বাংলাদেশের কান্না

তারেক অণু এর ছবি
লিখেছেন তারেক অণু (তারিখ: সোম, ১৫/০৭/২০১৩ - ২:২৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

বাংলাদেশে সমান বয়সী আমার এক বড় ভাই ফোন করে ভেউ ভেউ করে কাঁদছেন, ৯০তে এরশাদের বিরুদ্ধে রাজপথে ছিলেন তিনি, গণ আদালতের সময় উপস্থিত ছিলেন সর্বভাবে-

এই লজ্জা জাতির, এই কান্না আমাদের--

আম্মা (জাহানারা ইমাম) , আপনি নাই বলে এই কলঙ্ক দেখতে হল না, এই লজ্জা পেতে হল না


মন্তব্য

ব্যাঙের ছাতা এর ছবি

কোনো ইমোটিকন দিয়েই অনুভূতি প্রকাশ করতে পারবো না।
রাগে গাঁ কাপছে। এই বিচার মানিনা। অপরাধ প্রমমাণিত হবার পর এই শাস্তি !!! এটাতো পুরো জাতিকে অপমান করা হলো। জামাতিরা এখন দাঁত কেলিয়ে হাসছে।
উফ !!!

তারেক অণু এর ছবি

এই রায় মানিনা, মানবো না।

সাক্ষী সত্যানন্দ এর ছবি

রেগে টং

একটু আগে একজন আসছিল সাইদী কত ভালো লোক সেটা বুঝাতে ... ... তার আগে এক বিবাহিত লোক জোর গলায় ফোনে কাকে জানি বুঝাইল যে শফি খারাপ কথা কয় নাই, আসলেই মেয়েরা তেঁতুলের মত ... ... ... ...

মাঝে মাঝে জীবনানন্দের মত ট্রেনের নিচে ঝাঁপ দিতে ইচ্ছা করে.... ...

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

তারেক অণু এর ছবি

এই রায় মানিনা, মানবো না।

মনি শামিম এর ছবি

এই রায় মানিনা, মানবো না।

তারেক অণু এর ছবি

এই রায় মানিনা, মানবো না।

অতিথি লেখক এর ছবি

"এই রায়ে দেশ ও জাতির প্রত্যাশা পুরণ হয়েছে"-আইনমন্ত্রী।
জাতির কান্না ??? সেইটা আবার কি??
৯০ বছর জেইল!!!??
মাত্র ৯ মাস !! দেইখেন।
সরকার পরিবর্তন হবে,'গো আ' সম্মানের সাথে বের হয়ে আসবে!!
লজ্জা লাগছে,ঘেণ্না লাগছে,অপমান লাগছে!!!
কি বলব?!! ধুররররর!!!

----------------------------
সুবোধ অবোধ

তারেক অণু এর ছবি

এই রায় মানিনা, মানবো না।

মাহবুব ময়ূখ রিশাদ এর ছবি

এত বড় থাপ্পড় বাংলাদেশকে কেউ কখনো মারেনি আগে। হতভম্ভ

------------
'আমার হবে না, আমি বুঝে গেছি, আমি সত্যি মূর্খ, আকাঠ !

তানিম এহসান এর ছবি

এত বড় থাপ্পড় বাংলাদেশকে কেউ কখনো মারেনি আগে। চলুক চলুক চলুক চলুক

তারেক অণু এর ছবি

এই রায় মানিনা, মানবো না।

nam nai এর ছবি

রেগে টং রেগে টং রেগে টং রেগে টং রেগে টং রেগে টং

তারেক অণু এর ছবি

এই রায় মানিনা, মানবো না।

নীড় সন্ধানী এর ছবি

লজ্জা, ঘেন্না, থু!

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

তারেক অণু এর ছবি

এই রায় মানিনা, মানবো না।

মেঘলা আকাশ এর ছবি

হায় ঈশ্বর, এই প্রহসন দেখার জন্য আমাদেরকে বাঁচিয়ে রেখেছ !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

তারেক অণু এর ছবি

এই রায় মানিনা, মানবো না।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

সবাই সব কৃতকর্মের জবাব পাবে। জনগন কাউকে ছাড়বে না...

