মাস কয়েক আগে মা কিছুটা অভিযোগের সুরেই মুঠোফোনে বললে- তোমার সব বন্ধুরাই সেটল হয়ে গেছে, বুঝলা!
সেটল হওয়া! এর মানে কী? ছোটবেলা থেকে শুনে আসছি ম্যাট্রিক পরীক্ষা দিলেই তুমি স্বাধীন, এরপরে যা ইচ্ছা করতে পারবা। পরীক্ষা শেষ হবার আগেই শুনি সেই ছুটিকে কাজে লাগিয়ে কলেজের জন্য প্রস্তুতি নেয়া ভীষণ জরুরী! একই ঘটনা ঘটল ইন্টার মিডিয়েটের পরেও! তখন শুনলাম অবশ্য চাকরিতে জয়েন করলেই জীবন পুরাপুরি সেটল, তখন মনপছন্দ মত কিছু করা সম্ভব। কিন্তু আসলেই কী তাই?
এখন তো দেখি চাকরি করলেই হয় না, সাথে বাড়ী করার চিন্তা থাকতে হয়, নিদেনপক্ষে একটু ভাল বাড়ীতে থাকার, সেটার সাথে সাথে মাইনে একটু মোটা হলে গাড়ীর চিন্তাও থাকে। অবধারিত ভাবে সংসারের পালা, এবং তার পরপরই যে লাউ সেই কদু, মানে সারাজীবন যে ভিলেনে ভূমিকায় দেখে এসেছেন বাবা-মাকে হঠাৎ করেই দেখবেন নিজের বাচ্চার জীবনে সেইরকম ভিলেন হয়ে আবির্ভাব ঘটেছে আপনার নিজের!
চাকরিও যথেষ্ট নয়, একাধিক বন্ধু বিশ্ব-বিদ্যালয়ের শিক্ষক হিসেবে যোগদান করেছে, তার পরপরই তারা নতুন করে উপলব্ধি করেছে – লাইফ ইজ এ রেস, তোমাকে দৌড়ের উপরই থাকতে হবে! শিক্ষক হয়ে জ্ঞানের আলো বিতরণ তোমার একমাত্র লক্ষ নয়, এখন নানা ধাপ টপকে প্রফেসর হতে হবে, পারলে মাঝে বিভাগীয় চেয়ারম্যান হতে হবে, সম্ভব হলে অনুষদের ডীন, আর যদি রাজনীতিতে বেশী করে জড়িয়ে যাও তাহলে বিশ্ব-বিদ্যালয়ের উপাচার্য! তাই ইদানীং মনে হয় সেটল হওয়ার সংজ্ঞা আমরা কেউই জানি না, নাকি অ্যামিরেটস প্রফেসর হওয়াকেই সেটল হওয়া বলে? যার জন্যে সারাজীবন আর জীবিকা নিয়ে দুশ্চিন্তা করতে হবে না! কিন্তু ততদিনে আপনার বয়স নিদেনপক্ষে ৬০! অভিনন্দন যে পৃথিবীর বুকে ছয় ছয়টি দশক আপনি কাটিয়েছেন!
যে বড় ভাই-বোনরা আমেরিকা- ইংল্যান্ডে শিক্ষক, বিজ্ঞানী, প্রকৌশলী বা অন্য পেশায় হিসেবে যোগদান করেছেন তাদের অধিকাংশের ক্ষেত্রেই শুনি সেখানেও এমন দৌড়! ক্যারিয়ার, ক্যারিয়ার, ক্যারিয়ার! নিজের কাজ, কোম্পানির কাজ, সব মিলিয়ে চাকরীর উচ্চতম পদের আরোহণের চেষ্টা। সেই সাথে অনেকেরই নিশ্চয়ই স্বপ্ন থাকে, হলাম একজন প্রফেসর কিন্তু স্টিফেন হকিং বা রিচার্ড ডকিন্সের মত আমার নাম জানছে না সবাই? খ্যাতির জন্য আরও কিছু করা দরকার!
