অমানুষিক ভ্রমণ ও অতঃপর ফটু খিঁচিয়া আমজনতার বুকে শেল বিদ্ধ করার অভিযোগে তারেক অণুকে কেন হস্তপদবন্ধনপূর্বক পিটাইয়া তামা তামা করা হইবে না তার কারণ দর্শাইয়া অনধিক দশ কার্যদিবসের মধ্যে উত্তর প্রদানের হুকুম করা হইল। জবাবপ্রদানের সময়সীমা অতিক্রান্ত হইলে সচলসমাজের সম্মানিত যেকোন সদস্যকে অভিযুক্ত তারেক অণুকে দেখিবামাত্র বিনা উস্কানিতে হাতের সুখ করিয়া নিতে অনুমতি প্রদান করিলাম।
১৩৪ | লিখেছেন অতিথি লেখক (তারিখ: বুধ, ১০/১০/২০১২ - ২:৪৮পূর্বাহ্ন)
অণু ভাইয়ের এই গেঞ্জিটা অনেক জায়গায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করার ফলে একটা জীবন্ত কিংবদন্তিতে পরিণত হইছে। তাই উপযোগ শেষ হওয়ার আগেই এই গেঞ্জিটাকে সংবর্ধনা দেয়ার দাবী জানিয়ে গেলুম
এতো ভাল লাগছিল ছবিটা দেখে বলার মত না। কিন্তু মন্তব্যে এসে হাসি ধরে রাখতে পারলাম না। আমি কি আর একা হিংসা করি? সবাই জ্বলে পুড়ে ছাই হয়ে যায় তোমাকে দেখে আসলে কিন্তু বলে না। আজকে একসাথে মনের দুঃখে বলে দিলো
--------------------------------------------------------
আমি আকাশ থেকে টুপটাপ ঝরে পরা
আলোর আধুলি কুড়াচ্ছি,
নুড়ি-পাথরের স্বপ্নে বিভোর নদীতে
পা-ডোবানো কিশোরের বিকেলকে সাক্ষী রেখে
একগুচ্ছ লাল কলাবতী ফুল নিয়ে দৌড়ে যাচ্ছি
সবুজ বাংলাদেশ, শুভ্র সচলায়তন আর আমরা সবাই তারেক অণুর মতো অনেক উঁচুতে পা রাখবার সংকল্পে স্থিতপ্রতিজ্ঞ।
আমরা করবো জয়
আমরা করবো জয়
আমরা করবো জয় একদিন
আহা, বুকের গভীরে আমরা জেনেছি
আমরা করবো জয় একদিন।।
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
ভাই আপনে তো ঘুরাঘুরি লাইনের "অনন্ত জলিল" হইয়া যাইতাছেন। শুভ কামনা। পম্পেই নিয়া আপনার কাহিনী পড়ার অপেক্ষায় থাকলাম। আর হুনেন "নিডিয়া" আর "আয়নদের" ছবি ও দিয়েন।
- এতগুলো মানুষ মিলে কতরকম করে কতদিন ধরে সচলায়তন লেখলাম নানা রঙ এ - সবাইমিলে মন্তব্যসংখ্যা ৩০০ হয়না - আর কোন এক লোক কি একটা লিখল কাগু ফন্ট এ - ২ দিন এ প্রায় ২০০ মন্তব্য---- মৈত্রেয় জাতক এর অহিংসা পরম ধর্ম মানা খুব কঠিন - সে নিজেই পারত কিনা সন্দেহ----
সচলের সাথে আছি অনেকদিন।লিখি না কখনো,কিন্তু পড়ি প্রায় সবগুলো লেখা।এখানের কমেন্টগুলো পড়তে যেয়ে একটা অদ্ভুত অনুভূতি এলো...এই যে এতোগুলো মানুষ,কাউকেই ব্যাক্তিগতভাবে চিনি না।কিন্তু এই মানুষগুলোর সাথেই আমার ভাবনার ঘুড়ি উড়ে।আমার পাশ দিয়ে তারেক অনু,চরম উদাস কিংবা হিমু হেঁটে গেলে আমি জানবই না,কিন্তু সচলে তাঁদের একটা লেখা হয়তো আমার ভাবনার পূঁজি হয়ে উঠে!আপনারা ভাল থাকুন আর আরও ভাল লিখতে থাকুন।
মন্তব্য
দিলাম ধাক্কা!
