হাঙ্গেরিতে রবি কবি, তার সনে আজিকার ছবি

তারেক অণু এর ছবি
লিখেছেন তারেক অণু (তারিখ: বুধ, ১৪/০৮/২০১৩ - ৯:৪৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

IMG_8531

গতকাল বন্ধু রবির স্মৃতির খোঁজে যাওয়া হয়েছিল হাঙ্গেরির সমুদ্রখ্যাত লেক বালাতনের তীরে, যেখানে ১৯২৬ সালে হৃদপিন্ডের সমস্যায় আক্রান্ত হয়ে রবি ৩ সপ্তাহের জন্য স্যানাটেরিয়ামে ভর্তি ছিলেন। তার সন্মানে হাসপাতালে একটি স্মৃতিঘর আছে, রোমান্টিক রাস্তার নাম করা হয়েছে যেখান তিনি প্রতি সকালে হাঁটতেন, তার হাতে লাগানো লাইম গাছের নিচে চমৎকার ভাস্কর্য স্থাপনের সাথে সাথে রবিবাণী খোদাই করা আছে।

পরে আসিতেছি পুরো গল্প নিয়ে, গতকাল পোস্টটা প্রস্তত ছিল কিন্তু ফ্লিকার বেইমানি করাতে কয়েক ঘণ্টা দেরি হয়ে গেল! হাঙ্গেরির বিখ্যাত তৃণভূমি পুজতার দিকে ঘোড়া দাবড়াতে যাচ্ছি , ফিরে এসে রবিকথন হবে।

বালাতন স্টেশনে নেমেই ম্যাপে চোখ আটকাল ঠাকুর রোডে
IMG_8409

ঠাকুর রোডে আমার আমি

IMG_8434

IMG_8435

IMG_8432

IMG_8436

IMG_8447

ঠাকুর হোটেল!!!!!
IMG_8451

বালাতনের হৃদরোগ হাসপাতালে ভর্তি হয়েছিলেন রবি ঠাকুর
IMG_8468

IMG_8465

IMG_8464

রুম নাম্বার ২২০, রোগীর নাম রবীন্দ্রনাথ ঠাকুর

IMG_8470

রবির হাসপাতাল কক্ষ এবং সংলগ্ন বারান্দা
IMG_8474

IMG_8473

IMG_8472

হাঙ্গেরির স্মৃতিকথা
IMG_8485

IMG_8484

রবির স্মৃতিকে সন্মান জানিয়ে একটা পুরো ঘরকে জাদুঘর মত বানিয়ে রেখেছে হাসপাতাল কতৃপক্ষ
IMG_8478

তুমি কি কেবলই ছবি?
IMG_8480

IMG_8479

রামকিঙ্করের তৈরি আসল রবি ভাস্কর্য
IMG_8488

স্যালুট স্যার
IMG_8535

রবির নিজ হাতে লাগানো লাইম গাছটি
IMG_8521

যখন আমি থাকব না, গাছটি রয়ে যাবে
IMG_8520

IMG_8518

রবিবাণী
IMG_8522

নতুন ভাস্কর্য
IMG_8523

তোমার মত এমন টানে কেউতো টানে না
IMG_8548

এই পোস্টের যে যে ছবিতে আমার খেমো আর পৃষ্ঠ দেখা যাচ্ছে তার সবগুলোই তুলে দিয়েছেন হাঙ্গেরির বন্ধু সুজান চোব্যাঙ্কো ( চোব্যাঙ্কো মানে পর্বতের মেয়ে ), সে হাঙ্গেরির উদীয়মান সাহিত্যিকদের একজন, আজ পর্যন্ত দুইখানা কবিতা সংকলন এবং দুইখানা উপন্যাস প্রকাশিত হয়েছে সুজানের, ৩য় উপন্যাস লেখায় সে ব্যস্ত, এরই মাঝে দাওয়াত করেছিল হাঙ্গেরি এসে বালাতন যাবার জন্য।

IMG_8538

IMG_8543


মন্তব্য

সাক্ষী সত্যানন্দ এর ছবি

বাহ, দারুণ!

