কাজীদা ( কাজী আনোয়ার হোসেন ) যদি বিন্দুমাত্র জানতেন যে বাংলাদেশের মানুষ তাকে কী পরিমাণ ভালবাসে!
উনার উপরে সচলায়তনে শেষ লেখাটি প্রকাশিত হবার পরে এক পাগল ভক্ত চিঠি লিখেছিল (অনুমতি সাপেক্ষে সেটি এখানে দেওয়া হল)---
ভাই,
সালাম নিবেন...কাজীদার ইন্টারভিউটা দেখে চোখে পানি আসছে ভাই...এই মানুষটার কাছে যে ঋন তা ভাষায় প্রকাশ করা সম্ভব না...আপনার লেখা আমি বেশিদিন যাবত পড়িনা...প্রথম চোখে পরছিলো কাজীদা কে নিয়া একটা লেখা সচলায়তনে...ঐ লেখাটা আমি সবাইকে ডাইকা ডাইকা পড়ে শুনাইসিলাম...এত সুন্দর করে মাসুদ রানা আর কাজীদাকে নিয়া কেঊ লিখতে পারেনাই...
ভাই, অনেকবার উনার বাসার সামনে দাড়ায়া কালোর উপরে হলুদ রঙ দিয়া লিখা "কাজী আনোয়ার হোসেন" নামটা দেখেই শিহরিত হইসি। এই পর্যন্তই। আপনি উনার রীতিমত আড্ডা দেন আপনারে তো ভিন গ্রহের মানুষ মনে হয়...ভাই আপনার কাছে একটা তদবির আছে। যদি আপনার সাধ্যে কুলায় করে দিয়েন। আমি, আপনার আজীবন ঋনে আবদ্ধ থাকবো।
আগামী ১২ তারিখ আমার মেয়ে হবে ভাই...আর ৫ দিন আছে। ভালো নাম ঠিক করসি। ডাক নাম ঠিক করিনাই। ভাই, আপনি কি কাজীদার মুখ দিয়া একটা মেয়ের নাম বাইর করতে পারবেন? উনি যদি বলেন মেয়ের নাম ন্রাখতে 'ক'আমি 'ক' ই রাখবো। ভাই এটা আমার স্বপ্ন...আপনাকে বলা ছাড়া আর কাউরে বলিনাই। নট ইভেন মাই ওয়াইফ। কাজীদা দেয়া নাম যদি রাখতে পারি আমার আর কিছু চাওয়ার নাই। আপনি অনেক ব্যস্ত জানি। যদি সময় লাগে তাইলে নিবেন আমি মেয়ের নাম স্থগিত রাখবো।
অনেক বিরক্ত করে ফেল্লাম...কাজীদা কে নিয়ে ইমোশন আসলে কন্ট্রোল করা টাফ... ভাই, অনেক ভাল থাকবেন আর পারলে আমার বিদঘুটে স্বপ্নের ব্যাপারে কিছু করতে পারলে কইরেন...আমি আপনার খুব বড় মাপের ভক্ত...
আশা করতেসি দুই লাইন উত্তর পাবো...আশায় থাকলাম...
