টাঙ্গুয়ার হাওর যে আমার সবচেয়ে প্রিয় জায়গা তা বেশ আগে এই পোস্টে লিখেছিলাম, আবার যাওয়া হয়েছিল সেখানে গেল জানুয়ারীতে ।
সেই ভ্রমণের কিছু ছবি আপাতত ভাগাভাগি করে নিলাম সবার সাথে, আর লেখা? আসিতেছে --
সুনামগঞ্জে পৌছেছি, ফেসবুকে একজন খবর দিল - আমরাও টাঙ্গুয়ার হাওরে এসেছি, এখন সুনামগঞ্জ শহরে, দেখা হবে নাকি? এই ভাবেই পরিচয় হল নীলমের সাথে, সাথে তার ৮ বন্ধু, এই ৯ তরুণী ঘুরতে এসেছে বাংলার পথেপ্রান্তে। নিজেরাই নিজেদের সঙ্গী, নিজেরাই নিজেদের ভরসা। ভাল লাগল তাদের উদ্দীপনায়, আশা বাড়ল তাদের স্বপ্ন দেখার সাহসে।
এই পোস্টটি সুচেতা, মালিহা, তাতিয়ানা, নিপা, মুমু, রুহানা, মাধুরী, হৃদি, নীলম সেই স্বাধীনচেতা ভ্রমণপ্রিয় ৯ তরুণীর জন্য---
প্রাচীন হিজল (৩০০ বছর কমপক্ষে! )
এই ছবিটি আমার বন্ধুর তোলা, সকালে বজরা থেকে বেরোতেই দেখি গ্রামের নতুন বন্ধুরা হাজির , তাদের কোন দাবী নেই, লোভ নেই, ছিল স্রেফ কৌতুহল, স্রেফ আগ্রহ
বদরু খার খোজে ( ছবিটি আমার বন্ধুর তোলা, ঝাকানাকার প্রিন্টের কারণেই শেয়ার করার লোভ সামলাতে পারলাম না )
মন্তব্য
বরাবরের মত অসাধারণ!
টাঙ্গুয়ায় যাওয়ার প্রবল আগ্রহবোধ করছি কিন্তু
গুল্টু
চলে যান বদর বদর বলে
facebook
নীরা
facebook
বাংলাদেশ কতটা সুন্দর তা আপনার ক্যামেরায় দেখলে অন্যভাবে বোঝা যায়। বুকমার্কড, যেতেই হবে এ যায়গায়।
যেতেই হবে
facebook
সবার পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ, অণুদা। এই অসাধারণ পোস্ট আমাদেরকে উৎসর্গ করার জন্য।
টাঙ্গুয়ার সত্যিই অবিশ্বাস্য! এখনো মাঝে মাঝে ছবি দেখে বিশ্বাস করতে পারিনা এমন অপার্থিব দৃশ্য নিজের চোখে দেখে এসেছি। সুযোগ পেলেই আবার ছুটে যাবার ইচ্ছা আছে আমাদের সেখানে।
বজরা নিয়ে যেতে পারলে দারুণ হবে
facebook
আপনি আবার কবে যাবেন?
গেট রেডি
facebook
ছবিগুলোর উইডথ আরেকটু বাড়িয়ে ৭০০ করে দাও না কেন? সুন্দর ছবি ছোট হলে মন ভরে না।
facebook
ছটফট কচ্ছ কেন লা?
বুঝাই দিলেই ভাল
facebook
ছবিগুলোর সাইজ তো 500x333 এরকম, তার বদলে 700x466 এরকম দিলে ভাল হয়।
পেনাল্টিমেট ছবিটায় তোমার পীনোন্নত ইয়ে দেখে এই ছবিটা মনে পড়ে গেল
দ্রোহী দা না !
facebook
" পীনোন্নত ইয়ে দেখে "
কৌস্তুভের চোখ না ! ইয়ে ছাড়া আর কি দেখবে !
facebook
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
facebook
মনমুগ্ধকর
facebook
facebook
স্ক্রোল করতে করতে দেখছিলাম। "আই আই, ক্যাপ্টেন" -এ গিয়ে কিছুক্ষণ এক দৃষ্টিতে না তাকিয়ে থেকে পারা গেলো না।
ঢাকায় জব করার সময় অফিসের এক সিনিয়র ভাই ছিলেন। একা মানুষ। প্রতি ঈদে দেখতাম টাঙ্গুয়ার হাওরে চলে যেতেন তিনি, সেটাই না-কি উনার কাছে ছিলো ঈদের আনন্দ।
ফেইসবুক
---------------------------------------------
এক আকাশের নীচেই যখন এই আমাদের ঘর,
কেমন ক'রে আমরা বলো হতে পারি পর. . .
