ছবিগুলো গেল আড়াই মাসে তোলা
মেঘনার বুকে
আম্মা, আপনি অমর আমাদের চেতনায়
চরের জীবন
সোমপুর বিহার
সুন্দরবন
সেই বুনোহাসেরা
অপরূপ
জাদুর দেশ
২১ ফেব্রুয়ারী, রাত ৩টা
হাওর
লাওয়াছড়া
সুজলা সুফলা শস্য শ্যামলা
পট
মা
অবাস্তব
খেলা
বসন্তের দূত
আমরা তোমাদের ভুলব না
সকালে
যশোর রোড
মাটির বাড়ীর দেয়ালে কারুকার্য, সাধারণত আদিবাসীরা ( সাঁওতাল গোত্রের) এই চমৎকার কাজগুলো করে থাকে, বরেন্দ্র অঞ্চলের টিকইল গ্রামে তোলা ছবি।
স্নিগ্ধ
সেতু
যোগী
ইতিহাস কথা কয়
লাল সবুজ
তামুক
গোক্ষূর
প্রজাপতিটা
লাল কাকড়ার দ্বীপ
মিলন মেলার শেষে
মেলায় যাইরে
একটি অতি বিরল বস্তু- জ্যান্ত ইলিশ মাছ! তখনো জীবন্ত
পটুয়াখালীর চরমোন্তাজে দেখা টিনের বাড়ী
স্বাধীনতা
লাফ
মৃতু্যকূপ
পদ্মা
বাংলার আকাশ রাখিব মুক্ত
অতীত
ভবিষ্যৎ
মন্তব্য
অসাধারণ!
দেশটা অসাধারণ যে!
facebook
facebook
আজকে একটা গান হলে খুব ভাল হবে--
facebook
হায় রে আমার মন মাতানো দেশ...
ছবিতে তারায় তারায় তারাময়...
__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার
হায় রে আমার মন মাতানো দেশ...
facebook
-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে
facebook
আহ শান্তি
facebook
facebook
যাঁরা জীর্ণ জাতির বুকে জাগালো আশা,
মৌন মলিন মুখে জোগালো ভাষা
আজি রক্ত কমলে গাঁথা মাল্যখানি
বিজয় লক্ষ্মী দেবে তাঁদেরই গলে।
facebook
অণুর ব্লগ মানেই এক বালতি আনন্দ। এতোদিন কেন আনন্দহীন ছিলাম বোঝা গেল।
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
তার মানে কি স্নানের সময় হইছে
facebook
অসাধারণ
আপনার সাথে ট্যুর এইবার হইল না দাদা, কিন্তু সিলেট গেলাম একাধিকবার!
facebook
facebook
চমৎকৃত হবার মত সব ছবি! অসাধারণ!
============================
কত আর রবে দেশ রাহু গ্রাস কবলে?
সমূলে উপড়ে ফেলি দূর্নীতি সবলে।
ধন্যবাদ, বাংলাদেশে কিছু না কিছু ঘটছেই সব সময়, ফ্রেমে বাঁধিয়ে রাখার মত
facebook
এত সুন্দর সব ছবি। এই লোকের এত গুন কেন , এত ভাল লেখে,এত ভাল ছবি তোলে।
গুন টানার ছবিও আছে, ইশ পরের বার দিব। কি খবর? কোথায় এখন?
facebook
আপনের শইল্যে পাউ নাই, খালি চাক্কা...
খালি ঘুরে আর ঘুরে চরকীর লাহান
______________________________________
পথই আমার পথের আড়াল
ঢাকায় বসে বসে চাক্কার বিয়ারিঙে জং ধরে গেছে, এবার রাস্তায় নামতে হবে গো নজু ভাই
facebook
ফিশ এবং চিপস দিলেও হবে
facebook
আমার কাছে আপনার ছবি ব্লগ এক আকাশ চিন্তার খোরাক, শুধুই চোখের বা মনের তৃপ্তি নয় তা। আর এক্ষেত্রে ভূমিকা রাখে আপনার অনবদ্য ক্যাপশনগুলো। যদিও অন্যান্য ভ্রমনব্লগে আপনি ছবির সাথে টাইটেল রাখেন না, কিন্তু আপনার ছবিব্লগে সবসময়ই থাকে আপনার সুচিন্তিত টাইটেল আর সেগুলো চিন্তার খোরাক দেয় পাঠককেও।
'মেঘনার বুকে', 'পট', 'মা', 'সকালে', 'স্নিগ্ধ', 'লালসবুজ', 'মিলন মেলার শেষে', 'স্বাধীনতা', 'মৃত্যুকুপ', 'পদ্মা', 'বাংলার আকাশ রাখিব মুক্ত' অনবদ্য, ভীষন তাৎপর্যময়।
ধন্যবাদ
facebook
এ পর্যন্ত আমার দেখা আপনার সবগুলো ছবি ব্লগ এর মধ্যে এ পোস্টটি অন্যতম! একটি ছবি ব্লগের মাধ্যমে আপনি প্রায় পুরো বাংলাদেশকে তুলে ধরেছেন....ভালো থাকুন এবং "ছবি কথা বলে".... এরকম চমৎকার সব ছবির মাধুর্য্যে সবসময় সচল থাকুন।
উৎসাহ দেবার জন্য অসীম কৃতজ্ঞতা
facebook
অসাধারণ!!!
