• Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_clear_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_electoral_list_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_results_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_writeins_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).

ছবি ব্লগ- আমার জীবনের আনন্দ = জীবনানন্দ, ৮

তারেক অণু এর ছবি
লিখেছেন তারেক অণু (তারিখ: বিষ্যুদ, ০৬/০৬/২০১৩ - ১:১৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

এই ডাঙা ছেড়ে হায় রূপ কে খুঁজিতে যায় পৃথিবীর পথে।
বটের শুকনো পাতা যেন এক যুগান্তের গল্প ডেকে আনে:
ছড়ায়ে রয়েছে তারা প্রান্তরের পথে পথে নির্জন অঘ্রানে;-

আসলেই তাই! আজকের পর্বের সব ছবি তাই বাংলার পথে প্রান্তরে তোলা, যা দেখে কবি এঁকেছিলেন সেই সব অসাধারণ শব্দমালা।

এই ছবি-কবিতার শিশুতোষ খেলাতে বন্ধু হিমি জানিয়েছিলেন ইদানীং এগুলো দেখেই তার কবিতা পড়ার আগ্রহ তৈরি হচ্ছে। এর চেয়ে বড় কাজের কাজ আর কী হতে পারে! এই পোস্টটি হিমিকার জন্য, যে মাত্র কয়েক বছর আগে আজকের দিনে জন্ম নিয়েছিল সাহারা মরুভূমির কিনার ঘেযে ভূমধ্যসাগর তীরের এক প্রাচীন ভূখণ্ডে। শুভ জন্মদিন হিমি। শুভ জন্মদিন শিশিরকণা ( সচল নাম) !!!

সিরিজের বাকীপর্বগুলো এইখানে

কুয়াশারে নিঙড়ায়ে উড়ে যাবে আরো দূর নীল কুয়াশায়,
কেউ তাহা দেখিবে না; — সেদিন এ পাড়াগাঁর পথের বিষ্ময়
দেখিতে পাবো না আর — ঘুমায়ে রহিবে সব; যেমন ঘুমায়
আজ রাতে মৃত যারা;
923279_10152862381275497_280255533_n

সে সব পেঁচারা আজ বিকালের নিশ্চলতা দেখে
তাহাদের নাম ধরে যায় ডেকে ডেকে।
মাটির নিচের থেকে তারা
মৃতের মাথার স্বপ্নে নড়ে উঠে জানায় কী অদ্ভুত ইশারা!
969620_10152863865015497_1616981901_n

আর আমার বিছানা করে দিয়ো সমতল দেশের শিয়রে
সবুজ ঘাসের ছবির ভিতর
ধানসিড়ি নদীর জলের গন্ধের কাছে
249128_10152818414580497_412487936_n

কোথাও মঠের কাছে — যেইখানে ভাঙা মঠ নীল হয়ে আছে
শ্যাওলায় — অনেক গভীর ঘাস জমে গেছে বুকের ভিতর,
পাশে দীঘি মজে আছে — রূপালী মাছের কন্ঠে কামনার স্বর
যেইখানে পটরানী আর তার রূপসী সখীরা শুনিয়াছে
বহু বহু দিন আগে —
603705_10152754142250497_1417506957_n

বালুচরে নদীটির জল ঝরে
খেলে যায় সূর্যের ঝিলিক,
মাছরাঙা ঝিক্‌মিক্‌ ক’রে উড়ে যায়;
মৃত্যু আর করুণার দু’টো তলোয়ার আড়াআড়ি
গ’ড়ে ভেঙে নিতে চায় এই সব সাঁকো ঘর বাড়ি;
নিজেদের নিশিত আকাশ ঘিরে থাকে।
559007_10152754170375497_2000839055_n