মানে মানে সেটল আপনি হতে পারছেন না, যে অবস্থানেই থাকুন না কেন, নতুন কোন না কোন চাহিদা এসে দাঁড়াবেই আপনার সামনে, সেটাকে অর্জন করতে আবার শুরু করতে হবে নতুন উদ্যমে দৌড়। যদি না কেবল আপনি সারা বিশ্বে গুটিকয়েক মানুষের মত নিজের আনন্দের কাজে ডুবে থাকতে পারেন। জীবনে অতৃপ্তি থাকবেই, বিশেষ করে সৃষ্টিশীল কাজে, সেই অনুভূতি থেকেই কবি নব নব কবিতা লিখে যাবেন, লেখকেরা সৃষ্টি করবেন সাহিত্য, গায়কেরা গেয়ে যাবেন, চিত্রকরেরা ছবি আঁকবেন, কিন্তু সেই চাহিদা যদি টাকা- বাড়ী-গাড়ী-সংসারের মাঝে সীমাবদ্ধ থাকে তাহলেই সাড়ে সর্বনাশ, সেটল আর হতে হবে না, ঘানির চক্করে পড়ে যাবেন শেষ দিন আশা পর্যন্ত।
ক্যারিয়ার কী আপনি নিজের যেটাতে আনন্দ পান সেটা, নাকি মানুষ যেটাতে ভাল বলে সেটা? যখন আপনি একলা ঘরে নিজের মুখোমুখি হন তখন কি আপনিই আপনার সঙ্গী না সেই মানুষের ভিড় আপনাকে ঘিরে রাখে? কিন্তু খেয়াল রেখেন যে নিজেকে নিয়ে চিন্তা মানেই আবার স্বার্থপরতা না, জগতের কিছু মহামানব নিজেরা সংসার না করে লাখো পথশিশুর দায়িত্ব নিয়েছেন- তারা কি আদপেই স্বার্থপর? অনেকেই আর দশ জনের মত নিজের বাচ্চা নিয়ে ব্যস্ত না থেকে বরং কাজ করেছেন বন্যপ্রাণীদের নিয়ে, তাদের কাজের কারণে পৃথিবীতে এখনো টিকে আছে হাজারো প্রাণী, আবার কেউ কেউ একইসাথে সব করতে সক্ষম হয়েছেন মানে সংসার এবং কর্ম। তাই নিজের যেটা ভাল লাগে, সম্ভব হলে যেটাতে মানুষের বা পরিবেশের ভাল হয় সেই কাজ করাটাই সবচেয়ে ভাল ( অবশ্যই কারো ক্ষতিকর কিছু করার মত মানসিক অসুস্থ নন আপনি)।
নতুন বছরের প্রারম্ভে সবাইকে শুভেচ্ছা, সুখী জীবন কাটুক আপনাদের সকলের ২০১৩ জুড়ে। এবং আমার উপলব্ধি-
জীবনই সবচেয়ে বড় ক্যারিয়ার এবং এখানে সেটল হতে পারে না কেউ কখনোই। সেটল হওয়ার পিছনে না দৌড়ে বরং আজকের দিনটা উপভোগ করুন, ভালো লাগার কাজটা করুন মন দিয়ে।
মন্তব্য
জীবনই সবচেয়ে বড় ক্যারিয়ার এবং এখানে সেটল হতে পারে কেউ কখনোই।
"না" মিশিং নাকি? নাকি আমার এখনও চান্স আছে সেটল হওয়ার!!!!
হ্যাঁ! মানে না বাদ পরে গেছিল! জুড়ে দিলাম
facebook
আইজকা পেরথম হইছি মামুর বুঠা।
আপ্নে কি স্বেচ্ছায় বধ (বরবাদও কইতারেন) হইতাছেন না পরিবারের ইচ্ছায়?
না পেঁচিয়ে ত্যানা, উত্তর দেন হ্যাঁ বা না !
