বিশ্বের বিস্ময় হাগিয়া সোফিয়া নিয়ে তো আগের পোষ্টেই বললাম, এই পোস্টে থাকছে একই শহরের কিছু অপূর্ব স্থাপত্যের ছবি, সবই ধর্মীয় উপাসনালয়, মূলত অটোম্যান শাসনের সময় নির্মিত। সঠিক উচ্চারন জানা না থাকায় একাধিক জায়গায় তুর্কি নাম দিয়েই চালিয়েছি এযাত্রা।
ইস্তাম্বুলের প্রতীক- নীল মসজিদ
symbol OF ISTANBUL, the BLUE MOSQUE(The Sultan Ahmed Mosque),founded by the Ottoman Sultan in 1609
আইয়ুব সুলতান মসজিদ
The Eyüp Sultan Mosque. Built in 1458, it was the first mosque constructed by the Ottoman Turks following their conquest of Constantinople in 1453.
সুলেমান মসজিদ
The Süleymaniye Mosque is an Ottoman imperial mosque,started in 1550 It is the second largest mosque in the city,
রুস্তম পাশা মসজিদ
নাম না জানা হাজারো মিনারের একটি
খ্রিস্টান উপাসনালয়টি বড়ই ম্যাড়ম্যাড়ে মনে হয়েছিল অটোম্যান স্থাপত্যগুলোর পরে--
বাইজেন্টাইন দেয়াল, অটোমান মসজিদ
উপরের ছবিটি তুর্কী বন্ধু ফুলিয়া আনলিরের তোলা, এই পোস্টটি তার জন্যই ---
Sevgili Fulya,
Gezegenimizin en iyi şehirlerinden birindeki bütün harika anılar için teşekkürler. Sana, ailene ve arkadaşlarına çok minnettarım, hala nasıl teşekkür ederim bilmiyorum. Özellikle en değerli şey için teşekkür ederim- Dostluk. Her zaman İstanbul'da olacağız. -- Onu
মন্তব্য
গুগল ট্রান্সলেটের কল্যাণে ফুলিয়াকে লেখা আপনের গুপন চিঠির মর্মোদ্ধার করিলামঃ
"সব গ্রহের সেরা শহর এক বিস্ময়কর স্মৃতি জন্য আপনাকে ধন্যবাদ. আপনি, আপনার পরিবার এবং বন্ধু, আমি খুবই কৃতজ্ঞ, এখনও আমি কিভাবে আপনাকে ধন্যবাদ না জানি. বিশেষ করে, বন্ধুত্ব আছে, সবচেয়ে দামী জিনিস জন্য আপনাকে ধন্যবাদ. প্রতিটি সময় আমরা ইস্তানবুল হবে."
খালি শেষ লাইন্টা বুঝিনাই, প্রতিটা সময় ইস্তাম্বুল হবে আবার কি? কোড ল্যাঙ্গুয়েজ নাকি?
রাতের রূপকথারে ওয়ালপেপার বানাইলাম।
..................................................................
#Banshibir.
ছি ছি ছি, আপনি গুগল ট্রান্সলেটকে বিশ্বাস করেন এখনো!
আমি কিন্তু করি না, এবং গুগল ট্রান্সলেটকে ব্যবহার করিনি এই বার্তার জন্য, দেখি শেষ লাইনটা কে বুঝে!
facebook
গুগলরে বিশ্বাস করেন্না মানে? আম্নে গুগলেত্তে বেশি জানেন? গুগল কৈসে প্রতিটা সময় আমরা ইস্তাম্বুল হবে ব্যাস প্রতিটা সময় আমরা ইস্তাম্বুল হবে। এভরি টাইম উই উইল বি ইস্তাম্বুল।
..................................................................
#Banshibir.
এভরি টাইম উই উইল বি ইস্তাম্বুল।
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
কে কইছে!
facebook
হ, তা মাঝে মাঝে একটু বেশী জানি তো বটেই!
লাইনে আসুন, আচ্ছা যান- হিন্টস দিলাম- যে সিনেমাটা বিশ্বের সর্বকালের সবচেয়ে রোমান্টিক সিনেমা নির্বাচিত হয়েছে , তার সবচেয়ে রোমান্টিক ডায়ালগটা!
facebook
আরে রাখেন আপনের সর্বকালের সবচেয়ে রোমান্টিক। কৈলেই হইল? এই দেখেন সর্বকালের সবচেয়ে রুমান্টিক গান: কামন বেবি লাভ মি বেবি হোল্ড মি বেবি টাইট ♪♫...
..................................................................
#Banshibir.
আহ, আপনি হিট!
facebook
Your message to Fulya In English:
Our thanks for all the wonderful memories in one of the best cities. I am very grateful to you, ailene and friends, I still don't know how to thank you. Thank you so much for the most precious thing in particular-friendship. We will be always in İstanbul.