কেবলি আরেক পথ খোঁজো তুমি;
আমি আজ খুঁজি নাকো আর;
পেয়েছি অপার শূন্যে ধরবার মতো কিছু শেষে
আমারি হৃদয়ে মনে; বাংলার ত্রস্ত নীলিমার
নিচে ছোটো খোড়ো ঘর- বনঝিরি নদী চলে ভেসে
58105_10152763196855497_534503152_n

সোনার খাঁচার বুকে রহিব না আমি আর শুকের মতন;
কি গল্প শুনিতে চাও তোমরা আমার কাছে — কোন্‌ কোন্‌ গান, বলো,
তাহলে এ — দেউলের খিলানের গল্প ছেড়ে চলো, উড়ে চলো, —
যেখানে গভীর ভোরে নোনাফল পাকিয়াছে, — আছে আতাবন,
পউষের ভিজে ভোরে, আজ হায় মন যেন করিছে কেমন; —
চন্দ্রমালা, রাজকন্যা, মুখ তুলে চেয়ে দেখ — শুধাই , শুন লো,
কি গল্প শুনিতে চাও তোমরা আমার কাছে, — কোন্‌ গান বলো,
আমার সোনার খাঁচা খুলে দাও, আমি যে বনের হীরামন;
27993_10152761533565497_2044441340_n

এই ডাঙা ছেড়ে হায় রূপ কে খুঁজিতে যায় পৃথিবীর পথে।
বটের শুকনো পাতা যেন এক যুগান্তের গল্প ডেকে আনে:
ছড়ায়ে রয়েছে তারা প্রান্তরের পথে পথে নির্জন অঘ্রানে;-
তাদের উপেক্ষা ক’রে কে যাবে বিদেশে বলো- আমি কোনো-মতে
বাসমতী ধানক্ষেত ছেড়ে দিয়ে মালাবারে- উটির পর্বতে
যাব নাকো, দেখিব না পামগাছ মাথা নাড়ে সমুদ্রের গানে
কোন দেশে,- কোথায় এলাচিফুল দারুচিনি বারুণীর প্রাণে
বিনুনী খসায়ে ব’সে থাকিবার স্বপ্ন আনে;- পৃথিবীর পথে
যাব নাকো :
20796_10152753151785497_631235094_n

মালঞ্চে পুষ্পিত লতা অবনতমুখী-
নিদাঘের রৌদ্রতাপে একা সে ডাহুকী
বিজন তরুর শাখে ডাকে ধীরে ধীরে
বনচ্ছায়া অন্তরালে তরল তিমিরে!
আকাশে মন’র মেঘ, নিরালা দুপুর!
-নিস্তব্ধ পল্লীর পথে কুহকের সুর
বাজিয়া উঠিছে আজ ক্ষনে ক্ষনে ক্ষণে!
সে কোন পিপাসা কোন ব্যথা তার মনে!
হারায়েছে প্রিয়ারে কি?
942496_10152864118550497_1174570591_n

পৃথিবীর অন্ধকার অধীর বাতাসে গেছে ভ’রে —
শস্য ফলে গেছে মাঠে — কেটে নিয়ে চলে গেছে চাষা;
নদীর পারের বন মানুষের মতো শব্দ করে
নির্জন ঢেউয়ের কানে মানুষের মনের পিপাসা, —
931221_10152789875275497_1936225661_n

পাড়াগাঁর দু পহর ভালোবাসি — রৌদ্র যেন গন্ধ লেগে আছে
স্বপনের; — কোন গল্প, কি কাহিনী, কি স্বপ্ন যে বাঁধিয়াছে ঘর
আমার হৃদয়ে, আহা, কেউ তাহা জানে নাকো
540463_10152748901065497_1065159814_n

তবু এই পৃথিবীর সব আলো একদিন নিভে গেলে পরে,
পৃথিবীর সব গল্প একদিন ফুরাবে যখন,
মানুষ র’বে না আর, র’বে শুধু মানুষের স্বপ্ন তখনঃ
সেই মুখ আর আমি র’বো সেই স্বপ্নের ভিতরে।
197763_10152813265575497_93704230_n

