ছবি ব্লগ- আমার জীবনের আনন্দ = জীবনানন্দ, ৪

তারেক অণু এর ছবি
লিখেছেন তারেক অণু (তারিখ: রবি, ২১/১০/২০১২ - ২:২৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ভোর থেকেই প্রচণ্ড দৌড়ের উপরে আছি, ঘটনার তরঙ্গ এসে একের পর এক আসছে পড়ছে জীবনের সৈকতে। মনে হচ্ছিল আজ আর নেটের ধারে কাছে ঘেঁষা হবে না, কিন্তু ঘোষিত হল আজ সচলায়তনের সবচেয়ে কুখ্যাত কবিতাখোর রিফাত সানজিদা ওরফে তিথীডোরের জন্মদিন! এই দিনে তাকে কবিতাময় একটা উপহার না দিলে কেমন হয়! বাসায় ফেরা হয়নি এখনো, কিন্তু মধ্যরাত পেরোয়নি হেলসিংকিতে, তাই পথে থেকেই ১০ ছবির এই পোষ্ট।

শুভ জন্মদিন তিথি, মানে তীথী, ধুত্তুরি তীথি, ইয়ে মানে তিথী! ভালো থাকুন, সুখে থাকুন, সবসময়।

৩য় পর্ব

২য় পর্ব

১ম পর্ব

তোমার সৌন্দর্য নারী , অতীতের দানের মতন।
মধ্যসাগরের কালো তরঙ্গের থেকে
ধর্মাশোকের স্পষ্ট আহ্বানের মতো
আমাদের নিয়ে যায় ডেকে
শান্তির সঙ্ঘের দিকে — ধর্মে — নির্বাণে,
তোমার মুখের স্নিগ্ধ প্রতিভার পানে।
285661_10152169099720497_40340399_n

কোথাও দেখিনি, আহা, এমন বিজন ঘাস – প্রান্তরের পারে
নরম বিমর্ষ চোখে চেয়ে আছে-নীল বুকে আছে তাহাদের
গঙ্গাফড়িঙের নীড়, কাঁচপোকা, প্রজাপতি, শ্যামাপোকা ঢের,
হিজলের ক্লান- পাতা,- বটের অজস্র ফল ঝরে বারে বারে
তাহাদের শ্যাম বুকে,
311206_10152171776035497_953120059_n

কত দিন ঘাসে আর মাঠে
আমার উৎসাহে প্রাণ কাটে
খড় খুঁটি- অশ্বত্থের শুকনো পাতা চুপে উল্টাই
দুএকটা পোকা যদি পাই
আমারে চেনো না নাকি; আমি যে চড়াই!
561533_10152122904685497_68958238_n

দেখিব না আর আমি পরিচিত এই বাঁশবন,
শুকনো বাঁশের পাতা-ছাওয়া মাটি হয়ে যাবে গভীর আঁধার
আমার চোখের কাছে;
525974_10152171374555497_507495140_n

বাতাসের ওপারে বাতাস-
আকাশের ওপারে আকাশ।
297728_10152117483565497_2009974801_n

আমি যদি হতাম বনহংস;
বনহংসী হতে যদি তুমি;
কোন এক দিগন্তের জলসিঁড়ি নদীর ধারে
ধানক্ষেতের কাছে
ছিপছিপে শবের ভিতর
এক নিরালা নীড়ে,
558684_10152098826325497_2127579908_n

বিকেলবেলার আলো ক্রমে নিভেছে আকাশ থেকে।

মেঘের শরীর বিভেদ ক’রে বর্শাফলার মতো

সূর্যকিরণ উঠে গেছে নেমে গেছে দিকে-দিগন্তরে;

সকলি চুপ কী এক নিবিড় প্রণয়বশত।
383173_10152094693730497_878984743_n

আমি কোন এক পাখির জীবনের জন্য অপেক্ষা করছি
তুমি কোন এক পাখির জীবনের জন্য অপেক্ষা করছো
হয়তো হাজার হাজার বছর পরে
মাঘের নীল আকাশে
সমুদ্রের দিকে যখন উড়ে যাবো
আমাদের মনে হবে
হাজার হাজার বছর আগে আমরা এমন উড়ে যেতে চেয়েছিলাম।
488059_10152089333365497_1664867804_n

