অনেক আগে পাখিবিশেষজ্ঞ প্রকৃতিপ্রেমী ইনাম আল হককে জিজ্ঞাসা করছিলাম, প্রকৃতি রক্ষায় বাঙ্গালীর মত কেয়ারলেস জাতি কি বিশ্বে আর আছে? উনি সাথে সাথেই বলেছিলেন- অনেক আছে, এই থাইল্যান্ডের কথায় ধরেন, সেখানে মানুষের লোভের কাছে, প্রয়োজনের কাছে প্রকৃতি সম্পূর্ণ পরাজিত। ম্যানগ্রোভ বন প্রায় শেষের পথে, কিন্তু আজ যদি বাংলাদেশে বলা হয় সুন্দরবন আস্তে আস্তে কেটে সাফ করে বিশাল চিংড়ীর ঘের তৈরি হবে, কাড়ি কাড়ি টাকা আসবে, দেখবেন বাংলাদেশে নিরীহতম মানুষটিও ফুঁসে উঠবে প্রতিবাদে। বাংলাদেশের লোক কোন সময় সুন্দরবন নষ্ট হতে দিবে না।
সেই আশাতেই বুক বাঁধি, আজ কোন কথা বলছি না সুন্দরবন ধ্বংস করে হাতে নেওয়া কোন আত্মঘাতী প্রজেক্ট নিয়ে, জাহাজভাঙ্গার ঘাট নিয়ে, রামপাল প্রজেক্ট নিয়ে, শুধু আশা করি এই ছবিগুলো দেখে যেন আপনি একবারের জন্যও আপন মনে অস্ফুট কণ্ঠে বলেন- আহ, কী সুন্দর আমাদের সুন্দরবন!
তাহলেই জানব সুন্দরবন একা না টিকে থাকার লড়াইয়ে, আমি আছি, আপনি আছেন, আমরা আছি।
মাডস্কিপার ( একটি মাত্র মাছ যা কিছু গাছে উঠতে পারে !)
বন্ধুত্ব ( অনেক শুনেছি বানর ও হরিণের বন্ধুত্বের কথা, কিন্তু এক ফ্রেমে পেলাম এই প্রথম)
লীলেন দা তার সাকিন সুন্দরবনে লিখেছিলেন বর্তমানের সুন্দরবনের করুন কাহিনী-
নাচতে নাচতে গাজী সদরুল হাসে- আগে সুন্দরবনের পানিতে ভাসত মরা গাছ। এখন ভাসে পোড়া ডিজেল। ভটভট ভটভট ভটভট... সুন্দরবনের সব নদী এখন ভটভট ভটভট ভটভট। দিন রাত এখন সুন্দরবনে ট্রলার আর জাহাজের মিউজিক বাজে ভটভট। হরিণ পাতা খেতে এসে ট্রলারের শব্দ শুনে দৌড়ায়। বাঘ পানি খেতে এসে জাহাজ দেখে দৌড়ায়। কুমির রোদ পোহাতে ডাঙায় উঠে মানুষ দেখে নদীতে লাফায়। পুরা সুন্দরবনের মালিক এখন ভটভটিওয়ালা পর্যটকরা। বাঘ হরিণ বানর কুমির সবাইকে এখন ভটভটির আওয়াজ থেকে নিজেকে লুকিয়ে খেতে হয়- ঘুমাতে হয় এমনকি সংগমও করতে হয়...
সুন্দরবনে সবচেয়ে বিরক্ত হয়েছি করমজলে যেয়ে, কুমির প্রজনন কেন্দ্র অসভ্য মানুষের ভিড়ে সরগরম, একটা বানর বা পাখি দেখলেই ছুটে যেয়ে যাবতীয় নির্যাতনের চেষ্টা করা ছিল খুবই সাধারণ একটা ব্যাপার, বিরিয়ানির মৌ মৌ গন্ধ ভরা দূষিত বাতাসে এই নিরীহ বানরটিকে বজ্জাত মানুষদের করা সবচেয়ে সুশীল প্রশ্ন ছিল- এই বান্দর, তোর পুটকি লাল কেন?