রোস্ট হয়ে যাব রে ভাই, এখনো ধোঁয়া বেরোচ্ছে!
ইয়ে, বুদ্ধমূর্তি ছিল না কিন্তু সেইখানে, পরে আবার ছবি চাইয়েন না।
facebook
বুদ্ধমূর্তির ছবি না থাকলে হবে না। লাভায় ঢাকা বুদ্ধমূর্তির পাশে খাড়ায় ফটু তুলেন আগে।
কাল আবার যামু নাকি !
facebook
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
facebook
পরের বার কাপড়ের ব্যানার নিতে হবে মুর্শেদ ভাই, কাগজ বাতাসে উড়ে যেতে চাইছিল!
facebook
ভিসুভিয়াস কি এখনও জীবন্ত নাকি?
হ, সুপ্ত, যে কোন দিন বিগড়ে যেতে পারে!
facebook
সব্বোনাশ! তাড়াতাড়ি সরে পড়ুন।
চিন্তা করছি ভাগার
facebook
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
facebook
---------------------
আমার ফ্লিকার
facebook
ভাগ্যিস ভিসুভিয়াসের চূড়ায় কোন সুন্দরী ললনা ছিল না!!! নাইলে তার প্রেমে 'পড়ে' গিয়ে আগু্নে জ্বলে এক্কেরে কয়লা হয়ে যেতেন!!!
"মান্ধাতারই আমল থেকে চলে আসছে এমনি রকম-
তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম!
মনেরে আজ কহ যে,
ভালো মন্দ যাহাই আসুক-
সত্যেরে লও সহজে।"
থাকবে না কেন!
facebook
বিশ্বাস করলাম না। ব্যাডা হইলে সুন্দরীগণের ফটুক দেখান দেখি!
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
হাহাহহহাহহা -
সুন্দরীর তোলা ফটুকই তো দেখালাম
facebook
আপনার ছবি কে দেখতে চাইছে? সুন্দরীরে দাঁড় করায়ে আপনে ছবি তুলতে পারলেন না?
______________________________________
পথই আমার পথের আড়াল
তুলছি তো ! কিন্তু তুললেই দেখাতে হবে
facebook
ঠিক না, ঠিক না। দেখাতে হয়, দেখতে দিতে হয়।
----------------------------------------------------------------------------------------------
"একদিন ভোর হবেই"
মামুর বুটা অরফিয়াস, আগে ভুঁড়ি বাগে আন, তাপ্পর সুন্দরী দেখতে চেও
facebook
আরে ভুড়ির উপরে তবলা বাজাতে পছন্দ করে অনেক সুন্দরী, ;)।
----------------------------------------------------------------------------------------------
"একদিন ভোর হবেই"
করে তো বটেই, তবে সুমো কুস্তীগিরদের ভুঁড়ির উপর
facebook
এতো বড় ভুড়ি না আমার। তবে সুমো কুস্তিগিরদের একবেলার খাওয়ার তালিকা দেখে আমি হতবাক !! এরা এতো খায় কেমনে?
