২৯৯ + ১

তারেক অণু এর ছবি
লিখেছেন তারেক অণু (তারিখ: সোম, ০৫/০৮/২০১৩ - ৬:৩০অপরাহ্ন)
ক্যাটেগরি:

অণু দা,

আপনার প্রতি কৃতজ্ঞতার শেষ নাই আমার, কারণ বেসিক্যালি আপনার পোস্ট পড়েই প্রকৃতির প্রেমে পড়ে গিয়েছিলাম। এখনো যখন সকাল বেলা কফি নিয়ে বের হই ক্লাস করব বলে, ক্লাসের কথা ভুলে গিয়ে খরগোশের দিকে তাকিয়ে থাকি, আপনার কথা মনে হয়। আপনার পোস্ট না পড়লে ওদের কে নিয়ে এত্ত এত্ত চিন্তা করতাম না।

খুব ভাল থাকুন আপনি। অনেক অনেক পোস্ট দিয়ে যান।

নিশিতা

এমন এক মনছোঁয়া বার্তা পেলে সকাল থেকেই দিনটা ভাল যায়, কমাস আগের কমলা রঙা ভোরে সাত সমুদ্দুর তের নদীর দেশের ওপার থেকে নিশিতার পাঠানো চিঠি খানিকটে ভাবিয়ে তুলল, আসলেই কি আমার ছন্নছাড়া লেখা, ছবি, বিশ্ব সেরা কবিতার সাথে মলিন ছবি মেলানোর হাস্যকর প্রচেষ্টা আদৌ কারো কারো মনে কিছুটা হলেও রেখাপাত করেছে, কিছুটা হলেও জীবনের সুন্দরকে আবাহনের প্রচেষ্টা জানিয়েছে?

জীবনে লিখতে চাইনি কোন সময়ই, নিবিষ্ট থাকতে চেয়েছি পড়াতেই, একনিষ্ঠ পড়ুয়া হবার চেয়ে আনন্দের আর কী আছে একরত্তি জীবনে? কিন্তু কোন এক বিষণ্ণ বাদামী বিকেলে বিশ্বের উত্তরতম জনপদে অবস্থানের সময় পারদঝলমলে ঝিলিক দেখানো ফিয়র্ডের কিনারে যখন নাম না জানা সামুদ্রিক পাখির ঝাঁককে নেমে এসে বাসা তৈরিতে ব্যস্ত দেখলাম, বুকের ভেতরে চেপে রাখা অজানা অনুভূতিগুলো খাঁচাবদ্ধ পায়রার মত মুক্তির আকাঙ্ক্ষায় ডানা ঝাপটে উঠল তীব্র ভাবে, মনে আসল একাকী কৈশোরে উত্ত্র সাগরের এই রূপ, এখানের মানুষ জীব-বৈচিত্র, প্রকৃতি জানার জন্য কতই না ছটফট করে সত্য-মিথ্যা মিশিয়ে লেখা বাঙ্গালী লেখকদের বই বা খবরের কাগজের লেখা পড়তাম! কেমনে হবে আজ সেই জায়গায় দাঁড়াবার পর যদি এই খাঁটি আবেগে মোড়া অনুভূতি যদি দুর্বল ভাষায় প্রকাশের চেষ্টা করি, হয়ত বাংলা নামের দেশটার ভুলে যাওয়া কোন জনপদের কৌতূহলী কিশোর -কিশোরী জীবনের তীক্ষ বাঁকে সেই লেখায় চোখ বুলাবে, বিভোর হবে পৃথিবীর সৌন্দর্যে, অভিভূত হবে মানুষের সৃষ্টিশীলতায়, মাতাল হবে ভবিষ্যতের অভিযান পরিকল্পনায়।

সেই থেকে লেখার মকশো করার অলস চেষ্টা, ফিনল্যান্ডের পত্রিকা, বাংলাদেশ বার্ড ক্লাবের পাখির ম্যাগাজিন, দেশের জনপ্রিয়তম একাধিক দৈনিক খবরের কাগজে টুকটাক লিখতে লিখতে একদিন লেখা শুরু হল সচলায়তনে, সেই গল্প বলেছি এই পোস্টে।

আমি মনে করি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ২ টি জিনিস হচ্ছে স্মৃতি এবং বন্ধুরা, সচলায়তন আমাকে এই দুইটা জিনিসই দুই হাত ভরিয়ে দিয়েছে, বিশ্বের অগণিত ভূখণ্ডের ছড়িয়ে থাকা চমৎকার মানুষগুলোর সাথে পরিচয় হয়েছে, বন্ধুত্ব দানা বেধেছে, এমনকি একসাথে অভিযানেও যাওয়া হয়েছে সচলের লেখার সুবাদের পরিচয়ের ফলে। সচলের লেখার বিপদ-আপদ নিয়ে একটা পোস্ট দিয়েছিলাম কমাস আগে, এই খানে

হঠাৎ খেয়াল করে দেখি এই পোস্টটি সচলায়তনে আমার ৩০০ নম্বর পোস্ট, টেস্ট ক্রিকেটে প্রথম ৩০০ উইকেট নেওয়া বোলার বলেছিলেন আমাকে অতিক্রম করা পরবর্তী বোলারটি হবেন খুবই ক্লান্ত একজন মানুষ, ক্রিকেটের সাথে লেখার কোন তুলনা হয় না, তারপরও স্রেফ ৩০০ সংখ্যাটার জন্য তুলনাটা টানলাম, এবং আমি মোটেও ক্লান্ত নই, মাথা গিজগিজ করছে আগামী পোস্টগুলোর পরিকল্পনা নিয়ে, উদ্যমে ভরপুর সবসময়ের মত, কেবল একটুকু সময় পেলেই ব্যাটে-বলে হয়েই যাবে।

