লীলেন দা আসলেন, আর চলে গেলেন, রেখে গেলেন কিছু স্মৃতি। সেই সময়ের স্মরণেই এই স্মৃতিগুলো। সংলাপগুলো সবই অলীক---
ভোটে দাঁড়াচ্ছি, দোয়া কইরেন এবং ভোট দিয়েন-
পিছনের মূর্তিগুলোর মত বহুত ঘুষাঘুষি করছি এহন চা-ব্রেক, এট্টু যুত হওয়া দরকার
সদ্য নাইটহুড পাবার পরে নতুন বর্ম, তলোয়ার, শিরস্ত্রাণ সহ স্যার লীলেন
একখানা বৈঠা পেলেই এই সাবমেরিন লইয়া বাংলাদেশে যাইতে পারতাম
মতিকন্ঠের তাজা খবর, নাস্তিক দেশ ফিনল্যান্ডে এসেও নাছারা ধর্মের সুশীতল ছায়ায় গেলেন নাস্তিক মাহবুব লীলেন!
না থাক, প্রতিদিন সাঁতার দেওয়া এক ঝামেলা
অণুর পড়ার ঘরে, কাঁধে ফেলে টানার মত এক হাভানা সিগারের কারণে বিখ্যাত হাসি
সবচেয়ে জনপ্রিয় ফিনিশ সাহিত্যিক অ্যালেক্সিস কিভির ভাস্কর্যের সামনে
উত্তুরের রোদে, নিজেরেও অচেনা লাগে
লীলেন দার বিশ্ব দর্শন ( তার ভ্রম ছিল অণুর চারপাশে একবার ঘুরলেই বিশ্বদর্শন হয়ে যায়!)
মন্তব্য
রাইতে আইও রাইতে যাইও
দিনে করি মানারে বন্ধু
দিনে করি মানা।।
সেই মতে মাহবুব লীলেন হেলসিংকী আইলেন আর গেলেন! কী গোপন মিশনে কে জানে? ফটুক বড়ই সৌন্দর্য্য।
**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!
সবই তার ইচ্ছা!
facebook
কার ইচ্ছা?
**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!
লীলেন দার ! আর কার!
facebook
হক মাওলা !!! লীলেনদা উপরে আঙ্গুল তুইলা তারেই দেখায় !!
----------------------------------------------------------------------------------------------
"একদিন ভোর হবেই"
হক মাওলা !
facebook
অণু, আপনার কীবোর্ডের কুষ্ঠ হোক, আপনার ক্যামেরার চোখে ছানি পড়ুক…কিন্তু নিশ্চিত থাকুন, আপনি বিপুল ভোটে জয়জুক্ত হয়েছেন ।
ঝড় উঠেছে, বাউল বাতাস আমার সবচেয়ে পছন্দের ছবি এই পোস্টে ।
__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার
না না, ক্যামেরার চোখে ছানি পড়লে ছবি তুলব কি করে , মানে আবার নতুন লেন্সের বায়না! ফিরিয়ে নেন এই আশা পিলিজ
facebook
অনু ছবি গুলি ভাল তুলেছিস,
ভাল আর মন্দ, সবখানেই তো লীলেন দা !
facebook
আগেই বলেছিলাম, অণুদা এত্তো খারাপ! এখানে লীলেন্দাকে কেমন পচাইছে!
পচালাম! দাঁড়ান, কৌ-র ছবি আসিতেছে--
facebook
ব্যাপার কি অনুদা, আগের পোস্টে দেখতাম শুধু অবজেক্টের ছবি, আপনার কোন ছবি নেই। এখন একটা দুইটা ছবিতে আপনাকে দেখা যায়। এটা কিন্তু ভালো দিক, আমরা এতো সন্দেহ প্রবণ যে সবকিছুতেই সন্দেহ করি, যেমন আপনার পোস্ট দেখে অনেকে ভাবতো ফটোশপের কাজ। এবার তাদের মুখে ছাই পড়বে।
ছবিগুলো বরাবরের মতোই অসাধারণ। কে যেন বলেছিল, ভারতবর্ষ ঘুরে আসলে নাকি বিশ্বের অনেকটাই দেখা হয়, এখন তো বলতে হয় আপনার ভ্রমন বিষয়ক পোস্ট দেখলে পুরো বিশ্বই দেখা হয়।
মুশফিকুর রহমান
নিজের ছবি তো প্রো- পিকেই আছে, আবার কি দরকার!
facebook
কথা ঠিক আছে, তবে অবিশ্বাসীদের মুখে মাঝে মাঝে ঝামা মারা উচিত।
কথা ঠিক আছে, তবে মাঝে মাঝে অবিশ্বাসীদের মুখে ঝামা মারতে হয়।
মুশফিকুর রহমান
এখানে অবিশ্বাসী কেউ নেই, সবাই-ই বন্ধু, তাই ঠাট্টামস্করা করে মাঝে মাঝে, এর বাহিরে কিছু না।
facebook
আপনার ঘরে এত বই কেন? ছবি ভালো হয়েছে। এইবার লীলেনদার মডেলিং ক্যারিয়ার আর কেউ আটকাতে পারবে না।
বই ছাড়া আর কি আছে জীবনে! তাও অর্ধেক ঘরের বেশী ছবি আসল না এক ফ্রেমে!
