অনেকদিন ধরেই স্বপ্ন দেখি দেশে ইয়োরোপ নিয়ে একটা বড় আলোকচিত্র প্রদর্শনী করব, অন্য অনেক স্বপ্নের মতই এটিও বাস্তব হয় না, কিন্তু ছবি তোলা হতেই থাকে, দেশে দেখা চলতেই থাকে। সেই নানা ছবির স্তুপ থেকে কিছু নিয়ে এই গোঁজামিল পোস্ট, জানি প্রকৃতি এবং মানুষ তেমন ভাবে আসে নি, অনেক দেশ বাদ পড়ে গেছে, কিন্তু আপনাদের ভাল লাগলে একে একে সব দিয়ে দিব, বাদ রাখব না একটি ভূখণ্ডও।
সামান্য উপহারটি গুরু সৈয়দ মুজতবা আলীর জন্য, উনি বেঁচে থাকলে নিশ্চয়ই এই সাহস করতাম না। অনেক আগে শুনেছিলাম এক ব্যক্তি অবধারিত অন্ধত্ব জেনে পুণ্যলাভের আশায় বাইবেল মুখস্থ করে ফেলেছিলেন, আমার মনে প্রশ্ন জেগেছিল এমন পরিস্থিতিতে পড়লে আমি কোনটি মুখস্থ করব? উত্তর পেয়েছিলাম নিজের কাছে- দেশে বিদেশে।
আদি দেবতা ( মেনহির), চেক প্রজাতন্ত্র
দানিয়ুবের তীরে হাঙ্গেরির সংসদ ভবন, বুদাপেস্ট
অটোম্যান উপাসনালয়, বাইজেন্টাইন দেয়াল! ইস্তাম্বুল
ড্রেসড্রেন ( পূর্ব জার্মানির তো বটেই, অনেকের মতেই সমগ্র জার্মানির সুন্দরতম নগরী)
জন্মভূমে মোজার্ট, সালজবুর্গ, অস্ট্রিয়া
ইউরোপের নবতম ভূখণ্ড, নিডা নামের গ্রাম, লিথুয়ানিয়া এবং রাশিয়ার কালিনিনগ্রা্দের মিলনস্থলে তোলা ছবি
লায়ন মনুমেন্ট, বিশ্বের করুণতম ভাস্কর্য, লুজার্ণ, সুইজারল্যান্ড( তারিণীখুড়োর এক গপ্পে লুজার্ণের নামের উল্লেখ আছে)
ব্রাতিস্লাভার নীল গির্জা, স্লোভাকিয়া
হোয়াইট হাউসের আদলে তৈরি রিগার থিয়েটার
১৩১ বছর ধরে নির্মাণাধীন ল্য সাগরাদা ফ্যামিলিয়া
নোবেল পুরস্কার জাদুঘর, স্টকহোম
এস্তোনিয়ার পারনু শহরের অর্থোডক্স ক্যাথেড্রাল
বিশ্বের বৃহত্তম অ্যাম্বার বাজার
মন্তব্য
দারুন সব ছবি
অনেক অনেক ধন্যবাদ।
facebook
পেত্থম মন্তব্য আমার। ছবিগুলা দারুণ। আহা কবে যে ভালো ছবি তোলা শিখতে পারবো।
_______________
আমার নামের মধ্যে ১৩
নাগো দাদা, আপনারে ঠেলা মারছে! নো চিন্তা, আজ-কাইলের মধ্য ফোন করব।
ছবি তোলা শিখবেন_? বিনয় ফৌজদার!
facebook
ভাইরে ভালো ছবি তোলার কথা কইছি, বিনয় না। তোমাদের কিছু লোকজনের ছবি দেখে শাটার টেপার সাহস পাইনা আজ কাল, কেমুন দুব্বল দুব্বল লাগে।
_______________
আমার নামের মধ্যে ১৩
হ, চলেন ক্রুগার যায়! সব একসাথে হবে নি//
facebook
হা ক্রুগার!!
_______________
আমার নামের মধ্যে ১৩
হবে হবে, ক্রুগার থেকে কালাহারি, কেপ টাউন, যে হালাগো সাথে ক আছে কোন ব্যাটারেই ছাড়ুম না !
facebook
আহা কবে কবে কবে!!!