[অণু'দা রবিবুড়োর পাশে ছবি দেখে মনে হচ্ছে খালি এলোচুলে মানাচ্ছেনা ... ...
... ... বেশ একগাল এলোদাড়ি রেখে ফেলুন দেখি]

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

তারেক অণু এর ছবি

আইচ্ছা ! চিন্তা করুম নে চোখ টিপি

সাক্ষী সত্যানন্দ এর ছবি

চলুক

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

তারেক অণু এর ছবি
অতিথি লেখক এর ছবি

বাইরের দেশে রবীন্দ্রনাথকে কীভাবে দেখা হয়, দেখে আসলেই অভিভূত। আর আমরা? শিলাইদহ বা শাহজাদপুরে দেখলে বঝা যায় কী এলোমেলো! জাতি হিসেবে এটা আমাদের লজ্জা।

ভালো কথা, আপনার সাথে প্রায়ই দেখি বান্ধবী, বন্ধু কম না কি আপনার? অবশ্য মন্দ লাগে না!

-নিয়াজ

সাক্ষী সত্যানন্দ এর ছবি

হো হো হো

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

তারেক অণু এর ছবি

ক্যান! বন্ধুদের দিয়ে এত্ত এত্ত লিখছি চোখে লাগে না ! অ্যাঁ

ইশতিয়াক এর ছবি

চমৎকার ছবি।
কবিগুরুর এই মূর্তির কথা সুনীল তার ইতিহাসের স্বপ্নভঙ্গে লিখেছিলেন। আপনার সৌজন্যে চাক্ষুষ করলাম।
সুনীল লিখেছিলেন, হাঙ্গেরির ট্রাফিক পুলিশরা নাকি চালকের মাতলামো পরীক্ষার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নামটা উচ্চারণ করতে বলতো।

তারেক অণু এর ছবি
স্পর্শ এর ছবি

একেই বলে তারেক অণু, তাকে যদি জিজ্ঞেস করা যায়, "ভাই কোথায় যাচ্ছেন?"
উত্তর- "হাঙ্গেরির বিখ্যাত তৃণভূমি পুজতার দিকে ঘোড়া দাবড়াতে যাচ্ছি"

আপনার সঙ্গে দারুণ সব মানুষের পরিচয়! btw, তাহলে শেষ ছবিটা কার তোলা?

এরা গুণীর কদর করতে জানে।


ইচ্ছার আগুনে জ্বলছি...

স্যাম এর ছবি

শেষ ছবিটা কার তোলা?

হাহহাহা ভাল প্রশ্ন। আমার গেস - হাড্ডি খিজির।

অতিথি লেখক এর ছবি

হতে পারে, অবশ্যই হতে পারে। তবে আমার একটা সন্দেহ আছে যে ঐ ছবি কোয়ান্টাম বলবিদ্যা সংক্রান্ত কোন কৃৎকৌশলের সাহায্যে তোলা। যিনি তুলেছেন তিনি ছবির মধ্যেও আছেন আবার ছবির বাইরেও আছেন। সবই ব্যক্তি এবং/অথবা স্থান-কাল মাহাত্ম্য!
- একলহমা

তারেক অণু এর ছবি
সাক্ষী সত্যানন্দ এর ছবি

অ্যাঁ

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

তারেক অণু এর ছবি

এক হাঙ্গেরিয়ান তরুণী দোকানির দেঁতো হাসি ক্যান?

বন্দনা এর ছবি

মিস হয়ে গেসে এইসব।আবার কখন ও গেলে যাবনে। কি যেন লেকের ধারে বেড়াতে গেলা, ওটার ছবি কই??
তোমার বন্ধু খুবি কিউট।

তারেক অণু এর ছবি

দিব, বন্ধু থ্যাঙ্কু দিছে

রিয়াজ এর ছবি

রবিবাণী ছবিটায় লেখা ,মাধব-মৈত্রেয়ীর অর্ঘ্য।বিষয়টা কী কিছু জানেন নাকি,অণুদা?