----------------------------------------------------------------------------------------------
"একদিন ভোর হবেই"
এম্নেই খাই! আবার ব্যায়ামও করে!
facebook
--------------------------------------------------------
আমি আকাশ থেকে টুপটাপ ঝরে পরা
আলোর আধুলি কুড়াচ্ছি,
নুড়ি-পাথরের স্বপ্নে বিভোর নদীতে
পা-ডোবানো কিশোরের বিকেলকে সাক্ষী রেখে
একগুচ্ছ লাল কলাবতী ফুল নিয়ে দৌড়ে যাচ্ছি
কি মেঘা , ভুল বলছি?
facebook
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
তিথি, মানে তিথী হাসলেন যে বড়!
facebook
__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;
facebook
facebook
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
কিছু শেয়ালের ছবি পেলাম রে, ২০০০ বছর আগে লাভার নিচে চাপা পড়ছিল।
facebook
দে দে পাঠিয়ে দে
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
দিমু না, তুই আগের ৫০০০ বছর আগের শেয়ালের ছবিটা ফেলে রাখছিস এমনি এমনি।
facebook
ফেলে রাখবো কেনো রে! দুবেলা ধুপ-ধুনো দিয়ে পুজ কচ্ছি তো! পূর্বপুরুষ বলে কথা!
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
পূজা চালায়ে যা-
facebook
ফেলে রাখবো কেনো রে! দুবেলা ধুপ-ধুনো দিয়ে পুজো কচ্ছি তো! পূর্বপুরুষ বলে কথা!
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
তোর পূর্বপুরুষ তো জানতাম পশ্চিম আফ্রিকান!
facebook
ওয়াও!!!!
বাংলাদেশ আর সচলায়তন একসাথে!!!
দারুন ! অসাধারণ!!
অণুদা - একটা জেডি নাহ একটা বিএল না - কিছু একটা আপনার পছন্দের - বরাদ্দ করলাম!
পুরো ব্যাপারটা ভীষন ভাল লেগেছে।
ঐ ব্যানারটা কি বানিয়েছেন?
facebook
হ্যা - আপ ও হয়েছিল।
প্রতিক্রিয়াতে দেখলাম। বেশ হয়েছিল- বাড়ী ফিরেই বাকী ছবি পাঠাবো
facebook
যারা ভিসুভিয়াসে যাইতে পারে নাই, সেইসব গরীব অথচ মেধাবীদের জন্য কি জেডি বরাদ্দ হবে না! কালকেই আপনার অফিসে হানা দিতেছি
______________________________________
পথই আমার পথের আড়াল
দ্যান স্যামদার অফিসে হামলা দেন, আমিও আছি লগে।
facebook
যাওয়ার আগে আমারেও কইয়েন - লগে যামুনে।
-অয়ন
facebook
কি তানিম ভাই, আপানর খবর নাই, আর এদিকে হাসছেন দাঁত বাহির করে
facebook
ধোঁয়া
খুব কটু গন্ধ কয়েক জায়গাতে
facebook
সাবধান! ভিসুভিয়াস কিন্তু বিস্ফোরিত হওয়ার ধান্ধায় আছে।
এত ঘুরেন কেন মিয়া? আপনারে বেন্ধে পিটানোর কাম।
বিস্ফোরণ মিয়াঁ আপনি আমাত্তে বেশী বুজেন?
চিন্তাতে আছি, ন্যাপোলি ছেড়ে পালাতে হবে।
facebook
আহা অণু ! বাহা অণু !!
----------------
স্বপ্ন হোক শক্তি
আহ বাহ
facebook
পুরা ফ্রেম জুইড়াই তো মিয়া আপনে চ্যাগায়া রইছেন! কিছুই তো দেখা যায় না। এইটা যে ভিসুভিয়াসের ধূমা তার প্রমাণ কী? কোনো ভাতের হোটেলের ধূমাও তো হৈতারে!
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
~!~ আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল ~!~
না, পাস্তার পিজ্জার ধোঁয়া হইতেও পারে, ভাত পাইলে কই মুরব্বী !
facebook
রিসোত্তো!
..................................................................
#Banshibir.
খুব প্রিয় খাবার! কালকেই হয়ে যাবে। ধন্যবাদ পীর সাহেব।
facebook
রিসোত্তো খাইছি আইজ জান ভইরা! থাঙ্কু পীর বাবা, মনে করিয়ে দেবার জন্য!
facebook
নেপালি কুকরি শান দিতেসি কৈলাম ক্ষেপায়েন্না
..................................................................
#Banshibir.
