• Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_clear_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_electoral_list_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_results_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_writeins_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).

দেখা হয় না চক্ষু মেলিয়া- বুনো পাখির স্নানাগার

তারেক অণু এর ছবি
লিখেছেন তারেক অণু (তারিখ: রবি, ১৭/১১/২০১৩ - ৯:৫৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

IMG_2414

ঢাকা বিশ্ব-বিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট ভবনের নিচতলায় দাঁড়িয়েছিলাম, ধাতব গ্রিল দিয়ে চোখ যায় সবুজ এক চিলতে বাগানে, সেখানে লাইন ধরে কিছু গাছ- ফুলের, ফলের, পাতাবাহারের। এক গাছের নিচে বৃষ্টির জল বিলুপ্ত হবার অপেক্ষায়। চারপাশের বিরল সবুজের মাঝে টলটল মরূদ্যান, যেখানে উঁকি দিলে দেখা যাবে এক টুকরো আকাশ, হয়ত সমান্তরাল কোন মহাবিশ্বের প্রবেশ পথ, অন্তত মানসিক ভাবে তো বটেই।

ইট-কাঠের এই পাঁশুটে শহরটা আপন করে নেই না আমাকে কোনদিনই, আমিও হৃদয়ের মণিকোঠায় তার জন্য হাহাকার বোধ করি না আজ পর্যন্ত। মানুষ ভাল লাগে, তাই বলে এত্ত মানুষ মানুষ, যেখানে তাদের ভিড়ে মানবতা উধাও হয়ে যায় , সেখানে স্বস্তি বোধ করি না। যত্রতত্র গজিয়ে ওঠা ধূসর দালানের ভিড়ে উম্মুক্ত আকাশ ঢেকে গেলে হাঁসফাঁস শুরু হয়ে যায়, শৈশব থেকে নদীর প্রশস্ততা আর সবুজ দেখে চোখের অভ্যাস, এই শহরে কেন যেন খাবি খাওয়া মাছের মত মনে হয়। বিশেষ করে ঘাম চিটচিটে অবস্থায় ট্র্যাফিক জ্যামের মাঝে বেপরোয়া অসভ্য হর্ণের জ্বালায়।

তাই বিশ্ব-বিদ্যালয়ের সবুজ মহীরুহগুলো আসলে প্রশান্তি এনে দেয় দেহ-মনে। যদিও ঐ এক টুকরো ভূমির আকাশের কথা গোপনই ছিল, বোঝা যায় মনের মানুষের মতই মাঝে মাঝে তব দেখা দেয়, চিরদিন না। সেটার দিকে মূলত দৃষ্টি আকর্ষিত হল এক মেয়ে পাতি চড়ুই (House Sparrow) দেখে,

IMG_2376

সে সাবধানে ইতিউতি দেখে পানির কিনার অপেক্ষা করছিল হয়ত তৃষ্ণা পেয়েছে অনেক, যে গরম আর কাঠফাটা রোদ ! একাধিক চুমুকও দিল আলতো করে, তার পরপরই তিড়িং করে লাফ দিয়ে ঝপাং করে পড়ল জলের মাঝে! ব্যস, শুরু হয়ে গেল তার স্নানপর্ব! সে কী উচ্ছাস!

IMG_2379

জলের নিচে মাথা নিয়ে যায়, এপাশ ওপাশ করে, আবার মাথা তুলে ঝাঁকুনি দেয়, চারিদিকে তাকায়, আবার ঝুপ ডুব! দেখে আমারই মনে হচ্ছিল কোন সবুজ পুকুরে যেয়ে ঝপাং দিই! ফুড়ুৎ করে উড়ে পাখিটা উঠে বসল দেড় হাত উঁচুতে এক গাছের ডালে, সেখানে কিচিরমিচির করতে করতে , ডানা ঝাড়তে ঝাড়তে চেষ্টা করল জলমুক্ত হবার যাতে ভারহীন হয়ে উড়ে যেতে পারে নীল গ্রহের অন্য কোন প্রান্তের।

সে যেতে না জাতেই হাজির এক বাংলা বুলবুল ( Red-vented Bulbul), চড়ুইয়ের তুলনায় বেশ বড়ই পাখিটা, কিন্তু হাপুস-হুপুস করে সেই ইঞ্চিখানেক গভীরতার জলে স্নান করতে কোন বাঁধা তৈরি করতে পারল না আগ্রহী পথিকের সামনে।

IMG_2403

IMG_2387

IMG_2385

দুই ডানা উচিয়ে লেজ নামিয়ে ঝুপঝুপ ডুব দিয়ে একই ঘটনার পুনরাবৃত্তি করে চলল সে একইভাবে, তার সাথে যোগ দিল এক মেয়ে উদয়ী দোয়েল, আমাদের জাতীয় পাখি!

