ছবি ব্লগ- চিত্রকর্ম ও ভাস্কর্যে প্রাচীন পম্পেই-এর কামকলা

তারেক অণু এর ছবি
লিখেছেন তারেক অণু (তারিখ: শুক্র, ১২/১০/২০১২ - ১০:০৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

সতর্কীকরণ- নিজ দায়িত্বে পোস্টে প্রবেশ করবেন, যদি যৌনতা নিয়ে বেশী রক্ষণশীল হন তাহলে দেখার দরকার নাই।

প্রায় ২০০০ বছর আগে ভিসুভিয়াসের লাভার নিচে চাপা পড়া পম্পেই শহর উদ্ধার করে জানা গেছে অনেক অমূল্য তথ্য সেই রোমান শহরের, আর জানা গেছে তাদের যৌনজীবনের নানা আঙ্গিকের কথা। দশ হাজার মানুষের শহরটিতে ছিল ৩৫টি লুপানারে ( ব্রোথেলের ল্যাতিন), মানে সমর্থ ৭১জন পুরুষের বা ২৮৬ জন মানুষের জন্য একটি লুপানারে! সেই ইতিহাসের কথা অন্য দিন হবে, আজ কেবল পম্পেইয়ের লাভা খুঁড়ে বাহির করা সবচেয়ে বিখ্যাত লুপানারের কিছু ছবি এবং নেপলস পুরাতত্ত্ব জাদুঘরের কিছু নিদর্শন যা কিনা পম্পেই এবং হেরকুলানিয়াম থেকে উদ্ধারকৃত।

পম্পেই যাচ্ছি, সেদিন সকালে দ্রোহীদার মেসেজ- মিয়াঁ লাভা খুঁড়ে বাহির করা ব্রোথেলটার ছবি তুইলেন!

আর চরম উদাস দার এক ক্ল্যাসিক গল্পের কেন্দ্রীয় চরিত্র জীবনের যে ৩টি লক্ষ্য ঠিক করেছিল তার মধ্যে একটি ছিল তারেক অণুর মত দেশ- বিদেশের জাদুঘর ঘুরে ন্যাংটো মূর্তি দেখা!!!

এই পোস্টটি আমার খুব প্রিয় দুইজন ব্লগার এবং মানুষ দ্রোহী দা এবং চরম উদাস দার জন্য।

পম্পেই লুপারনা, ৫ কক্ষ বিশিষ্ট

IMG_5876

ক্ষুদে দেয়ালচিত্র

IMG_5869

IMG_5858

IMG_5859

IMG_5860

IMG_5865

IMG_5863

IMG_5868

বিশাল দেয়াল চিত্রগুলো বোঝা যায় না-
IMG_5873

বিছানার স্থান
IMG_5866

IMG_5861

টয়লেট
IMG_5867

নিচের ছবিগুলো নেপলস পুরাতত্ত্ব জাদুঘরের কিছু নিদর্শনের যা কিনা পম্পেই এবং হেরকুলানিয়াম থেকে উদ্ধারকৃত। সেখানে ১৮ বছরের কম বয়স্ক কারো যাবার অনুমতি নেই এখনো-

IMG_6316

এই ঈশ্বরের নাম প্রিয়াপাস ( অনেকে অবশ্য মার্কারি মনে করেন)
IMG_6317

দরজা এবং চিহ্ন

IMG_6321

IMG_6320

দরজার চিহ্ন
IMG_6318

দরজার চিহ্ন
IMG_6319

ধাতু,পাথর এবং মাটির তৈরি ভাস্কর্য
IMG_6322

IMG_6324

IMG_6336

IMG_6337

IMG_6328

IMG_6329

IMG_6363

দেয়ালচিত্র
IMG_6325

IMG_6331

IMG_6327

IMG_6333

IMG_6334

IMG_6335

IMG_6353

IMG_6323

IMG_6351

IMG_6357

মৃৎপাত্র
IMG_6358

IMG_6359

IMG_6362

ছাগল এবং প্যান
IMG_6338

আরেকটি ছাগল এবং প্যান
IMG_6438


মন্তব্য

সবুজ পাহাড়ের রাজা এর ছবি

সেরাম পোস্ট।
রেগে টং (আপাতত: হিংসার ইমো হিসেবে ব্যবহার করা হইল)

তারেক অণু এর ছবি

কিরাম!