_______________
আমার নামের মধ্যে ১৩
চলেন যাইগা, কি আছে জীবনে!
facebook
মরে গেলে হাড্ডি! কাজ করতে আর ভালো লাগে না
_______________
আমার নামের মধ্যে ১৩
নামিবিয়ার সোসুভ্লেই ও অন্যান্য লোকেশনে ডিউন-ব্যাশিং করেন গিয়া। তারপর আমাদের সেইসব ছবি দেখান। সাউথ আফ্রিকার কাছেই না? এইখানে কিছু প্রিভিউ দেখেন!
****************************************
নামিব, আহা আমার প্রিয় মরুভূমি!
facebook
আহা মাঝিভাই দারুণ জিনিসতো , আমরাও একদিন....
_______________
আমার নামের মধ্যে ১৩
হবেই হবে---
facebook
ড্রেসডেনে নৌবিহার করেছেন?? আমার কাছে খুব ভাল লেগেছিল। ড্রেসডেন থেকে চেক বেশি দূর নয়
করেছিলাম, সেখানে থেকে একবার জাহাজে করে হামবুর্গ যাবার ইচ্ছে আছে।
facebook
প্রথম ছবিটা মনে হয় Florence এর Ponte Vecchio
অবশ্যই!
facebook
পড়ার আগে পরথম কথা- এত্ত ছবি একসাথে কেনু??? হুওয়াই???
মাথা ঘুরে...
এহন দেহি কী ছাইপাশ তুলছেন...
কড়িকাঠুরে
কোথায় এত্ত! অনেক কমায়ে দিলাম তো, ভাগে ভাগে আসবে।
facebook
পড়েন, আমি প্রায়ই পড়ি।
facebook
এইডা হইলো গিয়া ইমুশুনাল টরচার...
বেকটি ভালা- একটা দেকলে হেইডাই বেশি ভালা- সবগুলা দেকলে-
বেশি ভালা ভালা না... হামি কান্দিমু- হেরপরে-
বেশি ভাল- সবগুলা ভাল- একসাথে কেমনে দেখমু- স্ক্রল টানা লাগে...
আর কী কমু... 'কিছ্ছু কওয়ার নাই'
কড়িকাঠুরে
facebook
ঠিক ঠিক- দেশে বিদেশে- ওহ- অসসসসসসাধারণ... আবদুর রহমান...
কী মনে করাইলেন... আবার পরমু... আইজকাই...
কড়িকাঠুরে
আমি প্রায়ই পড়ি।
facebook
ট্যাকা দ্যান, ইউরোপ যামু।
তয়লে দুবাই!
facebook
একটা বড়সড় ডেজার্ট সাফারি বা ডিউন-ব্যাশিং করে পোস্ট দেন না ছবি/ভিড্যু সহ? প্লিজ?
আমার কপালে বোধহয় আর নাই, এখন আপনিই একমাত্র ভরসা!
****************************************
আরে আপনের মিশরের পোস্ট কই! একটা ডিউনের দিতে পারি, কিন্তু বিশালাকার কিছু না, আগেই বলে দিচ্ছি।
facebook
দারুন !!
১৪৪ বছর ধরে নির্মীয়মান গির্জার সম্পর্কে জানতে চাই।
----------------------------------------------------------------------------------------------
"একদিন ভোর হবেই"
আসলে ১৪৪ বছরে শেষ হবে, ইতিমধ্যে ১৩১ বছর গেছে।
একটা বিশাল পোস্ট লিখব সেটা নিয়ে, কিন্তু কিন্তু করে ইতিমধ্যে ২ বছর গেছে গা !
facebook
গীর্জা হওয়ার আগেই লেখা দেন।
পিলিজ।
তা দিব, গির্জা হতে এখনো ১৪ বছর বাকী!
facebook
----------------------------------------------------------------------------------------------
"একদিন ভোর হবেই"
জয়েন করবেন নাকি !
