সতর্কীকরণ- কেবলই ছবি, লেখার কোন বালাই নেই। বিলাতফেরত এবং লন্ডনের অধিবাসীদের জন্য অবশ্য দর্শনীয় নহে!!
( শেষের ছবিটি কৌস্তভদার তোলা, এই পোস্টটি তার জন্যই। )
ভাইয়া, আপনার কি নিজেরই বিমান আছে?..আজ হাভানা তো কাল লন্ডন তো পরশু মিসর ..অনেক সুন্দর..আপনার কল্যাণে ভ্রমন হয়ে যাছে.. সারাজীবন
নিজের নাই বলেই তো সমস্যা, ভাড়া নিতে হয়
facebook
দারুন ভাইয়া, হিংসার ইমো দিলাম।
দিয়েন না, খামোখা।
আসলেই খামোখা!
লাইনে আসেন, ইমার মত !
বাহ! সুন্দর তো!
আসলেই--
অসাধারণ। মনটা ভরে গেলো। অনেক অনেক ধন্যবাদ অনুদা।
__________ সুপ্রিয় দেব শান্ত
ধন্যবাদ ভাই, সামনের বছর দেখা হচ্ছে।
হৈ দাদা, মনে হচ্ছে ভূমিকম্প ঘটায় দিলেন!
Sherlock নামে একটা টিভি সিরিয়াল আছে মোট ৭ পর্বের। দুই দিন আগে দেখা শুরু করছি। দেখছেন নাকি ? এইটা শারলক হোমস এর লেটেস্ট সংস্করণ । মারাত্মক বানিয়েছে সিরিয়ালটা। একদম শেষের ছবিটার কালার কোন ভার্সন নাই ?
অভিনেতার নাম কি?
BBC সিরিজটা? আমি তো জানতাম ৬ পর্ব, ৭ম পর্ব কবে আসছে?
জানতে চাইছি শার্লকের ভূমিকায় কে আছে? আজ পর্যন্ত সে কিন্তু বিশ্বের সবচেয়ে বেশী অভিনীত চরিত্র, কমপক্ষে ৭০ জন অভিনয় করেছে এই চরিত্রে।
অভিনেতা Benedict Cumberbatc বয়স একটু কম দেখালেও আমার মতে সবচেয়ে বেস্ট অভিনয় সেই করেছে।
দুঃখিত অণুদা, আগের মন্তব্যটা ম্যাক্স ইথার ভাইকে উদ্দেশ্য করে বলতে চেয়েছিলাম।।
বিবিসি সিরিজটায় শার্লক চরিত্রে Benedict Cumberbatch অভিনয় করেছে।।
৭টা পর্বই। পাইলট এপিসোড এর ২টা ভার্সন আসলে। সিজন ৩ ২০১৩ তে
__________________________ বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;
৭ম টা কি রিলিজ হয়েছে??ভাই হইলে লিঙ্কটা দিয়েন প্লিজ
একটা Season 1 episode 0 আছে। না দেখে থাকলে আর দেখে লাভ নাই episode 1 এ কিছুটা অংশ নতুন যোগ করে তৈরি করা হয়েছে। মুল হচ্ছে episode 0 ।
এন্ড এটা একটা বেস্ট টিভি সিরিয়াল সো ফার// IMDB এ র্যাংকিং ৯+
দিক্কার।
~!~ আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল ~!~
সামনে মাসে আহেন,লইয়া যামু নে।
এলিমেন্টারি পোস্ট, তাও ডেডিকেট করার জন্য ধন্যবাদ
লন্ডনে থাকলে এলি পোস্টই মনে হবে হে, বাহিরে থাকলে বোঝা যায় এর মূল্য।
লেখা মিস করছি ছবিগুলো যদিও খুব সুন্দর।
ছবির মাঝেই আছে লেখা-
"তারেকানু রহস্য" নামের একটা রহস্য সমাধান করতে শার্লক তাঁর জীবনে ব্যর্থ হয়েছিলেন এটা কি জানো?
----------------------------------------------------------------------------------------------
"একদিন ভোর হবেই"
শার্লক ব্যর্থ হতেই পারে না, আবার সে ফিরিয়া আসিবে----
ঘনুদার রূপে ?? !!
