ঢাকা বিশ্ব-বিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট ভবনের নিচতলায় দাঁড়িয়েছিলাম, ধাতব গ্রিল দিয়ে চোখ যায় সবুজ এক চিলতে বাগানে, সেখানে লাইন ধরে কিছু গাছ- ফুলের, ফলের, পাতাবাহারের। এক গাছের নিচে বৃষ্টির জল বিলুপ্ত হবার অপেক্ষায়। চারপাশের বিরল সবুজের মাঝে টলটল মরূদ্যান, যেখানে উঁকি দিলে দেখা যাবে এক টুকরো আকাশ, হয়ত সমান্তরাল কোন মহাবিশ্বের প্রবেশ পথ, অন্তত মানসিক ভাবে তো বটেই।
ইট-কাঠের এই পাঁশুটে শহরটা আপন করে নেই না আমাকে কোনদিনই, আমিও হৃদয়ের মণিকোঠায় তার জন্য হাহাকার বোধ করি না আজ পর্যন্ত। মানুষ ভাল লাগে, তাই বলে এত্ত মানুষ মানুষ, যেখানে তাদের ভিড়ে মানবতা উধাও হয়ে যায় , সেখানে স্বস্তি বোধ করি না। যত্রতত্র গজিয়ে ওঠা ধূসর দালানের ভিড়ে উম্মুক্ত আকাশ ঢেকে গেলে হাঁসফাঁস শুরু হয়ে যায়, শৈশব থেকে নদীর প্রশস্ততা আর সবুজ দেখে চোখের অভ্যাস, এই শহরে কেন যেন খাবি খাওয়া মাছের মত মনে হয়। বিশেষ করে ঘাম চিটচিটে অবস্থায় ট্র্যাফিক জ্যামের মাঝে বেপরোয়া অসভ্য হর্ণের জ্বালায়।
তাই বিশ্ব-বিদ্যালয়ের সবুজ মহীরুহগুলো আসলে প্রশান্তি এনে দেয় দেহ-মনে। যদিও ঐ এক টুকরো ভূমির আকাশের কথা গোপনই ছিল, বোঝা যায় মনের মানুষের মতই মাঝে মাঝে তব দেখা দেয়, চিরদিন না। সেটার দিকে মূলত দৃষ্টি আকর্ষিত হল এক মেয়ে পাতি চড়ুই (House Sparrow) দেখে,
সে সাবধানে ইতিউতি দেখে পানির কিনার অপেক্ষা করছিল হয়ত তৃষ্ণা পেয়েছে অনেক, যে গরম আর কাঠফাটা রোদ ! একাধিক চুমুকও দিল আলতো করে, তার পরপরই তিড়িং করে লাফ দিয়ে ঝপাং করে পড়ল জলের মাঝে! ব্যস, শুরু হয়ে গেল তার স্নানপর্ব! সে কী উচ্ছাস!
জলের নিচে মাথা নিয়ে যায়, এপাশ ওপাশ করে, আবার মাথা তুলে ঝাঁকুনি দেয়, চারিদিকে তাকায়, আবার ঝুপ ডুব! দেখে আমারই মনে হচ্ছিল কোন সবুজ পুকুরে যেয়ে ঝপাং দিই! ফুড়ুৎ করে উড়ে পাখিটা উঠে বসল দেড় হাত উঁচুতে এক গাছের ডালে, সেখানে কিচিরমিচির করতে করতে , ডানা ঝাড়তে ঝাড়তে চেষ্টা করল জলমুক্ত হবার যাতে ভারহীন হয়ে উড়ে যেতে পারে নীল গ্রহের অন্য কোন প্রান্তের।
সে যেতে না জাতেই হাজির এক বাংলা বুলবুল ( Red-vented Bulbul), চড়ুইয়ের তুলনায় বেশ বড়ই পাখিটা, কিন্তু হাপুস-হুপুস করে সেই ইঞ্চিখানেক গভীরতার জলে স্নান করতে কোন বাঁধা তৈরি করতে পারল না আগ্রহী পথিকের সামনে।
দুই ডানা উচিয়ে লেজ নামিয়ে ঝুপঝুপ ডুব দিয়ে একই ঘটনার পুনরাবৃত্তি করে চলল সে একইভাবে, তার সাথে যোগ দিল এক মেয়ে উদয়ী দোয়েল, আমাদের জাতীয় পাখি!
