ছয় মাস বরফের দেশে দুই মাসের গ্রীষ্ম যে কি অপূর্ব বোধ হয় তা ভুক্তভোগী মাত্রই জানে, তার উপর উত্তরের গ্রীষ্মে আবার গড়ে ২০-২২ ঘণ্টা দিন, কেবল আমাদের মন নয় নেচে ওঠে সমস্ত জীবজগতও, তারই কিছু স্মৃতি এখানে ভাগাভাগি করে নিলাম সবার সাথে, অধিকাংশ ছবিই এই গ্রীষ্মে তোলা, এবং সবই ফিনল্যান্ডে। আগামী বুধবার সবচেয়ে বড় হ্রদ সায়মার আসেপাশে থাকব, ভাল কোন মুহূর্ত ফেমবন্দী করতে পারলে আবার দেখা হবে। পোস্টটি ইমা, চমন, রাবু- এই তিন বোনের জন্য, আশাকরি আলো ঝলমলে গ্রীষ্ম দেখে শীতের করাল রূপ তারা ভুলে যাবে উত্তুরে ভূখণ্ডের।
সুন্দর ( এই ছবিটি বিশেষ ভাবে রু-এর জন্য)
বিভারদের বাড়ি ( সামনে সপ্তাহে আশা করছি বিভারদেরই ছবি তুলতে পারব)
আরাম ( বলেন তো, ওর পা এই রকম ভাবে কেন আছে?)
উত্তর--- http://www.rspb.org.uk/advice/expert/previous/swanslegs.aspx
গ্রীষ্ম পেঁচা ( দুই চোখের মণির আকৃতি খুব খেয়াল করে! )
এই ছবিটা ঠিক গ্রীষ্ম নয়, গত শরতে তোলা, তখন মা এসেছিলেন মাস দেড়েকের জন্য ফিনল্যান্ডে, খুব বেশী অভিভূত হয়েছিলেন বুনো পাখিকে তার হাত থেকে খাবার খুঁটে খেতে দেখে
মন্তব্য
বেশিরভাগি মনে হয় ফেসবুকে দেখা। কয়েকটা অসাম।
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
তাই হবে, আলাদা আলাদা করলাম সামারের কিছু!
facebook
আন্টির হাতে পাখী!!! ওহ- কী সুন্দর!!!
আদুরে- গাঙচিল- বাড়িতে কেউ নেই- তুমি থাক, আমি যাই- তুলা- বিশেষ করে দুর্বার(ওয়াও)- অবতরণ- গৃষ্ম পেঁচা- সুন্দর(আসলে ভয়ংকর)-
আর গুলা কী খারাপ- তা বলি নাই...
(গুড়)
facebook
ওর পা এই রকম ভাবে কেন আছে?
বলুন দেখি!
facebook
সুন্দর সব ছবি। খালাম্মাও ভীষণ খুশি মনে হাতের কাছে পাখি পেয়ে।
অন্ধকার এসে বিশ্বচরাচর ঢেকে দেওয়ার পরেই
আমি দেখতে পাই একটি দুটি তিনটি তারা জ্বলছে আকাশে।।
তা তো বটেই!
facebook
আমার এখানে প্রচুর পাখি। চারদিকে ঘাস,ফল, ফুল, যা উনাদের উদরপুর্তী করে গান গাইতে সাহায্য করে।ওদের কিচিরমিচিরে রাত-দুপুরে ঘুম ভেঙ্গে যায়। মনেমনে বলি সামারটা উপভোগ করে নাও। নিজেরাও উপভোগ করি উনাদের সৌন্দর্য্য। তবে মাঝেমাঝে মেজাজ খারাপ হয় উনাদের বিষ্টা গাড়িটাকে নষ্ট করে দেয়
ছবিগুলো খুবই সুন্দর হইছে।
কোথায় আপনি? এত পাখির কথা শুনেই তো মন ভাল হয়ে গেল।
facebook
খুবই সুন্দর ছবিগুলো
facebook
সেইরকম হইছে অনু দা।
যুৎ করে বেরোতে পারছি না এই সামারে, হাতের কাছে যা পাওয়া যায়।
facebook
প্রথমে ভাবলাম বেস্ট হইসে কোনগুলো বের করি, পরে দেখি সবগুলা বেস্ট। ছবির নামগুলোও সুন্দর।
এইটা কি ঠিক হল! কমবেশি আছে না!
facebook
আপনার নীলশির-রে আমার কাছে সবুজ লাগে কেন? আরেকটা কথা বলে দেই এইবেলাতেই। যদি দেখেন খারাপ বলি নাই তারমানে ধরে নেবেন অটো লাইক দিয়া গেছি। অতোবার বার এক কথা বলা পোষায় না। আর ভদ্রতা বলেওতো একটা কথা আছে।
যদি ভাব কিনছ আমায় ভুল ভেবেছ...
