হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসনের একটা অপূর্ব রূপকথা বাচ্চাবেলাতে মনের মাঝে গেথে গিয়েছিল, সেটির শিরোনাম ছিল সেই বুনোহাঁসেরা। প্রিয় গল্পের নামটিই ধার করলাম এই পোস্টটির শিরোনামের জন্য। এখানে নানা দেশে তোলার কয়েক প্রজাতির বুনোহাঁসের ছবি আছে, এর মাঝে একাধিক প্রজাতি বাংলাদেশেও পরিযান করে শীতের সময়, কিন্তু এখানের একটি ছবিও বাংলাদেশে তোলা নয়। কথাটি বললাম এই কারণে যে আসছে শীতে বাংলাদেশের বুনোহাঁসদের সাথে কাটাব কয়েক সপ্তাহ জলে ভেসে ভেসে, তখন শুধু তাদের নিয়েই আলাদা পোষ্ট দিতে পারব আশা করি।
এই পোস্টটি কার জন্য হতে পারে? নাম দেখেই যার কথা মনে হচ্ছে সেই সহব্লগার বুনোহাঁসের জন্য!
ফিনল্যান্ডের জাতীয় পাখি হুপার রাজহাঁস
দ্রোহী পরিবার ( ছোট পরিবার), সুখী পরিবার!
সিঁথিহাঁস দম্পতির মধুচন্দ্রিমা
আমার মা গেল গত শরতে ফিনল্যান্ডে বুনোহাঁসদের রুটি খাওয়াচ্ছেন
( কিছু ছবি আগে কোন ব্লগে প্রকাশিত হয়েছে সম্ভবত)
মন্তব্য
যেন ক্যামেরার সিন্ধু সেচে তুলে আনা মণি-মাণিক্য
----------------------------------------------------------------
বন পাহাড় আর সমুদ্র আমাকে হাতছানি দেয়
নিস্তব্ধ-গভীর রাতে এতোদূর থেকেও শুনি ইছামতীর মায়াডাক
খুঁজে ফিরি জিপসি বেদুইন আর সাঁওতালদের যাযাবর জীবন...
www.facebook.com/abdulgaffar.rony
facebook
আদুরে সব ছবি।
গুজ অনেকগুলো বাদ পড়ে গেছে, পরের বার দিতে হবে।
facebook
****************************************
facebook
দারুণ! যেমন মা তেমন ছেলে!
facebook
এই ব্লগের সব ছবি সুন্দর......কিন্তু অণুর মায়ের ছবিটা সবচেয়ে সুন্দর । অণুর মাকে আমার সালাম দিবেন... মায়ের এই ছবিখান বান্ধাইয়া রাইখেন ।
অণুর মারে এক আসমান তারা দিয়া গেলাম ...সুখে থাকুক অণুর মা ।
__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার
মা সুখে নাই, আমি নাকি ভাদ্যাইম্যা হয়ছি,তাই টেনশনে থাকে।
facebook
অণুদা, মায়ের কথা শোনো
না হে কৌ, আমি তোমার মত লক্ষ্মী ছোড়া ( লক্ষ্মী ছাড়া) নয়।
facebook
মানলুম আমি হাকুচ গরীব, ট্যাঁকের সঙ্গে মা-লক্ষ্মীর ছাড়াছাড়ি চিরকালই, তাই বলে এভাবে ঢাক পিটিয়ে রটিয়ে দিতে আছে? ঘরে তো একটি লক্ষ্মীমন্ত আদারহাফেরও বড়ো অভাব, কিন্তু এ-কথা শুনলে কি আর পোটেনশিয়াল শ্বশুরেরা ধারেকাছেও থাকবে?
হবু শ্বশুরের সাথে দেখা করার আগে আমার কাছে এসো, সিভি লিখে দেবো'খন। এই ব্যাপারে আমার ব্যাপক সুনাম আছে।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
এক বছর আগেই যখন গেছিলুম দেন্নাই তো সিভি লিখে
ফেসে গেলেন পান্ডব দা, এখন কৌ এসে আবার পাকড়ে ধরবে আপনাকে।
facebook
বুনোদিকে অনেক দিন দেখা যায় না... এখন বুঝলাম কই কই ঘুরে বেড়াচ্ছে!
