ইস্তাম্বুলের মাঝখান চিরে চলে গেছে ইতিহাস বিধৌত বসফরাস প্রণালী, জলের মাঝে একটি সরু আঙ্গুলের মত অনুপ্রবেশ ঘটেছে গোল্ডেন হর্নের, তার পাশের এক জমজমাট পানশালায় তুর্কি বন্ধুদের সাথে ঢুকেছি মাছ ভাজা আর পানীয়ের তাগিদে। বাহিরে ডিসেম্বরের ধারালো বাতাস, ভেতরটা উষ্ণ হয়ে আছে খাবারের গন্ধে আর হুক্কার ধোঁয়ায়। অর্ডার নিতে বেয়ারা এসে আলাদা চামড়ার দেখেই হবে, বেশ কৌতূহল প্রকাশ করে বন্ধুত্বপূর্ণ হাসি দিয়ে বলল, কী করা হয় বন্ধু?
বললাম ফিনল্যান্ডের এক বিশ্ব-বিদ্যালয়ে লেখাপড়া করি। তা আপনি কী করেন?
ঝকঝকে হাসি দিয়ে বলল, আমি ইস্তাম্বুলে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা অধ্যয়ন করি।
কিন্তু সেটা কী তা জানার আগেই সবার চাহিদা জেনে সে ফের উধাও হয়ে গেলে ধোঁয়াটে হেঁশেলে।
কী হতে পারে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়? সেটা কি দর্শন? নাকি জীববিদ্যা? না মহাকাশবিজ্ঞান? চিকিৎসাবিজ্ঞান? পদার্থবিদ্যা? ইতিহাস? অর্থনীতি? নৃবিজ্ঞান? আইন? ব্যবস্থাপনা? মাথার ধূসর কোষগুলোতে একের পর এক অনুরণন ঘটে গেল সেই কথা চিন্তা করতে করতে।
যখন সবার চাহিদা মত খাদ্য-পানীয় নিয়ে সে ফিরল, শুধু জিজ্ঞাসা করলাম, কী পড়েন আপনি ইস্তাম্বুলে?
আস্তে করে ট্রেটা টেবিলে রেখে মুচকি হেসে চোখের তারায় কৌতুক নিয়ে দৃঢ় কণ্ঠে সে বলল,
I study LIFE.
মন্তব্য
ছোকড়া তো বিশাল দার্শনিক ! সত্যিকারের গল্প নাকি ?
জীবনের চেয়ে বড় গল্প আর কি আছে !
facebook
"I Study Life"
ভাষাহীন !! এতো অল্প পরিসরে এতোটা আবিষ্ট কখনো হয়েছি কি ? মনে করতে পারছি না !!
facebook
লেখা যথারীতি ঝরঝরে, পাঠক আঁকড়ে ধরে রাখার মত। কিন্তু শিরোনামে ছিল জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ন বিষয় আর গল্পের ভিতরে এসে পেলাম বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ন বিষয়। শিরোনামটি "বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ন বিষয়" হলে মনে হয় আরো প্রাসঙ্গিক হত।
হুম , চিন্তা করছিলাম কে ধরতে পারে ব্যাপারটা! ফুজিয়ামাই পারল
facebook
একবার চোখ বন্ধ করে ভাবুন তো আমরা কি প্রতিদিন "I Study Life" মুখোমুখি হচিছ না !
facebook
পুলায় কয় কি!
_____________________________________________________________________
বরং দ্বিমত হও, আস্থা রাখো দ্বিতীয় বিদ্যায়।
facebook
--------------------------------------------------------
আমি আকাশ থেকে টুপটাপ ঝরে পরা
আলোর আধুলি কুড়াচ্ছি,
নুড়ি-পাথরের স্বপ্নে বিভোর নদীতে
পা-ডোবানো কিশোরের বিকেলকে সাক্ষী রেখে
একগুচ্ছ লাল কলাবতী ফুল নিয়ে দৌড়ে যাচ্ছি
facebook
অসাধারন, বাস্তবতার ছোয়ায় রচিত
facebook
হ্যাঁ, জীবন নামক বিষয়টায় অনেকেই আগ্রহ সহকারে পড়ালেখা করে। কিন্তু এমন করে বালে খুব কম মানুষ।
----------------------------
কামরুজ্জামান পলাশ
সত্য
facebook
হুম!
হয় ইনি একজন ছদ্মবেশী মহাপণ্ডিত মহাদার্শনিক ইন দ্য মেকিং - বেয়ারার ছদ্মবেশে অতি গোপনে আপাতত জীবনকে অধ্যয়ন করে প্রস্তুতি নিয়ে যাচ্ছেন। কয়েক বছরের মধ্যেই বিশ্ব হয়তো একজন নতুন ক্ষণজন্মা পুরুষ বা লেখককে পাবে। যেমন পেটেন্ট অফিসের অখ্যাত কেরানি থেকে আইনস্টাইনকে পেয়েছিল। তখন ঐ রেস্তোরাটা একটা তীর্থক্ষেত্রে পরিণত হবে। তারক অণু তখন বারবার যাবে ওখানে, ঐ বেয়ারার খোঁজ করবে, একটা অটোগ্রাফ নেয়ার জন্যে হা-পিত্যেশ করবে। একসাথে ছবি তুলে সচলে পোস্ট করে ঘোষণা দিবে - এই দেখ সবাই, বলেছিলাম কিনা, ইনি আমারই আবিষ্কার!