আহ, লীলেন দা মডেল হলে আমাদের ঠেকায় কে, দারুণ আইডিয়া।
facebook
বজ্জাত পাখিগুলি কিভি মিঁঞার মানসম্মান আর কিছু রাখে নাই। লাইফবয় সাবান দিয়া তারে একটা গোসল দেয়া দরকার।
অটঃ আপনার তাড়া পেয়ে ঘটনা না বুঝেই লীলেনের নাম্বারে কয়েকদিন আগে ফোন করেছিলাম। আর কী! বউম্যাডামের হাতে কট্!! এই অপরাধে লীলেন বাড়ি ফিরা নিশ্চয়ই একটা বাংলা ওয়াশ খাইসে।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
এখন যোগাযোগ করেন তাহলে।
কিভির উপরে কিন্তু পাখির কারুকার্য চোখে পড়ল না, সবুজ রঙের ভাস্কর্যগুলোতে যেমন অদ্ভুত একটা ছোপ ছোপ থেকে যায়, সেটার কথা বললেন কি?
facebook
লীলেনদার অণুভ্রমন
স্যাম দা একটা ফাজিল, পুরাই।
facebook
ছবিগুলো আসলেই দারুণ হয়েছে...
লীলেন'দার মার্কা কী? সিগার...
মুনে অয়
facebook
তারেক অণু সাড়ে চারদিনে হেলসিংকির সবকিছু দেখাইতে পারলেও রোদ দেখাইতে না পেরে বড়োই মর্মাহত (তার ভাষ্যমতে ওখানে নাকি রোদও উঠে...)
এক ফিনল্যান্ডে দুই সূর্য টিক্তে পারবে না হয় তো লীলেনদা, তাই
সুহান রিজওয়ান একটা অভিশাপ।
facebook
মস্করা কইরেন না, একাধিক ছবিতে আপনাকে রোদে পুড়তে দেখা যাচ্ছে, জনগণ সাক্ষী
facebook
ভ্রম নয়, ধারনাটা কিন্তু সর্বাংশে সত্য! প্রানপাত করে, পয়সার শ্রাদ্ধ করে বিশ্ব ভ্রমন না করে সচলে অণুর চারপাশে ঘোরাঘুরি করলে আসলেই বিশ্বদর্শন সম্ভব।
হ, তাহলে আমিও পাক খেতে শুরু করি আজ থেকে
facebook
আমার তো মনে হচ্ছে মহামতি লীলেন ফিনল্যান্ড দর্শন না তারেক অণু দর্শনে গিয়েছিলেন
তবে পোস্টটা বরাবরের মতোই ফাটাফাটি হয়েছে অণু
পরের বার সুইডেন হয়ে যাবে !
facebook
.........
রংতুলি
আফ্রিকাও বাদ থাকবে না!
facebook
ইইয়েস!
.........
রংতুলি
কিন্তু জিলাপি?
facebook
এক হাড়ি!
ঈমানে? তয়লে আয়তাছি-
facebook
এই সাড়ে চার দিনে কি শুধু ছবিই তুললেন! কথা বার্তা কই? তবে ছবি আর সংলাপগুলো দারুণ হয়েছে।
কথা এবং বার্তা লিখবে লীলেন দা।
facebook
ছবি গুলি অপুর্ব সুন্দর!!
আসমা খান
ধন্যবাদ আপা।
facebook
লীলেন্দা তো আগেই হিরো ছিলো কিন্তু আপনি তারে সুপার হিরো বানায়ে দিলেন!
লীলেন্দা, আপনার সম্পর্কে বিশেষ তেমন কিছু জানতাম না। কিন্তু মাসুম ভাইয়ের কাছ থেকে অনেক কিছুই জানলাম।
------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।
সুপার হতে হলে প্যান্টের উপর জাঙ্গি পড়তে হয়ে যে !
facebook
আজকাল তো ফটোশপের জামানা। দেননা লীলেন্দাকে একটা রংচঙ্গে ল্যাঙ্গোট পরিয়ে!