আইতাছি কানাডা, কড খামু তাজা তাজা
facebook
আসেন আসেন। আপাতত রিটার্ন টিকেট কাটার প্রয়োজন নাই ওয়ান ওয়ে কাটেন। পরে নাহয় অবস্থা বুঝে ব্যবস্থা।
..................................................................
#Banshibir.
জীবনেই আসছি ওয়ান ওয়ে টিকেট কাইট্যাঁ আর কানাডা! ঠিক আছে-
facebook
কিডা কৈছে ওয়ান ওয়ে টিকেট কাইটা আইছেন? শিল্পী এস. এম. লুৎফর বলেছেন: রিটার্ন টিকেট হাতে লইয়া আইসাছি এই দুনিয়ায় ♫ ♪
..................................................................
#Banshibir.
আপনি এক মিস আল্লার মাল, কই যে পান এগুলা!
facebook
--------------------------------------------------------
আমি আকাশ থেকে টুপটাপ ঝরে পরা
আলোর আধুলি কুড়াচ্ছি,
নুড়ি-পাথরের স্বপ্নে বিভোর নদীতে
পা-ডোবানো কিশোরের বিকেলকে সাক্ষী রেখে
একগুচ্ছ লাল কলাবতী ফুল নিয়ে দৌড়ে যাচ্ছি
ঐ, তুই থাম ।
facebook
---------------------------------------------------------
ভাঙে কতক হারায় কতক যা আছে মোর দামী
এমনি করে একে একে সর্বস্বান্ত আমি।
facebook
ভিসুভিয়াসেও উঠে গেলেন বাকি আছে কোথায়?
ইমা
অনেক বাকী, সবই বাকী
facebook
ছবিটা কি স্যামদার আঁকা?
facebook
চশমাপড়াটা কে, জাতি জানতে চায়
facebook
--------------------------------------------------------
আমি আকাশ থেকে টুপটাপ ঝরে পরা
আলোর আধুলি কুড়াচ্ছি,
নুড়ি-পাথরের স্বপ্নে বিভোর নদীতে
পা-ডোবানো কিশোরের বিকেলকে সাক্ষী রেখে
একগুচ্ছ লাল কলাবতী ফুল নিয়ে দৌড়ে যাচ্ছি
মেঘা নাকি!
facebook
নাকি তানিম ভাই !
facebook
উত্তর পাইলাম না কিন্তু চউ দা!
facebook
ওই চুলায় পানি জাল দিয়া এক্কাপ চা খাইতে মঞ্চায়
আমারও, কিন্তু নামতে দিল না! নিষেধ আছে!
ধোঁয়ার কাছে নাকি ১০০ ডিগ্রী সেলসিয়াস!
facebook
হুদামিছা ফুটুক। সব ফুটুশপ
সাবধানে থাক মিয়া ......
কথা হৈল তাত্তাড়ি দেশে আইয়া এমুই আইও। শিলং এর কনকনে শীতে মৃদু বৃষ্টিপাতে পাহাড়ে পাইন গাছের আগায় বিয়ার এর ক্যান নিয়া উইঠ্যা দাঁত কিলাইয়া ফুডু তুলুম
ডাকঘর | ছবিঘর
ওগো পাইন
ঝলমল করছে জ্যোছনা
দেখাচ্ছে কি ফাইন!
facebook
ডুপ্লি ঘ্যাচাংডাকঘর | ছবিঘর
অমানুষিক ভ্রমণ ও অতঃপর ফটু খিঁচিয়া আমজনতার বুকে শেল বিদ্ধ করার অভিযোগে তারেক অণুকে কেন হস্তপদবন্ধনপূর্বক পিটাইয়া তামা তামা করা হইবে না তার কারণ দর্শাইয়া অনধিক দশ কার্যদিবসের মধ্যে উত্তর প্রদানের হুকুম করা হইল। জবাবপ্রদানের সময়সীমা অতিক্রান্ত হইলে সচলসমাজের সম্মানিত যেকোন সদস্যকে অভিযুক্ত তারেক অণুকে দেখিবামাত্র বিনা উস্কানিতে হাতের সুখ করিয়া নিতে অনুমতি প্রদান করিলাম।
-জনতার আদালত।
..................................................................
