নতুন নতুন পদ্মার তীর ছেড়ে গেছি, সেই দেশের বন্ধুরা জিজ্ঞাসা করে বাড়ীর জন্য, বন্ধুদের জন্য মন বেশী খারাপ করে কিনা? বলি, তা তো করবেই, তবে সবচেয়ে বেশী উচাটন হয়ে উঠি পদ্মার কথা মনে হলে। প্রতিদিন সুপরিচিত বহমান জলধারা দেখে দেখে চোখ অভ্যস্ত, এখন হাজার হ্রদের দেশে শুধুই বিশাল সব হ্রদ দেখি, কুলু কুলু নদী দেখি না ! তারাই একদিন গাড়ী চাপিয়ে নিয়ে গেল এক নদী দেখতে। ছিমছাম শীর্ণ কিন্তু দারুণ পরিপাটী, স্নিগ্ধ বারিধারাটি বাংলাদেশের খালের মত হলেও সেটি আসলেই একটি নদী, নাম কুভানসি। কী যে মোলায়েম আনন্দের আকর ছিল একরত্তি নদীটা ! সুযোগ পেলেই যেতাম তার তীরে নয়ন জুড়োতে।
নেভা নদীর তীরের লেনিনগ্রাদ ( সেইন্ট পিটার্সবার্গ)
পৃথিবী বিখ্যাত কালীগণ্ডকী। উল্লেখ্য, আমাদের গ্রহের অন্যতম উঁচু দুই পর্বতশৃঙ্গের ধবলগিরি ও অন্নপূর্ণার মাঝে অবস্থিত এই কালীগণ্ডকী উপত্যকা বিশ্বের সবচেয়ে গভীরতম উপত্যকা, প্রায় চার ভার্টিকাল মাইল নিচে,এর মধ্য দিয়েই সাবলীল ভঙ্গিতে বয়ে চলা নদীটি ভূ-তাত্ত্বিকদের জন্য যথেষ্ট সমস্যার তৈরি করেছে অনেক বছর ধরে। এর উৎপত্তি আর এই অঞ্চলে প্রাপ্ত জীবাশ্মের সমাহার নিয়ে উদ্ভব হয়েছে অসংখ্য উত্তর না মেলা প্রশ্নের, অনেক বছরের নিবিড় গবেষণার পর যে তথ্য পাওয়া গেছে তা মাথা ঘুরিয়ে দেবার মত, কালীগণ্ডকী নদী হিমালয় পর্বতমালার চেয়েও প্রাচীনতর!! ভূপৃষ্ঠে হিমালয়ের আবির্ভাবের অনেক আগে থেকেই সুউচ্চ পামির মালভূমি থেকে আদি টেথিস সাগর পানে বয়ে চলত এই নদী, প্রায় ১৪ কোটি বছর আগে প্রাচীন মহাদেশ গণ্ডোয়ানাল্যান্ডের সাথে ভারতীয় প্লেটের সংঘর্ষের ফলে হিমালয়ের জন্ম শুরু হলে কালীগণ্ডকী মধ্য দিয়েই পথ খুজে নেই নিচের দিকে সাগর পানে, এমন প্রাচীন নদী জগতে আর দ্বিতীয়টি নেই।
কখনো আমি স্বপ্ন দেখি যদি
স্বপ্ন দেখবো একটি বিশাল নদী।
নদীর ওপর আকাশ ঘন নীল
নীলের ভেতর উড়ছে গাঙচিল।
আকাশ ছুঁয়ে উঠছে কেবল ঢেউ
আমি ছাড়া চারদিকে নেই কেউ।
অ্যাভন নামটি শুনলেই সবার মাথায় ঘুরে উঠে শেক্সপীয়ারের সংলাপ, কিন্তু ইতিহাসের আরও একটি মহা গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী এই নদী, ধারণা করা হয় বিশ্বের বিস্ময় স্টোনহেঞ্জ নির্মাণের সময় এই নদী দিয়েই জলপথে বিশালাকায় পাথরগুলো আনা হয়েছিল- বিলেতের সালসবুরি কাউন্টিতে তোলা ছবি-
জাদুদুর্গ দেখতে যেয়ে এই নিরিবিলি চেক দেশীয় সুন্দরীর সাথে দেখা, নাম তার বেরুনকা
এশিয়ার বাহিরেও যে দুকূল ছাপানো নদী হতে পারে তার প্রমাণ প্রথম পেয়েছিলাম আর্জেন্টিনার প্লেট (প্লাতা) নদী দেখে-
ফিনল্যান্ডের এসপো শহরের এই পুঁচকে নদীটাকে মানুষ টিকিয়ে রেখেছে বিশাল সব পরিকল্পনা করে, তার উপড়ে শপিং মল হলেও, গাড়ী চলার রাস্তা হলেও সেই বয়ে চলার ধারা ঠিকই অব্যাহত আছে-
দানিয়ুবের কোলেই অবস্থিত হাঙ্গেরির সংসদ ভবন, যাকে বলা হয় ইউরোপের সবচেয়ে সুন্দর সংসদ
পরী নদী, এই ছিপছিপে নদীটার নাম আসলেই পরী নদী, পূর্ব এস্তোনিয়ায় তার নিবাস
তারতু শহরের এমা নদী, যার অর্থ নদী মাতা !