রাত দুপুরে এভাবে হাসাতে পারলেন, আপনি একটা মিচকা
facebook
_____________________
Give Her Freedom!
অনু'দা কী খোঁজ- দ্য সার্চ বিশেষজ্ঞও...
জী না, ( হাউ আ য়ূ)
facebook
__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---
তার তো এখনো খবর নাই, উড়ে বেড়াচ্ছে মনে হয়
facebook
প্রত্যেকটা ছবি সুন্দর। জান ঠান্ডা হয়ে যায়। -রু
এমনিই চারিদিকে বরফ, আরও ঠাণ্ডা লাগবে!
facebook
অনেক পিচকা কালে একটা হাঁস পুষেছিলাম! মনে পড়ে গেল। খুব আদুরে প্রাণি
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
হাঁসের হলুদ হলুদ ফুলো ফুলো বাচ্চা বিশ্বের সবচেয়ে কিউট প্রাণী।
facebook
একমত।
আর কুকুরের বাচ্চাও।
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
ঠিক
facebook
কত সুন্দর রে!!!
_____________________
Give Her Freedom!
কেউ না খেলেই হয় তাদের!
facebook
সন্ধ্যা ঘনিয়ে এলো বেলা গেলো ঐ
কোথা গেল হাঁসগুলি তৈ তৈ তৈ।।
এই পোস্টের সাথে সঙ্গতিপূর্ণ একটা ছবি আমার কাছে আছে। একদল রাজহাঁস মতিঝিলের প্রধান সড়ক পার হচ্ছে, পেছনে গাড়ি-মানুষ। কপিরাইটের প্যাঁচ থাকায় পোস্ট করতে পারলাম না। পরে সুযোগ পেলে আপনাকে দেখিয়ে দেবো।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
অবশ্যই, সেগুলো কি গৃহপালিত রাজহাঁস ছিল?
facebook
নীলশির আমার ছিল তো ছোটবেলায় কিন্তু জানতামই তো না যে ওটার কেতাবি নাম নীলশির। ওকে কী নামে ডাকতাম তাও তো ভুলে গেছি...
শেষ থেকে দ্বিতীয় ছবিটা সবসময়ের পছন্দের তালিকায়... কী সুন্দর জলছবি...!!!
না রে ভাই, আপনার যেটা ছিল সেটা একটা গৃহপালিত হাঁস, কিন্তু মাথাটা দেখতে নীলশিরের মত, কারণ নীলশির এসে আপনার হাঁসের প্রপিতামহীর সাথে একটু ইটিস পিটিস করেছিল।
ঢাকায় এখনো শীতের সময় নীলশিরের মত মাথাওয়ালা গৃহপালিত হাঁস দেখিয়ে শিকার শিকার বলে বিক্রি করে কিছু মানুষ, আর কিছু মানুষ সেগুলো কিনে খেয়ে তৃপ্তি পায়, বুনোহাঁসের মাংস খাবার তৃপ্তি।
facebook
সুন্দর ! সুন্দর সব ছবি।
বিষয়ান্তর : দিন চারেকের জন্য 'বদলগাছি' আর 'মাতাজীহাট' যাচ্ছি, একজন 'অর্ডার অব অষ্ট্রেলিয়া' খেতাবপ্রাপ্ত বাঙালির গ্রামের বাড়িতে। উনকে নিয়ে লেখার ইচ্ছা আছে। আপনার গ্রামের নাম বলেন। যদি..........