______________________________________
পথই আমার পথের আড়াল

তারেক অণু এর ছবি

এই রায় মানিনা, মানবো না।

রিয়াজ এর ছবি

আম্মা-ও হয়তো কাঁদছেন,আমাদের দেখে,আমাদের নির্লজ্জ হাসি,আমাদের ফালতু 'বয়স- ভারাক্রান্ত' রায় দেখে!

তারেক অণু এর ছবি

এই রায় মানিনা, মানবো না।

তানিম এহসান এর ছবি

“এই দেশ চেয়েছিলে বুঝি!”

তারেক অণু এর ছবি

এই রায় মানিনা, মানবো না।

সাকিন উল আলম ইভান  এর ছবি

রেগে টং রেগে টং

তারেক অণু এর ছবি

এই রায় মানিনা, মানবো না।

চরম উদাস এর ছবি

থু থু থু

তারেক অণু এর ছবি

এই রায় মানিনা, মানবো না।

প্রৌঢ় ভাবনা এর ছবি

হাজার বছরের সেরা কৌতুক !

তারেক অণু এর ছবি

এই রায় মানিনা, মানবো না।

এপোলোনিয়া এর ছবি

এই রায় মানি না মানব না

তারেক অণু এর ছবি

এই রায় মানিনা, মানবো না।

তুলিরেখা এর ছবি

কী করে সম্ভব? মারাত্মক জঘন্য খুনি অপরাধীকে মৃত্যুদন্ড না দেওয়া!!! মন খারাপ

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

তারেক অণু এর ছবি

এই রায় মানিনা, মানবো না।

আয়নামতি এর ছবি

রাগে ক্ষোভে কেবল কিছু শব্দ উগরে দেয়া ছাড়া আমাদের আর কিছুই করার নেই???

অল্পসল্প এর ছবি

নামটা খারাপ হয় নাই। "গো আ"। নামটার বানান গোলাম য়াজম হইলে মজতো ভাল।

তারেক অণু এর ছবি

এই রায় মানিনা, মানবো না।

তারেক অণু এর ছবি

এই রায় মানিনা, মানবো না।

অতন্দ্র প্রহরী এর ছবি

কার কান্না কে শোনে! "জনগণ" কাঁদলে হুয়াটস দি প্রবলেম?

তারেক অণু এর ছবি

এই রায় মানিনা, মানবো না।

মেঘা এর ছবি

জানি না কী বললে অথবা কী করলে আমার ভাল লাগবে একটু। কী হলে আমার মন একটু শান্তি পাবে! আমার চোখে কীসের জন্য ক্ষোভের কান্না জমে জানি না। এই দেশের উপর আর কোনো আশা নেই। আর কোন দেশ নেই আমার।

--------------------------------------------------------
আমি আকাশ থেকে টুপটাপ ঝরে পরা
আলোর আধুলি কুড়াচ্ছি,
নুড়ি-পাথরের স্বপ্নে বিভোর নদীতে
পা-ডোবানো কিশোরের বিকেলকে সাক্ষী রেখে
একগুচ্ছ লাল কলাবতী ফুল নিয়ে দৌড়ে যাচ্ছি

তারেক অণু এর ছবি

এই রায় মানিনা, মানবো না।

অতিথি লেখক এর ছবি

এ‌ত কিছুর পরে এই রায়! অবাক! যথার্থই অবাক!
- একলহমা

তারেক অণু এর ছবি

এই রায় মানিনা, মানবো না।

অতিথি লেখক এর ছবি

কোন দেশ নেই।।।।।। এই দেশে বসবাস করার ইচ্ছা নষ্ট হয়ে গেছে
ইসরাত

তারেক অণু এর ছবি

এই রায় মানিনা, মানবো না।

মাসুদ সজীব এর ছবি

নতুন এক উদাহারন দাড় করিয়ে দিলো আদালত।কারো বয়স ৯০ হলে সে খুন করলেও মৃত্যুদন্ড প্রাপ্ত হবে না। উল্লাসিত হওয়ার মতো খবর,আমার তাই আর মাত্র ৬০বছর বাকী আছে। এ লজ্জা থেকে কি আমাদের কে মুক্তি দিবে উচ্চ আদালত?অপেক্ষায় আছি,অপেক্ষায় থাকুক বাঙলাদেশ

তারেক অণু এর ছবি

এই রায় মানি না

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।