এই গ্রীষ্মে মাঝে যে কদিন স্বেচ্ছা বনবাসে যেয়ে নিঝুম বনের মাঝে কুঁড়েতে ছিলাম, সেখানে প্রায় ২৪ ঘণ্টায় কোন না কোন পাখি ডাকত, উত্তরের গ্রীষ্মের রাত তো আর আঁধার ঢাকা হয় না, তারপরও একটু আবছায়া মত আসলেই প্যাঁচার ডাক শোনা যেত, আর এক মাথা খারাপ কোকিল দিন নেই -রাত নেই কুক্কু কুক্কু করেই যেত। এদের সবার মাঝে আলাদা করে নজর কেড়েছিল এক জোড়া ইউরেশীয় পাকরাচুটকি , ( European Pied Flycatcher, Ficedula hypoleuca)কাঠের বাড়ীতে তারা থাকত, নিয়মিত মিয়াঁ-বিবি মিলে খানিক পরপরই রসালো পুষ্ট সব পোকা নিয়ে আসত সদ্য ডিম ভেঙ্গে বেরোনো ছানাদের জন্য, ভেবেছিলাম- বাহ, আদর্শ সংসার জীবন বোধ হয় একেই বলে, পরিশ্রমী দম্পতি! দুজনেই সমানে খেটে যাচ্ছে ছানাদের মানুষ থুড়ি পাখি করার জন্য।
সাধারণত বসন্তকালে ছেলে পাকরাচুটকি মেয়েটির ১ বা ২ সপ্তাহ আগেই প্রজননের উপযুক্ত স্থান বাছাই করে, নিজের এলাকা চিহ্নিত করে গান গেয়ে গেয়ে সেটিকে রক্ষা করে। সব ঠিক মত চললে সঙ্গিনীর দেখা মেলে, শুরু হয় বংশবৃদ্ধির পালা। বিবি পাখি ৪ থেকে ৭ টি ডিম পাড়ে, এবং অধিকাংশ ক্ষুদে পাখির মতই মেয়েপাখি একাই ডিমে তা দিয়ে থাকে। ১৩-১৫ দিনে ডিম ফুটে বাচ্চা বাহির হয়। ছানা ভূমিষ্ঠ হবার পর থেকেই বাবা-মা দুইজন মিলেই খাবার যোগায়।
বাড়ী ফিরে এই চমৎকার গায়ক দম্পতিদের নিয়ে একটু পড়াশোনা করতে যেয়েই জানা গেল চাঞ্চল্যকর তথ্য, যার প্রেক্ষিতে এই পোস্ট-
মেয়ে পাকরাচুটকি যখন দুই সপ্তাহ ধরে ডিমে তা দিতে থাকে, তখন পুরুষপ্রবরটি অন্য মেয়ে পাকরাচুটকির সাথে প্রেমঘন সম্পর্ক পাতিয়ে বসে! সেই খানেও আগমন ঘটে বংশবিস্তারের প্রতীক ডিমের! এবং যখনই প্রথম বিবির বাচ্চা ডিম ফুটে বাহির হয়, ছেলে পাকরাচুটকি তার পরের প্রেমিকাটিকে ছানাসহ সম্পূর্ণভাবে পরিত্যাগ করে ১ম পরিবারের দায়িত্ব নিতে চলে আসে!
পাখিদের মাঝে দ্বিগামিতা বা বহুগামিতা বিরল কিছু নয়, অনেক প্রজাতির পাখিদের মাঝেই এই জিনিসটি দেখা যায়। এবং অধিকাংশ ক্ষেত্রেই দুই পাখিই এটি জেনে থাকে, একই এলাকাতে ২টি মেয়ে পাখি এভাবেই বাস করে এবং পরস্পরের উপস্থিতি এবং বাসা সম্পর্কে জ্ঞান রাখে।
কিন্তু পাকরাচুটকির ব্যতিক্রমী ব্যাপারটি হচ্ছে- ছেলেপাখি সবসময়ই তার পরের প্রেমিকা বনের অন্য অঞ্চলে খুঁজে বাহির করে, যা সাধারণত তার আসল বাড়ী থেকে ২ কিলোমিটার দূরে হয়ে থাকে, যা এই পাখিদের জন্য বিশাল এক দূরত্ব! ফলে যেটি হয়ে থাকে, প্রথম স্ত্রী পাকরাচুটকি যেমন পরের মেয়েটি সম্পর্কে কিছুই জানতে পারে না, তেমন প্রেমিকা পাকরাচুটকিটিরও তার পুরুষপুঙ্গবের পরকীয়াময় সংসার জীবন সম্পর্কে কোন ধারণাই থাকে না !