বাহ, দারুণ মানুষ তো!
facebook
টাঙ্গুয়ার হাওর কি ছবিগুলোর চেয়ে বেশি সুন্দর?
হ
facebook
টাঙ্গুয়ার হাওর মুগ্ধ করে দিল । সেই সাথে প্রশংসনীয় আপনার ছবি তোলার হাত, আর প্রতিটি ছবিতে আপনার নামকরন পোষ্টে নতুন মাত্রা যুক্ত করেছে ।
আরাফ করিম
facebook
খুবই খুবই সুন্দর।
কাছে থেকেও দুরে । সময়ের অভাবে কতো কিছুই হয় না
স্পঞ্জবব কার্টুন দেখে অফিসেও আই আই ক্যাপ্টেন মোটামুটি জনপ্রিয়।
facebook
আপনার লেখা দেক্লেই আমার রাগে গা জ্বলে।।।।।।।।।এত অবিচার মানি না, মানব না। আমরা সারা জীবন অফিস, বাসা আর বাচ্চা করতে করতে পার করব আর আপনি শুধু মজা করবেন আরার তার ছবি দিবেন এইটা হবে না। কেয়ামতের দিন আল্লাহ যখন জিজ্ঞাস করব যে ' তুই নাস্তিক কেন?' আমি বলব 'তারেক অনুর প্রতি আপনার অতি পক্ষপাতিত্ব আর আমার প্রতি অবিচার দেইখা আমি নাস্তিক হইয়া গেছি' -তখন বুঝবেন মজা!!!!!!!!!!!!!!!!!!
ছবির জন্য আর আপনার জন্য
মাইরালা মাইরালা
facebook
যথারীতি উত্তম ঝাঝা দেয়ার মতো সব ছবি। ধন্যবাদ অণুদা
এবার একটা আবদার ছিল আপনার ভ্রমণ কাহিনিগুলো ব্যবহার করে
আমার জামিল http://www.sachalayatan.com/ronygaffar/44908 আর
কিশোর গোয়েন্দা http://www.sachalayatan.com/ronygaffar/44855 সিরিজ দুটো এগিয়ে নিতে চাই। বুঝতেই পারছেন সারা দুনিয়া ঘোরার সামর্থ্য আমার নেই।
----------------------------------------------------------------
বন পাহাড় আর সমুদ্র আমাকে হাতছানি দেয়
নিস্তব্ধ-গভীর রাতে এতোদূর থেকেও শুনি ইছামতীর মায়াডাক
খুঁজে ফিরি জিপসি বেদুইন আর সাঁওতালদের যাযাবর জীবন...
www.facebook.com/abdulgaffar.rony
pleasure is mine
facebook
ধন্যবাদ অণুদা
----------------------------------------------------------------
বন পাহাড় আর সমুদ্র আমাকে হাতছানি দেয়
নিস্তব্ধ-গভীর রাতে এতোদূর থেকেও শুনি ইছামতীর মায়াডাক
খুঁজে ফিরি জিপসি বেদুইন আর সাঁওতালদের যাযাবর জীবন...
www.facebook.com/abdulgaffar.rony
facebook
কী সুন্দর, কী সুন্দর!
ইচ্ছার আগুনে জ্বলছি...
facebook
ছবি দেখে লোভ লাগে একবার যাওয়ার জন্য । যেতে পারলে আর ফিরে আসব না ।
'সুন্দর' ছবিটায় চোখটা কেম্নে আটকে গেল, টেনে ছাড়াতে পারিনা।
গল্প বলেন শিগ্গির
ছাড়াইছেন ?
facebook
। দারুন দারুন ।
facebook
মুখ ফুটে একটাই শব্দ বেরিয়ে এল 'অসাধারণ'
ব্যানাত কুতায়! পরিযায়ী পাখিদের নিয়ে !
facebook
নতুন মন্তব্য করুন