ছবি ব্লগ - উত্তুরে গ্রীষ্ম

তারেক অণু এর ছবি
লিখেছেন তারেক অণু (তারিখ: বিষ্যুদ, ০৫/০৭/২০১২ - ৭:৩৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

539695_10151877230835497_485526689_n

ছয় মাস বরফের দেশে দুই মাসের গ্রীষ্ম যে কি অপূর্ব বোধ হয় তা ভুক্তভোগী মাত্রই জানে, তার উপর উত্তরের গ্রীষ্মে আবার গড়ে ২০-২২ ঘণ্টা দিন, কেবল আমাদের মন নয় নেচে ওঠে সমস্ত জীবজগতও, তারই কিছু স্মৃতি এখানে ভাগাভাগি করে নিলাম সবার সাথে, অধিকাংশ ছবিই এই গ্রীষ্মে তোলা, এবং সবই ফিনল্যান্ডে। আগামী বুধবার সবচেয়ে বড় হ্রদ সায়মার আসেপাশে থাকব, ভাল কোন মুহূর্ত ফেমবন্দী করতে পারলে আবার দেখা হবে। পোস্টটি ইমা, চমন, রাবু- এই তিন বোনের জন্য, আশাকরি আলো ঝলমলে গ্রীষ্ম দেখে শীতের করাল রূপ তারা ভুলে যাবে উত্তুরে ভূখণ্ডের।

রত্নরাজি
282246_10151880149785497_73493206_n

রান ফরেস্ট, রান
484524_10151877462560497_958251252_n

সুন্দর ( এই ছবিটি বিশেষ ভাবে রু-এর জন্য)
403473_10151845956900497_1811141651_n

আদুরে
598924_10151861490530497_1372804052_n

সবুজের ছোঁয়া
523396_10151906258270497_153661694_n

গাঙচিল
401942_10151870094785497_526841581_n

অতল হ্রদ
396914_10151878231645497_351701999_n

বাড়ীতে কেউ নাই!
542326_10151845957015497_2050882326_n

মশা
545327_10151846085705497_940049110_n

দল বেঁধে
599244_10151852145640497_1790990778_n

শিকারি এবং শিকার
599755_10151906264170497_1525570460_n

তুমি থাক, আমি যায়
550648_10151848129755497_1297187417_n

আপন ভুবন
394728_10151874775570497_1316430795_n

মায়ের সাথে
523436_10151906226790497_1231768979_n

ফুলেল
181098_10151859496495497_231117305_n

ডানাভাঙ্গা
168551_10151855048135497_30857389_n

বিভারদের বাড়ি ( সামনে সপ্তাহে আশা করছি বিভারদেরই ছবি তুলতে পারব)
166003_10151858320505497_582530815_n

সাঁঝের মায়া
563999_10151906222130497_1294952670_n

চুমুক
533321_10151612515050497_1005520980_n

স্নিগ্ধ
389590_10151859496575497_496172705_n

মধুচন্দ্রিমা
283615_10151874775730497_1971892796_n

রোদ পোয়ানো
252673_10151846085475497_1517811586_n

নীলশির
224825_10151861489390497_899100771_n

জলসীমানা
229991_10151849640800497_1905082995_n

আড়মোড়া
600003_10151906258085497_1028109250_n

নীলকান্তমণি
600011_10151845957150497_1759978300_n

স্নান
577333_10151906255540497_1476172914_n

তুলা
556553_10151863001680497_304710539_n

তাজা শিকার
529521_10151906255620497_615043022_n

আরাম ( বলেন তো, ওর পা এই রকম ভাবে কেন আছে?)
525966_10151856351185497_1010062950_n

উত্তর--- http://www.rspb.org.uk/advice/expert/previous/swanslegs.aspx

হেলসিংকি বন্দর
551597_10151861489315497_1404278510_n

বাদামখোর
149299_10151755354365497_1011371211_n

মেঘ ও রৌদ্র
165807_10151870094595497_1586866472_n

ছানাপোনা
156410_10151726307670497_1823953553_n

ফিনিক্স
554154_10151889610365497_1310473739_n

নীলাম্বরী
575235_10151729708690497_343169223_n

আবার এলো যে সন্ধ্যা
600618_10151849627770497_755187428_n

দুর্বার
550257_10151524045685497_1146516310_n

মেঘের ভেলা
551692_10151846085590497_1865813566_n

গ্রীষ্ম পেঁচা ( দুই চোখের মণির আকৃতি খুব খেয়াল করে! )
533800_10151471971535497_1383764111_n