IMG_2400

IMG_2386

মিলেমিশে দুই ভিন্ন জাতের পাখি আরামে অবগাহন করে চলল চোখের সামনেই লুকিয়ে থাকা এই অজানা মরূদ্যানে। বুলবুল উড়ে যাবার পরও মেয়ে দোয়েলটা স্বর্গসুখ উপভোগ করেই চলল কিছুক্ষণ,

IMG_2392

সেই সময়ে কাছের ঝোপে উপস্থিত হল পাতি টুনটুনি (Common Tailorbird) , দেখে মন খুশী হয়ে গেল! এক রত্তি এই জায়গাতে, যেখানের কয়েক ফুটের মধ্যে লাখো লাখো মানুষ হট্টগোল করে বেড়াচ্ছে সারাদিন, সেইখানেও এই মিনিট পনেরর মাঝে উপস্থিত হল চার ভিন্ন ভিন্ন জাতের পাখি! স্নানের সন্ধানে, জল পানের সন্ধানে। আহা , এই শহর যেন এক বিশাল ধু ধু মরুভূমি, তাই-ই একরত্তি এক জায়গাতে খবর পেয়ে হাজির হয়েছে বিহঙ্গকূল।

IMG_2399

যদিও টুনটুনিটি কোন অজানা কারণে স্নানে মত্ত হল না আপাতত, উড়ে গেল কোন সঙ্গীর আহবানে বা অজানা শত্রুর ভয়ে। যদিও প্রকৃতিতে কোন জায়গায় ফাঁকা থাকে না, সেখানে হাজির হল এক ছেলে পাতি চড়ুই,

IMG_2417

তারই স্নানের নানা ভঙ্গিমার ছবি ফ্রেমবন্দী করতে করতে মনে হল- কতই বা বিস্ময় আমাদের চারপাশে, কতই না সুন্দর আমাদের বাসগৃহ এই পৃথিবীটা, কত স্নিগ্ধতা, কত ভাল লাগা, কত ভালবাসা ছড়ানো পথে পথে। কতই না সুন্দর এই নিস্ফল মানবজীবন, কেবল খুঁজে নেবার, উপলব্ধি করার অপেক্ষা।।

IMG_2408


মন্তব্য

নিহন আহসান এর ছবি

এক কথায় অসাধারন !!!

তারেক অণু এর ছবি

ধন্যবাদ

এক লহমা এর ছবি

৫ তারা।
স্নানদৃশ্য বাক্সবন্দী কর তুমি! সাবধান, খুব খিয়াল কৈরা! ;)

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

তারেক অণু এর ছবি
শাফায়েত এর ছবি

চমৎকার। কলাভবনের আশেপাশে ৩-৪বার কাঠবিড়ালী দেখেছি, খুবই মজা লাগে এই প্রাণীটার ছোটাছুটি দেখতে! আক্ষরিক অর্থৈই দমবন্ধ করা শহরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, সত্যি একটু স্বস্তিতে কিছু সময় কাটানোর মতো জায়গা(অবশ্য মাঝেমধ্যে রাজনৈতিক সভার জন্য মাইক লাগিয়ে পুরা ক্যাম্পাসকে শব্দময় নরক বানিয়ে দেয়, শিক্ষার উন্নয়নের কথা বলা নেতাদের মাথায় থাকেনা ভার্সিটি একটা পড়ালেখা করার জায়গা!)। তবে ক্যাম্পাসের মধ্যেই যে হারে যানজট লেগে যাচ্ছে আজকাল তাতে ভবিষ্যত নিয়ে আশংকা হয়।

তারেক অণু এর ছবি

হু

তীর্থ চক্রবর্তী এর ছবি

(Y) (Y) চমৎকার!

তারেক অণু এর ছবি

(ধইন্যা)

kanij fatema এর ছবি

(Y) অসাধারন ।

তারেক অণু এর ছবি
প্রৌঢ় ভাবনা এর ছবি

অনিবার্য কারনেই মনটা বিষণ্ণ ছিল। লেখাটা পড়ে এবং ছবিগুলো খুঁটিয় খুঁটিয়ে দেখে মনটা প্রসন্ন হয়ে গেল। (Y)

তারেক অণু এর ছবি

খুব ভাল লাগল শুনে

মহুয়া  এর ছবি

(গুড়)

তারেক অণু এর ছবি

(ধইন্যা)

মেঘলা মানুষ এর ছবি

বাহ! পাখিগুলোকে ভড়কে না দিয়ে ছবি তুলে ফেলেছেন!
পাখিরা যেন কিভাবে সব টের পেয়ে যায়।

শুভেচ্ছা :)