দ্রোহী এর ছবি

মিয়া আপনি তো সেইরাম খারাপ লোক! পয়সা খরচ করে দেশ বিদেশ ঘুরে মূর্তির নুনু দেখে বেড়াচ্ছেন!

একেবারে শেষ ছবিটার মডেল ত্রিভূজ আর মুখফোড়। গড়াগড়ি দিয়া হাসি

সবুজ পাহাড়ের রাজা এর ছবি
তারেক অণু এর ছবি
তারেক অণু এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

শালার বদের বদ, পুরুষদেরই সব রেখেছে! কি করি!

শেষের ছবিটার একটা নাম দেন, এক শব্দের!

দ্রোহী এর ছবি

এক শব্দে নাম দিলাম "নাউজুবিল্লাহ!"

তারেক অণু এর ছবি
চরম উদাস এর ছবি

ত্রিপুটুফোড়!

উদ্ভ্রান্ত পথিক এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

---------------------
আমার ফ্লিকার

তারেক অণু এর ছবি

আরেকটু সহজ, যাতে যখন তখন বলা যায়, চউ দা

দ্রোহী এর ছবি

"ছাগুপোন্দা" একটা ঐতিহাসিক শব্দ!

তারেক অণু এর ছবি
অমিত এর ছবি

চলুক

স্বপ্নচারীর স্বপ্ন এর ছবি

জটিল ঃ) ঃ)
-স্বপ্নচারী

তারেক অণু এর ছবি

নতুন শব্দ দ্যান

স্যাম এর ছবি

অনেক কিছু মনে হচ্ছে চোখ টিপি -- ছ দিয়ে - বেটার মেইল করি শয়তানী হাসি

তারেক অণু এর ছবি

ওকে-

ক্লোন৯৯ এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি গুল্লি

অরফিয়াস এর ছবি

গুরু গুরু

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

তারেক অণু এর ছবি
অতিথি লেখক এর ছবি

প্যানের ক্রিয়া = প্যানক্রিয়া (সাথে "স" জুড়ে দিলে প্যানক্রিয়াস হয়ে যাবে)

-অয়ন

তারেক অণু এর ছবি
উদ্ভ্রান্ত পথিক এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

---------------------
আমার ফ্লিকার

তারেক অণু এর ছবি

কি ভাই উদ্ভ্রান্ত নাকি!

ক্লোন৯৯ এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি গুল্লি

তারেক অণু এর ছবি
স্যাম এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি
দ্রোহী রক্স!

তারেক অণু এর ছবি

সবসময়ই !

সবুজ পাহাড়ের রাজা এর ছবি

লাস্টের ছবিটা ধর্মান্ধদের জন্য সিম্বোলিক হিসেবে ব্যবহার করা যায়।
কি কন মিয়া? দেঁতো হাসি

তারেক অণু এর ছবি

এমনি এমনি দিছি নাকি! আগে একটা নাম দ্যান কড়া দেখে-

তারেক অণু এর ছবি

আরেকটা দিলাম!

সবুজ পাহাড়ের রাজা এর ছবি
তারেক অণু এর ছবি

মানে কিন্তু একেবারেই সরল

চরম উদাস এর ছবি

لا حول ولاقوة إلا بالله !!!!!

شرير কুথাকার

اليسار!
بذيء!!
شيطاني!!!

তারেক অণু এর ছবি

বাংলা বলেন, মায়ের ভাষা বিশ্বের সবচেয়ে পবিত্র ভাষা।

চরম উদাস এর ছবি

বাংলায় গালিগালাজ করা ছেড়ে দিছি

সবুজ পাহাড়ের রাজা এর ছবি
তারেক অণু এর ছবি

না না, ছিঃ ছিঃ ! যা বলবেন বাংলাতে বলবেন-

ওডিন এর ছবি
তারেক অণু এর ছবি

কি নর্স দেবতা, ঠিক বলছি না ?

কড়িকাঠুরে এর ছবি

ভাই ইট্টু বাংলায় উচ্চারণ লেইখা দেন তাইলে, আমরাও শিখি। জ্ঞান বিতরণ অতীব মহৎ কর্ম...

