পাণ্ডবদার জন্মদিনের ধাঁধাঁ !

তারেক অণু এর ছবি
লিখেছেন তারেক অণু (তারিখ: সোম, ২৮/১০/২০১৩ - ৩:০১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

66534_10152138715585497_1338274007_n

ষষ্ঠ পাণ্ডব হচ্ছেন গিয়ে আমাদের মাইক্রফট হোমস বা সিধু জ্যাঠা। যে কোন বিষয়ে, বিশেষ করে নিকট আর সুদূর ইতিহাস নিয়ে জানতে হলেই তার শরণাপন্ন হই। ভূগোল নিয়েও, আসলে প্রশ্ন হবে কী নিয়ে না?

যাচ্ছি জাগরেব, শুধালাম পাণ্ডবদাকে, ওখানে কিছু দেখার আছে আলাদা ভাবে?

আছে বৈকি, মিশরীয় হায়ারোগ্লিফিক্সের অদ্বিতীয় নমুনা আছে সেখানের এক জাদুঘরে, যা ক্রোয়েশিয়ার অধিবাসীরাও আমলে নেন না, কিন্তু আমাদের পাণ্ডবদা ঠিকই জানেন তার কদর ।

অনেকেই নানা পোস্টে সেই পোস্টের চেয়ে পাণ্ডবদার মন্তব্য বেশী উপভোগ করেন,

এবং মাঝে আমাদেরই কেউ প্রস্তাব করেছিল পোস্টের চেয়ে মন্তব্যের ওজন বেশী হলে তাকে পাণ্ডব পদক দেওয়া হোক !!

যাক সে কথা, আজ পাণ্ডবদার ১৮তম জন্মদিনে ( মনের বয়স) একখান ধাঁধাঁটাইপ প্রশ্ন, ছবির বস্তুখানা কী?

সুত্র- একটি বিলুপ্ত প্রাণীর দেহাংশ দিয়ে ইহা তৈরি, কিন্তু যে প্রাণীদের প্রতীক তাহারা এখনো বহাল তবিয়তে বর্তমান, ছবি খানা আমার নিজেরই তোলা, কিন্তু যে জাদুঘরে ইহা সংরক্ষিত আছে তাহাকে নিয়ে কোন পোস্ট আজ পর্যন্ত দিই নাই! আর অনেক অনেক বছর এটা দুই ভাগে বিভক্ত ছিল, পরে আবিষ্কৃত হয় যে এটা অখণ্ড কিছু একটা !

কিন্তু সেই কিছু টা কী? যার বয়স দশ হাজার বছরের বেশী, মানে এটি যখন তৈরি হয় তখন বর্তমানের কোন দেশের অস্তিত্ব ছিল না, তবে থাকলে বলা যেত যে এটি যেখানে নির্মিত , বর্তমানে সেখানে নেই।

আর হ্যাঁ, এটি বিশ্বের সবচেয়ে বিখ্যাত প্রাচীন শিল্পকর্মের একটি।

আরেকবার দেখুন,
66534_10152138715585497_1338274007_n

উত্তর শুধু ষষ্ঠ পাণ্ডবদা না, আপনিও দিতে পারেন! সেই সাথে আমাদের চিরতরুণ মাইক্রফটকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভুলেন না।


মন্তব্য

সবজান্তা এর ছবি

ঘটনা হইলো, গুগলের এই যুগে এইসব কুইজ-টুইজ আসলে ভ্রান্ত ধারমা হাসি

http://en.wikipedia.org/wiki/Swimming_Reindeer ---> আপনি এই বস্তুর কথা বলতেছেন।

শুভ জন্মদিন পাণ্ডবদা!

তারেক অণু এর ছবি

নেট ব্যবহার করলে বাহাদুরি নাই, পান্ডবদা হওয়া কী এতই সহজ।

আপনি অদ্ভুদ হে সবজান্তা!

সবজান্তা এর ছবি

আরে! কোন না কোনো সোর্স থেকে তো জানতে হবে! সবাই তো আর ব্রিটিশ মিউজিয়ামে যায় নাই, সেই কপাল নিয়াও জন্মায় নাই। এখন সেই দলের লোকজন বই পইড়া জানুক, আর ইন্টারনেট ব্যবহার করুক- তাতে আর তফাৎ কী!

পুনশ্চ: পাণ্ডবদা হওয়া কোনোমতেই সহজ কাজ না। তবে সেইটা এই কুইজ পারা-না পারার উপরে নির্ভরশীল না আসলে। এরকম ফটোগ্রাফিক মেমোরি এবং ভয়াবহরকমের পড়াশোনা আমি খুব সামান্য মানুষেরই দেখছি।

তারেক অণু এর ছবি

১০,০০০ দেওয়াটাই ঠিক হয় নাই!

সবজান্তা এর ছবি

হাহাহা... নাহ, ১০,০০০ আমার কিছুই যায় আসে নাই। বলতে পারেন, ছবিটা দেওয়াই ঠিক হয় নাই। ছবিটা থেকেই সব বের করে ফেলছি হাসি

তারেক অণু এর ছবি

কন কী ! ছবি তো আমার তোলা! ম্যামথের কসম!