পোস্ট অফিসের ছবিটাও চাই - মানে আগের চাওয়া তালিকার সাথে এটাও যোগ করে দিলাম
জলদি জলদিই পোস্ট অফিস পৌঁছে যাচ্ছে আপনার ঠিকানায়
facebook
অসাধারণ দৃষ্টিন্দন চিত্রমালা। নিরন্তর শুভকামনা রইলো আপনার জন্য ...
facebook
অসাধারণ অনু!
"আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি"
"আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি"
facebook
সুন্দর ছবি অনেকেই তোলে, কিন্তু সবার এরকম "দেখার চোখ" থাকে না। অসম্ভব মুগ্ধ হলাম। আপনে অমানুষ!
আপনে এত বড় একজন ফিচেল !! ৩ , তিনটা বিভাগে দেখা হইল, আর এখন বলেন অমানুষ!
facebook
মনে রাখার দিনে দেখলাম মন ভাল করা ছবির ব্লগ - খুব সুন্দর, খুব ভাল লাগল।
- এক লহমা
facebook
কপালগুণে বইমেলায় সরাসরি দেখা হওয়ার পরও এখনো আমার ক্ষীণ সন্দেহ রয়ে গেছে যে অণু তারেক আসলে মানুষ নন।
একটা লোক এতকিছু ক্যাম্নে করে!!!
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
কি কচচি!
facebook
অসাধারণ হয়েছেরে অণু। মাটির বাড়ির দেয়ালের রঙিন কারুকার্য দেখে পুরাই টাশকি খেয়ে গেলাম। সেতু, পোস্ট অফিস, গোক্ষুর, পদ্মা, স্নিগ্ধ, অবাস্তব, জাদুর দেশ, সোমপুর বিহার আর প্রথম ছবিটা আমার ফেভারিট।
-মনি শামিম
মাটির বাড়ির দেয়ালের রঙিন কারুকার্য চলন্ত গাড়ী থেকে তোলা
"আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি"
facebook
facebook
অসম্ভব সুন্দর। মুগ্ধ হলাম আবারও বাংলার রূপ দেখে। ধন্যবাদ।
অন্ধকার এসে বিশ্বচরাচর ঢেকে দেওয়ার পরেই
আমি দেখতে পাই একটি দুটি তিনটি তারা জ্বলছে আকাশে।।
facebook
অসম্ভব সুন্দর। মুগ্ধতা,মুগ্ধতা,মুগ্ধতা।
__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---
facebook
পোস্টের ছবিগুলো সব ডাউনলোড কইরা রাখতাছি। বিটিআরসি কবে কোনদিন ব্লগ বন্ধ কইরা দেয় ঠিক নাই!
......জিপসি
facebook
সুন্দর পোস্ট হইছে অনুদা। হাওরের ছবিটা এত বেগুনী ক্যাম্নে হইল?
মিকাইল কে জিগান
facebook
হ্যারে জিগাইয়া কি কত্তাম :পি
সে জানে আবহাওয়ার খবর
facebook
পুরাই স্পিচলেস হয়ে গেলাম। তারেক অণু ভাইয়ের অসাধারণ কাজ। বাংলাদেশ এত সুন্দর।
ছবিগুলার দিকে তাকিয়ে থাকতে থাকতে কোথায় যেন হারিয়ে যাই!!
বাংলাদেশ এতই সুন্দর।
facebook
এক কথায় অসাধারন!
facebook
অসাধারণ ছাড়া আপাতত কোন শব্দ বা কিছু খুঁজে পাচ্ছি না। এই ছবিগুলি আগামী কয়েকদিন ঘুরে ঘুরে দেখতে থাকব নিয়মিত
ডাকঘর | ছবিঘর
কই তুমি, খবর নাই !
facebook
পট ছবিটা এতো অসাধারণ লাগলো!!! অনেকক্ষণ তাকিয়ে ছিলাম।
সবগুলোছবি অতি প্রিয়।
"মান্ধাতারই আমল থেকে চলে আসছে এমনি রকম-
তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম!