তথ্যসূত্র- Extreme Birds
সিরিজের বাকি পর্বগুলো পাবেন এইখানে
পালকাবৃত বন্ধুদের নিয়ে লেখা এই সিরিজটি সেইসব মানুষদের জন্য, এই গ্রহের প্রতিটি বুনো পাখির পালকে আমি যাদের প্রতিচ্ছবি দেখতে পাই--
ডেভিড অ্যাটেনবোরো
জেরাল্ড ডারেল
কনরাড লোরেঞ্জ
ইনাম আল হক
সালিম আলী
জেমস অডুবন
রজার টোরে পিটারসন
( এই পোস্টটি বিশেষভাবে আমাদের প্রিয় ধু গো- দার জন্য, যিনি অকৃতদার হয়েও বিশ্বব্যাপী শালী জুগিয়ে ফেলেছেন, কোন জাদুবলে- উনিই জানেন! )
মন্তব্য
পরের পাখিটা তার ছানাপানাদের পিতৃত্তের দাবি নিয়ে আসে না? বা নিজের স্ত্রীর মর্যাদা চায় না?
এই পাখির নাম পাকনাচুটকি হওয়া উচিৎ ছিল
২য় ছবিটা খুব সুন্দর হয়েছে।
--- ঠুটা বাইগা
পাকনাচুটকি
facebook
আমি সহমত! পাখির নাম পরিবর্তন করে পাকনাচুটকি করে দেয়া হোক!
--------------------------------------------------------
আমি আকাশ থেকে টুপটাপ ঝরে পরা
আলোর আধুলি কুড়াচ্ছি,
নুড়ি-পাথরের স্বপ্নে বিভোর নদীতে
পা-ডোবানো কিশোরের বিকেলকে সাক্ষী রেখে
একগুচ্ছ লাল কলাবতী ফুল নিয়ে দৌড়ে যাচ্ছি
আমার উপরে নির্ভর করছে না, পাকরা মানে সাদা কালো ডোরাকাটা, আর ফ্যামিলি নাম চুটকি। বরং পাকনা পাকরা চুটকি শুনতে কেমন লাগে?
facebook
এই পাখির মধ্যে মানুষসুলভ দুই নাম্বারী আছে দেখা যাচ্ছে। মানুষ যেমন জানে বোঝে পরকীয়া খারাপ তেমন পাখিটাও বোঝে!
বেশ মজা পেলাম
--------------------------------------------------------
আমি আকাশ থেকে টুপটাপ ঝরে পরা
আলোর আধুলি কুড়াচ্ছি,
নুড়ি-পাথরের স্বপ্নে বিভোর নদীতে
পা-ডোবানো কিশোরের বিকেলকে সাক্ষী রেখে
একগুচ্ছ লাল কলাবতী ফুল নিয়ে দৌড়ে যাচ্ছি
মানুষ আর পাখি কিছু ব্যাপার দারুণ মিলে, রাজহাঁসেরা যে খুব দুই নম্বরি করে তা জানতে পেরে নোবেল জয়ী পাখিবিদ কনরাড লোরেঞ্জ খুব আপসেট হয়ে পড়েছিলেন, কিন্ত তার সহকারী বলছিল- Geese are just Humen!
facebook
Geese are just Humen! নির্মম সত্য
--------------------------------------------------------
আমি আকাশ থেকে টুপটাপ ঝরে পরা
আলোর আধুলি কুড়াচ্ছি,
নুড়ি-পাথরের স্বপ্নে বিভোর নদীতে
পা-ডোবানো কিশোরের বিকেলকে সাক্ষী রেখে
একগুচ্ছ লাল কলাবতী ফুল নিয়ে দৌড়ে যাচ্ছি
তার আগে ধারণা ছিল রাজহাঁসেরা সারা জীবনই একজনের সাথে কাটায়।
facebook
পরকীয়া খারাপ নাকি?? পরকে আপন ভাবলেই তো হয় ।
হ, উদাসিনী এখানে নাই দেখে খুব মজা লইলেন !
facebook
এক্ষনফুঙ্কৈরাসবকৈয়াদিতাসিখাড়ান, কেবায়াপঙ্কেবাপরটের্পাইবেন
..................................................................
#Banshibir.
facebook
এখন ফোন করে সব কইয়া দিতাসি খাড়ান। তারপর তো আর বুঝতেছি না
--------------------------------------------------------
আমি আকাশ থেকে টুপটাপ ঝরে পরা
আলোর আধুলি কুড়াচ্ছি,
নুড়ি-পাথরের স্বপ্নে বিভোর নদীতে
পা-ডোবানো কিশোরের বিকেলকে সাক্ষী রেখে
একগুচ্ছ লাল কলাবতী ফুল নিয়ে দৌড়ে যাচ্ছি
facebook
বৈবাহিক বিশ্বস্ততা তো মানুষের নিয়ম। একটা মুক্ত পাখি কেন এই নিয়মের অন্তর্গত হবে।
অথবা মুক্ত মানুষ! ঠিক ঠিক ---
facebook
এইটা কি একটা শিক্ষনীয় পোস্ট? বল না! বল না!