তারেক অণু এর ছবি
উদ্ভ্রান্ত পথিক এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

---------------------
আমার ফ্লিকার

তারেক অণু এর ছবি

হাসিটাও বাংলাতে!

সবুজ পাহাড়ের রাজা এর ছবি

লাস্টের ফটুকটা ব্যবহার করার অনুমতি চাই, পিলিজ।

তারেক অণু এর ছবি

কারণ জানান আগে, ঐটা নিয়ে বিয়াপক পিলান আছে!

সবুজ পাহাড়ের রাজা এর ছবি

ছাগু পোন্দানো ছাড়া আপাতত: মাথায় আর কিছু নাই। দেঁতো হাসি

তারেক অণু এর ছবি

আরেকটা দিলাম, এইটা বেশী স্পষ্ট।
চিন্তা করতে থাকেন- জটিল হতে হবে নামটা, যেন শুরু থেকেই হিট হয়!

সবুজ পাহাড়ের রাজা এর ছবি

ছবির নাম দিলাম কয়েকটা, দেখেন পছন্দ হয় নাকি:

এক) ছাগুবধ।
দুই) ডান্ডা থেরাপী।
তিন) ছাগুনাশ।

তারেক অণু এর ছবি

নতুন ছবি দিলাম একটা, চিন্তা করতে থাকেন।

মানীর মান আল্লায় রাখে, প্রাণীটা ভেড়া না, গরু না, একেবারে ছাগলই! খবর নিয়েছি বই ঘেঁটে।

তারেক অণু এর ছবি

এবং পুরুষ ছাগল ! http://thumbsforhire.co.uk/?p=112

সবুজ পাহাড়ের রাজা এর ছবি
অরফিয়াস এর ছবি

ছাগের সাথে প্রনয় = ছাগনয় !! চোখ টিপি

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

তারেক অণু এর ছবি
অরফিয়াস এর ছবি

নামটা পছন্দ হলো না। মন খারাপ

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

তারেক অণু এর ছবি

"ছাগুমাতি" কেমন হয়! কড়িকাঠুরে সাজেস্ট করল-

অরফিয়াস এর ছবি

এইটা ভালোই, "ম্যাঁতকার" এর আওয়াজ আছে শব্দটায়। শয়তানী হাসি

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

তারেক অণু এর ছবি

দেখি হিম্ভাই কি বলে!

অরফিয়াস এর ছবি

এরা কি সবসময় উত্থিত দন্ড নিয়েই চলাফেরা, হাগা মোতা, যুদ্ধ/শিকার সব করতো নাকি? অ্যাঁ খাইছে, এহেন "সকল পরিস্থিতিতে দন্ডায়মান" শক্তির উৎস কি? এরশাদদাদু কি এদের কোন গোপন ফর্মুলা নিয়ে এসেছে নাকি? ইয়ে, মানে...

শেষের ছবিটাতে লোকটা ছাগলটাকে এতো ভালোবাসা দিচ্ছে কেন? অ্যাঁ

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

তারেক অণু এর ছবি

ছিঃ ছিঃ, তুমি ভালবাসা আর কাম কে এক করে ফেলেছ! এইটা করবে এরশাদ, বা এরশাদের বয়সে, এখন না !

তারেক অণু এর ছবি
অরফিয়াস এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

অরফিয়াস এর ছবি

হা হা হা। গড়াগড়ি দিয়া হাসি

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

তারেক অণু এর ছবি

এত হাসি কিসের! শব্দ বাহির কর-

ক্রেসিডা এর ছবি

সম্ভবত ভূটানেই সব বাসার দরজার সামনে এরকম উত্থিত দন্ড থাকে বোধ হয়, তাদের কথা হচ্ছে, যে শয়তান আসলেই তার *** মেরে দিবে গড়াগড়ি দিয়া হাসি আমার এক বন্ধু তখন জিজ্ঞেস করেছিল যে, আপনাদের ই তো আছে, তাহলে ওটার দরকার কি.. উত্তরদাতা বল্লো যে, প্যান্টের চেইন খুলতে খুলতে যদি দেরি হয়ে যায় গড়াগড়ি দিয়া হাসি

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

তারেক অণু এর ছবি

জানতাম না তো ! ছবি আছে নাকি?