ইতি
এমন আবেগঘন ব্যাপারে আর কী করি! কাজীদার সাথে যোগাযোগ করলাম, উনি লিখলেন -
প্রিয় অণু,
তোমার ভক্ত বন্ধুর মেয়ের নাম 'স্বপ্না' রাখতে বলো ।
কাজীদা।
১১ মে, ২০১৩, এক অদ্ভুত রোদেলা সকালে স্বপ্নার আগমন ঘটেছে এই ধরাতে, স্বপ্না এবং তার মা সুস্থ আছে, এই নতুন শিশু যেন উদার আলোক মাঝে মুক্ত পরিবেশে অসাম্প্রদায়িক বাংলাদেশে বেড়ে ওঠে, একজন সুখী মানুষ হয়। জগতের সকল সুন্দর যেন তাকে ঘিরে রাখে।
আমার ভাবতে ভালো লাগে স্বপ্না নামের শিশুটি একদিন বড় মানুষ হবে এবং প্রতি মুহূর্তে তার নামের সাথে কাজী আনোয়ার হোসেন এবং সচলায়তন যুক্ত থাকবে।
বিশ্বব্রহ্মাণ্ড খুঁজে তন্ন তন্ন করে যতই জীবনের মানে বাহির করার চেষ্টা করি না কেন, অবচেতন ভাবে আমরা সবাই-ই জানি এই জীবনের কোন মানে নেই, উদ্দেশ্য নেই, অর্থ নেই, তারপর সেটা মানতে পারি না বিধায় নানা গল্প খাড়া করি আমাদের অস্তিত্বকে অর্থবহ করে তোলবার জন্য। কিন্তু এই ধরনের ছোট ছোট তীব্র আনন্দময় ঘটনাগুলো আমাদের গুরুত্বহীন জীবনকে গুরুত্বপূর্ণ করে তোলে, অর্থহীন বেঁচে থাকাকে আনন্দময় করে তোলে।
প্রিয় কাজীদা, আপনার দিকে চেয়ে আমাদের বিস্ময়ের শেষ নাই। এই অর্থহীন আদিগন্তহীন বেঁচে থাকা অনেকখানি অর্থময়, তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে আপনার সৃষ্টির সংস্পর্শে এসে।
শুভ জন্মদিন, কাজীদা
মন্তব্য
আমাদের প্রথম-তারুণ্যের হিরো কাজী আনোয়ার হোসেনকে জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা ! শুভ জন্মদিন কাজীদা !!
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
শুভ জন্মদিন, কাজীদা !!
facebook
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
facebook
শুভ জন্মদিন কাজীদা!
আর অণুদা আপনাকে ধন্যবাদ
facebook
কাজীদাকে জন্মদিনের শুভেচ্ছা।
মনে করিয়ে দেবার জন্য তারেক অনুকে ধন্যবাদ।
facebook
শুভ জন্মদিন কাজীদা। আমার বিশ্বাস এই লেখাটা আর আমাদের সবার শুভকামনা কাজীদা খুব আনন্দ নিয়ে দেখবেন
--------------------------------------------------------
আমি আকাশ থেকে টুপটাপ ঝরে পরা
আলোর আধুলি কুড়াচ্ছি,
নুড়ি-পাথরের স্বপ্নে বিভোর নদীতে
পা-ডোবানো কিশোরের বিকেলকে সাক্ষী রেখে
একগুচ্ছ লাল কলাবতী ফুল নিয়ে দৌড়ে যাচ্ছি
facebook
শুভ জন্মদিন কাজীদা :)
শুভ জন্মদিন কাজীদা
facebook
শুভ জন্মদিন, কাজী'দা !
আর প্রচারবিমুখ এই নিভৃতচারী মানুষটি সম্পর্কে জানানোর জন্য আপনাকেও ধন্যবাদ, অণু !!!
শুভ জন্মদিন, কাজী'দা !
facebook
চমৎকার অভিজ্ঞতা
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
facebook
স্যারদের চোখ এড়িয়ে স্কুলের বেঞ্চের তলায় অথবা লোডশেডিংময় রাতে হোমওয়ার্ক ফেলে হেরিকেনের টিমটিম আলোয় কাজীদার বই গোগ্রাসে গেলা-- মনে পড়ে গেল। শুভ জন্মদিন কাজীদা । অণুদাকে
facebook
শুভ জন্মদিন, কাজী আনোয়ার হোসেন।
স্বপ্নার নাম রাখা নিয়ে লেখাটা আগেও পড়েছিলাম কোথাও ( যতদূর মনে হয় ফেসবুকে), মুগ্ধ হয়েছিলাম ঘটনাটায়, এমনও হয়!
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
facebook
"তোমার জন্য ভালোবাসা কোনদিন ফুরাবেনা"
শুভ জন্মদিন কাজীদা, ধন্যবাদ অণু ভাই!
"তোমার জন্য ভালোবাসা কোনদিন ফুরাবেনা
facebook
শুভ জন্মদিন কাজী দা।
কাজী দার জন্মস্থান কোথায় বলা যাবে ভাই?
জাকারিয়া
কেন সেগুন বাগিচার কাজী ভবনে! যেখানে উনি বাস করেন সেই বাড়িতেই
facebook
জন্মস্থান মানে আমি বোঝাতে চেয়িছিলাম দেশের বা গ্রামের বাড়ী, যে কার গ্রামের সাথে কমন পড়ে তাই!
