বাংলাদেশে সমান বয়সী আমার এক বড় ভাই ফোন করে ভেউ ভেউ করে কাঁদছেন, ৯০তে এরশাদের বিরুদ্ধে রাজপথে ছিলেন তিনি, গণ আদালতের সময় উপস্থিত ছিলেন সর্বভাবে-
এই লজ্জা জাতির, এই কান্না আমাদের--
আম্মা (জাহানারা ইমাম) , আপনি নাই বলে এই কলঙ্ক দেখতে হল না, এই লজ্জা পেতে হল না
মন্তব্য
কোনো ইমোটিকন দিয়েই অনুভূতি প্রকাশ করতে পারবো না।
রাগে গাঁ কাপছে। এই বিচার মানিনা। অপরাধ প্রমমাণিত হবার পর এই শাস্তি !!! এটাতো পুরো জাতিকে অপমান করা হলো। জামাতিরা এখন দাঁত কেলিয়ে হাসছে।
উফ !!!
এই রায় মানিনা, মানবো না।
facebook
একটু আগে একজন আসছিল সাইদী কত ভালো লোক সেটা বুঝাতে ... ... তার আগে এক বিবাহিত লোক জোর গলায় ফোনে কাকে জানি বুঝাইল যে শফি খারাপ কথা কয় নাই, আসলেই মেয়েরা তেঁতুলের মত ... ... ... ...
মাঝে মাঝে জীবনানন্দের মত ট্রেনের নিচে ঝাঁপ দিতে ইচ্ছা করে.... ...
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
এই রায় মানিনা, মানবো না।
facebook
এই রায় মানিনা, মানবো না।
এই রায় মানিনা, মানবো না।
facebook
"এই রায়ে দেশ ও জাতির প্রত্যাশা পুরণ হয়েছে"-আইনমন্ত্রী।
জাতির কান্না ??? সেইটা আবার কি??
৯০ বছর জেইল!!!??
মাত্র ৯ মাস !! দেইখেন।
সরকার পরিবর্তন হবে,'গো আ' সম্মানের সাথে বের হয়ে আসবে!!
লজ্জা লাগছে,ঘেণ্না লাগছে,অপমান লাগছে!!!
কি বলব?!! ধুররররর!!!
----------------------------
সুবোধ অবোধ
এই রায় মানিনা, মানবো না।
facebook
এত বড় থাপ্পড় বাংলাদেশকে কেউ কখনো মারেনি আগে। হতভম্ভ
------------
'আমার হবে না, আমি বুঝে গেছি, আমি সত্যি মূর্খ, আকাঠ !
এত বড় থাপ্পড় বাংলাদেশকে কেউ কখনো মারেনি আগে।
এই রায় মানিনা, মানবো না।
facebook
এই রায় মানিনা, মানবো না।
facebook
লজ্জা, ঘেন্না, থু!
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
এই রায় মানিনা, মানবো না।
facebook
হায় ঈশ্বর, এই প্রহসন দেখার জন্য আমাদেরকে বাঁচিয়ে রেখেছ !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
এই রায় মানিনা, মানবো না।
facebook
সবাই সব কৃতকর্মের জবাব পাবে। জনগন কাউকে ছাড়বে না...
______________________________________
পথই আমার পথের আড়াল
এই রায় মানিনা, মানবো না।
facebook
আম্মা-ও হয়তো কাঁদছেন,আমাদের দেখে,আমাদের নির্লজ্জ হাসি,আমাদের ফালতু 'বয়স- ভারাক্রান্ত' রায় দেখে!
এই রায় মানিনা, মানবো না।
facebook
“এই দেশ চেয়েছিলে বুঝি!”
এই রায় মানিনা, মানবো না।
facebook
এই রায় মানিনা, মানবো না।
facebook
থু থু থু
এই রায় মানিনা, মানবো না।
facebook
হাজার বছরের সেরা কৌতুক !
এই রায় মানিনা, মানবো না।
facebook
এই রায় মানি না মানব না
এই রায় মানিনা, মানবো না।
facebook
কী করে সম্ভব? মারাত্মক জঘন্য খুনি অপরাধীকে মৃত্যুদন্ড না দেওয়া!!!
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
এই রায় মানিনা, মানবো না।
facebook
রাগে ক্ষোভে কেবল কিছু শব্দ উগরে দেয়া ছাড়া আমাদের আর কিছুই করার নেই???
নামটা খারাপ হয় নাই। "গো আ"। নামটার বানান গোলাম য়াজম হইলে মজতো ভাল।
এই রায় মানিনা, মানবো না।
facebook
এই রায় মানিনা, মানবো না।
facebook
কার কান্না কে শোনে! "জনগণ" কাঁদলে হুয়াটস দি প্রবলেম?
এই রায় মানিনা, মানবো না।
facebook
জানি না কী বললে অথবা কী করলে আমার ভাল লাগবে একটু। কী হলে আমার মন একটু শান্তি পাবে! আমার চোখে কীসের জন্য ক্ষোভের কান্না জমে জানি না। এই দেশের উপর আর কোনো আশা নেই। আর কোন দেশ নেই আমার।
--------------------------------------------------------
আমি আকাশ থেকে টুপটাপ ঝরে পরা
আলোর আধুলি কুড়াচ্ছি,
নুড়ি-পাথরের স্বপ্নে বিভোর নদীতে
পা-ডোবানো কিশোরের বিকেলকে সাক্ষী রেখে
একগুচ্ছ লাল কলাবতী ফুল নিয়ে দৌড়ে যাচ্ছি
এই রায় মানিনা, মানবো না।
facebook
এত কিছুর পরে এই রায়! অবাক! যথার্থই অবাক!
- একলহমা
এই রায় মানিনা, মানবো না।
facebook
কোন দেশ নেই।।।।।। এই দেশে বসবাস করার ইচ্ছা নষ্ট হয়ে গেছে
ইসরাত
এই রায় মানিনা, মানবো না।
facebook
নতুন এক উদাহারন দাড় করিয়ে দিলো আদালত।কারো বয়স ৯০ হলে সে খুন করলেও মৃত্যুদন্ড প্রাপ্ত হবে না। উল্লাসিত হওয়ার মতো খবর,আমার তাই আর মাত্র ৬০বছর বাকী আছে। এ লজ্জা থেকে কি আমাদের কে মুক্তি দিবে উচ্চ আদালত?অপেক্ষায় আছি,অপেক্ষায় থাকুক বাঙলাদেশ
এই রায় মানি না
facebook
নতুন মন্তব্য করুন