সবজান্তা এর ছবি

কিছু কথা থাক না গুপন হাসি

তারেক অণু এর ছবি
সজল এর ছবি

ভাবলাম ম্যামথের বিলুপ্তির কারণের উপর আলোকপাত করি।
http://www.youtube.com/watch?v=hb0ef6NhY74

---
মানুষ তার স্বপ্নের সমান বড়

তারেক অণু এর ছবি
সত্যপীর এর ছবি

সবজান্তারে ক্যুইজ জিগান আপনেরও যা বুদ্দি! সে সব জানে দেইখাই না সবজান্তা।

..................................................................
#Banshibir.

তারেক অণু এর ছবি

ঐ ব্যাটা কিচ্ছু জানে না, বিশেষ করে বেগানাদের নিয়া ! চোখ টিপি

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

ধন্যবাদ জ্যোতি! কোঞ্চিপায় গেলে বা কোঞ্চিপার কথা মনে হলে তোমার অভাব খুব কষ্ট দেয়। আমাদের হাট আসলেই ভেঙে গেছে।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

পুতুল এর ছবি

ধাঁধার উত্তর দেবার মতো এলেম থাকলে আমিও সপ্তম বা অষ্টম পাণ্ডব হতাম। তবে ষষ্ঠ পাণ্ডব না থাকলে আমার মহাভারত অশুদ্ধ হয়ে যেত। শুভ জন্মদিন প্রিয় পাণ্ডবদা।

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

তারেক অণু এর ছবি
ষষ্ঠ পাণ্ডব এর ছবি

ধন্যবাদ বস্‌! যে মহাভারত রচনা করার সামর্থ্য রাখে তার সেটা লিপিবদ্ধ করার জন্য হয়তো সহায়তা লাগে। তবে সেটা তার কীর্তির তুলনায় কিছু না। আপনার মহাকাব্য রচনা করার সামর্থ্য আছে।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

অতিথি লেখক এর ছবি

জন্মদিনের শুভেচ্ছা থাকল পাণ্ডবদা হাততালি

সবজান্তা ভাইতো উত্তরপত্র তো ফাঁস করে দিলেন প্রথম মন্তব্যেই। গুল্লি

মাসুদ সজীব

তারেক অণু এর ছবি

সবজান্তা একটা অদ্ভুদ

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

ধন্যবাদ মাসুদ সজীব!


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

 মেঘলা মানুষ এর ছবি

পাণ্ডবদার জন্মদিনে শুভেচ্ছা,
কেক্কুক কই? চোখ টিপি

প্রথমে আমি যা দেখতে পাচ্ছিলাম তা হল, একটা সিংহ একটা মহিষ গিলে খাচ্ছে। পরে সবজান্তার লিংকে গিয়ে দেখলাম, এগুলো রেইনডিয়ার! অ্যাঁ
তা আবার খাওয়া-দাওয়া-গেলা চলেছে না, এগুলো নাকি সাঁতরাচ্ছে!

ডাক্তার কোনটা দেখাব? চোখের না মাথার? চিন্তিত

শুভেচ্ছা অণুদাকেও হাসি
জাদুঘরের বাকিটাও দেখতে মন চায়।

তারেক অণু এর ছবি

সাঁতরাচ্ছে আসলেই !
সিংহটাও বেশ-

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

ধন্যবাদ মেঘলা মানুষ! ক্যাক্কুক কোঞ্চিপায় পাওয়া যাবে।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

সজল এর ছবি

পাণ্ডবদার জন্মদিনে গুগলের নাম পাল্টিয়ে পাণ্ডব রাখার দাবী জানাই।

---
মানুষ তার স্বপ্নের সমান বড়

তারেক অণু এর ছবি

গুল্লি সাধু সাধু

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

সজল, এরচেয়ে গুগলে আমাকে একটা পার্মানেন্ট চাকুরি দেবার জন্য সুপারিশ করো।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

তারেক অণু এর ছবি
অতিথি লেখক এর ছবি

গুগলে সার্চ দিয়া বিভিন্ন লিঙ্ক বাছাইয়েত্তে পাণ্ডবদার কাছে থেকে শুনে নেয়া সহজ!!
ঘটনা হইল উনার সাথে ব্যাক্তিগত পরিচয়ের সৌভাগ্য হয় নাই। তা না হইলে নির্ঘাত কিছু জানার থাকলে উনারে ফোন দিয়া দিতাম। যেমন সুন্দর করে ব্যাখ্যা করে বোঝান তাতে জানার এবং বোঝার জন্য অতি সহজ পদ্ধতি।

শুভ জন্মদিন প্রিয় পাণ্ডব দা।
আপনার বিভিন্ন কমেন্ট সত্যিই আরও অনেক অনেক জানতে অনুপ্রেরণা যোগায়।