ঘাসখোর
208964_10151868865165497_592119728_n

জলে জঙ্গলে
223893_10151858320390497_488957167_n

দিবানিদ্রা
539323_10151881891625497_1902316761_n

সবুজ
260539_10150703989165497_7406314_n

অবতরণ
521538_10151868865800497_1943923486_n

ছায়া
182328_10151865768425497_1789717350_n

রঙিলা
182178_10151897261880497_534801427_n

অভয়ারণ্য
181439_10151856351450497_398241295_n

অপেক্ষা
523861_10151906233435497_1859944665_n

এই ছবিটা ঠিক গ্রীষ্ম নয়, গত শরতে তোলা, তখন মা এসেছিলেন মাস দেড়েকের জন্য ফিনল্যান্ডে, খুব বেশী অভিভূত হয়েছিলেন বুনো পাখিকে তার হাত থেকে খাবার খুঁটে খেতে দেখে
552767_10151461814560497_749424174_n

শুভ রাত্রি!
480981_10151874775835497_1436728036_n


মন্তব্য

ত্রিমাত্রিক কবি এর ছবি

চলুক
বেশিরভাগ‌ি মনে হয় ফেসবুকে দেখা। কয়েকটা অসাম।

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

তারেক অণু এর ছবি

তাই হবে, আলাদা আলাদা করলাম সামারের কিছু!

কড়িকাঠুরে এর ছবি

আন্টির হাতে পাখী!!! ওহ- কী সুন্দর!!!
আদুরে- গাঙচিল- বাড়িতে কেউ নেই- তুমি থাক, আমি যাই- তুলা- বিশেষ করে দুর্বার(ওয়াও)- অবতরণ- গৃষ্ম পেঁচা- সুন্দর(আসলে ভয়ংকর)-
আর গুলা কী খারাপ- তা বলি নাই...

তারেক অণু এর ছবি

(গুড়)

অতিথি লেখক এর ছবি

ওর পা এই রকম ভাবে কেন আছে?

তারেক অণু এর ছবি

বলুন দেখি!

সুমাদ্রী এর ছবি

সুন্দর সব ছবি। খালাম্মাও ভীষণ খুশি মনে হাতের কাছে পাখি পেয়ে।

অন্ধকার এসে বিশ্বচরাচর ঢেকে দেওয়ার পরেই
আমি দেখতে পাই একটি দুটি তিনটি তারা জ্বলছে আকাশে।।

তারেক অণু এর ছবি

তা তো বটেই!

অতিথি লেখক এর ছবি

আমার এখানে প্রচুর পাখি। চারদিকে ঘাস,ফল, ফুল, যা উনাদের উদরপুর্তী করে গান গাইতে সাহায্য করে।ওদের কিচিরমিচিরে রাত-দুপুরে ঘুম ভেঙ্গে যায়। মনেমনে বলি সামারটা উপভোগ করে নাও। নিজেরাও উপভোগ করি উনাদের সৌন্দর্য্য। তবে মাঝেমাঝে মেজাজ খারাপ হয় উনাদের বিষ্টা গাড়িটাকে নষ্ট করে দেয় মন খারাপ

ছবিগুলো খুবই সুন্দর হইছে।

তারেক অণু এর ছবি

কোথায় আপনি? এত পাখির কথা শুনেই তো মন ভাল হয়ে গেল।

অতিথি লেখক এর ছবি

খুবই সুন্দর ছবিগুলো হাততালি

তারেক অণু এর ছবি
অমি_বন্যা এর ছবি

সেইরকম হইছে অনু দা। হাততালি

তারেক অণু এর ছবি

যুৎ করে বেরোতে পারছি না এই সামারে, হাতের কাছে যা পাওয়া যায়।

জাদুকর এর ছবি

প্রথমে ভাবলাম বেস্ট হইসে কোনগুলো বের করি, পরে দেখি সবগুলা বেস্ট। ছবির নামগুলোও সুন্দর।