আমার মনে হয় লাষ্ট লাইনে বলা হয়েছে যে, "যখনই ইস্তাম্বুলের কথা মনে হবে তখনই তোমার কথা মনে পড়বে"
রাব্বী
কাছাকাছি, কিন্তু ১০০% সঠিক না। আচ্ছা সুত্র দিচ্ছি- ক্যাসাব্লাঙ্কা সিনেমার সেরা ডায়ালগ।
facebook
দারুণ...
আলো আসার জন্য উঁচুতে(ওগুলোকে কী বলে) থাকা বড় জানালাগুলোকে বড় ভাল লাগে । যখন স্থাপনাগুলো তৈরি করা হয়েছিল তখন তো ঝিলিক বাতি ছিল না, কিন্তু আলো-বাতাসে পরিপূর্ণই থাকতো অন্দর এদের জন্য ।
অ.ট.- টার্কিশ বন্ধুটি কি এই লেখায় মন্তব্য করতে পারে না?
পারবে হয়ত।
facebook
দৃষ্টির উপরে থাকা এ ধরনের জানালাকে স্থাপত্যের পরিভাষায় বলে ক্লিয়ারস্টোরী(clerestory/ clear story)।
ধন্যবাদ।
facebook
বর্ণনা কই? আর শেষ ছবিটা দেখে দেখি ধুগোদা কি বলে
ধুগোদা খুশীতে দাঁত কেলিয়ে বলবে- ভ্রাত অণু, ফুলিয়ার কোন বোন-টোন মানে ইয়ে আছে!
facebook
কি অসম্ভব সুন্দর কারুকাজ।
অ.ট.- ছবি ব্লগ দেয়ার জন্য কি ফ্লিকারে অ্যাকাউন্ট খুলতেই হবে? সচলের নিয়মাবলীতে ছবি সংযোজনের যে উপায় আছে সেভাবে দিলে হবে না? একটু জানতে আগ্রহী
ক্যাচাল, আমি কিন্তু এত জানি না, ফ্লিকারে অ্যাকাউন্ট খুলেই চালাচ্ছি আপাতত। দেখি অন্যরা কি বলে--
facebook
আপনার লেখা প্রেমের মত! প্রেম পরিচিত এবং সহজপ্রাপ্য হয়ে উঠলে সেই আগুনলাগা অবস্থা আর থাকেনা! কিন্তু তার মানে প্রেমের গুরুত্বও কমে যায় না! না থাকলেই আগুনটা টের পাওয়া যায়!
আপনার লেখা পরিচিত প্রেমের মত হয়ে গেছে!
(নানাবিধ রূপকে বক্তব্য পেশ করলাম! )
পুনশ্চ: এই বালিকা তো তুর্কী মনে হয় না! ধোঁকা দিতেছেন না তো?
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
সাবাস ভ্রাত, আপনে দেখছি খাঁটি প্রেমজীবাণু, মানে প্রেম ছড়িয়ে দরবার ব্রত নিয়েছেন ভাইরাসের মত !
তুর্কী তো বটেই- সেখানের মানুষ হরেক রকমের হয়, আপনার তো জানার কথা
facebook
১. সঠিক শব্দ ব্যাবহার করতে পারি নাই! লুলের জন্য ইশারাই যথেষ্ট বলে শুনেছি
২. আমি কেম্নে জানুম! আমার অভিজ্ঞতা অন্যরকম
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
হৈ মিয়া,অভিজ্ঞতা খুইল্যা কন, নাহলে ধু গো দারে ডাকলাম কিন্তুক!
facebook
জনসমক্ষে টুল'কে টাইটানিক বানানোর চেষ্টা করবেন না জনাব!
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
কেন নহে
facebook
একমত!
ইমা
facebook
‘We will always have Istanbul‘
রব মোরা নিরন্তর
ইস্তানবুলে........
--- ঠুটা বাইগা
facebook
এত সুন্দর মসজিদ!!!!
অঃটঃ উপসনালয় গুলো কি সাধারণত সুন্দর হয়ে থাকে? কিছুদিন আগে একটা Cathedral দেখতে গিয়েছিলাম। ভেতরে বাইরে সেটা এত সুন্দর দেখে আমার মনে হলো মানুষ কি এখানে প্রার্থনা করতে আসে নাকি এর সৌন্দর্য দেখতে আসে!!! এত সুন্দর জিনিসের মধ্যে থেকে কি অন্য কিছুতে মনোযোগ দেয়া যায়!? অদ্ভুত!