এইসব পাখিগুলো কিছুতেই আজিকার নয় যেন- নয়-
এ নদীও ধলেশ্বরী নয় যেন- এ আকাশ নয় আজিকার :
391161_10152763994750497_2088633534_n

কোথাও জলকে ঘিরে পৃথিবীর অফুরান জল
র’য়ে গেছে;-
যে যার নিজের কাজে আছে, এই অনুভবে চ’লে
শিয়রে নিয়ত স্ফীত সুর্যকে চেনে তারা;
আকাশের সপ্রতিভ নক্ষত্রকে চিনে উদীচীর
কোনো জল কী ক’রে অপর জল চিনে নেবে অন্য নির্ঝরের?
তবুও জীবন ছুঁ’য়ে গেলে তুমি;-
আমার চোখের থেকে নিমেষ নিহত
সূর্যকে সরায়ে দিয়ে।
স’রে যেতো; তবুও আয়ুর দিন ফুরোবার আগে।
নব-নব সূর্যকে কে নারীর বদলে
ছেড়ে দেয়; কেন দেব? সকল প্রতীতি উৎসবের
চেয়ে তবু বড়ো
স্থিরতর প্রিয় তুমি;- নিঃসূর্য নির্জন
ক’রে দিতে এলে।
264472_10152796210595497_1211719580_n

প্রতিটি নক্ষত্র তার স্থান খুঁজে জেগে রবে প্রতিটির পাশে
নীরব ধূসর কণা লেগে রবে তুচ্ছ অণুকণাটির শ্বাসে
অন্ধকারে — তুমি, সখি চলে গেলে দূরে তবু; — হৃদয়ের গভীর বিশ্বাসে
অশ্বত্থের শাখা ঐ দুলিতেছে; আলো আসে, ভোর হয়ে আসে।
11783_10152753219970497_551734538_n


মন্তব্য

মনি শামিম এর ছবি

অপূর্ব সব ছবি। মন ভালো করা বাঙময় সব কবিতা। দারুণ।

তারেক অণু এর ছবি

কুতি গো! কৌএর লোলুপ দৃষ্টিতে ইতালিয়ান ললনাদের দেখা নিয়ে একটা টাটকা পোষ্ট দেন মিয়া!

মনি শামিম এর ছবি

আছিরে। একটা নতুন লেখা দিয়েছি সচলে। পড়িস। ভালো মন্দ জানাস।

তারেক অণু এর ছবি

পড়ব

তমিস্রা এর ছবি

সুন্দর!

তারেক অণু এর ছবি

ধন্যবাদ

মসীলক্ষণ পণ্ডিত এর ছবি

চোখ-কেমন-করা সব ছবি আর মন-কেমন-করা বর্ণনা ! দেখে-পড়ে "পৃথিবীরে মায়াবীর নদীর পারের দেশ বলে মনে হয় !" বেঁচে থাকাকে বড় ভালোলাগে এই বিশ্রী গরমের শত ঝামেলা-ক্লিষ্ট অবসন্ন দুপুরে ...
"সকল পড়ন্ত রোদ চারি দিকে ছুটি পেয়ে জমিতেছে এইখানে এসে,
গ্রীষ্মের সমুদ্র থেকে চোখের ঘুমের গান আসিতেছে ভেসে,
এখানে পালঙ্কে শুয়ে কাটিবে অনেক দিন জেগে থেকে ঘুমাবার
সাধ ভালোবেসে !"

শুভ জন্মদিন, শিশিরকণা !

আহা ! জন্মদিনে এরচে ভাল উপহার আর কী হতে পারে !

তারেক অণু এর ছবি

এখানে পালঙ্কে শুয়ে কাটিবে অনেক দিন জেগে থেকে ঘুমাবার
সাধ ভালোবেসে !"