আসলে সবুজই! বেশী রোদে গাঢ় নীল মনে হয়, আর নীলশির কিন্তু এই প্রজাতির হাসের নামই!
facebook
আহ কি সব ছবি !! যদি এভাবেই কাটিয়ে দেয়া যেত প্রকৃতির মাঝে নিঃশ্চিন্তে !! একখানা খরগোশ চাই আমার !!
----------------------------------------------------------------------------------------------
"একদিন ভোর হবেই"
খরগোশের ছবি এই বছর পাই নি, দেখি সামনে সপ্তাহে।
facebook
ওহো ভুল করে কাঠবেড়ালীকে খরগোশ ভেবেছি। আমি যেখানে পড়া শেষ করলাম সেখানে অনেক ময়ূর, কাঠবেড়ালী, নানা ধরনের পাখি সব দেখা যেত। অনেকটা বন্য জায়গাই ছিলো বলা চলে। বেশ কয়েকবার মনে হয় হামিংবার্ডও দেখেছিলাম। পাখি তো অতোটা চিনিনা, কিন্তু অনেক ছোট আর বেশ ঝলমলে বাহারি রং ছিলো দেখে মনে হয়েছিল।
----------------------------------------------------------------------------------------------
"একদিন ভোর হবেই"
কোথায় সেই স্থান?
facebook
ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি এলাহাবাদ, উত্তর প্রদেশ, ভারত
----------------------------------------------------------------------------------------------
"একদিন ভোর হবেই"
আচ্ছা, তাহলে সানবার্ড, বাংলায় বলে মৌটুসি, যদিও অনেক জাতের আছে। হামিংবার্ড কেবল দুই আমেরিকাতে, আর ওল্ড ওয়ার্ল্ডে আছে সান বার্ড।
facebook
ও তাহলে ঠিক আছে।
----------------------------------------------------------------------------------------------
"একদিন ভোর হবেই"
এখন কোথায়?
facebook
চন্দ্র দ্বারা আহত হইলে যদি বলে চন্দ্রাহত, তাহলে ছবি দ্বারা আহত কে কি বলা হবে - ছবাহত ?
তাইলে আমি পুরাই ছবাহত !!
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
ছবাহত !!
facebook
_____________________
Give Her Freedom!
facebook
তোফা।
----------------
স্বপ্ন হোক শক্তি
এরপরে একটা ঝাঝা পোস্ট দিতে হবে !
facebook
দিয়ে দাও।
----------------
স্বপ্ন হোক শক্তি
আব্দার
facebook
একের পর এক এরকম অমানবিক পোস্ট নীড়পাতায় দেন কোন সাহসে? হুঁহ!
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
আবার কবে দিলাম ?
facebook
ওয়াও!! দুর্দান্ত সব ছবি অণু ভাই!
__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;
ধন্যবাদ ভাই,
facebook
শেষ পর্যন্ত আপনার বনবাসের ছবি পাওয়া গেল! সাপটার ছবিটা কি ভয়ংকর! বাকি ছবি গুলো অনেক অনেক ভাল লেগেছে।বিষেশ করে ল্যান্ডইস্কেপ এবং পাখির ছবিগুলি। বোনেরা অনেক খুশি এবং ধন্যবাদ জানিয়েছে। শুধু কখন কোথায় থাকেন সেটা জানার উপায় থাকলেই হইতো দাওয়াত দিয়ে বসতো।:p
যাহ্, এই রকম সুন্দর গতিশীল একটা প্রাণী পছন্দ হল না !
জানাব আশে পাশে থাকলেই---
facebook
"সুন্দর গতিশীল"?? কি ভয়ংকর!
রু আসুক, তাপ্পর এই বিষয়ে কথা হবে।
facebook
শুধু কি ভয়ংকর?! ভালো করে তাকায় দেখেন (আমি নিজেই যদিও ভালো করে দেখিনি, কোনো রকমে চোখ পিটপিট করে বুঝেছি কিসের ছবি) পিচ্ছিল মার্কা জিনিস, দেখলেই গা শিরশির করে।
অণু, রেডি ছিলাম বলে সাপের ছবিটাতে পার পেয়ে গেছিলাম। আসল ধরা খেয়েছি নিচের টিকটিকিটায়। ভাইরে এখনো গা ঘিনঘিন করছে।
facebook
অসাধারণ মন ভালো করে দেওয়া সব ছবি। অনেক ধন্যবাদ তারেক। এমন আরও চাই।
------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।
ধন্যবাদ, আপনি কি ঢাকাতে ফিরেছেন?