---------------
সুবোধ অবোধ

তারেক অণু এর ছবি
ধুসর গোধূলি এর ছবি

ছবির বস্তুখানা তৎকালীন কোনো এক দেশের আপোষহীন নেতা। ছবিতে পা দেখা যাচ্ছে না, তাই বস্তুটি বুকে ভর করে গড়িয়ে গড়িয়ে চলতো। অর্থাৎ, বস্তুটির মেরুদণ্ড বলতে কোনো জিনিস ছিলো না। আর একটা মুখের মতো কিছু একটা বুঝা যাচ্ছে, ছিলো। কিন্তু আদল খানিকটা অন্যরকম বিধায় ধারনা করি, বস্তুটি মুখ দিয়ে অর্থবোধক কিছু উচ্চারণ করতে সক্ষম ছিলো না। বস্তুটি যে শব্দ বের করতে পারতো তা ছিলো অন্য প্রায়-সমগোত্রীয় প্রাণির উচ্চারিত ধ্বনির অনুকরণ মাত্র। অধিকাংশ ক্ষেত্রেই যা ছিলো সম্পূর্ণ বাকোয়াজ এবং আবর্জনা।

এখন, আপনি জনাব প্রশ্ন করতেই পারেন, এগুলো আমি জানলাম কোত্থেকে! আমি জবাব দেবো, তুমকো নেহি বোলেগা...

তারেক অণু এর ছবি

সাবাশ সাবাহ মুরব্বী! হাততালি

ব্দলুকেরা অবশ্য বলে যে আপনি সবকিছুর মাঝেই শালী দেখেন, আইচ্ছা, আইজকা বাদ থাউক

আব্দুর রহমান এর ছবি

আমি বড় হয়ে পাণ্ডবদা হবো।

------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল

তিথীডোর এর ছবি

যাক, আরেকজনকে পাওয়া গেল যার এখনো বড় হওয়া বাকি। খিক খিক। চোখ টিপি

'শুভ জন্মদিন' ষষ্ঠ পাণ্ডব। [যথেষ্ট আদব এবং তমিজের সঙ্গে : কপিরাইট অনিকেতদা@২০০৯] হাসি

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

তারেক অণু এর ছবি

আমিও থোত

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

তিথী, রেফারেন্স ঠিক আছে, কনটেন্ট ঠিক নাই। অনিকেত ওটা আমার সম্পর্কে বলেননি।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

তিথীডোর এর ছবি

হ্যাঁ, স্নিগ্ধা আপুকে বলেছিলেন। মনে আছে। হাসি

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

সংগীতা এর ছবি

গুরু গুরু লিখার স্টাইলটা দারুন.....!

তারেক অণু এর ছবি
নির্ঝরা শ্রাবণ  এর ছবি

শুভ জন্মদিন পান্ডব দা
শ্রদ্ধা দিলাম একখান, তাড়াতাড়ি ফুঁ দ্যান।

তারেক অণু এর ছবি
ষষ্ঠ পাণ্ডব এর ছবি

ধন্যবাদ। দিলাম একটা ফুঁ!!


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

হ্যাপি বাড্ডে পাণ্ডবদা!

তারেক অণু এর ছবি
ষষ্ঠ পাণ্ডব এর ছবি

ধন্যবাদ। আমার জন্মদিন উপলক্ষে না হলেও এই দিনে যে রোদেলা তরলের কাব্য দিয়েছেন তার জন্য আবারও ধন্যবাদ।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

তারেক অণু এর ছবি
এক লহমা এর ছবি

কত কি জানা যায় তোমার পোস্ট আর তার মন্তব্য থেকে। হাততালি
ষষ্ঠ পাণ্ডবকে জন্মদিনের সশ্রদ্ধ শুভেচ্ছা!

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

তারেক অণু এর ছবি
ষষ্ঠ পাণ্ডব এর ছবি

ধন্যবাদ রাজীবদা'!


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

মাহবুব লীলেন এর ছবি

বিজ্ঞান টিজ্ঞান কোনেদিন কুইজ হতে পারে না
কারণ পাণ্ডবদার কোনো জন্মদিন নাই; থাকার সম্ভাবনাও নাই

কুইজ হতে পারে এইগুলা:
প্রথম রাউন্ড: পাণ্ডবদার নাম কী? তিনি কীসে পড়ে কী করেন?

দ্বিতীয় রাউন্ড: পৌরাণিকভাবে ষষ্ঠ পাণ্ডবের নাম কী?

ফাইনাল রাউন্ড: তিনি এই যুগের ষষ্ঠ পাণ্ডব হলে প্রথম থেকে পঞ্চম পর্যন্ত এই যুগের বাকি পাণ্ডবরা কারা?

চূড়ান্ত ফাইনাল রাউন্ড (ছক্কা রাউন্ড): বাকি পাণ্ডবদের কয়জন সচলে লিখেন? কী নামে লিখেন?

ইয়াসির আরাফাত এর ছবি

আসল কুইজ হাসি

তারেক অণু এর ছবি
ষষ্ঠ পাণ্ডব এর ছবি

ঠিক, ষষ্ঠ পাণ্ডবের আসলে কোন জন্মদিন নেই!