facebook
আপনি চাইলে জয়েন করতে সমস্যা নেই, বরং খুশি হবো সাহায্য করতে পারলে মন থেকে। শিখতে আর জানতে আমার আগ্রহের কোনো কমতি নেই।
----------------------------------------------------------------------------------------------
"একদিন ভোর হবেই"
facebook
দুইজনে মিলে ধরেন তাইলে তাড়াতাড়িই হয়ে যাবে।
নাহ, পোস্টটা করতেই হবে।
facebook
যা আছে তাতেই চলবে আপাতত। তবে, আমার মূল আবদারটা হচ্ছে - আপনার অদূর-পরবর্তী গন্তব্য-তালিকায় আমার/দের জন্য একটা নামকরা ডিউন-ফিল্ড বা এর্গ (erg) রাখেন। আপনার চোখ দিয়েই ঐ অপার্থিব সৌন্দর্য আর এ্যাডভেঞ্চার উপভোগ করব আরকি! চাইলে আপনারে এর্গগুলির একটা লিষ্টিও বানায় দিতে পারি।
****************************************
হাতে সময় থাকলে দিয়ে ফ্যালান, পিলিজ!
facebook
সুন্দর সব ছবিগুলো। ভালো লাগলো অনু ভাই। ভালো থাকবেন।
facebook
ইউরোপ ভ্রমণের এই ক্র্যাশ কোর্স ভালো লাগল।
আচ্ছা একটা কথা বলুন,
নিসর্গ, মানুষের ব্যবহার, পরিকাঠামো এসব মিলিয়ে আপনার সবচেয়ে ভালো লেগেছে কোন দেশটি?
জানি বলা কঠিন হবে। তবু ক্রমান্বয় একটা লিস্টি দেন না।
মুশকিল তো বটেই, এই মুহূর্তে মনে হচ্ছে মেক্সিকোর কথা। আর ইউরোপের মধ্যে হয়ত ইতালি।
facebook
আপনার পোস্ট দেখলে মনে হয় বিদেশ চলে যাই। পরে আবার ভাবি - নাহ, দেশেই থাকবো; মাঝেমাঝে বিদেশ ঘুরে আসব। এমন সময় মনে পড়ে - টিউশানি খোঁজা দরকার, মাসখরচেই টানাটানি!!! (ভবিষ্যতে কি হবে এ থেকেই বোঝা যায়!)
সুন্দর পোস্ট, কিন্তু মন খারাপ হয়ে গেল।
সব দেশই বিদেশ, সব বিদেশই দেশ।
মন খারাপ করেন না, অবশ্যই ভ্রমণের ইচ্ছাপূরণ হবে।
facebook
চরম বলেছেন দাদা।
উদাস দা ক্ষেপে না যায় !
facebook
বস কিছু মনে নিয়েন না। অনেক দিন পর আপনার একটা পোস্ট পেলাম যেটা ভালো লাগল না। আপনার ভালো পোস্টের ব্যাপারে এত বেশি নিশ্চিত থাকি যে চিন্তা করতে বসলাম আমার মুড অফ নাকি ছবি সিলেক্ট করার সময় আপনার মুড অফ ছিল, নাকি আমার মনিটর ঝাপসা হয়ে গেছে। বেশির ভাগ ছবি লো কন্ট্রাস্ট এবং বিষণ্ণ আলোতে মনে হচ্ছে। বেশির ভাগ ছবিই মনে হচ্ছে একটু দূর থেকে অথবা ওয়াইড অ্যাঙ্গেলে হওয়া উচিত ছিল। ইট পাথরের চেয়ে প্রকৃতির সাথে সখ্যতা আপনার বেশি আমি নিশ্চিত। জানিনা আসলে কি? কিন্তু এই প্রথম আপনার ছবি দেখলাম, কিন্তু সে জায়গায় না যেতে পারার দুঃখে চুল ছিঁড়ছি না।
এ ইউসুফ
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। আমারই সমস্যা হবে, বেশ কদিন পর কম্পুতে বসলাম কি না।
কিন্তু চুল ছিঁড়বেন কেন নিজের ! এই কাজ ভুলেও কইরেন না !
facebook
আবারো বলতেই হচ্ছে আপনি না থাকলে এত সুন্দর দৃশ্যগুলো দেখা হত না।।।দারুন।।
facebook
আপনার ক্যামেরায় বাংলাদেশের ছবি নাই? নাকি মিস করে গেছি? মিস করে থাকলে, লিঙ্ক প্লিস!!