মিলেমিশে দুই ভিন্ন জাতের পাখি আরামে অবগাহন করে চলল চোখের সামনেই লুকিয়ে থাকা এই অজানা মরূদ্যানে। বুলবুল উড়ে যাবার পরও মেয়ে দোয়েলটা স্বর্গসুখ উপভোগ করেই চলল কিছুক্ষণ,
সেই সময়ে কাছের ঝোপে উপস্থিত হল পাতি টুনটুনি (Common Tailorbird) , দেখে মন খুশী হয়ে গেল! এক রত্তি এই জায়গাতে, যেখানের কয়েক ফুটের মধ্যে লাখো লাখো মানুষ হট্টগোল করে বেড়াচ্ছে সারাদিন, সেইখানেও এই মিনিট পনেরর মাঝে উপস্থিত হল চার ভিন্ন ভিন্ন জাতের পাখি! স্নানের সন্ধানে, জল পানের সন্ধানে। আহা , এই শহর যেন এক বিশাল ধু ধু মরুভূমি, তাই-ই একরত্তি এক জায়গাতে খবর পেয়ে হাজির হয়েছে বিহঙ্গকূল।
যদিও টুনটুনিটি কোন অজানা কারণে স্নানে মত্ত হল না আপাতত, উড়ে গেল কোন সঙ্গীর আহবানে বা অজানা শত্রুর ভয়ে। যদিও প্রকৃতিতে কোন জায়গায় ফাঁকা থাকে না, সেখানে হাজির হল এক ছেলে পাতি চড়ুই,
তারই স্নানের নানা ভঙ্গিমার ছবি ফ্রেমবন্দী করতে করতে মনে হল- কতই বা বিস্ময় আমাদের চারপাশে, কতই না সুন্দর আমাদের বাসগৃহ এই পৃথিবীটা, কত স্নিগ্ধতা, কত ভাল লাগা, কত ভালবাসা ছড়ানো পথে পথে। কতই না সুন্দর এই নিস্ফল মানবজীবন, কেবল খুঁজে নেবার, উপলব্ধি করার অপেক্ষা।।
মন্তব্য
এক কথায় অসাধারন !!!
ধন্যবাদ
facebook
৫ তারা।
স্নানদৃশ্য বাক্সবন্দী কর তুমি! সাবধান, খুব খিয়াল কৈরা! ;)
--------------------------------------------------------
এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।
এক লহমার... টুকিটাকি
:p
facebook
চমৎকার। কলাভবনের আশেপাশে ৩-৪বার কাঠবিড়ালী দেখেছি, খুবই মজা লাগে এই প্রাণীটার ছোটাছুটি দেখতে! আক্ষরিক অর্থৈই দমবন্ধ করা শহরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, সত্যি একটু স্বস্তিতে কিছু সময় কাটানোর মতো জায়গা(অবশ্য মাঝেমধ্যে রাজনৈতিক সভার জন্য মাইক লাগিয়ে পুরা ক্যাম্পাসকে শব্দময় নরক বানিয়ে দেয়, শিক্ষার উন্নয়নের কথা বলা নেতাদের মাথায় থাকেনা ভার্সিটি একটা পড়ালেখা করার জায়গা!)। তবে ক্যাম্পাসের মধ্যেই যে হারে যানজট লেগে যাচ্ছে আজকাল তাতে ভবিষ্যত নিয়ে আশংকা হয়।
হু
facebook
(Y) (Y) চমৎকার!
(ধইন্যা)
facebook
(Y) অসাধারন ।
:)
facebook
অনিবার্য কারনেই মনটা বিষণ্ণ ছিল। লেখাটা পড়ে এবং ছবিগুলো খুঁটিয় খুঁটিয়ে দেখে মনটা প্রসন্ন হয়ে গেল। (Y)
খুব ভাল লাগল শুনে
facebook
(গুড়)
(ধইন্যা)
facebook
বাহ! পাখিগুলোকে ভড়কে না দিয়ে ছবি তুলে ফেলেছেন!
