এই ব্লগটি আমার প্রেমিকার জন্য - মনে হয় এক গ্রহে অবস্থান করাটাই হয়ত একমাত্র সুখস্মৃতি, মাঝে মাঝে মনে হয় যে জলভরা মেঘ আমাকে আলতো ছুয়ে চলে যাচ্ছে সুদূরের উদ্দেশ্যে, সেটাই যেন স্নিগ্ধ বারিধারা হয়ে ঝরে পড়ছে তার উপরে।
Ya no la quiero, es cierto, pero tal vez la quiero.
মন্তব্য
ছবিগুলো জটিল তুলেছেন ভাই
--"বাধন আশফাক"
না না, একেবারেই সরল
facebook
না রে ভাই, এরকম জোড়া খুজে পাওয়া মুশকিল
দাঁড়ান, আরেকটা পোস্ট তাহলে রেডি করে ফেলি !
facebook
বেচারা পাখিগুলান বন-জঙ্গলে গেছে, তাও তারেক অনুর ফটুবাক্স থিকা রেহাই নাই। এইরকম দুষ্টু বালকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
বি.দ্র: বাংগালীর অনভূতিতো আবার খুব কোমল, কখন কে আহত হয়ে, আমাকে নাস্তিক বা ছাগু ঘোষনা করেন, তাই এই বেলা বলে রাখি, মন্তব্যটি দুষ্টবুদ্ধিজাত মজা। ছবি ভালো হইছে। আমার অনেক হিংসা হইছে কিন্তু কি আর করা... ছবিতুলা হারাম নাইলে... (আঙ্গুর ফল টকের তারেকঅনুবাদ )
facebook
এই ব্লগ দেখে তো আপনার প্রেমিকা হইতে মুঞ্চায়
আহেম
facebook
ভাগ্যিস আগের পোস্ট দেখে নাই । তারেক অণু যে একটা মাসুদ রানা, বাঁধনে জড়ায় না, আরও কি কি সব যেন দুষ্ট লোকেরা কয়, সেসব জেনে ফেলত
facebook
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
ছি ছি ছি, তিথী এমন দুষ্টু
facebook
ওহে অণুদা, এইভাবে যে পক্ষীযুগলের প্রাইভেসির উপরে হামলাসিরিজ চালাচ্ছো, তোমাদের দুইজনের উপর ফাহিম ইটিসি হামলা করা শুরু করলে?
বটে
facebook
ফাহিম আর কৌস্তভ দুইজনেই অভিশাপ
facebook
আমি কিভাবে অভিশাপ হলাম? সাবধানে কথা বলেন, হুঁ। দিনকাল ভালো না। ফেইসবুকে দেখলাম আপনার লেন্সের উপর চুইংগাম লাগানোর হুমকি দেওয়া হচ্ছে - আমি ওখানে একটা লাইক সাইন দিয়ে দাবীটা জোরালো করে এলাম
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
facebook
@কৌ: পিচ্চিটা সেইরকম কিউট
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
ডিলিট_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
কোন দুজনের কথা হচ্ছে?
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
ফাহিম আর কৌস্তভ
facebook
তবে যে বল্লেন আপ্নে কোনো সিরিয়াস ছ্যাকা খাননাই জীবনে!
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
ছ্যাকা !!!
facebook
ভারী সুন্দর!
শিরোনামটাও বেশ সুইট হইছে!
facebook
৪, ১১, ২৫, ২৬, ৩৪
কিন্তু ১, একেবারেই তুলনারহিত! অসাধারণ!
~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...
facebook
দুর্দান্ত ফটোব্লগ। কিন্তু কত টাকা দিয়ে এইসব মডেল ভাড়া করে ছবি তুলসেন, সেইটা বলেন!
টাকা দিয়েই যদি সব হইত রে ভাই
facebook
dentro de mí
facebook
donde es la foto de usted y su novia?
অন্ধকার এসে বিশ্বচরাচর ঢেকে দেওয়ার পরেই
আমি দেখতে পাই একটি দুটি তিনটি তারা জ্বলছে আকাশে।।
dentro de mí
facebook
মানে কি?
---------------------------------------------------------
ভাঙে কতক হারায় কতক যা আছে মোর দামী
এমনি করে একে একে সর্বস্বান্ত আমি।
facebook
টিয়াদুটো নির্ঘাত মামলা করবে।:-) এইভাবে তাদের উপরে পাপারাৎজি লেগেছে!!!