সুহান ভাই বলতে পারে !
হুমম।
কোথায় সে নরোত্তম !
মনে হয় খুব করে ঘুমোচ্ছে আর ভুড়িতে তবলা বাজাচ্ছে !!
ক্যান, কামকাজ নাইক্যা?
কি জানি !! দেখাই যায়না আজকাল !!
মজনু হইছে নাকি নতুন কইরা
মজনু তো আগেই ছিলো !!
হোমসের খোঁজ পাইতে পোরফেসর মরিয়ার্টি হন্যে হয়ে আপনাকে খুঁজতেছে! তার ধারণা আপনি জানেন। সাবধাণ!
****************************************
তাকে আরেকবার ধাক্কা দিয়ে ফেলে দিতে হবে।
ঠিক করে বলেন তো আপনে সাউথ এশিয়া ইউনিতে পড়েছেন কি না?
পড়ব, অবশ্যই অবশ্যই পড়ব।
কী মিসটা করেছেন জানেন? সাউথ এশিয়াতে পড়লে মঙ্গলে আজকে কিউরিওসিটির জায়গায় কে থাকত আপনিই বলেন?
তারেকাণুম্যান।।
এহ হে,মিস্টেক !
টা বেচে যেত।
কি !
আপনার নাম তারেক অণু না হয়ে ফ্লাইং সসার হওনের দরকার আছিলো।
কেন রে ভাই, তারেক মানে তো নক্ষত্র, সেও ভাসে, আমিও ভাসি !
বেকার না হইয়া বেকার স্ট্রিট এর এত ছবি ক্যামনে দ্যান?
আহা, তা তো জিজ্ঞাসা করিনি, যদি টাকা দিতে হয় !
লন্ডনে থাকি বলেই হয়ত আপনার মত সুন্দর চোখ নিয়ে দেখা হয় না এসব । যদিও অনেক আগে একবার গিয়েছিলাম । মনে হচ্ছে এবার মন দিয়ে দেখতে হবে যা কিছু লন্ডনে আছে
দেখে ফেলেন, সামনে মাসে আছেন নাকি লন্ডনে? গেল বার কিন্তু আমাদের ছোট্ট আড্ডা হয়েছিল, লন্ডনী আড্ডা।
সেই ছোটবেলা থেকে বেকার স্ট্রীট এর এই বাড়ীটাতে আমার যাওয়ার শখ।।।।জানিনা কবে পূরন হবে
ওয়াটসন বলতে পারে!
উত্তম জাঝা।
#অনেক দারুন আর অসাধারন, অভিনন্দন প্রিয় অণু ভাই।
#ছবিগুলো কেন এতো তাড়াতাড়ি দেখা হয়ে গেল? ইস! আরো কয়েকটি থাকলে কি দারুনই না হতো!
#ভাল থাকুন, সবসময়
আসলেই, পরের বার অন্য অ্যাঙ্গেলের কিছু ছবি তুলতে হবে, ধন্যবাদ।
এই প্রথম কমন পড়ল - এইখানে গেছি
________________________________________ অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
এখন থেকে কমন পড়তেই থাকবে।
আহ!! কবে যে যামু!! টাকাটা জমতেইআছেনা!! লন্ডনী ফান্ড নামে একটা একাউন্ট খুলতে হবে।
হবে হবে
না খেয়ে স্ধাদ নেওয়া হলো আর কি! ধন্যবাদ ।
শাহিদ
আমি যদি কখনো বাংলাদেশের ক্ষমতা দখল করতে পারি তৃতীয় শক্তির মতো, তাইলে সবচে আগে নিজের রাস্তার নাম বদলায়া দিমু বেকার ইস্ট্রিট, আর বাড়ির নাম ২২১বি।
______________________________________ যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
আর নিজের নাম কি রাখবেন?
শার্লক ওডিন
আকিকার পাঁঠা কোথায় !