পাখিরা যেন কিভাবে সব টের পেয়ে যায়।
শুভেচ্ছা :)
ওরা টের পেয়ে যায় কাকে তারা বিশ্বাস করতে পারে।
facebook
এ ধরনের স্নানেরদেখা পাওয়া আসলেই একটু কঠিন বিশেষত ঢাকার মত এই যান্ত্রিক শহরে । তবে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের কিছু কিছু জায়গায় এই বিরল দৃশ্য এখনও চোখে পড়ে। আমার খুব প্রিয় একটি জায়গায় এমন সুন্দর একটি দৃশ্য ফ্রেমবন্দী- ধন্যবাদ অনু দা। ভালো থাকবেন সবসময়।
আপনিও, শুভেচ্ছা
facebook
হয়তো দেখেছো চারপাঁচ ফোঁটা জলে
চার সেকেন্ডে চড়ুই পাখির স্নান
আমিও এখন সেই পাখিটার দলে
শুনিয়ে দিলাম চার লাইনের গান
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
বাহ !
facebook
খুব ভালো অনু।
শুভেচ্ছা।
----------------------
কামরুজ্জামান পলাশ
:)
facebook
ছবি - কিছু বলার সুযোগই নাই।
লিখা - অসাধারন।
কবির সুমনের প্রাসংগিক গানটার জন্য পান্ডব দাকে ধন্যবাদ।
অভিমন্যু .
________________________
সেই চক্রবুহ্যে আজও বন্দী হয়ে আছি
ধন্যবাদ
facebook
কালই অনেক আগের এক জার্মান পাখিবিশারদের প্রামান্যচিত্র দেখলাম। আজ আপনার এই লেখা। দারুন সুন্দর!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
নাম মনে আছে তাঁর?
facebook
স্নানের দৃশ্যই যদি দেখাবেন, তবে শুধু পাখি কেন? জগতে আর কি কোন প্রানী নাই? :S
আছে :D
facebook
সুন্দর।
__________
সুপ্রিয় দেব শান্ত
(ধইন্যা)
facebook
খুব ছোট ছোট বিষয় থেকে যারা আনন্দ খুঁজে নিতে পারে তাদের পৃথিবী কখনও বর্ণহীন হয় না। চমৎকার অবর্জাভেশন অণু।
মুদ্রা সংগ্রাহক
আসলেই মুদ্রা সংগ্রহ করেন?
facebook
হু, দেখা হয় নাই দুই পা ফেলিয়া... নাইলে বাড়ির সামনে উনাদের স্নান দৃশ্য অণুদার ছবিতে দেখতে হয়...
মিয়া, এমনে খোঁজ খবর না দিয়া ঘুইরা গেলেন... X( মমতাজ কি হুদাই কয়, "তারেকাণু যখন বউ না লইয়া... আমার বাড়ির সামনে দিয়া... ক্যাম্রা লইয়া হাইট্টা যায়..." :(
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
তো ! আপনারই তো পাত্তা নাইক্যা !
facebook
সাধারণ ছবির অসাধারণ উপস্থাপন, ক্যাপশনের মন্তব্য অতি অসাধারণ
ধন্যবাদ
facebook
তারেক অণুর চোখ খুইলা আমাদের জাদুঘরে বান্ধাইয়া রাখার দাবি জানাই
নাহ দাদা ! কী মুস্কিল!
facebook
সামনে দেখেও অগ্রাহ্য করা একটা বিষয় যে এতো সুন্দর হতে পারে সেটা আপনার এ লেখার ছবিগুলো না দেখলে বুঝতাম না। দেখার মতো চোখ আছে বটে আপনার।
শব্দ পথিক
নভেম্বর ১৮, ২০১৩
সুন্দর আছে সবখানেই
facebook
(Y)
মাসুদ সজীব
শুভেচ্ছা
facebook
নতুন মন্তব্য করুন