ছবি ব্লগ- আমার জীবনের আনন্দ = জীবনানন্দ, ৩

তারেক অণু এর ছবি
লিখেছেন তারেক অণু (তারিখ: শনি, ০৬/১০/২০১২ - ১০:০৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

কতদিন ভোরের বাতাসে কাঁঠাল পাতা ঝরতে দেখি না, কুয়াশা ফুঁড়ে বের হওয়া গাঙশালিকের দল কেমন অপরিচিত হয়ে গেছে, মাথার উপরে সোনালি ডানার চিল ভর দুপুরে উড়ে না কেঁদে কেঁদে, চালতাফুল শিশিরের নরম গন্ধের ঢেউয়ে ভিজে না- কিন্তু আমি ভিজি, বছরের প্রতিটি দিন জীবনানন্দের কবিতা আমাকে সিক্ত করে, আপ্লুত করে, সেই ফেলে আসা চেনা জগতে ফিরিয়ে নিয়ে যায়।

১ম পর্ব

২য় পর্ব

এই পর্বেও ১৫টা ছবি থাকল। সিরিজটি বিশ্বের সেইসব মানুষের জন্য যারা কবিতা ভালবাসে, জীবনকে ভালবাসে, জীবনানন্দকে ভালবাসে। এবং বিশেষ করে দুজন মানুষের জন্য, তারা হলেন- কুখ্যাত জীবনানন্দ প্রেমী নাবিউল আফরোজ ( ব্লগার রাফি) এবং আমাদের সকলের প্রিয় ব্যানার্জী স্যাম।

যতদিন বেঁচে আছি আকাশ চলিয়া গেছে কোথায় আকাশে
অপরাজিতার মতো নীল হয়ে-আরো নীল-আরো নীল হয়ে
আমি যে দেখিতে চাই;
557264_10152099227340497_1456285483_n

— দেখেছি সবুজ ঘাস — যত দূর চোখ যেতে পারে
ঘাসের প্রকাশ আমি দেখিয়াছি অবিরল, — পৃথিবীর ক্লান্ত বেদনারে
ঢেকে আছে;
546771_10152165676315497_571746071_n

কল্পনার হাঁস সব-পৃথিবীর সব ধ্বনি, সব রং মুছে গেলে পর;
উড়ুক উড়ুক তারা হৃদয়ের শব্দহীন জোৎস্নার ভিতর।
375819_10152110888200497_1564854995_n

সুজাতাকে ভালোবাসতাম আমি —
এখনো কি ভালোবাসি?
সেটা অবসরে ভাববার কথা,
অবসর তবু নেই;
তবু একদিন হেমন্ত এলে অবকাশ পাওয়া যাবে
এখন শেলফে চার্বাক ফ্রয়েড প্লেটো পাভলভ ভাবে
সুজাতাকে আমি ভালোবাসি কি না।
534191_10152162572795497_1214040038_n

— এক রাত আর এক দিন সাঙ্গ হলে
পশ্চিমের মেঘে আলো এক দিন হয়েছে সোনেলা!
আকাশে পুবের মেঘে রামধনু গিয়েছিল জ্বলে
এক দিন রয় না কিছুই তবু — সব শেষ হয় —
সময়ের আগে তাই কেটে গেল প্রেমের সময়;
404645_10152154535415497_891849669_n

ভোমরা উড়িছে,শুনি-গুবরে পোকার ক্ষীণ গুমরানি ভাসিছে বাতাসে
রোদের দুপুর ভরে-শুনি আমি; ইহারা আমারে ভালোবাসে-
426197_10152125347905497_871895670_n

সূর্যের আলো মেটায় খোরাক কার
সেই কথা বোঝা ভার।
অনাদি যূগের অ্যামিবার থেকে আজিকে ওদের প্রাণ
গড়িয়া উঠিল কাফ্রির মতো সূর্যসাগর তীরে
কালো চামড়ার রহস্যময় ঠাশবুনুনিটি ঘিরে
577136_10152110772915497_1184677121_n