#Banshibir.
কিসের আদালত, জনতা কোথায়? আর বিচারক?
facebook
আদালত অবমাননার দায়ে আপনা্কে প্রদত্ত দশ কার্যদিবস সময়সীমা কমাইয়া আট কার্যদিবসে আনিত করা হইল।
..................................................................
#Banshibir.
যাচ্চলে, প্রশ্ন করা যাবে না? জানতে চেয়েছিলাম কি বিচারক, তার কাছে ফরিয়াদ ছিল।
( শিব ঠাকুরের আপন দেশে , আইন কানুন সর্বনেশে)
facebook
মুহাহাহাহা সবাই তোমাকে হিংসা করে
--------------------------------------------------------
আমি আকাশ থেকে টুপটাপ ঝরে পরা
আলোর আধুলি কুড়াচ্ছি,
নুড়ি-পাথরের স্বপ্নে বিভোর নদীতে
পা-ডোবানো কিশোরের বিকেলকে সাক্ষী রেখে
একগুচ্ছ লাল কলাবতী ফুল নিয়ে দৌড়ে যাচ্ছি
ক্যান!
facebook
হ
______________________________________
পথই আমার পথের আড়াল
আপনি বাইচ্যা আছেন ণজু ভাই, আহা! ভাল লাগল দেখে,
facebook
বাহ! নাপোলির পিত্সার ছবি কই ভাই? নাপোলি তো পিত্সার জন্মভূমি ! পম্পেই ঘুরে ভিসুভিয়াস এর ধ্বংশলীলার ছবি দিবেননা?
দিব দিব, তিষ্ঠ
facebook
আমাদের সময়ের নায়ক। ছবিটা দেখে এই কথাটিই মনে হল।
আসলেই!
স্যাম দা একটা বিশাল ফাজিল, এই ফাজিল লোকের মাথায় এই বুদ্ধি ক্যামনে কে জানে
facebook
ধুর, কি কথা! এখানেই যে কেউ যেতে পারে, নায়ক হওয়ার কিছু নাই
facebook
শুধু ওখানে যাবার জন্যে নয়। সবকিছু মিলিয়েই তুমি আমাদের সময়ের নায়ক। আমরা, আমেরিকা বাসীরা অধীর আগ্রহে প্রতীক্ষা করছি আগামী সচল আড্ডায় তারেক অনুর জন্যে। তোমার সাথে আরও কিছু সচল বন্ধুদের নিয়ে এসো ইউরোপ থেকে।
তোমার ভ্রমন শুভ হোক।
চেষ্টা করব। সবাই তো বলেছে নীলকমলিনী আপার বাড়ী ফাঁকা থাকবে, সবাই সেখানেই আস্তানা গাড়বে!
facebook
অনু, কথা সত্য। বাড়ী ফাঁকা। গল্পে, গানে, ভোজনে ভালই জমবে।
চেষ্টা করব আপা।
আপনার ফেসবুকে একটা রিকু পাঠিয়েছি, সম্ভব হলে অ্যাকসেপ্ট করেন, নিয়মিত যোগাযোগ থাকবে।
facebook
একলগে কয়ডা বিঁড়ি জ্বালাইছ কও দেহি ?? এত্তো ধুমা কে ?? !! ফ্রির চুলাতে গরম গরম রং চা খাইছ নি কও আগে।
----------------------------------------------------------------------------------------------
"একদিন ভোর হবেই"
বিড়ি খাই না তো! খামোখা জালামু ক্যান!
facebook
সইত্য কও !!
----------------------------------------------------------------------------------------------
"একদিন ভোর হবেই"
যাহা বলিব, সত্য বলিব। ডারউইনের কসম
facebook
মানলাম।
----------------------------------------------------------------------------------------------
"একদিন ভোর হবেই"
মানবি না আমার, মামুর বুটা, যাবি কনে
facebook
আমি ভাবলাম বারান্দার রেলিং
...........................