মনেরে আজ কহ যে,
ভালো মন্দ যাহাই আসুক-
সত্যেরে লও সহজে।"
কই আপনি !
facebook
ঘটনার ঘনঘটা চমৎকার!!
facebook
আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি
তুমি এই অপরুপ রুপে বাহির হলে জননী
ওগো মা তোমায় দেখে দেখে আঁখি না ফিরে
তোমার দুয়ার আজি খুলে গেল সোনার মন্দিরে।।
আপনার তোলা ছবিগুলো দেখে এই গানটাই মনে পড়ল।
অসম্ভব সুন্দর কিছু মুহুর্তকে ক্যামেরাবন্দী করেছেন। সৌন্দর্য দেখার চোখ সবার থাকে না। আপনার আছে। খুব ভালো লাগল। আমাদের দেশটা যে কত্ত সুন্দর! আর একবার অনুভব করলাম। আপনার ভ্রমণ অব্যহত থাকুক। অনেক অনেক শুভ কামনা।
শ্রাবনী
আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি
তুমি এই অপরুপ রুপে বাহির হলে জননী
ওগো মা তোমায় দেখে দেখে আঁখি না ফিরে
তোমার দুয়ার আজি খুলে গেল সোনার মন্দিরে।।
facebook
দারুণ, দারুণ! মনটা ভরে গেল।
-----------------------------------------------------
আর কিছু না চাই
যেন আকাশখানা পাই
আর পালিয়ে যাবার মাঠ।
facebook
অসাধারণ সব ছবি ভাইয়া!!
--------------------------------------------------------
আমি আকাশ থেকে টুপটাপ ঝরে পরা
আলোর আধুলি কুড়াচ্ছি,
নুড়ি-পাথরের স্বপ্নে বিভোর নদীতে
পা-ডোবানো কিশোরের বিকেলকে সাক্ষী রেখে
একগুচ্ছ লাল কলাবতী ফুল নিয়ে দৌড়ে যাচ্ছি
facebook
এই আমাদের বাংলাদেশ।
আসলেই
facebook
অসাধারন!!!! মনটা নস্টালজিক হয়ে গেলো ভাই
facebook
একি অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লী জননী।
ফুলে ও ফসলে কাদা মাটি জলে ঝলমল করে লাবনী।।
আহা...
একি অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লী জননী।
facebook
অসাধারণ !
অসাধারাণ !
আমার দেখা অন্যতম শ্রেষ্ঠ ছবি ব্লগ।
শেয়ের করলাম আমার অন্য বন্ধুদের সাথে।
facebook
প্রতিটা ছবি আলাদা রূপ, বর্ণ, আলোতে মাখামাখি। কেমন জানি মন হু হু করা। বেশী ভালো লাগলে যেমন মন খারাপ হয়ে যায়, তেমনি মন খারাপ করা। অতীত নামের ছবিটা কোথাকার?
বলিহারের রাজবাড়ী, নওগাঁ জেলার মান্দাতে।
facebook
কী গাইতাছেন? আই এম সেক্সি অ্যান্ড আই নো ইট
facebook
অসাধারণ কিছু ছবি দেখলাম।
এই ছবিটা কি হার্ডিঞ্জ ব্রিজ?
অবশ্যই!
facebook
অসসাধারণ, অদভূত ভালো লাগলো
জীবন অদ্ভুদ!
facebook
অসাধারণ এত গুলো সুন্দর ছবি একসাথে কোনো পোস্টে দেখিনি আগে!
কী কথা!
facebook
আসাধারণ!
আমাকে তো পাগল করে দিলেন মশায়!
যথারীতি তারেক অণুইয়ো স্টাইল
----------------------------------------------------------------
বন পাহাড় আর সমুদ্র আমাকে হাতছানি দেয়
নিস্তব্ধ-গভীর রাতে এতোদূর থেকেও শুনি ইছামতীর মায়াডাক
খুঁজে ফিরি জিপসি বেদুইন আর সাঁওতালদের যাযাবর জীবন...
www.facebook.com/abdulgaffar.rony
পাগল হইয়েন না, তাইলে লস!
facebook
ভাই, কিছু পাগল আছে বলেই তো দেশটা আজও টিকে আছে।
----------------------------------------------------------------
বন পাহাড় আর সমুদ্র আমাকে হাতছানি দেয়
নিস্তব্ধ-গভীর রাতে এতোদূর থেকেও শুনি ইছামতীর মায়াডাক
খুঁজে ফিরি জিপসি বেদুইন আর সাঁওতালদের যাযাবর জীবন...
www.facebook.com/abdulgaffar.rony
গান গাইতে ইচ্ছে করছে- তিন পাগলের হল মেলা
facebook
---নদে এসে।
নদে তো গিয়েছিলেন, তো পাগলটাগল হয়েছিলেন নাকি? কোনো রূপসী-উর্বসী----
----------------------------------------------------------------
বন পাহাড় আর সমুদ্র আমাকে হাতছানি দেয়
নিস্তব্ধ-গভীর রাতে এতোদূর থেকেও শুনি ইছামতীর মায়াডাক
খুঁজে ফিরি জিপসি বেদুইন আর সাঁওতালদের যাযাবর জীবন...
www.facebook.com/abdulgaffar.rony
facebook
ছবি এবং সামঞ্জস্যপূর্ণ নাম। অসাধারণ।
facebook
কি বলবো !
বলেন কিছু !
facebook
তার্কাণু দা অদ্ভুদ!!! ফটুও অদ্ভুদ!!
সুবোধ অবোধ
নতুন মন্তব্য করুন