বরাবরের মতো সুন্দর পোস্ট দেঁতো হাসি

তারেক অণু এর ছবি

জানার চেষ্টা করতেছি

অতিথি লেখক এর ছবি

চলুক মন ভরে গেল।
এইসব দাওয়াত কখনো মিস্ করতে নেই বলো? চোখ টিপি
- একলহমা

তারেক অণু এর ছবি

মিস করলে মিস চোখ টিপি

Fallen Leaf এর ছবি

চমৎকার ।

তারেক অণু এর ছবি

ধন্যবাদ

মইনুল রাজু এর ছবি

চলুক

ফেইসবুক
---------------------------------------------
এক আকাশের নীচেই যখন এই আমাদের ঘর,
কেমন ক'রে আমরা বলো হতে পারি পর. . .

তারেক অণু এর ছবি
ত্রিমাত্রিক কবি এর ছবি

রবি বাবুর মাজারে এসব কী বেলাল্লাপনা!

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

তারেক অণু এর ছবি

ত্রিমাত্রিক বেলাল্লাপনা!

পান্থ রহমান রেজা এর ছবি

হাঙ্গেরিতে যাওয়ার পর রবিবুড়োকে নিয়ে না কি একটি ব্যঙ্গচিত্র প্রকাশ হয়েছিল পত্রিকায়! চিত্রটি ছিল এমন: ছোট্ট একটা ডিঙিতে রবীন্দ্রনাথ জোব্বা পরে বসে আছেন। তার পিছনে একজন সহকারি। কবিগুরুর হাতে ছিপ। সেই ছিপে ধরা রয়েছে দেশের নানা সমস্যা। আকাশ থেকে সেই সমস্যার ছবি দেখছেন রাজনীতিবিদরা। মূলত প্রথম বিশ্বযুদ্ধ উত্তর হাঙ্গেরির বিধ্বস্ত অবস্থার চিত্র তুলে ধরা হয়েছিল। এই ব্যঙ্গচিত্রটি কী হাসপাতালের সংগ্রহশালায় আছে না কি?

তারেক অণু এর ছবি

দেখি নাই, খবর নিচ্ছি

নিবিড় এর ছবি

চলুক
আর পুজতার কাহিনি শুনার জন্য বসলাম পপকর্ন লইয়া গ্যালারীতে বইলাম

তারেক অণু এর ছবি
মেঘলা মানুষ এর ছবি

ছোটবেলায় (এবং মাঝারি বেলায়) ডাকটিকিট সংগ্রহের ভূত চেপেছিল মাথায়। ফার্মগেটের একটা দোকান থেকে কিনতাম, টিফিন, রিক্সাভাড়া বাঁচিয়ে। একদিন একটা টিকিট হাতে আসলো, যেটাতে রবীন্দ্রনাথের ছবি ছিল আর টিকিটের দেশ ছিল হাঙ্গেরি। খুবই অবাক হয়েছিলাম, কিভাবে করে এখানকার রবীন্দ্রনাথের ছবি দিয়ে হাঙ্গেরির মত দূরের একটা দেশ ডাকটিকিট বের করে ফেলল।[ছোটবোনের কল্যাণে স্ট্যাম্পের পুরো কালেকশন এখন গায়েব]

হাসপাতালের একটা রুম পুরোই জাদুঘর বানিয়ে ফেলেছে! এরা পারে গুণীকে সম্মান করতে গুরু গুরু

তারেক অণু এর ছবি

লেখা -গুড়- হয়েছে রবিকে নিয়ে বেশ কিছু দেশ ডাকটিকেট প্রকাশ করেছে অবশ্য

মেঘা এর ছবি

অনেক ভাল লাগছে ভীন দেশে আমার আপন মানুষ, আমার মনের মানুষ, আমার গুরু রবি ঠাকুরের এত সম্মান দেখে।

চলুক

--------------------------------------------------------
আমি আকাশ থেকে টুপটাপ ঝরে পরা
আলোর আধুলি কুড়াচ্ছি,
নুড়ি-পাথরের স্বপ্নে বিভোর নদীতে
পা-ডোবানো কিশোরের বিকেলকে সাক্ষী রেখে
একগুচ্ছ লাল কলাবতী ফুল নিয়ে দৌড়ে যাচ্ছি