এখন এ পৃথিবীতে ভালো আলো নেই-
ভাষার বেগের বিহবলতার শেষ করে অন্ধকার
মাঝে মাঝে জীবনের পথে আসে
আজকে সততা সত্য সুধা নেই- কিন্তু পৃথিবীর পথে রূঢ়
রক্তাক্ত অন্যায় আলো বেনামদারের মতো জেগে
নিজেকে প্রাণের সূর্য বলে যদি এখনো প্রচার করে তবে
সে আলোর প্রতিবাদে আজকের পৃথিবীতে অন্য আলো নেই
অন্ধকারে র’য়ে গেছে।
199227_10152121855595497_825645585_n

বুনো হাঁস পাখা মেলে- শাঁই-শাঁই শব্দ শুনি তার;

এক- দুই- তিন- চার- অজস্র- অপার-

রাত্রির কিনার দিয়ে তাহাদের ক্ষিপ্র ডানা ঝাড়া

এঞ্জিনের মতো শব্দ; ছুটিতেছে- ছুটিতেছে তারা।
249768_10152097658900497_844274696_n


মন্তব্য

মেঘা এর ছবি

হাসি

--------------------------------------------------------
আমি আকাশ থেকে টুপটাপ ঝরে পরা
আলোর আধুলি কুড়াচ্ছি,
নুড়ি-পাথরের স্বপ্নে বিভোর নদীতে
পা-ডোবানো কিশোরের বিকেলকে সাক্ষী রেখে
একগুচ্ছ লাল কলাবতী ফুল নিয়ে দৌড়ে যাচ্ছি

তারেক অণু এর ছবি

এবার মেঘা ১ম কমেন্ট করেছে, সচল সাক্ষী!

অতিথি লেখক এর ছবি

বরাবরের মতই অসাধারণ।

......................ফাই সিদ্ধি
--------------------------------------------------------------------------
তপস্যা নিমিত্ত্ব-
হাস্য,লাস্য,তৃষ্য,ঈর্ষা,শৈশ্য,শিশ্য,স্লাগ্ঘি,হাস্তি,স্বস্ত্যয়ণ,বৈশ্য।
চৈতণ্য চ্যাবণপ্রাস-নৈবচ নৈবচ।

তারেক অণু এর ছবি

ধন্যবাদ

সাফিনাজ আরজু  এর ছবি

জীবন বাবুর এই সিরিজটা আসলেই খুব চমৎকার। চলুক

তারেক অণু এর ছবি

দেখি শরতে কিছু মেলে কি না

সাফিনাজ আরজু  এর ছবি

শরতে অবশ্যই কিছু মিলাই ফেলেন অনুদা। অপেক্ষায় থাকলাম। হাসি

তারেক অণু এর ছবি

গেল তো সব পাতা ঝরে!

রু এর ছবি

সুন্দর!! তিথীডোরকে জন্মদিনের শুভেচ্ছা।

তারেক অণু এর ছবি
তিথীডোর এর ছবি

ধন্যবাদ রু। হাসি

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

তারেক অণু এর ছবি

আইছে-

ইমরুল কায়েস এর ছবি

আপনার এই সিরিজটাই সবচেয়ে ভাল লাগে।

তারেক অণু এর ছবি

যাব্বাবা, কিন্তু এই সিরিজের পেছনের মূল মানুষ যে জীবনবাবু!

তিথীডোর এর ছবি

এই সিরিজের পেছনের মূল মানুষ যে জীবনবাবু!