তারেক অণু এর ছবি

এইটা কি ঠিক হল! কমবেশি আছে না! আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

জুন এর ছবি

আপনার নীলশির-রে আমার কাছে সবুজ লাগে কেন? চিন্তিত আরেকটা কথা বলে দেই এইবেলাতেই। যদি দেখেন খারাপ বলি নাই তারমানে ধরে নেবেন অটো লাইক দিয়া গেছি। অতোবার বার এক কথা বলা পোষায় না। আর ভদ্রতা বলেওতো একটা কথা আছে। চলুক

যদি ভাব কিনছ আমায় ভুল ভেবেছ...

তারেক অণু এর ছবি

আসলে সবুজই! বেশী রোদে গাঢ় নীল মনে হয়, আর নীলশির কিন্তু এই প্রজাতির হাসের নামই!

অরফিয়াস এর ছবি

আহ কি সব ছবি !! যদি এভাবেই কাটিয়ে দেয়া যেত প্রকৃতির মাঝে নিঃশ্চিন্তে !! একখানা খরগোশ চাই আমার !!

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

তারেক অণু এর ছবি

খরগোশের ছবি এই বছর পাই নি, দেখি সামনে সপ্তাহে।

অরফিয়াস এর ছবি

ওহো ভুল করে কাঠবেড়ালীকে খরগোশ ভেবেছি। আমি যেখানে পড়া শেষ করলাম সেখানে অনেক ময়ূর, কাঠবেড়ালী, নানা ধরনের পাখি সব দেখা যেত। অনেকটা বন্য জায়গাই ছিলো বলা চলে। বেশ কয়েকবার মনে হয় হামিংবার্ডও দেখেছিলাম। পাখি তো অতোটা চিনিনা, কিন্তু অনেক ছোট আর বেশ ঝলমলে বাহারি রং ছিলো দেখে মনে হয়েছিল।

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

তারেক অণু এর ছবি

কোথায় সেই স্থান?

অরফিয়াস এর ছবি

ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি এলাহাবাদ, উত্তর প্রদেশ, ভারত

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

তারেক অণু এর ছবি

আচ্ছা, তাহলে সানবার্ড, বাংলায় বলে মৌটুসি, যদিও অনেক জাতের আছে। হামিংবার্ড কেবল দুই আমেরিকাতে, আর ওল্ড ওয়ার্ল্ডে আছে সান বার্ড।

অরফিয়াস এর ছবি

ও তাহলে ঠিক আছে। হাসি

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

তারেক অণু এর ছবি

এখন কোথায়?

কীর্তিনাশা এর ছবি

চন্দ্র দ্বারা আহত হইলে যদি বলে চন্দ্রাহত, তাহলে ছবি দ্বারা আহত কে কি বলা হবে - ছবাহত ?

তাইলে আমি পুরাই ছবাহত !!

গুরু গুরু

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

তারেক অণু এর ছবি

ছবাহত !! গড়াগড়ি দিয়া হাসি

মৃত্যুময় ঈষৎ এর ছবি

চলুক চলুক


_____________________
Give Her Freedom!

তারেক অণু এর ছবি
আশালতা এর ছবি

তোফা। চলুক

----------------
স্বপ্ন হোক শক্তি

তারেক অণু এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- এরপরে একটা ঝাঝা পোস্ট দিতে হবে !

আশালতা এর ছবি

দিয়ে দাও। হাসি

----------------
স্বপ্ন হোক শক্তি

তারেক অণু এর ছবি

আব্দার চোখ টিপি

তিথীডোর এর ছবি

গুরু গুরু
একের পর এক এরকম অমানবিক পোস্ট নীড়পাতায় দেন কোন সাহসে? হুঁহ! ঘেঁয়াও...

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

তারেক অণু এর ছবি

আবার কবে দিলাম ?

ক্রেসিডা এর ছবি

ওয়াও!! দুর্দান্ত সব ছবি অণু ভাই!