ক্রেসিডা এর ছবি

নট শিওর! আমি চেক করে দেখবো ফ্রেন্ড এর ক্যামেরা যদি সে তুলে থাকে.. আপলোড করে দেব।

তারেক অণু এর ছবি
স্যাম এর ছবি

আমার কাছে ভুটান এর টা চোখ টিপি আছে দেঁতো হাসি

তারেক অণু এর ছবি

থাকলেই হবে! ছবি দ্যান।

কিরন শেখর এর ছবি

খাসা বোলেচেন গো বাই।

তারেক অণু এর ছবি
তারেক অণু এর ছবি

কেবল বাড়ী ফিরলাম, তোমার নিস্পাস জিজ্ঞাসা শেষের ছবিটাতে লোকটা ছাগলটাকে এতো ভালোবাসা দিচ্ছে কেন? মনে করে হাসতে হাসতে প্রায় গাড়ী অ্যাকসিডেন্ট করতে বসেছিলাম !

অরফিয়াস এর ছবি

দেঁতো হাসি । সাবধানে ঘনুদা।

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

তারেক অণু এর ছবি

হাসাও ক্যান রে ভাই!

ধুসর জলছবি এর ছবি

নাউজুবিল্লাহ পোস্ট দেঁতো হাসি আপনি ভাল হইয়া যান মিয়া । খাইছে

তারেক অণু এর ছবি

চেষ্টা করছি-

কড়িকাঠুরে এর ছবি

হাহাহা... হাসতে হাসতে শ্যাষ রে ভাই... গড়াগড়ি দিয়া হাসি

ছাগু আর জামাতি- "ছাগুমাতি" কেমুন অয়?...

তারেক অণু এর ছবি

দারুণ! বাহ, ভাল তো "ছাগুমাতি"!

হুমায়রা মুনতাসির এর ছবি

awesome

তারেক অণু এর ছবি
ইয়াসির আরাফাত এর ছবি

শেষের দুইটা ছবি দেখে একটা কথাই মনে আসছে, ছাগোআমারানি।

গো আ খুপ খিয়াল কইরা চোখ টিপি

তারেক অণু এর ছবি
হিমু এর ছবি

এ তো বিজয় টেবলেটের বিজ্ঞাপন পোস্ট রে।

তারেক অণু এর ছবি

ধুরো! এইডা একটা কথা কইলেন মিয়াঁ ভাই!

সত্যপীর এর ছবি

শেষ ছবি দুইটাতে আওরঙ্গজেবকে দেখে ভালো লাগল।

..................................................................
#Banshibir.

তারেক অণু এর ছবি

শানে নুযূল বলুন, ঝেড়ে কাশুন!

সত্যপীর এর ছবি

আমি পাপী মানুষ কি কমু, তাসনীম ভাইরে কোট করিঃ "আওরঙ্গজেব হচ্ছেন এই উপমহাদেশের আসল ছাগুচিফ।" শয়তানী হাসি

..................................................................
#Banshibir.

তারেক অণু এর ছবি

আহাহা, আমি ভাবছি আওরঙ্গজেব পশুমৈথুন করতেন! অ্যাঁ

সত্যপীর এর ছবি

আওরঙ্গজেবের সাথে পশু...পশুরে অপমান না করার আহবান জানাই।

..................................................................
#Banshibir.

তারেক অণু এর ছবি

না না, ইচ্ছা মিলন বলি নাই, জোরপূর্বক বলেছি খাইছে

ক্লোন৯৯ এর ছবি

শেষের দুই ছবিতে হাসতে হাসতে শেষ গড়াগড়ি দিয়া হাসি গুল্লি

বিটিভিতে একসময় লাস্ট ডেইজ অব পপ্মেই নামে একটা সেইরকম সিরিয়াল দেখাইতো। অধীর আগ্রহে বইস্যা থাকতাম দেখার জন্য চোখ টিপি

তারেক অণু এর ছবি

নাম শুনেছি, দেখা হয় নি। সিনেমাটাও দেখা হয় নি।

গ্রেগরীয়ান বালক এর ছবি

কাকা, এইডা কিরম হইলো। আর যে সংসারে মন বসে না। কি করি !!!!