ক্রোয়েশিয়ার সামোবোর শহরের সাজানো নদীটা
স্লোভেনিয়ার রাজধানী লুবলিয়ানার মাঝ দিয়ে বয়ে চলা লুবলিয়ানিকা নদী, সদ্য বিবাহিতরা তালা ঝুলিয়ে চাবি নদীতে বিসর্জন দেয় যেন তাদের সংসার এই আটকে রাখা তালার মত দৃঢ় হয় এই বিশ্বাসে
আর্জেন্টিনার তাইগ্রিসে কিশোরদের নৌকাভ্রমণ
দক্ষিণ আফ্রিকার এই নদী দেখেই মনে হয়েছিল অভিযাত্রীদের কথা, শংকরের কথা-
পবিত্র ইনকা উপত্যকা, যেখানে আলুর জন্ম হয়েছিল, সেই নদীটার বিশেষ গুরুত্ব আছে বটে মানব ইতিহাসে!
একপাশে বুদা, আরেক পাশে পেস্ট, মাঝে দানিয়ুব!
জর্মন দেশের তুবিংগেন শহরের ঝকঝকে নদী
প্রিয়তমা উরুবামবা, মাচুপিচুর পথে
ল্যুভ জাদুঘর থেকে দেখা সীন নদী, প্যারিস
উফিজি গ্যালারী থেকে দেখা আরনো নদী
নারায়ণী নদীর ভোর, চিতোয়ান বন
একটি মৃত নদীর আত্মকাহিনী, তিব্বত
ল্যাপল্যান্ডের স্বর্ণনদী, এই ধরনের নদীতেই সোনা পাওয়া যায়
বাশিওয়ালার শহর, হ্যামিলনের নদীর নামও হ্যামিলন
অস্ট্রিয়া- জার্মানির সীমান্তের একটি নদী
ক্রোয়েশিয়া-স্লোভেনিয়ার সীমান্তের পান্নাসবুজ নদী
আগেই বলেছি- নদীপ্রধান দেশের মানুষ আমি। শৈশব, কৈশোর কেটেছে পদ্মাতীরের রাজশাহীতে। পদ্মা, মেঘনা, যমুনা, সুরমা, কর্ণফুলী, ব্রহ্মপুত্র, নাফ, ইছামতী, ধলেশ্বরী কত অসম্ভব সুন্দর নদীগুলো আমাদের চিরসবুজ পলিমাটির দেশটা তৈরি করেছে লক্ষ হাজার বছর ধরে, তাই কোন দেশে গেলেই সেখানকার স্থানীয় নদী দেখার জন্য মন আনচান করে, হয়ত সেই নদীর তীরে ইতস্তত পথ ভুলে বেড়ানো কোন শিশুকে দেখে রোমন্থন করি নিজের শৈশব, পৃথিবীর সব নদীর জেলেকেই মনে হয় অতি আপন পদ্মাপারের জেলে। সোজা কথায় বলি- আমি নদী জমাই। বিভিন্ন চিত্রবিচিত্র নদী, তাদের বাঁক, লোকজন, জীবনযাত্রার সাথে একাত্নতা বোধ করি।
বাংলাদেশের কয়েকটি নদী নিয়ে আগে একটি পোস্ট দিয়েছিলাম এইখানে, আজ তাই বিশ্বের অন্যান্য অঞ্চলের নদীরাই থাক সচল জুড়ে প্রবাহমান-
এই পোস্টটি সেই সকল মানুষদের জন্য যারা নদী জমায়, এবং বিশেষ ভাবে সচল পরিবারের সদস্য সাবরিনা শারমীন নদীর জন্য।