ক্যুইজ চরম হয়েছে। যে সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারবে তাকে আগামি সাতদিনের মধ্যে নান্নার আস্ত মোরগের রোস্টসহ পোলাও খাওয়ানো হবে।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

তারেক অণু এর ছবি
অতিথি লেখক এর ছবি

গুল্লি

সুবোধ অবোধ

গৌতম এর ছবি

আমি নিজেকে দ্বিতীয় পাণ্ডব বলে দাবি করি। হাসি

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

সত্যপীর এর ছবি

হো হো হো

..................................................................
#Banshibir.

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

নিজের শরীরটা আগে দ্বিতীয় পাণ্ডবের মতো বানাও তারপর অমন কিছু দাবী করো।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

মাহবুব লীলেন এর ছবি

বুঝলাম না
অধ্যাপক হ্বার পর গৌতম কেন ভীম হতে চায়?

সত্যপীর এর ছবি

দ্বিতীয় রাউন্ডঃ কর্ণ?

ছক্কা রাউন্ডঃ ধর্মপুত্র

পয়লা রাউন্ড আন্দাজ করতে পারি কমুনা। পাণ্ডবদা মোরগ পুলাউ খাওয়াইলে উনারে কমু চাল্লু

..................................................................
#Banshibir.

তারেক অণু এর ছবি
ষষ্ঠ পাণ্ডব এর ছবি

মোরগ পোলাও খাওয়ানোর দায়িত্ব আমার। কিন্তু পরীক্ষার খাতা দেখা আর ফল ঘোষণা করার দায়িত্ব লীলেনের। কারণ, সেই প্রশ্নকর্তা। সুতরাং উত্তর সঠিক কিনা সে ব্যাপারে আমি কিছু বলবো না।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

মাহবুব লীলেন এর ছবি

কুইজে সক্কলে ফেল
সুতরাং আমি ছাড়া আর কাউরে খাওয়ানোর দরকার নাই

বিঃদ্রঃ এই কুইজ আগামী ১০০ বছর পর্যন্ত উন্মুক্ত থাকবে। যে সবগুলা প্রশ্নের উত্তর দিতে পারবে সে খাবে আর না পারলে কুইজকর্তা হিসাবে খাবার আমার ভাগেই থাকবে

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

ঠিক আছে, এই কথাই রইলো। ২১১৩ সালের ২৭শে অক্টোবর পর্যন্ত এই ক্যুইজ উন্মূক্ত থাকলো। এই টাইমের মধ্যে কেউ সঠিক উত্তর দিতে না পারলে ২১১৩ সালের ২৮শে অক্টোবর আমি লীলেনকে নান্নার আস্ত মোরগের রোস্টসহ পোলাও খাওয়াবো।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

বান্ধবী এর ছবি

আমি একটা রাউন্ড যোগ করতে চাই। এতজন পাণ্ডব যেহেতু আছে, একজন দ্রোপদী না থাকলে ভালো দেখায় না দেঁতো হাসি
তাহলে, কে সেই দ্রোপদী???

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

আপনার অনুমান সঠিক। পাণ্ডবেরা যেহেতু আছেন, সুতরাং একজন দ্রৌপদীও আছেন। লীলেনের অনুমতিক্রমে আপনি প্রশ্নটা ক্যুইজের লিস্টে যোগ করে দিন।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

সচলে এক কালে নিয়মিত সচলদের জন্মদিনের পোস্ট দেয়া হতো। তারপর স্বাভাবিকভাবে সেই হার কমতে কমতে এখন প্রায় শূন্যের কাছাকাছি চলে এসেছে। এখন নিজের জন্মদিনের পোস্ট দেখলে একটু লজ্জায়ই পড়তে হয়। তারেক অণুকে এ'সব কথা বলে তো লাভ নেই। সে গোঁ ধরলে বুনো বাইসনের মতো। অতএব, এই ব্যাপারে এইবেলা চুপ মেরে যাই। অসংখ্য ধন্যবাদ প্রিয় অনুজ!

এই পোস্ট দেখার আগেই অণু আমাকে বলেছিল, পোস্ট দেয়া হয়েছে, ইন্টারনেটের সাহায্য ছাড়া উত্তর দিতে হবে। পোস্ট পড়ে দেখি কোঞ্চিপা-ভ্যাঞ্চিপার অন্যতম মুখপাত্র সবজান্তা উত্তর দিয়ে দিয়েছে। এখন সত্য কথাটা হচ্ছে এই যে, কেউ উত্তর না দিলে এই ক্যুইজের সঠিক উত্তর আমি পুরোপুরি দিতে পারতাম না। বস্তুটা এখনকার হলে বলতাম এটা হাতির দাঁতের তৈরি। যখন বলা হয়েছে দশ হাজার বছরের পুরনো বিলুপ্ত প্রাণীর দেহাংশ, তখনই জিনিসটা ম্যামথের দাঁত/হাড় হয়ে যায়। দশ হাজার বছর আগে তো আর ডাইনোসর ছিলো না। লজিক্যাল ডিডাকশন। সুইমিং রেইনডিয়ারের এই ছবি আমি আগে দেখিনি। সুতরাং ছবি দেখে এটা আমি সনাক্ত করতে পারতাম না।