স্বেচ্ছায়
facebook
ইয়ে.. একটু দৌড়ের উপর আছি। একটু সেটল হয়ে তারপর আপনার লেখাটার বিষয়ে ভেবে দেখি?
আব্দুল্লাহ এ.এম.
facebook
দ্বিতীয় বাক্যাংশে একটা 'না' বাদ পড়ে গিয়েছে মনে হয়। যাই হোক কথাটা কিন্তু দারুণ। এর সাথে সংগতিপূর্ণ আর একটা কথা খুব শোনা যায়:
অথচ আমরা অনেকেই সারা জীবন গন্তব্যের খোঁজ করে পার করে দেই দিশেহারা নাবিকের মত!
এ কথা দ্বারা কি বোঝালেন, অণু ভাই, বুঝলাম না। মহামানবেরা চিন্তা করেছেন অবশ্যই, দীর্ঘ দিবস-রজনী ধ্যানমগ্ন থেকেছেন, কিন্তু তাদের সেই চিন্তা ছিল পরহিত তরে। আর তা থেকে যে প্রজেক্টগুলো বেরিয়ে এসেছে বিভিন্ন সময়ে, তাই হয়ে উঠেছে পৃথিবীর ইতিহাসে সমাজব্যবস্থা ও সভ্যতার জীয়নকাঠি।
২০১৩ সনের অপার শুভেচ্ছা, অণু ভাইকে এবং সঙ্গে পুরো সচল পরিবারকে!
ঠিক করে দিয়েছি!
অনেকেরই ধারণা যারা বেশী আত্মমগ্ন থাকে তার খুব স্বার্থপর তাই বললাম। আরও কারণ আছে যদিও, যেমন যদি ভবঘুরে হন তখন শুনবেন যে আপনি দায়িত্ব নিতে চান না, কেবল নিজের দিক চিন্তা করেন ইত্যাদি ইত্যাদি
facebook
ভাল লাগল লেখাটা। আমাদের সমাজে সেটল হওয়া মানে কোন লক্ষ্যে পৌছে স্থির হওয়া নয়। বরং রেসের দৌড়ে সবার সামনে অবস্থান করা এবং সেই গতি ধরে রাখ।
সময়ের সাথে কেউই পাল্লা দিতে পারে না, এই সহজ কথাটা বুঝে না ক্যান পাবলিক কে জানে!
facebook
ঘণু, এই সব ইতং বিতং বাদ দেন । সেটল হোন, বুঝলেন সেটল হোন ২০১৩তে । মায়ের কথা শোনেন
__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার
আমি তো সেটলই
facebook
বিয়া করছেন ? পুলাপানের ডায়াপার পাল্টাইছেন ? গ্রোসারী থেকে কাঁচামরিচ আনতে কেন ভুলে গেছেন সেই জন্য বাইচ্চার মায়ের ধাতানী খাইছেন ? এই সবের আগে কেউ সেটল হয় না, বুঝলেন...
__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার
হ , নিজের লেজ কাটলে অন্যদের লেজ অসহ্য লাগে
facebook
এইডা তো ঠিক কতাই । আপনে একখান লম্বা লেজ নিয়া নর্থ পোল, সাউথ পোল কইরা বেড়াইবেন আর অন্যরা ডায়াপার বদলাইবো এইডা কেমুন হিসাব ?
__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার
সব তো আর একসাথে হয় না ! লাইফ ইজ নট ফেয়ার
facebook
সেটল হওয়া এট্টা ভ্রান্ত ধারণা। কাজের কথা কন। আজকের খানাপিনার মেন্যু নিয়া কিছু কন
অজ্ঞাতবাস
লন যাই বছিলার চরে?
facebook
অজ্ঞাতবাস
যাবেন না ?
facebook
যামু। আগে ফিনিশ ভদকা সম্পর্কে কিছু কন।
অজ্ঞাতবাস
আমি এইটাই বলতে চাচ্ছিলাম - এই লোক ফিনল্যান্ডিয়া নিয়ে একটা লাইন ও লিখলনা এখন পর্যন্ত!!!!