শুভ জন্মদিন নদী। ( এই উপলক্ষে তার জাকালো গোঁফের বিখ্যাত বাবা আমাদের রিটন ভাই একখানা ছড়া লিখে শেয়ার দিলে তো আর কিচ্ছু বলারই নেই ! )
মন্তব্য
খুব সুন্দর লেখা! অসাধারণ সব ছবি। এত এত বিখ্যাত সব নদীর এমন বিশদ বর্ণনা আর এত সুন্দর ছবি আগে কোথাও দেখিনি। জন্মদিনে এমন চমৎকার উপহার পেয়ে নিজেকে সাংঘাতিক কিছু মনে হচ্ছে! অনেক অনেক ধন্যবাদ।
- নদী
ভ্রম! ভ্রম! ইয়াক্ষুদা, এইডা আপনি নাকি?
কেক্কুক কুতায়? আর ছড়া?
facebook
কেক্কুক পাওনা থাকলো! ছড়া নাই নো ছড়া!!! বুড়া হয়ে গ্যালাম মন খ্রাপ।
কেক খাবার জন্য দুইন্যা পাড়ি দিতে রাজী
facebook
মন ভরে গেল।
--------------------------------------------------------
এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।
এক লহমার... টুকিটাকি
facebook
নদী-কে জন্মদিনের শুভেচ্ছা।
--------------------------------------------------------
এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।
এক লহমার... টুকিটাকি
নদী দেখবে নিশ্চয়ই
facebook
অনেক অনেক ধন্যবাদ
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
বাহ বাহ, লেখার মত ভাল তালিও হচ্ছে
facebook
অসাধারণ সব ছবি।
ধন্যবাদ
facebook
নদী দেখলে মাথাটা আউলা হয়ে যায়। প্রত্যেকটা ছবিই অসাধারন।
তারপরেও বেরুনকা দেখে আমার গ্রামের নদীটার কথা ভাবলাম । কুভানসি, পরী নদী, এমা নদী, ফিনল্যান্ডের বুনো নদী, কানিমার, সতেজ - আসলেই মনকে সতেজ করে তুলে। অস্ট্রিয়া- জার্মানির সীমান্তের নদীটাকে দেখলে মনে হয় না সুন্দরবনের একটা সরু বাঁক !
গ্রামের নদী আসলেই অসাধারণ !
facebook
প্রকৃতি যা দেয় তা দু' হাত ভরে দেয়। ছবি গুলো তার প্রমাণ।
আসলেই-
facebook
আমার বেড়ে ওঠা প্রমত্তা বলেশ্বরের তীরে। আপনার ছবি দেখে আজকে খুব বলেশ্বরের কথা মনে পড়ে গেল। ঢাকায়তো বুড়িগঙ্গার অবস্থা ভাল না। তবে একটু তুরাগ এখনো ভাল আছে কিছুটা। উত্তরার একেবারে শেষ মাথায় যেয়ে রিকশা করে তেরোমুখ নামে একটা যায়গায় যাওয়া যায়। পারলে ঘুরে এসেন। মন ভাল হয়ে যাবে।
#এইগুলার মধ্যে হ্যামলেনে গেছি শুধু। আরো কত নদী দেখা বাকি।
আহা, কত নদী সরোবর!
