তুই রাজাকার / আজ দুপুরে কুষ্টিয়ার মজমপুর মোড়ে তোলা একটি ছবি

তারেক অণু এর ছবি
লিখেছেন তারেক অণু (তারিখ: মঙ্গল, ০৮/০১/২০১৩ - ১০:৪৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

IMG_8319


মন্তব্য

আকতার আহমেদ এর ছবি

কয়েক বছর আগে অফিসের কাজে রাজবাড়ি থেকে সিরাজগঞ্জ যাওয়ার পথে এখানে থেমেছিলাম চা খাওয়ার জন্য। সাথে ক্যামেরা ছিল না বলে ছবি তুলতে না পারার আক্ষেপ থেকে গিয়েছিল । যদ্দুর মনে পড়ে লম্বা জিহ্বাটা মাটির সাথে পেরেক দিয়ে পুতে দেয়া।
ধন্যবাদ অণু ভাই। সত্যিকার অর্থেই আপনার কাছে ঋণী হয়ে থাকলাম এই ছবিটার জন্য।

তারেক অণু এর ছবি

গাড়ীর ভিতর থেকে তোলা তো, পুরোটা কোনমতে এসেছে।

অতিথি লেখক এর ছবি

চমৎকার এই ছবিটার জন্য ধন্যবাদ। আর যে বা যারা এই অসাধারণ কাজটি করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা।

স্বয়ম

তারেক অণু এর ছবি
মেঘা এর ছবি

চলুক

--------------------------------------------------------
আমি আকাশ থেকে টুপটাপ ঝরে পরা
আলোর আধুলি কুড়াচ্ছি,
নুড়ি-পাথরের স্বপ্নে বিভোর নদীতে
পা-ডোবানো কিশোরের বিকেলকে সাক্ষী রেখে
একগুচ্ছ লাল কলাবতী ফুল নিয়ে দৌড়ে যাচ্ছি

তারেক অণু এর ছবি

চলবে

প্রৌঢ় ভাবনা এর ছবি

'তুই রাজাকার' চলুক

তারেক অণু এর ছবি
সাফি এর ছবি

দেশে এরকম ঘৃণা স্তম্ভ আরো হওয়া দরকার। স্কুলের শিশুরা পত্রিকায় দেখলাম বাড়িতে না জানিয়ে, বাড়ির অমতে শিবিরে যোগ দিচ্ছে! এরকম ঘৃণা স্তম্ভ আর প্রকৃত ইতিহাস জানলে তারা মনে হয়না এরকম করত।

তারেক অণু এর ছবি
মামুন এর ছবি

চমৎকার চলুক

তারেক অণু এর ছবি
মনি শামিম এর ছবি

সাফির সাথে আমিও একমত, দেশে এমন স্তম্ভ আরও নির্মাণ করা দরকার। ছবিটা সংগ্রহে রাখার মতোরে অনু। চলুক

-মনি শামিম

তারেক অণু এর ছবি

লিয়ে লিলাম

দীপ্তি এর ছবি

সত্যি অসাধারণ। আমাদের অগ্রগতি ও সভ্যতা, প্রতিবাদের ভাষা ও সংস্কৃতি চর্চা গণমাধ্যমের কল্যাণে মাঝে মাঝে মনে হয় সব কিছুর উৎস ও রূপায়ন বুঝি ঢাকার হাত ধরে। ঢাকায় ক্যামেরার মুখে অসংখ্য রাজারকার ফর্ম তৈরী হয়েছে কুশপুত্তলিকা হিসেবে। তবে শিল্পী কামরুল হাসানের “এই জানোয়ারকে হত্যা করতে হবে” এর পর মানবতাবিরোধী এই শিল্পকর্মটি অনন্য। যদি সম্ভব হয় শিল্পীর নামটি জানতে পারলে ধন্য হতাম।

তারেক অণু এর ছবি

আশা করি কেউ জানাতে পারবে

Guest_Writer নীলকমলিনী এর ছবি

আমি দেশে গেলেই ঢাকা থেকে পাবনা হয়ে যশোর অথবা ঢাকা থেকে যশোর হয়ে পাবনা যাই । সেজন্য কুষ্টিয়া হয়ে যেতে হয়।আমি রাজাকার দেখছি বেশ কয়েক বছর আগে।
নুতন করে দেখে ভাল লাগলো। যারা এর পরিকল্পনা টা করেছেন তাদের জন্য শ্রদ্ধা।

মানিক মনিরুল এর ছবি

খুব চমতকার শৃজনশীল একটা কাঠমো। অথচ্ ভিতরে লুকান আছে আছোলা আস্ত একটা ব্যম্বো।

পুরাই পাংখা একটা ছবি অনু ভাই। মন ভরে গেছে।

সুজন চৌধুরী এর ছবি

দেশের বিভিন্ন প্রান্তে এভাবে রাজাকারদের ঘৃণা জানাতে দেখলে খুব ভাল লাগে।
১টা আইডিয়া আসলো মাথায় ........ আপনি যেভাবে ফটো দিলেন, এভাবে দেশের বিভিন্ন জায়গায় যারা আছেন তারা যদি তাদের এলাকায় কিভাবে রাজাকারদের ঘৃণা জানাচ্ছে সেই ফটো দেয় তাহলে কিন্তু দারুণ ১টা গ্যালারী হতে পারে।

