গত দিন ধরে একটা বিটকেল বই আবার পড়া হল রিভিউ লেখার জন্য, পোষ্ট দিতে পারি নি সেই ঝামেলাই, কিন্তু পয়লা বৈশাখে পৃথিবীর সমস্ত বইয়ের রিভিউকে অপেক্ষা করতেই হবে বাংলা মায়ের ছবির জন্য। শুভ নববর্ষ।
পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল
গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান
মিলিয়া বাউলা গান আর মুর্শিদি গাইতাম
আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা
আগে কি সুন্দর দিন কাটাইতাম।
কেপ টাউনের টেবিল মাউন্টেন নহে, আমাদের পদ্মার চর
প্রজাপতিটা যখন তখন ডানা মেলে---
বেগুনি রঙের জংলী ফুলগুলিই আমার কানে শুনাইয়া দিল বসন্তের আগমনবাণী। বাতাবী লেবুর ফুল নয়, ঘেঁটুফুল নয়, আম্রমুকুল নয়, কামিনীফুল নয়, রক্তপলাশ বা শিমুল নয়, কি একটা নামগোত্রহীন রূপহীন নগণ্য জংলী কাঁটাগাছের ফুল। আমার কাছে কিন্তু তাহাই কাননভরা বনভরা বসন্তের কুসুমরাজির প্রতীক হইয়া দেখা দিল। কতক্ষণ সেখানে একমনে দাঁড়াইয়া রহিলাম, বাংলা দেশের ছেলে আমি, কতকগুলি জংলী কাঁটার ফুল যে ডালি সাজাইয়া বসন্তের মান রাখিয়াছে এ দৃশ্য আমার কাছে নূতন। কিন্তু কি গম্ভীর শোভা উঁচু ডাঙ্গার উপরকার অরণ্যের! কি ধ্যানস্তিমিত, উদাসীন, বিলাসহীন, সন্ন্যাসীর মতো রুক্ষ বেশ তার, অথচ কি বিরাট! সেই অর্ধশুষ্ক, পুষ্পপত্রহীন বনের নিস্পৃহ আত্মার সহিত ও নিন্মের এই বন্য, বর্বর, তরুণদের বসন্তোৎসবের সকল নিরাড়ম্বর প্রচেষ্টার উচ্ছ্বসিত আনন্দের সহিত আমার মন এক হইয়া গেল।--- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ( আরণ্যক )
ভালো থেকে মেলা, লাল ছেলেবেলা, ভালো থেকো
তোমরা বল, স্বর্গ ভালো
সেথায় আলো
রঙে রঙে আকাশ রাঙায়
সারা বেলা
ফুলের খেলা
পারুল ডাঙ্গায়!
হোক না ভাল যত ইচ্ছে-
কেড়ে নিচ্ছে
কেউ বা তাকে বলে, কাকী?
যেমন আছি
তোমার কাছেই
তেমনি থাকি!
ঐ আমাদের গোলাবাড়ি
গোরুর গাড়ি
পড়ে আছে চাকা ভাঙা,
গাবের ডালে
পাতার লালে
আকাশ রাঙা।
সন্ধ্যেবেলায় গল্প বলে
রাখো কোলে
মিটিমিটিয়ে জ্বলে বাতি।
চালতা-শাখে
পেঁচা ডাকে
বাড়ে রাতি।
স্বর্গে যাওয়া দেব ফাঁকি
বলছি, কাকী,
দেখব আমায় কে কি করে।
চিরকালই
রইব খালি
তোমার ঘরে।
আমিও স্বর্গে যেতে চাই না, আমার নীল গ্রহ আর সবুজ দেশটাতে থেকেই যেতে চাই
মন্তব্য
দারুণ!
নববর্ষের শুভেচ্ছা প্রিয় উড়ন্ত ঘুড়ি।
শুভ নববর্ষ
facebook
শুভ নববর্ষ অনু ভাই।
অন্ধকার এসে বিশ্বচরাচর ঢেকে দেওয়ার পরেই
আমি দেখতে পাই একটি দুটি তিনটি তারা জ্বলছে আকাশে।।
শুভ নববর্ষ
facebook
হেফাজতের ১৩ দফা অনুযায়ী যে ছবি গুলা নাস্তিক সেগুলি বাদ দেয়া যায় না?
কানে কানেঃ প্রতিটি ছবি আলাদা ভাবে অনেক সুন্দর, আমার চেনা এ বাংলার প্রতিটি ছবির পিছনের গল্পই যেন আমি জানি, সবাইকে যেন আমি চিনি। অসাধারন!!!
শুভ নববর্ষ
facebook
একটুকরো আমার এই বাংলাদেশ কে পেলাম সুন্দর ছবিগুলোর মাঝে... শুভ নববর্ষ
শুভ নববর্ষ
facebook
অতুলনীয়!!!