হালার পুরুস জাতিই দেহি গ্যাঞ্জাইমা!
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
হ, শিক্ষণীয়, ঠিকই কইছস, কিন্তু তোর মাথায় আসল, আমার মাথা আইল না ক্যান!
facebook
তোর মাথায় ঠিকই আইছে, তুমি হরিতাক্ষীরে ফিনল্যান্ডে রাইখা, আইসল্যান্ডে গ্রীনল্যান্ডে গিয়া মধু খাউ ব্যাটা পাকরাঅণু!
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
গ্রীনল্যান্ডে গেলে মধু মিলে নাকি! তুই খেকু সব জানিস, আমি কিছুই জানতে পারলাম না!, ল যাইগা-
ঐ মাতুলপুত্র হরিতাক্ষীর বাড়ী কিউবাতে
facebook
আরে পোয়েটিক মধু, লাউ ইজ কদু
যাত্তেরি, কিউবাতে নাকি? হাহাহা
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
প্রেমে ডুবে আছ মনে হচ্ছে, যাক গে, যত ইচ্ছা ফ্রেম কর কিন্তু পাকে বাঁধা পড়লেই লাদাখ থেকে বাতিল- মনে রাইখ
facebook
কিইইইই!! আমারে বাদ দিতে চাস???? গুলি খা!
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
তুই যে বিহা করবি বললি! ওডিন দেওতাকে ধর- দ্যাখ যদি কিছু হয়-
facebook
সুবাহানাল্লাহ! আপনার ভাবীদেরকে এই পাখির থেকে শিক্ষা নিতে বল্তে হবে
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
অবশ্যই অবশ্যই, সে আর বলতে! তা, আজকে দেখি জবরদস্ত একটা ছবি দিলেন !
facebook
আর বলবেন না। মার্কেটে আমার উপস্থিতি আজকাল কেউ গন্যই করতেছে না! আফসুস!
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
না- শ্যাষ পর্যন্ত পাপারাজ্জিও হইলেন... পাখিগো পিছেও লাগলেন... তেব্র পেতিবাদ...
আমার আগে ডেসমণ্ড মরিস, জেরাল্ড ডারেল আর ডেভিড অ্যাটেনবোরোকে ধরেন,
facebook
ও এখন আমি না- আমি শিখি নাই, আমারে শিখাইছে...
কে !
facebook
পাবলিক কী জানে না...!
facebook
প্রেমিক পাখি যখন দুই কিমি দূরে ফষ্টিনষ্টিতে মত্ত তখন ঘরের প্রেমিকা কি করে? ২ কিমি দূরের যে মেয়েপাখির সাথে দুষ্টামি চলছে তার প্রেমিক কি আরো ২ কিমি দূরের মেয়েপাখির সাথে দুষ্টুমি করছে না? ২ কিমি দূরের মেয়েপাখি সিঙ্গেল তার প্রমাণ কি?
এক হাতে তালি বাজে না, এই দেখেন তালি বাজানোর তরিকা
..................................................................
#Banshibir.
ঘরের বিবি তখন ডিমে তা দেয়! পরের যে মেয়ে ,সে সিঙ্গেল বলেই এখন পর্যন্ত জানা গেছে।
দেন, এখন একটা ফতোয়া দেন--
facebook
এই লন ফতোয়া-এ-সত্যপীরঃ "তারাই উত্তম পাকনা পাখি যারা ডিমে তা দিবার সময় পর্দা করে ও অপর পুরুষের ডাকে সাড়া দেয়না"।
..................................................................
#Banshibir.
পীরবাবা রক্স
হা হা , ফাটায় দিছেন
facebook
পাখিরাও
কিছু প্রশ্নঃ ২য় মেয়ে পাখির বাচ্চাদের দ্বায়িত্ব কি সে একাই পালন করে?
২য় মেয়ে পাখিটির মত কি ১ম মেয়ে পাখিটিও কি অন্য পাখিটির দ্বারা পরিত্যাক্ত হতে পারে?
এবং আপনি শেষ পর্যন্ত পরকীয়ার পোস্ট দিলেন যে!
২য় মেয়ে পাখি বাচ্চা পালনের দায়িত্ব একাই পালন করে।
এখানে পাখিদের ব্রিডিং সময়টা যেহেতু খুবই সংক্ষিপ্ত তাই প্রথম মেয়েটা মনে হয় অন্যের দ্বারা পরিত্যক্ত হবার সম্ভাবনা কম। তবে ১০০ ভাগ নিশ্চয়তা দিয়ে বলতে পারছি না।
facebook
তার মানে শুধু ছেলে পাখিরাই এই অসভ্যতা করে?
