গতকাল বন্ধু রবির স্মৃতির খোঁজে যাওয়া হয়েছিল হাঙ্গেরির সমুদ্রখ্যাত লেক বালাতনের তীরে, যেখানে ১৯২৬ সালে হৃদপিন্ডের সমস্যায় আক্রান্ত হয়ে রবি ৩ সপ্তাহের জন্য স্যানাটেরিয়ামে ভর্তি ছিলেন। তার সন্মানে হাসপাতালে একটি স্মৃতিঘর আছে, রোমান্টিক রাস্তার নাম করা হয়েছে যেখান তিনি প্রতি সকালে হাঁটতেন, তার হাতে লাগানো লাইম গাছের নিচে চমৎকার ভাস্কর্য স্থাপনের সাথে সাথে রবিবাণী খোদাই করা আছে।
পরে আসিতেছি পুরো গল্প নিয়ে, গতকাল পোস্টটা প্রস্তত ছিল কিন্তু ফ্লিকার বেইমানি করাতে কয়েক ঘণ্টা দেরি হয়ে গেল! হাঙ্গেরির বিখ্যাত তৃণভূমি পুজতার দিকে ঘোড়া দাবড়াতে যাচ্ছি , ফিরে এসে রবিকথন হবে।
বালাতন স্টেশনে নেমেই ম্যাপে চোখ আটকাল ঠাকুর রোডে
ঠাকুর রোডে আমার আমি
বালাতনের হৃদরোগ হাসপাতালে ভর্তি হয়েছিলেন রবি ঠাকুর
রুম নাম্বার ২২০, রোগীর নাম রবীন্দ্রনাথ ঠাকুর
রবির হাসপাতাল কক্ষ এবং সংলগ্ন বারান্দা
রবির স্মৃতিকে সন্মান জানিয়ে একটা পুরো ঘরকে জাদুঘর মত বানিয়ে রেখেছে হাসপাতাল কতৃপক্ষ
রামকিঙ্করের তৈরি আসল রবি ভাস্কর্য
রবির নিজ হাতে লাগানো লাইম গাছটি
যখন আমি থাকব না, গাছটি রয়ে যাবে
তোমার মত এমন টানে কেউতো টানে না
এই পোস্টের যে যে ছবিতে আমার খেমো আর পৃষ্ঠ দেখা যাচ্ছে তার সবগুলোই তুলে দিয়েছেন হাঙ্গেরির বন্ধু সুজান চোব্যাঙ্কো ( চোব্যাঙ্কো মানে পর্বতের মেয়ে ), সে হাঙ্গেরির উদীয়মান সাহিত্যিকদের একজন, আজ পর্যন্ত দুইখানা কবিতা সংকলন এবং দুইখানা উপন্যাস প্রকাশিত হয়েছে সুজানের, ৩য় উপন্যাস লেখায় সে ব্যস্ত, এরই মাঝে দাওয়াত করেছিল হাঙ্গেরি এসে বালাতন যাবার জন্য।
মন্তব্য
বাহ, দারুণ!
[অণু'দা রবিবুড়োর পাশে ছবি দেখে মনে হচ্ছে খালি এলোচুলে মানাচ্ছেনা ... ...
... ... বেশ একগাল এলোদাড়ি রেখে ফেলুন দেখি]
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
আইচ্ছা ! চিন্তা করুম নে
facebook
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
facebook
বাইরের দেশে রবীন্দ্রনাথকে কীভাবে দেখা হয়, দেখে আসলেই অভিভূত। আর আমরা? শিলাইদহ বা শাহজাদপুরে দেখলে বঝা যায় কী এলোমেলো! জাতি হিসেবে এটা আমাদের লজ্জা।
ভালো কথা, আপনার সাথে প্রায়ই দেখি বান্ধবী, বন্ধু কম না কি আপনার? অবশ্য মন্দ লাগে না!
-নিয়াজ
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
ক্যান! বন্ধুদের দিয়ে এত্ত এত্ত লিখছি চোখে লাগে না !
facebook
চমৎকার ছবি।
কবিগুরুর এই মূর্তির কথা সুনীল তার ইতিহাসের স্বপ্নভঙ্গে লিখেছিলেন। আপনার সৌজন্যে চাক্ষুষ করলাম।
সুনীল লিখেছিলেন, হাঙ্গেরির ট্রাফিক পুলিশরা নাকি চালকের মাতলামো পরীক্ষার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নামটা উচ্চারণ করতে বলতো।
facebook
একেই বলে তারেক অণু, তাকে যদি জিজ্ঞেস করা যায়, "ভাই কোথায় যাচ্ছেন?"