শুভ নববর্ষ
---------------------------------------------------------
ভাঙে কতক হারায় কতক যা আছে মোর দামী
এমনি করে একে একে সর্বস্বান্ত আমি।
শুভ নববর্ষ
facebook
নীল গ্রহের সবুজ দেশ থেকে আপনাকে নববর্ষের আগাম শুভেচ্ছা
শুভ নববর্ষ
facebook
শেষের ছবিটা কোথাকার? দিনাজপুরে এমন একটা স্কুল এর ছবি দেখেছিলাম।
শুভ নববর্ষ , নাচোলে
facebook
______________________________________
পথই আমার পথের আড়াল
শুভ নববর্ষ
facebook
ঠিক যেমনটি হওয়ার কথা - অতি চমৎকার! এমনি করেই চলুক সারা বছর!
শুভ নববর্ষ
facebook
সাইকেলওলার ছবিতে এসে আটকায় গেলাম আর নামতে পারতেসিনা। কি চমৎকার জীবনের ছবি।
..................................................................
#Banshibir.
শুভ নববর্ষ
facebook
চন্ডিদাস থেকে রবীন্দ্রনাথের শোণিত-ধমনীতে নিয়ে ছুটে চলা হে পরিব্রাজক,শুভ নববর্ষ !!
শুভ নববর্ষ।
facebook
বিদেশের মাটিতে এই প্রথম নববর্ষের দিন কাটবে। যেদিন দেশে ফিরব, সেদিন থেকে আবার নববর্ষের রঙ্গে সাজব। মা আর মাতৃভূমি থেকে দুরে থাকার এই কষ্টের মাঝে এই ছবিগুলোর দেখে বড় শান্তি পেলাম।
শুভ নববর্ষ
শুভ নববর্ষ
facebook
শুভ নববর্ষ অণুদা। শুভ হোক নববর্ষ।
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
শুভ নববর্ষ
facebook
অপূর্ব! কেমন করে পারেন কে জানে। বহুদিন পর মর্তবাসী পড়লাম। আহ্ শিশু ভোলানাথ! মায়ের মুখে 'মনে পড়া' শুনে ডুকড়ে কাঁদা দূপুরগুলির কথা মনে পড়ে গেল।
নববর্ষের শুভেচ্ছা।
-----------------------------------------------------
আর কিছু না চাই
যেন আকাশখানা পাই
আর পালিয়ে যাবার মাঠ।
শুভ নববর্ষ
facebook
নববর্ষ শুভ হোক... ভালো থেকো অণু
ডাকঘর | ছবিঘর
শুভ নববর্ষ
facebook
শুভ নববর্ষ। শেষ ছবিটা কোথাকার?
শুভ নববর্ষ, রাজশাহীর বরেন্দ্র অঞ্চলের একটি গ্রাম
facebook
অসাধারণ।আনুক হর্ষ,শুভ নববর্ষ
শুভ নববর্ষ
facebook
শুভ নববর্ষ
শুভ নববর্ষ
facebook
ভালো থেকো মেলা, লাল ছেলেবেলা... ... আহারে
শুভ নববর্ষ, অনু'দা
শুভ নববর্ষ
facebook
অসাম
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
শুভ নববর্ষ
facebook
শুভ নববর্ষ
সেটাই।
শুভ নববর্ষ
facebook
অসাধারণু পোস্ট, মানে অণু ভাইয়ের একটা অসাধারণ পোস্ট!
ছবিগুলো দেখতে দেখতে আবেগে খুবই ইমোশনাল হয়ে পড়ছিলাম। সবাইকে নববর্ষের শুভেচ্ছা।
শুভ নববর্ষ
facebook
আপনার ছবিগুলি জীবন্ত। মনে হয় কথা বলছে।
তামান্না ঝুমু
শুভ নববর্ষ
facebook
শুভ নববর্ষ
facebook
বৃহৎ সজারু, শাহাবাগ, মধুরতম জীবন এ কটা ছবি ব্যাপক হয়েছে।
-পিনাক পাণি
শুভ নববর্ষ
facebook
ধারক, বৃহৎ, সজারু, খেয়া , মধুরতম জীবন, লাল ছেলেবেলা, ভাসমান ছবিগুলা তো একদম জিতা - চিমটি কাটলে উহু করে উঠবে
শুভ নববর্ষ
facebook
চমৎকার !! চালায়া যান।
আচ্ছা, "শান্তি নিকেতন" ছিবিটা কি রাজশাহী রেশম ভবনের ভিতরে তোলা নাকি?
চরম নস্টালজিক শট।
-- রামগরুড়
শুভ নববর্ষ
সেরিকালচারের ভিতরে !
facebook
ঝরা পাতার ধ্বংসস্তুপে তবুও বাধিঁ নীড়, ঋত স্বপ্নের সবুজ পাতারা চারপাশে করে ভীড়..........
শুভ নববর্ষ
facebook
প্রজাপতির ছবি বাংলাদেশে তোলা?
...........................
Every Picture Tells a Story
লাওয়াছড়াতে , শুভ নববর্ষ
facebook
অনেক সুন্দর।।।।।।।।।।।।।। শুভ নববর্ষ
শুভ নববর্ষ
facebook
অনেক বেশি সুন্দর !!!
---- নীরা
শুভ নববর্ষ
facebook
চমৎকার সব ছবি। অসাধারন
facebook
নতুন মন্তব্য করুন