লুৎফর রহমান রিটনের ছড়া এবং মৌসুমী মল্লিকের ক্যারিকেচার !

তারেক অণু এর ছবি
লিখেছেন তারেক অণু (তারিখ: রবি, ০২/১২/২০১২ - ৮:৩২অপরাহ্ন)
ক্যাটেগরি:

sketch

খুব বিখ্যাত বা কুখ্যাত মানুষ হলে আঁকিয়েরা তাদের ছবি একে পত্রিকায় ছেপে দেয়, লেখকেরা তাদের নিয়ে লেখে, ছড়াকাররা ছন্দের মাদল বাজিয়ে যায়। আমি বিখ্যাত বা কুখ্যাত কেউ নয়, তাই আমাকে নিয়ে এগুলো কেউ করে না।

জন্মদিনে উপহার হিসেবে প্রিয় ছড়াকার লুৎফর রহমান রিটন ভাইয়ের কাছ থেকে পেলাম ভুবন আলো করা এক ছড়া, ( খেয়াল করে- উনি আমাকে দিয়েছেন লেখে, নিজে নিজেই ছেপে দেন নি! ) তেমনই দূরের বন্ধু মৌসুমী মল্লিক দুটো কার্টুন পাঠিয়েছেন ( আবারও আমাকে পাঠিয়েছেন, নিজে নিজেই নেটে প্রকাশ করেন নি), এগুলো আমার সম্পদই ছিল, ভাবলাম সবার সাথে ভাগাভাগি করে নিই। সেই সাথে মৌসুমীদির আজ জন্মদিন, নিজের ঢোল পেটানোর সাথে সাথে তার স্কেচের নমুনা জানালাম সচল পাঠকদের, যেন সবাই তাকে উৎসাহ দিয়ে তার কাজ সচলায়তনে প্রকাশ করতে বলে!


তারেক অণুকে জন্মদিনের উপহার
লুৎফর রহমান রিটন

এই ছেলেটার নাম কি জানো?
--এই ছেলেটা তারেক।
একসঙ্গে কাজ করে সে
মাত্র গোটা চারেক!

এই উঠে যায় পাহাড় চূড়ায়
এই চলে যায় পাতাল,
এই ছেলেটা অস্বাভাবিক!
রঙের নেশায় মাতাল।

টিঙটিঙে এই ছেলের মাথায়
পনিটেলের বাহার,
হাতের মুঠোয় সমুদ্র তার
পায়ের তলায় পাহাড়।

দুরন্ত এক পড়ুয়া সে
বই প্রীতিতে তুখোড়,
উদ্দীপনায় অক্লান্তিতে
এই ছেলেটা মুখোর।

ক্যাম্রাবাজির হাতটা পাকা
আগ্রহটা অধির
আকাশ ও মেঘ, পাহাড়, সাগর
ফুলে, পাখি, গাছ, নদীর—
কত্তো রকম ছবি আহা!
তাই দেখে চোখ জুড়ায়।
ব্লগিং এবং ভ্রমণ-কথায়
মুগ্ধতা সে কুড়ায়।

তাইতো বলি, তারেক—
ঈর্ষণীয় প্রতিভা তার,
কত্তো কিছু পারেক!

অটোয়া ১৭ নভেম্বর ২০১২

মৌসুমিদির আরেকটি স্কেচ, মাচু পিচুতে সূর্য বন্দনা আর একটি লামার চোখ পাকানো--
onu m achu


মন্তব্য

ওডিন এর ছবি

লেখা আর ছবি দুই-ই দুর্ধর্ষ!

তবে শেষ ছবিটায় লামাটার এক্সপ্রেশন দেখে হাসতেই আছি

তারেক অণু এর ছবি
মাহবুব লীলেন এর ছবি

আগ্নেয়গিরিতে পুইড়া মরার পর আমি হেলসিংকির মতো বরফশীতল একখান গপ্প লিখুম কইয়া রাখলাম
[খালি মরার তারিখটা আমারে আগে জানালে হয়]

তারেক অণু এর ছবি

মরার তারিখ জানার আগেই গপ্প লিখে ফেলেন!

অতিথি লেখক এর ছবি

অসাধারন একজন মানুষকে নিয়ে লেখা ছবি ও ছড়া যে অসাধারনই হবে, সে কথা নতুন করে আর বলার তো কোন প্রয়োজন দেখি না। তিনজনকেই গুরু গুরু

তারেক অণু এর ছবি
মৌনকুহর এর ছবি

হাসি

-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
ফেসবুক -.-.-.-.-.- ব্যক্তিগত ব্লগ

তারেক অণু এর ছবি
কড়িকাঠুরে এর ছবি

তারেক অণু একটা ছুপার হিরু ক্যারেকটার, আর সন্দো নাই... হাসি

তারেক অণু এর ছবি

কী কথা!