প্রিয় পাঠক, শুধু এটুকুই বলার আছে, আপনাদের সাথে আমি কোন সময়ই ফাঁকিবাজির চেষ্টা করি নি, নিজের যা বলার ছিল, যা দেখাতে চেয়েছিলাম সৎ ভাবেই সেটা তুলে আনার চেষ্টা করেছি নানা পোস্টে। হয়ত যথেষ্ট পরিশ্রম ছিল না, আলসেমিতে ভরা ছিল ক্ষেত্র বিশেষে, বানান ভুল ব্যথিত করেছে নিবিড় পাঠকদের, কিন্তু প্রচেষ্টায় কোন ঘাটতি ছিল না। আর লিখেছি কিন্তু সবখান থেকেই- বিমান, বাস, ট্রাক, ট্রেন, জাহাজ, নৌকা, ট্রলার, এমনকি একবার গরুর গাড়ীতে বসেও! ডুবোজাহাজ আর রকেট বাকী, হয়ে যাবে আশা রাখি!

নিশিতার মত অনেকেই জানিয়েছেন বিশেষ করে বাংলাদেশে অবস্থানকারী বন্ধুরা যে এই বিরুদ্ধ সমাজে অবস্থান করেও তারা দেশ ঘোরার, জীবনকে নতুন ভাবে ছুঁয়ে, ছেনে দেখার অনুপ্রেরণা পেয়েছেন আমার অপাংক্তেয় লেখা থেকে। আপনাদের সবার প্রতি আমার ঋণের শেষ নেই, শেষ হবার নয়।

ভালো থাকুন, সুস্থ থাকুন, সচল থাকুন, সচল রাখুন।

আর হ্যাঁ, ঘোরাঘুরি চলুক সমানতালে, ঘরের বাহিরে বা মনের গভীরে।


মন্তব্য

বেচারাথেরিয়াম এর ছবি

হেইয়ো, একটু খাওয়াদাওয়ার ব্যাবস্থা করলে হত না এই ট্রিপল সেঞ্চুরী হাকানো উপলক্ষে

তারেক অণু এর ছবি

হয়ে যাক, লিয়ে লিব

বেচারাথেরিয়াম এর ছবি

জার্মানদ্যাশে আহেন, আমিই খাওয়ামুনে।

তারেক অণু এর ছবি

কোন শহরে?

বেচারাথেরিয়াম এর ছবি

ব্রেমেন, বাট সেইটা ব্যাপার না-আসপাশের যেইখানেই আসেন আওয়াজ দিয়েন।

তারেক অণু এর ছবি

ওকে

রকিবুল ইসলাম কমল এর ছবি

হাততালি
অভিনন্দন

তারেক অণু এর ছবি
সাক্ষী সত্যানন্দ এর ছবি

হাততালি হাততালি হাততালি

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

তারেক অণু এর ছবি

অ্যাঁ আস্তে! এত্ত তালি কিসের -

সাক্ষী সত্যানন্দ এর ছবি

বেশি আর কই? প্রতি তালির মান ১০০ দেঁতো হাসি

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

তারেক অণু এর ছবি
অতিথি লেখক এর ছবি

গুরু গুরু অভিনন্দন বস! সচলায়তনের পক্ষ থেকে একটা তারেক অণুরে একখান মানপত্র দেয়া হোক।

……জিপসি

তারেক অণু এর ছবি

আহেম! মানে পরের জার্নির টিকেট? খাইছে

দাঁড়কাক এর ছবি

হাততালি হাততালি হাততালি হাততালি হাততালি হাততালি

তারেক অণু এর ছবি

ব্যাথা করবে তো!

তমিস্রা এর ছবি

অভিনন্দন তারেক ভাই!

তারেক অণু এর ছবি
অনার্য সঙ্গীত এর ছবি

আপনি এইসব ফটোশপ করা ছবি আর পোস্ট দিয়ে দিয়ে জগতের সকল নিশিতা ভাগায় নিয়া গেলেন! পাঠিকাশূন্য এই জীবন রেখে আর কী করব! ভাবতেছি বৈরাগী হবো মন খারাপ
মনে না চাইলেও ৩০০তম পোস্টের অভিনন্দন জানাইলাম।

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

তারেক অণু এর ছবি

আপনি বই-রাগী নাকি? আপনি তো জানতুম আপনি পেলে-বয় ! খাইছে

সুবোধ অবোধ এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

তারেক অণু এর ছবি
স্যাম এর ছবি

হো হো হো গড়াগড়ি দিয়া হাসি

ফারাবী এর ছবি

যাত্রা অব্যাহত থাকুক আমাদের বাংলার বতুতার, এই কামনাই করি হাততালি

তারেক অণু এর ছবি
সত্যপীর এর ছবি

নিয়মিত এরম ভক্ত পাটিকাদের বার্তা পাইলে আমিও কবে তিনশ পারোইতাম!

..................................................................
#Banshibir.