হেই ব্রো , আমাকে অণু বললেই খুশী হব, শুভেচ্ছা
facebook
গতকাল ভোরে আড়াই ঘন্টা আগে এয়ারপোর্টে গিয়েও ফ্লাইট মিস করেছি। টার্মিনালের বাইরে এত্তো ভিড় ছিলো যে ভিতরে ঢুকতে ঢুকতে চেক-ইন ক্লোসড! পরে সন্ধায় কাবুল-আবুধাবী-হংকং-ঢাকা টিকেট পেয়েছিলাম কিন্তু গেলাম না, খুবই এক্সপেন্সিভ, কাবুল-দুবাই-ঢাকা রুটের বিসনেস ক্লাস থেকেও বেশি। খামোখা অফিসের এতগুলো টাকা গচ্চা দেওয়াতে মন চায়নি। আজ সন্ধায় রওনা করবো ইনশাআল্লাহ।
------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।
বলেন কি ! জার্নি সেফ।
facebook
দারুণ সব ছবি
______________________________________
পথই আমার পথের আড়াল
নিধিকে দেখান, দেখি সে কি সার্টিফিকেট দেয়!
facebook
আমিতো মন্তব্য করতে যেয়েই ক্লান্ত হয়ে পড়ছি। আর আপনার এত ঘুরাঘুরিতেও ক্লান্তি নেই! সবগুলো ছবিই খুব সুন্দর।
আবার বেরোচ্ছি শীঘ্রই, কিন্তু আপনার লেখা কোথায়?
facebook
দুর্দান্ত সব ছবি। চুমুক, সাঁঝের মায়া, দিবা নিদ্রা এইগুলো বেশি ভালো লাগল।
---
মানুষ তার স্বপ্নের সমান বড়
ধন্যবাদ। আপনার শেষ লেখাটা পড়ে ব্যপক আমোদিত হয়েছি।
facebook
তেব্র হিংসা!!
পথিক পরাণ
কারণ !
facebook
সুন্দর ছবিগুলো।
আচ্ছা, হাঁসের বাচ্চাগুলো এত সুন্দর হয় কেন?
আসলেই, নাকি সব কিছু বাচ্চাই সুন্দর হয়? যেমন মানুষের!
তবে হাঁস-মুরগীর বাচ্চার কোমলতা তুলনাহীন।
facebook
'চুমুক'টা দেখে আমার মহামতি দলছুটের কথা মনে পড়লো, সাথে তার চা এবং প্রেমিকার লালা বিষয়ক অমর বাণী...!
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
দিলেন ধু গো দা মেজাজ চটিয়ে শুক্রবারের রাতে!
facebook
আমার মনটা ভাল হয়ে গেলো পোস্ট দেখে। অণুদা, " বাড়ই তে কেউ নেই" খুব ভালো লেগেছে কেন জানি।
আমার কাম্পাসে অনেক খরগোস।এত আদর লাগে দেখে! মজার ব্যপার হলো ওরা এখন বাদামী কিন্তু শীতের সময় ধবধবে সাদা হয়ে যায়।
দেখি, যদি কম্পের পর পারি, তাহলে পোস্ট দিব ।
শুভকামনা রইল।
এমন আরও কিছু প্রাণী আছে সামার প্লুমেজ আর উইন্টার প্লুমেজ থাকে ব্যপক আলাদা।
পারলে পোস্ট দিয়েন
facebook
অসাধারণ মন ভালো করে দেওয়া সব ছবি!!!!!!!!!!!!!
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
ধন্যবাদ, আপনার মেয়েকে দেখান দেখি, সে কি বলে?
facebook
অনেক অনেক সুন্দর প্রিয় তারেক অণু ভাই- প্রতিটি ছবিই অনেক মনকাড়া, ভালো লেগেছে খুব- খোলা জানালার ব্যাপ্তি আসলেই অনেক।
#ভাল থাকুন সবসময়, এ প্রত্যাশা
অনেক অনেক ধন্যবাদ।
facebook
ছবিতোলা নিয়ন্ত্রণ আইন দরকার
ক্যান !