সাফিনাজ আরজু এর ছবি

চলুক

__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---

ত্রিমাত্রিক কবি এর ছবি

চলুক

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

মনি শামিম এর ছবি

দারুণ প্রস্তাব। চলুক

-মনি শামিম

সাফিনাজ আরজু এর ছবি

চলুক
অসাধারণ ছবিটির জন্য আপনাকে ধন্যবাদ অনুদা। হাসি

__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---

ফাহিম হাসান এর ছবি

এইরকম স্তম্ভ প্রতিটা শহর/গ্রামে থাকা উচিত। দুইবেলা নিয়ম করে থুতু দিয়ে যাবে মানুষ।

আপনি যে ঘুরঘুরান্তিস অবস্থাতেও ব্লগিং করছেন ব্যাপারটা ভাল্লাগছে

মনি শামিম এর ছবি

গুরু গুরু

-মনি শামিম

ত্রিমাত্রিক কবি এর ছবি

গুল্লি

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

ক্রেসিডা এর ছবি

গুল্লি

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

প্রকৃতিপ্রেমিক এর ছবি

চলুক

রংতুলি এর ছবি

চলুক

মন_মাঝি এর ছবি

জিহ্‌বা টেনে ছিড়ে ফেলব! রেগে টং

সত্যপীর এর ছবি

হেভি তো!

..................................................................
#Banshibir.

আকতার আহমেদ এর ছবি

যে কথাটা বলা হয় নাই, পটিয়ায় গত ১৬ ডিসেম্বর একটা ঘৃণা স্তম্ভের উদ্বোধন করা হয়েছে। কক্সবাজার থেকে ফেরার পথে খেয়াল করলাম অসংখ্য জুতা ওটার আশেপাশে ছড়ানো। রাজাকারদের প্রতি আমাদের যে ঘৃণা, তা প্রকাশের জন্য এরকম আরও অসংখ্য 'ঘৃণা স্তম্ভ' থাকা দরকার। কারণ, আমাদের যে গৌরবের ইতিহাস তার সাথেই কিন্তু ঘৃণার ইতিহাসও জড়িয়ে আছে। মুক্তিযোদ্ধার বীরত্ব যেমন সত্য তেমনি রাজাকার, আল বদরের হিংস্রতাও সত্য। তাই শ্রদ্ধার পাশাপাশি ঘৃণার ইতিহাসও সবাই জানুক।
নতুন প্রজন্মকে বিভ্রান্তি থেকে বাঁচানোর জন্য এটাই এখন সবচেয়ে জরুরী।

মনি শামিম এর ছবি

পটিয়ায় গত ১৬ ডিসেম্বর একটা ঘৃণা স্তম্ভের উদ্বোধন করা হয়েছে। কক্সবাজার থেকে ফেরার পথে খেয়াল করলাম অসংখ্য জুতা ওটার আশেপাশে ছড়ানো।

গুল্লি

-মনি শামিম

ফাহিম হাসান এর ছবি
লিটন  এর ছবি

কুষ্টিয়ায় স্বাগতম অনু ভাই !!! এটার নাম ঘৃণিত চত্বর !!

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

ঘৃণিত চত্বর? বাহ!

তারেক অণুকেও ধন্যবাদ ছবির জন্য।

সত্যপীর এর ছবি

ঘৃণিত চত্বর! সাব্বাস!

..................................................................
#Banshibir.

যুমার এর ছবি

চলুক

অমি_বন্যা এর ছবি

এটি দেখেছিলাম অনেক আগে। আজ আবারও দেখলাম। এমন প্রতিবাদ চলুক ।

চলুক

সাবেকা সুলতানা এর ছবি

এরকম আরো দরকার ! চলুক

স্যাম এর ছবি

কবে পোস্ট দিলেন এর মধ্যে আবার? তবে যা দিলেন ধন্যবাদ খুব ভাল দিলেন দেঁতো হাসি

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

বছর দুয়েক আগে দেখেছিলাম এটা, কেন যেন ছবি তোলা হয়নি।
তবে একটি এলাকায় এরকম একটি ঘৃণা স্তম্ভ আছে, তা দেখেই এলাকাবাসীর প্রতি শ্রদ্ধায় অবনত হয়ে গিয়েছিলাম।
ছবিটা তুলে ভালো করেছেন

______________________________________
পথই আমার পথের আড়াল

রাব্বি এর ছবি

অনেক ধন্যবাদ

অতিথি লেখক এর ছবি

জবর মামা!

সমগ্র বাংলাদেশের মানচিত্র থেকে রাজাকারদের প্রতি ঘৃণা ছড়িয়ে পড়ুক অগ্ন্যুৎপাতের মত, দাবানলের মত।

নির্ঝর অলয়

অতিথি লেখক এর ছবি

উত্তম জাঝা।
সুদীপ

অতিথি লেখক এর ছবি

চলুক জব্বর!

দৈত্যকূলে প্রহ্লাদ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।