------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।
আমি ফটোশপ ব্যবহার করতে জানি না রে ভাই, কিন্তু শেখার ইচ্ছা আছে।
facebook
ঢাকা দক্ষিণের একজন মেয়র পদপ্রার্থী বোজর্গ ফটোশপিস্ট। চাইলে তেনার মুরিদান হৈতে পারেন।
------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।
অনলাইনে শেখা যাবে কি?
facebook
কেন কে-টুতে উঠতে চান নাকি ?
অলমিতি বিস্তারেণ
------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।
এতই সহজ? ফিটনেস নাই আপাতত।
facebook
স্যাম ভাইরে দেন, উনি পড়ায়ে দেবে
__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;
আমি খুব ই অল্প একটু ফটোশপ জানি --- আপনার শিখতে ১০ মিনিট লাগবে অণুদা।
আসিতেছি, যদি শিখাইতে না পারেন তাহলে কিন্তু খপর আছে !
facebook
একটা ছবিও বিশ্বাস করলাম না। লীলেনদার পিছে কোন বুদ্ধমূর্তি নাই।
পইপই করে বললাম, লীলেন দা বুদ্ধমূর্তি ছাড়া ছবি তুইলেন না, কিন্তু তার কথা হলে বুদ্ধের সাথে ছবি তুললে সবাই বলবে আমি বৌদ্ধ হয়ে গেছি মুনে অয়!
facebook
যদি ভাব কিনছ আমায় ভুল ভেবেছ...
নেখা কই? কালি ফুটুক, পুস্টে মাইনাচ!!!
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
আহাহা, পোস্টের নামেই তো আছে- ছবিতেই কাহিনী! লেখা পরের পোস্টে
facebook
লীলেন্দা'র সঙ্গে সবচে দীর্ঘ ভ্রমণ করছি আমি। প্রতিদিন রাতে আড্ডা শেষে শাহবাগ থেকে মহম্মদপুর এক রিক্সায়। পথে আনলিমিটেড বিড়ি খেতাম ওনার প্যাকেট থেকে (আফসুস, বিড়ি খাওয়া ছেড়ে দিছি!)। রিক্সাভাড়াটাও সবসময়ই উনি দিয়ে দিতেন
এতো অল্প দিনের ভ্রমণ। ঠেলা দিয়ে জার্মানি নিয়ে আসতে পারলেন না?
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
তখন নিশ্চয়ই লীলেন্দা ব্যাচেলর ছিল ?
আর জার্মানি, আধা বেলা সময় পেলে এস্তোনিয়া নিয়ে যেতাম, সেইটাও হল না, তার নাকি বিরহব্যাথা সাংঘাতিক, আর মানুষ না দেখলে ভাল লাগে না ! কি করব আর-
facebook
ফিনল্যান্ড ইন্টারেস্টিং জায়গা না, ওখানে খাবারদাবার পাওয়া যায় না। খাওয়ার কোনও ছবি নাই!!
পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।
ক্যান, মাছ ভাজার ছবি দিলাম অ্যাবসলিউট সহ, পছন্দ হল না?
facebook
আগে সচলে আসতাম আপ্নের ফটুক আর পুস্ট দেখার জন্য,তয় অহন কিন্তু আমি আপ্নের পাখা নই,অনু দা নিপাত যাক,আপ্নের জ্বালায় মিয়া আর কারো পুস্ট পড়ে মজা পাইনা:-P
ধুর কী কথা! আর এই পোস্টে কিন্তু পড়ার কিছু নাইক্যা
facebook
অনু দা আপ্নের এই লেখাটায় ঢুকতে পারি না ক্যান?http://www.sachalayatan.com/tareqanu/46517
কেন? আমি পারছি তো !!! সমস্যা হলে এইখানে আবার জানিয়েন।
facebook
দারুন মজা করছেন দু'জনে বোঝাই যাচ্ছে, অখন পয়সা ছাড়েন
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
হচ্ছে না ভাই,সবগুলোতে ঢুকতে পারি ওইটাতেই পারিনা,আমি মোবাইল ব্রাউজার ব্যাবহার করছি এখন,লেখাটা টা কি অনেক বড়?
আর যেইটা তে ঢুকতে পারি না ওইটা পড়ার লোভ উত্তরোত্তর বাড়তেই থাকে:-P
বলেন কি? খুব বড় না কিন্তু, আবার ছবিও মাত্র কয়েকটা! কম্পু পেলে দেখে জানিয়েন তো একবার।
facebook
কত
facebook
হেহেহেহেহেহে
যদি ভাব কিনছ আমায় ভুল ভেবেছ...
facebook
ছবিগুলো সুন্দর।
facebook
নতুন মন্তব্য করুন