চলুক

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

তারেক অণু এর ছবি

ধন্যবাদ ভাই, আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

ইমা এর ছবি

শেষ পর্যন্ত আপনার বনবাসের ছবি পাওয়া গেল! সাপটার ছবিটা কি ভয়ংকর! মন খারাপ বাকি ছবি গুলো অনেক অনেক ভাল লেগেছে।বিষেশ করে ল্যান্ডইস্কেপ এবং পাখির ছবিগুলি। বোনেরা অনেক খুশি এবং ধন্যবাদ জানিয়েছে। শুধু কখন কোথায় থাকেন সেটা জানার উপায় থাকলেই হইতো দাওয়াত দিয়ে বসতো।:p

তারেক অণু এর ছবি

যাহ্‌, এই রকম সুন্দর গতিশীল একটা প্রাণী পছন্দ হল না !

জানাব আশে পাশে থাকলেই--- আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

ইমা এর ছবি

"সুন্দর গতিশীল"?? অ্যাঁ কি ভয়ংকর!

তারেক অণু এর ছবি

রু আসুক, তাপ্পর এই বিষয়ে কথা হবে।

রু এর ছবি

শুধু কি ভয়ংকর?! ভালো করে তাকায় দেখেন (আমি নিজেই যদিও ভালো করে দেখিনি, কোনো রকমে চোখ পিটপিট করে বুঝেছি কিসের ছবি) পিচ্ছিল মার্কা জিনিস, দেখলেই গা শিরশির করে।

অণু, রেডি ছিলাম বলে সাপের ছবিটাতে পার পেয়ে গেছিলাম। আসল ধরা খেয়েছি নিচের টিকটিকিটায়। ভাইরে এখনো গা ঘিনঘিন করছে।

তারেক অণু এর ছবি
রাতঃস্মরণীয় এর ছবি

অসাধারণ মন ভালো করে দেওয়া সব ছবি। অনেক ধন্যবাদ তারেক। এমন আরও চাই।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

তারেক অণু এর ছবি

ধন্যবাদ, আপনি কি ঢাকাতে ফিরেছেন?
হেই ব্রো , আমাকে অণু বললেই খুশী হব, শুভেচ্ছা

রাতঃস্মরণীয় এর ছবি

গতকাল ভোরে আড়াই ঘন্টা আগে এয়ারপোর্টে গিয়েও ফ্লাইট মিস করেছি। টার্মিনালের বাইরে এত্তো ভিড় ছিলো যে ভিতরে ঢুকতে ঢুকতে চেক-ইন ক্লোসড! পরে সন্ধায় কাবুল-আবুধাবী-হংকং-ঢাকা টিকেট পেয়েছিলাম কিন্তু গেলাম না, খুবই এক্সপেন্সিভ, কাবুল-দুবাই-ঢাকা রুটের বিসনেস ক্লাস থেকেও বেশি। খামোখা অফিসের এতগুলো টাকা গচ্চা দেওয়াতে মন চায়নি। আজ সন্ধায় রওনা করবো ইনশাআল্লাহ।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

তারেক অণু এর ছবি

বলেন কি ! জার্নি সেফ।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

দারুণ সব ছবি

______________________________________
পথই আমার পথের আড়াল

তারেক অণু এর ছবি

নিধিকে দেখান, দেখি সে কি সার্টিফিকেট দেয়!

প্রৌঢ় ভাবনা এর ছবি

আমিতো মন্তব্য করতে যেয়েই ক্লান্ত হয়ে পড়ছি। আর আপনার এত ঘুরাঘুরিতেও ক্লান্তি নেই! সবগুলো ছবিই খুব সুন্দর।

তারেক অণু এর ছবি

আবার বেরোচ্ছি শীঘ্রই, কিন্তু আপনার লেখা কোথায়?

সজল এর ছবি

দুর্দান্ত সব ছবি। চুমুক, সাঁঝের মায়া, দিবা নিদ্রা এইগুলো বেশি ভালো লাগল।

---
মানুষ তার স্বপ্নের সমান বড়

তারেক অণু এর ছবি

ধন্যবাদ। আপনার শেষ লেখাটা পড়ে ব্যপক আমোদিত হয়েছি।

অতিথি লেখক এর ছবি

তেব্র হিংসা!! রেগে টং

পথিক পরাণ

তারেক অণু এর ছবি

কারণ !