শেষ ছবিটা চমৎকার। হোমসের বাসার নেমপ্লেট দেখে যেকেউ ভেবে বসতে পারে সত্যিই বুঝি এ বাড়িতে কোন পেশাদার গোয়েন্দা থাকে।
অন্ধকার এসে বিশ্বচরাচর ঢেকে দেওয়ার পরেই আমি দেখতে পাই একটি দুটি তিনটি তারা জ্বলছে আকাশে।।
থাকেই তো! কিন্তু তখন বাহিরে ছিল
ছবিগুলো মিলিয়ে দেখছিলাম। আমার ছেলের তোলা ছবি থেকে একটি :
আসে নি ছবিটা!
ছবিগুলো মিলিয়ে দেখছিলাম। আমার ছেলেও কিছু ছবি তুলেছিলো।
ছোটবেলায় শার্লক হোমস পড়ার পর থেকেই এখানে যাবার একটা ইচ্ছে সুপ্ত ছিল বুকের গহনে। ইচ্ছেটা আজ আরো তীব্র হলো - ধন্যবাদ অণুদাকে।
-অয়ন।
অবশ্যই যাবেন, ইচ্ছেটাই তো সব।
ছোট বেলায় কত যে ভেবেছি আমার বাড়ির ঠিকানাটা হবে ঠিক ঐ মতন।।।।।।।।।।।।
কোনো বর্ণনা ছাড়া রহস্যময় পোস্ট... শার্লকীয়-
আপ্নেই বোঝলেন
আমরা সবাই মিলে অণু ভাই কে একটা বিমান কিনে দিলে কেমন হয়
ওহে কৌস্তুভ দা, এলিমেন্টারি পোষ্ট মানে? বুঝতে যদি অজোপাড়া গায়ে বসে ফেলুদা সিরিজের লন্ডনে ফেলুদা পড়তে পড়তে বেকার স্ট্রিটের কথা পড়তে শুধু!
মরিয়ার্টির বাসায় যাইবেন কবে?
কাইল
মন্তব্য
ভাইয়া, আপনার কি নিজেরই বিমান আছে?..আজ হাভানা তো কাল লন্ডন তো পরশু মিসর ..অনেক সুন্দর..আপনার কল্যাণে ভ্রমন হয়ে যাছে..
সারাজীবন
নিজের নাই বলেই তো সমস্যা, ভাড়া নিতে হয়
facebook
দারুন ভাইয়া, হিংসার ইমো দিলাম।
দিয়েন না, খামোখা।
facebook
আসলেই খামোখা!
লাইনে আসেন, ইমার মত !
facebook
বাহ! সুন্দর তো!
আসলেই--
facebook
অসাধারণ। মনটা ভরে গেলো। অনেক অনেক ধন্যবাদ অনুদা।
__________
সুপ্রিয় দেব শান্ত
ধন্যবাদ ভাই, সামনের বছর দেখা হচ্ছে।
facebook
হৈ দাদা, মনে হচ্ছে ভূমিকম্প ঘটায় দিলেন!
facebook
Sherlock নামে একটা টিভি সিরিয়াল আছে মোট ৭ পর্বের। দুই দিন আগে দেখা শুরু করছি। দেখছেন নাকি ? এইটা শারলক হোমস এর লেটেস্ট সংস্করণ । মারাত্মক বানিয়েছে সিরিয়ালটা।
একদম শেষের ছবিটার কালার কোন ভার্সন নাই ?
অভিনেতার নাম কি?
facebook
BBC সিরিজটা? আমি তো জানতাম ৬ পর্ব, ৭ম পর্ব কবে আসছে?