প্রিয় লেখককে জন্মদিনের শুভেচ্ছা।
ধন্যবাদ অণু
শুভ জন্মদিন কাজীদা
facebook
শুভ জন্মদিন কাজীদা !!
__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---
শুভ জন্মদিন কাজীদা
facebook
কাজীদা কে জন্মদিনের শুভেচ্ছা! আপনাকে ধন্যবাদ!
বলেন কি?
আব্দুল্লাহ এ এম
কেন? জানতেন না
facebook
শুভ জন্মদিন।
শুভ জন্মদিন কাজীদা
facebook
শুভ জন্মদিন,কাজীদা।
শুভ জন্মদিন কাজীদা
facebook
ক্রেজি ভক্তের কাহিনী পড়ে মজাই লাগলো ।
facebook
কাজীদার জন্মদিনে একরাশ শুভেচ্ছা।
অবাক লাগছে - এক বছর হয়ে গেলো - সচলায়তনে আমার প্রথম আগমন তারেক অণুর লেখার লিংক পেয়ে। দেখতে দেখতে এক বছর পার হয়ে গেলো!!
ধন্যবাদ অণু।
facebook
অসাধারন।
কাজীদার এরকম ভক্তের অভাব নেই আসলে।
কাজীদাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।
সত্য কথা ( আপনিও লাইনে নাকি ?)
facebook
শুভ জন্মদিন বিলটু মিযা,রাহাত খান,মাসুদ রানা।
facebook
প্রিয় কাজীদা, আপনার দিকে চেয়ে আমাদের বিস্ময়ের শেষ নাই।
আপনাকেও ধন্যবাদ অণু, এমন চমৎকার একটা অভিজ্ঞতা ভাগ করে নেবার জন্য।
আপনার সেই কমিকগুলো নিয়ে সচলে পোষ্ট ছাড়ুন না, দারুণ হবে।
facebook
ছুডুকালের ছুডু বিষয়। সচলপাতাকে কলঙ্কিত করতে চাই না
আরেহ না ! লিখেন রে ভাই
facebook
হঠাৎ মনে পড়ল, কাজীদার কুয়াশাকে নিয়ে ছয় পৃষ্ঠার একটা কমিকস এঁকেছিলাম। ছাপা হয়েছিল কিশোরপত্রিকাতেই
বিসিএ স ভাইভাতে জিজ্ঞাস করছিল, পুলিশ হতে চান কেন? উত্তর: কাজীদা বলছে। মানে? মানে- মাসুদ রানা হতে চাই। বিস্ময়ে হতবাক বোর্ড! এ কিরকম কথা? তাই তো, দেশপ্রেমের খাঁট নমুনা ওয়ান পিস!
ধন্যবাদ লেখাটার জন্য। (স্বপ্নীল সমন্যামবিউলিসট)
facebook
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
facebook
শুভ জন্মদিন, কাজী আনোয়ার হোসেন।স্বপ্না নামের শিশুটির প্রতি শুভকামনা।ধন্যবাদ,অণুদা।
অণু'দা অনুগ্রহ করে কাজী'দা কে আমার জন্মদিনের শুভেছা জানাবেন। উনি আমার ভীষণ পছন্দের মানুষ।
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
facebook
সবাই জীবনে সবদিক দিয়ে খুব অসাধারণ হওয়ার চেষ্টা করে আর থেকে যায় পরান্নপর। আর এই অসাধারণ মানুষ’টা যে কত সহজ আর সাধারণ তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারতাম না! ৪০ মিনিটের মত ছিলাম তাঁর সাথে, পুরোটা সময় শুধু শিখেছি কি করতে নেই নিজেকে বিপন্ন করে... শ্রদ্ধা!
আর, স্বপ্না বড় হোক!
facebook
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
শুভ জন্মদিন জনাব কাজী আনোয়ার হোসেন।
আপনার জয় হোক তারেক অনু।
------------------------------------
কামরুজ্জামান পলাশ
facebook
কাজী দা না থাকলে বাংলাদেশে পাঠক কমে যেত চার ভাগের তিন ভাগ
আরও বেশী
facebook
কাজিদা এর নাম শুনলে, কেন জানি না, আবেগে চোখের পানি চলে আসে ..
সত্য
facebook
নতুন মন্তব্য করুন