ন জু ভাইরে জিগান,
facebook
নজু ভাই তো সেটল্ড
তো ?
facebook
হেতে ভরতের ভাইয়ের ভক্ত!
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
আহ্ ফিনল্যান্ডিয়া... উধাস হয়ে গেলাম
______________________________________
পথই আমার পথের আড়াল
াহোহেনন
facebook
হে হে আসল কতা ক। একবার ফিনল্যান্ডে গিয়ে স্যাটল হইবার পারলে। আর কিসু করা লাগবো না। কামাইবা, খাইবা আর ঘুরবা।
কার্যকরী একটা আত্মবিশ্লেষনী প্রশ্ন।
___________________________________
অন্তর্জালিক ঠিকানা
ফিনল্যান্ডেরও কেউ সেটল না বৎস, আর আমি ভাগতেছি জলদি--
facebook
তাইলে ত পুরাই স্বগ্য। চইরা চইরা লাইফ পার। হালার স্কলারশীপ্টা পাইয়া লই খাড়া আইতাচি।
তুই ত অলটাইম দৌড়ের উপরে। এইবার কই পলাইতাছত?
___________________________________
অন্তর্জালিক ঠিকানা
বাপদাদার আদি ভিটেতে যামু চিন্তা করছি-
facebook
হ আয়া পড়
___________________________________
অন্তর্জালিক ঠিকানা
ধুর ব্যাটা, আদি ভিটে তো আফ্রিকা।
facebook
এইটা মা-বাবা-আত্মীয়-স্বজন সবাইকে পড়তে দেব। বড্ডো বিতং করতেসে....
ইচ্ছার আগুনে জ্বলছি...
দ্যান
facebook
মনের কথা কইছেন অনুদা, "লাইফ ইজ এ রেস, ভাগো" এই চিন্তা করতে করতে ২৪টা বছর কাটিয়ে দিলাম; আর কতগুলো বছর যে দৌড়াতে হবে কে জানে
গুডলাক
facebook
দুর্দান্ত লাগলো!
---------------------
আমার ফ্লিকার
আপনি মিয়াঁ মানুষের বুকে কাঁপ তুলে দিচ্ছেন, যারই ছবি তুলেন, তারই কপাল পোড়ে সাতপাকে বাঁধা পড়ে! পারলে কৌস্তভের ছবি আবার তুলে দেখান--
facebook
"জীবনই সবচেয়ে বড় ক্যারিয়ার এবং এখানে সেটল হতে পারে কেউ কখনোই।"
এইটা উপলব্ধি করতে পারা আর মেনে নিতে পারাটাই মনে হয় জীবনে সুখী হবার রহস্য।
facebook
সুন্দর লিখেছেন। আসলেই জীবনে সেটল হওয়া আসলে কি???
নাহ, যায় না
facebook
আপনার লেখাটা খুব ভাল লাগল । যদি আমার স্বজনদের পড়াতে পারতাম ! আমার সন্তানদের সেট্ল হওয়া নিয়ে তাদের মাথা ব্যাথাটা খুব বেশী কি না
স্বজনদের কথা বাদ দেন, নিজেই দেখেন কতখানি করা যায় সন্তানদের বিকাশের জন্য
facebook
মদের নেশায় হয়তো এক সময় ভাটা পড়বে।
যৌননেশা বয়স বাড়ার সাথে সাথে কেটে যাবে।
অর্থোপার্জনের নেশাও এক সময় কেটে যেতে পারে।
কিন্তু নামের নেশা, বড় হবার নেশায় একবার পেয়ে বসলে তাঁর আর পরিত্রান নাই। সময়ের সাথে সাথে তা বাড়তেই থাকবে। মুখ থুবড়ে না পড়া পর্যন্ত সে দৌড় চলতেই থাকবে।
হ্যাঁ, তাই বলছি, জীবনে সেটল হয়ে যান !
facebook
ছ্যা ছ্যা ছ্যা! এখনো ছ্যাটেল হন্নাই?