এই ছবি তোলা খুব সহজ, আমার শুধু একটা বড় আয়না লাগবে ;) নিজেই সবসময় জেগে গেজে বিছানায় ঘুমাচ্ছি কিনা

মসীলক্ষণ পণ্ডিত এর ছবি

আয়না যোগাড় করে ছবিটি তুলে ফেলুন শিগগিরি ! আমি অবিশ্যি পালঙ্ক যোগাড় করতে পারলে একটা তুলে ফেলতাম । কী আর করা ! (পপ্পন)

তারেক অণু এর ছবি

কি করে তুলবেন! আমি তো দূরে দূরে-

মসীলক্ষণ পণ্ডিত এর ছবি

তাহলে ছবিটা তোলা কিন্তু অত সহজ হচ্ছে না !

অতিথি লেখক এর ছবি

(Y)
শেষ ছবিটা দেখলে কেন যেন মন খারাপ হয়ে যাচ্ছে!!!

-------------------
সুবোধ অবোধ
-------------------
শ্রেষ্ঠ সৃষ্টি কেন এত বোকা হয়?!!

তারেক অণু এর ছবি

একাকীত্ব মনে করিয়ে দিচ্ছে বুঝি?

অতিথি লেখক এর ছবি

আসলেই তাই।

--------------------------
সুবোধ অবোধ
---------------------------
শ্রেষ্ঠ সৃষ্টি কেন এত বোকা হয়?!!

তারেক অণু এর ছবি

হুম। আবার অন্য অর্থও করতে পারেন, অন্তত জীবনের! পৃথিবীর পথে-

স্যাম এর ছবি

(Y) (Y)
অণুদা - সিরিজের অন্য পর্বগুলো এরকম করে দেয়া যায়না?
ঠিক এরকম ও না মানে পাশাপাশি বসিয়ে?

তারেক অণু এর ছবি

হুম , দেওয়া উচিত ! কিন্তু আলসামি ঘিরে ধরে যে, :p

স্যাম এর ছবি

আমি তো জানতাম তারেক অণুর এন্টোনিম হল আলসেমি :D

তারেক অণু এর ছবি

ভুল জানেন, শুধরে নেন =)) আমি মহা আইলসা

ত্রিমাত্রিক কবি এর ছবি

আপনে অদ্ভূত!

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

তারেক অণু এর ছবি

অদ্ভুদ ! কেন !!! :O

লাইনে আসুন!

সাক্ষী সত্যানন্দ এর ছবি

পৃথিবীর অন্ধকার অধীর বাতাসে গেছে ভ'রে-
শস্য ফলে গেছে মাঠে- কেটে নিয়া চলে গেছে চাষা;
নদীর পাড়ের বন মানুষের মত শব্দ করে
নির্জন ঢেউয়ের কানে মানুষের মনের পিপাসা,-

আহারে (Y)

তারেক অণু এর ছবি

আহারে

পান্থ রহমান রেজা এর ছবি

অনুভবের চিত্রকল্পরূপ তারেক অণু'র কল্যাণে চর্মচক্ষুগোচরে!

তারেক অণু এর ছবি
তিথীডোর এর ছবি

কবিতা ডরাই।

শুভ জন্মদিন শবনম আপু। :)

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

তারেক অণু এর ছবি

আহা ! ফাগলে ফাগলকেই ডরায়!

আব্দুল্লাহ এ.এম. এর ছবি

কবিতা যেন পূর্নতা পেল ছবিগুলোর জন্য। আহা!

আব্দুল্লাহ এ.এম.

তারেক অণু এর ছবি

আরেহ না!