তারেক অণু এর ছবি

সংসার মানেই ০

তাপস শর্মা এর ছবি
তারেক অণু এর ছবি
তাপস শর্মা এর ছবি

ওরে এইটা দিয়া বুঝাইছি আমার মাথার চাইরমুই ( চারদিকে) এগিনি ঘুরের ( এগুলি ঘুরছে )

তারেক অণু এর ছবি
ওডিন এর ছবি

ওইসময় লোকজন দেখি প্রায় সারাক্ষণই অনলাইনে থাকতো অ্যাঁ

তারেক অণু এর ছবি

অনলাইনে থাকতো গুল্লি গড়াগড়ি দিয়া হাসি আপ্নে মিয়াঁ বস লোক!

অরফিয়াস এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি বিজয় ট্যাবলেট ছিলোনা তাও অনলাইনে থাকতে কোন সমস্যাই হতো না।

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

তারেক অণু এর ছবি
তানিম এহসান এর ছবি

ওইসময় লোকজন দেখি প্রায় সারাক্ষণই অনলাইনে থাকতো। হাসতে হাসতে শেষ! হাহাহাহাহাহাহাহা

তারেক অণু এর ছবি

ওডিন একটা অমানুষ! পুরা বারোভাজা!

খেকশিয়াল এর ছবি

হো হো হো

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

তারেক অণু এর ছবি

তুইও কি অনলাইন!

ত্রিমাত্রিক কবি এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

তারেক অণু এর ছবি
মেঘা এর ছবি

আমি ১৮ বছরের বেশি হবার একটা সুযোগ নিলাম চোখ টিপি কিন্তু আজকে ফেসবুকে শেয়ার দিতে পারলাম না। অনেক পিচ্চি ভাই বোন আছে আমার ইয়ে, মানে...

ছবি দেখে মনে হলো এদের কি আর কোন কাজ ছিল না? আজব!

--------------------------------------------------------
আমি আকাশ থেকে টুপটাপ ঝরে পরা
আলোর আধুলি কুড়াচ্ছি,
নুড়ি-পাথরের স্বপ্নে বিভোর নদীতে
পা-ডোবানো কিশোরের বিকেলকে সাক্ষী রেখে
একগুচ্ছ লাল কলাবতী ফুল নিয়ে দৌড়ে যাচ্ছি

তারেক অণু এর ছবি

১৮ না তো, বয়সের ট্যাগে এরশাদ দাদু লেখা আছে !

ওদের নানা কাজকামের মধ্যে এইটা একটা ছিল আর কি !

ধুসর গোধূলি এর ছবি

মাথায় বাহারী কাজ করা জরির টুপি আর হাতে দ্রাক্ষার তসবী নিয়ে বাদ তাহাজ্জুদ জায়নামাজে বসেই জনাবের পোস্ট অবলোকন করিলাম। সুভানাল্লা। আমস্টার্ডাম বাদ, পম্পেই-এর দিকে কেবলার কম্পাস ঘুরাইয়া ফেলা সকল ইমান্দার বান্দার জন্য আবশ্যক হইয়া গেলো। আমিন...

তবে, উত্থিত আস্তাগফিরুল্লা দেখিয়া মনের ভিতরে একখানা খাইষ্টা কৌতুক চাগার দিয়া উঠিয়াছিলো। তওবা কাইট্টা ভালো হৈয়া গিয়াছি বলিয়া আর বলিলাম না।

একেবারে শেষের ফটুকখানা কোনো এক বিশেষ দিবসে পাইকারী দরে ফেসবুকে লটকাইয়া রাখা সকল ইমান্দার ও মুমীনের জন্য অবশ্য কর্তব্য হইবে। বিশেষ দিবসটি আলাপ আলোচনা করিয়া ঠিক করা হৈতে পারে...