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
facebook
কে না কে পেমিকা তার জন্য এমন অসাধারণ পোস্ট !!!! কোন মানে নাই।
(হিংসায় জ্বলে পুড়ার ইমো হবে)
---------------------------------------------------------
ভাঙে কতক হারায় কতক যা আছে মোর দামী
এমনি করে একে একে সর্বস্বান্ত আমি।
না না, পুড়বেন কেন! সে কি কথা!
facebook
যেন স্বপ্নালোকের ওপারের কোনো...যেখানে শুধু তুমি আর আমি
----------------------------------------------------------------
বন পাহাড় আর সমুদ্র আমাকে হাতছানি দেয়
নিস্তব্ধ-গভীর রাতে এতোদূর থেকেও শুনি ইছামতীর মায়াডাক
খুঁজে ফিরি জিপসি বেদুইন আর সাঁওতালদের যাযাবর জীবন...
www.facebook.com/abdulgaffar.rony
facebook
(গলা খাঁকারি) বুচ্ছি।
..................................................................
#Banshibir.
কী বুজছেন পীর বাবা! জামানা খারাপ--- বেশি না বুঝায় ভাল মুনে অয়
facebook
পীরপয়গম্বর মানুষ কয়দিন পর পর জানান দিতে হয় যে সবই বুচ্ছি, নাইলে ডিমপড়ার ব্যবসায় ধ্বস নামে। বুঝেনই তো।
..................................................................
#Banshibir.
কিসের ডিম পড়েন কানাডায় বসে? এমনিতেই আজকে ইস্টারের ডিম খেতে হয়েছে !
facebook
যেদিন যেই ডিম সেইলে দেয় সেই ডিম। কস্ট মিনিমাইজেশন।
..................................................................
#Banshibir.
facebook
সব পাখিই সেটল্ড নাকি? এ কিসের আলামত?
দুর্দান্ত হইছে অণুদা ।
পাখিদের আবার কিসের সেটল !
facebook
পোস্ট দেখা শেষ করে মন্তব্য পড়তে পড়তে এখানটায় এসে আটকে গেছি, এই কথাটা আমি বলতে চাচ্ছিলাম, স্যাম দা বলে দিল। আলামত আসলেই সন্দেহজনক
আপনি মহাফাজিল
facebook
ইস!!! এতো সুন্দর কেন!! বেঁচে থাকা একটা অপূর্ব ব্যাপার আজ আবার মনে হলো। এই সৌন্দর্য পৃথিবী নামক গ্রহটা ত্যাগ করে গেলেই হারিয়ে যাবে। জানি না আর কোথাও এমন সৌন্দর্য আছে নাকি! বেঁচে থাকো দেখতে থাকো আর আমাদের (যারা ঘর থেকে দু'পা ফেলে কিছুই দেখতে পারি নি) দেখার সুযোগ করে দাও।
অসাধারণ একটা পোষ্ট হয়েছে ভাইয়া
--------------------------------------------------------
আমি আকাশ থেকে টুপটাপ ঝরে পরা
আলোর আধুলি কুড়াচ্ছি,
নুড়ি-পাথরের স্বপ্নে বিভোর নদীতে
পা-ডোবানো কিশোরের বিকেলকে সাক্ষী রেখে
একগুচ্ছ লাল কলাবতী ফুল নিয়ে দৌড়ে যাচ্ছি
বেঁচে থাকা একটা অপূর্ব ব্যাপার আজ আবার মনে হলো।
facebook
অতবড়ো পাখিপ্রেমি যদি শেষ পর্যন্ত নিজের ঘরে একলগে দুগগা ব্যাডাপাখি পোষে তাইলে যে পক্ষীবিদ্যা নিয়া প্রশ্ন তুলতে হয়
ছি ছি, আপনে একটা ফাজিল;! এরা তো খাঁচার পাখি- ক্যানারি!
facebook
এই সব ছবি দেখে লাভ কী, যদি সেটলই না হলেন ?
__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার
মায়া, সবই মায়া
facebook
কিসের মায়া, কার ( ) মায়া ?