facebook
ছবিগুলো যেমন সুন্দর, নামকরণও তেমনি সুন্দর। তবে হাঁসটা ওভাবে কিভাবে বুজলাম্না কিন্তু।
প্রতিক
আরেকটু দেখেনি, অন্যরা কি বলেন, তারপর জানাব।
facebook
কারণ- http://www.rspb.org.uk/advice/expert/previous/swanslegs.aspx
facebook
বাড়ীতে কেউ নেই, আদুরে, সবুজের ছোঁয়া, কোনটা রেখে কোনটার কথা বলি
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
facebook
অণু ভাই,
কি বিশেষণ দিমু কইয়া দেন? মাথা পুরা আওলাইয়া গেছে ছবি দেইখা।
নির্ঝরা শ্রাবণ
আওলায়েন না!
facebook
অনেক ভালো লাগলো। সুন্দর পোস্ট।
ধন্যবাদ।
facebook
প্রত্যেকটা ছবি আলাদা আলাদা ভাবে সুন্দর। আরামের ছবিটাতে হাঁস কি দুইটা?
না না, একটা হাঁস!
facebook
সবথেকে সুন্দর হচ্ছে নীলকান্তমণির ছবিটা। এরপর গাংচিল আর চুমুক।
হলদে মাকড়শাটা দেখে জেরাল্ড ডারেলের কথা মনে পড়লো, আর শেষ ছবিটা দেখে মনে পড়লো সোয়ান লেক।
............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্ চিনে।
আপনার দেখার চোখ খুব আলাদা।
facebook
'সুন্দর'টিই সব থেকে সুন্দর। বাকিগুলোও বড্ড বেশি সুন্দর।
“Peace comes from within. Do not seek it without.” - Gautama Buddha
facebook
সব বাদ দিয়ে আগে হাঁসের ঠ্যাঙ্গের কাহিনীটা বলেন তো দেখি। ও ব্যাটা অমন ঠ্যাং বেঁকিয়ে কি আরাম করছে?! নাকি সে যে আরাম করছে তা জাতিকে জানানোর জন্য এইটা একটা সাইন?
ছবি গুলো যে ভাল হয়েছে তা নূতন করে বলার কি দক্কার?? :/
হা হা, (গুড়) ,কাল জানাব।
facebook
এই যে কাহিনী- http://www.rspb.org.uk/advice/expert/previous/swanslegs.aspx
facebook
হৃদয়ে দোলা দেবার মতো কিছু ফটো। ভাল লাগল। শুভ কামনা রইল।
ধন্যবাদ, শুভেচ্ছা।
facebook
ছবিগুলো খুবই সুন্দর! দেখেই মনটা ভরে গেল।
facebook
মিষ্টি (গুড়)
ডাকঘর | ছবিঘর
আচ্ছা মিষ্টি হিসেবে দইয়ের হাড়ি দেওয়া যায় না
facebook
(গুড়)
facebook
আদুরে ছবিটা অনেক বেশি আদুরে। দারুন সব ছবি উপহার দেয়ার জন্য ধন্যবাদ।
আসলেই আদুরে ছিল !
facebook
এই যে মিয়া বাই, এইখানকার একটা ছবি তো গোটাই আমার, পুস্টাইলেন যে, অনুমতি নিছেন ?
----------------
স্বপ্ন হোক শক্তি
নিলাম না ! ভুইল্যা গেছেন!
facebook
খুব ব্যস্ততার মধ্যে দেখেছিলাম বলে মনে হচ্ছে, নাহলে কমেন্ট না করার কথা না। এই পোস্টকে অপূর্ব সুন্দর বলতে হয় না ভয়াবহ সুন্দর বলতে হয় জানিনা। অসাধারণ সব ছবি। কৃতজ্ঞতা প্রকৃতিকে দেওয়া উচিত না আপনাকে জানিনা।
তবে একটা কথা বলে রাখি, কাজটা কিন্তু আপনি ভালো করেননি। আপনার নামে যদি এফ বি এই-এর কান না ভারী করেছি তো কি বললাম!
করেন, এফ বি আইকে ডরাই নাকি আমরা! আসছি তাদের দেশে ত্যক্ত করতে-
facebook
সব কি আপনার তুলা ছবি?
না হলে তো উল্লেখ করেই দিতাম
facebook
টেগরা পেচা দেইখা আমি বিমোহিতো । তবে বেশি ভালো লাগলো মৌমাচি আর কাঠবিড়ালি। আপনার ঐদিকে বাঘ নাই ?
অস্থির!!! আপানার চোখে বিশ্ব দেখার মজাই আলাদা! তবে এই ছবিগুলো একটু বেশই অস্থির!!
নতুন মন্তব্য করুন