জানতে চাইছি শার্লকের ভূমিকায় কে আছে? আজ পর্যন্ত সে কিন্তু বিশ্বের সবচেয়ে বেশী অভিনীত চরিত্র, কমপক্ষে ৭০ জন অভিনয় করেছে এই চরিত্রে।
facebook
অভিনেতা Benedict Cumberbatc বয়স একটু কম দেখালেও আমার মতে সবচেয়ে বেস্ট অভিনয় সেই করেছে।
দুঃখিত অণুদা, আগের মন্তব্যটা ম্যাক্স ইথার ভাইকে উদ্দেশ্য করে বলতে চেয়েছিলাম।।
বিবিসি সিরিজটায় শার্লক চরিত্রে Benedict Cumberbatch অভিনয় করেছে।।
৭টা পর্বই। পাইলট এপিসোড এর ২টা ভার্সন আসলে। সিজন ৩ ২০১৩ তে
__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;
৭ম টা কি রিলিজ হয়েছে??ভাই হইলে লিঙ্কটা দিয়েন প্লিজ
একটা Season 1 episode 0 আছে। না দেখে থাকলে আর দেখে লাভ নাই episode 1 এ কিছুটা অংশ নতুন যোগ করে তৈরি করা হয়েছে। মুল হচ্ছে episode 0 ।
এন্ড এটা একটা বেস্ট টিভি সিরিয়াল সো ফার// IMDB এ র্যাংকিং ৯+
__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;
দিক্কার।
~!~ আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল ~!~
সামনে মাসে আহেন,লইয়া যামু নে।
facebook
এলিমেন্টারি পোস্ট, তাও ডেডিকেট করার জন্য ধন্যবাদ
লন্ডনে থাকলে এলি পোস্টই মনে হবে হে, বাহিরে থাকলে বোঝা যায় এর মূল্য।
facebook
facebook
লেখা মিস করছি ছবিগুলো যদিও খুব সুন্দর।
ছবির মাঝেই আছে লেখা-
facebook
facebook
"তারেকানু রহস্য" নামের একটা রহস্য সমাধান করতে শার্লক তাঁর জীবনে ব্যর্থ হয়েছিলেন এটা কি জানো?
----------------------------------------------------------------------------------------------
"একদিন ভোর হবেই"
শার্লক ব্যর্থ হতেই পারে না, আবার সে ফিরিয়া আসিবে----
facebook
ঘনুদার রূপে ?? !!
----------------------------------------------------------------------------------------------
"একদিন ভোর হবেই"
সুহান ভাই বলতে পারে !
facebook
হুমম।
----------------------------------------------------------------------------------------------
"একদিন ভোর হবেই"
কোথায় সে নরোত্তম !
facebook
মনে হয় খুব করে ঘুমোচ্ছে আর ভুড়িতে তবলা বাজাচ্ছে !!
----------------------------------------------------------------------------------------------
"একদিন ভোর হবেই"
ক্যান, কামকাজ নাইক্যা?
facebook
কি জানি !! দেখাই যায়না আজকাল !!
----------------------------------------------------------------------------------------------
"একদিন ভোর হবেই"
মজনু হইছে নাকি নতুন কইরা
facebook
মজনু তো আগেই ছিলো !!
----------------------------------------------------------------------------------------------
"একদিন ভোর হবেই"
facebook
facebook
হোমসের খোঁজ পাইতে পোরফেসর মরিয়ার্টি হন্যে হয়ে আপনাকে খুঁজতেছে! তার ধারণা আপনি জানেন। সাবধাণ!
****************************************
তাকে আরেকবার ধাক্কা দিয়ে ফেলে দিতে হবে।
facebook
ঠিক করে বলেন তো আপনে সাউথ এশিয়া ইউনিতে পড়েছেন কি না?
পড়ব, অবশ্যই অবশ্যই পড়ব।
facebook
কী মিসটা করেছেন জানেন? সাউথ এশিয়াতে পড়লে মঙ্গলে আজকে কিউরিওসিটির জায়গায় কে থাকত আপনিই বলেন?
তারেকাণুম্যান।।
facebook
এহ হে,মিস্টেক !
facebook
টা বেচে যেত।
~!~ আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল ~!~
কি !
facebook
facebook
আপনার নাম তারেক অণু না হয়ে ফ্লাইং সসার হওনের দরকার আছিলো।
কেন রে ভাই, তারেক মানে তো নক্ষত্র, সেও ভাসে, আমিও ভাসি !
facebook
বেকার না হইয়া বেকার স্ট্রিট এর এত ছবি ক্যামনে দ্যান?