দ্যাশে আসেন, ছ্যাটেল হন, আমরা ভালো মন্দ দাবাত খাই
[লেখাটা খুব ভালো লাগলো, একবারে যারে বলে মনের কথা! আশেপাশে বেশির ভাগ মানুষের চাপে প্রায়শই চাকুরি বাকুরি টাকা পয়সা-স্যাটল হওয়া-এই সব হাবিজাবি মাথায় ঢুকে যায়। ভাগ্য নিতান্তই ভালো যে আমার খুব কাছের মানুষেরা আপনার মতই ভাবে, আর ইন্সপায়ার করে, তখন বড় সুখি সুখি লাগে। ]
নতুন বছরের শুভেচ্ছা অনুদা। দেশে এসে দেখা না করে চলে গেলে ঠ্যাং কেটে রেখে দিবো!
"মান্ধাতারই আমল থেকে চলে আসছে এমনি রকম-
তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম!
মনেরে আজ কহ যে,
ভালো মন্দ যাহাই আসুক-
সত্যেরে লও সহজে।"
ভ্যাজ ভ্যাজ না করে ঠিকানা পাঠান- দেখা হবে জলদি-
facebook
আমি সেটল হতে চাই না। শুধু কিছু ভাল লাগা আনন্দ নিয়ে বেঁচে থাকতে চাই।
নতুন বছরের শুভকামনা ভাইয়া।
--------------------------------------------------------
আমি আকাশ থেকে টুপটাপ ঝরে পরা
আলোর আধুলি কুড়াচ্ছি,
নুড়ি-পাথরের স্বপ্নে বিভোর নদীতে
পা-ডোবানো কিশোরের বিকেলকে সাক্ষী রেখে
একগুচ্ছ লাল কলাবতী ফুল নিয়ে দৌড়ে যাচ্ছি
শুধু কিছু ভাল লাগা আনন্দ নিয়ে বেঁচে থাকতে চাই
facebook
ছ্যাটেল হমু, ছ্যাটেল।
facebook
এই একটাই অল্প সময়ের সুন্দর জীবনে সেটেল হবার দরকার কি। খাও দাও ঘুরে বেড়াও, মনের মানুষ পেলে তাকে নিয়ে ঘুরে বেড়াও। কিন্তু শুধু সেটেল হবার জন্যে বিয়ে, একেবারেই নয়।
আর সেটেল মানে টা কি? টাকা, বাড়ী, গাড়ী, বউ বা স্বামী?
কত জন কে চিনি এদের সবই আছে তাদের আরও চাই।
আমি শুধু প্রতিদিন ঘুম থেকে উঠে দিন টিকে এনজয় করতে চাই।
বত্রিশ বছর আগে আমার চব্বিশ বছরের ভাই মেডিক্যাল কলেজ হোস্টেলে ঘুমিয়ে আর উঠেনি।
অনু, দেশে দেখা হবে আশাকরি। নাহলে অন্য কোথাও বা অন্য কোন দেশে।
সবাই কে নুতন বছরের শুভেচ্ছা।
অবশ্যই দেখা হবে আপা, আপনার মন্তব্য খুব সুন্দর লাগল , শেষের অংশটি বাদ দিয়ে।
facebook
আল্লামা সাঈদীর মতো এদিক সেদিকে দৌড়াদৌড়ি না করে সেটল হয়ে যান।
facebook
মেশিন যতোদিন চলে তার মধ্যেই সেটল হয়ে যান।
অলমিতি বিস্তারেণ
আপনার মেশিন অচল নাকি ইতিমধ্যেই! মিসেস সাইদীরে খবর দিন
facebook
হ্যাপী নিউইয়ার বস---অনেক অনেক শুভ কামনা---
গান কুতায়!