ক্যুইজের ক্ষেত্রে লীলেন যে প্রশ্নগুলো দিয়েছেন সেটা বরং জুতসই হয়েছে। যে কেউ ইন্টারনেটের সাহায্য নিয়েও এর উত্তর খুঁজতে পারেন।

যারা যারা জন্মদিনের শুভেচ্ছা জানালেন তাদের সবাইকে ধন্যবাদ। জন্মদিনের ক্যাক্কুক একটা ভ্রান্ত ধারমা। কোঞ্চিপায় আসলে চাচীর বানানো লাল চা আর গোল্কেক এমনিতেই খেতে পাওয়া যায়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

তারেক অণু এর ছবি

কেক্কুক জিন্দাবাদ !

প্রোফেসর হিজিবিজবিজ এর ছবি

দ্বিতীয় রাউন্ডের উত্তর দেয়ার জন্য লীলেনদার চেয়ে যোগ্য লোক আর কে আছে?

পান্ডবদার জন্মদিনে শুভেচ্ছা।

____________________________

তারেক অণু এর ছবি

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

ধন্যবাদ প্রফেসর সাহেব!


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

আব্দুল্লাহ এ.এম. এর ছবি

কুইজ দেখে উত্তরপত্র তৈরী করার জন্য যা করা যেত, একেবারে বিসমিল্লাতে সবজান্তা তা করে ফেলায় সকলেরই খাটুনি বেঁচে গেছে। সুতরাং কুইজের ব্যাপার তো শেষ, এখন কিছু সাইড টক হতে পারে।
ছবি দেখে আমার মনে হচ্ছিল এটা কোন বরাহ যুগলের প্রনয়কালীন মুর্তি। পিছনেরটা মৈথুনপ্রয়াসি, আর সামনেরটা কপট ভীরুতায় পলায়নরতা। অনিচ্ছাসত্বেও অনেকবারই দেখা হয়েছে, কার্যক্ষেত্রে এ জাতীয় পুরুষ প্রানীটির ঘ্রানেন্দ্রিয় এরকম সময়ে খুব সচল হয়ে ওঠে, আর স্ত্রী প্রানীটি যেন লজ্জায় পালিয়ে বাঁচতে চায়। ছিঃ ছিঃ কি লজ্জার ব্যাপার! অনু কি উপস্থাপন করলো, আর আমি কি ভাবলাম!!

যাই হোক, ষষ্ঠ পাণ্ডবকে জন্মদিনের শুভেচ্ছা!

তারেক অণু এর ছবি

ছিঃ ছিঃ কেন ! দেঁতো হাসি

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

ধন্যবাদ আব্দুল্লাহ্‌ ভাই!


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

কড়িকাঠুরে এর ছবি

ম্যামথ পর্যন্ত যেতে পারলে পাস মার্ক পাওয়া যাবে? ইয়ে, মানে...

পাণ্ডব'দা কে জন্মদিনের শুভেচ্ছা... হাসি

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

ধন্যবাদ, কড়িকাঠুরে!


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

তারেক অণু এর ছবি
মাহবুব লীলেন এর ছবি

সত্যি কথা বলতে কি
তারেক অণুর দেয়া কুইজের ছবিটা বেশ অশ্লীল
প্রথমবার দেখলে কোনো প্রাচীন প্রাণীর সাইদি-মেশিন মনে হয়...

নীড় সন্ধানী এর ছবি

দেঁতো হাসি কথাটা আমিও ভাবতেছিলাম

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

নীড় সন্ধানী এর ছবি

তারেকানুর ধাধার প্রশ্ন আউট হয়ে যাওয়াতে আর উত্তর দিলাম না। দেঁতো হাসি
তবে পাণ্ডবদারে ১৮তম জন্মদিবসে ছত্রিশ মোমবাত্তির শুভেচ্ছা। খাইছে

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

আপনি দুষ্টুলোক বস্‌! আমার বয়স কমতির দিকে আর আপনি সেটা দ্বিগুণ করতে চাইছেন!


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

তারেক অণু এর ছবি

ছিঃ ছিঃ ছিঃ ! এই আপনাদের শ্লীলতা জ্ঞান দেঁতো হাসি

অতিথি লেখক এর ছবি

হো হো হো

সুবোধ অবোধ

গৌতম এর ছবি

সত্যিকার অর্থে পাণ্ডবদা লোকটা অদ্ভুদ! তাঁরে জন্মদিনের-টন্মদিনের শুভেচ্ছা-টুভেচ্ছা জানায়া-টানায়া লাভ-টাভ নাই-টাই, এই ভদ্রলোক সম্ভবত জাগতিক সমস্ত বিষয়াদি থেকে মুক্ত। তারপরও যদি জানাতেই হয়, তাহলে বলি, হে পাণ্ডবদা, কেক্কুক খাইতে চাই না, ঢাকায় গেলে হাজির বিরিয়ানি খাওয়ায়েন।