উত্তর- "হাঙ্গেরির বিখ্যাত তৃণভূমি পুজতার দিকে ঘোড়া দাবড়াতে যাচ্ছি"
আপনার সঙ্গে দারুণ সব মানুষের পরিচয়! btw, তাহলে শেষ ছবিটা কার তোলা?
এরা গুণীর কদর করতে জানে।
ইচ্ছার আগুনে জ্বলছি...
হাহহাহা ভাল প্রশ্ন। আমার গেস - হাড্ডি খিজির।
হতে পারে, অবশ্যই হতে পারে। তবে আমার একটা সন্দেহ আছে যে ঐ ছবি কোয়ান্টাম বলবিদ্যা সংক্রান্ত কোন কৃৎকৌশলের সাহায্যে তোলা। যিনি তুলেছেন তিনি ছবির মধ্যেও আছেন আবার ছবির বাইরেও আছেন। সবই ব্যক্তি এবং/অথবা স্থান-কাল মাহাত্ম্য!
- একলহমা
facebook
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
এক হাঙ্গেরিয়ান তরুণী দোকানির ক্যান?
facebook
মিস হয়ে গেসে এইসব।আবার কখন ও গেলে যাবনে। কি যেন লেকের ধারে বেড়াতে গেলা, ওটার ছবি কই??
তোমার বন্ধু খুবি কিউট।
দিব, বন্ধু থ্যাঙ্কু দিছে
facebook
রবিবাণী ছবিটায় লেখা ,মাধব-মৈত্রেয়ীর অর্ঘ্য।বিষয়টা কী কিছু জানেন নাকি,অণুদা?
বরাবরের মতো সুন্দর পোস্ট
জানার চেষ্টা করতেছি
facebook
মন ভরে গেল।
এইসব দাওয়াত কখনো মিস্ করতে নেই বলো?
- একলহমা
মিস করলে মিস
facebook
চমৎকার ।
ধন্যবাদ
facebook
ফেইসবুক
---------------------------------------------
এক আকাশের নীচেই যখন এই আমাদের ঘর,
কেমন ক'রে আমরা বলো হতে পারি পর. . .
facebook
রবি বাবুর মাজারে এসব কী বেলাল্লাপনা!
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
ত্রিমাত্রিক বেলাল্লাপনা!
facebook
হাঙ্গেরিতে যাওয়ার পর রবিবুড়োকে নিয়ে না কি একটি ব্যঙ্গচিত্র প্রকাশ হয়েছিল পত্রিকায়! চিত্রটি ছিল এমন: ছোট্ট একটা ডিঙিতে রবীন্দ্রনাথ জোব্বা পরে বসে আছেন। তার পিছনে একজন সহকারি। কবিগুরুর হাতে ছিপ। সেই ছিপে ধরা রয়েছে দেশের নানা সমস্যা। আকাশ থেকে সেই সমস্যার ছবি দেখছেন রাজনীতিবিদরা। মূলত প্রথম বিশ্বযুদ্ধ উত্তর হাঙ্গেরির বিধ্বস্ত অবস্থার চিত্র তুলে ধরা হয়েছিল। এই ব্যঙ্গচিত্রটি কী হাসপাতালের সংগ্রহশালায় আছে না কি?