সুবোধ অবোধ এর ছবি

ঠিক,ঠিক...
হো হো হো

তারেক অণু এর ছবি
তারেক অণু এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি কামেল পীর আপনি! আপনার কি আর মুরিদানের অভাব চোখ টিপি

সুবোধ অবোধ এর ছবি

অভিনন্দন!!
হাততালি হাততালি

তারেক অণু এর ছবি
অনিমেষ পাল এর ছবি

অভিনন্দন!
অণু, বয়েসে আপনি আমার অণুজ তথাপি শ্রদ্ধায় আমার নতজানু হতে ইচ্ছে করে আপনার সাহস ও চেতনার সামনে। চালিয়ে যান, আমরা অসংখ্য আছি আপনার সাথে।

তারেক অণু এর ছবি

কি কথা! লইজ্জা লাগে

ভালো থাকুন সবসময়ই

শাফায়েত এর ছবি

আপনাদের সবার প্রতি আমার ঋণের শেষ নেই, শেষ হবার নয়।

ভূল বললেন, আপনার প্রতি পাঠকদের ঋণের শেষ নেই। সেবার প্রকাশনীর বইয়ের পর আপনার ব্লগ থেকেই মনে হয় দুনিয়া সম্পর্কে সবথেকে বেশি জেনেছি।

তারেক অণু এর ছবি

আরেহ না

ইয়াসির আরাফাত এর ছবি

শুধু এটুকুই বলার আছে, আপনাদের সাথে আমি কোন সময়ই ফাঁকিবাজির চেষ্টা করি নি, নিজের যা বলার ছিল, যা দেখাতে চেয়েছিলাম সৎ ভাবেই সেটা তুলে আনার চেষ্টা করেছি নানা পোস্টে।

ঠিক গুরু গুরু

তারেক অণু এর ছবি
অতিথি লেখক এর ছবি

আপনি লিখতে থাকেন, আমরা গুনতে থাকি।

অভিনন্দন। চলুক সমানতালে। নিবিষ্ট পাঠক আমি। অভিনন্দন আবারো।

স্বয়ম

তারেক অণু এর ছবি

ধন্যবাদ

কাজি মামুন এর ছবি

অভিনন্দন, অণু ভাই!
আগেও বলেছিলাম, সচলের সবচেয়ে সচল কলমটি বোধ করি আপনার! আপনার সেই কলম শুধু সচলকেই সমৃদ্ধ করে না, সঙ্গে ঘরকুনো বাঙ্গালিকেও দেখিয়ে আনে আদিগন্ত বিশ্ব, এমনকি ঘরের পাশেই হিরণ্ময় দ্যুতি ছড়ানো একটি ধানের শিষের উপর একটি শিশির বিন্দু! আর এভাবে আপনার কলম অহর্নিশি রক্ত সঞ্চালন করে যায় হতোদ্যম বাঙ্গালির রুগ্ন শরীরে।

তারেক অণু এর ছবি

লেখা -গুড়- হয়েছে শুভেচ্ছা নিরন্তর

স্যাম এর ছবি

অভিনন্দন!!
আজ ই প্রথম আপনার প্রথম লেখাটাও পড়লাম!
৫০০তম পোস্ট এর দিন গ্র্যান্ড পার্টি চাই।

তারেক অণু এর ছবি

বাচব কি ততদিন ! ইয়ে, মানে মানে আপনার ব্যানারের সংখ্যাও নেহাত কম না কিন্তু দেঁতো হাসি

স্যাম এর ছবি

বেশি সুমায় লাগবেনা এনশাল্লাহ শয়তানী হাসি

জোক্স এপার্ট - অণুদা, এটা আসলেই একটা ম্যামথ টাস্ক যেটা আপনি করেছেন একটা টুপিখোলা অভিনন্দন আবারো।

তারেক অণু এর ছবি

সিরিয়াসলি আপনার ব্যানারের সংখ্যা জানান ( যদিও সংখ্যাতে কিচ্ছু যায় আসে না)

চরম উদাস এর ছবি

মহান পর্যটক তারকাণুর ৩০০ তম পোস্ট উপলক্ষে সচলের পক্ষ থেকে মানপত্র ...

হে মহান ভূ পর্যটক,
এই পৃথিবীর মাটি আগে শক্ত ছিল। সবই ছিল পাথর বা শক্ত মাটি। আপনার পদচারনায় এই পৃথিবীতে যাবতীয় প্যাঁক কাদার সৃষ্টি। আপনি পদ যেখানেই পতিত হয়েছে সেখানের মাটিই আপনার অত্যাচারে কাদা কাদা হইয়াছে ...

হে পাটিকাদের লেখক,
আপনি আসার আগে পৃথিবীতে ছিল কেবল পাঠক আর পাঠক। আপনি লেখালেখি শুরুর পর এখন পৃথিবী জুড়ে কেবল পাটিকা আর পাটিকা। এইসব পাটিকারা কেউ আপনাকে পেয়ে হরলিক্স খায় আর কেউবা আপনাকে না পেয়ে হারপিক খায় ...

হে মাসুদ রানা,
আপনি টানেন কিন্তু বাঁধনে জড়ান না। পিথিবিতে পুরুষ দুই প্রকার। আমার মতো মুরগী পুরুষ আর আপনার মতো হংস পুরুষ। আমার মতো অকালকুষ্মাণ্ড মুরগী পুরুষেরা পানিতে নামিতে না নামিতেই ভিজে চুপাচুপ ললিপপ হইয়া সেইখানেই যৌবনের সমাপ্তি ঘোষণা করে। আর আপনি হংস পুরুষ এক পুষ্করিণীতে ঝাপাইয়া সাঁতার কাটিয়া উঠিয়া গা ঝাড়া দিয়া প্যাঁক প্যাঁক করিতে করিতে অপর পুষ্করিণীর দিকে রওনা দেন ...