facebook
যেকোন নদীর ছবি দেখলেই আমার মাথায় স্বার্থপরের মত একটা চিন্তা আসে। খাল, ঝিল, নদী দিয়ে ঘেরা অসম্ভব সুন্দর একটা ঢাকা শহর আমরা পেতে পারতাম।
প্রথম ছবিটা সবচেয়ে ভালো লেগেছে
আসলেই, ঢাকা তেমনই ছিল!
facebook
হ্যাঁ, ঢাকা সেরকম ছিল, থাকতেও পারত।
যাই হোক, পুরো পৃথিবীটাই তো আমাদের। তাই যা কিছু এখনও সুন্দর - তাই নিয়েই নাহয় খুশী থাকলাম
সইত্য!
facebook
অসাধারন সব নদী, অসাধারন তাদের ছবি। একদম শেষের ছবিটা কোন নদীর?
জার্মানি বা পোল্যা!ন্ড ! বিমান থেকে তো
facebook
আহ নদী!! নদী মাতা যে দেশের, সে দেশের মানুষ বলেই নদী শুনলেই মনটা উদাস হয়ে ওঠে! দুনিয়ার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা নদীদের ভান্ডার থেকে কিছু মানিক রতন কুড়িয়ে এনে দেবার জন্য অণুকে অজস্র কৃতজ্ঞতা।
ছবি দেখে খালি মনে হচ্ছিল কত রকম নদীর কত রকম রূপ! কখনো উচ্ছলা, কখনো গাম্ভীর্যপূর্ণ; কখনো রাজসিক, কখনো একান্ত আপন! আপন মনে বকবক করতে করতে ছুটে চলা নদীর পাশাপাশি ইতিহাসের ঝাঁপি বুকের ভেতরে জমিয়ে রাখা শান্ত সমাহিত রূপের নদী! কোথাও এক চিলতে জলধারা, কোথাও দুকুল ছাপানোর উচ্ছাস! অপূর্ব!!
একটা প্রশ্ন: এস্তোনিয়ার নীল নদী অমন সাগরের মত নীল কেন?
____________________________
খুব সুন্দর বলেছেন তো !
নীল হবার কারণ মনে হয় সূর্যরশ্মি আর জলের গভীরতা
facebook
ঈর্ষা ঈর্ষা ঈর্ষা অ্যান্ড ঈর্ষা টু দি পাওয়ার ইনফিনিটি। এত্ত ঘুরেন ক্যান আপনি?
সব বাদ দিয়ে আন্দেজের ওই পাহাড়ী নদীটাই টানছে চুম্বকের মত। আরেক দফা ঈর্ষা
আসলেই , বুনো নদীর রকমই আলাদা
facebook
এক জীবনে এত্ত নদী, বয়ে চলে নিরবধি।
তাহসিন রেজা
হ
facebook
facebook
চক্ষু জুড়াইলো।
আপনি কোথায়?
facebook
কুভানসি নদী’র ছবি দারুণ লাগলো, প্রায় একইরকম সবুজবেষ্টিত একটা খাল আছে বরিশালে, মনে পড়ে গেল
বরিশাল যেতেই হবে জলদি
facebook
অসাধারণ সব নদীর ছবি দেখে বিমোহিত হওয়া ছাড়া আর কিছুই করার নেই!
শুভ জন্মদিন নদী আপু।
অণু ভাইয়া, ভালো থাকুন, খুব।
-নিয়াজ
আপনিও !
facebook
অনেক অনেক ধন্যবাদ
স্লোভেনিয়ার লোকজনের বিয়া টিকায় রাখার টেকনিক টা কিন্তু সেইরাম!!!
আর লেখা ও ছবি তো কঠিন সেইরাম!!!
*************
সুবোধ অবোধ
হা হা, এইটা কিন্তু ইউরোপের অনেক দেশেই আছে।
facebook
এশিয়ার বাইরে কি সাধারণত দুকূল ছাপানো নদী থাকে না? বিশেষ কোনো কারণ আছে কি?
ফেইসবুক
---------------------------------------------
এক আকাশের নীচেই যখন এই আমাদের ঘর,
কেমন ক'রে আমরা বলো হতে পারি পর. . .
