জলছবি এর ছবি

ভাল লাগা, ঘোর লাগা, মন খারাপ হওয়া সাথে কিছুটা উদাস হওয়া (চরম না শুধু উদাস) , হিংসায় জ্বলুনি, একটু একটু মেজাজ মেজাজ খারাপ এরকম মিশ্র অনেকগুলো অনুভূতি হল আপনার বর্ণিল মেঘ গুলোকে দেখে। হিংসা আর মেজাজ খারাপ কিন্তু মেঘেদের জন্য হয়নি। হিংসা আপনার জন্য আর মেজাজ খারাপ হয়েছে নিজের জন্য ।

তারেক অণু এর ছবি

মেজাজ খারাপ কইরেন না খামোখা, আমরা আমরাই তো!

দুঃখবিলাসী এর ছবি

মাঝে মাঝে মনটা খারাপ করিয়ে দেয়ার জন্য তারেক অণুকে মেরে ফেলার প্ল্যান করি; তারপরই মনে হয় তাহলেতো সৌন্দর্যের কারনে আর মন খারাপ করতে পারবোনা, বেঁচে গেলেন। দেঁতো হাসি

তারেক অণু এর ছবি

আহা, বেঁচে আছি!

পরী এর ছবি

যাক অবশেষে আমার আকাশকে নিয়া পোষ্টাইলেন। লইজ্জা লাগে আমার ও আমার আকাশের তরফ থেকে আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- । ডোন্ট কু'চিন্তা। এইটা শুধুই আকাশ, কোন মানবরূপি আকাশ না খাইছে

তারেক অণু এর ছবি

কেন নয় অ্যাঁ লইজ্জা লাগে

শাফায়েত এর ছবি

দারুণ। ২বছর আগে নীলগিড়িতে গিয়ে পায়ের নিচে মেঘ দেখেছিলাম,সেটাই আমার মেঘ দেখার সব থেকে দারুন অভিজ্ঞতা। মেঘ দেখার একটা বড় সুবিধা হলো ঢাকায় ছাদে বসে যা জানালা দিয়েই অসাধারণ দৃশ্য উপভোগ করা যায় যদি দেখার চোখ থাকে।

তারেক অণু এর ছবি

সত্য বলেছেন! (গুড়)

আবির এর ছবি

অনেক সুন্দর ছবিগুলো, একেবারে লেখা -গুড়- হয়েছে

একটা সময় অনেক হিংসা লাগতো, বহু আগেই ওইসব পার করে হিংসার ঊর্ধ্বে চলে গেছেন আপনি। স্বপ্ন আছে একদিন এভাবেই পুরো দুনিয়া চষে বেড়াব, তবে তার আগ পর্যন্ত যে আপনার লেখা আর ছবির মাধ্যমেই একবার দেখা হয়ে যাচ্ছে, এতেই বা ক্ষতি কি। আগেও অনেকগুলো লেখাই পড়া ছিল, তবে এই পিএল এ পড়ালেখা বাদ দিয়েই আপনার লেখাগুলোই আবারো পড়ছি, আফটার অল শেখা তো কম হচ্ছে না!

খোমাখাতায় আপনার বন্ধু হবার খায়েশ, বন্ধুত্বপ্রস্তাব পাঠিয়েছি।

-আবির সাহা

তারেক অণু এর ছবি

ঊর্ধ্বে মানে কী ! মেঘের ওপারে !

স্যাম এর ছবি

ঘুমাতে যাওয়ার আগে ভাল কিছু দেখলাম - আহা! অপার্থিব!!

তারেক অণু এর ছবি

ঘুম শুভ হ উ ক

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।