আর উনার জ্ঞানের ব্যাপারে যেসব কথা বলা হয়েছে সেগুলো আসলে অতিশয়োক্তি। আমার ধারণা ভদ্রলোক কিছুই জানেন না। যেহেতু তিনি মাঝেমধ্যে দেশের বাইরে বেড়াতে যান- যেমন একবার গিয়েছিলেন চীন্দেশে, আর শুন্ছি, চীনারা নাকি সবকিছুই বানাতে পারে- তো, আমার ধারণা তিনি চীনে গিয়ে অর্ডার দিয়ে দুইতিনখান সুপারকম্পিউটার আর থ্রিজি ইন্টারনেট জোড়া লাগায়া সেইটারে মাইক্রোচিপের আকার বানায়া মাথার ভিতর ঢুকায়া আনছেন। কেউ যখন কোনো প্রশ্ন করে, তখন মাথায় টোকা দিলে সেইখানে সার্চ হয়ে আসে, তিনি শুধু মুখে বা লিখে উত্তর দেন। আর সবাই ভাবে, আহা! লোকটা কী জ্ঞানী! খাইছে

তারপরও তিনি যে অনেক কিছু জানেন, সেইটা তো আর অস্বীকার করা যায় না (হোক না সেটা কম্পিউটারের কারসাজিতে)! কোথায় যেন একটা প্রস্তাব দিয়েছিলাম, পাণ্ডবদা কী জানেন, সেইটা নিয়া আলোচনা করে লাভ নেই, বরং কী জানেন না, সেইটা নিয়ে বিশদ গবেষণা হতে পারে। আমার ধারণা, এই গবেষণা শেষ করতে মিনিট পাঁচেক সময়ও লাগবে না। হাসি

ছবি প্রসঙ্গে:
এই ছবির ধাঁধা বের করা কোনো ব্যাপারই না। বিশেষ করে গতকাল বিকেলে বাংলাদেশ সময় সাড়ে চারটার দিকে যারা ডিসকভারি চ্যানেলটা দেখেছেন, তাঁরা চোখ বন্ধ করেই উত্তর দিতে পারবেন। ওখানে ডেনভার শহরে ম্যামথ ও তার আগে টি-রেক্স ও অন্যান্য ডায়নোসররা কীভাবে বসবাস করতো তার একটা দীর্ঘ প্রতিবেদন দেখানো হয়েছে। ম্যামথ ও ডাউনোসরদের ফসির আবিষ্কারের জন্য ডেনভার বিখ্যাত।

সবজান্তার মতো আমিও একটা ট্রিকস ফলিয়ে একটা ছবি পেয়েছি এখানে: http://translate.google.com/translate?hl=en&sl=ja&u=http://www.ons.ne.jp/~taka1997/travel/2012/ireland-uk/25/&prev=/search%3Ftbs%3Dsbi:AMhZZitZevNi_1NP4-phJWA3EDZTRxGPM7znyYYTKUb6yxQLei5WdXbqWzDiH0JbaqgAOOHsaRi9oXnlJ4cpNLHDyqT6aVQe6IjX0PTK9fDEvMM5ExWyO1-VUyldPLXY1QdoyJ6XTvlANyQtWTPZOQ0RWBu_15GKcueabFub1ajXnIcqVM0oMELEQUYZj38lvfGWjg03Wg7cyKxa4QZczA2SEzyCAa7TRy4KUcUuIVmKh7KqkVJTx2MGhf9kK36lt-TNdIITAkR4qVU5PBJT6AHxZ8Jv_1HQ2n58FbDxCVWS-5Y9ne8ONyWuQl2JEmy_1GJ5EtKtbyKtP4yAdtzK5AvHXbAkpraolxtdPzmyp8lZXAVUfX_1VxwR9xK1tlzkb_1UVeV7GSly3ZGpFV7fH4rwlwxHO4kRyFz3SZzhHdBN8y08_1wtPYSjvErDcHkbSFV5choukvFjVK48-Kj8HLnInDh96R-WyuNakcBAFshCL9DYeGqmDGNaZCQ9dhpnyUvyogqXODnUKtGjG8AF8QMHgfs4by3ZObq5Uu_10LH5NGw1OJz4sFKJ_12V6QPXlPJqGFTct_14MVNs85Pp8f8D1T4bfHW2COqRJTHniXnPQ8EOCmjSeqfm_1YV5aewKq3YWN91OXSRxeSr3_1zS8MvXzCNpHUN2t88k3P40K3OshwcEteB7gaw6EVl53QdkewwEYT-sRAurC_1Bu894SlFKXOWkjtYLq4jZIPhRWCQ4gewA9vysilkTOgRztQlUx8qybayIxWGYUNilu-scfp3eYrH4w92Nq_1O51jsEQm7xKgsgaMvAyRExudqsM5zWWRUvK7De-kGOZ3mFX8Wq1n-tyXHXpiQ1Vc2zUTZ0bMP2Cisf3pDt16yLfkaBQuKu8n4YV8L2RHmhXVolodEt4OpPCfdKxMQcyDi8XZr5JnFLqlYD46osf6ToqRlFYJ5Gx1YFrHAJ_16GWSMJmQdp1KrMTq9QFOMz7VsUfMXaGl8YiqGaaHoDkh0SeQczGYQwHi4ihiMJVByClimrMcWqlj2H1iicEwjrax8M4h5M2vgU7Ae3wke-EWCQEWdE1bJ2_1YcPJ9BaLgrXo-8-RSMvCGDr39RM-eB6GzsjLr8FkEsotcDNJ4sjaSrgQ4pFhccGB1-xcR-VR6b9gqiSfggT4wNjvgGkiqcNhJLXSKHLxp0pB6fTWYeXF0PDh1efaJVPHQ3aE37hjhtTUqd8gHanPMzadQbs1tl2jSvzQMuUIx6Yrt6u6Hlppc6Zhzyu_1L2U46wwZSrWc-4hzxq_18lYFZzJXXR0lDOgXVRjcpfCJaaR5AyQ