কী আশা রাখব আমরা মানুষের কাছে, তাদের আকাশচুম্বী লোভ, পাতালভেদী চাহিদার কাছে? অন্তত নিজেদের কাছে যেন আমরা এতটুকু আশা রাখতে পারি যে সুন্দরবনে সুন্দর আমরা নষ্ট করব না, সেখানে যেয়ে হরিণ মাংসের খোঁজে বন উজাড় করব না, বিরিয়ানি প্যাকেট ফেলে খাল ভরাট করব না।
( সচলায়তনে সুন্দরবন মানেই লোচনবক্সী মানে কিনা আমাদের মুস্তাফিজ ভাই, ৪২ ছবির সামান্য পোস্টটি তার জন্য )
মন্তব্য
দারুণ। সুন্দরবনকে আমাদের বাঁচাতেই হবে। অনেক ধন্যবাদ লেখাটির জন্যে।
সুন্দরবনকে আমাদের বাঁচাতেই হবে।
facebook
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
সুন্দরবনকে আমাদের বাঁচাতেই হবে।
facebook
বেশ কয়েকটা ছবি হৃদয়ে জড়ায় নিলাম, আহারে কী সুন্দর!!
সুন্দরবনকে আমাদের বাঁচাতেই হবে।
facebook
যেখানে সেখানে ময়লা ফেলাটা মনে হয় বাঙালীর মজ্জাগত অভ্যাস। আমি নিজে কখনোই এই কাজ করিনা, মানুষজনকে বললে হাসাহাসি করে, তাদের কথা এটা বাংলাদেশ, আমেরিকা-সিঙ্গাপুর না যে ঠিক জায়গায় ময়লা ফেলতে হবে। এটা কেমন যুক্তি আমি কোনোদিন বুঝতে পারিনি। কক্সবাজারতো টুরিস্ট সিজনে সম্ভবত পৃথিবীর ময়লাতম বিচে পরিণত হয়। একটা ছবিতে দেখেছিলাম সিলেটের হামহাম ঝরনার পাশে বিরানি-চিপসের প্যাকেটের স্তুপ।
আপনি এ ব্যাপারে আপনার অভিজ্ঞতা নিয়ে লিখলে কিছু মানুষ সচেতন হতো যেহেতু আপনি খুবই জনপ্রিয় ভ্রমণকাহিনী লেখক। সুন্দরবন নিয়ে এই পোস্টটাও খুব দরকার ছিলো।
সত্য বলেছেন বাঙ্গালীর ময়লা ফেলা নিয়ে, রবি ঠাকুর পর্যন্ত সেই কবে বলে গেছেন যেখানে সেখান থুথু ফেলার বদভ্যাস নিয়ে।
facebook
কত কী যে জানার বাকি! 'মাডস্কিপার'-কে অদ্ভুত লাগল!
আর ছবিগুলার মধ্যে 'বন্ধুত্ব'কেই মনে থাকবে বোধ হয়!
~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...
সুন্দরবনকে আমাদের বাঁচাতেই হবে।
facebook
অসাধারণ সব ছবি!
সব ঠিক আছে। শুধু একটা ডোরাকাটা বাঘকে মিস করছি।
ঐটা আশে পাশেই ছিল বলে শুনেছি , পরে বলব সেই কাহিনী
facebook
কি কাহিনী? হিম্ভায়ের গপ্পের মত বিড়িখাওয়া বাঘের হাগমার্ক দেখেছেন নাকি?