বলেন কী? আমার দাদার বাড়ী বদলগাছির গোবরচাপা হাঁটের পাশের গ্রাম ভয়ালপুর, যদিও যাওয়া হয় না অনেক দিন, আমরা আসলে নানা বাড়ীতেই বেশী যেতাম, সেটা মান্দা থানায় আর মহাদেবপুরে।
facebook
আগে দুবার মহাদেবপুরের কুন্দনা গ্রামে গিয়েছি। এবারও যাব। সেবার পাহাড়পুরে গিয়েছিলাম।
ভাল থাকুন। ঢাকায় দেখা হবে, আশা করি।
অবশ্যই! চলুন নাহয় একসাথে উত্তরবঙ্গে একটা ট্যুর হয়ে যাবে।
facebook
দারুন!
আব্দুল্লাহ এ.এম.
facebook
আহা, কি অদ্ভুত সুন্দর সব ছবিগুলো। হাঁস আমার খুব আদর লাগে।
মা টা তো জটিল। মায়ের জন্য ভালবাসা, সাথে ছানাপোনা গুলোর জন্য ও ।
__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---
সামনের সামারে আবার ফিরে আসবে।
facebook
দ্রোহী পরিবার
হ, ভুল কিচ্ছি?
facebook
লিতে থাকরে।
-মনি শামিম
সব বুটাকে ঘিরে লিলছি-
facebook
অসাধারণ লাগছে ছবিগুলো।
অপ্রস্তুত লেনিন।
facebook
আমিও বলতে যাচ্ছিলাম, আরে! নীলশির তো আমারো ছিলো!
কিছু ছবির নাম দিলেন, কিছু ছবির দিলেন না কেনু?
পানির ভেতর পাথরের ওপর বসে থাকা তৃষিয়ার ছবিটা সবচেয়ে ভালো লাগতেসে।
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
facebook
ছবিগুলো সুন্দর।
তারেক, আপনি আপনার মা'র মত দেখতে। ওনাকে দেখে খুব ভালো লাগল।
বলেন কী! আমার নানা পরিবার অবশ্য পুরো মঙ্গলয়েড, আর আমি হচ্ছি রোদে পোড়া মোঙ্গল !
facebook
আমি যদি বনহংস হতাম !
আহা, যদি হতাম!
facebook
facebook
__________
সুপ্রিয় দেব শান্ত
facebook
খালাম্মাকে সালাম দিয়েন একটা।
ম্যালার্ড ডাকের বাংলা নাম নীল শির? এই বাংলা নামগুলো কই পাবো বলুনতো? হাঁস নিয়ে একটা সাম্প্রতিক ঘটনা বলি। আমি যেখানে থাকি এইটা অপেক্ষাকৃত দক্ষিণে। তাই এখানেও শীতের পাখি আসে। আসলে পথে পরে তাই ওরা যাওয়া আসার পথে কিছুদিন থেকে যায়। তো গতমাস থেকে, আমাদের এখানে হাঁসের মাংস পাওয়া যাচ্ছে দোকানে। বলেন দেখি ঘটনা কী? আমাদের সন্দেহ পাখিগুলোকে ধরেই কিনা.....
আপনার ইমেইলে পাঠিয়ে দিব শীঘ্রই--
facebook
ধন্য হয়ে গেলুম!
প্রোফাইলের ছবি বদলে এখান থেকে একখানা দিতে চাচ্ছিলাম। হচ্ছে না কেন জানি।
আমার নিকের প্রেরণা যে কবিতা সেটা কিন্তু এই পোস্টের সাথে খুব যায়।
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
কেন যাচ্ছে না? কোন ছবিটা লাগবে জানিয়েন।
যাক উড়ে ফিরলেন তাহলে
facebook
হয়ে গেছে
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
কী হল
facebook
অণু, আপনাকে একটা মেডেল দেয়া উচিত । বুনো'দিকে ফিরিয়ে আনার জন্য
__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার
দেন, মেডেল দেন এখন
facebook
অসাধারন সব ক্লিক। বুনোহাঁসেরা ও দিব্যি কেমন পোজ দিচ্ছিল মনে হয় ।
সংগীতা
Pfeifente
Wigeon
সিঁথিহাঁস
(ইউরেশীয় সিঁথিহাঁস)
নতুন মন্তব্য করুন