মেঘের চিলের মতো — দুরন্ত চিতার মতো বেগে
ছুটে যাই — পিছে ছুটে আসিতেছে বৈকাল
252499_10152122252660497_1893009287_n

নীল আকাশে খইক্ষেতের সোনালি ফুলের মতো অজস্র তারা,
শিরীষ বনের সবুজ রোমশ নীড়ে
সোনার ডিমের মতো
ফাল্গুনের চাঁদ।
247218_10152161486730497_1904081367_n

তারপর তুমি এলে
এ পৃথিবী সলের মতন
তোমার প্রতীক্ষা করে বসেছিল
267294_10152118716665497_250167868_n

নদী, তুমি কোন কথা কও?
545439_10152163463345497_1335120690_n

মাঠে মাঠে ঝরে এই শিশিরের সুর,–
কার্তিক কি অঘ্রানের রাত্রির দুপুর–
হলুদ পাতার ভিড়ে ব’সে,
শিশিরে পালক ঘ’ষে ঘ’ষে,
পাখার ছায়ায় শাখা ঢেকে
ঘুম আর ঘুমন্তের ছবি দেখে -দেখে
মেঠো চাঁদ আর মেঠো তারাদের সাথে
জেগেছিল অঘ্রানের রাতে
এই পাখি!
296419_10152115645830497_1041057612_n

সারারাত দখিনা বাতাসে
আকাশের চাঁদের আলোয়
এক ঘাইহরিণীর ডাক শুনি –
কাহারে সে ডাকে!
270734_10152100042275497_1939053176_n

মাঠ থেকে মাঠে মাঠে — সমস্ত দুপুর ভরে এশিয়ার আকাশে আকাশে
শকুনেরা চরিতেছে; মানুষ দেখেছে হাট ঘাঁটি বস্তি — নিস্তব্ধ প্রান্তর
শকুনের; যেখানে মাঠের দৃঢ় নীরবতা দাঁড়ায়েছে আকাশের পাশে
185076_10152100338190497_1414376797_n

নিচের ছবিটা অনেক কষ্ট, অনেক বেদনা থেকে দেয়া। এর বদলে রামুর পুড়িয়ে দেওয়া বৌদ্ধমন্দিরের ছবি দিতে পারলে যথার্থ হত।

অদ্ভুত আঁধার এক এসেছে এ পৃথিবীতে আজ,
যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা;
যাদের হৃদয়ে কোনো প্রেম নেই-প্রীতি নেই-করুনার আলোড়ন নেই
পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া।
যাদের গভীর আস্থা আছে আজো মানুষের প্রতি,
এখনো যাদের কাছে স্বাভাবিক বলে মনে হয়
মহৎ সত্য বা রীতি, কিংবা শিল্প অথবা সাধনা
শকুন ও শেয়ালের খাদ্য আজ তাদের হৃদয়।
310180_10152159398725497_1492313705_n


মন্তব্য

সবুজ পাহাড়ের রাজা এর ছবি

আপনে ভাই আসলেই একখান পিস।
টুপি খুইলা সালাম জানাইলাম।

তারেক অণু এর ছবি

মানে কি বলতে চাচ্ছেন আমি আল্লার মাল? অ্যাঁ

সবুজ পাহাড়ের রাজা এর ছবি
তারেক অণু এর ছবি
সবুজ পাহাড়ের রাজা এর ছবি
তারেক অণু এর ছবি
সবুজ পাহাড়ের রাজা এর ছবি
তারেক অণু এর ছবি
সত্যপীর এর ছবি

আপনে একটা আল্লার মালগাড়ি।

..................................................................
#Banshibir.

তারেক অণু এর ছবি

হেইডা কি! পীর সাহেব কি ঘুরায়ে আবুল মালের আত্মীয় ?