আর নয়তো ইনি নেহাতই একজন নেই কাজ তো খৈ ভাজ বাগাড়াম্বরপ্রিয় তরুন। হয়তো তারেক অণু ফিনল্যাণ্ডের বিশ্ববিদ্যালয়ে অধ্যনরত শুনে একটু ইর্ষাকাতরও। আর তাই আর কোন জবাব না পেয়ে এই 'টেক্কা দিলাম' মার্কা জবাব!
****************************************
facebook
হ চামবাজ একটা
..................................................................
#Banshibir.
বেয়ারা জটিল একটা সাবজেক্টে স্টাডি করছে।
যে সাবজেক্টে অনেকে স্টাডি করে নোবেল জিতছে।
facebook
কিছুই তো বুঝলাম না! কি সে পড়ে, আপনি কি বুঝালেন, কিছুই না।
আব্দুল্লাহ এ এম
facebook
সবারই অন্তর্নিহিত তত্ত্বই তো এটা, তাই না? জেনে অথবা না জেনে আমরা তো জীবনকেই অবলোকন করি। তবে এভাবে বলতে পারি না আমরা বেশীরভাগই।
হ
facebook
I study LIFE. কি-যে পছন্দ হল মানুষটার এই উপলব্ধি!
সেটাই, আজকাল নিজের পছন্দে বেছে নেয়া এই জীবন নিয়ে মানুষের প্রশ্নের উত্তর আর দেই না, মনে মনে বলি- ইটস মাই লাইফ
facebook
ভালোই লাগল অণুদা।
কিন্তু গল্পের মধ্যে আলাদাভাবে লাইন বোল্ড করে দেবার দরকার ছিল বলে মনে হয় না। কোন লাইনটা বোল্ড হওয়া দরকার সেটা পাঠকের হাতে ছেড়ে দিলেই বোধহয় ভাল। নিতান্তই ব্যক্তিগত অভিমত। শুভেচ্ছা নিরন্তর।
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
ঠিকই বলেছেন, খেয়াল রাখব। ( লাইনগুলো ৩ডি করে দিই )
facebook
হেহে তাইলে তো মুর্শেদ ভাইকে ডাকা লাগবে মনে হয়
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
facebook
কতকাল ধরে চেষ্টা করে যাচ্ছি, কতটুকুই বা শিখতে পেরেছি ! এ বিদ্যার অন্ত নেই বোধহয়।
ঠিক
facebook
মন মাঝি বলেছেন- 'টেক্কা দিলাম' মার্কা জবাব!
facebook
বাহ
স্বয়ম
facebook
আমিও লাইফ স্টাডি করতে চাই...
তারপর গোলামকে শেখাব "Lessons Of Life" (জন্মের শিক্ষা)
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
facebook
বালা পাইলাম বেশ
facebook
আমিও LIFE study করতেসি। তবে ছাত্র ভালা না। মাথায় বেশী ঢোকে না।
- একলহমা
facebook
ইসরাত
facebook
জীবনের কী আসলেই কোন মানে আছে, অণু? না থাকলে স্টাডি করে কীহবে?
কোন মানে নাই
facebook
অণু'দার অণুগল্প গুলান তো জব্বর!
তাই! লিখব আরও?
facebook
লিখব আরও মানে??!!! সে আর বলতে?
facebook
Life is a study
লাইফ ইজ এ জার্নি
facebook
আমরা তো জানতাম, "তারেকাণু ইজ কল্ড জার্নি"... এক্ষণ জানলাম "লাইফ ইজ এ জার্নি"... তাইলে, "তারেকাণু ইজ লাইফ" ?? ...
(কেউ আবার জানান দিয়েন না যে - "লাইপ ছাকচ" )
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
'জীবন চোষে'
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
facebook
আবার মনে পইড়া গেল
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
লাইফ স্টাডি আগে বহুত করছি, কিন্তু একবার ফেল মারলাম ।তখন খুব কষ্ট পাইলাম । তারপর থেইকা বাদ দিছি।
মানুষের জীবন এক রহস্য , যতই এই রহস্য উন্মোচন করতে যাবেন, ততোই এর গভীরে চলে যাবেন। তখন মনে হবে এই রহস্যের শেষ কোথায়।
তাতেই তো মজা! বোরিং না !
facebook
হিমেল খালেদ
facebook
সত্যই বলেছে বৈকি...
ব্যাটা বেশী চাল্লু !
facebook
সবাইকেই তো এই ক্লাসে ক্লাস করতে হয় সারা জীবন,কেউ খুব মনোযোগী হয়ে চিকিৎসক,প্রকোশৌলি কিংবা বিজ্ঞানী হয় আর এই একি ক্লাসে কেউ কেউ অমনোযোগী হযে অনুদার মতো বাউন্ডুলে হয়ে সারা পৃথিবীটা ঘুরে বেড়ায়,দেখে বেড়ায় হাজারো জীবন আর জনপদ।বাড়তে থাকুক এমন অমনোযোগী ছাত্রের সংখ্যা।
নতুন মন্তব্য করুন