দেখি নাই, খবর নিচ্ছি
facebook
আর পুজতার কাহিনি শুনার জন্য বসলাম
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
facebook
ছোটবেলায় (এবং মাঝারি বেলায়) ডাকটিকিট সংগ্রহের ভূত চেপেছিল মাথায়। ফার্মগেটের একটা দোকান থেকে কিনতাম, টিফিন, রিক্সাভাড়া বাঁচিয়ে। একদিন একটা টিকিট হাতে আসলো, যেটাতে রবীন্দ্রনাথের ছবি ছিল আর টিকিটের দেশ ছিল হাঙ্গেরি। খুবই অবাক হয়েছিলাম, কিভাবে করে এখানকার রবীন্দ্রনাথের ছবি দিয়ে হাঙ্গেরির মত দূরের একটা দেশ ডাকটিকিট বের করে ফেলল।[ছোটবোনের কল্যাণে স্ট্যাম্পের পুরো কালেকশন এখন গায়েব]
হাসপাতালের একটা রুম পুরোই জাদুঘর বানিয়ে ফেলেছে! এরা পারে গুণীকে সম্মান করতে
রবিকে নিয়ে বেশ কিছু দেশ ডাকটিকেট প্রকাশ করেছে অবশ্য
facebook
অনেক ভাল লাগছে ভীন দেশে আমার আপন মানুষ, আমার মনের মানুষ, আমার গুরু রবি ঠাকুরের এত সম্মান দেখে।
--------------------------------------------------------
আমি আকাশ থেকে টুপটাপ ঝরে পরা
আলোর আধুলি কুড়াচ্ছি,
নুড়ি-পাথরের স্বপ্নে বিভোর নদীতে
পা-ডোবানো কিশোরের বিকেলকে সাক্ষী রেখে
একগুচ্ছ লাল কলাবতী ফুল নিয়ে দৌড়ে যাচ্ছি
facebook
বাহ্- দেখেই মন ভাল হয়ে যায়। এত সম্মান দেবেই না বা কেন! উনি বিশ্বকবি কি হুদাই?
হ
facebook
মনটা খারাপ ছিল। পুরোপুরি ভাল হয়ে গেল!
র.নাহিয়েন
facebook
যখন স্কুলে পড়ি তখন এক ধরনের খাতা পাওয়া যেতো, যেটার শেষ পাতায় পৃথিবীর সব দেশ এবং পাশে এর রাজধানীর নাম লেখা থাকতো। সেখানে হাঙ্গেরির রাজধানীর নামটি স্কুলের দুষ্ট ছেলেদের (আমি সহ) দৃষ্টি আকর্ষন করেছিলো। সেটাই ছিলো হাঙ্গেরি সম্পর্কে আমার প্রথম জ্ঞান!
পোস্ট ভালো লেগেছে। নতুন পোস্ট এর অপেক্ষায়।
গুয়াতেমালার মত!
facebook
আচ্ছা ভাইসাহেব, সে সময় কবির সফরসঙ্গী কে বা কারা ছিলেন জানাতে পারবেন?
র.নাহিয়েন
ওককে! জানাব
facebook
এইটা কোন পোস্ট হইলো? বুড়াকে নিয়ে এত কথা, এত ছবি! অথচ একটা গানও নাই বুড়ার
__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার
এত্ত এত্ত ছবি তাহলে কার দিলাম
facebook
ছবি আর গান কি এক? “গান” হ’ল স্বকন্ঠে কিংবা পরকন্ঠের বুড়োর গানের লিঙ্ক
__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার
কী সুখ !!!
কার সুখ !
facebook
হাঙ্গেরীও দেখলাম।
------------------------------------
কামরুজ্জামান পলাশ
সবে শুরু !
facebook
বাকী গল্প কই?
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
অন দ্য ওয়ে !
facebook
লেখাটি পড়ে প্রথম প্রতিক্রিয়া, হাঙ্গেরী, যাদের ভাষায় তিনি লিখেননি, যাদের দেশে তিনি জন্মাননি, যাদের সমাজ নিয়ে তিনি লিখেননি- তারা বিশ্বকবিকে কি অকৃত্রিম সম্মান করছে আর আমার দেশ সে তুলনায় তেমন কিছুই করছে না। ভেবে খুব ক্ষোব জাগে মনে। কিন্তু পরক্ষণেই ভাবি, আমি কি নূন্যতম কিছু করেছি। আমার বাড়ীতে, আমার গ্রামে, আমার উপজেলায় আমি কি ক্ষুদ্রতম কিছুও করতে পেরেছি বা করার কথা ভেবেছি? আশা করি, দেশকে দোষারূপ করার আগে আমরা সবাই সাধ্যমত কিছু করার চেষ্টা করব। আসলে আমরা সবাই মিলেই তো দেশ।
- পামাআলে
facebook
নতুন মন্তব্য করুন