শিশিরকণা এর ছবি

১/ $) $) $) খুশি হইছি! :) :)
২/ জীবনবাবু ভালো লোক, তার কবিতা বুঝা যায়। মনে হয় একটা ছবি একে দিলেন চোখের সামনে। আপনি হলেন জীবন বাবুর উলটা, উনি ঘর থেকেই দুই পা ফেলতেই চান নাই, এইজন্য আপনার মত ভক্ত জুটিয়েছে যে তার হয়ে দিন দুনিয়া ঘুরে ছবি জুটিয়ে আনে উনি কী বলতে চেয়েছেন সেটা বুঝাতে। বিদেশি কূটনৈতিকদের সাথে সাক্ষাতকারের সময় যেমন মাঝে একটা দোভাষী বসে থাকে, আপনি হলেন জীবনবাবু আর আমাদের মত কাব্যমূর্খদের মাঝে বসা সেই লোকটা।
৩/ জীবনবাবু আবার আমার দেশ গায়ের বালিকাদের ভালু পান। ;)

~!~ আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল ~!~

সত্যপীর এর ছবি

খুবোই বোকার মত একটা কুশ্চেন। আপনে সচল হইসেন কবে? অভিনন্দন দিসি বইলা স্মরণ হইতেছে না।

একগাদা অভিনন্দন (Y)

..................................................................
#Banshibir.

শিশিরকণা এর ছবি

কাউরে বলি নাই গো। মেলাদিন হইছে। এম্নিতেই তো লিখতাম না। আমার কীবোর্ড পুরাপুরি বন্ধ করে দিতে সম্ভবত এটা মডুদের ষড়যন্ত্র। :p হেহে!

~!~ আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল ~!~

তারেক অণু এর ছবি

=DX

সত্যপীর এর ছবি

মঠটা কোথায় অণু ভাই?

..................................................................
#Banshibir.

তারেক অণু এর ছবি

আরে পীর বাবা, সেটা নিয়ে আসত পোষ্ট আছে !

http://www.sachalayatan.com/tareqanu/48524

ক্যা, আস্তানা গাড়বেন নাকি! =))

সত্যপীর এর ছবি

গাড়তেও পারি আস্তানা। টয়লেটের ব্যবস্থা কিরাম?

..................................................................
#Banshibir.

তারেক অণু এর ছবি

বন বাদাড়, ফাঁকা মাঠের সুব্যবস্থা আছে ):)

সত্যপীর এর ছবি

ফাঁকা মাঠে টয়লেট :O

..................................................................
#Banshibir.

তারেক অণু এর ছবি

এতে এত সবাক হবার কি আছে?

সত্যপীর এর ছবি

ইয়ে সবাই সব দেখে ফেলবে না? :S

..................................................................
#Banshibir.

সাক্ষী সত্যানন্দ এর ছবি

হ্যাঁ, গ্রামদেশে (কোথাও কোথাও) এই সমস্যা আছে...
সবচাইতে ভয়ঙ্কর হইল প্রাতঃকৃত্য চলাকালীন কেউ যখন অত্যন্ত সরলমনে "তৃতীয় মাত্রা" সুলভ আলোচনা শুরু করে... =((

তারেক অণু এর ছবি

=))

সাক্ষী সত্যানন্দ এর ছবি

আরে মিয়া, হাসেন কিল্লাই? এই পাট্টির খপ্পরে একবার পড়ছিলাম... পড়লে বুঝবেন... ):)

তারেক অণু এর ছবি

অভিজ্ঞতা বলেন, সবাই জানুক, সতর্ক হউক !

সাক্ষী সত্যানন্দ এর ছবি

হুমম ... ত্যাগতে হলে জানতে হবে :(

তারেক অণু এর ছবি

:))

সত্যপীর এর ছবি

সবচাইতে ভয়ঙ্কর হইল প্রাতঃকৃত্য চলাকালীন কেউ যখন অত্যন্ত সরলমনে "তৃতীয় মাত্রা" সুলভ আলোচনা শুরু করে...

=))

..................................................................
#Banshibir.

