পাহাড়ি

তারেক অণু এর ছবি
লিখেছেন তারেক অণু (তারিখ: বিষ্যুদ, ১৬/০৮/২০১২ - ৩:০৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

একদা এখানে পাহাড় ছিল,
একদা এখানে সাগর ছিল,
ছিল অপরূপ নিসর্গ,
ছায়াময় প্রকৃতি,
পাখির কূজন
আর প্রকৃতির সন্তানেরা -
হোয়াইকংয়ের আদিবাসীরা।

ওদের হয়ত
গোলা ভরা ধান ছিল না,
গোয়াল ভরা গরু ছিল না,
পুকুর ভরা মাছ ছিল না,
কিন্তু ওরা তো পাহাড়ি-
প্রকৃতিতেই জন্ম,
বেড়ে ওঠা,
মৃত্যু।।

ওদের কোন বৈষয়িকতার বালাই নেই,
মুখ ভরা হাসি ছিল,
গলা ভরা গান ছিল,
প্রাণ ভরা খুশী ছিল,
জুম শস্য ছিল, সাথে অঢেল শিকারও,
ছিল জীবনের সন্তুষ্টি, আনন্দ, পূর্ণতা -
একেই বলে সভ্যতা, নয় কি?

হোয়াইকংয়ের বাজারে আজ আমি
পাহাড়ি মুখ দেখতে পাই না,
রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ির যে কোন অজগ্রামেও
সেটেলারদের বসতি।

আমরা তাদের পাহাড় কেড়ে নিয়েছি,
গাছ কেটে ধ্বংস করেছি বন,
মায়াময় সবুজ স্বর্গ আজ রূক্ষ, ন্যাড়া, প্রাণহীন-
মুখে অন্ন নেই ওদের,
নেই হাসি, গান, আনন্দ
বিষণ্ণ মুখে শুধুই চাপা ক্ষোভ, দুঃখ, দীর্ঘশ্বাস---

এই দেশটা কি সবার নয়?
পাহাড়ির কাছ থেকে পাহাড় কেড়ে নেওয়া তো
আমার কাছ থেকে বাংলাদেশ কেড়ে নেওয়া!

ক্ষমার অযোগ্য এই অপরাধ আমরা কি করে করলাম!!!

( এইচ এস সির পরে টেকনাফের হোয়াইকং নামের এক অপরূপ জায়গার কিছুদিন থাকার সৌভাগ্য হয়েছিল বন্ধুর বাবার বনবিভাগের চাকরির সুবাদে, সেই সময়ের অভিজ্ঞতা নিয়ে লেখা ২০০৩ সালে )


মন্তব্য

রংতুলি এর ছবি

দীর্ঘশ্বাস! কবিতা ভাল হয়েছে। চলুক

তারেক অণু এর ছবি

দীর্ঘশ্বাস!

সোহেল চৌধুরী এর ছবি

আমরা নিজেদের অপরাধ হয় ভুলে যাই না হয় ভুলে থাকার চেষ্টা করি। ইসরাইলের মত নিকৃষ্ট ও নৃশংস যে আচরণ বাংলাদেশ তাদের সাথে করে আসছে ৫০ বছর ধরে তার জন্য একজন বাংলাদেশী হিসাবে নিজেকেই ধিক্কার।

তারেক অণু এর ছবি

ভুলে থাকার চেষ্টা করি- ভাল বলেছেন

আশরাফুল কবীর এর ছবি

একদা এখানে পাহাড় ছিল,
একদা এখানে সাগর ছিল,
ছিল অপরূপ নিসর্গ,
ছায়াময় প্রকৃতি,
পাখির কূজন
আর প্রকৃতির সন্তানেরা -
হোয়াইকংয়ের আদিবাসীরা।

#দারুন লিখেছেন অণু ভাই, অভিনন্দন আপনাকে। ইদানীংকার দুয়েকটি কবিতা মাঝে মাঝে পোষ্ট দিতে পারেন, বিয়ার গ্রেইলের ভ্রমনতো আর কম হলোনা! বাঘের বাচ্চা

…………………………
বিবর্ন রেখার বাঁকে
আজ অবেলায় ব্যস্ত মাঝি
কোন ছবিটি আঁকে?

তারেক অণু এর ছবি

আর বিয়ার গ্রেইল= ব্যাটা আছে আরামে। আমাদের যত ভেজাল-

ফাহিম হাসান এর ছবি

মূল বক্তব্যের সাথে একমত

তারেক অণু এর ছবি

আপনি কোথায়?

অতিথি লেখক এর ছবি

কবিতা হিসাবে দুর্বল, কিন্তু বক্তব্যের সাথে দ্বিমত নাই হাসি
--পাভেল

তারেক অণু এর ছবি
ম্যাক্স ইথার এর ছবি

আমি কারণটা জানিনা। ঠিক কি কারনে আমাদের সরকার এদেরকে আদিবাসি বলতে চায়না। কেউকি আমাকে ডিটেইল টা বলতে পারেন?
অনুদা, পাহাড়িদের সমন্ধে বেশী কিছু জানা নেই, তবে বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ঘুরে যে অভিজ্ঞতা হয়েছে তা থেকে বলতে পারি; ওদের জীবনযাত্রা এখনও অনেক বেশী মৌলিক আমাদের চেয়ে ।
কবিতা ভালো লেগেছে ।

তারেক অণু এর ছবি

তারা এখনো সৎ, অপাপবিদ্ধ। গেলবারও বান্দরবানের এক বম পাড়ায় ট্রেকিং করার সময় দেখি পুরো পাড়া ফাঁকা, সবাই মিলে হাটে গেছে, বাড়িঘর এমনি পড়ে আছে, তালা নেয়! মানে কি? মানে তাদের মাঝে চুরি শব্দটি এখনো অপরিচিত। কিন্তু পরিস্থিতির পরিবর্তন ঘটছে, অত্যাচারিত হতে হতে সব মানুষই এক সময় ফুঁসে ওঠে।

প্রৌঢ় ভাবনা এর ছবি

চলুক

তারেক অণু এর ছবি
সাবেকা  এর ছবি

চলুক

তারেক অণু এর ছবি
শামীমা রিমা এর ছবি

অণুদা,কবিতা লেখাও আর¤¢ হলো .... হাসি

তারেক অণু এর ছবি
উচ্ছলা এর ছবি
তারেক অণু এর ছবি
কর্ণজয় এর ছবি

সরল ভাল লাগা।।।
খুব ভাল লাগলো পড়তে।

তারেক অণু এর ছবি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।