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

ঢাকায় আসলে তুমি লোকজনকে পরামর্শ দিতে এতো ব্যস্ত থাকো যে তোমার নাগাল পাওয়া মুশকিল। এরপর ঢাকায় আসলে নিজ উদ্যোগে কল দিও। হাজী, ফখরুদ্দিন, নান্না - একটা কিছু তো হবেই।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

তারেক অণু এর ছবি
গৌতম এর ছবি

তাইলে ওই কথাই রইলো- হাজির বিরিয়ানি।

আপনি আসলে মানুষটা ভালো। চোখ টিপি

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

আগে ঢাকায় আসো তো বাপু! বিরিয়ানী তো এখানে আছেই।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

অমি_বন্যা এর ছবি

জন্মদিনের শুভেচ্ছা পাণ্ডবদা। আমার অনেক প্রিয় এক্জন মানুষ আপ্নি।

তারেক অণু এর ছবি

কততম সেইটা ব লে দিয়েন খাইছে

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

ধন্যবাদ অমি! ভালো থাকবেন।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

জ্ঞানার্জনের জন্য চীনদেশে যাওয়ার আদেশ আছে। আর কে না জানে যে পাণ্ডবদা দু'দিন পর পর চীনদেশে যায়। আর আমি জীবনে কোনোদিন যাইনি। তো কে জ্ঞানী হবে তাহলে?

ইতোমধ্যে দু'বার জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ফেলেছি। দান দান তিনদান 'শুভ জন্মদিন'

______________________________________
পথই আমার পথের আড়াল

তারেক অণু এর ছবি

চীনদেশে! চীনদেশে !!

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

ধন্যবাদ! ধন্যবাদ!! ধন্যবাদ!!!

জ্ঞান অর্জনের জন্য চীন কেন অন্য কোথাও না গেলেও চলে। তবে জ্ঞান অর্জনের জন্য দেখার চোখ আর বোঝার মন লাগে। সেটা আপনাকে যারা দেখেছেন, আপনার লেখা যারা পড়েছেন তারা সবাই জানেন।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

মন মাঝি এর ছবি

আয় হায় আগে বলবেন তো!!

ষষ্ঠ পাণ্ডবের জন্মদিনটা কিভাবে উদযাপন করি, অনার করি এখন? আমি আবার গুণী মানুষদের অনার করতে খুব ভালবাসি। অনেক সময় কাউকে না জানিয়েই! কিন্তু এত রাতে কি করব বুঝে উঠতে পারছি না। একটা অপশন অবশ্য হচ্ছে - সম্প্রতি ক্ষীণকটি দীর্ঘকায় তণ্বী (ম্যাপ দেইখেন!) সেন্ট-মার্টিন্স দ্বীপ থেকে আনা দীর্ঘকায় এক গেলাস ভর্তি বরফ-চা দিয়ে তার অনারে টোস্ট করা - বাস্তবে নিজে নিজেই, এই শীত-শীত হরতালের গভীর রাত্রে আর কারে পাব বরফ-চা খাওয়ার জন্য - তবে ভার্চুয়ালি আপনাদের সবার সাথে যাদের চায়ে এলার্জি নাই। অথবা ষষ্ঠ পাণ্ডবেরই প্রিয় ওরসেস্টারশায়ার সসের কয়েক ফোঁটা দিয়ে আমার জানা একমাত্র ও দারুন পদটা রান্না করতে পারি। যাহোক যেটাই বানাই, আগেভাগেই ষষ্ঠ পাণ্ডবের সাথে এডভান্স টোস্ট করে নেই।

চিয়ার্স এণ্ড হ্যাপি বাড্ডে ষষ্ঠ পাণ্ডব! আপনার বয়স অনন্তকাল ধরে কমতে থাকুক, কিন্তু বাড়তে থাকুক শনৈ শনৈ জ্ঞান, আনন্দ আর প্রিয়তম কর্মে বা সাধনায় ব্যপৃত থাকার সময়, সুযোগ আর এনার্জি। মেনি হ্যাপি রিটার্ন্স!