হে হালাল প্রিন্স অব ইংল্যান্ড,
ব্রিটিশ প্রিন্সেস ছিলেন মরুভূমির মতো শুকনা। আপনি এলেন যেন অনেকদিনের পর বৃষ্টি এলো। আপনার ব্রিটেন আগমনের দশ মাস দশ দিন পর রাজপরিবার আলোকিত করে রয়েল বেইবি ...

... ... মানপত্র লেখা শেষ করে বাঁধাই করে আপনাকে পাঠিয়ে দিব নে।

স্যাম এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি হো হো হো

তারেক অণু এর ছবি

দেঁতো হাসি গড়াগড়ি দিয়া হাসি প্যাঁক কাদার মুরগী পুরুষ আর আপনার মতো হংস পুরুষ। দেঁতো হাসি

রণদীপম বসু এর ছবি

এখন তালিয়া হবে ! হাততালি

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

তারেক অণু এর ছবি

ক্যান!

রণদীপম বসু এর ছবি

ক্যান আবার ! মানপত্র পাঠের পর তালিয়া বাজাতে হয় না !!

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

তারেক অণু এর ছবি

অসমাপ্ত তো !

প্রোফেসর হিজিবিজবিজ এর ছবি

তাইলে অসমাপ্ত তালিয়া হোক - মানে অর্ধেক তালি।

____________________________

আয়নামতি এর ছবি

হো হো হো হাততালি

সুবোধ অবোধ এর ছবি

আমার মতো অকালকুষ্মাণ্ড মুরগী পুরুষেরা পানিতে নামিতে না নামিতেই ভিজে চুপাচুপ ললিপপ হইয়া সেইখানেই যৌবনের সমাপ্তি ঘোষণা করে। আর আপনি হংস পুরুষ এক পুষ্করিণীতে ঝাপাইয়া সাঁতার কাটিয়া উঠিয়া গা ঝাড়া দিয়া প্যাঁক প্যাঁক করিতে করিতে অপর পুষ্করিণীর দিকে রওনা দেন ...

গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি

তারেক অণু এর ছবি

সব গুজব !

শিশিরকণা এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি দেঁতো হাসি

~!~ আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল ~!~

অতিথি লেখক এর ছবি

মানপত্র জটিল হইছে…… হাততালি হাততালি হাততালি

……জিপসি

কড়িকাঠুরে  এর ছবি

উদাস দা, তারকাণু তো অবসর নিবে না (উদাস ইমো হপে)

তারেক অণু এর ছবি
কড়িকাঠুরে  এর ছবি

কোন বোলার যেন একবার পিটনা খাইতে খাইতে ত্যাক্ত হয়ে তার মাথা ব্যাটসম্যান কে দেখিয়ে বলেছিল, "এবার এটারে মারো।"

মডু'রা অনেক আগেই বেঁচে গেছে। আপনারে অনেক আগেই সচল করে দিছে খাইছে

অভিনন্দন ভাইয়া... গুরু গুরু গুরু গুরু গুরু গুরু

তারেক অণু এর ছবি

হো হো হো হুশশশস

সাক্ষী সত্যানন্দ এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

অতিথি লেখক এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

স্বয়ম

মেঘা এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি

--------------------------------------------------------
আমি আকাশ থেকে টুপটাপ ঝরে পরা
আলোর আধুলি কুড়াচ্ছি,
নুড়ি-পাথরের স্বপ্নে বিভোর নদীতে
পা-ডোবানো কিশোরের বিকেলকে সাক্ষী রেখে
একগুচ্ছ লাল কলাবতী ফুল নিয়ে দৌড়ে যাচ্ছি

মেঘা এর ছবি

ঘ্যাচাং

--------------------------------------------------------
আমি আকাশ থেকে টুপটাপ ঝরে পরা
আলোর আধুলি কুড়াচ্ছি,
নুড়ি-পাথরের স্বপ্নে বিভোর নদীতে
পা-ডোবানো কিশোরের বিকেলকে সাক্ষী রেখে
একগুচ্ছ লাল কলাবতী ফুল নিয়ে দৌড়ে যাচ্ছি

সাকিন উল আলম ইভান  এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি

কি পোষ্ট আছিলো আর কি বানাইলো , চউদা পাত্থর্জ । গুল্লি

তারেক অণু এর ছবি

রেগে টং চউদা বদ লুক, কিন্তু মানুষ ভালা

সাকিন উল আলম ইভান  এর ছবি

ত্রিশতক হাকানোর অভিনন্দন ভাইয়া, আপনার পোষ্টের সংখ্যা হাজারে হাজারে ছড়িয়ে যাক এই কামনায়।

তারেক অণু এর ছবি
প্রোফেসর হিজিবিজবিজ এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি
হো হো হো হো হো হো হো হো হো
দেঁতো হাসি দেঁতো হাসি দেঁতো হাসি
হাসি হাসি হাসি

____________________________

মইনুল রাজু এর ছবি

লেখা লেখতে আনন্দ যেমন আছে, যথেষ্ট পরিশ্রমও আছে। তিনশো পোস্ট! দুর্দান্ত!! অভিনন্দন আপনাকে। চলুক

ফেইসবুক
---------------------------------------------
এক আকাশের নীচেই যখন এই আমাদের ঘর,
কেমন ক'রে আমরা বলো হতে পারি পর. . .