facebook
ভালো লাগলো
ফেসবুক এ স্ট্যাটাস দিলাম
"জীবনই সবচেয়ে বড় ক্যারিয়ার এবং এখানে সেটল হতে পারে না কেউ কখনোই।
ক্যারিয়ার কী আপনি নিজের যেটাতে আনন্দ পান সেটা, নাকি মানুষ যেটাতে ভাল বলে সেটা? যখন আপনি একলা ঘরে নিজের মুখোমুখি হন তখন কি আপনিই আপনার সঙ্গী না সেই মানুষের ভিড় আপনাকে ঘিরে রাখে?"......তারেক অণু
চালায়ে যাও বস
facebook
হ। জীবনটা একটা লাইফ
যার চক্করে পইড়া তারেক অণুও দার্শনিক হইয়া উঠে
ক্যান, আমার কী দুষ!
facebook
'দ্রৌপদী' কই ? বনবাসে নাকি !
facebook
হ্যাপি নিউ ইয়ার প্রিয় অণুদা।
_____________________
Give Her Freedom!
facebook
সেটল হবার পেছনেই দৌড়ে যাই। যদিও জানি, সেটল হবার পেছনে না দৌড়ানোটাই ভালো থাকার জন্য সবচেয়ে বড় সেটেলমেন্ট
------------
'আমার হবে না, আমি বুঝে গেছি, আমি সত্যি মূর্খ, আকাঠ !
facebook
অণু জানান দিলো দেশে আইসা সেটেল হইতে চায়
..................................................................
#Banshibir.
facebook
বরাবরের মত সুন্দর লেখা। জীবনে আসলেই সেটল হওয়া বলে কিছু নেই। এবং ভাগ্যিস নেই, নাহলে জীবনটা কি রকম বোরিং হতো কল্পনা করেছেন? যেরকমই হোক না কেন আগামী দিনে সুখে থাকুন এই কামনা করি। নববর্ষের শুভেচ্ছা জানাই।
ঠিক ঠিক
শুভেচ্ছা
facebook
জীবনই সবচেয়ে বড় ক্যারিয়ার এবং এখানে সেটল হতে পারে না কেউ কখনোই। সেটল হওয়ার পিছনে না দৌড়ে বরং আজকের দিনটা উপভোগ করুন, ভালো লাগার কাজটা করুন মন দিয়ে।
সেইজন্যই গত বছরের সমস্ত যন্ত্রণা ভুলে, নতুন বছরের অসহ্য চাপ, চিন্তা সব কিছু অগ্রাহ্য করে গত ১৫ দিনে টানা ম্যুভি দেখলাম। অসাধারণ সব ম্যুভি। জীবনের চিন্তা বাদ দিয়েছি, সেটল হবার চিন্তা তো বহু আগেই বাদ দিয়েছি, এখন শুধু টিকে থাকতে চাই ভালো কিছু করার জন্য, সুন্দর পৃথিবীটাকে আরো দেখার জন্য, মানুষের অসাধারণ সব সৃষ্টি উপভোগের জন্য।
- Chinese Coffee (2000)
কী কী দেখলেন জানান আমাদের--ন
facebook
ভাব দেখ !!! !! তাড়াতড়ি স্যাটেল হও বুঝলা। আমরাও ভালো-মন্দ খাই।
নতুন বছরে "মেশিন চলার" শুভেচ্ছা নিও।
----------------------------------------------------------------------------------------------
"একদিন ভোর হবেই"
হ, তোমাদের মুখ ঘোড়ার ------
facebook
আমার তো মনে হয় ২০১৩ আপনার জন্যে সেটল হবার জন্য শুভ
নতুন বছরের শুভেচ্ছা অনু দা।
আমি তো এমনই এমনি সেটল
facebook
"জীবনই সবচেয়ে বড় ক্যারিয়ার এবং এখানে সেটল হতে পারে না কেউ কখনোই। সেটল হওয়ার পিছনে না দৌড়ে বরং আজকের দিনটা উপভোগ করুন, ভালো লাগার কাজটা করুন মন দিয়ে।"
সারছে।
তাইলে তো দিন রাইত ঘুমান ছাড়া সেটেল্মেন্টের কুনো রাস্তা দেখিনা
দেন ঘুম
facebook
বুঝতে পারলাম, আপনার এখনো 'তার' সাথে মোলাকাত হয়নাই।
আপনে আমাত্তে বেশী বোজেন?