হ। হাসি

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

তারেক অণু এর ছবি

জানি তো রেগে টং এত বলার কি আছে! মন খারাপ

অরফিয়াস এর ছবি

নাটোর থেকে বনলতা সেন কে খুঁজে ফিরলাম আজকেই !! চোখ টিপি

শুভ জন্মদিন তিথি, মানে তীথী, ধুত্তুরি তীথি, ইয়ে মানে তিথী! খুকি দীর্ঘজীবি হোক !!

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

তারেক অণু এর ছবি

কে পেল বনলতার দেখা!!
হৈ তোমার জন্য ২খান কেতাব লীলেন দার হাতে পাঠানো হয়েছে, জলদি নিয়ে এস, একখানা বিবিসির, সেটার অপরে কারো শ্যেনদৃষ্টি পড়লে রক্ষে নেই।

অরফিয়াস এর ছবি

লীলেনদার নম্বর তো আমার কাছে নেই, জলদি দাও খোমাখাতায় !! বনলতার দেখা পেলুম কিনা তার জন্য পরের পোস্টের অপেক্ষা ! চোখ টিপি

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

তারেক অণু এর ছবি

হোকে! নাহলে তন্ময়দার সাথে যোগাযোগ কর, উনি যাবেন ট্রাক নিয়ে বই আনতে

তিথীডোর এর ছবি

চোওওওওওপ! আমি মোট্টেও খুকিটুকি নই। রেগে টং

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

অরফিয়াস এর ছবি

খাইছে

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

তারেক অণু এর ছবি

কে বলেছে! কে বলেছে !

কৌস্তুভ এর ছবি

শুভ জন্মদিন তিথি, মানে তীথী, ধুত্তুরি তীথি, ইয়ে মানে তিথী!

অণুদা আপনে এত্তো খারাপ! খাইছে

তারেক অণু এর ছবি

আমি তো এমনি এমনিই বলি!

তিথীডোর এর ছবি

হ।
রেগে টং

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

তারেক অণু এর ছবি

কি হল রিফু!

অরফিয়াস এর ছবি

রিফু

গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

তারেক অণু এর ছবি

ঈমানে, এইডা আমার আবিস্কার না! অন্য কেউ আগেই দিয়ে দিছিল---

অরফিয়াস এর ছবি

খাইছে

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

তারেক অণু এর ছবি

বেল পাকলে কাকের কি!

যার নাম সে কিছু বলছে না, আর তুই হেসেই মরছিস! কি ব্যাপার, ব্যোম ভোলানাথ আছে নাকি এখনো আছর করে?

ক্লোন৯৯ এর ছবি

চলুক

তারেক অণু এর ছবি
অতিথি লেখক এর ছবি

সেইরম হইছে অনু দা। ভালো থাকবেন। চলুক

অমি_বন্যা

তারেক অণু এর ছবি

সেই রম টা কিরম, জ্যামাইকান রমের মত?

তিথীডোর এর ছবি

সে কিছু বলছে না মানে? বঙ্গদ্যাশে ঠ্যাঙটা রাখেন না শুধু, কুচ করে কেটে নেব। শয়তানী হাসি
তিথী কোবতেখোর হতে পারে, তবে তার স্বভাবে কোমলতা বলে কোন পদার্থ নেই। হুঁ হুঁ বাবা! চোখ টিপি

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

তারেক অণু এর ছবি

দেখা যাবে---

সত্যপীর এর ছবি

জীবনের লক্ষ্য আটত্রিশঃ তারেকাণুর পোস্টে একতারা দাগানো।

...

আজকেও হইল না। ঠিকাছে।

..................................................................
#Banshibir.

স্যাম এর ছবি

চলুক গড়াগড়ি দিয়া হাসি

তারেক অণু এর ছবি

হবে হবে, কৌ দা তো বলেছে একটা বেশী ফালতু পোস্ট দিতে যাতে সবাই গালাগালি করতে পারে মন খুলে অ্যাঁ

সত্যপীর এর ছবি

কোথায় সেই পোস্ট?

..................................................................
#Banshibir.