তারেক অণু এর ছবি

শুভেচ্ছা

রণদীপম বসু এর ছবি

আচ্ছা, সচলের কোন্ জায়গায় গিয়া এপর্যন্ত পোস্ট সংখ্যাটা দেখা যায় ? এককালে তো প্রোফাইলে একটা সারসংক্ষেপ দেয়া থাকতো। এখন তো কোথাও সেটা দেখছি না !!

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

তারেক অণু এর ছবি

জানি না! মন খারাপ

মৃষৎ এর ছবি

বস, আপনাকেও ত্রিশতক হাকানোর জন্য অভিনন্দন হাসি আপনি ০৯/০৫/২০০৮ - ৯:৪২অপরাহ্ন থেকে অদ্যবধি ৩০১ টা পোস্ট করেছেন।

(বের করার উপায় হলো নিজের 'সচলগে' যাওয়া। তারপর নিচে পরবর্তী পেইজের নাম্বারগুলো ১,২,৩,৪... থাকে, সবার লাস্ট থাকে 'শেষ'। সেই শেষ পেইজে গেলে পোস্টের সংখ্যা গুণে রাখবেন। এরপর হিসাবটা এমনঃ আপনার সচলগে যেয়ে দেখলাম শেষ পেইজ ৩১তম, সেখানে একটা পোস্ট; তারমানে এর আগের ৩০ পেইজে ১০ টি করে পোস্ট আছে সুতরাং মোট পোস্ট সংখ্যা = ৩০*১০ + ১ = ৩০১। আমি এইভাবে বের করি, অন্য উপায় থাকতে পারে জানি না দেঁতো হাসি )

তারেক অণু এর ছবি
প্রৌঢ় ভাবনা এর ছবি

তারেক অণু, অভিনন্দন আপনাকে।
আপনি সচলে না লিখলে এ জনমে অনেক কিছুই অজানা-অদেখা (হোক না তা ছবিতেই) থেকে যেত।
তাই কৃতজ্ঞতাও আপনার পাওনা।
ভাল থাকুন। সুস্থ থাকুন। জীবন আনন্দময় হোক। হাসি

তারেক অণু এর ছবি

জীবন আনন্দময় হোক

লালকমল এর ছবি

চলুক

তারেক অণু এর ছবি
জালিস মাহমুদ এর ছবি

বাঘের বাচ্চা দেঁতো হাসি দেঁতো হাসি গুল্লি আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- খাইছে কোলাকুলি

তারেক অণু এর ছবি
আয়নামতি এর ছবি

অণুকে অভিনন্দন! হাততালি

ব্যাপারটা নিয়ে মাথা না খাটিয়েই সবাই হৈ হৈ শুরু করে দিলেন দেখি! আরে অণুর যদি সেইরাম বিপুল ব্যাপক
পাঠিকাকুলই থাকবে তবে এই একজন নিশিতার মেসেজ পেয়েই আবেগে থরথরি কম্প হয়ে পোস্ট লিখে ফেলেন নাকি! খাইছে এতটাই আবেগ যে রাঙা ভোরের কি দশা হইছে নিজ চোখে দেখেন এবং নিজ নিজ হারানো শান্তি ফিরিয়ে আনুন

কমলা রঙা ভরে

আর চিরকুটটা যে অণু নিজে লিখেনি তার পমান কি চোখ টিপি
এর তদন্ত হওয়া দর্কার দেঁতো হাসি

তারেক অণু এর ছবি

শয়তানী হাসি আমি কী বাকী বার্তাগুলোও প্রকাশ করব ! হুহ, কভি নেহি হো হো হো

সাক্ষী সত্যানন্দ এর ছবি

হুহ... আমরাও লিখতে জানি...তাইলে কি আপনার হয়ে আমরাই প্রকাশ করে দেবো?

হিম্ভাই/উদাস'দা লিখলে অবশ্য আরো জম্পেশ হয় বাবা তপেশ...
আমি বরঞ্চ গ্যালারীতে বসি... সেই ভাল পপকর্ন লইয়া গ্যালারীতে বইলাম

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

তারেক অণু এর ছবি
সাক্ষী সত্যানন্দ এর ছবি

হ, ঠিক্কইসেন ... হন্তদন্ত তদন্ত দর্কার... কই? ঝাকানাকা কই?

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

আয়নামতি এর ছবি

ঘটে ঘিলু থাকলেই কিন্তু সব ফকফকা হয়ে যায়। ভালো করে লক্ষ্য করুন শিরোনাম ২৯৯+১
এর মানেটা বুঝচ্ছেন তো বাবা সত্যনন্দ? চোখ টিপি থাকলেই না তার প্রকাশ ঘটাবে অণু শয়তানী হাসি

তারেক অণু এর ছবি
সাক্ষী সত্যানন্দ এর ছবি

হুউ?? ঘিলু কম পড়ে গেল যে দিদি মন খারাপ এক্টু খোলসা করেন ইয়ে, মানে...

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

তারেক অণু এর ছবি
সাক্ষী সত্যানন্দ এর ছবি

আন্নে হাসেন কিল্লাই? চিন্তিত

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

তারেক অণু এর ছবি

আপনাদের কমেন্ট পড়ে, ক্যান আমার কি হাসা নিষেধ!