আহা, তা তো জিজ্ঞাসা করিনি, যদি টাকা দিতে হয় !
facebook
লন্ডনে থাকি বলেই হয়ত আপনার মত সুন্দর চোখ নিয়ে দেখা হয় না এসব । যদিও অনেক আগে একবার গিয়েছিলাম । মনে হচ্ছে এবার মন দিয়ে দেখতে হবে যা কিছু লন্ডনে আছে
দেখে ফেলেন, সামনে মাসে আছেন নাকি লন্ডনে? গেল বার কিন্তু আমাদের ছোট্ট আড্ডা হয়েছিল, লন্ডনী আড্ডা।
facebook
সেই ছোটবেলা থেকে বেকার স্ট্রীট এর এই বাড়ীটাতে আমার যাওয়ার শখ।।।।জানিনা কবে পূরন হবে
ওয়াটসন বলতে পারে!
facebook
উত্তম জাঝা।
facebook
#অনেক দারুন আর অসাধারন, অভিনন্দন প্রিয় অণু ভাই।
#ছবিগুলো কেন এতো তাড়াতাড়ি দেখা হয়ে গেল? ইস! আরো কয়েকটি থাকলে কি দারুনই না হতো!
#ভাল থাকুন, সবসময়
আসলেই, পরের বার অন্য অ্যাঙ্গেলের কিছু ছবি তুলতে হবে, ধন্যবাদ।
facebook
এই প্রথম কমন পড়ল - এইখানে গেছি
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
এখন থেকে কমন পড়তেই থাকবে।
facebook
আহ!! কবে যে যামু!!
টাকাটা জমতেইআছেনা!! লন্ডনী ফান্ড নামে একটা একাউন্ট খুলতে হবে।
হবে হবে
facebook
না খেয়ে স্ধাদ নেওয়া হলো আর কি! ধন্যবাদ ।
শাহিদ
facebook
আমি যদি কখনো বাংলাদেশের ক্ষমতা দখল করতে পারি তৃতীয় শক্তির মতো, তাইলে সবচে আগে নিজের রাস্তার নাম বদলায়া দিমু বেকার ইস্ট্রিট, আর বাড়ির নাম ২২১বি।
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
আর নিজের নাম কি রাখবেন?
facebook
শার্লক ওডিন
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
আকিকার পাঁঠা কোথায় !
facebook
শেষ ছবিটা চমৎকার। হোমসের বাসার নেমপ্লেট দেখে যেকেউ ভেবে বসতে পারে সত্যিই বুঝি এ বাড়িতে কোন পেশাদার গোয়েন্দা থাকে।
অন্ধকার এসে বিশ্বচরাচর ঢেকে দেওয়ার পরেই
আমি দেখতে পাই একটি দুটি তিনটি তারা জ্বলছে আকাশে।।
থাকেই তো! কিন্তু তখন বাহিরে ছিল
facebook
ছবিগুলো মিলিয়ে দেখছিলাম।
আমার ছেলের তোলা ছবি থেকে একটি :
আসে নি ছবিটা!
facebook
ছবিগুলো মিলিয়ে দেখছিলাম। আমার ছেলেও কিছু ছবি তুলেছিলো।
facebook
ছোটবেলায় শার্লক হোমস পড়ার পর থেকেই এখানে যাবার একটা ইচ্ছে সুপ্ত ছিল বুকের গহনে। ইচ্ছেটা আজ আরো তীব্র হলো - ধন্যবাদ অণুদাকে।
-অয়ন।
অবশ্যই যাবেন, ইচ্ছেটাই তো সব।
facebook
ছোট বেলায় কত যে ভেবেছি আমার বাড়ির ঠিকানাটা হবে ঠিক ঐ মতন।।।।।।।।।।।।
facebook
কোনো বর্ণনা ছাড়া রহস্যময় পোস্ট... শার্লকীয়-
আপ্নেই বোঝলেন
facebook
facebook
আমরা সবাই মিলে অণু ভাই কে একটা বিমান কিনে দিলে কেমন হয়
facebook
ওহে কৌস্তুভ দা, এলিমেন্টারি পোষ্ট মানে? বুঝতে যদি অজোপাড়া গায়ে বসে ফেলুদা সিরিজের লন্ডনে ফেলুদা পড়তে পড়তে বেকার স্ট্রিটের কথা পড়তে শুধু!
facebook
মরিয়ার্টির বাসায় যাইবেন কবে?
কাইল
facebook
নতুন মন্তব্য করুন