তারেক অণু এর ছবি

আসিতেছে। পাক্কা।

শাব্দিক এর ছবি

জীবনের লক্ষ্য আটত্রিশঃ তারেকাণুর পোস্টে একতারা দাগানো।

হো হো হো চলুক

---------------------------------------------------------
ভাঙে কতক হারায় কতক যা আছে মোর দামী
এমনি করে একে একে সর্বস্বান্ত আমি।

তারেক অণু এর ছবি

আপনেই দিছেন ১ তারা?

babunee এর ছবি

৩, ৪, ৬, ৮, ১০ নম্বর চবি সুন্দর। বিশেষ করে ৮ ,১০ নম্বর।

শুভ জন্মদিন তিথীডোর।

তারেক অণু এর ছবি

ধন্যবাদ

তিথীডোর এর ছবি

ধন্যবাদ বাবুনি। হাসি

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

আয়নামতি এর ছবি

অনেক শুভকামনা!
"শুভ জন্মদিন তিথি, মানে তীথী, ধুত্তুরি তীথি, ইয়ে মানে তিথী!" দেঁতো হাসি
আমার ভাগের ব্ল্যাকফরেস্টের টুকরোটা যেন অনেককক বড় হয়।
পাস হারিয়ে খুঁজেটুজে তবেই আসা হলো হাসি
তারেক অণুর পোস্টটা খুব সুন্দর হয়েছে!

তারেক অণু এর ছবি

আর আমার ভাগের ব্ল্যাকফরেস্টের টুকরোটা কোথায় গেল?

তিথীডোর এর ছবি

আই লাবু বায়না থুড়ি চায়নামতিদি। লইজ্জা লাগে

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

তারেক অণু এর ছবি

কেক কই!!

তিথীডোর এর ছবি

বেকারিতে। খাইছে

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

তারেক অণু এর ছবি

কবিতা পড়লে কি হবে, মেয়েটা পাষাণী।

পরী  এর ছবি

পপকর্ন লইয়া গ্যালারীতে বইলাম নিয়ে বসে মন্ত্রমুগ্ধের মত ছবি ও কবিতা পরে গেলাম।
উত্তম জাঝা!
লেখা -গুড়- হয়েছে

তারেক অণু এর ছবি

ধন্যবাদ,

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

শুভ জন্মদিন! শুভ জন্মদিন!!

(দুইবার কেন বললাম সেটা তিথী জানে দেঁতো হাসি )


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

তারেক অণু এর ছবি

আমরা কি জানতে পারি না?

তিথীডোর এর ছবি

ধন্যবাদ পাণ্ডবদা।
[হুম, মনে আছে। আমার মেমরি বেশ ভাল]

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

তারেক অণু এর ছবি

জাতি জানতে ইচ্ছুক!

রাতঃস্মরণীয় এর ছবি

শুভ জন্মদিন!

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

তারেক অণু এর ছবি

হুম, এখন এই মন্তব্যের উত্তর কে দেবে?

রাতঃস্মরণীয় এর ছবি

তিথীর হয়ে অণু না হয় দিয়ে দিক আপাতত। হাসি

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

তারেক অণু এর ছবি

দিলাম তো! কেক খাওয়াবে কি বেশী করে?

তিথীডোর এর ছবি

ধন্যবাদ। হাসি

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

সাফিনাজ আরজু  এর ছবি

শুভ জন্মদিন তিথীডোর !!!

তারেক অণু এর ছবি

তিথী টা কোথায়, তার সকল উত্তর আমাকেই দিতে হবে নাকি! এদিকে কেক্কুকের কোন খবর নাই!

তিথীডোর এর ছবি

তিথী বিজিইইইইইইইইইইইইইইইইইই..... মন খারাপ

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

তারেক অণু এর ছবি
তিথীডোর এর ছবি

ধন্যবাদ সাফিনাজ আরজু। হাসি

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

কড়িকাঠুরে এর ছবি

কবিতাখোরের খাদ্যতালিকা প্রকাশ করা হোক... খাইছে

তিথীডোর এর ছবি

ইয়ে, সে কেবল চক্কেট আর আইসক্রিম খায়। দেঁতো হাসি

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

তারেক অণু এর ছবি

কুলোবে না!