সত্যপীর এর ছবি

অপমান করেন ক্যান?

..................................................................
#Banshibir.

তারেক অণু এর ছবি

ছরি, মানে বলতে চাইছিলাম, আপনি কি আমারে ঘুরায়ে মালের আত্মীয় বলতে চাইছেন!

মেঘা এর ছবি

ইটা রাইখ্যা গেলাম...

--------------------------------------------------------
আমি আকাশ থেকে টুপটাপ ঝরে পরা
আলোর আধুলি কুড়াচ্ছি,
নুড়ি-পাথরের স্বপ্নে বিভোর নদীতে
পা-ডোবানো কিশোরের বিকেলকে সাক্ষী রেখে
একগুচ্ছ লাল কলাবতী ফুল নিয়ে দৌড়ে যাচ্ছি

তারেক অণু এর ছবি

এহহে্‌ মিসিং মনে হচ্ছে অল্পের জন্য!

মেঘা এর ছবি

ওঁয়া ওঁয়া ওঁয়া ওঁয়া ওঁয়া ওঁয়া ওঁয়া ওঁয়া খেলবোই না আমি আর মন খারাপ

--------------------------------------------------------
আমি আকাশ থেকে টুপটাপ ঝরে পরা
আলোর আধুলি কুড়াচ্ছি,
নুড়ি-পাথরের স্বপ্নে বিভোর নদীতে
পা-ডোবানো কিশোরের বিকেলকে সাক্ষী রেখে
একগুচ্ছ লাল কলাবতী ফুল নিয়ে দৌড়ে যাচ্ছি

তারেক অণু এর ছবি

হাল ছেড় না বন্ধু,

মেঘা এর ছবি

পুরাই মুগ্ধ হয়ে গেলাম। তুমিও দিন দিন চরম হয়ে যাচ্ছো। চরম তারেকাণু হাসি ১, ৫, এতো সুন্দর! বলার মত না! ইস কবিতাগুলো এতো সুন্দর কেন?

--------------------------------------------------------
আমি আকাশ থেকে টুপটাপ ঝরে পরা
আলোর আধুলি কুড়াচ্ছি,
নুড়ি-পাথরের স্বপ্নে বিভোর নদীতে
পা-ডোবানো কিশোরের বিকেলকে সাক্ষী রেখে
একগুচ্ছ লাল কলাবতী ফুল নিয়ে দৌড়ে যাচ্ছি

তারেক অণু এর ছবি

কবিতা পড়েই তো উদাস

রিক্তা এর ছবি

আহা, বড় শান্তি লাগলো দেখে, পড়ে। পেঁচার ছবির কবিতাটা দেশে থাকতে প্রচন্ড গরমে লোডশেডিং এর রাতে পড়তাম, ম্যাজিকের মত গরম দূর হয়ে যেতঃ
প্রথম ফসল গেছে ঘরে,
হেমন্তের মাঠে মাঠে ঝরে
শুধু শিশিরের জল;
অঘ্রানের নদীটির শ্বাসে
হিম হয়ে আসে
বাঁশপাতা — মরা ঘাস — আকাশের তারা!
বরফের মতো চাঁদ ঢালিছে ফোয়ারা!
ধানক্ষেতে — মাঠে
জমিছে ধোঁয়াটে
ধারালো কুয়াশা!
ঘরে গেছে চাষা,
ঝিমায়েছে এ পৃথিবী–
তবু পাই টের
কার যেন দুটো চোখে নাই এ ঘুমের
কোনো সাধ!