সর্বে ভাবান্তা সুখিতা হন্তু... জগতের বেবাকেই সুখেদুঃখে থাকুক।

তারেক অণু এর ছবি

কৌতুকটা বলেন ধুগো দা, মনে রাইখেন এই দিন দিন না, আরো দিন আছে! এমন পোস্টের উৎসর্গপত্রে নিজের নাম জ্বলজ্বল দেখতে চাইলে সেই কৌতুকসহ মনের কথা খুলে লিখেন, পিলিজ

ধুসর গোধূলি এর ছবি

হে হে হে, এমন পোস্টের উৎসর্গপত্রে নিজের জ্বলজ্বল করা নাম দেখতে চাই, এইটা আপনেরে ক্যারা কৈলো! এই পোস্ট আপনে মেম্বর আর চ+উ'দারেই উৎসর্গ করেন। আমি আতরের শিশিতে চুবানো তুলা কানের গ্র্যান্ড ক্যানিয়নে গুঁজে দিয়ে, শুভ্র শশ্রুরাজীতে পঞ্চাঙ্গুলি ঢুকায়ে নীরবে নিভৃতে একটু রামনাম জপি।

তারেক অণু এর ছবি

এম্নু করেন, ক্যা! আমরা আমরাই তো! জানান একটু, আপ্নেও হাসেন, আমরাও হাসি

সবজান্তা এর ছবি

হে হে হে... লোকজন তো সারাদিনই অনলাইনে থাকতো দেখা যাইতেছে। প্রকৃত ডিজিটাল বাংলাদেশ এমনই হওয়া উচিত খাইছে

তারেক অণু এর ছবি

দরকার নাই! জনসংখ্যা এমনিতেই ২০ কোটি ছুই ছুই!

অতিথি লেখক এর ছবি

অণু দা, অসাধারণ লাগল। সাথে সুড়সুড় করা একটা চাপা হিংসা ফ্রি দেঁতো হাসি

কিঙ্কর আহসান

তারেক অণু এর ছবি
অতিথি লেখক এর ছবি

অণু দা, অসাধারণ লাগল। সাথে সুড়সুড় করা একটা চাপা হিংসা ফ্রি দেঁতো হাসি

কিঙ্কর আহসান

তারেক অণু এর ছবি
ত্রিমাত্রিক কবি এর ছবি

এইডা কী দিলেন! পুরাই অশ্লীষ। কিন্তু ফিমেল সেকশানটা মিস করে গেছেন মনে হইল? নাকি ওইগুলা পার্সোনাল কালেকশানে রাখছেন? ঝাইড়া কাশেন।

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

তারেক অণু এর ছবি

তিষ্ঠ! তিষ্ঠ!

আসলে হয়েছে কি ধর্মগ্রন্থ গুলো যেমন পুরুষদের সৃষ্টি, নিজেদের সুবিধেমত রচনা করা, তেমনই ব্রথেলের দেয়ালাগুলোও মূলত পুরুষদের মনোরঞ্জনের জন্যই বানানো ছিল- তাই এই দুরবস্থা।

স্যাম এর ছবি

চলুক চলুক

তারেক অণু এর ছবি

ইয়ে, মানে... ঠিক কি না?

স্যাম এর ছবি

কোন একটা জায়গায় আপনার আর চরম উদাস এর দারুন মিল - একজন চরম রম্যে ঠিকই বলে দেয় এবার জননীর গল্প হোক আর একজন এই ছবিগুলো দেখাতে দেখাতে আমাদের বলে দেয় একটা চরম সত্য - গুরু গুরু

তারেক অণু এর ছবি

দিলেন চউ দাকে খেপিয়ে! দেখেন এখন দাঁত খিঁচিয়ে সে কি বলে-

ত্রিমাত্রিক কবি এর ছবি

পুরুষদের মনোরঞ্জোনের জন্যে পুরুষাঙ্গ? উলটা হওয়ার কথা ছিল না!

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

তারেক অণু এর ছবি

মনোরঞ্জন না হে কবি, সেগুলোর জন্য তো দেয়ালচিত্র আছেই।
এগুলো ছিল পুরুষদের দাম্ভিক্তার বা শাসনের চিহ্ন। যে- সবই আমাদের, আমরাই সব।

সজল এর ছবি

পুরাই স্টেডিয়ামের দেয়ালে টানানো কোচিং ম্যানুয়েল। লোকজন মনে হয় ভুলে যেত ক্যামনে কী করতে হয়, তাই ছবি দেখে দেখে।।।

---
মানুষ তার স্বপ্নের সমান বড়

তারেক অণু এর ছবি

হ ! আপনি বুঝলেন ক্যামনে অ্যাঁ

মাহবুব লীলেন এর ছবি

বুঝলাম না
মানুষের ইয়েকর্মের সিস্টেমে দেখি ছাগু আসন আর ছাগুর ইয়েকর্মে দেখি মানুষের সিস্টেম...