Every Picture Tells a Story
আর বইলেন না, রেলিং বসায়ে রাখছে যাতে কেউ পড়ে না যায় নিচের দিকে তাকাতে গিয়ে !
facebook
facebook
ভাই আপনি ফটোশপের কোন ভার্সান ব্যাবহার করেন?
ফটোশপ ব্যবহার করি না এখনো, কিন্তু শেখার ইচ্ছা আছে
facebook
ভিসুভিয়াসের চুড়ায় একটুকরো বাংলাদেশ দেইখ্যা পরান জুড়াই গেল!
facebook
চ্রম চ্রম
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
প্রম প্রম
facebook
সচলায়তনের একটা গেঞ্জি বানানো দরকার
______________________________________
পথই আমার পথের আড়াল
( একটা বিশেষ কারণে ঠা ঠা করে হাসলাম, নিশ্চয়ই আপনি আর হিম্ভাই বুঝেছেন কেন!
facebook
গেঞ্জি না ফতুয়া হোক।
facebook
facebook
অণু ভাইয়ের এই গেঞ্জিটা অনেক জায়গায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করার ফলে একটা জীবন্ত কিংবদন্তিতে পরিণত হইছে। তাই উপযোগ শেষ হওয়ার আগেই এই গেঞ্জিটাকে সংবর্ধনা দেয়ার দাবী জানিয়ে গেলুম
হিল্লোল
হায়, হায়্ আমাকে গেঞ্জিহারা করতে চান কেনু কেনু কেনু!
facebook
এতবড় চুলায় কী রানলেন?
খিচুড়ি!
facebook
___________________
রাতের বাসা হয় নি বাঁধা দিনের কাজে ত্রুটি
বিনা কাজের সেবার মাঝে পাই নে আমি ছুটি
facebook
এতো ভাল লাগছিল ছবিটা দেখে বলার মত না। কিন্তু মন্তব্যে এসে হাসি ধরে রাখতে পারলাম না। আমি কি আর একা হিংসা করি? সবাই জ্বলে পুড়ে ছাই হয়ে যায় তোমাকে দেখে আসলে কিন্তু বলে না। আজকে একসাথে মনের দুঃখে বলে দিলো
--------------------------------------------------------
আমি আকাশ থেকে টুপটাপ ঝরে পরা
আলোর আধুলি কুড়াচ্ছি,
নুড়ি-পাথরের স্বপ্নে বিভোর নদীতে
পা-ডোবানো কিশোরের বিকেলকে সাক্ষী রেখে
একগুচ্ছ লাল কলাবতী ফুল নিয়ে দৌড়ে যাচ্ছি
আরে ধুর, সবাই খুশী হয়েছে যে বেঁচে ফিরে এসেছি!
facebook
বারান্দায় গালিচা, জ্যাকেট রোদে দিয়ে বলছেন ভিসুভিয়াস। পুরা বুইঝালাইছি।
রোদ না, মেঘলা!
facebook
ও, ইউ পম ব্যাংলাডেশ? ( Oh! you from Bangladesh?)
আই টথ ইউ পম মাস ( I thought you're from Mars)
(গুলির ইমো)
বর্ন দেয়ার!
facebook
আমারও তো এইরকম একখান ছবি ছিলো, পাইতাছি না।
পাবেন পাবেন!
facebook
আপনের খেমোখাতার ঠিকানাটা দেন তো ধ্রুব দা, দরকার ছিল।
facebook
বার্তা দেখুন।
ধন্যবাদ , কিন্তু কাল্ট আর অকাল্টের বাংলা হিসেবে কি ব্যবহার করতে পারি জানতে চেয়েছিলাম।
facebook
হুমম, দেখেছি।
আরে উত্তর জানান! একটা লেখাতে লাগবে।
facebook
অসাধারণ অনু দা। ভালো থাকবেন।
শুভেচ্ছা
facebook
লাল কাপড় দেখিয়ে ষাড় খেপানোর মত করে, সচলায়তনের নাম দেখিয়ে ভিসুভিয়াসকে জাগাতে চেষ্টা করলেন?