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
facebook
চমৎকার ছবি। দু দফায় সুন্দরবনে ১৮ দিন থাকার অভিজ্ঞতা আছে। সুন্দরবনের টপ সয়েল নিয়ে কাজ ছিলো। পলিউশন বেড়েছে অনেক। পিকনিক পার্টি গুলো খুব উৎপাত করে। আর এখন ষোলকলা পুর্ন করার ব্যাবস্থা হচ্ছে। বাঘ বাঁচলে সুন্দরবন বাঁচবে।
সুন্দরবনকে আমাদের বাঁচাতেই হবে। পিকনিক সম্পূর্ণ বন্ধ সম্ভব না হলেও নিয়ন্ত্রনে আনার দরকার এখনই
facebook
চ্রম ভাই চ্রম...
সুন্দরবনকে আমাদের বাঁচাতেই হবে।
facebook
সুন্দরবনকে আমাদের বাঁচাতেই হবে।
facebook
মানুষের আদিম বৈশিষ্ট্যই হলো সে নিজে ধ্বংস না হওয়াতক সবকিছু ধ্বংস করে যায় !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
একমত, খাঁটি বাঞ্চুদ একটা প্রাণী (কয়েকজন বাদে)
facebook
দুর্দান্ত...বাঁদর-হরিণের ছবিটা অসাধারণ।অন্যগুলিও মন ছুঁয়ে গেল,চোখ ভরে দেখলাম। মিস করলাম বাঘমামাকে...এই সৃষ্টিকে যেকোনোভাবে বাঁচাতেই হবে।
সুন্দরবনকে আমাদের বাঁচাতেই হবে।
facebook
সুন্দরবনকে আমাদের বাঁচাতেই হবে।
facebook
থাকুক সুন্দরবন...
সুন্দরবনকে আমাদের বাঁচাতেই হবে।
facebook
তবে ইয়ে, আপনার কথা বার্তা ঠিক মাথায় ঢুকলো না -- এক দঙ্গল স্টীমারে কইরা, বাবুর্চি লইয়া, বমি করতে করতে যাব, বিশাল হাড়িতে খানা, পোলাও-কোর্মা মুরগীর রোষ্ট পাকাব, মাইকে মুন্নি বদনাম হুয়ি গানা বাজাব, চারিদিকে হাড়-কাটা-বিরিয়ানীর-বাক্স-পলিথিনের মচ্ছব করব, সন্ধ্যে হলে জংগলে হেগেই না তবে বাড়ি ফিরা। এই না হইলে পিকনিক হয় নাকি?
-- রামগরূড়
facebook
সুন্দরবনকে আমাদের বাঁচাতেই হবে।
facebook
সুন্দরবনকে আমাদের বাঁচাতেই হবে।
facebook
সুন্দরবনকে বাঁচাতেই হবে। আমাদের অস্তিত্ব্যের
জন্যে,সৌন্দর্য্যের জন্যে।
সুন্দরবনকে আমাদের বাঁচাতেই হবে।
facebook
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
সুন্দরবনকে আমাদের বাঁচাতেই হবে।
facebook
দারুণ!
সবচেয়ে ভাল লাগল পাতানিদ্রা।
মন খারাপ লাগল বৈধ উজাড় দেখে আর
শিহরণ লাগল বড়মামার উপস্থিতির চিহ্ন দেখে!
- একলহমা
সুন্দরবনকে আমাদের বাঁচাতেই হবে।
facebook
আহা রে! এতো অপূর্ব যে সম্পদ তা ধ্বংস হতে দেয় কি করে মানুষ? একটুও কি মায়া লাগে না? ছবিগুলো দেখে চোখ জুড়িয়ে গেলো। বেঁচে থাক! দেশের সাথে বনটাও হাজার বছর বেঁচে থাক। কোনরকমে মানুষের লোভের হাত থেকে বেঁচে যাক।
--------------------------------------------------------
আমি আকাশ থেকে টুপটাপ ঝরে পরা
আলোর আধুলি কুড়াচ্ছি,
নুড়ি-পাথরের স্বপ্নে বিভোর নদীতে
পা-ডোবানো কিশোরের বিকেলকে সাক্ষী রেখে
একগুচ্ছ লাল কলাবতী ফুল নিয়ে দৌড়ে যাচ্ছি
সুন্দরবনকে আমাদের বাঁচাতেই হবে।
facebook
সুন্দরবনকে আমাদের বাঁচাতেই হবে।
facebook
অসাধারণ সুন্দরবন, অসাধারণ ছবি আর অসাধারণ লেখা।
-এস এম নিয়াজ মাওলা
সুন্দরবনকে আমাদের বাঁচাতেই হবে।
facebook
সুন্দরবন না বাঁচলে দক্ষিণাঞ্চল বাঁচবে না, দক্ষিণাঞ্চল না বাঁচলে বাংলাদেশ কি করে বাঁচে?