facebook
রয়াট রেসের এখন নতুন নাম হয়েছে , সেট্ল হওয়া!! একবার সেটল হলে নর্ঠ পোল , সাউথ পোলের অফিস , বাড়ি গ্রসারী স্তোর , বাচ্চার ডে কেয়ারের চতুর্ভুজে নাকে দড়ি দিয়ে ঘুড়তে হবে।
২০১৩ তে সেট্ল হতে না হয় এই কামনা করি। নতুন বছর ভাল কাটুক।
ঈপ্সিত আর চম্পাকলি
---------------------------------
বোলতা কহিল, এ যে ক্ষুদ্র মউচাক,
এরি তরে মধুকর এত করে জাঁক!
মধুকর কহে তারে, তুমি এসো ভাই,
আরো ক্ষুদ্র মউচাক রচো দেখে যাই।
--------------------------------------------
থ্যাঙ্কু
facebook
ধুনফুন বাদ দেও, সেটল হয়ে যাও বাছা...
হ
facebook
তা কয় তারিখে সেটল হইতেছেন? কন্যা কি দেশে নাকি বৈদেশে থাকে?
আপনে খালি টেকনিক্যাল কুয়েচ্চন করেন মেম্বর। লেখার শিরোনাম দেখে বুঝেন নাই কিছু? তায় আবার দেশে যাইতেছে এই বিয়ার মউসুমে। এতোকিছু জিগাইতে হয়?
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
তারেকাণু লাইনে এলো তাহলে।
facebook
facebook
স্কুলে পড়া একটি লাইন মনে পরে গেলো : বেচে থাকাটাই অনেক বড় সার্থকতা, অতিকায় হস্তী বিলুপ্ত হইয়াছে কিন্তু আরশোলা টিকিয়া আছে
আমার মাকে এই কথাটা প্রায়শই মনে করিয়ে দিতে হয়, ছেলে তার একজন সুখি হোমোসাপিয়েন্স এটাই কি সবচেয়ে গর্বের কথা না?
জিপসি
বিলাসীর ডায়ালগ না।
facebook
বিয়ের দাওয়াত পাবো নাকি?
আপনি তো বিয়ে করলেও করবেন কোনো এক দূর পাহাড় আর সাগরের মাঝখানে। আপনার শেরওয়ানীতে থাকবে বাংলাদেশের পতাকা
ভাগেন মিয়া
facebook
আপনার সেটল হওয়ার কথা শুনে এই গানটার কথা মনে পড়লো। গতকাল দিতে ভুলে গেছিলাম:
অলমিতি বিস্তারেণ
গান কোথায়?
facebook
ভাল লাগার কাজটাই করতাছি মন দিয়া, তাই তো আমি কিছুই করিনা।
দেশে পৌঁছালেন ঠিকমত অনুদা?
এইবার তাইলে মাস দুয়েকের জন্য দেশেই সেটল হয়ে যান।
__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---
সব ঠিক!
facebook
কিচুই বুঝলাম না
বিয়ে করে ফেলেন, ডরানের কিছু নাই
______________________________________
পথই আমার পথের আড়াল
ডরাইলেই...