তারেক অণু এর ছবি

তাই অ্যাঁ

তানিম এহসান এর ছবি

এই কারনেই পম্পেই এর উপর ভিসুভিয়াস গজব হয়ে নেমে এসেছিলো, বুঝলেন মশাই চোখ টিপি

তারেক অণু এর ছবি

না, সেটা সত্য হলে এরশাদের ঘরে কি হত এতদিনে, বলেন?

তানিম এহসান এর ছবি

এরশাদ হচ্ছে কামকলার ইউনিট, এইরকম আরও কাউকে বলতে হবে তুমি ৫, ৬, ৭,৮ ইউনিট এরশাদ, ৯ আর ১০ শুধুমাত্র এরশাদ এর জন্য বরাদ্দ দেঁতো হাসি

তারেক অণু এর ছবি

হ! শুধুই আজিজ মোহাম্মদ ভাই, এহতেশাম আর জয়নাল হাজারীর দোষ!

মৃত্যুময় ঈষৎ এর ছবি

হরেক রকমের শিশ্ন দেখতে দেখতে চোখ ছানাবড়া হয়ে গেল অণুদা!!! দুনিয়াডা কামই খাইলো দেঁতো হাসি


_____________________
Give Her Freedom!

তারেক অণু এর ছবি

হ, এক মামা বলত- চ্যাট আর প্যাট- এই দুইতেই দুনিয়া স্যাস!

মৃত্যুময় ঈষৎ এর ছবি

চ্যাট আর প্যাট- এই দুইতেই দুনিয়া স্যাস! হো হো হো


_____________________
Give Her Freedom!

তারেক অণু এর ছবি

কথা কি সইত্য!

আলোকিতা এর ছবি

অইসব বিছানায় ক্যামনে কী......মাগো !!!!

তারেক অণু এর ছবি

যদি হয় সুজন, তেঁতুল পাতায় ন,জন! হো হো হো

ধুসর গোধূলি এর ছবি
তারেক অণু এর ছবি

নতুন শব্দ কয়েন করলেন, এর মানে কি ধুগো দা>

প্রৌঢ় ভাবনা এর ছবি

মুরুব্বি মানুষের কোন মন্তব্য নাই। চলুক

তারেক অণু এর ছবি

না না, বলতেই হবে-, ওদের ২০০০ বছরের তুলনায় আমরা সবাই শিশু!

খেকশিয়াল এর ছবি

ওডিন যা কইলো তারপর আর কিছু বলা মানায় না হো হো হো

চলুক চলুক চলুক

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

তারেক অণু এর ছবি

ওডিন পুরাই থরের হাতুড়ির পিডা দিছে !

অতিথি লেখক এর ছবি

কালেকশনে রাখার মত পোষ্ট (শিশ্ন)। হাসি

তারেক অণু এর ছবি

হা কপাল, আর কিছুই চোখে পড়ল না ?

অতিথি লেখক এর ছবি

হোটেলের দরজায় যেমন নম্বর দেয়া থাকে, ওদের দরজায় কি সেইভাবে এই ঝুলিয়ে নাম্বারিং করতো নাকি?

পোস্টে পাঁচ তারা (!) মানে পাঁচটা ঐ জিনিস---

-অয়ন

তারেক অণু এর ছবি

নাম্বারিং ঠিকই ধরেছেন-

Gypsy এর ছবি

নাম্ টা "ছাগুলীলা" হলে কেমন হয়?

তারেক অণু এর ছবি

মান একই, ছাগুর সাথে লীলা, না ছাগুকে নিয়ে লীলা? লীলাবাজ ছাগু? লীলার শিকার ছাগু?