অসভ্যতা কি? যাই হোক ছেলেরাই করে-
facebook
না উ জু বি ল লা!!
facebook
[আমার চারপাশ]-[ফেবু]-[টিনটিন]
facebook
ব্যাটা পাপিষ্ঠ তাড়েকাণু, উৎসর্গ করার আর পোস্ট পাইলো না!
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
সবাই মিলে ধরল- বলল, ধু গো দা খলিফা লোক! আমি একা কি করি, বলেন ?
facebook
_______________
আমার নামের মধ্যে ১৩
facebook
পোস্ট, মন্তব্য, উৎসর্গ - সব ই ভাল্লাগছে
facebook
পোস্টের নাম দেখেই ধুসর গোধুলির কথা মনে হয়েছিল। উনাকে উতসর্গ করা দেখে বেজায় আমোদিত হলাম। এরকম ভদ্র চেহারার একটা পাখির পেটে পেটে যে এত বুদ্ধি তা কে জানত!
কিন্তু ধু গো দা মনে হয় খেপে গেল!
facebook
হাহাহাহাহাহা। পোস্ট আর মন্তব্য মিলে জটিল লাগলো। উৎসর্গ করায় কাউকে এই প্রথম বেজার মুখে দেখলাম
আমিও
facebook
কঠিন বুদ্ধিমান পাখি,ধর্মেও আছে,জিরাফেও আছে।
facebook
এইটার ইভোল্যুশানারি এক্সপ্লেনেশান কী হইতে পারে অণুদা?
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
জানা দরকার--
facebook
আগে তো জানতাম আমাগো অণু ভাই পর্দানশীন, মাইয়া গো ধার কাছ দিয়াই যায়না । আজ বুঝলাম অণু ভাই আসলে একনায়িকাতন্ত্রে বিশ্বাসী না, বরং ভোমরার লাহান ফুলে ফুলে মধু খায়তেই ভালবাসে।
পরকীয়া ভালু পাই
নির্ঝরা শ্রাবণ
এইডা কি কথা- সবই নিজে নিজে বানাইলেন!
পর্দানশীনও করলেন আবার ফুলে ফুলে মধুও খাওয়ালেন! এইডা কি ইনসাফের কথা!
facebook
ওই পাখি ও পাখির ঘরের প্রেমে পড়ে গেলাম!
facebook
ইয়াল্লা!
অথচ চেহারা দেখে মনে হয় কি ভালোমানুষ!
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
facebook
'স্ত্রীপাখি নির্যাতন আইন' নাই নাকি ? যাহোক পোস্ট ভাল লেগেছে।
হুম,,, অন্য জাতের স্ত্রী পাখিরাও কম যায় না কিন্তু!
facebook
এই সবইতো হবে। পর্দা-পুশিদার বালাই নাই, সব জায়গায় ঊড়ে বেড়ায়!
তাই বলে উড়বে না ?
facebook
উরবে না কেন? দ্যাশে কি বোরখার অভাব পরসে? পর্দা করে ঊড়ে বেড়াক, কে কি বলে দেখি :প
পাখিরা ওতখানি বোকা বা বর্ণবাদী কখনোই হবে না।
facebook
উড়বে না কেন, ভাইয়া? পাখি হওয়ার সৌভাগ্য হয়েছে উড়েইতো বেড়াবে।
ওদের মেয়ে শব্দটার পরে পাখি আছে বলেই রক্ষা। আমাদের ক্ষেত্রে হলে যা শুনতে হত তাই বলছিলাম আর কি!
facebook
খাইসে! কতো অজানারে!
অবশ্য পরকীয়া তো চিড়িয়াই করে।
উহু---
facebook
মানুষও করে বলসেন? তাহলে আর কী, মেনে নিলাম উদাসদার দেয়া মতবাদটাই!
facebook
এই পোস্ট পোঙটামিতে ঠাসা
“Peace comes from within. Do not seek it without.” - Gautama Buddha
কে বলছে-
facebook
আপনার পাখির সিরিজটা ভালো হচ্ছে অণু ভাই। এবারের ছবিগুলো বিশেষ করে।
নিজের তোলা তো!
facebook
উফফফ ছবি দেখে দম বন্ধ হয়ে আসতেছে। লিচ্চয় খালি হাতে তোলো নাই?
_______________
আমার নামের মধ্যে ১৩
না, ক্যামেরা নিয়ে!
facebook
বাহ, দারুণ পোস্ট... আগে পড়িনাই ক্যান?
ইয়ে, পাখির নাম তারেকচুটকি হইলেও খারাপ না... অর্থবহতা বজায় থাকে
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
হৈ মিয়াঁ, মানে কী!
facebook
নতুন মন্তব্য করুন