সাক্ষী সত্যানন্দ এর ছবি

হ... আপ্নেরে দুনিয়া চষে বেড়াইতে হবে... জাত-বেজাতের চাপ খেতে হবে... ব্লগ লিখতে হবে... নিশিতাপ্পুদের চিঠির উত্তর দিতে হবে... কত্ত কাজ হাসি

হেসে সময় নষ্ট করলে হবে? চিন্তিত

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

আয়নামতি এর ছবি

দুঃখে পড়েও মানুষ হাসে কিন্তু শয়তানী হাসি
অণুর প্রথম শতক পূর্তির সময় নিশিতাপু কোথায় ছিলেন?
কিংবা ২০০তম পোস্টেই বা তিনি এমন অনুপ্রেরণার বাণী শোনালেন না কেনু?
দুম করে ৩০০তম পোস্টেই তার আর্বিভাব -এট্টু কেমন না খাইছে
এরপর না বুঝলে জানিনা বাপু রেগে টং তবে এসব নিয়ে বেশি ত্যানা না প্যাচানোই ভালু। অণু, নিছক মজা করেই সবটা বলা। আশা করবো রাগ করবেন না। হাসি

সাক্ষী সত্যানন্দ এর ছবি

হু, ঘিলু ফিরত পাইছি... চিন্তা নাইক্যা হাসি

বাই দ্য ওয়ে, অণু'দা রাগ না করলে ক্যাম্নে কি? চিন্তিত
তাইলে খেলব না... মাটিতে সেহ্রি খাব (কপিরাইট হিম্ভাই)

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

তারেক অণু এর ছবি
আয়নামতি এর ছবি

গেঞ্জির আবার বুক পকেট, খাদকের আবার রোজা দেঁতো হাসি

সাক্ষী সত্যানন্দ এর ছবি

হ, লুঙ্গীতেই বুকপকেট থাকতে পারলে বেচারা গেঞ্জীর আর কি দোষ? দেঁতো হাসি

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

প্রোফেসর হিজিবিজবিজ এর ছবি

ইয়ে, মানে ২৯৯+১ দিয়ে পোস্ট সংখ্যাই তো বোঝানো হচ্ছে, তাই না? নাকি ঐ মানপত্রে লেখা পুষ্করণীর হংসবালিকাদের সংখ‌্যা?

____________________________

লুব্ধক এর ছবি

অণু,

আপনার লেখার একজন পাঠক হিসেবে বলব ৩০০ তম পোস্টের সবগুলোই যে একইরকম ভাবে নান্দনিক হবে তা তো নয়। হয়ত আমাদের পাঠকদের মধ্যেও আপনার সব লেখা সবসময় সবার ভাল লাগেনি....কেউ হয়ত প্রকাশ করেছে কেউ করেনি। তবে আপনার লেখার আকর্ষণ হচ্ছে আপনার লেখা এবং ছবি ব্লগগুলোর মাধ্যমে বিভিন্ন দেশ, সমাজ, সংষ্কৃতি, প্রকৃতির পরিচয় পাওয়া যায় এবং আপনার লেখা ছন্দময় তাই তাড়াহুড়োর লেখাগুলোতে সেই ছন্দগুলো যেন হারিয়ে না যায়। আর শেষের লাইনটি- "ঘোরাঘুরি চলুক সমান তালে, ঘরের বাইরে বা মনের গভীরে"- আমার মতে এই লাইনটিতেই আপনার লেখার সবচেয়ে বড় বৈশিষ্ট্য দৃশ্যমান।

সুস্থ থাকুন, সচল থাকুন। ৩০০ তম পোস্ট এবং আগামী পোস্টগুলোর জন্য অগ্রীম শুভকামনা রইল।

তারেক অণু এর ছবি

অনেক অনেক ধন্যবাদ

আলোকিতা এর ছবি

আপনি কেম্নে পারেন অনুদা??কেম্নে????কেম্নে???? চিন্তিত
যেমনেই পারেন.....পারার জন্য অভিনন্দন।

তারেক অণু এর ছবি

এমনেই দেঁতো হাসি

প্রোফেসর হিজিবিজবিজ এর ছবি

হাততালি

____________________________

তারেক অণু এর ছবি
অতিথি লেখক এর ছবি

অভিনন্দন অণু-দাদা! ৩০০ হাততালি
তোমার লেখাতে আটকে গিয়েই আমার সচলায়তনের সাথে পরিচয়। আর তারপর চলতে থাকা তোমার সাথে সাথে বিশ্ব পরিক্রমায়। এই রকম-ই চলতে থাকো তুমি - অন্তরের আকাঙ্খা এই।
- একলহমা

তারেক অণু এর ছবি

তোমার লেখা কবে পাচ্ছি?

অতিথি লেখক এর ছবি

আমার ২-টা লেখা তো বেরিয়েছে। আজ রাতে আর একটা দেওয়ার তালে আছি খাইছে
- একলহমা

তারেক অণু এর ছবি
দাঁড়কাক এর ছবি

এই বছর দিন বাকি আছে ১৪৭টা।ব্রায়ান লারার রেকর্ডটা ভেঙ্গেই ফেলেন দাদা চলুক

তারেক অণু এর ছবি

নাহ, মডুরা আটকে দিয়েছে ! নীড়পাতায় ২টা লেখা দিলেই ক্যাক করে ধরে!