সাক্ষী সত্যানন্দ এর ছবি

শোকর করেন মিয়া, যে গ্রামদেশে "বোলগ" দিয়া কেউ ইন্টারনেট চালায় না... নাইলে এইখানে আপনার পাঠকশ্রেনী থাকলে আপনার ব্যাস্ততম সময়ে এসে সরল মনে আবদার ধরত- "ভাই, আপনার হনুমানের কিচ্ছাডা ব্যাপক হইছিল, আবার এট্টু শুনাইবেন?" তখন কিন্তু বুঝতেন ঠ্যালাডা ):)

সত্যপীর এর ছবি

মুজতবা আলীর গল্প শুনেন। এক লোক উনার কাছে গল্পের আবদার করার পরে উনি কৈছিলেন, "ঘর লেইপ্যা পুইছ্যা আঁতুড়ঘর বানাইলেই তো বাচ্চা পয়দা হয়না, দশ মাস সবুর করতে হয়..." হাহাহাহাহাহা। কেউ গল্পের আবদার ধরলে এই কথা কয়া দশ মাস টাইম নিমু 8)

..................................................................
#Banshibir.

তারেক অণু এর ছবি

(গুলি)

সাক্ষী সত্যানন্দ এর ছবি

ঐ অবস্থায় দশমাস :-? বুঝেশুনে কইলেন?

সৈয়দ সায়েবকে ^:)^

উনার সম্পর্কে আরেকটা গল্প লেখার গল্প শুনেছিলামঃ একবার এক নাছোড়বান্দা ভক্ত নাকি সৈয়দ সায়েবকে চেপে ধরে "তুমি কেমন করে গল্প লেখ হে গুনী" টাইপের প্রশ্ন করে বড়ই ত্যাক্ত করতেছিল... অনেকক্ষন গাঁইগুই, শাঁইশুই, হুমকি-ধামকি তেও কাজ না হওয়ায় শেষে তিনি কোলে বসা পুত্রকে দেখিয়ে উত্তর দিয়েছিলেনঃ "দেখুন, চাইলে আমার ছেলেকে দেখিয়ে বেড়াতে পারি; কিন্তু তার উৎপাদন প্রক্রিয়াটা নিশ্চয় দেখিয়ে বেড়াতে পারিনা"... এর পরে ত্যাঁদড় ভক্ত লা-জবাব

তারেক অণু এর ছবি

(গুলি)

তারেক অণু এর ছবি

=))

তারেক অণু এর ছবি

:D পাগলের নাই যেন কিসের ভয় :p

তারেক অণু এর ছবি

জীবনবাবু আবার আমার দেশ গায়ের বালিকাদের ভালু পান। এর পিছনে উহ্য কিছু আছে মনে হচ্ছে, আমি কী পাই না? :O

শিশিরকণা এর ছবি

বনলতা সেন এর কথা বলছি।

~!~ আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল ~!~

তারেক অণু এর ছবি

সুচেতনাও বেশ :D ইয়ে, আর কি :p

প্রৌঢ় ভাবনা এর ছবি

সবকিছু মিলিয়ে দারুণ !

তারেক অণু এর ছবি
অতিথি লেখক এর ছবি

যা যা চুটিয়ে উপভোগ করলাম
(১) প্রিয় কবির একসাথে এত কবিতা-আহরণ
(২) প্রিয় লেখক-ফোটোগ্রাফার-এর মার-কাটারী সচিত্র পরিবেষণা
(৩) জম-জমাট মন্তব্যের সারি

শিশিরকণাকে জন্মদিনের শুভেচ্ছা আর এমন অসাধারণ উপহার পাওয়ার জন্য অভিনন্দন!
-একলহমা

তারেক অণু এর ছবি

একলহমা, বাহ দারুণ নিক তো! :D

বন্দনা এর ছবি

ছবির সাথে সাথে এই টুকরো কবিতা ভালো লাগে খুব।

তারেক অণু এর ছবি

(গুড়)

অমি_বন্যা  এর ছবি

অসাধারণ ছবিগুলো। এত দারুণ ছবি তোলেন ক্যাম্নে! জানতে মঞ্চায় :D

তারেক অণু এর ছবি

আরে না, আমি শুধু ক্লিক করি, ছবি তোলার কিছুই জানি না, ইমানে।

প্রদীপ্তময় সাহা এর ছবি

^:)^

তারেক অণু এর ছবি

(ধইন্যা)

সুমিমা ইয়াসমিন এর ছবি

(Y)
সুন্দর!