আব্দুল্লাহ এ.এম. এর ছবি

আপনার প্রায় সকল পোষ্টের মত এই কবিতাটিও খুব ভাল লাগলো, মুগ্ধ ভাললাগার রেশ ছড়িয়ে গেল সবখানে।

তারেক অণু এর ছবি

অনেক অনেক ধন্যবাদ

প্রৌঢ় ভাবনা এর ছবি

পোস্টে তাঁরা দাগালাম।

তিথীডোরের আগামী দিনগুলো শুভ হোক।

তারেক অণু এর ছবি
তিথীডোর এর ছবি

শুভকামনার জন্য ধন্যবাদ। হাসি

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

লালকমল এর ছবি

চলুক চলুক চলুক

তারেক অণু এর ছবি
ধুসর জলছবি এর ছবি

তিথীকে জন্মদিনের শুভেচ্ছা। হাসি

তারেক অণু এর ছবি
তিথীডোর এর ছবি

থ্যাঙ্কু। হাসি

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

মৃত্যুময় ঈষৎ এর ছবি

এইটা একটা দারুণ সিরিজ!!!

তিথী আপাকে জন্মদিনের শুভেচ্ছা।


_____________________
Give Her Freedom!

তারেক অণু এর ছবি

কি কবি! কবিতা নাই কেন? পরীক্ষা শেষ হয় না?

মৃত্যুময় ঈষৎ এর ছবি

অণুদা, পরীক্ষা সেই কোন কালে শেষ!!! চাকরি কর্তেছি ১ বছর হতে চললো!! এই কারণে শনি-রবি ছাড়া বাকী ৫ দিন থাকি দৌড়ের উপর দেঁতো হাসি

কবিতা মনে হয় গত ৯ মাসে ৩-৪ টা লিখছি, সবগুলাই মডুমামারা ফেলে দিছে, এই জন্য আপনারা আমার কোন লেখা দেখেন না। মডুদের মনমতো লেখা বড় কঠিন গো দাদা, কবিতা হলে তো আরো কঠিন!! মন খারাপ


_____________________
Give Her Freedom!

তারেক অণু এর ছবি

কিন্তু ফাঁকিবাজ হিসেবে যে নাম দেখা যায় মামুর বুটা!

মৃত্যুময় ঈষৎ এর ছবি

যথারীতি অভিমান ক্ষোভ বিরক্তি শীঘ্রই আবার কেটে যাবে; আবার লিখবো কথা দিলাম। মডুরা ছাড়লে পেয়েও যাবেন। আপনাদের স্নেহ বা সমাদর মাথা পেতে নেই সব সময়।


_____________________
Give Her Freedom!

তিথীডোর এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- কবি। হাসি

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

মৃত্যুময় ঈষৎ এর ছবি

ইয়ে, মানে... দেরি করে ফেলছি........


_____________________
Give Her Freedom!

অতিথি লেখক এর ছবি

খুব খুব সুন্দর এই ছবি ও কবিতার যুগলবন্দি পোস্ট গুলি!!!

আসমা খান

তারেক অণু এর ছবি

ধন্যবাদ আপা

অতিথি লেখক এর ছবি

জন্মদিন বুঝি পার হয়ে গেলো, ওকে, জীবনের সব কটা দিনই শুভ হোক তিথী! হাসি

..........
রংতুলি

তিথীডোর এর ছবি

ধন্যবাদ রংতুলি। হাসি

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

তারেক অণু এর ছবি

কিন্তু কেক!