---
মানুষ তার স্বপ্নের সমান বড়
আপ্নে কি ম্যাটাডোর নাকি! বুঝলেন ক্যামনে!
facebook
অসাধারণ অনু দা।
অমি_বন্যা
ধন্যবাদ
facebook
সবুজ বাংলাদেশ, শুভ্র সচলায়তন আর আমরা সবাই তারেক অণুর মতো অনেক উঁচুতে পা রাখবার সংকল্পে স্থিতপ্রতিজ্ঞ।
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
আমরা করবো জয় একদিন।।
facebook
আমিও ধাক্কা দিলাম।
ছিঃ, ধাক্কাধাক্কি করার কি দরকার!
facebook
- ভাষা হারিয়ে গেছে উড়ন্ত ঘুড়ির ঘোরার ছবি দেখতে দেখতে, করার মত ঈর্ষাও আর অবশিষ্ট নেই।
-অয়ন
facebook
অভিনন্দন!
শুভেচ্ছা
facebook
[আমার চারপাশ]-[ফেবু]-[টিনটিন]
facebook
ভাই আপনে তো ঘুরাঘুরি লাইনের "অনন্ত জলিল" হইয়া যাইতাছেন। শুভ কামনা। পম্পেই নিয়া আপনার কাহিনী পড়ার অপেক্ষায় থাকলাম। আর হুনেন "নিডিয়া" আর "আয়নদের" ছবি ও দিয়েন।
দিচ্ছি দিচ্ছি
facebook
আপনার ভিসুভিয়াসের তাপে সার্ভার ফেল করছে,অনেক চেষ্টায় সচলায়তনে ঢুকতে পারছি,আপনি একটা খারাপ লোক।
এখন ভাল হয়ে গেছি্, সচলও ঠিক আছে!
facebook
facebook
সুন্দরী তো সুন্দর ছবি তুলছে!
অবশ্যই!
facebook
আরো ছবি চাই............
_____________________
Give Her Freedom!
আসিতেছে
facebook
ব্যাপার টাকি চেহারা ওইদিকে ফটুক এইদিকে, সচলায়তনকে কি অগ্নীগর্ভে নিক্ষেপ করার প্রস্তুতি নাকি।
___________________________________
অন্তর্জালিক ঠিকানা
বুঝে লাও!
facebook
অনুদা,
ফটোশপে আমার এইরাম একটা ছবি বানাইয়া দিবেন? ফেসবুকে আপলোড দিতাম আর কি!
(অভিনন্দন )
ফটোশপ পারি না রে ভাই, , এখনো শিখতে পারলাম না ।
facebook
এইডা কিসু হইল ?
---------------------------------------------------------
ভাঙে কতক হারায় কতক যা আছে মোর দামী
এমনি করে একে একে সর্বস্বান্ত আমি।
facebook
গতকাল সচলায়তনে ঢুকতে পারিনাই , আজ প্রথমে ছবির মর্মার্থ বুঝতে পারিনাই। পরে বুঝেছি। আহারে, কী সুন্দর!
মন্তব্যগুলো পড়ে ব্যাপক মজা পেয়েছি।
ধন্যবাদ
facebook
আহা! ভিসুভিয়াস...সত্যি?!
৩ সত্যি
facebook
আপনার লেখায় ইদানীং মন্তব্য করাটা খুব কঠিন হয়ে গেছে , কি লিখব, কেন লিখব, ভাল লাগার কোন বিশেষণ টা আগে লিখিনি, ইত্যাদি ইত্যাদি ভেবে পাই না।
অফ টপিক- এত মানুষের হিংসা আপনার গায়ে লাগে না কেন? আপনি মানুষ তো ?