তারেক অণু এর ছবি
কড়িকাঠুরে  এর ছবি

বাহ্- দেখেই মন ভাল হয়ে যায়। এত সম্মান দেবেই না বা কেন! উনি বিশ্বকবি কি হুদাই? দেঁতো হাসি

চলুক

তারেক অণু এর ছবি

অতিথি লেখক এর ছবি

মনটা খারাপ ছিল। পুরোপুরি ভাল হয়ে গেল!

র.নাহিয়েন

তারেক অণু এর ছবি
রকিবুল ইসলাম কমল এর ছবি

যখন স্কুলে পড়ি তখন এক ধরনের খাতা পাওয়া যেতো, যেটার শেষ পাতায় পৃথিবীর সব দেশ এবং পাশে এর রাজধানীর নাম লেখা থাকতো। সেখানে হাঙ্গেরির রাজধানীর নামটি স্কুলের দুষ্ট ছেলেদের (আমি সহ) দৃষ্টি আকর্ষন করেছিলো। সেটাই ছিলো হাঙ্গেরি সম্পর্কে আমার প্রথম জ্ঞান! খাইছে

পোস্ট ভালো লেগেছে। নতুন পোস্ট এর অপেক্ষায়।

তারেক অণু এর ছবি

খাইছে গুয়াতেমালার মত!

অতিথি লেখক এর ছবি

আচ্ছা ভাইসাহেব, সে সময় কবির সফরসঙ্গী কে বা কারা ছিলেন জানাতে পারবেন?

র.নাহিয়েন

তারেক অণু এর ছবি

ওককে! জানাব

জোহরা ফেরদৌসী এর ছবি

এইটা কোন পোস্ট হইলো? বুড়াকে নিয়ে এত কথা, এত ছবি! অথচ একটা গানও নাই বুড়ার অ্যাঁ

__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার

তারেক অণু এর ছবি

এত্ত এত্ত ছবি তাহলে কার দিলাম চিন্তিত

জোহরা ফেরদৌসী এর ছবি

ছবি আর গান কি এক? “গান” হ’ল স্বকন্ঠে কিংবা পরকন্ঠের বুড়োর গানের লিঙ্ক হাসি

__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার

মৌসুমী এর ছবি

কী সুখ !!!

তারেক অণু এর ছবি

কার সুখ !

রাত-প্রহরী এর ছবি

হাঙ্গেরীও দেখলাম।
আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

------------------------------------
কামরুজ্জামান পলাশ

তারেক অণু এর ছবি

সবে শুরু !

নীড় সন্ধানী এর ছবি

বাকী গল্প কই? পপকর্ন লইয়া গ্যালারীতে বইলাম

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

তারেক অণু এর ছবি

অন দ্য ওয়ে !

PaMaALe এর ছবি

লেখাটি পড়ে প্রথম প্রতিক্রিয়া, হাঙ্গেরী, যাদের ভাষায় তিনি লিখেননি, যাদের দেশে তিনি জন্মাননি, যাদের সমাজ নিয়ে তিনি লিখেননি- তারা বিশ্বকবিকে কি অকৃত্রিম সম্মান করছে আর আমার দেশ সে তুলনায় তেমন কিছুই করছে না। ভেবে খুব ক্ষোব জাগে মনে। কিন্তু পরক্ষণেই ভাবি, আমি কি নূন্যতম কিছু করেছি। আমার বাড়ীতে, আমার গ্রামে, আমার উপজেলায় আমি কি ক্ষুদ্রতম কিছুও করতে পেরেছি বা করার কথা ভেবেছি? আশা করি, দেশকে দোষারূপ করার আগে আমরা সবাই সাধ্যমত কিছু করার চেষ্টা করব। আসলে আমরা সবাই মিলেই তো দেশ।

- পামাআলে

তারেক অণু এর ছবি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।