Himadree hemchondro এর ছবি

ভাল, অনেক ভাল লেগেছে

হিমাদ্রী হেমচন্দ্র

তারেক অণু এর ছবি

ধন্যবাদ

অতিথি লেখক এর ছবি

জীবনানন্দের অনুভূতিকে পাঠকের হৃদয়ে তুলে ধরার এক অভিনব এবং অতুলনীয় প্রয়াস-খুব খুব সুন্দর

দিবাকর

তারেক অণু এর ছবি

সামান্য প্রচেষ্টা মাত্র, ব্যর্থই ধরতে পারেন, কিন্তু চেষ্টা করতে ক্ষতি কি।

অতিথি লেখক এর ছবি

"কত দিন ঘাসে আর মাঠে
আমার উৎসাহে প্রাণ কাটে
খড় খুঁটি- অশ্বত্থের শুকনো পাতা চুপে উল্টাই
দুএকটা পোকা যদি পাই
আমারে চেনো না নাকি; আমি যে চড়াই!"
এটা সবচেয়ে ভালো লেগেছে।
চলুক

তিথীডোরকে জন্মদিনের শুভেচ্ছা।
(ট্যাগলাইনের গানটা "এপারে মুখরও হলো... আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে" ভীষণ ভালো লাগে, একটু আগেই বন্যার কন্ঠে খালি গলায় শুনছিলাম।)

সৌরভ কবীর

তারেক অণু এর ছবি
শাব্দিক এর ছবি

দুই একটা দিন সচলে না ঢুকলে এমন দারুণ সব পোস্ট মিস হয়ে যায় মন খারাপ

শুভ জন্মদিন তিথি, মানে তীথী, ধুত্তুরি তীথি, ইয়ে মানে তিথী! ভালো থাকুন, সুখে থাকুন, সবসময়

---------------------------------------------------------
ভাঙে কতক হারায় কতক যা আছে মোর দামী
এমনি করে একে একে সর্বস্বান্ত আমি।

তারেক অণু এর ছবি

প্রতিদিনই তাহলে অন্তত উঁকি দিতে হবে !

CannonCarnegy এর ছবি

কপি-পেষ্ট মারার লোভ সামলাতে পার্লাম না, চাইরটা নাম এত্ত সুন্দর হইছে!

শুভ জন্মদিন তিথি, মানে তীথী, ধুত্তুরি তীথি, ইয়ে মানে তিথী! ভালো থাকুন।

তারেক অণু এর ছবি

কিন্তু শেষের টা বাদে কোনটাই নাকি রিফুর মনঃপুত হয় নি!

আলোকিতা এর ছবি

দুই একটা দিন সচলে না ঢুকলে এমন দারুণ সব পোস্ট মিস হয়ে যায়...

এই কথাটাই বলতে চাইছিলাম!পরের পর্ব যেন শিগ্রি বের হয়,ওকককে? হাসি

তারেক অণু এর ছবি

দেঁতো হাসি মাঝে মাঝে উঁকি দিয়েন! দেখি কবে পারি--

Suman roy এর ছবি

প্রথম বসন্তে 'প্রেম'... ...

সুমন রায়

একসময় প্রথম বসন্ত এলঃ
মূল্যবৃদ্ধির বাজারে ঝাড়বাতি জ্বালানো সম্ভব হলনা;
অতঃপর আম্রমঞ্জুরী এবং গ্রামীন সন্ধ্যাপ্রদীপের
আলো মেখে নিয়ে, বেরিয়ে পড়লাম স্ট্রবেরীর সন্ধানে।
পথে যেতে দেখি - একটি অতি সাধারন খড়কুটো পড়ে আছে,
পেট্রোলের যা দাম তাতে নীল আগুনে পোড়ানো যাবেনা -
তাই ভাসিয়ে দিলাম নীল সাগরের স্রোতে ।

তারপর অনেক মরীচিকা ধাওয়া করে, ক্লান্ত হয়ে শেষে
ফিরেছি বাড়ি ফাল্গুনী চাঁদ দেখে । এ কী ভালোবাসা ?
নাকি রুপালী আলো আছে সিটি গোল্ড বেশে ?... ...
তবু খড়কুটো হয়ে উড়ে যেতে হয় , পাখীর ঠোঁট ভালোবেসে ।

(৯/২/২০১২, মেদিনীপুর)

তারেক অণু এর ছবি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।