ইমা
হতেও পারে, সবগুলোই হয়ত খুব সুন্দর হয় না, কিন্তু তাদের টাকা আসে জনগণের পকেট থেকে, তাই মূল সমস্যা তাদের থাকে না প্রায় কখনোই।
facebook
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
facebook
ওহ্, দারুণ সব ছবি। শেষের ছবিটাতো বটেই।
(বিষয়ান্তর : আপনার কিউবা বিষয়ক লেখাটি, একজন কমিউনিস্ট নেতা উচ্ছসিত প্রশংসা করেছেন)।
লিখতে থাকুন, ভাল থাকুন।
ধন্যবাদ।
কিন্তু কিউবার লেখাতো কমিউনিজম নিয়ে না, সেখানের জীবনযাত্রা আর অর্জন নিয়ে।
facebook
তাঁরাতো কমিউনিস্ট কিউবার এই জীবনযাত্রা আর অর্জনটাকেই সাফল্য হিসাবে দেখাতে চায়। এত্তসব প্রতিকুলতার মাঝেও কিউবার এই অর্জন অবশ্যই দৃষ্টান্ত।
এত্তসব প্রতিকুলতার মাঝেও কিউবার এই অর্জন অবশ্যই দৃষ্টান্ত। তাতো বটেই, কিন্তু তাদের এই চিন্তাও করতে হবে কেন রাশিয়া এতো এতো সম্পদ নিয়েও কিউবা হতে হতে পারে নি।
facebook
মেলা কাহিনী হয়ে গেছে দেখি!
জেমস বন্ডের মত তারেক অণুরও একেক সিরিজে একেক হিরুইন দেখা যায়, তো আমরা এনাদের কি নামে চিনবো - 'অণু গার্ল'?!
.........
রংতুলি
এই ব্যাপারে কোন কথা না হউক- লাইনে আসুন।
facebook
বাংলাদেশে তো আসবেন নাকি ? তখন আপনাকে দেখানোর জন্য প্রদর্শনীর ব্যবস্থা করা লাগবে মনে হয় । পাব্লিক এনিমি নাম্বার ওয়ান :পি
লাস্ট লাইন টা মনে হয় "We'll always have Istanbul" হবে । তাইনা ?
বাহ, ঠিক বলেছেন ১০০ % মানে অনুবাদের ব্যাপারটা
পাব্লিক এনিমি নাম্বার ওয়ান! কি কইচ্চি!
facebook
আসলে ব্যাপারটা হইল । আমার আপনার মত ঘোরাঘুরির শখ । কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের বাইরে কোথাও যাওয়া হয়নি । তাই আপনার এইসব ছবি দেখলে মন খারাপ হয়
বি। দ্র - উপরের কমেন্টটা আমিই দিয়েছিলাম
দেশের মধ্যেই কত ঘোরাঘুরির জায়গা। আমি কিন্তু আগে দেশেই ঘুরেছি, প্রথম যখন বাহিরে গেলাম তখন প্রায় ২০ বসন্ত ছুয়ে ফেলেছি।
facebook
আপনি ঠিক বলেছেন।বাবা সরকারী চাকরি করেন । তার সুবাদে আমার প্রায় ৫০টা জেলায় ঘোরা হয়েছে । বরিশাল বাদে
আসলে ছোটবেলা থেকে যেসব হিরোকে দেখে দেখে বড় হয়েছি তারা বাস্তবে না থাকলেও আপনি আছেন , এটা কিছুটা হলেও মন কে সান্ত্বনা দেয়
আশা করি আপনার সাথে ঘুরতে পারব সামনে :)
এরিক
৫০! সাবাশ! আমার এখনো দেরী আছে ৫০ হতে। তা সেইগুলো নিয়েই লেখা দেন, বসে আছেন ক্যান?
facebook
আমার বয়স মাত্র উনিশ । তুমি করেই বলবেন ।
আর দ্বিতীয়ত হল আমি আপনার মত লিখতেও পারি না(বাংলায় গরু রচনা ছাড়া), ছবি যা কিছুটা তুলতে পারি । সামনে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য সরব পাঠক হয়েই থাকতে হচ্ছে । আশা করি অদূর ভবিষ্যতে লেখা দিব সাথে ছবি ।
দেখি আপনার মত হওয়া যায় কিনা !
এরিক
ছবিই দেন তাহলে। সেও দারুণ হবে।
( আপাতত আপনিই থাকুক, অবশ্য সম্বোধনে কিছু যায় আসে না)
facebook
আসিতেছে সামনেই ।
facebook
মিমুর সিনান জিন্দাবাদ।
কি ব্যাপার! হারেমের ছবি আসিতেছে---
facebook
মিমার সিনান বলা উচিত ছিল।
হ, ব্যাটা পুরাই ইমহোটেপ।
facebook
সবচে জোশ শেষ ছবিটা
facebook
নতুন মন্তব্য করুন