৫ | লিখেছেন অতন্দ্র প্রহরী (তারিখ: রবি, ১০/০২/২০১৩ - ১২:৫৯পূর্বাহ্ন)
এগুলো দেখলে অন্যরকম ভালো লাগায় মনটা ভরে যায়। সবাই যার যার জায়গা থেকে যতটুকু পারে, যেভাবে পারে, সাহায্য করলে আর সচেতন হলে এই আন্দোলন বৃথা যেতে পারে না একদমই! আর ফলাফল যা-ই হোক না কেন, এই আন্দোলন সবদিক থেকেই সফল। অনেক প্রাপ্তি আছে এ থেকে। এটা নতুন কিছুর শুরু। এই বাংলায় রাজাকার আর তাদের দোসর-দালালদের ঠাঁই নাই!
মন্তব্য
আমার রাজশাহী !!!
facebook
facebook
এগুলো দেখলে অন্যরকম ভালো লাগায় মনটা ভরে যায়। সবাই যার যার জায়গা থেকে যতটুকু পারে, যেভাবে পারে, সাহায্য করলে আর সচেতন হলে এই আন্দোলন বৃথা যেতে পারে না একদমই! আর ফলাফল যা-ই হোক না কেন, এই আন্দোলন সবদিক থেকেই সফল। অনেক প্রাপ্তি আছে এ থেকে। এটা নতুন কিছুর শুরু। এই বাংলায় রাজাকার আর তাদের দোসর-দালালদের ঠাঁই নাই!
facebook
রাজশাহী’র এখন নিজেকে ফিরে পাওয়ার সময়! শুরু যেহেতু হয়েছে শেষটা মধুর হবে সন্দেহ নেই।
কিহে প্রিয় উড়ন্ত ঘুড়ি, বাংলাদেশ সফর এর জন্য এর চাইতে ভাল সময় আর বুঝি ছিলোনা কখনো!
ঢাকায় আসছেন কবে? তাড়াতাড়ি আসেন।
জবের বুলেছেন কিন্তু
facebook
প্রতিবাদ জারি থাক।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
facebook
রাজাকারের তালিকা চাই । কোন রাজাকারের রেহাই নাই।
তালিকা আছে -
facebook
যদি ভাব কিনছ আমায় ভুল ভেবেছ...
facebook
আহা রাজশাহী, আমার রাজশাহী !
আপনি ভাগ্যবান অনুদা, দারুন সময়ে দেশে আছেন।
__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---
facebook
অণু ভাই, একটা ফ্লিকার ফটোস্ট্রিম তৈরি করে সেখানে পোস্ট করেন। শেয়ার করা যাবে সহজে।
facebook
প্রতিবাদ চলুক সবখানে!
চলুক
facebook
দয়া করে রাজাকারদের কোন পশুর নামে ডাকবেন না
ঠিক
facebook
অনেক ধন্যবাদ অণুদা - এভাবেই ঢাকার বাইরের, সারা বাংলাদেশের রাজাকারবিরোধী আন্দোলনের ছবি/লেখা আসুক
facebook
'Google Translate'-এ গিয়ে English to Bengali সিলেক্ট করে 'Son of Bitch' টাইপ করে দেখুন..
তাহসিন রেজা
amn
নতুন মন্তব্য করুন