পোস্টে পাঁচতারা!
সুন্দরবনকে আমাদের বাঁচাতেই হবে।
facebook
সুন্দরবনকে আমাদের বাঁচাতেই হবে।
-------------------------------------
কামরুজ্জামান পলাশ
সুন্দরবনকে আমাদের বাঁচাতেই হবে।
facebook
হ্যাঁ, সুন্দরবনকে আমাদের বাঁচাতেই হবে!
আব্দুল্লাহ এ এম
সুন্দরবনকে আমাদের বাঁচাতেই হবে।
facebook
বাঁচবে, অবশ্যই বাঁচবে
______________________________________
পথই আমার পথের আড়াল
সুন্দরবনকে আমাদের বাঁচাতেই হবে।
facebook
সু্ন্দরবনকে আমাদের বাঁচাতেই হবে, তবে তা প্রকৃতির হাতেই ছেড়ে দিয়ে--আমাদের প্লান করা সিস্টেমে পোষা সুন্দরবন আমি চাই না।
-------------------------------------------------
ভালবাসা কেবল নিজেকে দেয় এবং নিজ থেকে নেয়-
ভালবাসার যেমন নিজেরও কিছু নেই, তেমনি সেও কারো নয়;
কেননা, ভালবাসার জন্য শুধু ভালবাসাই যথেষ্ট।
সুন্দরবনকে আমাদের বাঁচাতেই হবে।
facebook
সুন্দরবন বাঁচবেই - এটা আমার দৃঢ় বিশ্বাস। এভাবে এক এক কোণা থেকে গুন্জন শুরু হলে সেটা কলরব হবেই হবে। আর একবার কলরব হলে বাকীটা আর দেখতে হবে না।
____________________________
সুন্দরবনকে আমাদের বাঁচাতেই হবে।
facebook
ছবিগুলা দেখে মনের মধ্যে কেমন হাহাকার করে উঠলো , এত সুন্দর আমাদের সুন্দরবন আর আমরা কি তাকে ধ্বংস করার পথে, সুন্দরবনকে আমাদের বাঁচাতেই হবে।
ইসরাত
সুন্দরবনকে আমাদের বাঁচাতেই হবে।
facebook
অসাধারন। সুন্দরবন গিয়েছিলাম এ বছরের শুরুতে। এতো ভালো লেগেছিল যে বলার মতো না। আবার যাবো সময় পেলে।
অবশ্যই, আমিও যাব
facebook
এমন সুন্দর সুন্দরবনকে চোখের সামনে নিঃশেষ হতে দেয়া যায় না, সুন্দরবনকে বাঁচাতেই হবে।
সুন্দরবনকে বাঁচাতেই হবে।
facebook
সুন্দরবনকে খুব নিবিড়ভাবে দেখার ভাগ্য হয়নি, করমজল পর্যন্ত গিয়েছিলাম।
আর, যেখানে সেখানে ময়লা ফেলার মাঝে কোন বীরত্ব নেই -একথা আমরা মনে হয় কোন দিনই বুঝব না।
শুভেচ্ছা
করমজল ছিল আমার জঘন্য অভিজ্ঞতা
facebook
নতুন মন্তব্য করুন