Gypsy এর ছবি

বিপদে ফেল্লেন অনুদা। ছাগুর লীলা = ছাগুলীলা

তারেক অণু এর ছবি

নাকি লীলার ছাগু! হো হো হো

নিলয় নন্দী এর ছবি

ঐতিহাসিক হতেও পারে, তবে দেয়াল-চিত্র দেখে কেন যেন কলেজের বাত্তুমের কথা মনে পড়ে গেল !
ইয়ে, মানে...

তারেক অণু এর ছবি

কোন কলেজ অ্যাঁ

খেয়া'দি এর ছবি

২০০৬-এ আমি ব্রিটিশ মিউজিয়ানে যেদিন গিয়েছিলাম, সেদিন রোমান সেক্সুয়ালিটির উপর কি একটা যেন প্রদর্শনী চলছিল স্পেশালি। কিছু ছবি তুলে এনেছিলাম। বাসায় গিয়ে আপলোড করে দেব ।

তারেক অণু এর ছবি

দারুণ, দিয়ে ফ্যালান

চিলতে রোদ এর ছবি

ওই যাদুঘর আমাদের সাঈদী ঘুরে আসলে নিশ্চয়ই ওই এলাকার মানুষের অতি যৌনতার শিল্প ও আল্লাহ'র গজবের একটা দারুন সম্পর্ক তৈরী করে ওয়াজ-লেকচার রেডি করে ফেলবেন!

তারেক অণু এর ছবি

সেই ওয়াজের কথা কল্পনা করেই হাসলাম গড়াগড়ি দিয়া হাসি একচোট

তানিম এহসান এর ছবি

মনে হয়না। চোরার মনে আগে লুল ঝরবে, তারপর হাহাকারে পূর্ণ হবে কেন সেই জামানায় জন্ম নিতে পারলোনা, লুঙ্গির নিচে উত্তেজনা আসবে তারপর এইসব বয়ান। এরা নিজেরাও কম কাম করেনা, শালার ভন্ড!

তারেক অণু এর ছবি
ধুসর গোধূলি এর ছবি

২৮ অক্টোবর উপলক্ষ্যে একেবারে শেষের ছবিটা ব্যবহার করা যেতো!

তারেক অণু এর ছবি

কইরা ফ্যালান-- এখনো সময় আছে

রাতঃস্মরণীয় এর ছবি

শেষের ছবিটার জন্যে একটা নাম মনে এলো-

ছাগ (প্লাস) রমণ = "ছাগ্রমণ"

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

তারেক অণু এর ছবি

বাহ উত্তম জাঝা! কিন্তু হঠাৎ পড়লে ছাগ আক্রমণ মনে হচ্ছে!

মামুন হিমু এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি গুল্লি হাততালি

তারেক অণু এর ছবি
মহামান্য শয়তান এর ছবি

ইয়েস বাঘ মামা, ইয়েস!!! হাততালি গুল্লি হো হো হো

তারেক অণু এর ছবি
ফায়ারফক্স এর ছবি

ছাগমেহন বা ছাগগমন হতে পারে অথবা ত্রিভুজাগমন

তারেক অণু এর ছবি
অতিথি লেখক এর ছবি

বাৎসায়ন-এর বইতে সম্ভবত: একে বলা হয়েছে - অজাচার। আর, আরো একটা শব্দ কখনো পড়েছিলাম মনে হয় - ছাগরতি।
কিন্তু, আমার পছন্দের - আমরা সময়কালে যে বাগধারায় আমোদ উল্লাস কত্তাম সেই বিধি মেনে - ছাগুলাগু।
প্রয়োগ উদাহরণ - সুনু-মুনু, আসো, এট্টু ছাগুলাগু করি!
টীকা/টিপ্পনী: লাগান = রমণ (রোয়াক-ভাষ্য)
- একলহমা

তারেক অণু এর ছবি
অতিথি লেখক এর ছবি

কলমে পারি না তাই আমি ছাগু পোন্দাইয়া বেড়াই সর্বত্র ।মাঠে ঘাটে যেখানে পাই। মাঠের কর্মী ।
শেষ ছবিটাকে আমার লোগো বানাতে চাই ।
ছাগু পোন্দাইয়া যেই সুখ পাই আর কিছুতেই পাই না ।

ছবিটা আমার "ছাগুসুখ।"

তারেক অণু এর ছবি

হা হা, বানান ! আপন মনে করে লন

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।