অরফিয়াস এর ছবি

আহা বেশ বেশ বেশ !!! চাল্লু

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

তারেক অণু এর ছবি

ব্রেশ ব্রেশ

সত্যপীর এর ছবি

মারাত্মক কার্টুন। ৫ তারাখান কার্টুনিস্টরে দিলাম।

..................................................................
#Banshibir.

তারেক অণু এর ছবি
মাধুকরী এর ছবি

প্রান প্রাচুর্যে ভরা
তারেক এবং ছড়া

রিটন ভাই অনবদ্য
কলমে জীবন পদ্য

স্কেচেও দারুণ তুমি
সাবাস মৌসুমি দি

তারেক অণু এর ছবি

হাততালি আরে ব্যস! আরেক ছড়াকার! দারুণ দারুণ!

আশালতা এর ছবি

হাততালি

----------------
স্বপ্ন হোক শক্তি

তারেক অণু এর ছবি
অতিথি লেখক এর ছবি

চমৎকার, অভিনন্দন সচলম্যান (প্রথম স্কেচের জন্যে যদিও পোশাকে একটু খুঁত রয়ে গেছে), তবে আকাশ ছেড়ে মাটিতে কেন?
শুভ জন্মদিন মৌসুমিদিকে।

স্বয়ম

তারেক অণু এর ছবি

মাটিতেই ঘাঁটি!

তানিম এহসান এর ছবি

আরে বাহ! দেঁতো হাসি

তারেক অণু এর ছবি
মৌসুমী এর ছবি

রিটন ভায়ার ছড়া দারুন সুন্দর । গুরু গুরু
ঐ লামাটার সাথে আমার বেশ মিলছে , "সুপরমাণু" দেখার পর এরকমই অবস্থা হয়েছিল। অ্যাঁ
-- মৌসুমী

তারেক অণু এর ছবি

হা হা দেঁতো হাসি

রংতুলি এর ছবি

হাততালি

তারেক অণু এর ছবি
প্রৌঢ় ভাবনা এর ছবি

হাহ্হাহা, ছুপা রুস্তম !
মৌসুমীদিকে জন্মদিনের শুভেচ্ছা।

তারেক অণু এর ছবি

তার তো আর দেখাই মিলছে না!

রিক্তা এর ছবি

জটিল! আপনার উপযুক্ত ছবি আর কবিতা। একটা সুপরমাণু কমিক্স যদি বের করা যেত!

--------------------------------
হে প্রগাঢ় পিতামহী, আজো চমৎকার?
আমিও তোমার মত বুড়ো হব – বুড়ি চাঁদটারে আমি করে দেব বেনোজলে পার
আমরা দুজনে মিলে শূন্য করে চলে যাব জীবনের প্রচুর ভাঁড়ার ।

তারেক অণু এর ছবি

লে বাবা, কী কমিক্স!

ত্রিমাত্রিক কবি এর ছবি

কুখ্যাত তারেকাণু ... ফেসবুকে আগেই দেখছি ... আবার দেখলাম ... কুখ্যাত লোকদের বারবার দেখা যায়।

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

তারেক অণু এর ছবি

আর ত্রিমাত্রিকদের ?

ত্রিমাত্রিক কবি এর ছবি

ত্রিমাত্রিক এখন মাত্রাহীন অবস্থায় আছে।

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

তারেক অণু এর ছবি

দেঁতো হাসি মাত্রাছাড়া না হলেই ঠিক আছে খাইছে

রু এর ছবি

পুরোপুরি মুগ্ধ! আপনাকে নিয়ে কিছু বলবো না। রিটন ভাইয়ের ছড়াটা খুব ভালো লাগলো। আপনার টই টই স্বভাবটা খুব ভালোভাবে ক্যাপচার হয়েছে। স্কেচ দুইটার তুলনা নাই। প্রথমটা বেশি ভালো লেগেছে।

তারেক অণু এর ছবি

বলবেন না কেন!

স্যাম এর ছবি

তিনজন ই দারুন!

তারেক অণু এর ছবি

নিদারুন!

মনি শামিম এর ছবি

গুল্লি তুকখার!

-মনি শামিম

তারেক অণু এর ছবি

জব্বর!