পূণঃ আর হ্যাঁ, আপনার বাড্ডেটা এমনভাবে উদ্‌যাপন করার সুযোগ করে দেয়ার জন্যেও আপনাকে অসংখ্য ধন্যবাদ। মেনি মেনি হ্যাপি রিটার্ন্স অফ দিস অপরটুনিটি টু! চোখ টিপি

****************************************

তারেক অণু এর ছবি
মন মাঝি এর ছবি

??? চিন্তিত

****************************************

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

ধন্যবাদ মনমাঝি! আপনার উদযাপন পদ্ধতি ভালো লেগেছে। সত্যি বলতে কি আপনার সাথে টোস্ট করার সুযোগ পেলে আমি খুশিই হবো। কিন্তু তার উপায় কী?

শীতল চা আমার যতোটা না প্রিয় তারচেয়ে বেশি প্রিয় ওরচেস্টারশায়ার সস্‌ দিয়ে রান্না করা আমার ও আপনার জানা একমাত্র পদটা। অবশ্য এই আকালের দিনে সেটা একটু না বেশ কঠিন হয়ে পড়েছে। তাতে অসুবিধা নেই। মনমতো সঙ্গী জুটলে মাহ্‌ফিল জমতে সময় লাগে না। তার বড় প্রমাণ আমাদের কোঞ্চিপা। চাচীর বানানো লাল চা-ই সেখানে মাহ্‌ফিল জমিয়ে দেয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

তারাপ কোয়াস এর ছবি

শুভ জন্মদিন পাণ্ডবদা!


love the life you live. live the life you love.

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

ধন্যবাদ প্রিয় মিউজিশিয়ান! অনেক দিন পর আপনার দেখা মিললো। আপনার বাজানো খুব মিস্‌ করি। দেবেন নাকি একখানা পিস্‌?


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

অনিকেত এর ছবি

একটু দেরী হয়ে গেল--তাও জানান দিয়ে যাই--"শুভ জন্মদিন পান্ডব'দা"---
অফুরান শুভ কামনা আপনার জন্যে আর ত্রাকানুর জন্যেও---

তারেক অণু এর ছবি

গান দেন

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

ধন্যবাদ প্রিয় সঙ্গীতকার! আর হ্যাঁ, অণুর সাথে আমিও একমত। একটা নতুন গান পোস্ট করুন তাহলে সেটা আমাদের সবার জন্য একটা বড় পাওয়া হবে।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

অতিথি লেখক এর ছবি

দেরি হয় গেল তবুও শুভ জন্মদিন পাণ্ডবদা
ইসরাত

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

ধন্যবাদ ইসরাত! ভালো থাকবেন।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

তাসনীম এর ছবি

শুভ জন্মদিন পাণ্ডব।

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

ধন্যবাদ বস্‌! আপনার সাথে আড্ডার অপেক্ষায় আছি।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

অতিথি লেখক এর ছবি

শুভ জন্মদিন পাণ্ডব দা ।
আপনার জন্মদিনের শুভেচ্ছা দেরীতে দেয়া হলেও - দেয়াতো হলো। 'বেটার লেট দেন নেভার' - আর কি!
সেজন্য ধন্যবাদ প্রাপ্য তারেক অনু।

ভালো থাকবেন ষষ্ঠ পাণ্ডব।
ভালো থাকবেন তারেক অনু।

---------------------------------
কামরুজ্জামান পলাশ

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

ধন্যবাদ পলাশ! আপনিও ভালো থাকবেন।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

স্যাম এর ছবি

শুভ জন্মদিন প্রিয় পাণ্ডবদা
(আবার বইলেন না ঠু আর্লি ফর নেক্সট ইয়ার খাইছে )

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

ধন্যবাদ।

আবার বইলেন না ঠু আর্লি ফর নেক্সট ইয়ার

- ব্যাপারটা আমার মাথায় আসতো না, আপনিই ঢুকিয়ে দিলেন।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

দুর্দান্ত এর ছবি

শুভ জন্মদিন পান্ডবদা। কুইজফুইজ বুঝিনা, নান্নার বিরিয়ানি চাই। ঐ এলাকায় নাকি টাকিশুটকির ভর্তা সমৃদ্ধ পুরি পাওয়া যায়? ওটাও চাই।

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

ধন্যবাদ। আমি তো আশায় ছিলাম এবারের ঈদের ছুটিতে আসবে। তা আসতে আর পারলে কই! পরের বার একটু সময় নিয়ে এসো। পুরান ঢাকার ঐ এলাকায় অমন অনেক কিছুই পাওয়া যায়। হিম্মত করে খেতে পারলেই হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

দুর্দান্ত এর ছবি

ডুপ্লিঘ্যাচাং!

অতিথি লেখক এর ছবি

অনেক দেরীতে শুভ জন্মদিন পান্ডবদা।
আর হ্যা, অণু ভাইয়া, আপনাকে ধন্যবাদ- ছবিটার কারনে সুইমিং ইনডিয়ার সম্পর্কে জানা হলো।
ভালো থাকুন আপনারা দুইজনই, খুব।

-এস এম নিয়াজ মাওলা

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।