ভালো হইছে বরাবরের মতো।
__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;
কন কি ! বাংলাদেশ নিয়ে একটা সিরিজ আছে তো- বাংলা নামের দেশ। যদিও কেবল ২ টা পোস্ট করছি এখন পর্যন্ত, কিন্তু এবার দেশে যেয়ে ব্যপক ছবি তারপর বুঝতেই পারছেন
facebook
অসাধারণ সব ছবি!! খুব সুন্দর।
সাপের ছবি আসিতেছে।
facebook
একটা বিশেষ মহল অনেক দিন ধরেই চেষ্টা চালাচ্ছে আপনাকে পৃথিবীর যে কোনো মামলায় ফাসায় দিয়ে ব্লগোস্ফিয়ারকে তারেকাণুমুক্ত রাখতে। মনে হচ্ছে আমার উচিত হবে ওই গ্রুপে নাম লিখানো।
-রু
পিলিজ যেয়েন না! আপনি কি ডিসিতে আছেন?
facebook
চমৎকার সব ছবি কিন্তু সাপের ছবি দিয়েন না প্লীজ
যা বাবা! কুমির দিলাম কিছু বললেন না, এহন নিরীহ সাপ নিয়ে এত কাহিনী! আর আমার যে খবর হয়ে গেছে ছবি তুলতে!
facebook
ভালো লাগলো
facebook
ল্য সাগরাদা ফ্যামিলিয়া সম্পর্কে যা লিখেছেন তাতে একটু ভুল বুঝাবুঝি হতে পারে। এটার কাজ শেষ না হবার পেছনে কারণ কিন্তু ভিন্ন। ১৮৮৩তে শুরু হবার পর ১৯২৬ এ গাউডি মারা যান। এরপরও কাজ চলছিলো, কিন্তু স্পেনের গৃহযুদ্ধের পর অন্য অনেককিছুর মতই ১৯৩৬ এ গাউডির কারখানায় আগুন দেয়া হয় এবং তাতে এর নকশা গুলো পুড়ে যায়। তাতে গাউডির নকশানুযায়ী কাজ শেষ হবে কীনা সে ব্যাপারে সন্দেহ দেখা দিলে কাজ বন্ধ থাকে। পরবর্তিতে এই কাজের সাথে জড়িত যারা নকশা সম্পর্কে কিছুটা ধারনা পেয়েছিলেন তাদের থেকে পরামর্শ নিয়ে আবার কাজ শুরু হয় এবং শেষ করার সম্ভাব্য সময় ধরা হয় ২০২৬। এই সময়টা হিসাব করা হয়েছে টাকার যোগানের উপর নির্ভর করে, মুলত এখন এটা দানের আর পর্যটকদের টাকায় তৈরি হচ্ছে।
ছবিগুলো ভালো লেগেছে।
...........................
Every Picture Tells a Story
অনেক ধন্যবাদ মুস্তাফিজ ভাই।
ল্য সাগরাদা ফ্যামিলিয়া এবং গাউডির অন্যান্য কর্ম নিয়ে একটা পোস্টে হাত দিব চিন্তা করছি অনেক দিন ধরেই, সেখানে আপনার ফিদব্যাক পাব আশা করি।
facebook
আপনে গুরু আলী সাহেবের বাসভবনের ছবি দেন নাই। মাইনাস আপনেরে। রাইনের পাড়ের বেথোফেনের মস্তকের ভাস্কর্যটা আসলেই একটা জিনিস।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
কলকাতার সায়েন্স সিটিতে এমন একটা ভাস্কর্য দেখেছিলাম, রবীন্দ্রনাথ ঠাকুরের। সবারই ভালো লেগেছে এমন কাজগুলো
কলকাতার সায়েন্স সিটিতে এমন একটা ভাস্কর্য দেখেছিলাম, রবীন্দ্রনাথ ঠাকুরের। সবারই ভালো লেগেছে এমন কাজগুলো
আমিনুল করিম মাসুম
আলী সাহেবের বাড়ীর সামনে মনির ভাইরে রেখে ফটুক হবে!
facebook
হ, সৈয়দ মনির আলী রকস!