তারেক অণু এর ছবি
উচ্ছলা এর ছবি

খারাপ খারাপ ছবি। ঘর-ভুলানো ছবি। ঘর-ভুলানো কূ-ডাক দেয় ছবিগুলো। নিরুদ্দেশ হবার উষ্কানী দেয় ছবিগুলো।

তারেক অণু এর ছবি

তাতে কি :-?

উচ্ছলা এর ছবি

তাতে সারে-সর্বনাশ ! ঘর ছেড়ে কুয়াশা ধোয়া হাটে-মাঠে-ঘাটে হারিয়ে গেলে, সোনালী নদীতে ডুবে গেলে চলবে? - ভাত রান্না করবে কে?! X(

তারেক অণু এর ছবি

QUE SERA SERA !

সবজান্তা এর ছবি

এই সিরিজের ছবিগুলি আমার চমৎকার লাগে। যদিও সবসময় জীবনানন্দের কবিতার যে চিত্রকল্প আমার চোখের সামনে থাকে, তার সাথে পুরোপুরি মিলে না, তবে শুধুমাত্র ছবির গুণেই ছবিগুলি উতরে যায়। ছবির সাথে কবিতা নিয়ে আমার একটা পুরানো অস্বস্তি আছে। কবিতা পড়ার পর আপনার মাথার ভিতরে এমনিতেই একটা ছবি আঁকা হয়ে যায়। দৃশ্যকল্পময় কবিতাগুলির ক্ষেত্রে আমার মনে হয় নিজের মতো করে এই এঁকে নেওয়াটাই কবিতার মূল আনন্দ। তাই আলাদা ছবি দিয়ে দেওয়া অনেক সময় সেই কল্পনাতে ব্যাঘাত ঘটায় বলে মনে হয় আমার। অবশ্য সব সময় না। কিছু কিছু ক্ষেত্রে ছবিগুলি এতো অব্যর্থ হয় যে, নিজের কল্পনাকে সামনে দেখে চমকে উঠতে হয়।

এই সিরিজের ব্যাপারে আমার প্রধান আপত্তি আসলে নামকরণে। আমার জীবনের আনন্দ = জীবনানন্দ, নাম হিসেবে খুবই পচা। জীবনানন্দের মতো একজন লোকের সাথে এরকম =,+,- এইসব চিহ্ন কি যায়? আমার মনে হয় আপনি সিরিজটার নাম নিয়ে একটু ভাবতে পারেন।

তারেক অণু এর ছবি

হুম, নাম নিয়ে আসলেই চিন্তার দরকার আছে। আসলে মাথায় তখন আসছে, দিয়ে দিলাম, এই।

দেখেন তো কিছু পাওয়া যায় নাকি--

অতিথি লেখক এর ছবি

মায়াবীর নদীর পারের জীবনানন্দ

ইমা  এর ছবি

ছবি আর কবিতা গুলো কত সুন্দর সেটা বলতে বলতে পুরাই ক্লান্ত। তাই র কিছু কইতাম না

ইমা

তারেক অণু এর ছবি

আমরা আমরাই তো !

অতন্দ্র প্রহরী এর ছবি

পুরাই জীবন-অণু-ন্দ ব্যাপারস্যাপার! =DX

তারেক অণু এর ছবি
অতিথি লেখক এর ছবি

কেমন জানি মন খারাপ লাগে ছবিগুলা দেখলে (Y)

তারেক অণু এর ছবি

হায়, হায়, মানে কি বিষণ্ণতা !

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।