প্রকৃতিপ্রেমিক এর ছবি

সুন্দর ছবিগুলো।

আচ্ছা, হাঁসের বাচ্চাগুলো এত সুন্দর হয় কেন?

তারেক অণু এর ছবি

আসলেই, নাকি সব কিছু বাচ্চাই সুন্দর হয়? যেমন মানুষের!
তবে হাঁস-মুরগীর বাচ্চার কোমলতা তুলনাহীন।

ধুসর গোধূলি এর ছবি

'চুমুক'টা দেখে আমার মহামতি দলছুটের কথা মনে পড়লো, সাথে তার চা এবং প্রেমিকার লালা বিষয়ক অমর বাণী...!

তারেক অণু এর ছবি

দিলেন ধু গো দা মেজাজ চটিয়ে রেগে টং শুক্রবারের রাতে!

নিশা এর ছবি

আমার মনটা ভাল হয়ে গেলো পোস্ট দেখে। অণুদা, " বাড়ই তে কেউ নেই" খুব ভালো লেগেছে কেন জানি।

আমার কাম্পাসে অনেক খরগোস।এত আদর লাগে দেখে! মজার ব্যপার হলো ওরা এখন বাদামী কিন্তু শীতের সময় ধবধবে সাদা হয়ে যায়।

দেখি, যদি কম্পের পর পারি, তাহলে পোস্ট দিব ।

শুভকামনা রইল।

তারেক অণু এর ছবি

এমন আরও কিছু প্রাণী আছে সামার প্লুমেজ আর উইন্টার প্লুমেজ থাকে ব্যপক আলাদা।
পারলে পোস্ট দিয়েন

নীড় সন্ধানী এর ছবি

অসাধারণ মন ভালো করে দেওয়া সব ছবি!!!!!!!!!!!!! হাসি

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

তারেক অণু এর ছবি

ধন্যবাদ, আপনার মেয়েকে দেখান দেখি, সে কি বলে?

আশরাফুল কবীর এর ছবি

অনেক অনেক সুন্দর প্রিয় তারেক অণু ভাই- প্রতিটি ছবিই অনেক মনকাড়া, ভালো লেগেছে খুব- খোলা জানালার ব্যাপ্তি আসলেই অনেক।

#ভাল থাকুন সবসময়, এ প্রত্যাশা বাঘের বাচ্চা

তারেক অণু এর ছবি

অনেক অনেক ধন্যবাদ।

মাহবুব লীলেন এর ছবি

ছবিতোলা নিয়ন্ত্রণ আইন দরকার

তারেক অণু এর ছবি

ক্যান !

অতিথি লেখক এর ছবি

ছবিগুলো যেমন সুন্দর, নামকরণও তেমনি সুন্দর। তবে হাঁসটা ওভাবে কিভাবে বুজলাম্না কিন্তু।

প্রতিক

তারেক অণু এর ছবি

আরেকটু দেখেনি, অন্যরা কি বলেন, তারপর জানাব। আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

তারেক অণু এর ছবি
সুলতানা পারভীন শিমুল এর ছবি

বাড়ীতে কেউ নেই, আদুরে, সবুজের ছোঁয়া, কোনটা রেখে কোনটার কথা বলি চিন্তিত

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

তারেক অণু এর ছবি

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

অতিথি লেখক এর ছবি

অণু ভাই,

কি বিশেষণ দিমু কইয়া দেন? মাথা পুরা আওলাইয়া গেছে ছবি দেইখা।

নির্ঝরা শ্রাবণ

তারেক অণু এর ছবি

আওলায়েন না!

guest_writer এর ছবি

অনেক ভালো লাগলো। সুন্দর পোস্ট।

তারেক অণু এর ছবি

ধন্যবাদ।

কানিজ ফাতেমা এর ছবি

প্রত্যেকটা ছবি আলাদা আলাদা ভাবে সুন্দর। আরামের ছবিটাতে হাঁস কি দুইটা?

তারেক অণু এর ছবি

না না, একটা হাঁস!