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
facebook
অসাধারণ আর ঈর্ষণীয়।
লা সাগারাদা ফ্যামিলিয়া বার্সেলোনায়, তাইনা? এন্তোনিও গাউদির কাজ। পৃথিবীতে মনে হয় এমন স্থপতি একজনই ছিলেন। গাউদি অন্যদের চেয়ে এতোটাই অন্যরকম যে, উনি যখন বিশ্ববিদ্যালয় থেকে পাশের সার্টিফিকেট পান তখন যিনি সার্টিফিকেটে রিমার্ক করেছিলেন তিনি লিখেছিলেন, "হয় এন্তোনিও পুরোপুরি পাগল নয়তো অবিশ্বাস্য প্রতিভা।"
ব্রাতিস্লাভার নীল গির্জার পিছনের আকাশে কি জানি দীর্ঘ মেঘের মতো একটা চোখে পড়লো।
বিশ্বের করুণতম ভাস্কর্যের গল্পটা কই জানতে পারবো বলতে পারেন?
আচ্ছা, এখন পর্যন্ত কয়টা দেশে ঘুরলেন? অভিযাত্রা চলুক।
সচলে এটাই আমার প্রথম মন্তব্য।
আমিনুল করিম মাসুম
মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
গাউদির অন্যান্য সৃষ্টিগুলো নিয়েও একটি পোস্ট করব আশা রাখি শীঘ্রই।
লায়ন মনুমেন্ট গুগলেই পাবেন। মন্তব্য এবং লেখালেখি জারি থাকুক।
facebook
সামলে!
facebook
তুমি একটা ঈর্ষাজাগানিয়া চরিত্র! একটু(গুড়) খাও।
হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!
কে কি বলে! কার কোথাকার কিসের ঈর্ষা
facebook
সৈয়দ মুজতবা আলী আমারো গুরু।
বুঝতে পারছি আপনার সাথে কোন একটা ভ্রমনের সঙ্গী হতেই হবে। কিন্তু জানিনা কখন কবে - শুধু ইচ্ছা আছে।
হয়ে যাবে! ডু ফুর্তি!
facebook
সবকিছুই ছবির মতো সুন্দর। ভীষণ ভালো লাগল।
ডাকঘর | ছবিঘর
ছবিই তো !
facebook
''ও সাবান বিক্কিরির নয়, ও গাড়ি কোথায় যেন যায় না'', রসবোধের দীক্ষা মনে হয় বাংলাভাষী মুজতবা আলী'র কাছ থেকেই পায়।
এই ছবিগুলো সব আপনি তুলেছেন? আপনিতো মহান পরিব্রাজক হে!
হে, এইকটা ছবি তুলেই মহান পরিব্রাজক! জীবন এত সহজ নহে ভ্রাত!
facebook
_____________________
Give Her Freedom!
facebook
অণুভাইয়ের বনবাস চিরদিন হয় না ক্যান! আর সহ্য হয় না
[অফটপিকঃ ইট্টু রিমাইন্ডার দেই, হেমিস ফেস্টিভ্যাল ২০১৬। ]
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
কেবলই তো আইলাম কালকে!
facebook
ধুর, ইউরোপের রাণী ইংল্যান্ডেই না এলে আপনার ইউরোপ কিছুই দেখা হয় নাই!