ব-দ্বীপ অঞ্চলের সাথে কি দু-কূল ছাপানো নদীর কোনও সম্পর্ক আছে?
রিও-দে-লা-প্লাতাও তো ওই জাতেরই নদী কিনা...
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
আছে তো বটেই, তবে ইউরোপের সরু সরু নদী দেখে হয়ত এমন ধারণা হয়েছিল। সেই সাথে যুক্তরাষ্ট্র , অস্ট্রেলিয়ার নদীরাও সাধারণত জাঁদরেল কিছু হয় না, সেই হিসেবে বাংলার নদীরা কত্ত বিশাল!
facebook
খাইছে করছ কি এইটা
বুখে আয় বাভুল।
_______________
আমার নামের মধ্যে ১৩
কুতি গো আপনি! জলদি আসেন মিয়াঁ-
facebook
আহা যদি থাকত আমার ল্যাজের উপর ডানা, উড়ে গেলেই আপদ যেত করত না কেউ মানা
_______________
আমার নামের মধ্যে ১৩
আহা
facebook
যেকোন জলরাশির সামনে গেলেই মনটা কেমন যেন হয়ে যায়, চাই কি সে বিশাল সমুদ্রই হোক, বা বাসার পাশের পুকুরটাই হোক, কিংবা কালো জলের কুয়োই হোক।
ছবিগুলো ভালো লাগলো (বরাবরের মতই)
শুভেচ্ছা
তা ঠিক
facebook
সুপার ডুপার!
নতুন ব্যানার কুতায়?
facebook
প্রিয় ব্যানার্জি, নদীর ছবি নিয়ে সেখান থেকে একটা ব্যানার হবে নাকি? বিশেষ করে বর্ষার মাঝামাঝি সময়ে একটা ব্যানার হতে পারে!
____________________________
facebook
অওছাম নদীময়তা!
নদীর জন্য অনেক শুভেচ্ছা থাকলো
অনেক অনেক ধন্যবাদ!
facebook
নদীর মত বয়ে চলা নিরবধি আপনার ছবি পোস্ট। অসম্ভব ভাল লাগার কিছু দৃশ্য রয়ে হৃদয় মণিকোঠায়।
ধন্যবাদ অণু। ভাল থাকবেন, শুভকামনা রইল।
তুহিন সরকার।
ধন্যবাদ
facebook
এই আফসোস আমার সারাজীবনের- আমার শৈশবে কোনো নদী নাই
নদী দেখলেই হৈহৈ একটা ভাব চলে আসে, ভেতর থেকে কেউ বলে উঠে "আহা"!!!
প্রথম প্রথম সচলে ঢুকে বা এখনো পুরনো অনেক লেখা তে 'পিস্তলওয়ালী' ছবি টা দেখে দাঁত বের হয়ে যেত। এখনো যায়
শুভ জন্মদিন
হৈ হৈ
facebook
কোনটা রেখে কোনটা সুন্দর লেগেছে,সেটাই আর না যাই। তবে অসাধারণ সব ছবি হে।
সিঙ্গাপুরে কি নদী আছে ?
facebook
চোখ জুড়ায়া গেল, আপনের প্রতি হীংসাও আরো বড়লো। কতশত নদী দেখলেন নিজে চোক্ষে, আর আমি দুই-একটা নদী আর কয়ডা পুষ্কুনি দেইক্ষাই জীবন কাডায়া দিতাছি। পোড়া কপাল!
- আরাফ করিম
ব্যাপার না , আমরা আমরাই তো
facebook
নদি সকলকেই কাছে টানে
নদী এমনই
facebook
সবচেয়ে সুনদর নদী হচছে আমার গেরামের নদী , নাম কাঠগিরী । ামার গেরামেই জনম আর ঐখানেই শেষ হয়েছে ( মিলিত হয়েছে পাতরাজ নদীর সাতে )।
এত সব নদী দেখে মন খারাপ করে ফেললাম !
সেগুলোর ছবি দেন
facebook
নদীর কত রঙ! সত্যি অদ্ভুত !