তারেক অণু এর ছবি

ওরা টের পেয়ে যায় কাকে তারা বিশ্বাস করতে পারে।

অমি_বন্যা এর ছবি

এ ধরনের স্নানেরদেখা পাওয়া আসলেই একটু কঠিন বিশেষত ঢাকার মত এই যান্ত্রিক শহরে । তবে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের কিছু কিছু জায়গায় এই বিরল দৃশ্য এখনও চোখে পড়ে। আমার খুব প্রিয় একটি জায়গায় এমন সুন্দর একটি দৃশ্য ফ্রেমবন্দী- ধন্যবাদ অনু দা। ভালো থাকবেন সবসময়।

তারেক অণু এর ছবি

আপনিও, শুভেচ্ছা

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

হয়তো দেখেছো চারপাঁচ ফোঁটা জলে
চার সেকেন্ডে চড়ুই পাখির স্নান
আমিও এখন সেই পাখিটার দলে
শুনিয়ে দিলাম চার লাইনের গান


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

তারেক অণু এর ছবি

বাহ !

অতিথি লেখক এর ছবি

খুব ভালো অনু।
শুভেচ্ছা।

----------------------
কামরুজ্জামান পলাশ

তারেক অণু এর ছবি
অতিথি লেখক এর ছবি

ছবি - কিছু বলার সুযোগই নাই।
লিখা - অসাধারন।

কবির সুমনের প্রাসংগিক গানটার জন্য পান্ডব দাকে ধন্যবাদ।

অভিমন্যু .
________________________
সেই চক্রবুহ্যে আজও বন্দী হয়ে আছি

তারেক অণু এর ছবি

ধন্যবাদ

তীরন্দাজ এর ছবি

কালই অনেক আগের এক জার্মান পাখিবিশারদের প্রামান্যচিত্র দেখলাম। আজ আপনার এই লেখা। দারুন সুন্দর!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

তারেক অণু এর ছবি

নাম মনে আছে তাঁর?

আব্দুল্লাহ এ.এম. এর ছবি

স্নানের দৃশ্যই যদি দেখাবেন, তবে শুধু পাখি কেন? জগতে আর কি কোন প্রানী নাই? :S

তারেক অণু এর ছবি

আছে :D

শান্ত এর ছবি

সুন্দর।

__________
সুপ্রিয় দেব শান্ত

তারেক অণু এর ছবি

(ধইন্যা)

মুদ্রা সংগ্রাহক এর ছবি

খুব ছোট ছোট বিষয় থেকে যারা আনন্দ খুঁজে নিতে পারে তাদের পৃথিবী কখনও বর্ণহীন হয় না। চমৎকার অবর্জাভেশন অণু।

মুদ্রা সংগ্রাহক

তারেক অণু এর ছবি

আসলেই মুদ্রা সংগ্রহ করেন?

সাক্ষী সত্যানন্দ এর ছবি

হু, দেখা হয় নাই দুই পা ফেলিয়া... নাইলে বাড়ির সামনে উনাদের স্নান দৃশ্য অণুদার ছবিতে দেখতে হয়...

মিয়া, এমনে খোঁজ খবর না দিয়া ঘুইরা গেলেন... X( মমতাজ কি হুদাই কয়, "তারেকাণু যখন বউ না লইয়া... আমার বাড়ির সামনে দিয়া... ক্যাম্রা লইয়া হাইট্টা যায়..." :(

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

তারেক অণু এর ছবি

তো ! আপনারই তো পাত্তা নাইক্যা !

sanjoy এর ছবি

‌‌‌সাধারণ ছবির অসাধারণ উপস্থাপন, ক‌্যাপশনের মন্তব্য অতি অসাধারণ

তারেক অণু এর ছবি

ধন্যবাদ

মাহবুব লীলেন এর ছবি

তারেক অণুর চোখ খুইলা আমাদের জাদুঘরে বান্ধাইয়া রাখার দাবি জানাই

তারেক অণু এর ছবি

নাহ দাদা ! কী মুস্কিল!

অতিথি লেখক এর ছবি

সামনে দেখেও অগ্রাহ্য করা একটা বিষয় যে এতো সুন্দর হতে পারে সেটা আপনার এ লেখার ছবিগুলো না দেখলে বুঝতাম না। দেখার মতো চোখ আছে বটে আপনার।

শব্দ পথিক
নভেম্বর ১৮, ২০১৩

তারেক অণু এর ছবি

সুন্দর আছে সবখানেই

অতিথি লেখক এর ছবি

কতই না সুন্দর এই নিস্ফল মানবজীবন, কেবল খুঁজে নেবার, উপলব্ধি করার অপেক্ষা।

(Y)

মাসুদ সজীব

তারেক অণু এর ছবি

শুভেচ্ছা

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।