কথা পরে হবে, আগে নতুন লেখা দ্যান !
facebook
- এতগুলো মানুষ মিলে কতরকম করে কতদিন ধরে সচলায়তন লেখলাম নানা রঙ এ - সবাইমিলে মন্তব্যসংখ্যা ৩০০ হয়না - আর কোন এক লোক কি একটা লিখল কাগু ফন্ট এ - ২ দিন এ প্রায় ২০০ মন্তব্য---- মৈত্রেয় জাতক এর অহিংসা পরম ধর্ম মানা খুব কঠিন - সে নিজেই পারত কিনা সন্দেহ----
এটা কাগু ফন্ট না। সোলায়মান লিপি ফন্ট। ইউনিকোডে লেখা।
মুর্শেদ ভাইকে বিশাল ধন্যবাদ, উনিই ফাইলটা পাঠিয়েছেন। এখন পরের কাপড়ের ব্যানারটা কে পাঠাবে সেটাই দেখা বিষয়
facebook
স্যামদা , আপনিই একটা ব্যানার করে পাঠান, এভারেস্টের টাকা ম্যানেজ হলে সেটা নিয়েই যাব( একটু হালকা কইরেন, পারলে ঢাকাই মসলিনের )
facebook
ডান! ব্যানার, টি শার্ট/ব্যান্ডানা - - -
মসলিনের টিশার্ট প্যান্ট পাজামা পৈরা বাইর হৈলে লজ্জা ঢাকার পরিবর্তে লজ্জা পাওয়ার সম্ভাবনা থাক্তারে কিন্তু
..................................................................
#Banshibir.
পীর ফকিরদের নিয়ে এই এক মুশকিল! শুধু লজ্জা ঢাকার জায়গার দিকে নজর !
facebook
স্পন্সরটাও দেখেন পারলে
facebook
দশ নম্বরখান দিলাম। কাককাতলীয়ভাবে এখন ঘণুদার লগেই আলাপ করতেছিলাম
ঘণু'দা হইলো আমগো সুপারম্যান
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
দূর মিয়াঁ, তবে আপনি দলে থাকলে সাহস পাওয়া যায়, হাড় ভাঙলে সমস্যা নেই !
facebook
এদিক আইলে উনারে নিয়া আইসেন, হাড় ভাঙ্গার সমূহ সম্ভাবনা।
..................................................................
#Banshibir.
ক্যান, আপ্নেও কি চউ দার দলে যোগ দিলেন? দাওয়াত করে নিয়ে যেয়ে হাড় ভাঙবেন
facebook
না আমি দাওয়াত করে হাড় ভাঙবো কিজন্যে? আমি হাড় ভাঙার জন্যই দাওয়াত দিবো।
..................................................................
#Banshibir.
কি ফিঞ্চুরাস!
facebook
সচলের সাথে আছি অনেকদিন।লিখি না কখনো,কিন্তু পড়ি প্রায় সবগুলো লেখা।এখানের কমেন্টগুলো পড়তে যেয়ে একটা অদ্ভুত অনুভূতি এলো...এই যে এতোগুলো মানুষ,কাউকেই ব্যাক্তিগতভাবে চিনি না।কিন্তু এই মানুষগুলোর সাথেই আমার ভাবনার ঘুড়ি উড়ে।আমার পাশ দিয়ে তারেক অনু,চরম উদাস কিংবা হিমু হেঁটে গেলে আমি জানবই না,কিন্তু সচলে তাঁদের একটা লেখা হয়তো আমার ভাবনার পূঁজি হয়ে উঠে!আপনারা ভাল থাকুন আর আরও ভাল লিখতে থাকুন।
এভাবেই চেনা হয়, জানা হয়, বন্ধুত্ব হয়।
ভালো থাকুন সবসময়।
facebook
হিমুকে হয়তো চিনবেন না, কিন্তু তারেক অণু আর চরম উদাসকে তো চেনা উচিত। দুইজনই দাত বের করা হাসিমুখের ছবি লটকে রেখেছে।
facebook
নতুন মন্তব্য করুন