---------------------------------------------------------
ভাঙে কতক হারায় কতক যা আছে মোর দামী
এমনি করে একে একে সর্বস্বান্ত আমি।
আসলেই
facebook
কত সুন্দর!!
অন্ধকার এসে বিশ্বচরাচর ঢেকে দেওয়ার পরেই
আমি দেখতে পাই একটি দুটি তিনটি তারা জ্বলছে আকাশে।।
আহা
facebook
আরে জোস্ তো! মাত্রই একটা ক্যাটাম্যারানে করে নারায়নগঞ্জ থেকে শুরু করে মেঘনার মোহনা দিয়ে বেরিয়ে -- সন্দ্বীপ চ্যানেলে ৫ ঘন্টা ডুবো চরে ধরা খেয়ে -- বঙ্গোপসাগরের উত্তাল ঢেউ পাড়ি দিয়ে সেন্ট মার্টিন্স পর্যন্ত ঘুরে আসলাম। আর এসেই দেখি নদী কাহিনি!
দারুন!
****************************************
লেখা দ্যান জ্জলদি-
facebook
একটু 'চাপা' আছে এখানে!
জার্নিটা এতই মিসম্যানেজ্ড ছিল যে আমি রাগের ঠেলায় শেষ পর্যন্ত রাত তিনটার দিকে সাগরে রোলিং করতে করতে ক্লান্ত-বিরক্ত ও সারাদিন অভুক্ত অবস্থায় তুমুল বৃষ্টির মধ্যে পতেঙ্গা বন্দরে নেমে পড়েছিলাম। এমনকি নামার সময়েও ঝঞ্ঝাট। জেটিতে সরাসরি ভেড়ায়নি। চারটা অসমান জাহাজ টপকে তারপর ডাঙায় পা ফেলতে হয়েছে। তারপর আর মার্টিন যাওয়ার মুড ছিল না। ব্যাক টু প্যাভিলিওন ইন ঢাকা। তাই আমার ক্ষেত্রে অন্তত এটা আসলে নারায়ন-টু-পতেঙ্গাই ছিল। অবশ্য সেটাও নেহাৎ ফেলনা না। একটা পর্যায় পর্যন্ত মজাই হয়েছে। লেখার আসলে তেমন কিছু নাই এর মধ্যে, পুরোটাই দেখা ও অনুভব করার বিষয়। ছবি হয়তো কিছু দেয়া যায় - দেখা যাক।
****************************************
উকে, কিন্তু লেখা দেন
facebook
হ, জলদি, জলদি লেখা দেন।
--------------------------------------------------------
এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।
এক লহমার... টুকিটাকি
আমার সারাজীবনের আফসোস আমার বাড়ীর কাছে কোনো নদী নাই আবারও মনে করায়ে দিলেন। আপনার মনে আসোলেই কোন দ্য়া মায়া নাই।
ইমা
আমি কী সিমার?
facebook
সিমার?
দয়া মায়া নাই বললেন যে !
facebook
আসাধারন কথাটা খুব ক্ষুদ্র হয় যায় এই লেখার থুরি ছবির জন্য ।
আমি যদিও সারাজীবন ঢাকা শহরেই মানুষ কিন্তু পড়ালেখার জন্য সাত বছর ব্রহ্মপুত্র পারের সেই ছোট্ট শহরে ছিলাম, যখনি মন খারাপ হত ছুটে যেতাম অপরূপা ব্রহ্মপুত্রর কাছে। ভীষণ ভাল লাগল এত বাহারি নদী দেখে।
ইসরাত
আহা, বাহারি নদী
facebook
ছবিগুলো এত সুন্দর! বাস্তবের নদী না জানি কিরকম! সুন্দর পোষ্ট, সুন্দর ছবি, মন ভালো করে দেয়া নদী।
শুভ জন্মদিন নদী!
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
নদী আসলেই মন ভাল করে দেয়
facebook
আপ্নে সত্যি অমানুষ অনুদা, ছবিগুলো সাংঘাতিক ভাল লাগল।
আহা নদী !
__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---
নাহে আমি এতটা খ্রাপ নই --
facebook
নতুন মন্তব্য করুন