সুরঞ্জনা এর ছবি

সবথেকে সুন্দর হচ্ছে নীলকান্তমণির ছবিটা। এরপর গাংচিল আর চুমুক।
হলদে মাকড়শাটা দেখে জেরাল্ড ডারেলের কথা মনে পড়লো, আর শেষ ছবিটা দেখে মনে পড়লো সোয়ান লেক।

হাসি

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

তারেক অণু এর ছবি

আপনার দেখার চোখ খুব আলাদা।

উচ্ছলা এর ছবি

'সুন্দর'টিই সব থেকে সুন্দর। বাকিগুলোও বড্ড বেশি সুন্দর।

তারেক অণু এর ছবি
বন্দনা কবীর এর ছবি

সব বাদ দিয়ে আগে হাঁসের ঠ্যাঙ্গের কাহিনীটা বলেন তো দেখি। ও ব্যাটা অমন ঠ্যাং বেঁকিয়ে কি আরাম করছে?! নাকি সে যে আরাম করছে তা জাতিকে জানানোর জন্য এইটা একটা সাইন?

ছবি গুলো যে ভাল হয়েছে তা নূতন করে বলার কি দক্কার?? :/

তারেক অণু এর ছবি

হা হা, (গুড়) ,কাল জানাব।

তারেক অণু এর ছবি
অরণ‌্য এর ছবি

হৃদয়ে দোলা দেবার মতো কিছু ফটো। ভাল লাগল। শুভ কামনা রইল।

তারেক অণু এর ছবি

ধন্যবাদ, শুভেচ্ছা।

অতন্দ্র প্রহরী এর ছবি

ছবিগুলো খুবই সুন্দর! দেখেই মনটা ভরে গেল।

তারেক অণু এর ছবি
তাপস শর্মা এর ছবি

মিষ্টি (গুড়) হাসি

তারেক অণু এর ছবি

আচ্ছা মিষ্টি হিসেবে দইয়ের হাড়ি দেওয়া যায় না খাইছে

তানিম এহসান এর ছবি

(গুড়) খাইছে

তারেক অণু এর ছবি
নিরবতা এর ছবি

আদুরে ছবিটা অনেক বেশি আদুরে। দারুন সব ছবি উপহার দেয়ার জন্য ধন্যবাদ। হাততালি

তারেক অণু এর ছবি

আসলেই আদুরে ছিল !
আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

আশালতা এর ছবি

এই যে মিয়া বাই, এইখানকার একটা ছবি তো গোটাই আমার, পুস্টাইলেন যে, অনুমতি নিছেন ? চোখ টিপি

----------------
স্বপ্ন হোক শক্তি

তারেক অণু এর ছবি

নিলাম না ! ভুইল্যা গেছেন!

রু এর ছবি

খুব ব্যস্ততার মধ্যে দেখেছিলাম বলে মনে হচ্ছে, নাহলে কমেন্ট না করার কথা না। এই পোস্টকে অপূর্ব সুন্দর বলতে হয় না ভয়াবহ সুন্দর বলতে হয় জানিনা। অসাধারণ সব ছবি। কৃতজ্ঞতা প্রকৃতিকে দেওয়া উচিত না আপনাকে জানিনা।

তবে একটা কথা বলে রাখি, কাজটা কিন্তু আপনি ভালো করেননি। আপনার নামে যদি এফ বি এই-এর কান না ভারী করেছি তো কি বললাম!

তারেক অণু এর ছবি

করেন, এফ বি আইকে ডরাই নাকি আমরা! আসছি তাদের দেশে ত্যক্ত করতে-

hawaimitai এর ছবি

সব কি আপনার তুলা ছবি?

তারেক অণু এর ছবি

না হলে তো উল্লেখ করেই দিতাম অ্যাঁ

Ullash এর ছবি

টেগরা পেচা দেইখা আমি বিমোহিতো । তবে বেশি ভালো লাগলো মৌমাচি আর কাঠবিড়ালি। আপনার ঐদিকে বাঘ নাই ? খাইছে

তৌহিদ  এর ছবি

অস্থির!!! আপানার চোখে বিশ্ব দেখার মজাই আলাদা! তবে এই ছবিগুলো একটু বেশই অস্থির!!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।