__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার
আরে ধুর, সব কাজ সবার করার কী দরকার!
facebook
ছবিগুলা দেখে পরাণটা জুরিয়ে গেল ভাইয়া। প্রেম ভালোবাসা শুধু মানব সমাজের জন্য নয়, অন্য যে কোন সমাজের জন্য ভালোবাসা রয়েছে তা খুব ভালো করে বুজিয়া দিয়ে গেলেন। অসংখ্যা ধন্যবাদ ছবি গুলো পোষ্ট করার জন্য।
আপনি কোন নাসিফ? চট্টগ্রামের নাকি?
facebook
অস্সাধারণ সব ছবি তুলেছেন ভাই।
-সিরাজুল লিটন
facebook
বেশি অসাধারণ!!!!
সুবোধ অবোধ
facebook
আহা, কি সব ছবি ! বুড়ো বয়সে প্রেমভাব অনুভূত হলো।
facebook
এই পুলাডা পারে আসলে ই পারে
facebook
হায় প্রেম!
facebook
আহা! কী পেম!
----------------
স্বপ্ন হোক শক্তি
facebook
এইটা ঠিক হইল? এত পাখ-পখালির ছবি দিলেন কিন্তু তারেকানু-তারেকানির কোন ছবি নাই? তাছাড়া সচলের নতুন সব পাখিদের জোটবদ্ধ ছবিও আসা দরকার ছিল। সব কাজ কি ফাহিম একাই করবে? তীব্র ধিক্কার। জাঝাকাল্লাহু খায়রান।
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
জাঝাকাল্লাহু খায়রান।
facebook
সুন্দর
______________________________________
পথই আমার পথের আড়াল
facebook
দারুণ!
৩১ নাম্বার ছবিটা সবচাইতে ভাল লাগল কিংবা ৩৫!
facebook
৩৫টা আমার খুব প্রিয়, কিন্তু এখানে ভাল আসেনি, মহাবিশ্বের মত বিস্তৃত এক জগতে এত্তটুকুন ভেলার মাঝে এক জোড়া প্রেমময় জীবন।
facebook
'সবই ফুটশপ'
- মাহমুদুর রহমান
'প্রকৃতির ছড়ানো ছিটানো প্রেম ফুটে উঠেছে ছবিগুলোতে'
- ঈয়াসীন
------------------------------------------------------------------
মাভৈ, রাতের আঁধার গভীর যত ভোর ততই সন্নিকটে জেনো।
'সবই ফুটশপ' এমন কি মাহমুদুর রহমানও, সে ভাইরাস
facebook
যাঁর উদ্দেশে ব্লগটি উৎসর্গকৃত তাকে বলছি- অনুদা আপনার সাথে একই গ্রহ থাকলেও উনি কিন্তু এলিয়েন। কদিন পরেই উড়াল দেবেন...
সে তো আর জানে না
facebook
হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!
শুভ জন্মদিন ভাই
facebook
এমন একটা পোস্ট দেবার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।
শুভকামনা রইল।
তুহিন সরকার।
facebook
আপনার সাথে ঘুরতে যাওয়ার শর্ত কি ভাই? একটু নিবেন সাথে ঘুরতে?
ঘোরার সাধ থাকতে হবে
facebook
"কোন কথা নাহি বলে
ধীরে ধীরে ফিরে যাব চলে"
facebook
অনুদা, একখান ফটু আমার ফেসবুক কভারে ব্যবহার করতে চাই। যেকোনো একখান, কোন আপত্তি আছেনি আফনের?
ব্যবহার করেন
facebook
বড়ই আর্দ্র!
কী হে কবি, বিয়ে না করতেই যে অফলাইন
facebook
facebook
আমি তো প্রথমে বুঝতেই পারি নাই যে এখানে প্রত্যেকটা ছবিতে জোড়া পাখি! এখন আবিস্কার কইরা মজা পাইলাম।
হায় হায়, কন কী !
facebook
তাড়াহুড়ার মইধ্যে ছিলাম। আপনার নাম দেইখা পোস্টে ঢুকছিলাম। শিরোনামও পড়ি নাই। একটানে সব গুলা ছবি দেইখা অন্য একটা কাজে চইলা গেছি। উইন্ডোটা খোলাই ছিল। আজ কে সকালে ভালো কইরা তাকায়া দেখি এই অবস্থা!