ডর
facebook
নাহ, লিখে আরাম নাই, জনতা ভুল্র বোঝে
facebook
তুমি সেটল হোচ্চো কয় তারিখে আর কোথায়? কাচ্চি বিরিয়ানির ব্যব্স্থা থাকে যেন আর বোরহানি
আমি তো সেটলই, যে দিন থেকে বুঝে গেছি জীবন ছোট সেই দিন থেকেই
facebook
একটা গান আছে, জানেন? তারাশঙ্করের গল্পে ছিলো গানটা, "ভালোবেসে সাধ মিটিল না হায় জীবন এত ছোট কেনে? "
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
অণুদা একটা অভিশাপ। নিজে তো বোহেমিয়ান হয়েই আছে, বাকিদেরও মাথা খাবার চেষ্টা কচ্ছে।
শান্তি শান্তি, লাইনে আসুন।
facebook
এইবার!!!! যাবে কোথা তারেকাণু ??? সেই মহারাজ এইবার তারেকের সঙ্গে নিজের বোনের বিয়ে না দিয়ে ছেড়ে দেবে? সমস্ত খাট পালং মণিমাণিক্য পোলাও বিরিয়ানি প্যান্ডেল বাদ্যবাজনা সব সাজিয়ে সে রেডি!
তারেক কিছু মনে কইরেন না, আপনের এই এত ভ্রমণের কথা পড়ি আর মহাভারত ও পড়ছি এখন, আপনের ভ্রমণ পড়ে পড়ে কেবলই জরৎকারু মুনির কথা মনে হয়, সেই লোক তো মহানন্দে ঘুরে ঘুরে বেড়াতো আর তপস্যা করতো। তো, সে একদিন দেখলো তার পিতৃপুরুষের স্পিরিটেরা সবাই একটা বিশাল গর্তের উপরে ঝুলছে, তারা ওকে বললো, "ওরে, তুই যে বিয়ে না করে কেবল ঘুরিস আর তপস্যা করিস, পরলোকে আমরা যে জল পাবো না, বংশলোপ হবে।"
জরৎকারু ভীষন লিবারাল, বললো- "আমার সমান নাম ও সমান মনের কোনো মেয়ে যদি থাকে, স্বেচ্ছায় আমায় বিয়ে করে তবে আমি সংসার করবো।"
তারপরে তো নানা প্যাঁচালো কান্ডের পরে নাগ রাজকন্যার সাথে বিয়ে হলো মুনির, মুনির শালাবাবু নাগরাজ বাসুকী তো সমস্ত ব্যবস্থা করে দিয়েছেন সুখ সাচ্ছন্দ্যের(ভিতরে নানা ষড়যন্ত্র ও কলকাঠি ছিলো ), কিন্তু মুনির তো দম বন্ধ হয়ে আসে প্রাসাদে, ক্লসট্রোফোবিয়া। শেষে একদিন ঝগড়া করে মুনি উধাও হয়ে গেলেন। বাইরে ঘুরে ঘুরে হাঁপ ছেড়ে বাঁচলেন। এদিকে যেজন্য বিবাহ সেটাও সার্থক হয়েছিলো, এই নাগকন্যা আর জরৎকারুর পুত্র আস্তিক মামাদেরও বাঁচিয়েছিল, আর মুনির পিতৃপুরুষদের স্পিরিটদেরও বাঁচিয়েছিল। ম্যানেজমেন্টের ভাষায় যারে কয় উইন উইন।
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
আহ হা! কী তামশা!
facebook
মহা সুখে আছি। চাকরি করি, গান শুনি, মুভি দেখি, আড্ডা পিটাই, বচ্ছরে দুইবার ঘুরতে যাই আর বন্ধুদের দেখি সংসার আর টাকার কথা চিন্তা করতে করতে মাথার চুল সাদা বা নির্বংশ করতে। আমার কাছে এটাই সেটেলমেন্ট। কাটিয়ে দিলাম অনেক বছর, আশা রাখি আরো বাকী জীবনটাও সুখেই কাটাবো।
লেখায়
ফারাসাত
সুখে থাকুন সবসময়
facebook
আপনার কথায় ঠিক ভাই্।সৈয়েদ শামসুল হকের একটা লাইন এ মুহুর্তে মনে পড়ছে,’জীবন মানে অধরাকে ছোয়া,ছোয়াও নয় - ছোয়ার পাণান্ত চেষ্টা।”---সানী শাহার্দা্ৎ
facebook
নতুন মন্তব্য করুন