ওডিন এর ছবি

চুরাশিটা মন্তব্য, একটা তারাও নাই, এর থিকা বোঝা যায় এই নিশিতামিশিতা সব চাপা, মায়াবিনী কুহকিনী। লুকজন আপনের ঘুরাঘুরিতে ঈর্ষাণ্বিত হয়া হিংসায় জ্বইলাপুইড়া যে দিস্তে দিস্তে হেইট মেইল পাঠায়, সেইগুলো ধামাচাপাদেয়ার জন্য এই বালিকার সৃষ্টি করেছেন ঘণুদা। বুঝি বুঝি সব বুঝি। শয়তানী হাসি

কিন্তু এইসব হুমকি ই-চিঠিতে কান দিয়েন না। শত্রুর মুখে ছাই দিয়ে , হিংসুটের পাকা ধানে মই দিয়ে চরকির মতো বাঁইবাঁই করে দুনিয়ার এমাথা থেকে ওমাথা ঘুরে যান আর দলছুটের মত ঘ্যাজম্যাজ করে লিখে যান। এই কামনাই করি।

তবে হ্যা, আপনের পাসপোর্টের পাতাগুলো দেখার পরে ইমিগ্রেশনের লোকজনের চেহারা কি হয়- সেই ছবি দেখার বড় ইচ্ছে ছিলো। হাসি

তারেক অণু এর ছবি

দলছুটের মত ঘ্যাজম্যাজ করে লিখে রেগে টং ধইরা ঠুয়া দিয়া দিমু...

ওডিন এর ছবি

চ্যাতেন ক্যা? উনি আমার আইডল তো। দেঁতো হাসি

তারেক অণু এর ছবি
তানিম এহসান এর ছবি

দলছুটের মত ঘ্যাজম্যাজ করে লিখে যান। দেঁতো হাসি শয়তানী হাসি

তানিম এহসান এর ছবি

অভিনন্দন!

এতকিছু যে একসাথে করেন, কায়দা’টা কি?

তারেক অণু এর ছবি

কিচ্ছুই করি না, এমনি এমনিই তো

স্পর্শ এর ছবি

অভিনন্দন তারেক অণু! কী বলবো ভাষা খুঁজে পাচ্ছি না। শুধু বলি থামবেন না। এমনই থাকুন, অনুপ্রেরণার উৎস হয়ে।


ইচ্ছার আগুনে জ্বলছি...

তারেক অণু এর ছবি
সুমিমা ইয়াসমিন এর ছবি

'কীভাবে পারেন?' চোখ টিপি

তারেক অণু এর ছবি
তাপস শর্মা এর ছবি
তারেক অণু এর ছবি
মেঘা এর ছবি

দীর্ঘ পথ বিরতিহীন ভাবে পাড়ি দিয়ে আসার জন্য অভিনন্দন ভাইয়া। এভাবেই চলতে থাকো। কোথাও না গেলেও সব দেখা হয়ে যায় আমার এভাবেই পিসির সামনে বসে।

চলুক

--------------------------------------------------------
আমি আকাশ থেকে টুপটাপ ঝরে পরা
আলোর আধুলি কুড়াচ্ছি,
নুড়ি-পাথরের স্বপ্নে বিভোর নদীতে
পা-ডোবানো কিশোরের বিকেলকে সাক্ষী রেখে
একগুচ্ছ লাল কলাবতী ফুল নিয়ে দৌড়ে যাচ্ছি

তারেক অণু এর ছবি

পিসি কেনু, মাসিকে ডাক!

মেঘা এর ছবি

মাসি একটা নিয়ে আসো ডাকছি মাসিকে দেঁতো হাসি

--------------------------------------------------------
আমি আকাশ থেকে টুপটাপ ঝরে পরা
আলোর আধুলি কুড়াচ্ছি,
নুড়ি-পাথরের স্বপ্নে বিভোর নদীতে
পা-ডোবানো কিশোরের বিকেলকে সাক্ষী রেখে
একগুচ্ছ লাল কলাবতী ফুল নিয়ে দৌড়ে যাচ্ছি

তারেক অণু এর ছবি
সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

অভিনন্দন

______________________________________
পথই আমার পথের আড়াল

তারেক অণু এর ছবি
সাফি এর ছবি

প্যা প্যা করে সাঁনাই বাজানেওয়ালা থেকে যেমন মশিয়ে প্যাকো, চিকেন ব্যাপারি যেভাবে মিস্টার চিকেন্সন, সেইভাবে নিশীথে যে ম্যাসেজ পাঠায়, নিশিতা.... ওহে ভজহরি মুখূজ্যের শিষ্য, সব জারিজুরি শেষ....

অভিনন্দন ঘণুদা।

তারেক অণু এর ছবি
ফুজিয়ামা এর ছবি

অভিনন্দন অণু।

তারেক অণু এর ছবি
তাহসিন রেজা এর ছবি

অভিনন্দন হে প্রিয় মানুষ।

তারেক অণু এর ছবি
লিংকন এর ছবি

দুনিয়া ঘুরে বেড়ায় অণু
চিলি ইতালি কিংবা গ্রীস
আমরা গিলি সেই কাহিনী
সচল থাকায় হয়না মিস

তিনশর ঘরে পা রেখেছ
হৈ হৈ হৈ , রই রই রই
শুভেচ্ছা আর আশীর্বাদে
সিক্ত হয়ে ভবিষ্যতে
ডুবজাহাজ রকেট চড়ে
স্বর্গ মর্ত্য পাতাল সবই
জয় কর হে
মাভৈ মাভৈ !!

তারেক অণু এর ছবি
অতিথি লেখক এর ছবি

লইজ্জা লাগে অনেক অনেক লিখে যাও আরো, কেমন?
নিশিতা

তারেক অণু এর ছবি

তুমি কে হে ?