সবগুলা ছবি অসাধারণ হইছে।
facebook
কোথাও জীবন আছে, – জীবনের স্বাদ রহিয়াছে,
কোথাও নদীর জল র’য়ে গেছে – সাগরের তিতা ফেনা নয়,
খেলার বলের মতো তাদের হৃদয়
এই জানিয়েছে;
কোথাও রয়েছে প’ড়ে শীত পিছে, আশ্বাসের কাছে
তারা আসিয়াছে।(জীবনানন্দ দাশ)
অসাধারণ শব্দটাও আপনার ছবিগুলোর জন্য সাধারণের কাতারে চলে এসেছে
কোথাও জীবন আছে, – জীবনের স্বাদ রহিয়াছে,
facebook
১২আর ১৬ সবচে' ভালো লাগছে।
~!~ আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল ~!~
হুম, দেশি ভাইদের দাম দিলেন না !
facebook
এক বিবাহ ইচ্ছুক লাজুক লোকের কথা শুনেছিলাম, একদিন বাসায় এসে নিজের খাট কেটে দুই ভাগ করা শুরু করল করাত দিয়ে। মা জিজ্ঞেস করে, ঘটনা কি? সে কাঁচুমাচু হয়ে বলে, আমি একা মানুষ এত বড় খাট দিয়া কি করুম?
আপনের বিয়ে করতে মন চাইছে এইটা ঝেড়ে কাশেন। এর মধ্যে পাখ পাখালি এনে আমরা দুজন, এই আমাদের সুখ এইসব বলে ইনিয়ে বিনিয়ে কান্নাকাটির মানে কি??
ধুর মিয়া, মানুষ এত ভুলে বুঝে কিভাবে!
facebook
দেখেন তাহলে! টাঙ্গুয়ার পোস্ট দিতে হবে সময় পেলেই
facebook
__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---
আহ এক গাঁয়ে-- তার সাথে হায় প্রেম !!
ফাটাফাটি।
__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---
facebook
কতবার যে দেখে গেলাম, অণুদা! যত দেখি ততই দেখতে ইচ্ছে করে।
দেখেন তাহলে! টাঙ্গুয়ার পোস্ট দিতে হবে সময় পেলেই
facebook
কোন লেন্স ব্যবহার করেন তারেক ভাই?
-আমিনুল করিম মাসুম
কানন ৩০০ মিমি, আর ১৮-২০০ মিমি
facebook
ছবি গুলো চোখের সামনে আর মনে মনে এই গান 'মোরা আর জনমে হংসমিথুন ছিলাম.....'
ভালো লাগলো ছবিগুলো।
facebook
ছবিগুলো চোখের সামনে আর মনে এই গান 'মোরা আর জনমে হংসমিথুন ছিলাম....'
facebook
আর নাম-না-জানা সেই মানুষীটির জন্যে স্যালুট যে পায়ের তলায় সর্ষে নিয়ে আগল-ভাঙ্গা পাগল-পারা ঘুরে-বেড়ানো-তারেকানু-কেও বেঁধে ফেলতে পেরেছেন---
তারেকানু বস, অফুরান শুভ কামনা---
আপনি আমাততে বেশি বোঝেন?
facebook
চরম উদাস বলেছেন:
হ ,
-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে
চ উ দার কথায় কান দেবেন না
facebook
অপূর্ব সুন্দর সব ছবি।
সাপের সুন্দর ছবি আসিতেছে
facebook
এবার মামলা খাবেন।
আপনার এই পোষ্টে সবার প্রেমানুভূতিতে আঘাত লেগেছে !
facebook
বিপন্ন বিস্ময় জাগে বিপুলা প্রকৃতিতে........
জুঁই মনি দাশ
facebook
অসাধারণ!
facebook
অসাধারণ প্রেমময় পোস্ট। প্রেম সবসময়ই সুন্দর, সেটা মানুষে মানুষেই হোক আর অন্য প্রাণীতেই হোক।
ফেম খুউপ ফাউল জিনিস
facebook
দু'জনের ব্যক্তিগত সময়ে এভাবে অনাহুতের মতো নাক ঢুকিয়ে দিয়ে প্রাইভেসি ক্ষুণ্ন করা খুবই খারাপ কথা !
টিয়ে-জুটিটা অসাধারণ !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
যদি ৩ জন থাকে?
facebook
ছবিগুলা তুলতে কয়েটা দেশে গিয়েছিলেন।
মনে নাই যে
facebook
চরম ভাই ছাড়া আপনের মনের কথা আরও কেউ বুঝে না , কেউ বুঝে না !!
facebook
জীবনের এই প্রেম প্রেম ভাবটাই ভালো।
বিয়েটা একটা ফানুস।
একটা বেড়ীবাঁধ।
facebook
নতুন মন্তব্য করুন