তুলিরেখা এর ছবি

খুব চমৎকার! হাসি
সুপারম্যানের মতন পিঠে বিশাল উত্তরীয়টাও দারুণ। শেষের ছবিতে লামাটা কী অবাক হয়ে গেছে!!! হো হো হো

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

তারেক অণু এর ছবি

কাপ্তান হ্যাডক্বের লামা চোখ টিপি

অতিথি লেখক এর ছবি

হাততালি লেখা আর ছবি দুই-ই অসাধারণ !!!
শুভ জন্মদিন মৌসুমিদিকে।
আরও অনেক ক্যারিকেচার দেখার অপেক্ষায় রইলাম দেঁতো হাসি

তারেক অণু এর ছবি
বেচারাথেরিয়াম এর ছবি

হেহে লামাখানও আসলে বিরক্ত হইয়া গেছে এই সুপারমনু ক্যারেক্টারের উপ্রে গড়াগড়ি দিয়া হাসি

তারেক অণু এর ছবি

আরেকটু হলেই কুলী করে দিচ্ছিল!

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

লোল। সুপারম্যানের ভঙ্গিমায় স লেখাটা জোস হইছে! কার্টুনিস্ট, ছড়াকার আর লেখক তিনজনকেই শুভেচ্ছা।

তারেক অণু এর ছবি

আমি তো ভাবছি স মানে সচলায়তন বুঝাইছে!

কীর্তিনাশা এর ছবি

তারেকাণু যে একটা এলিয়েন তা কি আমরা বুঝি না !
তার পিঠে যে দুইখান ডানা লুকানো আছে তা কি আর জানি না !!
সে যে যখন তখন যেখানে সেখানে হাজির হতে পারে তা কি আর মানি না !!!

ছড়াকার আর কার্টুনিস্ট সম্পর্কে কিছু আর নাই বললাম গুরু গুরু

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

তারেক অণু এর ছবি

আহা ডানা, কোথায় তোমরা?

নিলয় নন্দী এর ছবি

এক্সপ্রেশনে তফাতটা কী,
লামার এবং আমার? অ্যাঁ
বিশ্বটাই বাড়ি অনুর
(মামার)

তারেক অণু এর ছবি
ধুসর জলছবি এর ছবি

হাততালি রিটন ভাইয়ের ছড়া নিয়ে তো নতুন করে কিছু বলার দরকার নেই। আর তারেক অণু কে নিয়ে কিছু বলারই নেই। তবে কার্টুনিস্ট মৌসুমিদির হাত দুর্দান্ত। গুরু গুরু তার অবশ্যই উচিৎ সচলায়তনে পোস্ট দেয়া। শেষ ছবিটা দেখে মন ভাল হয়ে গেছে দেঁতো হাসি

তারেক অণু এর ছবি

আসলেই উনার পোস্ট দেওয়া উচিত

যুমার এর ছবি

ছড়া,ছবি,বর্ণনা তিনই অসাধারণ !মারাত্মক-ছবিতা চলুক
আঁকিয়েকে জন্মদিনের শুভেচ্ছা,লামাটার এক্সপ্রেশন দেখে মন ভালো হয়ে গেল।

তারেক অণু এর ছবি

দুষ্টু মিষ্টি লামা!

ফাহিম হাসান এর ছবি

দুইটা কার্টুনই ফাটাফাটি - আপনি মশাই ভাগ্যবান

তারেক অণু এর ছবি

কানাডা আর আম্রিকা না গেলে নাকি ভাগ্য ফিরে না ! দেখি-

কৌস্তুভ এর ছবি

হ হ, মৌসুমীদিকে সচলে পাকড়ে আনা হৌক

তারেক অণু এর ছবি

বলা হয়েছে !

অমি_বন্যা এর ছবি

রিটন ভাইয়ের ছড়া তো আমরা সব সময় পড়ি এবার মৌসুমি দি'র আকিবুকির পালা। অসম্ভব ভালো আঁকিয়ে তিনি। এরকম অজস্র আকা আঁকিতে এবার সচলের নীড় পাতা ভরে দেন।

অনু দা ধন্যবাদ এগুলো আমাদের সাথে ভাগাভাগি করার জন্য।

তারেক অণু এর ছবি

আশা করছি আরও স্কেচের-

তমসা  এর ছবি

হুতোমটা কি প্রতিযোগী? চিন্তিত
লামার দেবশিশু মার্কা খোমাখান থাইক্কা চক্ষুদুটা সরাইতে পারতাছি না। গড়াগড়ি দিয়া হাসি

তারেক অণু এর ছবি

না না, সাথী!

নীলকান্ত এর ছবি

ছড়াটা জবর।


অলস সময়

তারেক অণু এর ছবি
ধ্রুব বর্ণন এর ছবি

সেইরকুম হাসি

তারেক অণু এর ছবি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।