রাণী! ঐটাই শুধু আছে!
facebook
এইসব ইউরোপ টিউরোপ ইউকের কাছে কিছুই না
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
ইউ কে ! কোন দেশ! না দ্বীপদের সমষ্টি? মানে দ্বীপ রাজ্যদের?
facebook
কোন দেশ যেন? => এই ছবিটা আমার তেমন কোন ভুল না হলে এটা জার্মানীর "ওবারহ'সেন" এবং নেদারল্যান্ডের "আর্নহেমের" মাঝামাঝি কোথাও।
আমিও এই জায়গা/ল্যান্ডমার্কগুলোর অনেকগুলোতেই ঘুরেছি ইউরোপের বিভিন্ন দেশে ঘোরা মানে রূপকথার কোন একটা গল্পের বিভিন্ন চ্যাপ্টার পড়ে যাওয়া. . .যে গল্প কখনো শেষ হবার নয়
সেটি নেদারল্যান্ডের কিন্ডারজিক নামের একটি জায়গায় যেখানে সবচেয়ে বেশী প্রাচীন উইন্ডমিল গুলো কর্মক্ষম অবস্থায় আছে।
facebook
মাশাল্লাহ্ ! একেকটা ছবি আরেকটার চেয়ে সুন্দর।
বাই দ্য ওয়ে, পিশাবরত শিশুর ভাস্কর্য্যটির ফটো খুবই নিখুঁত হয়েছে।
(আমার ননদের তিন বছর বয়সী পুত্র বিশিষ্ট্য বান্দর তোতন-কে মনে পড়ে গেল। বাড়িময় দৌড়াদৌড়ি করে, প্রকাশ্যে পিশাব করা ছিল ওর হবি)
“Peace comes from within. Do not seek it without.” - Gautama Buddha
এই ভাস্কর্য টির এক মজার গল্প আছে। ওই পিচ্ছি নাকি হারাই গেসিল আর তার বাপ প্রতিজ্ঞা করছিল ওকে যে অবস্তায় খুজে পাবে সেই রকম একটা ভাস্কর্য তৈরি করে দিবে -
এই ভাস্কর্য এর পাশে দুনিয়া র সব চকলেট আর ওয়াফল এর দোকান - আমার ভাস্কর্য এর চাইতে অইগুলা বেশি ভাল লাগছিল । এত ভাল চকলেট শুধু বেলজিয়াম এ হয় ।
ঠিক জানি না এটি সত্য কি না! এখানে মূলত বোঝানো হয়েছে বাচ্চাদের নির্মল মানসিক জগতকে।
facebook
ঐটা ছেলে শিশুদের, মেয়ে শিশুদের জন্য নির্মিত ভাস্কর্যটির নাম জেনিকিন পিস!
facebook
চউক্ষু জুড়াইয়া গেনু। ইউরোপে ঘুরবার যাতি মুঞ্চায়!
facebook
পর্যটনের দুনিয়ায় আপনি হইলেন "পা ধুইয়া পানি খাওন দরকার" টাইপ ব্যক্তিত্ব।
(গুড়)
-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে
পালালাম! কি কথার ছিরি!
facebook
এই কথা কখনো শুনেন নাই?? আমার পিতাজী আমারে পড়তে বসাইলেই বলত অমুকের পা ধুইয়া পানি খায়া আয় তারপর যদি তোরে দিয়া কিছু হয়!
-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে
হা হা, এই কথা সারাজীবনই শুনছি! কিন্তু নিজেকে নিয়ে না !
facebook
দারুন !!!
facebook
ছবি গুলো দারুন হয়েছে।
আপনার কাছে অনুরধ আপনি ইটালির ভেনিস শহর এর একটা ফিচার কইরেন। প্লিজ, প্লিজ, প্লিজ………………..
ভেনিস নিয়ে একখান রঙিন ফিচার আছে কিন্তু সচলে! স্বপ্ননগরী ভেনিস শিরোনামে! পড়েন নাই এখনো?
facebook
জীবনেও তো এগুলা দেখা হবে না সচক্ষে... ইর্ষা জানায়ে গেলাম শুধু
______________________________________
পথই আমার পথের আড়াল
হবে হবে, অবশ্যই হবে।
facebook
প্রথম ছবিটা দেখে বাংলাদেশের কোন ঘনবসতি এলাকা মনে হচ্ছে। এইডা নাকি বিদেশ! ছ্যাহ যামু না বিদেশ, আঙুর টক।
হ ! ফ্লোরেন্স আমার সবচেয়ে প্রিয় ইতালিয়ান শহর, মিয়াঁ বুঝে শুইন্যে বইলেন!
facebook
নতুন মন্তব্য করুন