সাক্ষী সত্যানন্দ এর ছবি

অ্যাঁ পপকর্ন লইয়া গ্যালারীতে বইলাম চিন্তিত

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

তারেক অণু এর ছবি
আয়নামতি এর ছবি

হেহেহে...যার চিরকূট নিয়ে এত আহ্লাদ হলু তাকেই চিনতে পারেনা রে হো হো হো

সাক্ষী সত্যানন্দ এর ছবি

হো হো হো

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

তারেক অণু এর ছবি
অতিথি লেখক এর ছবি

অনেক অনেক অনেক অভিনন্দন, আপনি আরও ঘুরাঘুরি করুন আর আমরা আপনার সেইসব লেখা পড়ে দুধের স্বাদ ঘোলে মিটাই এই কামনা করি গুরু গুরু
চরম উদাসদার অসাধারণ মানপত্র পড়ে তব্দা খেয়ে গেছি, দ্রুত এই মানপত্র শেষ করে অনুদার জন্য একটা সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হোক। আর ইয়ে, সেই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য আমাকে একখানা প্লেনের টিকিট পাঠিয়ে দিবেন।
ইসরাত

তারেক অণু এর ছবি

হ, আমিও লাইনে আছি

অনিকেত এর ছবি

৩০০ তম পোষ্টের জন্য অভিনন্দন জানাই বস---
তুমি আসলেই একটা ভস্লুক---

তারেক অণু এর ছবি

হাসি গান হবে নাকি?

লুৎফর রহমান রিটন এর ছবি

এতো লেখো কী করে!

হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!

তারেক অণু এর ছবি
নীড় সন্ধানী এর ছবি

অভিনন্দন! উইথ চরম উদাসের মানপত্র গড়াগড়ি দিয়া হাসি
যা বলার চউদা বলে দিছে!

সত্যি বলতে কি মাঝে মাঝে মনে হয় তারেক অনু মানুষ না জ্বীন খাইছে
এমনকি আপনারে যে হিংসা করবে না সেও মানুষ না শয়তানী হাসি

এত্ত কেমনে লেখেন, এত্ত কেমনে পড়েন, এত্ত কেমনে ঘোরেন........এসব চিন্তারে ইস্তফা দিতে বলে জানাই, চলুক চলুক দৌড়াক!

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

তারেক অণু এর ছবি

দে দৌড় !

রুবাই এর ছবি

হাততালি হাততালি গুরু গুরু

তারেক অণু এর ছবি
মাহবুব লীলেন এর ছবি

তারেক অণু নামে মোট কয়জন লিখে?

তারেক অণু এর ছবি

নিয়োগপত্র দেখে বলছি চোখ টিপি

azim এর ছবি

দুই বাংলার হার্টথ্রব ঘুরিয়ে, অণু ভাইকে অপার অভিনন্দন !

তারেক অণু এর ছবি
মর্ম এর ছবি

একটা বই করতে আপনার এত আলসি ক্যানে? রেগে টং

সেই কবে থেকে অপেক্ষা করে আছি। বইমেলা আসে যায়, বই আর আসে না!

বড়সড় ঝকঝকে ছাপার ছবিওলা বইগুলোর পাতা উলটে যাব, আর হাতের কাছে থাকবে কফির কাপ------

হবে কী আদৌ? ইয়ে, মানে...

~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...

তারেক অণু এর ছবি

প্রকাশকেরা মনে হয় উৎসাহী না

তানিম এহসান এর ছবি

কমেন্ট করলাম, কমেন্ট গেল কই?

যাই হোক, অভিনন্দন। উড়তে থাকুন, লিখতে থাকুন

তারেক অণু এর ছবি
অতিথি লেখক এর ছবি

মা দুর্গার মোটে দশটা হাত, তারেক অণুর হাতের সংখ্যা কত কে জানে।

আব্দুল্লাহ এ এম

তারেক অণু এর ছবি

আব্দুল গাফফার রনি এর ছবি

সবাই দেখি সব বলে ফেলেছে, আমি আর কী বলব? রবিদাদু থেকেই না হয় দু’লাইন মেরে দিই-

ওগো নদী আপন বেগে পাগর পারা
আমি স্তব্ধ চাপার তরু গন্ধ ভরে তন্দ্রহারা---
---ওগো নদী আপন বেগে পাগর পারা
পথে পথে বাহির হয়ে আপন হারা---
-----আকাশ বোঝে আনন্দ তার
বোঝে নিশার নীরব তারা

----------------------------------------------------------------
বন পাহাড় আর সমুদ্র আমাকে হাতছানি দেয়
নিস্তব্ধ-গভীর রাতে এতোদূর থেকেও শুনি ইছামতীর মায়াডাক
খুঁজে ফিরি জিপসি বেদুইন আর সাঁওতালদের যাযাবর জীবন...
www.facebook.com/abdulgaffar.rony

তারেক অণু এর ছবি
অতিথি লেখক এর ছবি

অভিনন্দন ভাইয়া, অনেক দেরীতে এলাম এই পোষ্টে, সেই জন্য খুব লজ্জা লাগছে।

-এস এম নিয়াজ মাওলা

তারেক অণু এর ছবি
জোহরা ফেরদৌসী এর ছবি

অণুর মায়ের ছেলেকে অভিবাদন। ২৯৯+১ টা গোলাপ ফুল দেয়া যেতে পারে। তবে, প্রস্তাবিত মানপত্র পড়ে বুঝতে পারছি, এই পরিমান গোলাপ ফুল ইতিমধ্যেই অণুর ঝোলায় জমেছে চোখ টিপি

__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার

তারেক অণু এর ছবি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।