রিক্তা
--------------------------------
হে প্রগাঢ় পিতামহী, আজো চমৎকার?
আমিও তোমার মত বুড়ো হব – বুড়ি চাঁদটারে আমি করে দেব বেনোজলে পার
আমরা দুজনে মিলে শূন্য করে চলে যাব জীবনের প্রচুর ভাঁড়ার ।

তারেক অণু এর ছবি
কুমার এর ছবি

আমিও সালাম জানাইলাম। বাঘমামা চিতা না, লেপার্ড। চোখ টিপি

তারেক অণু এর ছবি

লেপার্ড, বিশ্বের দুর্লভতম বিড়াল। আমুর লেপার্ড।

তিথীডোর এর ছবি

গুল্লি

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

তারেক অণু এর ছবি

শান্তি, শান্তি, গুল্লি নহে!

তিথীডোর এর ছবি

ঠিকাসে, নিজের তোলা একটা ফাউল ছবির লিঙ্ক দেই তাহলে--- হাসি
জীবনানন্দ দাশ

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

তারেক অণু এর ছবি
রু এর ছবি

অপূর্ব সুন্দর! হাসের ছবিটা কিভাবে তুললেন? সুজাতার চোখ দুইটা মরা মাছের মতো।

তারেক অণু এর ছবি

হাঁসের নাক বরাবর লাফ দিয়ে!

সুজাতা মৃত যে!

অতিথি লেখক এর ছবি

চলুক !
শাটার বন্দী জীবনানন্দ মনের কথা বলুক ! তালগাছটা আপনাকে দিলাম তালগাছটা আপনাকে দিলাম তালগাছটা আপনাকে দিলাম তালগাছটা আপনাকে দিলাম তালগাছটা আপনাকে দিলাম

তারেক অণু এর ছবি
তাপস শর্মা এর ছবি

উপায় নাই গুল্লি উপায় নাই গুল্লি

০৭-টাকে ছুঁয়ে দেখতে ইচ্ছে করে। এত্ত জীবন্ত

তারেক অণু এর ছবি

গুল্লি, না গোলাপ দরকার।

তাপস শর্মা এর ছবি

সুমনের দুটো লাইন বলি, কেমন। অঞ্জন দত্তকে নিয়ে বেঁধেছিলেন

চল অঞ্জন ছুটিতে দার্জিলিঙে
টেলিগ্রাফের তারেই নাচুক ফিঙে
ছেলেবেলার তার ছন্দেই একাকার
চল অঞ্জন গীটার'টা দরকার ......

( অঞ্জনের যায়গায় তোমার নামটা বসিয়ে উচ্চারণ করলুম ) হাসি

তারেক অণু এর ছবি
মৃত্যুময় ঈষৎ এর ছবি

অসাধারণ অণুদা, অসাধারণ সমন্বয়!

জীবনানন্দে শুধু তলিয়ে যেতে হয়- শুধু গভীরে নিয়ে যায়!!!


_____________________
Give Her Freedom!

তারেক অণু এর ছবি

জীবনানন্দে শুধু তলিয়ে যেতে হয়- শুধু গভীরে নিয়ে যায়!!! গুল্লি উত্তম জাঝা!

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

চলুক

______________________________________
পথই আমার পথের আড়াল

তারেক অণু এর ছবি

আপনি কোথায়?

সুমিমা ইয়াসমিন এর ছবি

খুবই সুন্দর!

তারেক অণু এর ছবি

ধন্যবাদ

স্বপ্নচারীর স্বপ্ন এর ছবি

সুন্দর, অনেক সুন্দর।
চলুক, আসুক নতুন নতুন 'ছবিতা'
-স্বপ্নচারী

তারেক অণু এর ছবি
নিলয় নন্দী এর ছবি

ভাষাহীন।

তারেক অণু এর ছবি
তানজিরুল আজিম  এর ছবি

অসাধারণ। ছবি গুলো কোথায় তোলা জানতে পারলে ভাল lag't.

তারেক অণু এর ছবি

দেওয়া যেতেই পারে, কিন্তু লেখা বেশী হয়ে যাবে, এই চিন্তাতেই দিচ্ছি না

তানজিরুল আজিম  এর ছবি

মন্ত্যব্যের ঘরে দিতে পারেন, খুবি জানতে ইচ্ছে করে কোথায় তোলা ছবিগুলো।

তারেক অণু এর ছবি

বিভিন্ন দেশে- কিউবা, ফিনল্যান্ড, বলিভিয়া, ইংল্যান্ড, সুইডেন, আর নদীর ছবিটা বাংলাদেশের, পদ্মা তীরের রাজশাহীতে।

নিরবতা এর ছবি

অনেক অনেক ভালো লাগা চলুক

তারেক অণু এর ছবি
যুমার এর ছবি

আকাশ ছড়ায়ে আছে নীল হয়ে আকাশে---- চলুক

তারেক অণু এর ছবি

আহা

স্যাম এর ছবি

ঘাসের প্রকাশ আমি দেখিয়াছি অবিরল, — পৃথিবীর ক্লান্ত বেদনারে ঢেকে আছে---
কি দারুন প্রকাশ!
এমন করে দেখে কিভাবে মানুষ?!

আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ।

- এই সিরিজ টা দিয়ে একটা অডিও-ভিজুয়াল প্রেজেন্টেশন বানাতে পারলে !! সচলে ই বুক এর মত আরেকটা কিছু হয়ত করা যেত!

তারেক অণু এর ছবি

আচ্ছা কে করবে> স্যাম দা?

ঐ ঘাসের ছবিটা কিউবাতে তোলা

স্যাম এর ছবি

হিমু বা অনিকেত এর মিউজিক এবং মাঝে মাঝে আবৃত্তি যদি কোনভাবে পেয়ে যান - বাকিটা আমি চেস্টা করতে পারব হাসি

ধুসর জলছবি এর ছবি

চলুক

তারেক অণু এর ছবি

অবশ্যই!

তামান্না ঝুমু এর ছবি

ছবিগুলি কবিতার মতই সুন্দর। কোথায় পেলেন এত সুন্দর সুন্দর ছবি?
তামান্না ঝুমু

তারেক অণু এর ছবি

এইতো, এখানে সেখানে!

প্রৌঢ় ভাবনা এর ছবি

আহা, জবাব নেই!

তারেক অণু এর ছবি

শুধুই প্রশ্ন আছে, উত্তর নেই !

ক্লোন৯৯ এর ছবি

চলুক

তারেক অণু এর ছবি
অতিথি লেখক এর ছবি

লেখাটা আগেই পড়েছি কিন্তু সৌন্দর্য প্রকাশের জন্য নতুন করে আর কিছু আপাতত খুঁজে পাচ্ছি না দেখেই আগে মন্তব্য করা হয়নি। মানে হচ্ছে আগের দুটো পোস্টে সব কথা বলে দিয়েছি। যাই হোক ছবিতে চলতে থাকুক জীবনানন্দ বন্দনা।

ইমা

তারেক অণু এর ছবি

আরে বলতে থাকেন, ইচ্ছা মত। আর লেখা দ্যান- আম্রিকা নিয়া-

কড়িকাঠুরে এর ছবি

বেশি সুন্দর... হাততালি

তারেক অণু এর ছবি
রোমেল চৌধুরী এর ছবি

তোমার সবুজ পোষ্ট আমাদের ক্লান্ত বেদনাকে ঢেকে দেয়।

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

তারেক অণু এর ছবি

হাসি
দাঁড়ান ভাই, ধূসর পোস্ট দিতে শুরু করব-

স্যাম এর ছবি

একদম একমত রোমেল ভাই। কিন্তু আমার মত টা আপনার মত সুন্দর করে জানানোর ক্ষমতা নাই মন খারাপ
অণুদা নো ধুসর পোস্ট - ঐ গুলার জন্য আমি আছি।

তারেক অণু এর ছবি

হাতাহাতি হয়ে যাবে কিন্তু হাটে চোখ টিপি

ধুসর জলছবি এর ছবি

চলুক

তারেক অণু এর ছবি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।